Animal Aid Feni

Animal Aid Feni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Animal Aid Feni, Feni, Chittagong, Feni.
(1)

All life is vital,regardless of how little it is..Let Them Know Someone Cares for them;We are their voices;Every Animal Deserves a Second Chance;All lives matters;Do something for them;Anytime Anywhere we will be there for them to rescue and treat them

অচেনা মানুষের ভীড়ে বাতাসে ভেসে আসা চেনা কারো স্মেল পাওয়ার পরে 😊😊😊
25/12/2024

অচেনা মানুষের ভীড়ে বাতাসে ভেসে আসা চেনা কারো স্মেল পাওয়ার পরে 😊😊😊

19/12/2024

ওরে ভেট দেখানো হয়েছিল, কটা বাচ্চা দিয়েছে কিন্তু পেটে আরও বাচ্চা আছে, কেও কি আছেন, ওরে কটা দিন দেখবেন, ও এখনও বিপদমুক্ত নয়,

ভয়ংকর রকমের এক যোদ্ধা! যে নিজের পেটের খাবার টুকু ও বাচ্চা দের সামনে ঢেলে।দিয়ে নিজেই উপোস থাকে!
12/12/2024

ভয়ংকর রকমের এক যোদ্ধা!
যে নিজের পেটের খাবার টুকু ও বাচ্চা দের সামনে ঢেলে।দিয়ে নিজেই উপোস থাকে!

27/11/2024

( The banded krait"
Deadly Venomous)
সুন্দরী দুজনের সাথে দেখা আজকে,
ইনি আসছেন এখন, ২০০ ফিট অন্য দিকে আরেকটা দেখেছিলাম ৯ টার দিকে,,,

গায়েস এবার ঠিকাছে না? 🥴😂
25/11/2024

গায়েস এবার ঠিকাছে না? 🥴😂

সে একটা মা কুকুর ছিলো,  যার উপর নির্ভর করে বেঁচে আছে বেশ কয়েকটি বাচ্চা শাবকের জীবন!
20/11/2024

সে একটা মা কুকুর ছিলো, যার উপর নির্ভর করে বেঁচে আছে বেশ কয়েকটি বাচ্চা শাবকের জীবন!

18/11/2024

হাতের উপর দিয়ে সি এন জি তুলে দেওয়ায়, পায়ের পাতা ফেটে গেছে, আপাতত আজকের মতো মেডিসিন দেওয়া হয়েছে, ওর চিকিৎসা কন্টিনিউস রাখা দরকার, নইলে এই টা থেকে শুরু হয়ে পুরো হাত যেয়ে, মৃত্যুর দুয়ারে পৌঁছে দিবে, কেও যদি এগিয়ে আসেন, ওর প্রাণ টা বেঁচে যেতো,,,
Bkash/Nagad 01829-357323
Location : New Ranir hat bazar,

18/11/2024

এক্সিডেন্ট করে ওর বাম হাতের কনুই এর হাড্ডি বেরিয়ে গেছে,
অন্তত ১৫ দিন ওর চিকিৎসার প্রয়োজন!
কেও কি আছেন ওর জন্য এগিয়ে আসবেন?🙂🙂

/Nagad 01829-357323
:SSK Road Feni

১০/১২ দিন করে কামলা খেটে আমি ভালো করে দিয়ে আসি, আর হেতে আবারও মারামারি করে ম্যাগট বাধিয়ে, ঘাড় বাকা করে হাটে
18/11/2024

১০/১২ দিন করে কামলা খেটে আমি ভালো করে দিয়ে আসি,
আর হেতে আবারও মারামারি করে ম্যাগট বাধিয়ে,
ঘাড় বাকা করে হাটে

বাচ্চা গুলার দুধ ও কেক শেষ,  কেও কি আছেন মা ছাড়া এই বাচ্চা গুলার জন্য হেল্প করবেন, গতকাল একটা বাচ্চা এক্সিডেন্টে মারা ও ...
16/11/2024

