ER Birds Farm

ER Birds Farm I have a cage birds farm. I always work on quality.

❤️ঈদ মোবারক ❤️ সবাই যখন বিজি ফিরনি, পায়েস বিরিয়ানি রান্নায় তখন আমিও বিজি আমার প্রিয় পাখিদের পুস্টিকর খাবার পরিবেশনে❤️❤️❤...
11/04/2024

❤️ঈদ মোবারক ❤️ সবাই যখন বিজি ফিরনি, পায়েস বিরিয়ানি রান্নায় তখন আমিও বিজি আমার প্রিয় পাখিদের পুস্টিকর খাবার পরিবেশনে❤️❤️❤️❤️ আলহামদুলিল্লাহ

07/03/2024

আমাদের পাখাল জীবনের প্রথম টেম বার্ড❤️।আমাদের সন্তান সমতুল্য 🥰পিউ🥰।আগে পুরাতন পাখাল যারা আছে অনেকে 🥰পিউকে চিনে। ওর প্রথম জন্মদিনে একটা সারপ্রাইজ গিফটের আয়োজন করেছিলাম। ভিডিও টা ৬বছর আগের পুরাতন হলেও পিউয়ের বুদ্ধি মত্তার প্রশংসা সব সময় করতে হয়। আমার টেম পাখি হাজারটা থাকলেও পিউয়ের সমতুল্য আর কেউ হবে না🥰🥰

আলহামদুলিল্লাহ   Birds Farm  এর  ❤️BabyBird Hand feed R-1 প্রতিদিন এতো অর্ডার আসতেছে একটু হিমশিম খেতে হচ্ছে ডেলিভারি দিত...
03/03/2024

আলহামদুলিল্লাহ Birds Farm এর ❤️BabyBird Hand feed R-1 প্রতিদিন এতো অর্ডার আসতেছে একটু হিমশিম খেতে হচ্ছে ডেলিভারি দিতে। কারন প্রডাক্ট আমরা নিজ হাতে বানাই। আর প্রতিদিন আমার অফিস/ মিসেসের বাসার, পাখিদের সমস্ত কাজ শেষ করে এতোটা সময় হয়ে উঠে না বেশি করে তৈরি করার। তাই আপনারা যারা অর্ডার দিবেন প্লিজ হাতে ২-৩ দিন সময় নিয়ে অর্ডার দিবেন🥰। আবার তো ইলেক্ট্রিসিটি না থাকার ঝামেলা আছেই। ধন্যবাদ সবাই কে - বিশ্বাস আর ভরসা রাখার❤️❤️❤️❤️

❤️আপু/ ভাইয়া, লেভেল ডিব্বা লাগবে না আগে যেমন সাদা পলি তে নিয়েছি এখনো তাই দেন🥰 উপরের খোলস দিয়ে কি হবে কোয়ালিটি গুনগত মান ...
28/02/2024

❤️আপু/ ভাইয়া, লেভেল ডিব্বা লাগবে না আগে যেমন সাদা পলি তে নিয়েছি এখনো তাই দেন🥰 উপরের খোলস দিয়ে কি হবে কোয়ালিটি গুনগত মান ঠিক থাকলেই হয়❤️। আলহামদুলিল্লাহ কাস্টমার যখন এভাবে একটা পণ্যের সুনাম করে -তখন একজন উদ্যোক্তার মনোবল হাজার গুনে বেড়ে যায়। প্রায় ২বছর থেকে রেগুলার নিতেছে 👉ER Birds এর 🐣BabyBirds R-1Hand Feed🐣এবং 🐦Birds Horlicks R-5 🥰। ধন্যবাদ ভাই -- শুরু থেকে সাথে থাকার জন্য বিশ্বাস আর ভরসা রাখার জন্য। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আমাদের হালাল রুজির বরকত দান করুন - আমিন

BabyBird R-1 Hand Feed নিয়ে কিছু কথা --- বর্তমান সময়ে দেশের বাইরের হ্যান্ডফিডের দা*ম অনেক বেশি হওয়ায় দেশের কিছু পাখাল, ন...
22/02/2024

