Archive Agro Farming

Archive Agro Farming ছোট্ট সেবার বৃহৎ অর্থ....
(3)

10/05/2018

অভিনন্দন বাংলাদেশ!

Ready to fly in the Sky

01/05/2018

মহান মে দিবসে জগতের সব শ্রমিকের অধিকার আদায় হোক, এই প্রত্যাশা রাখি।
- আর্কাইভ এগ্রো ফার্মিং

20/04/2018

রাজশাহীর ফায়ার সার্ভিসের এই রকম কার্যক্রম সকল জেলার ফায়ার সার্ভিসের অনুকরনীয় হতে পারে।

উল্লেখ্য ইমার্জেন্সি হট লাইন নাম্বার 999 এ ফোন করে আপনিও বাঁচাতে পারেন প্রান!

অভিনন্দন!

14/04/2018

Archive Agro Farming's cover photo

06/04/2018

সকলকে আমাদের শ্রদ্ধা।
বিগত ক'য়েক দিন ধরে আমাদের এই পেইজ বন্ধের জন্য রিপোর্ট করা হচ্ছে, যার কারনে পেইজটি ঠিক মত লোড হচ্ছে না এবং মাঝের কিছু সময় বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম।

আমরা মনে করছি একটি নতুন সোসাইটিকে সমর্থন দেওয়ায় আমাদের পেইজের উপর এহেন নেক্কার জনক হামলা হচ্ছে।

যারা রিপোর্ট করে আমাদের এই পেইজটি বন্ধ করে দিতে চায়ছেন তাদের কাছে বিনিত অনুরোধ আমরা যদি কোন ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ভুল সুধরে নেওয়ার চেষ্টা করব অথবা যে কারনে রিপোর্ট করছেন সেটি আমরা আলাদা ভাবে মনিটরিং করব।

এছাড়াও আরো একটি বিষয় আমরা পর্যালোচনায় রেখেছি আর তা হলো যারা আমাদের সার্ভিসে খুশি না বা আমাদের সার্ভিসে নিজের ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ভাবছেন তারাও পেইজে রিপোর্ট করতে পারেন, তবে এটি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। যদি কি না কোনো গ্রুপ বা মহল উস্কানি না দেয়।
যেহেতু আমরা অনেক দিন ধরে ব্যবসা পরিচালনা করছি তাই সবার মন রক্ষা করা কঠিন, সবাইকে খুশি রাখার মত দক্ষতা আমাদের হয়নি।
সব কিছুর পরেও সবার কাছে বিনিত অনুরোধ পেইজটা'কে নষ্ট করার লক্ষে রিপোর্ট করবেন না এবং সকল প্রকার ফেইজবুক দালালেরা আমাদের থেকে দূরে থাকুন।

এই পোষ্ট দেখার পরে অনেকের হয়ত খোঁচা দেওয়ার ইচ্ছা জাগতে পারে এবং আমাদের সার্ভিস না নিয়েও অনেকে সমালোচনা করতে পারেন। যায় করেন পেইজটাকে বাঁচিয়ে রেখে করবার অনুরোধ করছি।

সবাইকে অনেক ধন্যবাদ।

সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।

02/04/2018

এই বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানুষ মানুষের কল্যানে পাশে থাকবে এবং দেশকে এগিয়ে নেবে বহুদূর..

26/03/2018
21/03/2018

শুভেচ্ছা রইল।
আজকের পোষ্টটি শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের কার্যক্রম সম্পর্কে তথ্য জানার আগ্রহ দেখিয়ে থাকেন।

অনেকেই ফোনে এবং ইনবক্সে জানতে চান "আর্কাইভ এগ্রো" পরিচালিত ফেইজবুক গ্রুপ এবং পেইজ গুলোর নাম কি!

