New Hope Feed Mill BD.Ltd. - China NHG

New Hope Feed Mill BD.Ltd. - China NHG New Hope ranked No. #1 in the world, with 42 years experience in animal feed industry.
(6)

22/01/2024

খুব শীঘ্রই চট্টগ্রাম বিভাগে আমাদের বিক্রয় কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন।

22/01/2024

“New Hope” A Leading Chinese feed manufacturer beneficial to Bangladesh poultry farmers;

https://english.news.cn/20240119/854a6689fe95438582bb3aef476e531b/c.html #:~:text=GLOBALink%20%7C%20Leading%20Chinese%20feed%20manufacturer%20beneficial%20to%20Bangladesh%20poultry%20farmers,-Source%3A%20Xinhua&text=Farmers%20in%20Gazipur%20said%20Chinese,price%20and%20disease%20management%20information

আমাদের রয়েছে একঝাঁক তাঁজা প্রাণ যারা আমাদের পরিবেশক দের এবং খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে আর নিশ্চিত করছে কাংক্ষি...
13/01/2024

আমাদের রয়েছে একঝাঁক তাঁজা প্রাণ যারা আমাদের পরিবেশক দের এবং খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে আর নিশ্চিত করছে কাংক্ষিত মুনাফা।

সম্মানিত গ্রাহক, আমাদের লিউহে ব্রান্ডের লেয়ার লেয়ার ফিডের ব্যাগ ডিজাইনে সামান্য পরিবর্তন করা হয়েছে। ধন্যবাদ।
10/01/2024

সম্মানিত গ্রাহক, আমাদের লিউহে ব্রান্ডের লেয়ার লেয়ার ফিডের ব্যাগ ডিজাইনে সামান্য পরিবর্তন করা হয়েছে। ধন্যবাদ।

খামারী প্রশিক্ষণ কর্মশালা।Farmers seminer under New Hope Feed Mills bd Ltd  Poultry and Fish Feed , Mymensing  Investmen...
26/12/2023

খামারী প্রশিক্ষণ কর্মশালা।
Farmers seminer under New Hope Feed Mills bd Ltd

Poultry and Fish Feed
, Mymensing
Investment, Maximum Profit

Regards By--
Dr.Md.Abdulla Al Masud
Assistant Technical Service Manager
New Hope Feed Mills bd Ltd
0148781340

13/12/2023

Potential dealer seminer in Mymensingh. Speech by Mr. Lu Youngdong, manager, sales & marketing department. Translated by Dr. NMM Hossain, DGM.

সম্প্রতি অনেকেই আমাদের ফিডের কালার নিয়ে প্রশ্ন করেন যে, আমাদের ব্রয়লার ফিড কালচে কালার কেন?ফিডের কালার নির্ভর করে মূলত ফ...
07/12/2023

সম্প্রতি অনেকেই আমাদের ফিডের কালার নিয়ে প্রশ্ন করেন যে, আমাদের ব্রয়লার ফিড কালচে কালার কেন?

ফিডের কালার নির্ভর করে মূলত ফিড তৈরির উপাদানের উপর। তাই কোম্পানি ভেদে ফিডের কালার ভিন্ন ভিন্ন হয়।

নিউ হোপ ফিড মিল সব সময় খামারিদের চিকিৎসা ব্যয় কমিয়ে অধিক লাভ নিশ্চিত করার চিন্তা করে। আর ব্রয়লার মুরগির একটি কমন সমস্যা হলো ডায়রিয়া/এন্টারাইটিস /বদহজম যা নিরাময় করতে অনেক ওষুধ ব্যবহার করতে হয় । এ সমস্যা প্রতিরোধের জন্য নিউ হোপ এক ধরণের হারবাল ওষুধ ব্যবহার করে যা মূলত কালো রঙের। এ ওষুধ ব্যবহারের ফলে মুরগির অন্ত্র ভালো থাকে, বিষ্ঠা স্বাভাবিক থাকে, পাতলা পায়খানা নিয়ন্ত্রনে থাকে ফলে অধিক ওজন নিশ্চিত হয়।

তাই আপনাদের অনুরোধ করবো ফিডের কালার নয়, রেজাল্ট দেখুন।

সম্মানিত নিউ হোপ লিউহে ব্রান্ডের পরিবেশক বৃন্দ, আস্সালামুআলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামীকাল থেকে নতুন ম...
04/12/2023

