High-Flyer Pigeon Breeder

High-Flyer Pigeon Breeder বাংলাদেশ হাই ফ্লায়ার গিরিবাজ কবুতর?
(1)

22/10/2022
MD Atikur Rahman  ভাই আবারো ধন্যবাদ ( ৭:২৯ ও ১০:১ ) অ্যাডাল্ট কবুতর ২ টা দেওয়ার জন্য💓https://youtu.be/LZeg2E00N_Y
09/04/2021

MD Atikur Rahman ভাই আবারো ধন্যবাদ ( ৭:২৯ ও ১০:১ ) অ্যাডাল্ট কবুতর ২ টা দেওয়ার জন্য💓https://youtu.be/LZeg2E00N_Y

লাল জেনারেশন খুলনার ঐতিহ্যবাহী একটি ব্রিড।সারাদিন উড়া ও নান্দনিক বাজির জন্য এই কবুতর সারাদেশে সবার পছন্দের। আপ.....

04/10/2020

Teddy baby

09/09/2020

শেষ প্রযন্ত টিকতে পারলে ভালো একটা রেজাল্ট পাবো এর থেকে❤️

06/09/2020

কবুতর টা গতবছর উরা এসপি ইমাম স্যার এর ৯:২৯ মিনিট উরা একটা কবুতর এর মা। এর সাথে ভোচাল এর একটি নর জোড়া দিয়ে তার একটি বাচ্চা ৯ ঘণ্টা ২৯ মিনিট উরে রানার্স আপ হয়।
দেখার জন্য।
কাকজি কবুতর বাজি খুব স্টাইলিশ❤️❤️
কবুতর টা আতিক ভাই আমাকে গিফ্ট করেছেন।

02/09/2020

শুধু মাত্র দেখার জন্য❤️
কবুতর ২ টা নিয়ে কিছু কথা বলতে চাই😊 আমার কাছে অনেক ব্রিড এর কবুতর আছে। আর আমার পিছনে (আতিক ভাই ) আছে। যখন যেইটা দরকার হয় চাইলে পাই একটু দেরি হতে পারে তবে পাই।ভিডিও তে যে কবুতর ২ টা দেখছেন এই কবুতর ২ টা আমার বাড়ির একটা নর কালদম ক্রস ও আতিক ভাই এর গিফ্ট দেওয়া একটা চ্যাম্পিয়ন ব্লাড লাইনের মাদি দিয়ে তৈরি। এদের বড়ো ভাই এবং বুন একই সাথে ভালো পারফর্ম করেছে গরমে খুব ছোট অবস্থায়।যেনো এই কবুতর দিয়ে ভালো কিছু করতে পারি আশির্বাদ করবেন ❤️ করো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট এ বলতে পারেন। আমার জানা থাকলে অবশ্যই হেল্প করার চেষ্টা করবো❤️

ব্রিড : fulsira আগ্রহী ব্যাক্তি ইনবক্স করবেন।
20/08/2020

ব্রিড : fulsira
আগ্রহী ব্যাক্তি ইনবক্স করবেন।

২ পাক এর বেবী।এদের বড়ো ভাই এবং বুন ট্রেনিং এ অনেক ভালো পারফরমেন্স দিয়েছে, সেই কারণে যে কাওকে ৪ ঘণ্টা+ উড়ার ভরসা দিতে প...
30/07/2020

২ পাক এর বেবী।
এদের বড়ো ভাই এবং বুন ট্রেনিং এ অনেক ভালো পারফরমেন্স দিয়েছে, সেই কারণে যে কাওকে ৪ ঘণ্টা+ উড়ার ভরসা দিতে পারি।
কোন জাত জানতে চাইবেন না প্লিজ, নর মাদি কনফার্ম না।
আগ্রহী থাকলে ইনবক্স এ নক্ দিবেন।
ধন্যবাদ।

অনেক আশা নিয়ে এই ২ টা সেট করেছিলাম। এদের বাচ্চা নিরাশ করেনি খেলা দেখাচ্ছে খুব❤️😍
14/07/2020

অনেক আশা নিয়ে এই ২ টা সেট করেছিলাম। এদের বাচ্চা নিরাশ করেনি খেলা দেখাচ্ছে খুব❤️😍

অসাধারণ কবুতর ২ টা❤️
14/07/2020

অসাধারণ কবুতর ২ টা❤️

13/07/2020
আমার সব থেকে প্রিয় ব্রিড। কবুতর গুলা আতিক ভাই এর।
08/07/2020

আমার সব থেকে প্রিয় ব্রিড। কবুতর গুলা আতিক ভাই এর।

ভালো লাগার মত কিছু #ভোচাল কবুতর নিয়ে আজকের ছোট ভিডিও। সামনে আরো কিছু ভিডিও দেয়ার ইচ্ছা আছে যাতে বিস্তারিত আলোচন....

