Mutation Aviary

Mutation Aviary মানুষের জন্য সৃষ্টিকর্তার সেরা উপহার হলো পাখি ।
(3)

নতুন জেনারেশন অপেক্ষায়।
26/02/2024

নতুন জেনারেশন অপেক্ষায়।

নতুন সদস্য 🌈
05/12/2023

নতুন সদস্য 🌈

23/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Kazi Mehedi Hasan, Engr Neyamul Karim Hridoy

15/11/2023

শীতের শুরুতে প্রথম ছানাপোনা🥰🥰🥰

14/11/2023
11/11/2023

🌌 শীতকালে পাখির যত্নের বিষয় খেয়াল রাখলে পাখিকে সুস্থ রাখা সম্ভব।
নিজের সামান্য অভিজ্ঞতা এবং অনেক বড় ভাইদের পরামর্শ ও সহযোগিতা

🔹আদা ,লবংগ,তেজ পাতা ,তুলসি অথবা পুদিনা পাতা সিদ্ধ পানি সপ্তাহে ২ দিন দিবেন কুসুম গরম অবস্থায় দিবেন।৬ ঘন্টা পর ফেলে দিয়ে পুণরার কুসুম গরম ফ্রেশ পানি দিবেন।

🔸প্রতিদিন গোসল এর পানি দেয়া যাবেনা।১/২ দিন পর পর দিতে পারবেন। রৌদ্রজ্বল আবহাওয়া যে দিন থাকে।

🔹শরীর গরম রাখতে সিডমিক্স এ তৈল বীজ (গুজি তেল, তিশি, সূর্য মুখি, কুসম ফুল, হেম্পসিড) বাড়িয়ে দিবেন।

🔸apple cider vinegar (with the mother) মাস এ টানা ৫ দিন দিতে পারেন ৫/৭ মিলি ১ লিটার পানিতে দিবেন।

🔹সন্ধ্যায় পানি সরিয়ে রাখবেন পরের দিন সকালে কুসুম গরম পানি দিবেন পাখি কে।দিনে অন্তত পক্ষে ২ বার কুসুম গরম পানি দিবেন।

🔸সন্ধ্যায় রুম এ লাইট জ্বালিয়ে রাখবেন এবং রুম গরম করবেন।সম্ভব হলে রুম এ টেম্পারেচার মিটার লাগিয়ে নিবেন এতে করে রুমের তাপমাত্রা সম্পর্কে অবগত হতে পারব।
🔹চেস্টা করবেন প্রতিদিন সকালের কোমল রোদ এ ১০-১৫ মিনিট পাখি কে রাখতে। (ব্রীডিং এ থাকলে দেয়া যাবে না)
🔸শাক পাখির শরীর ঠান্ডা রাখে তাই সপ্তাহে সর্বোচ্চ ১-২ দিন এর বেশি শাক না দেয়াই ভালো (রৌদ্রজ্বল দিনে দিবেন) এক্ষেত্রে সবজি ২-৩দিন খাওয়াতে পারেন।

🔹 সপ্তাহে ২/৩ দিন এগ ফুড দিবেন।ডিম পাখির শরীর গরম রাখতে সাহায্য করবে।

🔸রাত এ ঘুমানোর আগে পাখির খাচার চারদিক ঢেকে দিয়ে ১ পাশ খোলা রাখতে হবে।

03/12/2018

CSS IT

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর!!
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ইন্টার্নশিপ করা যাবে এখন ফেনীতেই।
পলিটেকনিক ছাত্র/ছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং রেজিস্ট্রেশন শুরু হয়েছে ,
আগ্রহী ছাত্র/ছাত্রীদের কে তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে .
CSS IT কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইন্টার্নশিপ করাচ্ছে

1. Graphic Design
2. web design & development(OOP PHP, MY SQL)
3. software development c #
4. CCNA (Cisco Certified Network Associate )
5. MikroTik Router

যারা ভাবছেন ঢাকা গেলে সব কিছু শিখে ফেলতে পারবেন সত্য বলতে কি পূর্বে হতে কোন কিছু শিখা বা জানা না থাকলে কোন কিছু শিখা যায় না যাতে আপনার দামী কোর্সটির টাকা অব মুল্যায়ন হয় , তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং একটি কোর্স ৩ মাসে প্রশিক্ষণরত কোর্সটি পুরোপুরি শেষ হয় না
(বিশেষ করে ডেভেলপমেন্ট) কোর্স গুলো ,
আমরা ফেণীতেই ( মিনিমাম ৬ মাস) আপনার কোর্সটি শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাবো

CSS IT
Bitul Aman Market(1st Floor)
Academy, Feni
01833-974855

03/12/2018
প্রথম ফাইভজি চালু হল দ. কোরিয়ায়

https://www.jugantor.com/todays-paper/it-world/117936/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%B2-%E0%A6%A6.-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F

ফাইভজি চালু করার দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। রাজধানী সিউলসহ ছয়টি শহরে পঞ্চ....