BabyBird R-1 Hand Feed নিয়ে কিছু কথা --- বর্তমান সময়ে দেশের বাইরের হ্যান্ডফিডের দা*ম অনেক বেশি হওয়ায় দেশের কিছু পাখাল, নন পাখাল বিভিন্ন কেটাগরির হ্যান্ড ফিড বাজার* জাত করেছেন আলহামদুলিল্লাহ। যে যার অবস্থান থেকে তারা সফল আলহামদুলিল্লাহ। এদের ভিড়ে আমরাও আছি। তবে কিছু কথা ক্লিয়ার করতে হচ্ছে -- অনেকেই ৫*০*০-- কেজি প্রতি দা*ম নির্ধারণ থেকে হাজার বা আরও বেশি মার্কেটে আছে। আমিও জানি দেশিও যত হ্যান্ড ফিড আছে আমাদের টা প্রাইস একটু বেশি। এরকারন হচ্ছে --👉আমরা নিম্ন মানের উপাদান দিচ্ছি না
👉 গম,চাল,বিভিন্ন ডাল এগুলা আমাদের ফিডে নাই
👉 প্রিমিয়াম কোয়ালিটির উপাদান থাকে
👉দেশের বাইরের মেডিসিন এড করি।
🏵️পাখাল ভাই বোনদের বিনীতভাবে জানাতে চাচ্ছি-- দয়া করে অন্যদের ফিডের সাথে আমার টা তুলনা করে দামাদামি করবেন না। আপনার বাজেটে থাকলে নিবেন নয়তো নিবেন না। আমি বলছি না অন্যদের টা দাম কম এজন্য খারাপ,এটা কখনো বলবো না। যে যার অবস্থান থেকে সর্বোচ্চ টাই দেওয়ার চেষ্টা করি। কারটা কতো দাম কে কতো রাখে এইটা আমাকে জানানোর কোনো দরকার নাই। ধন্যবাদ সবাই কে 🥰৪র্থ বারের রিপিটেড কাস্টমার আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি দিলাম🥰🥰ধন্যবাদ ভাই বিশ্বাস আর ভরসা রাখার জন্য

আলহামদুলিল্লাহ প্রতিদিনই প্রিয় পাখালদের বিশ্বাস ও ভরসার মান রাখতে পারতেছি🥰।শুকরিয়া আল্লাহর।  গত ২বছর থেকে রিপিটেড কাস্টম...
21/02/2024

আলহামদুলিল্লাহ প্রতিদিনই প্রিয় পাখালদের বিশ্বাস ও ভরসার মান রাখতে পারতেছি🥰।শুকরিয়া আল্লাহর। গত ২বছর থেকে রিপিটেড কাস্টমার♥️BabyBird Hand feed R-1 কতোবার নিয়েছে হিসেব রাখা দায়🥰। আজকে আবারও নিলো। শুরুতে বয়ামেও দিতে পারি নি 😪 এমনও হইছে পলি ব্যাগে দিয়েছি। আজ বয়াম,লেভেলিং,ব্র্যান্ডিং, মার্কেটিং যাই বলি না কেনো এমন কিছু প্রিয় পাখালদের সাপোর্টেই হয়েছে আলহামদুলিল্লাহ

পর্ব-১:পাখির রুমের তাপমাত্রা,  আদ্রতা ও ভেন্টিলেশন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা অপরিসীম। কিছু পদক্ষেপ গ্রহন করলে তা নিয়ন্ত...
19/02/2024