শুরুতেই বলে রাখি, বাংলাদেশে ফেইজবুকে আমাদের একমাত্র পেইজ Archive Agro Farming এছাড়া ক'য়েক টি গ্রুপ আছে, বিস্তারিত নিন্মে দেওয়া হলো। আশাকরি সবার প্রশ্নের উত্তর একবারে পেয়ে যাবেন।

Turkey Chicks Sales and Marketing:
শুধুমাত্র টার্কির বাচ্চা ক্রয় বিক্রয় সংক্রান্ত পোষ্ট অনুমোদন দেওয়া হয়। এখানে শুধুমাত্র তারাই বিক্রয় পোষ্ট দিতে পারেন যাদের তথ্য আমাদের কাছে গচ্ছিত আছে। এই প্রক্রিয়ায় অনেকেই লাভবান হয়েছেন এবং টার্কির বাচ্চা কিনে কেউ এখনো পর্যন্ত প্রতারিত হননি। যত দিন যাচ্ছে এই গ্রুপের মেম্বার সংখ্যা এবং জনপ্রিয়তা বেড়েই চলেছে।
গ্রুপে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন এবং এড রিকোয়েষ্ট পাঠানঃ Turkey Chicks Sales and Marketing

Archive Agro Fan Club:
এই গ্রুপে আমাদের প্রজেক্ট বা আগামীতে আমরা কি করতে চাইছি সে বিষয়ে জানানো হয় এবং গ্রুপ মেম্বারদের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়।
তাছাড়াও মন্তব্যের ঘরে যে কাউ তার আইডিয়া আমাদেরকে জানাতে পারেন এবং আমরা তা গূরুত্বের সাথে বিবেচনা করি। উল্লেক্ষ্য এখানে শুধুমাত্র এডমিন গণ পোষ্ট দিতে পারেন।
গ্রুপে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন এবং এড রিকোয়েষ্ট পাঠানঃ Archive Agro Fan Club

প্রান্তিক খামারিদের মিলন মেলাঃ
এখানে প্রান্তিক পর্যায়ের খামারীরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকেন। শুধুমাত্র টার্কি খামারী নন, কাকড়া, কুচে, শিং মাছ, মাগুর মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ, গরু, ছাগল, খরগোস, মাশরুম চাষীগণ তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যা নতুন উদ্যোগতাদের অনুপ্রানিত করবে। যে কেউ এখানে পোষ্ট দিতে পারেন।
গ্রুপে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন এবং এড রিকোয়েষ্ট পাঠানঃ প্রান্তিক খামারিদের মিলন মেলা

Promote Your District (নিজের জেলাকে প্রচারে আনুন):
মানুষের মাঝে হৃদ্রতা বাড়াতে এবং সুসম্পর্ক তৈরিতে এই গ্রুপটি ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদি।
এখানে নিজ নিজ জেলার ঐতিহ্য তুলে ধরতে সবাইকে অনুরোধ জানাই।
এই গ্রুপের পিন পোষ্টটি পড়ে দেখার অনুরোধ রইল। এখানে তাদেরকেই এড দেওয়া হয় যারা নিজ থেকে যুক্ত হতে চায়।
গ্রুপে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন এবং এড রিকোয়েষ্ট পাঠানঃ Promote Your District ( নিজের জেলাকে প্রচারে আনুন )

এছাড়াও আরো তিনটি সিক্রেট গ্রুপ রয়েছে যেখানে ভবিষ্যত পরিকল্পনা এবং করনীয় নিয়ে অভিজ্ঞরা আলোচনা করে থাকেন।

সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।

18/03/2018

নিদাহাস ট্রফি (শ্রীলংকা)'তে বাংলাদেশ ক্রিকেট টিমের অসাধারন পার্ফমেন্স সমগ্র জাতিকে গর্বিত করেছে।
এভাবেই লড়ে যাক বাংলাদেশ ক্রিকেট টিম, একদিন সাফল্য আসবেই।
সাথে আছি, সাথে থাকবো, এগিয়ে যাবে বাংলাদেশ।

"আর্কাইভ এগ্রো ফার্মিং" এর পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিম'কে অভিনন্দন!