প্রিয় ❤️
06/07/2020

প্রিয় ❤️

Jfs।
08/06/2020

Jfs।

বিসমিল্লাহির রাহমানির রাহীম,,, #নিলাম_প্রচার_পোস্টআমাদের শ্রদ্ধেয় বড় ভাই Sazid Chy ভাই গরীব দের উদ্যেশে এই কবুতর টি দান ...
11/05/2020

বিসমিল্লাহির রাহমানির রাহীম,,,

#নিলাম_প্রচার_পোস্ট

আমাদের শ্রদ্ধেয় বড় ভাই Sazid Chy ভাই গরীব দের উদ্যেশে এই কবুতর টি দান করেছেন

ব্রীড ঃ( উত্তরপ্রদেশ কালশিরা+ নেপালি চোখ হলুদ)

sazid ভাই এর ভাষ্যমতেঃ
কবুতরটি আমার Khulna High-Flyer Pigeon(আতিক ভাই)থেকে সংগ্রহ করা ছিল।কবুতর জোড়ার আপন ভাই আমি অনেক বার আমি ১০ ঘন্টার ও বেশী উরিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত কবুতরটি আমি প্রবল ঝড় বৃষ্টির কারণে কবুতরটি নামাতে সক্ষম হয়নি,নড় কবুতরটি হারিয়ে যাওয়ার কারণে এই মাদি কবুতর ওড়ানোর সাহস হয়নি,
🖤এবং মাদিটি আমি ব্রিডারের জন্য মনস্থির করেছিলাম,কবুতরটি নিঃসন্দেহে অনেক ভালো মানের কবুতর,যা আমি গরীব অসহায় দুস্থদের মাঝে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নিয়েছি,

আমার নিজের মতামতঃ

এই কবুতর এর ভাই বোন আমি নিজে ২ পাকে ৬ ঘন্টার বেশী উড়িয়েছি!
এবং কবুতর গুলার খুব সুন্দর উড়া আছে

যে নিবেন আশা করি নিরাশ হবেন না!

নিলাম এর সময়ঃআগামী কাল দুপুর ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।

আগামী কাল দুপুর ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত পোষ্টটিতে আপনারা ওপেনে কবুতর টার দা*ম লিখে কমেন্ট করতে পারবেন। ২০০ টাকা করে দা-ম বাড়াতে হবে(মিনিমাম)দা*ম বলার সময় অবশ্যই রিয়েল আইডি দিয়ে দাম বলতে হবে এবং কবুতর টার নাম টা উল্লেখ করতে হবে,,, । ইনবক্সে কোন দা*ম গ্রহণযোগ্য হবে না।।
সে*ল করে প্রাপ্ত টাকা পুরোটাই করণা ভাইরাস এ আটকে পড়া গরীব দুস্ত দের সাহায্যে ব্যয় করা হবে

সুন্দর একটা সেট❤️
09/05/2020

সুন্দর একটা সেট❤️

বেশির ভাগ সব নতুন বাচ্চা❤️অনেকের কাছে এইটা একটা সপ্ন🥰।
06/05/2020

বেশির ভাগ সব নতুন বাচ্চা❤️
অনেকের কাছে এইটা একটা সপ্ন🥰।

।বিসমিল্লাহির রাহমানির রাহীম  (আসসালামু ওয়ালাইকুম) #নিলাম_প্রচার_পোষ্ট  #সপ্তম নিলামআগামি ০৫/০৫/২০২০ইং (সোমবার)  এবংবাংল...
04/05/2020

।বিসমিল্লাহির রাহমানির রাহীম
(আসসালামু ওয়ালাইকুম)

#নিলাম_প্রচার_পোষ্ট

#সপ্তম নিলাম
আগামি ০৫/০৫/২০২০ইং (সোমবার) এবং
বাংলাদেশ হাইফ্লাইয়ার পিজিয়ন অ্যাসোসিয়েশন,খুলনা এর উদ্যোগে, দেশের এই ক্লান্তিকালিন অবস্থায় হত-দরিদ্র ও মধ্যবিত্ব মানুষের সাহায্যর জন্য #সপ্তম কবুতরের নিলাম আয়োজন করেছে।

দরিদ্র অসহায়দের পাশে দাড়াতে নিলামে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি আবেদন রইল।

নিলাম শুরু হবে ০৫/০৫/২০২০ইং সোমবার বিকাল ( #৫টা থেকে রাত #১০টা )পর্যন্ত নিলাম চলবে।