পর্ব-১:
পাখির রুমের তাপমাত্রা, আদ্রতা ও ভেন্টিলেশন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা অপরিসীম। কিছু পদক্ষেপ গ্রহন করলে তা নিয়ন্ত্রণ করা যায়। কেজ বার্ড এর ক্ষেত্রে ব্রিডারদের উচিৎ একটি আদর্শ ব্রিডিং রুম প্রস্তুত করা।
নিচে আদর্শ ব্রীডিং রুমের প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করা হলো।
তাপমাত্রা : পাখির রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অত্যেন্ত জরুরী। প্রয়োজনের চেয়ে তাপমাত্রা কম থাকলে, একটি ভালোমানের কন্ট্রোলারের সাথে রুম হিটার বা হিটিং বাল্ব ও এয়ার সার্কুলেশন ফেন সংযুক্ত করে তা ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। আবার প্রয়োজনের চেয়ে বেশি থাকলে, কন্ট্রোলারের সাথে সংযুক্ত এয়ার সার্কুলেশন ফেনের সামনে বরফ বা ঠান্ডা পানি রাখলে তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ।

আদ্রতা : তাপমাত্রার মত আদ্রতা নিয়ন্ত্রণ করাও পাখির রুমের জন্য অতিব গুরুত্বপূর্ণ বিষয়। পাখির রুমের আদ্রতা কম থাকলে কন্ট্রোলারের সাথে একটি ভালোমানের হিউমিডিফায়ার ও এয়ার সার্কুলেশন ফেন সংযুক্ত করে খুব ভালোভাবে আদ্রতা নিয়ন্ত্রণ করা যায়। আবার প্রয়োজনের চেয়ে বেশি থাকলে ডি-হিউমিডিফায়ার সংযুক্ত করে নিয়ন্ত্রণ করা যায়। আরো নানান ঘরোয়া পদ্ধতিে হিউমিডিটি কমানো যেতে পারে।

ভেন্টিলেশন: পাখির রুমের ভেন্টিলেশন প্রক্রিয়া চালু রাখা অত্যেন্ত জরুরী। কন্ট্রোলারের সাথে মিনিমাম দুইটি এডজাস্ট ফেন সংযুক্ত করতে হবে। একটি ইন বা বাইরে থেকে ফ্রেশ বাতাস রুমে প্রবেশ করাবে, অন্যটি আউট বা রুমের দুষিত বাতাসকে বাইরে বাহির করে দিবে। ইন ও আউট একসাথে কাজ করবে।
সবকিছু একটি ভালোমানের কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল করা যায়।
ছবিতে বিষয়গুলো আরো ভালোভাবে বুঝানো হয়েছে👇

২য় পর্বে উপরোক্ত বিষয়গুলো কিভাবে পাখি পালন ও ব্রীডিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।

ভালো থাকুক সকল পাখাল ও তাদের ভালোবাসার পাখি।

ধন্যবাদ।।

15/02/2024

♦রেড ডমিনেন্ট সানকনিউর বেবী।
♦কোয়ালিটি+একটিভিটি ১০০%✔
♦বয়স: ৪৫ দিন।
♦সুপার টেইম করার এখনই সঠিক সময়।
♦মোবাইল: 01713507414

বাচ্চার গ্রোথ ভালো পাওয়ায় এবং হজমের কোনপ্রকার সমস্যা না হওয়ায়, ২য় বার পুনরায় আস্থা Babybird R-1 হ্যান্ডফিডিং ফর্মোলাতে। ...
11/02/2024

বাচ্চার গ্রোথ ভালো পাওয়ায় এবং হজমের কোনপ্রকার সমস্যা না হওয়ায়, ২য় বার পুনরায় আস্থা Babybird R-1 হ্যান্ডফিডিং ফর্মোলাতে। এগিয়া যাক বাংলাদেশের Cage Bird সেক্টর, এগিয়ে যাক বাংলার পাখাল।

09/02/2024

কোয়ালিটিফুল সানকনিউর বেবী।
ফুল টেইম করার এখনই উপযুক্ত সময়।
নিতে চাইলে ইনবক্স বা ফোন করেন।
মোবাইল: 01713507414

