7 Color Aviary

7 Color Aviary Budgerigar Lovers�

তারা আর ছোট নাই,দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেছে। ইনশাআল্লাহ শীতের শুরুতেই বিয়ে দিয়ে দিব❤️সবাই দোয়া করবেন।      একই মায়ের ...
01/10/2023

তারা আর ছোট নাই,
দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেছে।
ইনশাআল্লাহ শীতের শুরুতেই বিয়ে দিয়ে দিব❤️
সবাই দোয়া করবেন।

একই মায়ের দুই সন্তান
❤️কালা আর ধলা❤️
শুভ রাএি

❤️❤️ শুভ সকাল ❤️❤️আমরা অনেক সময় দেখি আমাদের পাখি মারামারি করে। অনেক সময় এটা এতটাই মারাত্মক আকার ধারণ করে যে পাখি গুরুতর ...
26/09/2023

❤️❤️ শুভ সকাল ❤️❤️

আমরা অনেক সময় দেখি আমাদের পাখি মারামারি করে। অনেক সময় এটা এতটাই মারাত্মক আকার ধারণ করে যে পাখি গুরুতর ভাবে আহত হয় 😭

পাখি এমনটা করার সবচেয়ে প্রধান কারণ হলো স্ট্রেস।
পাখিকে স্ট্রেস ফ্রী রাখার জন্য কিছু খাবার ও পানীয় কিন্তু চমৎকার কাজ করে। এগুলো হল: পুদিনা পাতা, মেহেদী পাতা, ডাবের পানি ও স্যালাইন।

আমি তো আমার পাখিদের যেসব খাবার দেই সেগুলো চেষ্টা করি বাসায় উৎপাদন করতে। আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন, তবে অবশ্যই ভালো করে ধুয়ে নিবেন।
আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।

কপি
জিনাত জাহান সিমি আপু

পাখির মালিক আমি

একটি বাজরিগারের গুণগতমানকে (Quality) বোঝা বা অনুধাবন করা:যদিও আমরা একটি বাজরিগারের গুণগতমান সম্পর্কে অনেক কিছু শুনি, আমর...
19/09/2023

একটি বাজরিগারের গুণগতমানকে (Quality) বোঝা বা অনুধাবন করা:

যদিও আমরা একটি বাজরিগারের গুণগতমান সম্পর্কে অনেক কিছু শুনি, আমরা কি সত্যিই বুঝতে পারি গুণগতমান বা কোয়ালিটি মানে আসলে কী?

হ্যাঁ, গুণগতমান একটি বিষয়গত (Subjective) ধারণা, কিন্তু, কিছু কিছু বিষয় এবং পরিমিতি রয়েছে যা আমাদেরকে একটি বাজরিগারের গুণগতমান বুঝতে সাহায্য করে।

প্রথম বিভ্রান্তি বা ভুল ধারণা যা শুরুতেই দূর হওয়া দরকার তা হল: মিউটেশন মানে গুণগতমান নয়। একটি 'Df gf df vio cobalt cw' রংধনু মানে গুণগতমান নয়। বিভ্রান্ত হলেন? এটা খুব স্বাভাবিক কারণ এই ধারণাটা আমাদের বদ্ধমূল হয়ে গেছে যে, ভালো মিউটেশন মানে ভালো কোয়ালিটি কিন্তু, বস্তুত, মিউটেশনের সাথে কোয়ালিটির তেমন কোনো সম্পর্কই নেই।

হ্যাঁ, উপরে যা পড়লেন একদম সঠিক পড়লেন। মিউটেশন একটি জেনেটিক সমীকরণের মতই। আপনি যদি একটি 'Df gf df vio cob cw' রংধনু ব্রীড করিয়ে থাকেন, তাহলে এর মানে হল আপনি একটি নির্দিষ্ট গণনা সঠিকভাবে সম্পন্ন করেছেন। তবে, এর অর্থ এই নয় যে আপনি গুণমান উৎপাদন করেছেন।