09/11/2018

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর!!
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ইন্টার্নশিপ করা যাবে এখন ফেনীতেই।
পলিটেকনিক ছাত্র/ছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং রেজিস্ট্রেশন শুরু হয়েছে ,
আগ্রহী ছাত্র/ছাত্রীদের কে তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে .
CSS IT কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইন্টার্নশিপ করাচ্ছে

1. Graphic Design
2. web design & development(OOP PHP, MY SQL)
3. software development c #
4. CCNA (Cisco Certified Network Associate )
5. MikroTik Router

যারা ভাবছেন ঢাকা গেলে সব কিছু শিখে ফেলতে পারবেন সত্য বলতে কি পূর্বে হতে কোন কিছু শিখা বা জানা না থাকলে কোন কিছু শিখা যায় না যাতে আপনার দামী কোর্সটির টাকা অব মুল্যায়ন হয় , তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং একটি কোর্স ৩ মাসে প্রশিক্ষণরত কোর্সটি পুরোপুরি শেষ হয় না
(বিশেষ করে ডেভেলপমেন্ট) কোর্স গুলো ,
আমরা ফেণীতেই ( মিনিমাম ৬ মাস) আপনার কোর্সটি শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাবো

CSS IT
Bitul Aman Market(1st Floor)
Academy, Feni
01833-974855

04/11/2018

বর্তমান প্রযুক্তির যুগে নিজেকে সবসময় আপডেট রাখা এখন গুরত্বপুর্ণ । প্রযুক্তি ব্যবহার করে আমরা চাইলে অনেক ভালোই কিছুই করতে পারি । অনেক কিছুই পরিবর্তন করতে পারি ।

#গুগল ক্লাসরুম সম্পর্কে আলোচনা
আমি যতটুকু জানি এই সার্ভিসটি গুগল সবার জন্য কোন ফি ছাড়াই উন্মুক্ত করেছে ২০১৭ সালের মার্চ মাসে ।
1.গুগল ক্লাসরুম কি??
এইটি গুগলের একটি সার্ভিস যেখানে একজন বা একাধিক শিক্ষক, এক বা একাধিক শিক্ষার্থীকে আলাদা আলাদা ভাবে পাঠদানের যাবতীয় কাজ ইন্টানেটের মাধ্যেমে করতে পারে ।

কার কার জন্য এই গুগল ক্লাসরুম?
১।শিক্ষক হিসেবে জয়েন দিতে পারবে
২।শিক্ষার্থী হিসেবে জয়েন দিতে পারবে

2.কি কি লাগবে জয়েন করতে??
প্রথমেই একটি জি-মেইল একাঊন্ট লাগবে যদি আগের থাকে সেইটা দিয়েই পারবেন ।

3.শিক্ষক হিসেবে জয়েন দিতে হলে কি করতে হবে??
যিনি আগে ক্লাস তৈরি করেছেন চাইলে তিনি ইনভাইট করতে পারেন বা আপনি নিজেও একটা ক্লাস তৈরি করতে পারেন । শুধু আপনার মেইল দিয়ে লগিন করেই https://classroom.google.com/h এই লিঙ্কে গিয়েই খুজে বের করুন Create Class . তাহলেই আপনি শিক্ষক হিসেবে ক্লাস পরিচালনা করতে পারবেন ।

4.শিক্ষার্থী হিসেবে জয়েন দিতে হলে কি করতে হবে?
শিক্ষার্থী হিসেবে জয়েন দিতে হলে আপনাকে https://classroom.google.com/h এই লিঙ্কে প্রবেশ করতে হবে । শিক্ষক একটি কোড দিবে (bhceq5j আমার ডেমো ক্লাসে জয়েন করার কোড) এর পর পরই আপনি শিক্ষার্থী হিসেবে জয়েন দিতে পারবেন অথবা শিক্ষক চাইলে আপনার ই-মেইল আইডি দিয়ে আপনাকে ইনভাইট পাঠাতে পারে । যেইটাই করুক না কেন আপনাকে জয়েন কোড দিয়েই জয়েন করা লাগবে ।কেউ চাইলে আমার কোডটি ব্যবহার করে আমার ডেমো ক্লাসে শিক্ষার্থী হিসেবে জয়েন দিতে পারবেন ।

