19/10/2018
কেন আপনি পাইথন শিখবেন?
সারা পৃথিবী জনপ্রিয় ল্যাংগুয়েজ এখন পাইথন
# পাইথন একটি জনপ্রিয় ল্যাংগুয়েজ :
জনপ্রিয়তার দিক থেকে পাইথন একটি অন্যতম জনপ্রিয় ল্যাংগুয়েজ । সারাবিশ্বে জনপ্রিয়তার দিক থেকে পাইথনের অবস্থান তৃতীয় । যুক্তরাষ্টের শীষ বিশ্ববিদ্যালয়গুলোতে ৬৯ শতাংশ শীক্ষাথী পাইথন ব্যবহার করে প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সাথে পরিচিত হয় । এছাড়াও বিশ্ববিক্ষাত প্রতিষ্ঠানগুলোতে পাইথন ব্যবহার করা হচ্ছে ।
পাইথন জনপ্রিয় হওয়ার কারণ :
পাইথন একটি সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।
পাইথনে কোড়িং করা খুব সহজ ।
পাইথনের কোড়িং ‘ সি , জাভার ’ ছেয়ে তুলনামূলক সহজ ।
পাইথন বিনামূল্যে ডাউনলোড় করা যায় ।
এতে লিস্ট , ডিকশনারি , ও সেটের মতো অনেক চমৎকার ডাটা স্ট্রাকচার রয়েছে ।
বিভিন্ন অপারেটিং সিস্টেমে পাইথন ব্যবহার করা হয় ।
বিশাল ও কাযকরি লাইব্রেরি ।
শক্তিশালী অনলাইন কমিউনিটি ।
চমৎকার ওয়েব ফ্রেমওয়াক ।
CSS IT প্রযুক্তি এই অগ্রযাত্রায় সামিল হইছে
নতুন প্রযুক্তি শিখুন জানুন নিজেকে আগামী চ্যালেঞ্জিং ক্যারিয়ার জন্য তৈরি করুন
যা যা থাকবে –ও করানো হবে.........।
Html5, css-3, bootstrap responsive web design,
Basic Python python(data types, variable, conditional statement, loops, arrays, function, operators),
OOP python(class, object, inheritance, encapsulation, access modifier, interface, abstraction etc),
mtv pattern, Django crud operation, full eCommerce web application with Django framework, jQuery, ajax json
☑️ কোর্স ফীঃ ১৩৫০০ টাকা।
স্থান: CSS IT।
ঠিকানাঃ সিএসএস আইটি,একাডেমী (এপোলো হসপিটাল উত্তর পাশে), ২য় তলা, ফেনী
মোবাইল : 01820- 505341, 01833-974855