ছবিঃ ইন্টারনেট থেকে নেওয়া।

14/03/2018

আধুনিক সৃষ্টিতত্ত্বের উজ্জ্বল নক্ষত্র স্টিফেন হকিং এর চির বিদায়।
৭৬ বছর বয়সে তার বিদায়ে আমাদের শ্রদ্ধাঞ্জলী।

12/03/2018

একটি বিশেষ ঘোষনাঃ

এখনো পর্যন্ত যেসব খামারীর ইনকিউবেটর (আমাদের ব্রান্ডের ইনকিউবেটর) সার্ভিসিং করা হয়নি তারা দ্রুত এই পেজের ইনবক্সে যোগাযোগ করুন।

বোনাস হিসাবে পাবেন লেটেষ্ট মডেলের কন্ট্রলার একদম ফ্রি! এছাড়াও আপনার বর্তমান মডেলটি Project Incubator 3B তে রুপান্তর করতে চান তাদের জন্য রয়েছে আকর্ষনীয় আর্থিক ছাড়!!

বিঃদ্রঃ
১/ Project Incubator 3B তে যারা টার্কির বাচ্চা ফুটিয়েছেন তারা ৯০% এর বেশি হ্যাচিং পেয়েছেন।

২/ বান্দরবন এবং খাগড়াছড়ির মেশিন সার্ভিসিং করতে আমাদের একটি টিম রওনা হয়েছেন তাই তাদেরকে ইনবক্সে যোগাযোগ করা থেকে বিরত থাকতে অনুরোধ করছি।

সাথে থাকুন, এগিয়ে যাব আমরা, এগিয়ে যাবে দেশ।

11/03/2018

কাজের সুবিধার্তে সকলের কাছে অনুরোধ, যে কোন প্রয়োজনে এই পেইজের ইনবক্সে যোগাযোগ করুন। আমাদের এখানে কর্মরত কোন ব্যক্তির ব্যক্তিগত আইডি থেকে ইনবক্সে সাপোর্ট নেওয়ার বিষয়ে যোগাযোগ করবেন না।

বিঃদ্রঃ তথ্য আদান প্রদানে যেন সমস্যা না হয় সে কারনে উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।

06/03/2018

প্রিয় খামারী গণ,
অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমরা নিজস্ব প্যারেন্টস থেকে RIR (Rhode Island Red) এর বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছি। এটি Dual purpose layer breed হিসাবে বিশ্বে পরিচিত।

RIR এর বৈশিষ্ট সমূহঃ
* মাংস এবং ডিম উৎপাদনে সক্ষম।
* বছরে ২৮০ টা ডিম পাওয়া যেতে পারে।
* লেয়ার ফিডে প্রাপ্ত বয়ষ্ক মোরগের ওজন ৩ থেকে সাড়ে ৩ কেজি পেয়েছি।
* মাংসের স্বাদ দেশি মুরগীর কাছাকাছি।
* দেখতে আকর্ষনীয় লাল রং এর হয়ে থাকে।

পূর্বের পোষ্ট সমূহের লিংকঃ
১/ https://m.facebook.com/story.php?story_fbid=1369376029841568&id=1120534374725736

২/ https://m.facebook.com/story.php?story_fbid=1353879471391224&id=1120534374725736

৩/ https://m.facebook.com/story.php?story_fbid=1425707974208373&id=1120534374725736

৪/ https://m.facebook.com/story.php?story_fbid=1453989744713529&id=1120534374725736

যদি কোন খামারী RIR এর বাচ্চা পরীক্ষা মূলক পালন করতে আগ্রহী হন তাহলে নিন্মের মোবাইল নাম্বারে অতিসত্বর যোগাযোগ করুন।

মোঃ উজ্জল
সাভার বাস স্ট্যান্ড
সাভার, ঢাকা
মোবাইলঃ +8801963337949

বিঃদ্রঃ মোঃ কাইউম, মামুন আল মামুন, হাবিব এগ্রো, মোঃ রাকিব এবং মোঃ মোস্তাক স্যারেরা দয়াকরে অপেক্ষা করুন, পর্যায়ক্রমে আপনাদের কাছে RIR পাঠানো হবে।

16/02/2018

প্রসংঙ্গ 4G সিম।
খুব সহজেই জেনে নিন আপনার ব্যবহৃত মোবাইল সিম'টি 4G সাপোর্ট করবে কি না!