5.কি কি করা যাবে ??
আমাদের স্কুল কলেজে যা যা করা যায় সবই করতে পারবেন ।
যেমন
Assignment, Question, Material etc. আলাদা আলাদা Assignment, শিক্ষার্থী এবং শিক্ষক সিক্রেট ম্যাসেজ পাঠাতে পারেন ।শিক্ষক কোন Assignment দিলে সেইটা নির্দিস্ট কাউকে দিতেও পারেন চাইলে সবাইকে ও দিতে পারেন সাথে জমাদানের শেষ তারিখ উল্লেখ করতে পারেন । Assignment এর উপর গ্রেড দিতে পারবেন এবং সেই ফলাফলটা একাসাথে প্রকাশ করতে পারবেন । চাইলে প্রিন্ট ও করতে পারবেন যাহা এক্সেল সীটেই থাকবে । সবচেয়ে মজার বিষয় হল প্রতিটা ডোকুমেন্ট গুগল ড্রাইবে একটা অটো ফোল্টারে সংরক্ষিত থাকবে ।
Assignment শেষ তারিখের আগে সবাইকে নোটিফিকেশান ও দিবে । শিক্ষক যে লেকচার গুলো দিবেন সেইটা চাইলে ইউটিউব লিংক,আপলোড ভিভিও, কোন ফাইল ইত্যাদি দিয়ে লেকচার দিতে পারেন এবং কোন কোন শিক্ষার্থী শিক্ষককের দেওয়া লেকচারটি দেখেছেন শিক্ষক তা জানতে পারেন । শিক্ষার্থীরা শিক্ষকের দেওয়া লেকচার না বুজে থাকলে শিক্ষককে ম্যসেজ করতে পারেন । একই ভাবে শিক্ষকের দেওয়া Assignment গুলো শিক্ষক যেই ফরম্যাটে দিতে বলেন সেই ফরম্যাটেই দিতে পারবেন ।
এছাড়াও সেটিং অপশানতো আছেই ইচ্ছামত শিক্ষক এর পরিবর্তন করতে পারবেন ।
ইত্যাদি

6.প্রধান বাটন কি কি??
STREAM: শিক্ষকের টাইমলাইন
CLASSWORKঃ যেখানে Assignment, Question, Material এর কাজ করা হয়
PEOPLEঃ STUDENTS এবং TEACHERS ADD,REMOVE এর কাজে ব্যবহার করা হয় ।
চাইলে Play Store থেকে Google classroom এপ্সটি ডাউনলোড করতে পারেন ।

এই ভিডিওটি দেখলে আমাকে আর কোন প্রশ্নই করা লাগবে না ।https://youtu.be/Yiu3dBeSI_A
যারা ভিডিওটি দেখে বা উপরোক্ত পোষ্ট থেকেও বুজতে কষ্ট হচ্ছে তারা আমার ডেমো ক্লাসে জয়েন দিতে পারেন আমি যতটুকু জানি সময় করে আস্তে আস্তে সব বুজিয়ে দিবো ।সবচেয়ে বড় কথা হল সাইকেল চালানো শিখতে হলে তা চালিয়ে শিখতে হবে পড়ে শিখা যাবে না । একই ভাবে প্র্যাকটিস করলেই এর আসল মজা বুজতে পারবেন ।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।

Copy From Iqbal vai

03/11/2018

স্কিল কম্পিটিশন-২০১৮!
অভিনন্দন বিজয়ীদের। আশাকরি পরবর্তী ধাপে আরো ভালো কিছু করে FCI এর সুনাম ধরে রাখবে। আমি FCI এর ছাত্র হিসেবে নিজেকে গর্বিত মনে করি। অনুজদের জন্য সবসময় শুভ কামনা।

আজ বিচারক হিসেবে জাজমেন্ট করার সুযোগ হলো,
কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় শিক্ষক গনকে ও ধন্যবাদ প্রিয় মুখ ফ্রেন্ড (তারাও fci শিক্ষক) গুলোকে, আমার মত ক্ষুদ্র ব্যক্তিকে এত বড় একটি দায়িত্ববহন করার সুযোগ দেওয়া জন্য।
সবসময় স্যার ও ফ্রেন্ডদের ভালোবাসাটা চাই।