উদাহরণস্বরূপ, যদি পাখিটির লেজ ঝুঁকে পড়ে, প্রায়শই অসুস্থ থাকে, পূর্ণ পালকের পালঙ্ক বা বিস্তার না থাকে, খারাপ মার্কিং বা দৃশ্যমান বৈশিষ্ট্য বহন করে, সঠিকভাবে উড়তে পারে না, স্থূলতায় ভুগছে, কোনো রোগজীবাণু বা ভাইরাস দ্বারা আক্রান্ত, আকারের অভাব, বৃদ্ধির অভাব, শক্তির অভাব, জীবনীশক্তির অভাব বা কোনো শারীরিক বিকৃতি বহন করে, এটি অবশ্যই একটি গুণগতমান সম্পন্ন পাখি নয়, বরং একটি নিম্নমানের নমুনা। সুতরাং, মিউটেশন যতই সমৃদ্ধ বা জটিল বা বিরল হোক না কেন, একা মিউটেশন পাখির গুণমানকে অনুমোদন করতে পারে না।

এই কথার সত্যতা বোঝার জন্য World Budgerigar Organization বা বিভিন্ন দেশের Budgerigar Society'র বছর বছর যে পাখিগুলো সর্বোচ্চ সম্মাননা পাচ্ছে তাদের দিকে একবার চোখ বুলিয়ে নেয়া যেতে পারে। যদি মিউটেশন গুনগত মান এর একমাত্র নির্ধারক হতো তাহলে সাধারণ বা আমাদের প্রচলিত ভাষায় 'ক্লাসিক' কোনো পাখি কখনো সর্বোচ্চ সম্মাননা পেতো না। আর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ব্রীডাররাও কেবল সেই সব পাখিই ব্রীড করাতেন যেগুলো মিউটেশন এর দিক থেকে উন্নত।

ভবিষ্যতের নিবন্ধগুলিতে, আমরা বাজরিগারের গুণগত দিকগুলি সম্পর্কে বোঝার চেষ্টা করব।
(কপি পোস্ট)

Good Night ❤️
7 Color Aviary

পাখির প্রিয় শস্যদানার গুলার পুষ্টিগুণ অনুযায়ী আমরা একটা অনুপাতে শস্যদানা গুলা একত্রে মিক্স করি। এটাকেই সীডমিক্স বলা হয়।আ...
18/08/2023

পাখির প্রিয় শস্যদানার গুলার পুষ্টিগুণ অনুযায়ী আমরা একটা অনুপাতে শস্যদানা গুলা একত্রে মিক্স করি। এটাকেই সীডমিক্স বলা হয়।

আমাদের পাখি গুলাকে সুস্থ রাখতে পরিষ্কার শস্যদানা এবং সঠিক অনুপাত খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু আমরা অনেকেই ভূল উপায়ে শস্যদানা গুলা পরিষ্কার করে থাকি।
আবার অনেকে পরিষ্কার না করে বাজার এনেই সরাসরি পাখিকে দিয়ে দেই।
এতে পাখি ফাঙ্গাল, প্রটোজোয়া বা বিভিন্ন ব্যাক্টেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হতে পারে।

পরিষ্কার করার কারণঃ
শস্যদানা ফলানো থেকে বাজারজাত প্রক্রিয়ার এই দীর্ঘ সময়ে শস্যদানা গুলা ধুলাবালি, বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, প্রটোজোয়ার সাথে দেখা করে এবং নিজের সাথে আপনার বাসায় আসে।

এই খাবার যখন আপনি পাখিকে দেন তখন শস্যদানার সাথে লেগে থাকা সকল ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, প্রটোজোয়া, ধুলাবালি সরাসরি পাখির শরীরে প্রবেশ করে। এগুলা পাখির কোষ প্রাচীর প্রান্তে অবস্থান নেয় এবং বংশ বিস্তারের মাধ্যমে কোষ গুলার কার্যকরীতা নষ্ট করে দেয়। ফলে পাখি আস্তে আস্তে দূর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে।
এক পর্যায় পাখি মা*রা যায়।

কীভাবে পরিষ্কার করবেনঃ
আমরা অনেকে মনে করি ঝেড়ে নিলেই হয়ে যাবে। আসলে এতে শুধু ধুলাবালি কিছুটা পরিষ্কার হবে৷ ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, প্রটোজোয়া যেমন কি তেমন ই থাকবে।

তাই শস্যদানা গুলা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। যেন সেটা ১০০% ধুলাবালি মুক্ত হয়।

শস্যদানা গুলা আলাদা আলাদা ভাবে ধুয়ে নিবেন।
যেমনঃ
চিনা, কাউন, ধান, আলাদা পরিষ্কার করবেন।
কারণ অন্য একদিন আলোচনা করবো।

