Dr. Md. Sadekuzzaman

Dr. Md. Sadekuzzaman Chief Vet Consultant & Managing Director of Pets Care Clinic & Veterinary Hospital

22/08/2023

সচেতনতামূলক পোস্টঃ

ছবিতে যে বিড়ালটিকে দেখছেন সেটি আমাদের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।

এবার চলুন, এর পিছনের গল্প শোনাই আপনাদের।

আজ ২২.৮.২৩ রোজ মঙ্গলবার সময় সকাল ৯:১৩ মিনিটে আমাদের হটলাইন নাম্বারে একটি কল আসে। অপরপ্রান্তে একটি কান্না জর্জরিত কন্ঠে একজন মেয়ে মানুষ জিজ্ঞাসা করে "আপনাদের ক্লিনিক খোলা আছে?"

আমরা বলি,"আমাদের ক্লিনিক সকাল ১০টা থেকে খোলা", "আপনার কি ইমারজেন্সি কোন সমস্যা?"
.."আমার বাচ্চাটা গত ২ দিন ধরে সবুজ বমি করছে এবং সাথে গতকাল থেকে রক্ত পায়খানা! যদি দয়া করে আমার বাচ্চাটাকে দেখে দেন....! আমরা ওকে নিয়ে বঙ্গবাজার সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। একজন আপনাদের ক্লিনিকের কথা বললেন। আমাদের বাসা সি ব্লকেই"।
..."আপনি আসেন।"

উনারা আসলে বিড়ালটিকে নড়াচড়া করতে দেখা যায়নি।

এরপর আমাদের কর্তব্যরত চিকিৎসক শোনামাত্র হন্তদন্ত হয়ে ২০মিনিটের মধ্যে চলে আসেন ক্লিনিকে। তিনি এসে চেক করে বিড়ালটিকে মৃত বলে ঘোষণা দেন।

#সচেতনহোন
#বিড়ালেরবমিখুবইখারাপলক্ষণ
#বিড়ালকেঅসুস্থমনেহলেদেরিনাকরেদ্রুতনিকটস্থক্লিনিকবাহাসপাতালেনিয়েযান












22/08/2023
22/08/2023

সবসময় তো ভাল কথা শোনাই। আজকে কিটো নামের এই বাবুটার জীবন প্রদীপ নিভে যাওয়ার করুণ কাহিনী শোনাই......

গত ১৪.৮.২৩ তারিখে ওকে আমাদের ক্লিনিকে নিয়ে আসে তার পেরেন্টস। তাঁরা আগে কখনো বিড়াল পালেননি এবং সে সপ্তাহখানেক ধরে বমি করছে এবং খাওয়া-দাওয়া করছে না এটা তাঁরা খেয়ালও করতে পারেননি! তাঁরা সবকিছু মিলিয়ে অ-নে-ক ব্যস্ত ছিলেন। কিটো এতটাই অসুস্থ ছিল যে তার ওজন ৫কেজি+ থেকে ২.৩কেজিতে নেমে আসে! শরিরের চামড়া হাঁড়ের সাথে লেগে ছিল। টানলেও আবার চুপসে যাচ্ছিল।

যা হোক, আমাদের এখানে ট্রিটমেন্ট শুরু হলো। আলহামদুলিল্লাহ্‌ সে তখন ট্রিটমেন্টে ভাল রেসপন্স করেছিল। তাকে বাসায় নিয়ে যাওয়া হলো। কিন্তু ঐদিন রাতের বেলা হঠাৎ করে শরিরের তাপমাত্রা অনেক কমে যায়। প্রাথমিকভাবে কিছু সাজেশন দেয়া হয় এবং কিছুটা সুস্থ হয়। তাকে পরেরদিন নিয়ে আসে ক্লিনিকে এবং প্রায় ৩ঘন্টার উপর কয়েক দফায় ট্রিটমেন্ট করে অনেকটাই সুস্থ করে তোলা হয় এবং সে ঐ ট্রিটমেন্টেরও ভাল রেসপন্স করেছিল। আস্তে আস্তে তার শরিরের তাপমাত্রা বাড়া শুরু হয়। সে চোখ-মুখ নাড়াতে থাকে। রাত ৪টার দিকেও তার পেরেন্ট চেক করে সে মোটামুটি সুস্থ। কিন্তু একটু ঘুম দিয়ে সকাল ৭টার দিকে তার পেরেন্ট কিটোকে চেক করে শেষবারের মত এবং সে চিরতরে ঘুমিয়ে যায়!!

বিদায় হয়ে যায় একটি প্রাণপাখি!

সারাজীবনের জন্য তার পেরেন্টসদের কান্নার একটি কারণ হয়ে থাকল এই কাহিনী! তাঁরা যে কোন চেষ্টা করেননি তা নয়। তাঁরা আপ্রাণ চেষ্টা করেছেন। তবে যতক্ষণে তাঁরা বুঝে উঠতে পেরেছেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে!

যা হোক, যাঁরা বাসায় কোন প্রানী বা পাখি পুষে থাকেন তাঁরা দয়া করে একটু সচেতন থাকবেন। নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে!

22/08/2023
22/08/2023

মাইলো এসেছিল চেক আপ এবং ডিওয়ার্মিং করাতে।

Now, He is dewormed!!








22/08/2023

Helminticide-L Tablet for Deworming Available.

-l






Address

Dinajpur

Telephone

+8801751368325

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Sadekuzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Md. Sadekuzzaman:

Videos

Share

Category


Other Veterinarians in Dinajpur

Show All