01/11/2018

Web Design মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমন ধরুন এটার লেয়াউট কেমন হবে। হেডারে, মেনু কোথায় থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ। আর এই ডিজাইন নির্ধারণ করতে ব্যাবহার করতে হবে কিছু টুলস যেমন PHOTOSHOP, GIMP ইত্যাদি এবং কিছু Markup এবং Scripting Language যেমন HTML, CSS এবং JavaScript ইত্যাদি। ওয়েব ডিজাইনারদের কে আমরা Front-end ডেভেলপার ও বলতে পারি।

আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েব সাইটের প্রাণ সঞ্চার করা।

একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য পরিচালিত কর্মকান্ডই হচ্ছে Web Development।

একটা ওয়েব সাইট কে তিনটা ভাগে বিভক্ত করা যায় যেমন ডিজাইন বা টেমপ্লেট, কনটেন্টম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটাবেস।

একজন ওয়েব ডেভেলপার এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে পুরো সিস্টেমটি কে সক্রিয় এবং ডাইনামিক করে থাকেন।

একজন ওয়েবডেভেলপারের কাজ হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটাবেস নিয়ন্ত্রণ, সিকিউরিটি নির্মান, ইউজার এবং এডমিনের ক্ষমতা নিয়ন্ত্রণকরা, এপ্লিকেশনের সকল ফিচারকে ফাংশনাল এবং ডাইনামিক করা এবং সমগ্র সিস্টেমের কার্যকারীতা এবং ব্যবহার যোগ্যতা নিয়ন্ত্রণ করা ।

আপনাকে একজন ভালো ওয়েব ডেভেলপার হতে হলে PHP, MySQL এর পাশাপাশি HTML, CSS, JAVASCRIPT, JQUERY, Bootstrap এর সম্পর্কে বিশদ জ্ঞান রাখতে হবে।

29/10/2018

CSS IT

সারা বাংলাদেশে হাজার হাজার isp company ব্যবসা করছে।
একজন নেটওয়ার্ক engineer isp company পাশাপাশি যে কোন ব্যাংক, শিল্প কারখানায়, মোবাইল কোম্পানি, হসপিটাল, গার্মেন্টস, রেলওয়ে, বিমান, বিভিন্ন কোম্পানিতে জব করে থাকেন ।
আর নেটওয়ার্কিং দক্ষতা অর্জন করার জন্য আপনাকে জানতে হবে এ ২টি কোর্স
* cisco certified network associate ( CCNA )
★ MikroTik Router

আমাদের ফেনিতে অনেক গুলো প্রতিষ্ঠান এ কোর্স দুইটি করিয়ে থাকে এবং অনেক ছাত্র বড় ভাইএর নিকট কোর্স করে থাকে।

কিন্তু কেউ vendor certified trainer নয়।

কেবল মাত্র CSS IT দিচ্ছে vendor certified প্রশিক্ষক
বুয়েট হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক ( igloo roy )

course free: CCNA : 8000/-
MikroTik router : 6000/-

28/10/2018

৬000 টাকায় MikroTik প্রশিক্ষণ!

কোর্সের নাম : Starting an ISP with MikroTik

MikroTik কি ?

Mikrotik হল একটি ব্র্যান্ড নাম। এটি একটি লিনাক্স ভিত্তিক Router operating system। আর Mikrotik Router হল একটি Intelligent Router। মূলত এই Mikrotik router দিয়ে সাধারন Router এর সব কাজ করা যায়। কিন্তু এর পাশাপাশি Mikrotik এর বেশ কিছু ফিচার এর কারনে এটা দিয়ে নেটওয়ার্ক Administration এর কাজও করা যায়।

MikroTik কোর্সটি কেন করবেন?

এই কোর্সটির নাম MTCNA. MTCNA হলো MikroTik Certified Network Associate. এই কোর্সটি করলে আপনি মাইক্রোটিক রাউটার নিয়ে কাজ করতে পারবেন। ফলে আইটিতে অথবা নেটওয়ার্কিং এ যে চাকুরীর বিজ্ঞপ্তিগুলো হয় সে গুলোতে এপ্লাই করতে পারবেন।

কোর্সের বিষয়বস্তু:
১) Basic Configuration
2) MRTG/SNMP
৩) DHCP Management
৪) Firewall
৫) PPPoE Overview
৬) Hotspot Configuration & Troubleshooting
৭) Network Routing
৮) OSPF Configuration & Troubleshooting
৯) BGP Configuration & Troubleshooting
১০) VPN Technology
১১) PPTP Configuration
১2) PBR (Policy Based Routing)/TE (Traffic Engineering)
১৩) Load Balance (PCC Method)
১৪) VLAN
১৫) Port Forwarding/Static-NAT
১৬) SNTP
১৭) Security Services
১৮) Backup Recovery আরো অনেক টপিকস নিয়ে সাজানো এই কোর্সটি

প্রশিক্ষণের দৈর্ঘ্য: ৭০ ঘন্টা
সূচিঃ প্রতি শুক্রবার ও শনিবার (সকাল ১০টা – রাত ১২টা)
ফি: ৬,০০০/-
শুরুর তারিখঃ ০৬/১১/ ২০১৮

ফোন: ০১৮৩৩-৯৭ ৪৮ ৫৫

কোর্স সমাপ্তির পর সার্টিফিকেট দেওয়া হবে.