এবার ধুয়ে নেয়া সীড গুলা রোদে শুকিয়ে নিবেন। ২-৩ দিন রোদে শুকাবেন।
যাদের বাসার ছাদে বা বারান্দায় রোদে শুকানোর ব্যবস্থা নেই তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা ভালো অনেক ফেসবুক পেজ ও ধুয়ে পরিষ্কার করা সীডমিক্স বি**ক্রি করে তাদের থেকে সংগ্রহ করতে পারেন।
নোটঃ
চুলার তাপে শুকানো যাবে না। খাবার পুষ্টি গুণ কমে যাওয়ার চান্স থাকে।

এবার সীড গুলা প্রয়োজনীয় রেশিও তে মিক্স করলেই প্রস্তুত আপনার সীডমিক্স।

কিন্তু এখনো ব্যাকটেরিয়া, ফাঙ্গালের ব্যবস্থা করা হয় নি। অনেকে বলেন যে রোদে শুকিয়ে নিলেই ব্যাকটেরিয়া, ফাঙ্গাল থেকে মুক্তি এটা ভূল ধারণা।
হয়তো কিছু ব্যাকটেরিয়া থেকে রক্ষা পাবেন কিন্তু যেসব ব্যাকটেরিয়া এখনো সীড গুলার সাথে আছে সেগুলার ব্যবস্থা করতে হবে।
এজন্য আমরা ফুড এডেটিভ হিসেবে "Salmonella Dry" এবং "Toxin Binder" প্রতি কেজি তে ১ গ্রাম করে মিক্স করতে পারি। এই দুইটা ঢাকার নিমতলী পোল্ট্রি ফিডের দোকানে পাবেন। এই দুইটা উপাদান সীডমিক্সের ব্যাকটেরিয়া, ফাঙ্গাল থেকে রক্ষা করবে সেই সাথে সীডমিক্স খাওয়ার সময় এই পাউডার গুলা কিছু পাখির শরীরেও যাবে যা পাখির জন্য প্রতিরোধ হিসেবে কাজ করবে।
এক কথায় বলতে পারেন চোর ও পিটানো হলো; লাঠি ও ঠিক থাকলো। 😁

কিয়াম খান
একজন পাখাল

আবেগ,অনুভূতি, ভালোবাসা সব কিছুর একটাই নাম বাজরিগার।Good Morning Everyone ❤️
13/07/2023

আবেগ,অনুভূতি, ভালোবাসা সব কিছুর একটাই নাম বাজরিগার।

Good Morning Everyone ❤️

আমার  মন খারাপের ঔ*ষ*ধঘরের সব থেকে ছোট ছেলে,বিয়ের জন্য পাগল হয়ে গেছে। এরে এখনও বিয়ে দিতে পারি নাই,অনেক খোজাখুজির পর পাএী...
15/06/2023

আমার মন খারাপের ঔ*ষ*ধ

ঘরের সব থেকে ছোট ছেলে,বিয়ের জন্য পাগল হয়ে গেছে। এরে এখনও বিয়ে দিতে পারি নাই,অনেক খোজাখুজির পর পাএী আনা হইছে। ২মাস পর বিয়ে। সবাই দোয়া করবেন।

to clear wing English (Home Breed, Working bird,1st generation )
Parents:AJ Syed Vai er Bloo*dline

Good Night BTCZ Family ❤️❤️

পাখির_জন্য_গুরুত্বপূর্ণ_কিছু_প্রাকৃতিক_খাবার_ও_উপকারিতা১ ) তুলসী পাতা : ঠান্ডা, কাশি, শ্বাস কস্ট, ফুসফুসের সমস্যা দূর কর...
13/06/2023

পাখির_জন্য_গুরুত্বপূর্ণ_কিছু_প্রাকৃতিক_খাবার_ও_উপকারিতা

১ ) তুলসী পাতা : ঠান্ডা, কাশি, শ্বাস কস্ট, ফুসফুসের সমস্যা দূর করে, জ্বরনাশক, ভিটামিন কে এর উৎস।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।

২ ) এলোভেরা : গরমে দুর্বলতা কমায়, কিডনি ফুসফুস ভাল থাকে, পালক গজায়, পেটের সমস্যা দূর করে, বাচ্চার লোম ছেঁড়া বন্ধ হয়, কাঁটা ছেঁড়া পোড়া ক্ষত ভাল হয়, ত্বকের জন্য বিশেষ উপকারী।