নিন্মে বর্ণিত বিবরন অনুযায়ী ম্যাসেজ বা পুশ ডায়েল করে বিস্তারিত জেনে নিতে পারেন।

১/ গ্রামীন ফোনঃ
*121*3232 # ডায়েল করুন। যদি আপনার সিম'টি 4G সাপোর্ট না করে তাহলে গ্রামীন ফোন সেন্টারে ১১০ টাকার বিনিময়ে 4G যুক্ত নতুন সিম সংগ্রহ করুন।

২/ বাংলা লিংকঃ
ম্যাসেজ অপশনে 4G লিখে 5000 এ পাঠিয়ে দিন, ফিরতি ম্যাসেজে বিস্তারিত জানতে পারবেন।
যদি আপনার সিম'টি 4G সাপোর্ট না করে তাহলে বাংলা লিংক সেন্টারে বিনা মূল্যে 4G যুক্ত নতুন সিম সংগ্রহ করুন।

৩/ রবিঃ
*123*44 # ডায়েল করুন। যদি আপনার সিম'টি 4G সাপোর্ট না করে তাহলে রবি'র কাস্টোমার সেন্টারে ১০০ টাকার বিনিময়ে 4G যুক্ত নতুন সিম সংগ্রহ করুন।

৪/ টেলিটকঃ
যারা টেলিটক সিম ব্যবহার করছেন তাদের মধ্যে ৯০% সিমই 4G সাপোর্ট করে। যদি কারো সিমে সাপোর্ট না করে তাহলে নিকটস্থ টেলিটক কাস্টোমার সেন্টারে যোগাযোগ করুন, এক্ষেত্রে টাকা লাগবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।

বিঃদ্রঃ ছবিটি রূপক অর্থে ব্যবহৃত।

04/02/2018

প্রিয় খামারী গণ,
শুভেচ্ছা নিবেন।
বিগত তিন মাস যাবত ইনকিউবেটর মেশিনের বুকিং দিয়ে যারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ঋণী।
আপনাদের সহযোগীতা ছাড়া এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া অসম্ভব ছিল।

ট্রান্সপোর্ট এবং কিছু টেক্নিক্যাল কারনে এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

ইতিমধ্যে চট্টগ্রাম, ফেনি, কুমিল্লা, বি.বাড়িয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, দর্শনা, কুষ্টিয়া এবং ভেড়ামারায় মেশিন ডেলিভারি হয়েছে। কাভার ভ্যানের যান্ত্রিক ত্রুটির কারনে ঈশ্বরদী, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে মেশিন ডেলিভারি দিতে দেরি হচ্ছে। আমরা আশা করছি আগামী ৭ তারিখের মধ্যে সবার কাছে মেসিন গুলা পৌছে যাবে।
ঢাকার মধ্যে এখনো তিনটি মেশিন ডেলিভারির অপেক্ষায় রয়েছে, এই মেশিন গুলা আগামী ১২ তারিখের মধ্যে পৌছে দেওয়া হবে।

যারা মেশিন এখনো হাতে পাননি তাদের কাছে বিনীত অনুরোধ উল্লেখিত সময় পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ইনশা আল্লাহ সমস্ত প্রতিকূলতা জয় করে আপনাদের সেবায় সচেষ্ট থাকবো।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি থেকে আমাদের একটি টেক্নিক্যাল টিম যশোর থেকে যাত্রা শুরু করে কুষ্টিয়া হয়ে টাঙ্গাইল পর্যন্ত সাপোর্ট দিতে রওনা হবেন। যদি কোনো খামারীর আমাদের মেশিন পরিচালনা করতে অসুবিধা হয় তাহলে দয়াকরে ইন বক্সে জানাবেন।