Send a message to learn more

05/02/2024

ডাইনো যখন তার মাম্মির ডাকে সারা দেয়।

ER Birds Farm Nasrin Amin Eti

04/02/2024

➤ ৩২ দিন।
➤ কোয়ালিটিফুল।
➤ গ্রোথ + একটিভ ১০০%✅
➤ মোবাইল: 01713507414

সবোরের মেওয়া সব সময় মিলে। আলহামদুলিল্লাহ।।  এতো এতো সেলারের মাঝে আমি তো ক্ষুদ্র একজন মানুষ  আর চেষ্টা করি সব সময় ঝামেলা ...
03/02/2024

সবোরের মেওয়া সব সময় মিলে। আলহামদুলিল্লাহ।। এতো এতো সেলারের মাঝে আমি তো ক্ষুদ্র একজন মানুষ আর চেষ্টা করি সব সময় ঝামেলা কিংবা গছিপ থেকে দূরে থাকতে। এক ভাই কয়েক দিন আগে ফিড চেয়েছিলো। বাট তখন দেইনি। বলেছিলাম আরও কয়েকটা দেখতে। ওনি অন্য একজনের থেকে BabyBird R-1 Hand Feeding Formula অল্প একটু ধার করে এনে বাচ্চাদের দিচ্ছিলো। আলহামদুলিল্লাহ বাচ্চাদের মজা করে খাওয়া দেখে এবং বাচ্চাদের গ্রোথ ভালো হওয়ায়, ওনি কাল এক ডিব্বা অর্ডার করে। কাল কুরিয়ার অফ ছিলো এজন্য দিতে পারি নি। আলহামদুলিল্লাহ ওনি ১ডিব্বার বদলে আজ ৩ ডিব্বা নিলো🥰🥰। বিশ্বাস আর ভরসা অনেক বড় একটা জিনিস। শুকরিয়া আল্লাহর। বেশি পরিসরে না হলেও যেনো অল্প পরিসরে যারা আমাকে চেনে বা ভরসা করে তাদের মান যেন রাখতে পারি।

30/01/2024

আলহামদুলিল্লাহ এক্টিভিটি 👌👌👌

29/01/2024

Sea of Beauty

27/01/2024

আলহামদুলিল্লাহ।। ০ দিন থেকে BabyBird হেন্ডফিড খেয়ে বড় হচ্ছেন তারা। কোয়ালিটি এবং গ্রোথ নিয়ে কোন কথা হবেনা।

আস্থা রাখার জন্য ধন্যবাদ। ৫ম বারের মতো রিপিট অর্ডার আলহামদুলিল্লাহ।।
26/01/2024

আস্থা রাখার জন্য ধন্যবাদ। ৫ম বারের মতো রিপিট অর্ডার আলহামদুলিল্লাহ।।

Energy Booster Of Softfood.
26/01/2024

Energy Booster Of Softfood.

আলহামদুলিল্লাহ🌹 BabyBird R-1 hand Feedএবং🌹 Birds Horlicks R-5 আজকের ডেলিভারি সমপন্ন হলো❤️শুকর আলহামদুলিল্লাহ ❤️
25/01/2024

আলহামদুলিল্লাহ🌹 BabyBird R-1 hand Feedএবং🌹 Birds Horlicks R-5 আজকের ডেলিভারি সমপন্ন হলো❤️শুকর আলহামদুলিল্লাহ ❤️

আলহামদুলিল্লাহ আমাদের Baby Bird Hand feed R-1এবং Birds Horlicks R-5 চট্টগ্রাম সীতাকুণ্ডে এক পাখাল ভাই নিয়েছে। ধন্যবাদ ভা...
24/01/2024

আলহামদুলিল্লাহ আমাদের Baby Bird Hand feed R-1এবং Birds Horlicks R-5 চট্টগ্রাম সীতাকুণ্ডে এক পাখাল ভাই নিয়েছে। ধন্যবাদ ভাই বিশ্বাস আর আস্থা রাখার জন্য

আজ আমি বিদেশী হ্যান্ডফিডিং ও দেশি হ্যান্ডফিডিং নিয়ে কিছু কথা বলবো। বিদেশী হ্যান্ডফিডিং বলতে Nutibird A21 & 19 নিয়েই বলি।...
22/01/2024