সিট সীমিত. তাই দেরি না করে আজই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখুন।

28/10/2018

সারা বাংলাদেশে হাজার হাজার isp company ব্যবসা করছে।
একজন নেটওয়ার্ক engineer isp company পাশাপাশি যে কোন ব্যাংক, শিল্প কারখানায়, মোবাইল কোম্পানি, হসপিটাল, গার্মেন্টস, রেলওয়ে, বিমান, বিভিন্ন কোম্পানিতে জব করে থাকেন ।
আর নেটওয়ার্কিং দক্ষতা অর্জন করার জন্য আপনাকে জানতে হবে এ ২টি কোর্স
* cisco certified network associate ( CCNA )
★ MikroTik Router

আমাদের ফেনিতে অনেক গুলো প্রতিষ্ঠান এ কোর্স দুইটি করিয়ে থাকে এবং অনেক ছাত্র বড় ভাইএর নিকট কোর্স করে থাকে।

কিন্তু কেউ vendor certified trainer নয়।

কেবল মাত্র CSS IT দিচ্ছে vendor certified প্রশিক্ষক
বুয়েট হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক ( igloo roy )

course free: CCNA : 8000/-
MikroTik router : 6000/-

26/10/2018

কেন প্রোগ্রামিং কে ক্যারিয়ার হিসেবে নিবেন??
যেকোন একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ভালভাবে শিখতে বেগ পেতে হবে ঠিকই তবে এর পরিনতি সুস্বাদু। প্রোগ্রামার এর চাহিদা পৃথিবীতে কখনই কমবেনা বরং দিনদিন সব কিছুই অটোমেটেড তথা মেশিন ভিত্তিক হয়ে যাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে নেই।

প্রত্যেকটি ডিডিজটাল সিস্টেমে সফটওয়্যার বাধ্যতামূলক আর তাই প্রোগ্রামারও আবশ্যক। প্রোগ্রামিং এমন একটা জিনিস, ভালভাবে শিখলে হিরো। এটা কোন খেলা নয় যে আজকে ভাল খেললেন তো হিরো, কাল ফর্ম নেই তো জিরো। কোডিং শেখাটা সময়সাপেক্ষ এবং অনেক ধৈর্য্যের ব্যাপার। মনে হতে পারে এতদিন ধরে শিখছি কিন্তু আউটপুট তো জিরো। এই ZERO টেম্পরারি বাট শিখে গেলে HERO পার্মানেন্ট।
:
যেকোন একটা ল্যাংগুয়েজ ভালভাবে শিখলেই হবে, তবে ল্যাংগুয়েজটি মেইনস্ট্রিম ল্যাংগুয়েজ হতে হবে যেমন জাভা, সি, পিএইচপি, পাইথন কিংবা এরুপ কোন ল্যাংগুয়েজ। ১টা ভালভাবে শেখার কথা এজন্য বললাম কারন পৃথিবীর সব মেইনস্ট্রিম ল্যাংগুয়েজ একই শুধু সিনট্যাক্স এবং টুকিটাকি এটা সেটা পার্থক্য। তাই যেকোন সময় ল্যাংগুয়েজ switch করা মাত্র ১ সপ্তাহের ব্যাপার। আপনি যদি একটা ল্যাংগুয়েজ এ এক্সপার্ট হন তাহলে এরপর যেকোন ল্যাংগুয়েজ শিখতে ১ সপ্তাহের বেশি লাগবেনা। তবে হ্যা নতুন যে ল্যাংগুয়েজ শিখলেন সেই ল্যাংগুয়েজের কোন এক্সপার্টের সাথে আপনার শুধু কিছু অভিজ্ঞতার পার্থক্য থাকবে সেটাও দ্রুত রিকভার করা যায়।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে এই সেক্টরে সার্টিফিকেটের তুলনায় ট্যালেন্ট এবং যোগ্যতার মুল্য বেশি। কাজ জানেন তো ডিগ্রী ছাড়াই হিরো যেমন জুকারবার্গ কিংবা বিল গেটসের কথা ভেবে দেখুন। আর কাজ না জানলে ডিগ্রী থাকলেও হয়রানি।