৩ ) পুদিনা পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রুচি বর্ধক ও ঠান্ডা ভাব দূর করে, শক্তিবর্ধক, ।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।

৪ ) থানকুনি পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রক্ত পড়া বন্ধ করে, বায়ু নাশক, প্রশান্তি দান করে।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।

৫ ) নিম পাতা : কৃমি নাশক, শক্তিশালী জীবাণুনাশক, মাইট ধ্বংস হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পরিবেশের বাতাস পরিষ্কার করে। বেশি খাওয়ানো যাবেনা।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।

৬ ) আদা : কফ পরিষ্কার করে, হজমকারক, বায়ুনাশক, বমিভাব দূর করে, দীর্ঘ মেয়াদী ব্যথা দূর করে।
১ লিটার এ ২ চামচ আদা বাটা মিশিয়ে ঐ পাণি ছেকে খাওয়াতে পারেন খাবার পাণি হিসাবে প্রতি মাসে ৫ দিন ।

৭ ) রসুন : জ্বর নাশক, ঠান্ডা ভাব দূর করে, এগ বাইন্ডিং প্রতিরোধক। আস্ত রেখে দিলে পোকা মাকড় আসে না। বেশি খাওয়ানো যাবেনা।
১ লিটার এ ২ চামচ রসুন বাটা মিশিয়ে ঐ পাণি ছেকে খাওয়াতে পারেন খাবার পাণি হিসাবে প্রতি মাসে ৫ দিন ।

৮ ) হলুদ : বায়ুনাশক, ব্যথা নাশক, রক্ত পড়া বন্ধ করে, ক্ষত নাশক, ভাঙ্গা অঙ্গ জোড়া দিতে বিশেষ সাহায্যকারী।
১ লিটার এ ২ চামচ হলুদ বাটা মিশিয়ে ঐ পাণি ছেকে খাওয়াতে পারেন খাবার পাণি হিসাবে প্রতি মাসে ৫ দিন ।

৯ ) পেয়ারা ও পেয়ারা পাতা : এন্টি অক্সিডেন্ট, পালক গজায়, প্রচুর ভিটামিন সি এর উৎস।

১০ ) জাম্বুরা : জ্বর নাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় মজবুত করে, চর্বি কমায়। বেশি খাওয়ানো যাবেনা।

১১ ) তরমুজ : এন্টি অক্সিডেন্ট, গরমে দুর্বলতা কমায়, আঘাতের ধকল দূর করে, হজমকারক, বায়ুনাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

১২) লেবুর রস : এন্টি অক্সিডেন্ট, চর্বি কমায়, গরমে দুর্বলতা কমায়, ভিটামিন সি এর উৎস, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।


Good Noon Rainbow Family❤️

বউ ডিমে তা দিচ্ছে,তাই তার মন খারাপ,খারাপ হওয়াই স্বাভাবিক যে আবহাওয়া😁😁😁       ❤️Good Noon Everyone ❤️                    ...
10/06/2023

বউ ডিমে তা দিচ্ছে,তাই তার মন খারাপ,
খারাপ হওয়াই স্বাভাবিক যে আবহাওয়া😁😁😁

❤️Good Noon Everyone ❤️

Jewel Islam

অনেক দিন পর পাখিগুলো আরামে আছে ❤️
08/06/2023

অনেক দিন পর পাখিগুলো আরামে আছে ❤️

পাখি পালন একটা আর্ট,এইখানে শিল্পী হতে হলে অবশ্যই আপনাকে শিল্পের প্রতি ভালোবাসা,যত্ন এবং ধৈর্য্য থাকতে হবে।পাখি নিয়ে কাজ ...
04/06/2023

পাখি পালন একটা আর্ট,এইখানে শিল্পী হতে হলে অবশ্যই আপনাকে শিল্পের প্রতি ভালোবাসা,যত্ন এবং ধৈর্য্য থাকতে হবে।পাখি নিয়ে কাজ করতে হবে, কাজ না করলে পাখি থেকে কখনও ভালো কিছু করা যায় না।

7Color Aviary সব সময় পাখালদের ভালোর কথা চিন্তা করে সব সময় সাহায্য করে যাচ্ছে। তাই আপনারাও আপনাদের জায়গা থেকে পাখির প্রতি যত্নবান হন,তা হলেই পাখির গুনগত মান উন্নত হবে এবং আমরা আমাদের সখ পুরনের পাশাপাশি কিছুটা হইলেও লাভ*বান হতে পারব।