কবুতরের বিবরণীঃ-
এস পি ইমামুর রশীদ (Mr. Bangladesh)স্যারের চুহি ভোচাল জাতের মদ্দা এবং ২০১৯ সালের গরমকালীন বাংলাদেশে ব্যাপি টুর্নামেন্টের ৮ঃ৫৭ মিনিট উড়া মায়ার একটি বাচ্চা।।

★2019 সালের বাংলাদেশ হাইফ্লায়ার পিজিয়ন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত গরম কালীন প্রতিযোগিতায় ০৮ঘন্টা ৫৭ মিনিট উড়েছিল এই বাচ্চাটির মা।

★এই বাচ্চাটির জেনারেশনে অনেক বড় অফসিয়াল স্কোর আছে।
👉বাচ্চার দাদী খুলনা বড়বাজার কমিটির টুর্নামেন্টে ১১ঘন্টা ২০মিনিট চোখের সামনে উড়ে সময় আলো সল্পতার জন্য ডিস্কলি হয়।
👉বাংলাদেশের সবচেয়ে বড় অফিসিয়াল স্কোর ১৩ ঘন্টা ৪মিনিট এই জেনারেশন এর...
👉এছাড়াও ২০১৮ সালে চয়ন স্মৃতি টুর্নামেন্টে ১১ঘন্টা ১মিনিট উড়ে ডিস্কলি হয় এই জাতের একটি বাচ্চা।
👉এবারের বাংলাদেশ হাইফ্লাইয়ার কমিটিতে ৯ঘন্টা ২৯মিনিট উড়ে প্রথম রানার্স আপ হয় এই জেনারেশনের বাচ্চা।

এছাড়াও আনঅফিসিয়ালি এই ব্লাড এর অনেক অনেক ভাল রেজাল্ট আছে।

নিঃসন্দেহে অনেক ভালো মানের কবুতর। কবুতরটি কেউ সংগ্রহ করলে এর থেকে অনেক ভাল মানের রেজাল্ট পাওয়া সম্ভব। ইনশাআল্লাহ

বাংলাদেশ হাইফ্লাইয়ার পিজিয়ন অ্যাসোসিয়েশন,খুলনা গ্রুপে নিলাম হবে।
সর্বনিম্ম ২০০০ থেকে বিট শুরু করতে হবে।
প্রতি বিটে মূল্য ন্যূনতম 200 বাড়াতে হবে।
নিলামে অংশগ্রহণকারী তার নিজের মোবাইল নাম্বার ও টা*কার পরিমাণ কমেন্টে উল্লেখ করতে হবে।। মোবাইল নাম্বার ব্যতীত কোন ভাবেই নিলামে অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে না

বিজয়ীকে 48 ঘন্টার ভেতর বিকাশ/রকেট বা অন্য যেকোন মাধ্যমে পরিশোধ করতে হবে। দেশের পরিস্থিতি ভালো হওয়ার পর কবুতর ডেলিভারি দেওয়া হবে ইশাআল্লাহ।
কোন কারনে কবুতর এর কোন ক্ষতি সাধন হলে কবুতর দাতা এর ভার বহন করবে,সাথে নিলামে বিজয়ীকেও নমনীয় হতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্য সর্বোচ্চ বিটকারী নিলামের বিজয়ী হিসাবে বিবেচিত হবেন।
তিনি অপারগ হলে পরবর্তী বিটকারী গ্রহণযোগ্য হবেন।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

বিঃদ্রঃ নিলামে প্রাপ্ত সব একাউন্ট গরীব ও অসহায়দের জন্য সদকাহ করা হবে ইনশাআল্লাহ।
এছাড়া কেউ যদি নিলামের জন্য কবুতর দিতে চান তাহলে এডমিনদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।
নিলাম এ বিজয়ীকে কবুতর ডেলিভারীর দায়িত্ব কবুতর দাতার উপর অর্পিত থাকবে...

