Arif's Veterinary Corner

Arif's Veterinary Corner Dr.Sheikh Iftekharul islam(Arif)
Official Veterinary Service in-হবিগঞ্জ,নবীগঞ্জ,বানিয়াচং, দৌলতপুর

আসসালামু আলাইকুম
Arif's veterinary Corner এ আপনাকে স্বাগতম। এখানে অল্প খরচে গৃহপালিত পশু পাখিদের জন্য অনলাইনে ব্যবস্থাপত্র দেয়া হয়

প্রাণিসেবা দিতে প্রতি শুক্রবার ও শনিবার থাকছি নবীগঞ্জ শহরে 👇👇👇👇বিসমিল্লাহির রাহমানির রাহিমসুখবর!! সুখবর!! সুখবর!!নবীগঞ্জ...
15/09/2024

প্রাণিসেবা দিতে প্রতি শুক্রবার ও শনিবার থাকছি নবীগঞ্জ শহরে 👇👇👇👇

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সুখবর!! সুখবর!! সুখবর!!
নবীগঞ্জ খামারীদের জন্য সুখবর
এসে গেছে মেসার্স প্রাণি সেবা
প্রো: মো: আফসার আলী
মরিয়ম বিবি মার্কেট, ওসমানী রোড,নবীগঞ্জ।

এখানে সকল প্রকার গবাদিপশুর(পোল্ট্রি,ক্যাটেল) খাদ্য,মেডিসিন, মাছের খাদ্য ও মেডিসিন পাওয়া যাবে।আরো আনন্দের সাথে জানাচ্ছি যে,প্রতি শুক্র ও শনিবার অভিজ্ঞ রেজিস্টার্ড প্রাপ্ত ভেটেরিনারি ডাক্তার দ্বারা চিকিৎসা করানো হবে।

চিকিৎসা সেবায় 👇
ডাক্তার শেখ ইফতেখারুল ইসলাম
ডি,ভি,এম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
PGT in Clinical Management, BVPGI.
রেজি:নং: ৭২৭৩

উল্লেখ্য এখানে গবাদিপশুদের সকল ধরণের অপারেশনের সেবা প্রদান করা হয়ে থাকবে।অপারেশন সমূহ -
C - Section
Rumenotomy
Upward Pattelar Fixation
Castration
Tube cystotomy
Hernia
Dermoid Cyst etc.

৩য় বারের মত সফল সিজার অপারেশন।আলহামদুলিল্লাহ। গাভীটি সুস্থ আছে।
25/04/2024

৩য় বারের মত সফল সিজার অপারেশন।আলহামদুলিল্লাহ। গাভীটি সুস্থ আছে।

24/03/2024

🩸🩸৫ নং দৌলতপুর ইউনিয়নের মধ্যে প্রথম Blood transfusion ( এক গরু থেকে অন্য গরুতে রক্ত প্রদান)করা হলো আলহামদুলিল্লাহ। 🩸🩸
রক্ত প্রদান করেছেন-

ডা: শেখ ইফতেখারুল ইসলাম
ডিভিএম,বাকৃবি,ময়মনসিংহ
রেজি ন: ৭২৭৩
যোগাযোগ : 01616138187

19/03/2024

BLACKLEG / Blackquarter ( বাদলা) একটি মারাত্নক মরণব্যাধী রোগ।এই রোগের চিকিৎসা দ্রুত না করলে প্রাণিটি মৃত্যুর দিকে ঢলে পড়ে।তাই কোন গবাদি প্রাণির পা ফুলা বা ঘাড় ফুলা থাকলে যথাসম্ভব দ্রুত নিকটতম রেজিস্টার্ড ভেটেরিনারী ডাক্তারের সাথে পরামর্শ করুন।

ডা: শেখ ইফতেখারুল ইসলাম,ডিভিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
রেজি নং: ৭২৭৩
যোগাযোগ : 01616138187
চেম্বার:আরিফ ভেটেরিনারী কর্ণার,মার্কুলিবাজার,বানিয়াচং।

L*D রোগী বেশি পাচ্ছি।এই রোগে বাছুর গুলা বেশি মারা যাচ্ছে।এই রোগ হলে অবশ্যই নিকটতম রেজিস্টার্ড ভেটেরিনারী ডাক্তারের শরাপন...
13/03/2024

L*D রোগী বেশি পাচ্ছি।এই রোগে বাছুর গুলা বেশি মারা যাচ্ছে।
এই রোগ হলে অবশ্যই নিকটতম রেজিস্টার্ড ভেটেরিনারী ডাক্তারের শরাপন্ন হবেন।

01/03/2024

প্রায় ৮ দিন ধরে বাছুরটির পাতলা পায়খানা হচ্ছিল।অনেক লোকাল ডাক্তারদের কাছে থেকে চিকিৎসা নিয়ে যখন কোন রেজাল্ট আসে নাই তখন আমার চেম্বারে বাছুরটিকে আনা হয়। আনার সময় খবুই দুর্বল অবস্থা ছিল বাছুরটির ।মালিক প্রায় আশা ছেড়ে দিয়েছিল।