সবাই ভালো থাকবেন এবং ভালোবাসার পাখি গুলোকেও ভালো রাখবেন।

পাখির প্রতি ভালোবাসা থেকে পাখি পালন করুন,দেখবেন মনের দিক থেকে কতটা শান্তি পাওয়া যায়।কোয়ানটিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাস রেখ...
02/06/2023

পাখির প্রতি ভালোবাসা থেকে পাখি পালন করুন,দেখবেন মনের দিক থেকে কতটা শান্তি পাওয়া যায়।
কোয়ানটিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাস রেখে পাখি নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ সফল আপনি হবেনই।

সুন্দরী কন্যা বড় হচ্ছে,সবাই দোয়া করবেন ❤️❤️
(ইংলিশ ব্লা*ড লাইন প্রথম জেনারেশন )

শুভ রাএী রংধনু পরিবার
7 Color Aviary ❤️❤️

29/04/2023

মাশআল্লাহ

নতুন স্বপ্ন,
সবাই দোয়া করবেন।
English Bloodline

11/08/2022

ব্যস্ততার কারণে সময় দিতে পারি না,তাই ২/৩ জোড়া রেখে সব পাখি ছেড়ে দিব।
ভালো ব্লাড লাইন এবং ভালো মিউটেশন এর পাখি এবং ৪টা বিডি়ং কেজ বি*ক্রি হবে।

Df gf df Violet clear wing rainbow
Df gf df Mauve violet clear wing rainbow
Df gf df sky violet clear wing rainbow

কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।
লোকেশন: গাজীপুর চৌরাস্তা।(শর্ত্য সাপেক্ষে উত্তরা অথবা মিরপুরে ডেলিভারি দেওয়া যাবে)
মোবাইল নাম্বার:01777114858

Good Morning 7CA Familyকেনাড়ি তো আকাশ ছোয়া দাম। তাই যারা আমার মত গরিব পাখাল যারা৪০/৫০% কেনাড়ি সিড দিতে পারেন না   তাদের ...
30/07/2022

Good Morning 7CA Family

কেনাড়ি তো আকাশ ছোয়া দাম। তাই যারা আমার মত গরিব পাখাল যারা৪০/৫০% কেনাড়ি সিড দিতে পারেন না তাদের জন্য এই পোস্ট।
পাখির জন্য পুস্টিকর খাবার হলো মিস্টি কুমড়া বীজ।
এবার আসেন কেন খাওয়াবেন আপনার পাখিকে এই বীজ।
কারন এতে আছে ওমেগা 3 পুস্টিগুন।যা আপনার আমার পাখির জন্য অনেক উপকারী। আরও আছে প্রোটিন, মেগ্নেসিয়াম,জিংক, ফসফরাস।
মিস্টি কুমড়া বীজ এ প্রোটিন এর পরিমান উচ্চ মাএা থাকায় আপনি এই বীজ কেনাড়ির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।

কিভাবে দিবেন আপনার আদরের পাখিকে এ বীজ?
প্রথম এ এই মিস্টি কুমড়া বীজ পানিতে ভাল করে ধুয়ে নিবেন। তার পর রোদে শুকিয়ে তারপর একটু হালকা করে ভেজে নিবেন। তার পর গুড়ো করে পাখিদের খেতে দিবেন। সব চেয়ে ভাল হয় এগফুড ও সফটফুড এর সাথে দিবেন।

লেখা ঃ
Kamran khan

3pieces 20*16*18 breeding cage(জং ধরবে না)2pieces 24*18*18 breeding cage(জং ধরতে পারে)1piece 36*18*18 3 partitions gate ...
26/07/2022

3pieces 20*16*18 breeding cage(জং ধরবে না)
2pieces 24*18*18 breeding cage(জং ধরতে পারে)
1piece 36*18*18 3 partitions gate flying or breeding cage
5pieces Best quality breeding box sell
Location: Gazipur chowrasta/Bypass
Mobile:01777114858