সম্মানিত নিউ হোপ লিউহে ব্রান্ডের পরিবেশক বৃন্দ, আস্সালামুআলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামীকাল থেকে নতুন মোড়কে লেয়ার কন্সেন্ট্রেশন ফিড সরবরাহ করা হবে। ধন্যবাদ

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে নিউ হোপ অ্যাকুয়াটিক টিমের "🎉Outstanding Sales Celebration Monthly Meeting-Nov,202...
27/11/2023

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে নিউ হোপ অ্যাকুয়াটিক টিমের "🎉Outstanding Sales Celebration Monthly Meeting-Nov,2023🎉"গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল।

অভিনন্দন ও ধন্যবাদ জানাই সকল অ্যাকোয়াটিক অফিসার, ম্যানেজার, সম্মানিত কান্ট্রি ম্যানেজার মোঃ রিয়াদ স্যার এবং নিউ হোপ ম্যানেজমেন্টকে বছর জুড়ে টিমের পাশে থাকার জন্য।সাথে অভিনন্দন ও ধন্যবাদ জানাই সকল মাছের খাদ্য বিক্রিয়কারী ডিলার ও ব্যাবহারকারী খামারিদের যারা সর্বদা আমাদের পাশে থেকেছেন এখনও থাকছেন।

এখন নিউ হোপ অ্যাকুয়াটিক টিমের নতুন রেকর্ড গড়ার সময়।প্রত্যাশা সবার, আগামী বছর নিউ হোপের পোল্ট্রি খাদ্য,ক্যাটেল খাদ্য ও মাছের খাদ্য একযোগে মার্কেটে আরও ভালো করবে। কাজেই অনুগ্রহ করে নিউ হোপের সাথেই থাকুন।


26/11/2023

মুরগির তলপেটে পানি বা এসাইটিস

মুরগির পেটে পানি জমার কারণঃ

🔹 দ্রুত শারীরিক বৃদ্ধিঃ

বর্তমানে ব্রয়লার মুরগিতে এর প্রভাব বেশি কারণ অল্প সময় খুব বেশি পরিমাণ বৃদ্ধি সাধিত হয়। দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত মাংশপেশিতে প্রচুর পরিমাণে অক্সিজেনের সরবরাহ প্রয়োজন। আর এই জন্যই অক্সিজেনের ঘটতি হলে এই রোগ হয়ে থাকে।

🔹যথেষ্ট বায়ুচলাচলের অভাবঃ

অতিরিক্ত লাভের আশায় এক স্থানে বেশি পরিমাণ মুরগি লালন পালন করা হয়। এর ফলে সহজে খামারের গ্যাস বের হয়ে পর্যাপ্ত বিশুদ্ধ বাতাস আসতে পারেনা। ফলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়।

🔹ঠান্ডা আবহাওয়াঃ

বিশেষ করে শীতের দিনে পরিবেশ বেশ ঠান্ডা থাকে আর এর ফলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। কুয়াশার চাদরে ঢাকা শীতের দিনে মুরগিকে রক্ষার জন্য যে প্রতিরোধক ব্যবস্থা নেয়া হয় তাতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকে না। ফলে অক্সিজেনের ঘটতি এই সময়েই সবচেয়ে বেশি দেখা যায়।

🔹অতিরিক্ত পুষ্টিকর ফিড খাওয়ানোঃ

দ্রুত বৃদ্ধির জন্য অতিরিক্ত পুষ্টিকর খাওয়ানো হয়। ফলে তা মেটাবলিজমের জন্য পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি দেখা যায়।

🔹গাদাগাদি করে থাকাঃ

গাদাগাদি করে থাকার ফলে লিটার সহজে ভিজে যায় ফলে এমোনিয়া গ্যাসের সৃষ্টির ফলে এই রোগ হতে পারে।

🔹এমোনিয়া গ্যাসঃ

এমোনিয়া গ্যাস বেশি উৎপন্ন হলে-শীতের দিনে শেডের সাথে বাইরের পরিবেশ বেশি বায়ু চলাচল হয় না। যার ফলে মুরগির বিষ্ঠা হতে উৎপন্ন এমোনিয়া নামক ঝাঝালো গ্যাসটা শেড থেকে দূর হয়না। আর এই বিষাক্ত গ্যাস থাকার কারনেও পেটে পানি জমা রোগ হয়ে পারে।

