Dr. Md. Sadekuzzaman

Dr. Md. Sadekuzzaman Chief Vet Consultant & Managing Director of Pets Care Clinic & Veterinary Hospital

07/10/2024

মেডিভেট পেটস কেয়ারে স্পে-নিউটার করার পর পোস্ট-অপারেটিভ কেয়ারের ব্যবস্থা রয়েছে।












12/05/2024

এঞ্জেলকে সুস্থ করার ক্ষেত্রে Amader songsar আপনাদের ভূমিকাই বেশি ছিল আর আল্লাহ্‌ ওর হায়াত রেখেছিলেন। তবে সত্যি বলতে সেরকম পরিস্থিতিতে আমাদের সাহস জোগানো এবং প্রটোকল মেইনটেইন করে ট্রিটমেন্ট করা ছাড়া আর তেমন কিছুই ছিল না! চুলবুলকে নিয়ে আমরা এত টেনশনে ছিলাম না যতটা না এঞ্জেলকে নিয়ে ছিলাম। আসলে আমাদেরও টেনশন থাকে প্রতিটা পেশেন্টকে নিয়ে। যা হোক, ইনশাআল্লাহ্‌ এঞ্জেলের চুলগুলো আবার ঠিক হয়ে যাবে। আপনি আবার আগের এঞ্জেলকে পেয়ে যাবেন। এটা এখন সময়ের ব্যাপার।

01/04/2024
28/03/2024
নতুন রুপে সুজির বাড়ি   😻😻সুজির বাড়ি MediVet Pets Care  এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। সুজির বাড়ির আগের ডেকোরেশন চেঞ্জ করে নতুন ...
26/03/2024

নতুন রুপে সুজির বাড়ি 😻😻

সুজির বাড়ি MediVet Pets Care এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।

সুজির বাড়ির আগের ডেকোরেশন চেঞ্জ করে নতুন ডেকোরেশনে সজ্জিত হয়েছে। ✌️✌️

সামনের ঈদের জন্য আপনার প্রথম পছন্দ যেন সুজির বাড়িই হয় সেজন্য আমরা প্রস্তুত। আপনি আস্থা রাখতে পারবেন তো??

আমাদের ফস্টার থেকে আপনি যেসব সুবিধা পাবেনঃ
১. ২৪ঘন্টা এসি সার্ভিস।
২. ২৪ঘন্টা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত সুবিধা।
৩. প্রয়োজনীয় লিটার সরবরাহ করা হবে।
৪. প্রয়োজনীয় ক্যাট ফুড সাপ্লাই দেয়া হবে। ফস্টারের ক্যাট ফুড এর ব্র‍্যান্ড নির্দিষ্ট। যদি ফস্টারের ক্যাটফুড উক্ত বিড়াল না খায় তাহলে যার বিড়াল যে ব্র‍্যান্ডের ক্যাট ফুড খায় উক্ত ব্র‍্যান্ডের ক্যাট ফুড দিয়ে যেতে হবে।
৫. যদি মাছ বা মাংস বা অন্য খাবার খায় তাহলে সেগুলো বিড়াল মালিককে সরবরাহ করতে হবে। ফস্টার যেসব খাবার প্রস্তুত করে দিবে।
৬. প্রতিদিনে অন্ততপক্ষে ১বার এবং সর্বোচ্চ ২বার ১ঘন্টা করে মুক্তভাবে বিচরণ করতে দেয়া হবে প্রতিটি বিড়ালকে। তবে যদি মালিক মুক্তভাবে বিচরণ করতে দিতে না চায় তাহলে তা করা থেকে উক্ত বিড়ালকে বিরত রাখা হবে।
৭. প্রতিদিন ১বার ভিডিওকলের মাধ্যমে নিজ বিড়ালের সাথে যোগাযোগ করতে পারবেন।
৮. বিড়াল রেখে যাওয়ার পরে ফস্টারে এসে দেখতে চাইলে প্রতিদিন ১বার সর্বোচ্চ ২০মিনিটের সাক্ষাত পাবেন।























পবিত্র মাহে রমজানে                               ক্লিনিকের সময়সূচীঃসকাল ৯টা - দুপুর ১:৩০দুপুর ৩টা - বিকাল ৫টাসার্জারির জ...
10/03/2024

পবিত্র মাহে রমজানে
ক্লিনিকের সময়সূচীঃ

সকাল ৯টা - দুপুর ১:৩০
দুপুর ৩টা - বিকাল ৫টা

সার্জারির জন্য অবশ্যই এপয়েন্টমেন্ট প্রয়োজন

হটলাইনঃ ০১৭৬৭১৬৩০৫০

কেন এই আতশবাজি??আনন্দ নাকি জীবনাপন্ন??ভেবে দেখেছেন কী??
31/12/2023

কেন এই আতশবাজি??
আনন্দ নাকি জীবনাপন্ন??

ভেবে দেখেছেন কী??

এই যে দাগগুলো দেখছেন এগুলো একটার পর একটা হয়, তারপর ক্ষত শুকিয়ে ঠিক হয়ে যায়। এক হাতে হয়, ঠিক হয়। এরপর অন্য হাতে হয়। কখনো ...
18/12/2023

এই যে দাগগুলো দেখছেন এগুলো একটার পর একটা হয়, তারপর ক্ষত শুকিয়ে ঠিক হয়ে যায়। এক হাতে হয়, ঠিক হয়। এরপর অন্য হাতে হয়। কখনো গালে হয়, কখনো বা নাকে, আবার কখনো গলায়...... এভাবেই চলতে থাকে.....

আঁচড়......কামড়......ক্ষত......ঘা শুকানো.....সুস্থতা...........আঁচড়......কামড়......ক্ষত......ঘা শুকানো......সুস্থতা......

Pet Practice is not A Profession, It's a Passion ❤️

20/11/2023

যাঁরা যেখানে-সেখানে কুকুর-বিড়াল দেখলেই ব্যাকুল হয়ে উঠেন এবং আদর করতে চান ভিডিওটি তাঁদের সচেতনতার জন্য।

এর মানে এই না যে তাদেরকে আপনি ভালবাসবেন না বা আদর করবেন না বা খাবার দিবেন না! অবশ্যই আপনি সেসব করবেন। তবে দূরত্ব বজায় রাখবেন নিজের সুরক্ষার জন্য।

Address

Mirpur

Telephone

+8801751368325

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Sadekuzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Md. Sadekuzzaman:

Videos

Share

Category


Other Veterinarians in Mirpur

Show All