আজ আমি বিদেশী হ্যান্ডফিডিং ও দেশি হ্যান্ডফিডিং নিয়ে কিছু কথা বলবো। বিদেশী হ্যান্ডফিডিং বলতে Nutibird A21 & 19 নিয়েই বলি। এটা বলতে কোন দ্বিধা নেই যে Nutibird A21 & 19 আন্তর্জাতিক ভাবে পরিক্ষিত ও ভালো মানের একটি হ্যান্ডফিডিং ফর্মোলা। কিন্তু আমাদের দেশে বর্তমানে পাখির বাচ্চার সাথে Nutibird এর দামের তুলনা করলে এটি মোটেও ভালোমানের হ্যান্ডফিড না। বিষয়টি আমি বুঝিয়ে বলছি। ধরেন একটি কোকাটেইল এর বাচ্চাকে আপনি হ্যান্ডফিড করিয়ে বড় করবেন। একটি কোকাটেইল এর বাচ্চাকে হ্যান্ডফিড করালে সেল্ফফিড পর্যন্ত মিনিমাম ৫০০ গ্রাম হ্যান্ডফিড লাগে। বর্তমান বাজারে ৫০০ গ্রাম এর দাম ২২০০ টাকা থেকে ২৫০০ টাকা। কিন্তু বর্তমান বাজারে একটি কোকাটেইল এর বাচ্চা ২০০০ টাকায় বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যায়। যার মানে দারায়, শুধুমাত্র হ্যান্ডফিডিং ফরমোলাতেই প্রতি বাচ্চায় মোটামোটি ৫০০ টাকা লস। আর বাচ্চা বড় করতে একজন ব্রিডারের যে পরিশ্রম হয়, তা না হয় বাদই দিলাম। এইবার আসি পেরেন্টস এর কথায়। একটি ব্রীড সম্পূর্ণ করতে পেরেন্টসকে কি পরিমান যত্ন ও খাবার খাওয়াতে হয় তা একজন ব্রীডারই ভালো জানে। আমি জানি পাখি পালন হলো সৌখিনতা ও শখ। কিন্তু যে শখ কিছু চাটুকদার ও অসাধু ব্যাবসায়িদের লজ্জাহীন এডভেটাইজের কারনে পাখালদের পকেট কেটে তাদের পকেট ভারি করে। তখন আর সেটা শখ থাকেনা। শখ মানে এই নয় যে নিজের পকেট কাটা। Nutibird মানে অনেক ভালো কিন্তু তার দামও হওয়া উচিৎ পাখালবান্ধব। যা এখন অনেকটাই পাখালদের নাগালের বাইরে চলে গেছে। তাই Nutibird এর ওপর ভরসা করলে ক্ষতি ছাড়া লাভ হবেনা।