🔰 রোগের লক্ষণঃ

🔸হঠাৎ করে মারা যায়।
🔸মুরগীর মারা যাওয়ার সময়টা বেশি হয় ২৮ দিনের পর থেকে। আর সবচেয়ে বেশি দেখা যায় ৩০ - ৩২ দিন বয়সের মুরগীর ক্ষেত্রে। তাছাড়া এই রোগ ১৫ দিনের পর থেকেও লক্ষ্য করা যায়।
🔸আক্রান্ত মুরগি সাধারণ ছোট, বিষন্ন এবং পালক ছড়ানো ছিটানো দেখা যায়। এর এটা বৃদ্ধি থেমে যাওয়ার কারণেই দেখা যায়।
🔸মাথা দেখতে ফ্যাকাশে এবং টপ কুচকিয়ে যায়।
🔸মুরগি নড়াচড়া না করে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
🔸অতিমাত্রায় আক্রান্ত মুরগীর পেট ফুলে থাকতে দেখা যায়।

🔰 চিকিৎসাঃ

এই রোগের তেমন খুবই কার্যকর চিকিৎসা নেই। শুধু মাত্র অনুসংগিক চিকিৎসা দেয়া হয়।
তবে নিম্নের চিকিৎসা করলে প্রভাব কমে যাবে।

ব্রড-স্প্রেকট্রাম অ্যান্টিবায়োটিক সলিউশন,
ডাই ইউরেটিক
ইলেক্ট্রলাইট পাউডার
ভিটামিন- সি সলিউশন
ইউরোনেক্স লিকুইড।
উপরিউক্ত ঔষুধ সমূহ ৫-৭ দিন নিদিষ্ট মাত্রায় প্রয়োগ করতে হবে।
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান/কনসালটেন্ট এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

🔰 নিয়ন্ত্রণঃ

কিছু বিষয় খেয়াল করলে এর প্রভাব কমানো যায় :

🔹 খুব বেশি খাবার না দিয়ে পরিমাণ কত খাবার সরবারহ করা।
🔹 পোল্ট্রি শেডে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা।
🔹 শীতকালে ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে মুরগীর স্বাস্থ্য ঠিক রাখা।
🔹 শেডে যেন এমোনিয়া গ্যাস বেশি না জমা হয় সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।
🔹 ভিটামিন ই এবং সেলেনিয়ামের পরিমাণ ফিডে বৃদ্ধি করা।
💕ধন্যবাদ।
hope feed mill bd ltd.

18/11/2023

সম্প্রতি ডিমের দাম কমে যাওয়ার পেছনে কি কি ফ্যাক্টর দায়ী বলে মনে করেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন

এস এস ইন্টারন্যাশনাল এগ্রো, ধনিবুনিয়া, ডুমুরিয়া, খুলনা এর সামনে। ডুমুরিয়ার সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদনকারী এ ফার্ম টি "ডেইর...
13/11/2023

এস এস ইন্টারন্যাশনাল এগ্রো, ধনিবুনিয়া, ডুমুরিয়া, খুলনা এর সামনে। ডুমুরিয়ার সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদনকারী এ ফার্ম টি "ডেইরি আইকন ২০২১" পুরস্কার পায়। ফার্মে উৎপাদিত দুধ বাজারজাত করছেন "জোয়ার্দার মিল্ক " নামে।

এখানে ৩০০০০ লেয়ার নিয়মিত পালন করে দেশের প্রোটিনের চাহিদা মেটাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ব্যবহার করছেন নিউ হোপ ফিড মিলের লেয়ার কন্সেন্ট্রেশন ফিড।

তাছাড়া ছাগল, ভেড়া, মাছ, কৃষি পণ্য উৎপাদন করছেন।

ফার্মের স্বত্বাধিকারী জি এম শফিকুল ইসলাম শফি ভাই অত্যন্ত সাদা মনের একজন মানুষ। আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করি।

ব্রয়লার এ আই বি এইচ রোগ : এপেডিমিওলজি :এডিনো ভাইরাস জনিত একিউট রোগ, মুল ত ব্রয়লারে হয়। ১৯৬৩ সালে আমেরিকা ও ১৯৯০ পাকিস্তা...
02/11/2023