Alhamduillah 😍😍ভাই বোনের অভিরাম ভালোবাসা
03/04/2022

Alhamduillah 😍😍
ভাই বোনের অভিরাম ভালোবাসা

Alhamduillah 😍😍ভাই বোনের অভিরাম ভালোবাসা
03/04/2022

Alhamduillah 😍😍

ভাই বোনের অভিরাম ভালোবাসা

26/02/2022

পাখির বাগান♥️♥️

24/01/2022
24/12/2021

কালারফুল পাখির জন্য
কালারফুল খাবার

আমার ভালো সময় টুকোই কাটে এদের সাথে ♥️ব্যস্ততা, ক্লান্তি দুর করার জন্য এরাই যথেষ্ট। এদের সামনে আসলেই সব কষ্ট ভুলে যাই।অন্...
18/12/2021

আমার ভালো সময় টুকোই কাটে এদের সাথে ♥️
ব্যস্ততা, ক্লান্তি দুর করার জন্য এরাই যথেষ্ট।

এদের সামনে আসলেই সব কষ্ট ভুলে যাই।
অন্য রকম ভালোবাসা কাজ করে,যা আমি ছাড়তে পারব না।

বেদনা(নীল) রংয়ের প্রতি বেশি আর্কশন তাই পাখিগুলাও নীল♥️

26/11/2021

ব্যস্ততার কারণে অনেক দিন পোস্ট করা হয় না,৮০ টা পাখি পাখি +জব দুইটা এক সাথে মেইনটেন করা সো-টাফ।

২০২১ এর লাস্ট সিজনের বাচ্চ কাচ্চা।
শীতে পাখির আলাদা যত্ন নিন।

ভালো থাকুক সবার ভালবাসা গুলো ♥️
সবাই দোয়া করবেন।

আলহামদুলিল্লাহ ♥️অনেক দিনের ইচ্ছা ছিল নিজের নামের রিং পরাব আল্লাহ ইচ্ছা পুরন করছে।Ring name:Jewel BD 7CA১৪ পেয়ার বিড়িংয়ে...
12/10/2021

আলহামদুলিল্লাহ ♥️
অনেক দিনের ইচ্ছা ছিল নিজের নামের রিং পরাব আল্লাহ ইচ্ছা পুরন করছে।

Ring name:Jewel BD 7CA

১৪ পেয়ার বিড়িংয়ে দিয়েছিলাম, ১৩ পেয়ার ডিম বাচ্চা বড় করছে।
সবাই অামার ভালোবাসা গুলোর জন্য দোয়া করবেন।

ব্যস্ততার কারণে পোস্ট করা হয় না,তাই বলে ভালোবাসা থেকে দূরে নেই।

17/09/2021

বাচ্চা গুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে

পাখি পালনে অন্য রকমের তৃপ্তি কাজ করে।
শত ব্যস্ততার পর দিন শেষে এদের ১০ মিনিট দেখলেই সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে যায় ।

মন থেকে পাখি পালনের এইটাই লাভ।
শুধু টা-কা দিয়ে লাভ খতি হিসাব করলে জীবনের আসল মানে কখনোই খুঁজে পাওয়া যায় না।

পাখি মনের খোরাক,তাই মন থেকে পাখি পালন করুন।

সবার ভালবাসার পাখিগুলোর জন্য দোয়া রইল♥️♥️

11/09/2021

সকল সমস্যার অবসান ঘটিয়ে নতুন বাসায় মনের মত নতুন সেটআপ করলাম অনেক দিনের স্বপ্ন ছিল । আল্লাহ রহমতে পুরন হইল আলহামদুলিল্লাহ

পারফেক্ট ব্রিডিং সেটআপ বল্লে ভুল হবে না, আমি মনে করি।

এক সাথে ১৪ পেয়ার ব্রিডিংয়ে দেওয়ার অভিজ্ঞতা নাই,এর মধ্যে ৯ জোড়া প্রথম বারের মত ব্রিড়িংয়ে গেল,সবাই দোয়া করবেন শত ব্যস্ততার মধ্যেও পাখিগুলোকে জেন যত্নে পালন করতে পারি।

৫০০ জন এর একটা পরিবার হলাম♥️♥️

আর যারা আমার পেজে লাইক দিয়ে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ খুব অল্প দিনে ৩০১ জন ফলোয়ার জয়েন করেছেনসবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️আপনাদের সহযোগিতার পেলে সুন্দর সুন্দর ছবি, ...
31/08/2021

আলহামদুলিল্লাহ

খুব অল্প দিনে ৩০১ জন ফলোয়ার জয়েন করেছেন
সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

