🩸🩸৫ নং দৌলতপুর ইউনিয়নের মধ্যে প্রথম Blood transfusion ( এক গরু থেকে অন্য গরুতে রক্ত প্রদান)করা হলো আলহামদুলিল্লাহ। 🩸🩸
রক্ত প্রদান করেছেন-
ডা: শেখ ইফতেখারুল ইসলাম
ডিভিএম,বাকৃবি,ময়মনসিংহ
রেজি ন: ৭২৭৩
যোগাযোগ : 01616138187
BLACKLEG / Blackquarter ( বাদলা) একটি মারাত্নক মরণব্যাধী রোগ।এই রোগের চিকিৎসা দ্রুত না করলে প্রাণিটি মৃত্যুর দিকে ঢলে পড়ে।তাই কোন গবাদি প্রাণির পা ফুলা বা ঘাড় ফুলা থাকলে যথাসম্ভব দ্রুত নিকটতম রেজিস্টার্ড ভেটেরিনারী ডাক্তারের সাথে পরামর্শ করুন।
ডা: শেখ ইফতেখারুল ইসলাম,ডিভিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
রেজি নং: ৭২৭৩
যোগাযোগ : 01616138187
চেম্বার:আরিফ ভেটেরিনারী কর্ণার,মার্কুলিবাজার,বানিয়াচং।
প্রায় ৮ দিন ধরে বাছুরটির পাতলা পায়খানা হচ্ছিল।অনেক লোকাল ডাক্তারদের কাছে থেকে চিকিৎসা নিয়ে যখন কোন রেজাল্ট আসে নাই তখন আমার চেম্বারে বাছুরটিকে আনা হয়। আনার সময় খবুই দুর্বল অবস্থা ছিল বাছুরটির ।মালিক প্রায় আশা ছেড়ে দিয়েছিল।
আলহামদুলিল্লাহ আমার সুচিকিৎসায় ৩ দিন পরেই বাছুরটি সম্পূর্ণ সুস্থতা লাভ করে।
আপনার গবাদী প্রাণির চিকিৎসায় সব সময় পাশেই আছে
Arif's Veterinary Corner
একটি দুর্বল মহিষে স্যালাইন দেয়া হচ্ছে।
আপনার পশুপাখির চিকিৎসায় যোগাযোগ করুন
ডা:শেখ ইফতেখারুল ইসলাম, ডিভিএম,বাকৃবি,ময়মনসিংহ।
রেজি নং: ৭২৭৩
যোগাযোগ :01616138187
নাক দিয়ে অনেক রক্তক্ষরণ হচ্ছিল।ভেড়িটির পেটে বাচ্চা ছিল।মালিক কল দিলে বাড়ি গিয়ে দেখি অবস্থা অনেক খারাপ।মালিকের অনুমতি নিয়ে চিকিৎসা করি।আলহামদুলিল্লাহ চিকিৎসা করার ১০মিনিট পর রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
আপনার পশুপাখির চিকিৎসায় সবসময় আছে Arif's Veterinary Corner
Lumpy Skin Disease একটি প্রাণঘাতী রোগ।প্রতি বছরই এই রোগে অনেক পশু মারা যায়।
এর থেকে মুক্তি পেতে আপনি নিয়মিত আপনার পশুকে LSD এর ভ্যাক্সিন প্রদান করতে পারেন।সেই সাথে অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারী ডাক্তার এর পরামর্শ নিতে হবে।
☢️বাছুরটি মারা গিয়েছিল☢️
গরুটি ২ দিন ধরে খাওয়া দাওয়া করছিল না।প্রচুর ধান খেয়ে ফেল ২ দিন আগে।
আলহামদুলিল্লাহ, চিকিৎসা দেবার ২ দিন পর খাওয়া দাওয়া শুরু করে
দুর্বল গরুতে স্যালাইন দেয়া হচ্ছে
কোন গরু অনেকদিন বসা অবস্থা থেকে না উঠতে পারলে এইরকম সিস্টেম এ দাড় করিয়ে দিলে ইনশাআল্লাহ ওইসব গরুগুলা সুস্থতা লাভ করে থাকে।
আলহামদুলিল্লাহ, গাভীটি এখন উন্নতির অবস্থার দিকে যাচ্ছে।
যেকোন পরামর্শ গ্রহণের জন্য যোগাযোগ
ডা: শেখ ইফতেখারুল ইসলাম
ডিভিএম,বাকৃবি,ময়মনসিংহ।
মোবাইল : 01616138187
বি:দ্র: পরামর্শ নিতে হলে একটা নির্দিস্ট পরিমাণ ফি প্রদান করতে হবে।
প্রচুর রক্ত যেত পায়খানার সাথে।অনেক হাতুরে চিকিৎসক দেখানোর পর যখন কাজ হল না,তখন আমাকে দেখায় গরুটি।
আলহামদুলিল্লাহ ৩ দিনের চিকিৎসার পর এখন সম্পূর্ণ সুস্থ।
আলহামদুলিল্লাহ একটা জটিল ডেলিভারি সম্পন্ন করলাম।
গাভী ও বাছুর দুটোই সুস্থ আছে।
ডা: শেখ ইফতেখারুল ইসলাম আরিফ
ডিভিএম,বাকৃবি,ময়মনসিংহ
রেজি:ন: ৭২৭৩
মোবাইল: 01616138187
একদম শেষ সময়ে ডাক্তার দেখিয়ে কোন লাভ নেই।
গরু ছাগলের সমস্যা দেখা গেলে সাথে সাথে ডাক্তারের শরাপন্ন হবেন।একটু খাম খেয়ালি করলেই বিপদ,,,
আজকের মুমূর্ষ রোগী। আমার চেম্বারে তাদের চিকিৎসা করেছি।খুবই সিরয়াস ছিল।
আলহামদুলিল্লাহ একটা বাচ্চা সুস্থতা লাভ করেছে।আরেকটা মারা গেছে(বড় বাচ্চাটি)
হঠাৎ করে ৮ টি হাস কোন লক্ষণ ছাড়াই মারা যায়।তারপর ওই হাসের খামার এ চিকিৎসা দিয়ে আসলাম।আলহামদুলিল্লাহ এখন ভালই আছে।
ডা:শেখ ইফতেখারুল ইসলাম
DVM, BAU
Reg NO: 7273
Mobile: 01616138187
এই বৃষ্টির দিনে হাঁসের খামার ভিজিট করে আসলাম।৭৪৫ টার মধ্যে ১০ টা মারা গিয়েছে।তারপর আমাকে ডেকে নিয়ে যায়।
এই বৃষ্টিতে খামারী ছাতা ধরে ছিল,আর আমি Postmortem examination করছিলাম।
স্থান: ফার্মবাজার,নবীগঞ্জ।
গরু,ছাগল,হাস,মুরগীর সমস্যার জন্য যোগাযোগ করুন
👇👇👇👇👇👇👇👇
ডা:শেখ ইফতেখারুল ইসলাম(আরিফ)
ডি,ভি,এম,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ।
যোগাযোগ : 01616138187