ব্রয়লার এ আই বি এইচ রোগ :

এপেডিমিওলজি :

এডিনো ভাইরাস জনিত একিউট রোগ, মুল ত ব্রয়লারে হয়। ১৯৬৩ সালে আমেরিকা ও ১৯৯০ পাকিস্তানের দেখা দেয়। পাকিস্তান দিয়ে বরডার হয়ে ভারতে চলে আসে ১৯৯৫ সালে।তারপর আমাদের দেশে। ইদানিইং ব্যাপক হারে দেখা দিচ্ছে কোন কোন জেলায় ও দেশে এটি এন্ডেমিক আকারে দেখা যায়।

কিভাবে ছড়ায়:

১. ট্রাকিয়াল ও নেজাল মিউকোসা

২. বিস্টার মাধ্যমে ছড়ায়

৩.ভারটকিকাল ও হরাইজন্টাল দুই মাধ্যমে

৪.মেকানিকাল রোট দিয়ে

৪.মানুষের মাধ্যমে

লক্ষন:

১.হলুদ মিউকয়েট পায়খানা করে

২.মাজে মাজে সবুজ পায়খানা করে

৩. হটাত লাফ দিয়ে ২ ইন্থি উপরে উঠে মারা য়ায়।

৪. মাটির উপর ভর করে, গলা লম্বা করে বসে থাকে, মারা যাওয়ার আগে কান্না করে

৫.স্টারনাম, বুকের মাইংস ফ্যাকাসে হয়ে যায়

৬.মলদারে হলুদ পায়খানা লেগে থাকে

পোস্ট মর্টেম :

1. লিভার বড়,সাদা বা হলুদ হয়ে যায়

২. লিভারের কিনারা ধারালো মানে পাতলা হয়ে যায়

৩. হারট এর চারদিকে পানি জমা হয়

৪. কিডনি বড় ও পেল হয়ে যায়

৫.রক্ত পাতলা হয়ে যায়

৬. বারসা ও সপ্লীন ছোট হয়ে যায়

প্রতিরোধ:

১.বায়োসিকিউরিটি উন্নত করতে হবে
২.সুষ মখাবার দিতে হবে
৩.পুরাতন লিটার ব্যবহার করা যাবে না
৪. লিটার যাতে না ভিজে বিশেষ করে শীতকালে
৫.ভুট্টার পরিবরতে মিলেট দিতে হবে, প্রোটিন কমাতে হবে, গম বা মিলেট বা চাল দিতে হবে,

৬. ১৫ দিন ফারম রেস্টে রাখতে হবে

৭. আয়োডিন জাতীয় জীবানু নাশক দিয়ে স্প্রে করতে হবে

ট্রিটমেন্ট :

১. লিভার টনিক
২. কিডনি টনিক
৩. এন্টিভাইরাল : সিলিয়ান ভেট , এনডোপেন
৪.ভিটামিন সি
৫. টক্সিন বাইন্ডার
৬. গ্লুকোজ
রেজিঃ ভেটেরিনারিয়ান এর পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন।
বিঃ দ্রঃ
১.চাল বা ভুট্রা ভাঙ্গা দিতে হবে,

২.স্টার্টার খাবার বাদ দিয়ে ফিনিশার খাবার দিতে হবে

৩.সালফার জাতীয় এন্টিবায়োটিক দেয়া যাবে না

টেকনিক্যাল সার্ভিসেস টিম .
নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লিঃ
Thanks

খামারী প্রশিক্ষণ কর্মশালা। ফারিয়া ট্রেডার্স এর সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করা হয় পুরাতন বাদিয়াখালী , গাইবান্ধা সদরে। কর...
22/10/2023

খামারী প্রশিক্ষণ কর্মশালা। ফারিয়া ট্রেডার্স এর সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করা হয়
পুরাতন বাদিয়াখালী , গাইবান্ধা সদরে। কর্মশালা পরিচালনা করেন ডা. খালেক জামান।
নিউ হোপ নিউ লাইফ

খামারী প্রশিক্ষণ কর্মশালা, ইবনাত এন্টারপ্রাইজ, শ্যামগঞ্জ বাজার, পূর্বধলা, নেত্রকোনা। প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ মোঃ হারুন...
22/10/2023