বাচ্চা গুলার দুধ ও কেক শেষ,
কেও কি আছেন মা ছাড়া এই বাচ্চা গুলার জন্য হেল্প করবেন, গতকাল একটা বাচ্চা এক্সিডেন্টে মারা ও গেছে,,
Bkash/Nagad 01829-357323

13/11/2024

Need Help,,,,,
Bkash/Nagad 01829-357323
Location: Old Munsirhat fulgazi feni,

ক্যাপশনের প্রয়োজন নেই!🫠🫠🫠
13/11/2024

ক্যাপশনের প্রয়োজন নেই!🫠🫠🫠

মা কুকুর টার মাথায় শক্ত একটা জার/বৈয়ম আটকে গেছে,  আমরা ওরে এই জার/বৈয়ম থেকে অবমুক্ত করতে আমরা  যেতে চাচ্ছি,,, ট্রান্সপোর...
08/11/2024

মা কুকুর টার মাথায় শক্ত একটা জার/বৈয়ম আটকে গেছে,
আমরা ওরে এই জার/বৈয়ম থেকে অবমুক্ত করতে আমরা যেতে চাচ্ছি,,,
ট্রান্সপোর্ট খরচ দিয়ে হেল্প করতে পারবেন এমন?
Bkash/Nagad 01829-357323

গতকাল আমার নিজের ই ২৫০০ টাকা ছিলো, নিয় গেছি, ফেরত আসছি ৫৩০ টাকা নিয়ে, আজকে  পকেটে থাকা লাস্ট ৪৫০ টাকা নিয়ে বসুরহাট  যাচ্...
05/11/2024

গতকাল আমার নিজের ই ২৫০০ টাকা ছিলো,
নিয় গেছি, ফেরত আসছি ৫৩০ টাকা নিয়ে,
আজকে পকেটে থাকা লাস্ট ৪৫০ টাকা নিয়ে বসুরহাট যাচ্ছি, আর পসিবল নয়,
এর পরে আমাকে কা***লে রক্ত ও বেরোবে না 🫠

27/10/2024

বলতে পারেন সে কত দিনের অভুক্ত আর এই ক্ষত নিয়ে লড়ে যাচ্ছে মৃত্যুর সাথে! 🙃

24/10/2024

বাচ্চা গুলা একটা কবরস্থান এ পড়ে আছে, যেখানে ওদের ১ সেকেন্ড এর নিরাপত্তা নেই! যেখানে রাতে ঝাকে ঝাকে শিয়াল আসে, আর আক্রমণ করলে মা কুকুর টা ওদের সাথে পেরে উঠবেনা, কারণ মা কুকুর টার গায়েও কিচ্ছু নেই, বাচ্চা গুলো কে একা ফেলে সে কোথাও যায় ও না, যাবেও বা কিভাবে! মা যে' 😶

ও শুধু আমার বাইকের আওয়াজ শুনেই,ঘুম থেকে উঠে  ৩ কিলোমিটার পেছনে পেছনে দৌড়ে এসেছে! 🫠🫠🫠
22/10/2024

ও শুধু আমার বাইকের আওয়াজ শুনেই,
ঘুম থেকে উঠে ৩ কিলোমিটার পেছনে পেছনে দৌড়ে এসেছে! 🫠🫠🫠

গত দুইদিন আগে ওদের জন্য হেল্প পোষ্ট করেছিলাম, কেও এগিয়ে আসেনি,,,,কোন পোষ্ট না দিলেও ওদের কাছে যাওয়া অফ হয়নি, কিন্তু এবার...
18/10/2024

গত দুইদিন আগে ওদের জন্য হেল্প পোষ্ট করেছিলাম,
কেও এগিয়ে আসেনি,,,,
কোন পোষ্ট না দিলেও ওদের কাছে যাওয়া অফ হয়নি,
কিন্তু এবার আর চালু রাখা সম্ভব হলোনা,
মাফ করবেন 🙃🙃

Address

Feni, Chittagong
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Animal Aid Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Animal Aid Feni:

Share