
02/04/2024
মেক্সিকান সোর্ড লিলি, এটি একটি জলজ উদ্ভিদ।পানিতে সবথেকে বেশি ভালো থাকে।তবে ছিদ্র বিহীন টবে মাটিতে ও লাগানো যায়, সেক্ষেত্রে মাটি সব সময় ভেজা রাখতে হবে। একুরিয়ামের জন্য সবচেয়ে আদর্শ গাছ , অন্য জলজ গাছ লাগালে ছোট পাতা থাকার কারনে ঝড়ে পরে অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে যা এই গাছের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়, পানিতে প্রকৃতিক ভাবে অক্সিজেন বৃদ্ধি করে। একুরিয়ামের ৫ ইঞ্চি থেকে ১৪ ইঞ্চি নিতে পারেন, যাদের হাউজে মাছ আছে তারা মাতৃ গাছ লাগাতে পারেন ।