আলহামদুলিল্লাহ আমার সুচিকিৎসায় ৩ দিন পরেই বাছুরটি সম্পূর্ণ সুস্থতা লাভ করে।

আপনার গবাদী প্রাণির চিকিৎসায় সব সময় পাশেই আছে
Arif's Veterinary Corner

24/02/2024

একটি দুর্বল মহিষে স্যালাইন দেয়া হচ্ছে।

আপনার পশুপাখির চিকিৎসায় যোগাযোগ করুন
ডা:শেখ ইফতেখারুল ইসলাম, ডিভিএম,বাকৃবি,ময়মনসিংহ।
রেজি নং: ৭২৭৩
যোগাযোগ :01616138187

23/02/2024

নাক দিয়ে অনেক রক্তক্ষরণ হচ্ছিল।ভেড়িটির পেটে বাচ্চা ছিল।মালিক কল দিলে বাড়ি গিয়ে দেখি অবস্থা অনেক খারাপ।মালিকের অনুমতি নিয়ে চিকিৎসা করি।আলহামদুলিল্লাহ চিকিৎসা করার ১০মিনিট পর রক্ত পড়া বন্ধ হয়ে যায়।

আপনার পশুপাখির চিকিৎসায় সবসময় আছে Arif's Veterinary Corner

28/01/2024

Lumpy Skin Disease একটি প্রাণঘাতী রোগ।প্রতি বছরই এই রোগে অনেক পশু মারা যায়।
এর থেকে মুক্তি পেতে আপনি নিয়মিত আপনার পশুকে L*D এর ভ্যাক্সিন প্রদান করতে পারেন।সেই সাথে অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারী ডাক্তার এর পরামর্শ নিতে হবে।

☢️বাছুরটি মারা গিয়েছিল☢️

21/12/2023

গরুটি ২ দিন ধরে খাওয়া দাওয়া করছিল না।প্রচুর ধান খেয়ে ফেল ২ দিন আগে।
আলহামদুলিল্লাহ, চিকিৎসা দেবার ২ দিন পর খাওয়া দাওয়া শুরু করে

21/11/2023

কোন গরু অনেকদিন বসা অবস্থা থেকে না উঠতে পারলে এইরকম সিস্টেম এ দাড় করিয়ে দিলে ইনশাআল্লাহ ওইসব গরুগুলা সুস্থতা লাভ করে থাকে।

আলহামদুলিল্লাহ, গাভীটি এখন উন্নতির অবস্থার দিকে যাচ্ছে।

যেকোন পরামর্শ গ্রহণের জন্য যোগাযোগ
ডা: শেখ ইফতেখারুল ইসলাম
ডিভিএম,বাকৃবি,ময়মনসিংহ।
মোবাইল : 01616138187

বি:দ্র: পরামর্শ নিতে হলে একটা নির্দিস্ট পরিমাণ ফি প্রদান করতে হবে।

06/11/2023

প্রচুর রক্ত যেত পায়খানার সাথে।অনেক হাতুরে চিকিৎসক দেখানোর পর যখন কাজ হল না,তখন আমাকে দেখায় গরুটি।
আলহামদুলিল্লাহ ৩ দিনের চিকিৎসার পর এখন সম্পূর্ণ সুস্থ।

26/10/2023

আলহামদুলিল্লাহ একটা জটিল ডেলিভারি সম্পন্ন করলাম।
গাভী ও বাছুর দুটোই সুস্থ আছে।

ডা: শেখ ইফতেখারুল ইসলাম আরিফ
ডিভিএম,বাকৃবি,ময়মনসিংহ
রেজি:ন: ৭২৭৩
মোবাইল: 01616138187

17/10/2023

একদম শেষ সময়ে ডাক্তার দেখিয়ে কোন লাভ নেই।

গরু ছাগলের সমস্যা দেখা গেলে সাথে সাথে ডাক্তারের শরাপন্ন হবেন।একটু খাম খেয়ালি করলেই বিপদ,,,

14/10/2023

আজকের মুমূর্ষ রোগী। আমার চেম্বারে তাদের চিকিৎসা করেছি।খুবই সিরয়াস ছিল।
আলহামদুলিল্লাহ একটা বাচ্চা সুস্থতা লাভ করেছে।আরেকটা মারা গেছে(বড় বাচ্চাটি)

11/10/2023

আসসালামু আলাইকুম,
যেসব খামারী অনলাইনে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান,তাদের উদ্দেশ্য করে বলছি।

আপনার গরু,ছাগল,হাস, মুরগী,ভেড়া, মহিষ,কুকুর,বিড়াল,ঘোড়া এর যেকোন ধরণের সমস্যার জন্য পরামর্শ নিতে পারেন অনলাইনে ও অফলাইনে।