23/10/2018

আলহামদুলিল্লাহ্‌
আজ থেকে Create Group ’র মাধ্যমে CSS IT এবং I Soft এর নতুন পথচলা শুরু হলো !!! বর্তমানে এই দুটি প্রতিষ্ঠান CSS IT এবং I Soft স্ব-স্ব জায়গা থেকে আইটি নিয়ে যথেষ্ট ভালো সেবা দেওয়ার চেষ্টা করেছে। এইটা আরো গতিশীল ও আরো ভালো সেবা দিতে আমরা বদ্ধ পরিকর । আর সে জন্যই মূলত আমাদের একসাথে পথচলা শুরু করা । আজ বিকাল ৫ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে আমাদের নতুন পথচলা নিশ্চিত করলাম । আশা করি আপনারা আমাদেরকে বিভিন্নভাবে আগে যেমন অনুপ্রাণীত করেছেন এখনও সেইভাবেই পাওয়ার আশা রাখি। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালো সেবা দিতে।

আমাদের ওয়েবসাইট লিংক
www.creategroupbd.com
www.isoftint.com
www.cssitbd.com

ধন্যবাদ

22/10/2018

CSS IT

পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ কারিগরি শিক্ষার্বোড এর অধিনে কম্পিউটার বিভাগের
ছাত্র/ছাত্রী ফেল করছে Object Oriented programming(OOP). উদ্যেগ প্রকাশ এর বিষয় হলো ৪র্থ পর্ব অধ্যায়নত ছাত্র/ছাত্রীদের মিনিমাম ১টি বিষয় রেফার্ড পাওয়া কমন সাবজেক্ট টি হলো Object Oriented programming(OOP)
প্রায় ৭০% বেশী OOP ফেল করেছে দুঃখ জনক হলেও সত্য একজন কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র/ছাত্রীদের যদি(ওয়েভ প্রোগ্রামার বা সফটওয়্যার ডেভেলপার) হতে হলে অব্যশই Object Oriented programming(OOP) জানতে হবে, শুধু ভালো না, ১০০% কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যার OOP ক্লিয়ার থাকবে না তার পক্ষে ভালো ওয়েভ প্রোগ্রামার বা সফটয়্যার ডেভেলপার হওয়া সম্ভব নয় তাই প্রত্যেক students কে OOP language এর উপর গুরুত্ব দেওয়া উচিৎ ।।। ।।।

19/10/2018

কেন আপনি পাইথন শিখবেন?
সারা পৃথিবী জনপ্রিয় ল্যাংগুয়েজ এখন পাইথন

# পাইথন একটি জনপ্রিয় ল্যাংগুয়েজ :
জনপ্রিয়তার দিক থেকে পাইথন একটি অন্যতম জনপ্রিয় ল্যাংগুয়েজ । সারাবিশ্বে জনপ্রিয়তার দিক থেকে পাইথনের অবস্থান তৃতীয় । যুক্তরাষ্টের শীষ বিশ্ববিদ্যালয়গুলোতে ৬৯ শতাংশ শীক্ষাথী পাইথন ব্যবহার করে প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সাথে পরিচিত হয় । এছাড়াও বিশ্ববিক্ষাত প্রতিষ্ঠানগুলোতে পাইথন ব্যবহার করা হচ্ছে ।

পাইথন জনপ্রিয় হওয়ার কারণ :

পাইথন একটি সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।
পাইথনে কোড়িং করা খুব সহজ ।
পাইথনের কোড়িং ‘ সি , জাভার ’ ছেয়ে তুলনামূলক সহজ ।
পাইথন বিনামূল্যে ডাউনলোড় করা যায় ।
এতে লিস্ট , ডিকশনারি , ও সেটের মতো অনেক চমৎকার ডাটা স্ট্রাকচার রয়েছে ।
বিভিন্ন অপারেটিং সিস্টেমে পাইথন ব্যবহার করা হয় ।
বিশাল ও কাযকরি লাইব্রেরি ।
শক্তিশালী অনলাইন কমিউনিটি ।
চমৎকার ওয়েব ফ্রেমওয়াক ।

CSS IT প্রযুক্তি এই অগ্রযাত্রায় সামিল হইছে
নতুন প্রযুক্তি শিখুন জানুন নিজেকে আগামী চ্যালেঞ্জিং ক্যারিয়ার জন্য তৈরি করুন