আপনাদের সহযোগিতার পেলে সুন্দর সুন্দর ছবি, ভিডিও, করার আরও উৎসাহ পাব।

সবার ভালবাসা গুলোর জন্য দোয়া রইল।

30/08/2021

অনেকেই আমার পাখির রুম দেখতে চেয়েছিলেন, তাই সবার দেখার জন্য এই ভিডিও করা,যদিও ২/৩ দিন আগে হঠাৎ চাকরি হয়ে যাওয়ায় বাসাটা পাল্টিয়ে গাজীপুরে চলে আসতে হয়েছে।ইনশাআল্লাহ এই খানেও পাখির সকল দিক বিবেচনা করে সেটআপ রেডি করতেছি।রেডি হয়ে গেলে নতুন সেটআপ এর ভিডিও দিব।গাজীপুরের পাখালদের দেখতে চাই,আসে পাসে কোন পাখাল থাকলে আওয়াজ দিয়েন।

23/08/2021

পাখি পালনের শুরুতে আমরা যতটা যত্বাবান থাকি ছয় মাস পর ঠিক ততটাই যত্নহীনতায় ভোগে আমাদের ভালবাসা গুলো।

কোয়ালিটি ডেভেলপমেন্ট চলমান প্রক্রিয়া,যা ছয় মাস বা এক বছরে হবে না।ভালবাসা,শ্রম,পোপার ফুড মেইনটেনেন্স আর ধৈয্য এই কয়টার সমন্নয়ে কোয়ালিটি ডেভেলপমেন্ট করা সম্ভব।

তাই কোয়ানটিটির পিছনে না ছুটে কোয়ালিটির দিকে ফোকাস দেন।তা হলেই লাভবান হতে পারবেন।

কি একটা অবস্থা,প্রথম মল্টিংয়েই রুপে গুনে মাসআল্লাহ1st Development   to clear wing English Baby ♥️Good Night ♥️
17/08/2021

কি একটা অবস্থা,প্রথম মল্টিংয়েই রুপে গুনে মাসআল্লাহ
1st Development
to clear wing English Baby ♥️

Good Night ♥️

মনের খোরাক ♥️
07/08/2021

মনের খোরাক ♥️

কোরবানির গরুর গোশত খেয়ে আমার মত অবস্থা হয়ে গেছে 😂😂7 Color Aviary
24/07/2021

কোরবানির গরুর গোশত খেয়ে আমার মত অবস্থা হয়ে গেছে 😂😂

7 Color Aviary

16/07/2021

২ ঘন্টার পরিশ্রমের বিনিময়ে ডাল আর সাজনাপাতা ব্যবস্হা হইল।

🟩 🟩🟩🟩 সজনে পাতা 🌱🌱🌱🌱🌱
♥সজনে পাতা কেন আমি আমার পাখিদেরকে দেবো?🐦🐦🐦🐦

সজনে পাতা হলো প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন একটা পাতা।অনেকেই বলে থাকেন, 🌱সজনে পাতা কি?
কেন পাখিকে খাওয়াবো, না দিলেই বা কি হবে? তাদের জন্য আমার আজকের লিখা।
🌱সজনে পাতাঃ সজনে ( বৈজ্ঞানিক নাম Moringa oleifera) পাতা (Moringla Leaf) এটি একটি প্রাকৃতিক সুষম খাবার যাতে আছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ পদার্থ, প্রটিন, আন্টিঅক্সিডেন্টস এবং নানা রকম উপাদান।
সজনে গাছকে টিকে প্রচলিত বিভিন্ন খাদ্য প্রজাতির মধ্যে সর্বোচ্চ পুষ্টিমানসম্পন্ন উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।
প্রচুরএমাইনো এসিড সাজনা পাতায় বিদ্যমান বলে বিজ্ঞানীরা একে "পুষ্টির ডিনামাইট" হিসেবে আখ্যায়িত করেছেন।
🌱উপকারীতাঃ
১.এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,পটাসিয়াম ও জিংক যা পাখির ক্লান্তি,শরীরের ব্যথা দূর করে।
২.সাজনা পাতা পাখির মুখের রুচি ও ক্ষুধা বাড়ায়।
৩.সাজনা পাতা পাখির বদ হজম বা পেটের গ্যাস বের করতে কাজ করে।...
৪.পাখির কোলেস্টোরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং পাখির শরীরে পুষ্টি ও শক্তি জোগায়। যার ফলে অন্যান্য সকল কৃএিম উৎসের ( ঔষধ, সাপ্লিমেন্টস) নির্ভরতা কমে যাবে।

এক কথায় বলা যায় সাজনা পাতা নানারকম পুষ্টিগুনে ভরপুর এক প্রাকৃতিক খনি।

♦কিভাবে এটা পাখিকে খেতে দেয়?..