এখন আসি আমাদের দেশীয় হ্যান্ডফিডিং ফর্মুলার কথায়। আমাদের দেশে অনেক হ্যান্ডফিডিং ফর্মোলা আছে। এদের মধ্যে ভালোমন্দ দুইরকমই আছে। দেশিয় ভালোমানের হ্যান্ডফিডিং ফর্মোলাই হতে পারে এই সংকটময় অবস্থার পূর্ন সমাধান। আজকাল আবার দেখা যাচ্ছে মুনাফার আশায় অনেকেই খুবই অল্প কিছুদিন থেকে পাখি পালন শুরু করে হ্যান্ডফিডিং তৈরি করে বাজারজাত করছে। তাদের মধ্যে কারোর আবার পাখি পালনের অভিজ্ঞতাও নাই। যেহেতু আমাদের দেশিয় হ্যান্ডফিডিং ফর্মুলা পাখি পালনের অভিজ্ঞতা ও দীর্ঘ পরিক্ষা নিরিক্ষার উপর নির্ভরশীল, তাই কিনার সময় অবশ্যই ভালো ব্রীডারের ও পাখি সেক্টরে অভিজ্ঞ লোকের হ্যান্ডফিডিং ফর্মুলা নেওয়াই বাঞ্ছনীয়। এর ফলে পাখি পালনে নিজের পকেট কাটার হাত থেকে বাচতে পারবেন। তাই দেশীয় ভালোমানের হ্যান্ডফিডিং ফর্মুলা ব্যাবহার করেন, আর চাটুকদার ও অসাধু ব্যাবসায়িদের কবল থেকে পাখি ও পাখাল সেক্টরকে বাচান।
হ্যান্ডফিডিং বাচ্চাদের অনেক প্রোবলেম হতে পরে। যেমন, হজম কম বা না হওয়া, বমি হওয়া, প্যারালাইজড, গ্রোথ কম হওয়া ইত্যাদি। আপনি যদি মনে করেন যে এগুলো শুধু হ্যান্ডফিডিং এর কারনে হয়, তাহলে আপনি ভূল। যেমন বাচ্চার হজমের সমস্যা শুধু হ্যান্ডফিডিং এর কারনেই হয় না। এর সাথে আরো অনেক বিষয় জড়িত। যেমন আদ্রতা, তাপমাত্রা, Air Sac বা বায়ুথলি এর অবস্থা ইত্যাদি। আর এই বিষয়গুলি ঠিকঠাক না থাকলে বাচ্চার খাবার হজমের সমস্যা পতে পারে। তখন The Fother of Nutibird খাওয়ালেও লাভ হবেনা।
আজকাল আবার দেখছি অনেকেই Air Sac Ruprured কে হজমের সমস্যা বলে হ্যান্ডফিডিং ফর্মুলার ওপর দুশ চাপিয়ে দিচ্ছে এবং হজমের চিকিৎসা দিচ্ছে। তাই পাখিতে অল্প অভিজ্ঞাতা নিয়ে বা না জেনে পরামর্শ বা চিকিৎসা দেওয়া একেবারেই ঠিকনা।
সবশেষে বলছি, লাগামহীন দামি Nutibird বা বিদেশি হ্যান্ডফিডিং ফর্মুলা ব্যাবহার না করে দেশিয় ভালোমানের ও ভালো ব্রীডারের তৈরিকৃত হ্যান্ডফিডিং ফর্মুলা ব্যাবহার করুন, পাখাল ও পাখি সেক্টরকে নিরাপদে রাখুন।।

ধন্যবাদ
মো: রাকিবুল ইসলাম

02/01/2024

আলহামদুলিল্লাহ।। Baby outing from egg..

01/01/2024
31/12/2023

"BIRD HORLICKS" মিশ্রিত Softfood খাওয়ার মজাই আলাদা। "Softfood এ "BIRD HORLICKS" মেশান, Softfood এর শক্তি বাড়ান" 😋😋💪💪

আলহামদুলিল্লাহ।। আজকের ডেলিভারি। এখন থেকে ER Birds Farm  এর হ্যান্ডফিডিং ফর্মোলা  "BabyBird R-1 এবং ন্যাচারাল হার্বস সাপ...
30/12/2023

আলহামদুলিল্লাহ।। আজকের ডেলিভারি। এখন থেকে ER Birds Farm এর হ্যান্ডফিডিং ফর্মোলা "BabyBird R-1 এবং ন্যাচারাল হার্বস সাপলিমেন্ট "BIRD HORLICKS R-5 " নিয়মিত হোম ডেলিভারি পাবেন Farha Islam Ananna আপু এবং Bird’s House এর কাছে।🦜🦜❤️❤️

27/12/2023

আলহামদুলিল্লাহ্‌।। আমার বাগান বিলাস।🦜🦜❤️❤️

Address

Jamalpur Sadar Upazila
2010

Telephone

+8801713507414

Website

Alerts

Be the first to know and let us send you an email when ER Birds Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ER Birds Farm:

Videos

Share


Other Jamalpur Sadar Upazila pet stores & pet services

Show All