30/03/2024
আমার সোনার বাংলার ইনফ্রাস্ট্রাকচার যদি এভাবে পরিবর্তন করা যেতঃ
প্রাইম মিনিস্টারঃ প্রজেক্ট ম্যানেজার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (১০ বছর অভিজ্ঞতা)
প্রেসিডেন্টঃ প্রজেক্ট ম্যানেজার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (১০ বছর অভিজ্ঞতা)
মন্ত্রীঃ সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রজেক্ট ম্যানেজার (৫ বছর অভিজ্ঞতা)
এম্পিঃ সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিম লিড (৫ বছর অভিজ্ঞতা)
আইন শৃঙ্খলা বাহিনীঃ বাহিনী গুলোর প্রধান হবে ডেভঅপ্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার (5 বছর অভিজ্ঞতা), সাধারন বাহিনী হবে ডেভঅপ্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট দেশের বিভিন্ন উন্নয়নমুলক প্রজেক্টের পরিকল্পনা করবে। মন্ত্রীদের মাঝে প্লানগুলা ডিস্ট্রিবিউট করে দিবে, সাপ্তাহিক প্রগ্রেস মিটিং করে প্রোজেক্টগুলোর আকচুয়াল প্রগ্রেস ভেরিফাই করবে। মন্ত্রীরা প্লানগুলা ডেইলি টাস্কে বিভক্ত করে এম্পিদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিবে। এম্পিরা সেই টাস্ক গুলা সঠিকভাবে একজিকিউট করবে। আইন শৃঙ্খলা বাহিনী প্লানগুলো সঠিক ভাবে ডেপলয় করে দেশের সাধারন মানুষের কাছে পোঁছে দিবে।
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি করে সময় নষ্ট না করে সবাই লেটকডে প্রব্লেম সল্ভ করবে, এবং পরবর্তীতে দেশের দায়িত্ব নেয়ার জন্যে নিজেকে তৈরি করবে।
নির্বাচন ৫ বছর পর পর হবে, রাজার পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হবে না।
বিশেষ দ্রষ্টব্যঃ আমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই নিতান্তই নিজের কাল্পনিক চিন্তাধারা থেকে মজার চলে লেখা। 😂