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
ঘরে থাকুন, ধন্যবাদ

বিসমিল্লাহির রাহমানির রাহীম  আসসালামু আলাইকুম #নিলাম_প্রচার_পোষ্ট আগামি ২৫/৪/২০২০ইং (শনিবার) থেকে  (2.0)এর উদ্যোগে, দেশে...
24/04/2020

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম

#নিলাম_প্রচার_পোষ্ট

আগামি ২৫/৪/২০২০ইং (শনিবার) থেকে (2.0)এর উদ্যোগে, দেশের এই ক্লান্তিকালিন অবস্থায় হত-দরিদ্র ও মধ্যবিত্ব মানুষের সাহায্যর জন্য কবুতরের নিলামের ব্যবস্থা করতে যাচ্ছে।

দরিদ্র অসহায়দের পাশে দাড়াতে নিলামে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি আবেদন রইল।

নিলাম শুরু হবে শনিবার বিকাল
( #৫টা থেকে রাত #১১টা )পর্যন্ত ইনশাআল্লাহ।

প্রথম নিলাম হবে
শনিবার(২৫/০৪/২০২০)
MD. Abdul Mannaf ভাইয়ের দেওয়া একটি পাকিস্তানি #শিয়ালকোটি নর
যার বাবা-মা সরাসরি পাকিস্তান থেকে ইমপোর্ট করা।

নরের আপন ভাই বোন খুলনার তিনটি কমিটিতে গরম কালীন টুর্নামেন্টে উড়েছে,
যার ফলাফলঃ-

★১/মধ্যডাঙ্গা পিজিয়ন অ্যাসোসিয়েশনঃ-৫ঘন্টা ৩৩মিনিট (২পাক)

★২/গাইকুড় গিরিবাজ সংঘঃ-৫ঘন্টা ০৭মিনিট (৩পাক)

★৩/দৌলতপুর কমিটিঃ-৬ঘন্টা ২২মিনিট [২পাক(ডিস্কলি)]

আনঅফিসিয়ালি এই নরের অনেক ভাই বোন ৮-৯ ঘন্টা গরম কালীন সময় উড়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন কবুতর পালক এদের ভাই বোন সংগ্রহ করে একই রকম রেজাল্ট পেয়েছেন।

সর্বনিম্ম ২০০০ টাকা থেকে বিট শুরু করতে হবে।
প্রতি বিটে মূল্য ন্যূনতম 100 টাকা বাড়াতে হবে।
নিলামে অংশগ্রহণকারী তার নিজের মোবাইল নাম্বার ও টাকার পরিমাণ কমেন্টে উল্লেখ করতে হবে।।

বিজয়ীকে বিকাশ/রকেট বা অন্য যেকোন মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। দেশের পরিস্থিতি ভালো হওয়ার পর কবুতর ডেলিভারি দেওয়া হবে ইশাআল্লাহ।
কোন কারনে কবুতর এর কোন ক্ষতি সাধন হলে কবুতর দাতা এর ভার বহন করবে,সাথে নিলামে বিজয়ীকেও নমনীয় হতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্য সর্বোচ্চ টাকা বিটকারী নিলামের বিজয়ী হিসাবে বিবেচিত হবেন।
তিনি অপারগ হলে পরবর্তী বিটকারী গ্রহণযোগ্য হবেন

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

বিঃদ্রঃ নিলামে বিক্রিত সব টাকা গরীব ও অসহায়দের জন্য সদকাহ করা হবে ইনশাআল্লাহ।
এছাড়া কেউ যদি নিলামের জন্য কবুতর দিতে চান তাহলে এডমিনদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।
নিলাম এ বিজয়ীকে কবুতর ডেলিভারীর দায়িত্ব কবুতর দাতার উপর অর্পিত থাকবে...

আবার কেউ চাইলে ক্যশ টাকা দিয়ে ও শরীক হতে পারেন।
https://www.facebook.com/groups/765232480552653/

আমার কাছে অনেকেই কবুতর এর চিকিৎসা নিয়ে পোস্ট কিংবা পরামর্শ দিতে বলে। কেউ কেউ ইনবক্স এ অনেক সময় সাহায্য চান।এখন আমি আমা...
14/04/2020