খামারী প্রশিক্ষণ কর্মশালা, ইবনাত এন্টারপ্রাইজ, শ্যামগঞ্জ বাজার, পূর্বধলা, নেত্রকোনা। প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ মোঃ হারুনুর রশিদ

20/10/2023

আমাদের কন্সেন্ট্রেশন ফিডের একজন গ্রাহক ইম্পেরিয়াল চিকস হাউজ, খুলনা।

গুনে মানে নিউ হোপ কন্সেন্ট্রেশন ফিড সেরা।।

সাশ্রয়ী দামে কন্সেন্ট্রেশন ফিড নিতে আজই যোগাযোগ করুন।

11/10/2023
গত ১০ই অক্টোবর অনুষ্ঠিত হয়েছে নিউ হোপ অ্যাকোয়াটিক টিম আয়োজিত ত্রৈমাসিক মিটিং "Employee Assessment Award Ceremony-2023" ...
11/10/2023

গত ১০ই অক্টোবর অনুষ্ঠিত হয়েছে নিউ হোপ অ্যাকোয়াটিক টিম আয়োজিত ত্রৈমাসিক মিটিং "Employee Assessment Award Ceremony-2023"

সেই সাথে কেক কেটে উৎযাপিত হয়েছে নিউ হোপ অ্যাকোয়াটিক টিমের নতুন রেকর্ড "9000 Tons Sales-Sept,23"

নিউ হোপ লিউহে ব্রয়লার ফিড। বাজারের সেরা এফ সি আর নিশ্চিত করবে। খামারীর মুনাফা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ডিলারশিপ নিতে...
11/10/2023

নিউ হোপ লিউহে ব্রয়লার ফিড। বাজারের সেরা এফ সি আর নিশ্চিত করবে। খামারীর মুনাফা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ডিলারশিপ নিতে যোগাযোগ করুন ০১৭৪২৫১০৮৮৯

New hope liuhe layer feed, best in market for quality.নিউ হোপ লিউহে লেয়ার ফিড, গুনে মানে বাজারের সেরা ফিড।
08/10/2023

New hope liuhe layer feed, best in market for quality.

নিউ হোপ লিউহে লেয়ার ফিড, গুনে মানে বাজারের সেরা ফিড।

রক্ত আমাশয়ঃ রক্ত আমাশয় বা ককসিডিউস মুরগির অন্ত্রনালীর একটি মারাত্বক রোগ যা আইমেরিয়া নামক প্রোটোজোয়ার ফলে হয়ে থাকে। আইমের...
05/10/2023

রক্ত আমাশয়ঃ

রক্ত আমাশয় বা ককসিডিউস মুরগির অন্ত্রনালীর একটি মারাত্বক রোগ যা আইমেরিয়া নামক প্রোটোজোয়ার ফলে হয়ে থাকে। আইমেরিয়ার অনেকগুলি প্রজাতি থাকলেও সাধারনত কয়েকটি প্রজাতি ককসিডিউস রোগের জন্য দায়ী। যেমন,

আইমেরিয়া টেনেলা (E. tenella)

আইমেরিয়া ব্রুনেটি (E. brunetti)

আইমেরিয়া নেক্রোটিক্স (E. necatrix)

আইমেরিয়া এসারভুলিনা (E. acervulina)

আইমেরিয়া প্রজাতির মধ্যে আইমেরিয়া টেনেলা ও আইমেরিয়া নেক্রোটিক্স মুরগির বেশি ক্ষতি করে থাকে।

ককসিডিওসিস রোগের কারন:

প্রধানত মুরগির বিষ্ঠার মাধ্যমে রোগটি ছড়ায়। দেখা গেছে, এক গ্রাম বিষ্ঠায় প্রায় ৭০ হাজার কক্সিডিয়ার জিবানু থাকতে পারে।

আইমেরিয়া জীবাণুর ওসিস্ট (sporulated oocyst) খাওয়ার ফলে মুরগি ককসিডিওসিসে আক্রান্ত হয়। ওসিস্ট খেয়ে আক্রান্ত হলেও ওসিস্ট কিন্তু রোগ সৃষ্টিকারী মূল জীবাণু নয়, বাহক মাত্র। রোগ সৃষ্টি করে স্পোরোজোয়েট যা স্পোরোসিস্ট নামক এক প্রকার থলের ভেতরে থাকে এবং এ দুটোই বাইরে থেকে শক্ত দুটি দেয়াল দিয়ে আবৃত থাকে।