যা যা থাকবে –ও করানো হবে.........।
Html5, css-3, bootstrap responsive web design,
Basic Python python(data types, variable, conditional statement, loops, arrays, function, operators),
OOP python(class, object, inheritance, encapsulation, access modifier, interface, abstraction etc),
mtv pattern, Django crud operation, full eCommerce web application with Django framework, jQuery, ajax json
☑️ কোর্স ফীঃ ১৩৫০০ টাকা।

স্থান: CSS IT।
ঠিকানাঃ সিএসএস আইটি,একাডেমী (এপোলো হসপিটাল উত্তর পাশে), ২য় তলা, ফেনী
মোবাইল : 01820- 505341, 01833-974855

16/10/2018
PHP Laravel Framework

PHP Laravel Framework গুরুত্বপুর্ন একটি টিউটেরিয়াল ...
করেছেন CSS IT সন্মানিত ট্রেইনার ...।।
বর্তমান চাকুরীর বাজারে PHP Laravel Framework রয়েছে ব্যপক চাহিদা www.BDjobs.com সাইটে job Circuler ভিজিট করলে জানতে পারবেন।
ওয়েব পেইজ ডেবলোপমেন্ট-এর ৭০% জব PHP Laravel Framework এর উপর...

15/10/2018

CSS IT

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর!!
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ইন্টার্নশিপ করা যাবে এখন ফেনীতেই।
পলিটেকনিক ছাত্র/ছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং রেজিস্ট্রেশন শুরু হয়েছে ,
আগ্রহী ছাত্র/ছাত্রীদের কে তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে .
CSS IT কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইন্টার্নশিপ করাচ্ছে

1. Graphic Design
2. web design & development(OOP PHP, MY SQL)
3. software development c #
4. CCNA (Cisco Certified Network Associate )
5. MikroTik Router

যারা ভাবছেন ঢাকা গেলে সব কিছু শিখে ফেলতে পারবেন সত্য বলতে কি পূর্বে হতে কোন কিছু শিখা বা জানা না থাকলে কোন কিছু শিখা যায় না যাতে আপনার দামী কোর্সটির টাকা অব মুল্যায়ন হয় , তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং একটি কোর্স ৩ মাসে প্রশিক্ষণরত কোর্সটি পুরোপুরি শেষ হয় না
(বিশেষ করে ডেভেলপমেন্ট) কোর্স গুলো ,
আমরা ফেণীতেই ( মিনিমাম ৬ মাস) আপনার কোর্সটি শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাবো

14/10/2018

একদিনে কোন কিছুই তৈরি হয়নি, আজ যা অনেক বড় করে আমরা দেখছি তার পিছনে লুকিয়ে আছে কত ত্যাগ তিতিক্ষা। এত বড় উদাহরণ গুলো তৈরি করতে গিয়ে তারা কত কিছু সময়ের বিপরীতে হেটেছে, তা তাদের সফলতাই প্রমাণ পাওয়া যায়। যদি লক্ষ্য অটুট থাকে, নিজের প্রতি একবার বিশ্বাস করে এগিয়ে যাওয়া যায় তাহলে সফলতা শুধু সময়ের অপেক্ষা মাত্র।

পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যারা কোন অংশে সফল মানুষদের চেয়ে কম না। কিন্তু তাদের মধ্যে একটা জিনিসেরই ঘাটতি ছিল তারা শুরু করে নাই, বা শুরু করতে ভয় পেয়েছিল।

ঐইদিন যদি তারা শুরু না করতো তাহলে আমরা আজ তাদেরকে উদাহরণ হিসেবে দিতে পারতাম না। তারা কিন্তু কারো উদাহরণ হতে এগুলো অর্জন করে নাই। তারা শুধু নিজের প্রতি আত্মবিশ্বাস, নিদির্ষ্ট লক্ষ্যে দিকে ছুটেছে, হোছট খেয়ে পড়ছে ঠিকই, একবার নয় দুইবার নয়, হাজারবার পড়েছে, কিন্তু আবার উঠে সোজা হয়ে পথচলা শুরু করে দিয়েছে বলেই আজ বলার মত কিছু একটা হয়েছে।

আমরা যারা শুধু প্রতিদিন নানা রকম অযুহাত দিয়ে নিজের অজানা এমন কিছু আবিষ্কারকে শুরুর আগেই হত্যা করে দিতেছি (যা আমরা বুঝতে পারছি না)। শুধু একটু চিন্তা করে দেখুন আপনার প্রতিদিনের যে রুটিন টা আপনি অনুসরণ করেন, তা কি আপনার জন্য উপযোগী? নাকি আপনি সময়ের দোলায় দোল খাচ্ছেন?