আমার কাছে অনেকেই কবুতর এর চিকিৎসা নিয়ে পোস্ট কিংবা পরামর্শ দিতে বলে। কেউ কেউ ইনবক্স এ অনেক সময় সাহায্য চান।এখন আমি আমার জানা থাকলে সাহায্য করার চেষ্টা করি। কিন্তু এইটা একটা খারাপ কাজ যেইটা কিছুদিন জাবদ উপলদ্ধি করলাম। এর প্রধান কারণ না আমি ভেট ডক্টর না সেইসব নিয়ে পড়াশোনা করিনি,তবে হ্যা অনেক বিষয় আমার নিজের কবুতর এর জন্য জেনেছি।আর সেই কারণেই আমার পরিচিত মানুষের কোনো সমস্যা হলে আমি একটু সাহস নিয়েই বলি যে এই ট্রিটমেন্ট দেন ভালো হবে। তবে সবাইকে তো এমন বলা জাই না। এই কারণে আমি পশু হসপিটাল এ যেতে বলি। আর সাধারণ সমস্যা হলে বিনা ওষুধ এ ট্রিটমেন্ট এর পরামর্শ দিয়ে থাকি।
তবে দেশের পরিস্তিতি বিবেচনা করে আমি আমার মত পালটে নিয়েছি।❤️
আপনারা আমাকে সরাসরি মেসেজ না দিয়ে আমার পেজ লিংক দিয়ে দিচ্ছি প্রথম কমেন্টে।সেই পেজে আমাকে মেসেজ দিবেন।
আবারো বলছি আমি কোনো ভেট ডক্টর না, আমার যেটুকু জানা আছে সেই হিসেবে ট্রিটমেন্ট এর পরামর্শ দিবো।আর আপনার কবুতর সুস্থ হলে আমার আপনার থেকে বেশি ভালো লাগবে। তবে এখনও এমন হইনি যে ভুল ট্রিটমেন্ট এর জন্য কবুতর মারা গিয়েছে। আমি নিজ ইচ্ছাই পরামর্শ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম।
পেজে সমস্যা নিয়ে মেসেজ দিলে যে যে জিনিস দিয়ে এসএমএস দিবেন।🙂

১.কবুতর এর( ড্রপ) বিষ্ঠা /পাইখানা এর ছবি দিবেন।

২.কবুতর বমি করে কিনা /বা বমির ভাব আছে কিনা।

৩.কবুতর খাবার খায় নাকি/পানি খায় নাকি।

৪.বেশি পরিমাণে পানি খেয়ে পেট ভরিয়ে রাখে কিনা।

৫.কবুতর এর মাথা কাপে কিনা বা ঘার টাল হইছে কিনা।


আমি দীপন।
আমার পেজ এর নাম: high-flyer pigeon breeder

চাইলে পোস্ট শেয়ার ও কমেন্ট এর মাধ্যমে সাপোর্ট করতে পারেন।
ধন্যবাদ সবাইকে।
আর হ্যা শুভ নববর্ষ❤️🥰

দুবাই🥰
02/04/2020

দুবাই🥰

02/04/2020

একটি কবুতরের চোখ ঐ কবুতরের অনেক গুনাগুনের প্রমাণ দেয়।চোখ দেখে কবুতরের সম্পর্কে আমরা ওই কবুতরের সম্পর্কে কিছুট.....

♥️
28/03/2020

♥️

24/03/2020

হাইফ্লাইয়ার কবুতরের ক্ষেত্রে পাক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কবুতর দীর্ঘ সময় আকাশে উড়া ও উড়ানোর জন্য এটা খুবই ....

28/02/2020

গলায় লাল জেনারেশন বাংলাদেশের খুবই নামকরা একটি জেনারেশন।এই কবুতর গুলা চেনার জন্য সাধারন কিছু বৈশিষ্ট আপনাদের স.....

You can't steal my knowledge😊😊.. আমি আবারো ফিরে আসবো, আর আরো শক্তিশালী হয়ে। এইবার আর ভুল হবে না। আর সৃষ্টিকর্তা তাদের য...
29/01/2020

You can't steal my knowledge😊😊..
আমি আবারো ফিরে আসবো, আর আরো শক্তিশালী হয়ে। এইবার আর ভুল হবে না। আর সৃষ্টিকর্তা তাদের যেনো মঙ্গল করে এইটা কামনা করি।

আমার মতে এইটা একটা কবুতর এর মহাঔষধ। যদি বলেন কেনো তাহলে বলবো এর থেকে প্রতিষেধক ওষুধ অন্তত কবুতর এর জন্য হয় না। সলমনিলা স...
25/01/2020

আমার মতে এইটা একটা কবুতর এর মহাঔষধ। যদি বলেন কেনো তাহলে বলবো এর থেকে প্রতিষেধক ওষুধ অন্তত কবুতর এর জন্য হয় না। সলমনিলা সহ অনেক রোগ এর বিরুদ্ধে কাজ করে অ্যাপল সিডার ভিনেগার। বাংলাদেশে পাওয়া যাই তবে ১ নাম্বার ২ নাম্বার আছে। এই জন্য ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ এর কোনো ট্রাস্টেড শপ থেকে নেওয়ার জন্য প্রিফার করবো।সুস্থ অসুস্থ সব কবুতর কে দেওয়া যাই,সব ওষুধ এর পাশাপাশি এইটা ব্যাবহার করে আমি ভালো ফল পেয়েছি।

Address

Jessore
7450

Telephone

+8801845459357

Website

Alerts

Be the first to know and let us send you an email when High-Flyer Pigeon Breeder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Services in Jessore

Show All

You may also like