Ovi Birds Aviary

Ovi Birds Aviary Birds is my happiness �

Vet medicine পাখির জন্য দৈনন্দিন ব্যবহৃতওষুধ গুলোর ব্যাবহার এর নিয়মাবলি নিচে বিস্তারিত করা হলঃ1.Calplex ১ লিটার পানিতে ২...
01/11/2022

Vet medicine

পাখির জন্য দৈনন্দিন ব্যবহৃত
ওষুধ গুলোর ব্যাবহার এর নিয়মাবলি নিচে বিস্তারিত করা হলঃ
1.Calplex ১ লিটার পানিতে ২.৫ মিলি/৭ দিন
2. E-Sel ১ লিটার পানিতে ১ মিলি/৭ দিন
3. Ozinc ১ লিটার পানিতে ০.৫ মিলি/৭ দিন
4. Hiprachok Amnio/AD3e/Chicktonic ১ লিটার পানিতে ১ মিলি/৭ দিন
5.Azin vet ১ লিটার পানিতে ১ গ্রাম ৫/৭ দিন ( পরিস্থিতি অনুযায়ী)
6.Tetrax 500 ১ টি টেবলেট ৫০০ গ্রাম পানিতে।
7.Tylovet ঠান্ডা ভাল করতে সাহায্য করে।
8.Avinex-vet ৩ মাস পরপর এক দিন ১ গ্রাম ১ লিটার পানিতে
9.Multivet-WS ১ লিটার পানিতে ১ গ্রাম/৭ দিন
10.Renamox ১ লিটার পানিতে ১ গ্রাম/৫ দিন
11. Scz pouder ১ লিটার পানিতে ১ গ্রাম ৫/৭( পরিস্থিতি অনুযায়ী)
12. Hepatovet ১ লিটার পানিতে ১ গ্রাম ৫/৭ দিন ( পরিস্থিতি অনুযায়ী)
13. ACV ১ লিটার পানিতে ৫ গ্রাম ৫/৭ দিন।

1. Calplex- এ ক্যালসিয়াম এবং ভিটামিন অভাব দূর করে।
2. E-Sel- এ ডিম জমাট বাঁধতে সাহায্য করে। পাখির ব্রিডিং মুডে আসতে সাহায্য করে। এটা ব্রিডিং হরমোন।
3. Ozinc- এ জিংক এর অভাব দূর করে।
4. Hiprachok Amino- এ মাল্টিভিটামিন এর কাজ করে।
5.Azin vet ঠান্ডা ভাল করতে সাহায্য করে।
6.Tetrax 500 সবুজ পায়খানা ভাল করতে সাহায্য করে।
7.Tylovet ঠান্ডা ভাল করতে সাহায্য করে।
8.Avinex-vet হল ক্রিমিনাশক। ক্রিমি থাকলে,ক্রিমি দূর করে।
9.Multivet-WS মাল্টিভিটামিন এর কাজ করে।
10.Renamox আঘাত জনিত সমস্যা ব্যবহার করা হয়।
11. Scz পেটের সমস্যার জন্য ব্যবহার করা হয়।
12. Hepatovet লিভার টনিক এরা লিভারের সমস্যার করণে ব্যবহার করা হয়।
13. ACV পাখির জন্য মহাঔষধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

Monthly course :
1. Calplex - 2.5 ml
2. Hiprachok / AD3e/Chicktonic - 1ml
3. O-Zink - 1 ml
যদি পাখিকে ব্রিডিং এর আগে এ কোর্স হয়ে থাকে তবেই E-Sel দেওয়া যাবে। তা ছাড়া যদি পাখি রেস্ট এ থাকা কালিন কোর্স করানো হয় তখন E- sel স্কিপ করতে হবে।
4. E-sel - 1ml
এক লিটার পানিতে সবগুলো ঔষধ একসাথে মিশিয়ে পাখিকে খেতে দিতে হবে। কোর্স একটানা ৭ দিন চালাতে হবে। রাতে পানি বের করে রাখতে হবে পরের দিন সকাল সকাল ৮/৯ টার দিকে পানি সার্ভ করতে হবে। মেডিসিন দেওয়া ৬ ঘন্টা পর মেডিসিন এর পানি ফেলে দিয়ে নরমাল পানি দিতে হবে এবং পরের দিনের জন্য রাতে পানি টা বের করে রাখতে হবে।
এ ছাড়া পাখিকে প্রতি সপ্তাহে যে সকল খাবার দেওয়া উচিত। সিড মিক্স এর পাশাপাশি
1. ২ দিন শাক + সবজি
2. ২ দিন নিমপাতা + সজনে পাতা
3. ১ দিন এগফুড
4. ২ দিন সফটফুড

পাখিকে যথেষ্ট পরিমাণ প্রাইভেসি দিতে হবে। প্রয়োজন ছাড়া বিরক্ত করা যাবে না। পাখিকে একবার ব্রিডের পর অন্তত ২-৩ মাস রেস্ট দিতে হবে।
ভাল থাকুক সবার পাখি। যত্নে থাকুক ভালোবাসা।

সংগ্রিহিত

- tame baby..💜
30/10/2022

- tame baby..💜

MashaAllha💜
28/10/2022

MashaAllha💜

Address

Tongi Station Road, Tongi
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Ovi Birds Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ovi Birds Aviary:

Share

Category


Other Pet Breeders in Gazipur

Show All