হ্যা,আমি পরামর্শ মোতাবেক চিকিৎসা প্রদানের জন্য একটি নির্দিস্ট ফি নিয়ে থাকি।আমার অনলাইন পরামর্শ ফি ৫০০ টাকা।আগে পরামর্শ ফি প্রদান করে নিতে হবে তারপর মেসেঞ্জারে বা মোবাইলে পরামর্শ নিতে হবে।

যেভাবে টাকা পরিশোধ করবেন-
পরামর্শ ফি এর জন্য আমার বিকাশে ৫০০ টাকা পাঠিয়ে দিবেন।বিকাশ নাম্বার : 01568372305

ডা: শেখ ইফতেখারুল ইসলাম
ডি,ভি,এম,বাকৃবি,ময়মনসিংহ।
রেজি: নং: ৭২৭৩
মোবাইল: 01616138187

01/10/2023

হঠাৎ করে ৮ টি হাস কোন লক্ষণ ছাড়াই মারা যায়।তারপর ওই হাসের খামার এ চিকিৎসা দিয়ে আসলাম।আলহামদুলিল্লাহ এখন ভালই আছে।

ডা:শেখ ইফতেখারুল ইসলাম
DVM, BAU
Reg NO: 7273
Mobile: 01616138187

22/09/2023

এই বৃষ্টির দিনে হাঁসের খামার ভিজিট করে আসলাম।৭৪৫ টার মধ্যে ১০ টা মারা গিয়েছে।তারপর আমাকে ডেকে নিয়ে যায়।
এই বৃষ্টিতে খামারী ছাতা ধরে ছিল,আর আমি Postmortem examination করছিলাম।
স্থান: ফার্মবাজার,নবীগঞ্জ।

গরু,ছাগল,হাস,মুরগীর সমস্যার জন্য যোগাযোগ করুন
👇👇👇👇👇👇👇👇

ডা:শেখ ইফতেখারুল ইসলাম(আরিফ)
ডি,ভি,এম,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ।
যোগাযোগ : 01616138187

14/09/2023

ভেটেরিনারি ডাক্তার এর পরামর্শ না নিয়ে চিকিৎসা করলে এই অবস্থা হবে👇👇👇👇

আলহামদুলিল্লাহ, একটি বাদলা রোগীর সফল অপারেশনের মাধ্যমে পচা মাংশের অংশটি অপসারণ করা হয়েছে।😊😊
30/08/2023

আলহামদুলিল্লাহ, একটি বাদলা রোগীর সফল অপারেশনের মাধ্যমে পচা মাংশের অংশটি অপসারণ করা হয়েছে।😊😊

21/06/2023

Lumpy Skin Disease এর ভুল চিকিৎসার ফলাফল

অবশ্যই রেজিস্টার্ডপ্রাপ্ত ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিবেন
👇👇👇👇👇

একটি সফল Rumenotomy অপারেশন করলাম,আলহামদুলিল্লাহ। গরুটির পেট থেকে প্রায় ৪ কেজির মতন আম এর খোসা ও আমের বড়া (আটি) বের করলা...
04/06/2023

একটি সফল Rumenotomy অপারেশন করলাম,আলহামদুলিল্লাহ।

গরুটির পেট থেকে প্রায় ৪ কেজির মতন আম এর খোসা ও আমের বড়া (আটি) বের করলাম।

অপারেশনটি পরিচালনা করেছেন-
ডা:শেখ ইফতেখারুল ইসলাম,
ডিভিএম,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
মোবাইল - 01616138187

28/05/2023

হাঁসের খামার ভিজিট করেছিলাম।আলহামদুলিল্লাহ হাঁস ভাল আছে 🙂🙂
স্থান - ফার্মবাজার, নবীগঞ্জ।

14/04/2023

হঠাৎ করে গরুটির হাপানি জনিত সমস্যা বেড়ে যায়।আলহামদুলিল্লাহ চিকিৎসা দেবার পর সুস্থতা লাভ করে।

06/04/2023

বর্তমানে আমাদের সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় Lumpy Skin Disease (গরুর পুরা শরীরে গুটি গুটি টাইপ) এই রোগটি প্রচুর দেখা দিচ্ছে।এই রোগে এবার বেশি মারা ও যাচ্ছে। বিশেষ করে খামারীরা সচেতনতার অভাবে গ্রাম্য হাতুরে ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা করিয়ে অনেকে আশানুরূপ ফল পাচ্ছেন না।এতে হারাতে হচ্ছে অনেক গরু।তাই ভূয়া চিকিৎসক না দেখিয়ে অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার এর কাছ থেকে পরামর্শ নিবেন বলে আশা করি।

Address

Habiganj
3300

Telephone

+8801568372305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif's Veterinary Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Veterinarians in Habiganj

Show All

You may also like