আপনি আপনার সময় অনুযায়ী যা করণীয় তা কি আপনি করতেছেন? যদি না করে থাকেন তাহলে এইটা কি শুধু আপনার ক্ষতি হচ্ছে? নাকি আপনার পরিবার, সমাজ এবং দেশের ক্ষতি হচ্ছে না?

আপনার বিগত দিনগুলোর ব্যপারে আপনি একটু হিসাব করে নিন, তাতে আপনার কি করণীয় ছিল? যা আপনি করেন নাই। কি করলে আপনি আর একটু ভালো করতে পারতেন? আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। আজকে আপনি কি করতেছেন? তা কি পযার্প্ত? আপনি কি তাতে সন্তুষ্ট?

দিনশেষে আপনি খুশি তো? নাকি মাথা ব্যাথার জন্য ঔষুধ খাইতে হয়, তাহলে এখনি সিদ্ধান্ত নিন, যাতে করে আপনার আগামি কাল যেন আজকের মত না যায়। আগামী মাসটা যেন গত মাসের মত না যায়। আগামী বছর টা যেন গত বছরের মত না কাটে।

আলাদিনের চেরাগটা শুধু নিতান্তই একটা গল্প মাত্র, এমন কিছু কাল্পনিক গল্পেই সম্ভব হয়। বাস্তবে আপনার/আমার জন্য আলাদিনের চেরাগ হলো, আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত গুলো, আগামী কাল কি করবো তার পরিকল্পনাগুলো। আমি কোন লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাবো এগুলো।

(স্বয়ং স্বগৃহীত)
I Soft
Create Group
CSS IT

14/10/2018

পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ কারিগরি শিক্ষার্বোড এর অধিনে কম্পিউটার বিভাগের
ছাত্র/ছাত্রী ফেল করছে Object Oriented programming(OOP). উদ্যেগ প্রকাশ এর বিষয় হলো ৪র্থ পর্ব অধ্যায়নত ছাত্র/ছাত্রীদের মিনিমাম ১টি বিষয় রেফার্ড পাওয়া কমন সাবজেক্ট টি হলো Object Oriented programming(OOP)
প্রায় ৭০% বেশী OOP ফেল করেছে দুঃখ জনক হলেও সত্য একজন কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র/ছাত্রীদের যদি(ওয়েভ প্রোগ্রামার বা সফটওয়্যার ডেভেলপার) হতে হলে অব্যশই Object Oriented programming(OOP) জানতে হবে, শুধু ভালো না, ১০০% কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যার OOP ক্লিয়ার থাকবে না তার পক্ষে ভালো ওয়েভ প্রোগ্রামার বা সফটয়্যার ডেভেলপার হওয়া সম্ভব নয় তাই প্রত্যেক students কে OOP language এর উপর গুরুত্ব দেওয়া উচিৎ ।।। ।।।

13/10/2018

PHP Laravel Framework কি?
PHP এবং Framework সম্পর্কে তো জানা হলো , চলুন এবার জানি Laravel কি? বর্তমানে PHP Framework গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে Laravel। এটি একটি Opensource Secure PHP MVC Web Framework যা সেইসব ডেভেলপারদের জন্য তৈরী করা হয়েছে যাদের একটি সহজ এবং মার্জিত টুলকিট প্রয়োজন যা পূর্ণ-বৈশিষ্ট্যযুক্ত ওয়েব অ্যাপ্লিকেশনগুলি তৈরি করতে পারে। বিভিন্ন অসামান্য বৈশিষ্ট্যগুলির জন্য এটি বিশ্বের বিভিন্ন পিএইচপি ওয়েব প্রোগ্রামারের মধ্যে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে । ২০১১ সালে Taylor Otwel প্রথম লারাভেল ডেভেলপ করেন।

PHP Laravel Framework শেখার আগে কি কি বিষয় জানতে হবে?
PHP Laravel Framework শেখা শুরু করার আগে, আপনাকে অবশ্যই নিম্নের বিষয় গুলো জানতে হবে:

PHP
Object Oriented Concepts এবং
MVC structure সম্পর্কে পরিষ্কার ধারণা।
আর Laravel Framework এর Dependency Manage করার জন্য Composer অবশ্যই ইন্সটল করা থাকতে হবে।

Address

College Road
Feni
3900

Telephone

+8801711712654

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mutation Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mutation Aviary:

Videos

Share

Category