একটি আইমেরিয়া ওসিস্টের ভেতরে চারটি স্পোরোসিস্ট থাকে। যার প্রতিটির মধ্যে আবার দুটো করে স্পোরোজোয়েট থাকে। অর্থাৎ একটি ওসিস্ট খেয়ে একটি মুরগি আটটি রোগ সৃষ্টিকারী জীবাণু পেয়ে থাকে।

সাধারণত দুই মাস বয়স পর্যন্ত মুরগির বাচ্চা ককসিডিওসিস বা রক্ত আমাশয় রোগে আক্রান্ত হয়। তবে এর মধ্যে আক্রান্ত না হলেও পরবর্তী যেকোনো সময় ককসিডিয়া জীবাণুর সংস্পর্শে এলে এবং তা খেয়ে ফেললে কক্সিডিয়া বা রক্ত আমাশয় হতে পারে।
লিটার বা মেঝেতে বিষ্ঠার সাথে টাটকা রক্ত পড়তে দেখা যায়। অসুস্থ মুরগীর পোস্টমার্টেমে সিকামে রক্ত পাওয়া যায়।

বাহ্যিক লক্ষনসমূহঃ

মুরগির রক্ত আমাশয় হলে পালক উসখো, খুসকো থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে।ওজন বৃদ্ধি হ্রাস পায়।খাদ্য ও পানি গ্রহন কমিয়ে দিবে। অনেক সময় ঠোকরা ঠুকরি করে।

তীব্র রক্ত আমাশয় হলে ফার্মের লিটারে তাজা রক্ত পাওয়া যায়।

চিকিৎসাঃ

কক্সিডিওসিস প্রতিরোধে বা চিকিৎসায় অনেক ধরনের মেডিসিন বাজারে বিদ্যমান।

রোগের তীব্রতা বিবেচনাপুর্বক এম্প্রোলিয়াম হাইড্রোক্লোরাইড, টল্ট্রাজুরিল, সালফার ড্রাগস, ইত্যাদি ব্যবহার করতে হবে।

তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের টেকনিক্যাল সার্ভিস অফিসার অথবা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান এর সাথে পরামর্শ পূর্বক চিকিৎসা প্রদান করতে হবে।

প্রতিরোধের উপায়ঃ

বর্ষাকালে ও আর্দ্র পরিবেশে এর জীবানু দ্রুত বংশ বিস্তার করতে পারে। তাই সর্বদা লিটার শুষ্ক রাখতে প্রয়োজন।

লিটার নিয়মিত ওলট পালট করা এবং ভিজা লিটার সরিয়ে ফেলা জরুরী।

খাদ্য ও পানির পাত্র সর্বদা পরিষ্কার রাখতে হবে।

যেহেতু রোগটি আক্রান্ত মুরগির বিষ্ঠার মধ্যমে ছড়ায়, তাই খাদ্য ও পানির পাত্র মুরগির পিঠ বরাবর রাখা প্রয়োজন। যেন খাদ্য-পানির পাত্র মুরগির বিষ্ঠা থেকে মুক্ত থাকে।

অধিক ঘনত্বে মুরগি পালন ও বিভিন্ন বয়েসের মুরগি একত্রে পালন করা থেকে বিরত থাকতে হবে।

পুষ্টির ঘাটতি হলে রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। এজন্য নিয়মিত পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হবে।

খাদ্যে কক্সিডিওস্ট্যাট ব্যবহার করে রক্ত আমাশয় নিয়ন্ত্রণ করা যায়।

সর্বোপরি জৈব নিরাপত্তা রোগটি থেকে মুক্ত রাখতে পারে।

Address

Bhangnahati, Sreepur
Gazipur
1740

Opening Hours

Monday 08:30 - 21:00
Tuesday 08:30 - 21:00
Wednesday 08:30 - 21:00
Thursday 08:30 - 21:00
Friday 09:00 - 17:00
Saturday 08:30 - 21:00
Sunday 08:30 - 21:00

Telephone

+8801742510889

Alerts

Be the first to know and let us send you an email when New Hope Feed Mill BD.Ltd. - China NHG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby pet stores & pet services



You may also like