পুনঃরায় আমাদের প্রতি আপনাদের আস্থা এবং ভালবাসার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ধন্যবাদ।
সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।

07/01/2018

শুভ সকাল।

এরকম ভাবেই হাজার দাউদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ।

অভিনন্দন রইল।

04/01/2018

নিয়োগ বিজ্ঞপ্তিঃ

Archive Agro Farming (আর্কাইভ এগ্রো ফার্মিং)-এর ইঞ্জিনিয়ারিং বিভাগে দুই জন ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে।
আগ্রহীদের অতিসত্বর [email protected] এ জীবন বৃত্তান্ত পাঠাতে অনুরোধ করা হচ্ছে।

* নুন্যতম শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE) / অধ্যয়ন রত। সোল্ডারিং এ অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
* যশোর সদরে অবস্থানরত দের অগ্রাধিকার দেওয়া হবে।
* সন্মানী আলোচনা সাপেক্ষে।
* যারা কাজ শিখতে আগ্রহী শুধুমাত্র তারাই আবেদন করুন।
* জীবন বৃত্তান্ত পাঠানোর শেষ তারিখ ১০/০১/২০১৮

ধন্যবাদ।
সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।

31/12/2017

যশোরে আজ অন্য রকম আবহ!
লাখো মানুষের সমাগম, চলছে মিছিল চলছে জনগন।

অভিনন্দন রইল।
উন্নয়ন হলো এগিয়ে যাওয়ার ভিজুয়াল দর্শন।

27/12/2017

চোর, ঘুষখোর, ডাকাত - এ ধরনের শব্দ আমরা ব্যবহার করি পাশাপাশি সে বাঘের মত, গরুর মত, ছাগলের মত - এসব বলে থাকি।
আদৌ এই শব্দ গুলোর কোনো অর্থ আছে কি!! সবই শাব্দিক জটিলতা।
আর এই জটিলতার মাঝেই ছুটে চলেছে জীবন নামের গাড়ি। এই গাড়ীতে অনেক প্যাসেঞ্জার উঠেন এবং নামেন, পরিচয় হয় ব্যাপ্তি ঘটে, সম্পর্ক থেকে যায় আবার ঐসব শাব্দিক জটিলতায় সম্পর্ক হারিয়েও যায়।
মানুষ বিদায় নেয় এবং কর্মকে রেখে যান দুনিয়ার বুকে, অদ্ভুত ব্যাপার এই কর্ম গুলোই অন্য মানুষেরা এগিয়ে নিয়ে যান এবং এভাবেই চলতে থাকে। তাইতো মানুষ পৌঁছে যাচ্ছে গ্রহ থেকে গ্রহান্তরে!
প্রতিটি সেক্টরে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার হবেই। কিন্তু কেউ কি একবার ভেবে দেখেছেন এই সব অপ্রয়োজনীয় শব্দ গুলো মানুষ নামের গাড়িকে কিভাবে দূষিত করে??

আসুন সবাই মিলে অপ্রয়োজনীয় শব্দ গুলো পরিহার করি এবং মানুষ নামের গাড়িকে দূষন মুক্ত রাখি।

ছবিঃ নেট থেকে নেওয়া।
উদ্দেশ্যঃ TBA

সাথে থাকুন এবং আপডেট জানতে এখানে চোখ রাখুন।

22/12/2017

টার্কি এখন বহুল প্রচলিত তাই আজ আর তাদের ছবি নয়!
ভিন্ন ভিন্ন জাতের প্যারেন্টস স্টক থেকে কিছু ছবি আপনাদের জন্য দেওয়া হলো।
আশা করছি আগামীতে এরাই মাংস এবং ডিমের বাজারে নতুন করে ভূমিকা রাখবে!