গাছ থেকে পেড়ে ভালোভাবে ধুয়ে ছোটছোট ডালগুলো পাখির খাচায় রেখে দিন। দেখবেন আপনার আদরের পাখিগুলো কিভাবে এর উপর ঝাঁপিয়ে পড়ছে। অথবা সজনে পাতা শুকিয়ে গুড়ি করে আপনার সফট ফুডের সাথে মিশিয়ে দিতে পারেন। অথবা একটি বাটিতে অল্প কিছু পানি দিয়ে তার মধ্য পাতা গুলো ছিড়ে দিতে পারেন। মোট কথা যারা বলেন আমার পাখি খায় না
আমি মনে করি আপনি ওদের মন বুঝে খাবার দেয়ার হয়তো চেষ্টাই করেন না। আমরা সাধারনত দেখে থাকি ছোট বাচচা না খেলে মায়েরা নানা ভাবে খাবার সাজিয়ে দেয় যেন বাচচা খাবারের প্রতি আকর্ষণ বোধ করে ঠিক তেমনি ভাবে আপনিও ওর সামনে এমন ভাবে যে কনো খাবার সার্ভ করবেন যেন ও আকর্ষিত হয়ে খায়।

♦প্রতিদিন কি দেওয়া যাবে?..

না। প্রতিদিন দেওয়া যাবে না।..
কোনো জিনিসই অতিরিক্ত ভালো না,,প্রতিদিন দিলে পাখির পুপস এর সমস্যা হবে।..
এজন্য সপ্তাহে মাত্র ৩দিন দেওয়াই যথেষ্ট।....

♦কোথায় পাবো?
"সজনে পাতা" তেমন কোথাও বিক্রি করে না। কারণ
এটা গাছের পাতা, তাই শাক হিসেবে মানুষের কাছে কমই গৃহিত হয়েছে
সজনে পাতা পেতে হলে আশে পাশে কোথাও এই গাছ আছে কিনা খুঁজে দেখতে হবে।
এছাড়া এখন অনেকেই সজনে পাতা গুড়া বাজারজাত করে বিক্রি করছে সেটাও জোগাড় করা যেতে পারে এ ছাড়া আপনি নিজেও এর একটা শক্তপোক্ত একটা টাটকা ডাল বড়সড় একটা টবে লাগালে ২মাস পরেই এর পাতা সংগ্রহ করতে পারবেন।
🌱তাই পাখিকে সুস্থ রাখতে এ পাতার ভুমিকা অপরিসীম।
ধন্যবাদ সবাইকে

লিখা- ফাহমিদা আহমেদ

15/07/2021
13/07/2021

মনের সুখে গান গায়,

শুনতে ভালোই লাগে ♥️

১ম বার ডিম বাচ্চা করার পর কন্যা নতুন রুপে সাজিতেছে♥️
10/07/2021

১ম বার ডিম বাচ্চা করার পর কন্যা নতুন রুপে সাজিতেছে♥️

আমার তো মাথা ঠিক থাকেনা,কি যেন কইতেছিলাম ভাই😄😄
09/07/2021

আমার তো মাথা ঠিক থাকেনা,
কি যেন কইতেছিলাম ভাই😄😄

আপন দুই বোন ♥️রুপে গুনে সমান সমান
08/07/2021

আপন দুই বোন ♥️
রুপে গুনে সমান সমান

Looks like a BOSS ♥️
08/07/2021

Looks like a BOSS ♥️

♥️♥️
08/07/2021

♥️♥️

07/07/2021

ঈদ এর ছুটিতে বিয়ে দিব,তাই এত আবেগ ♥️

Address

South Zhiltuli, Faridpur Sador
Faridpur

Telephone

+8801777114858

Website

Alerts

Be the first to know and let us send you an email when 7 Color Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 7 Color Aviary:

Share

Category

Nearby pet stores & pet services


Other Pet Services in Faridpur

Show All