বিঃদ্রঃ মুরগীর জাত নিয়ে আগামীতে বিস্তর বর্ননা দেওয়া হবে।

সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।

02/12/2017

যারা নিশ্চয়তার সাথে টার্কি বা টার্কির বাচ্চা ক্রয় করতে চান, তারা Turkey Chicks Sales and Marketing গ্রুপে নজর রাখতে পারেন।
সবার অবগতির জন্য জানাচ্ছি, উক্ত গ্রুপে যারা টার্কি বিক্রির পোষ্ট দেন তাদের তথ্য সংরক্ষিত, তাই আপনি চায়লেই আমাদের সাথে বিক্রেতার তথ্য আদান প্রদান করতে পারেন এবং সঠিক তথ্য আপনাকে টার্কি কিনতে যথেষ্ট সহযোগীতা করবে।
আশাকরি কেউ প্রতারিত হবেন না এবং সচেতনতা বাড়াতে এগিয়ে আসবেন।
লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=309506176235721&id=100015290227712

সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।

23/11/2017

......... egg factory will start shortly!!

** Products from Archive Agro Farming.

13/11/2017

প্রিয় খামারী গণ,
সবাইকে 'আর্কাইভ এগ্রো ফার্মিং' পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
আজ আমরা নতুন ডিজাইনের ইনকিউবেট 'Project Incubator 3B, 2018 বাজারজাত করনের ঘোষণা দিচ্ছি।
এই মেশিন গুলো শুধু মাত্র নতুন গ্রাহকদের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যথারীতি এই নতুন মেশিনে থাকছেঃ
* সয়ংক্রিয় ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ।
* সয়ংক্রিয় ভাবে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ।
* সয়ংক্রিয় ভাবে আদ্রতা নিয়ন্ত্রণ।
* সয়ংক্রিয় ভাবে অতিরিক্ত আদ্রতা নিয়ন্ত্রণ।
* সয়ংক্রিয় ভাবে সঠিক ডিগ্রীতে ডিমের ঘূর্ণন।
* খামারী ইচ্ছা মতো হ্যাচার এবং সেটার নির্ধারন করতে পারবেন।
* সঠিক প্যারামিটার ব্যবহারের সুবিধা।

ধারণক্ষমতাঃ
সর্বনিন্ম ক্যাপাসিটি ৫০ টি (টার্কি, হাঁস, মুরগীর ডিমের হিসাবে)।
এই মেশিনের ক্ষেত্রে ৫০ টি ডিমের ক্যাপাসিটিকে একটি ইউনিট হিসাবে গন্য করা হবে, অর্থাৎ ক্যাপাসিটি গুলা হবে ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০.... এভাবে।

মূল্যঃ
৪০ টাকা প্রতিটি ডিমের জন্য নির্ধারিত এবং টোটাল মূল্যের সাথে ৬০০০ টাকা যুক্ত হবে, অর্থাৎ ৫০০ ক্যাপাসিটির ইনকিউবেটর মেশিনের মূল্য ৫০০X৪০=২০,০০০+৬,০০০= ২৬,০০০ টাকা! এবার যার যে ক্যাপাসিটির ইনকিউবেটর প্রয়োজন তার মূল্য হিসাব করে বের করে নেওয়ার অনুরোধ করছি।

বিশেষ অফারঃ
এই পোষ্ট প্রচার হওয়ার পর থেকে ৭২ ঘন্টার মধ্যে যারা ১০০০ পিছ বা তার অধিক ধারন ক্ষমতার মেশিন বুকিং দিবেন তাদেরকে ৩০০ ক্যাপাসিটির একটি অত্যাধুনিক হ্যাচার বিনামূল্যে দেওয়া হবে।

পোষ্টের সাথে ভিডিও দেওয়া হলো যা শুধুমাত্র মডেল হিসাবে গন্য হবে।

অনান্যঃ
* বুকিং দিতে ৫০% এডভান্স করতে হবে।
* ১০০০ থেকে ২০০০ ডিম ধারন ক্ষমতার ইনকিউবেটর ২০ কার্য দিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
* ৩০০০ থেকে ৫০০০ ডিম ধারন ক্ষমতার ইনকিউবেটর ৩০ কার্য দিবসের মধ্যে গ্রাহকের খামারে গিয়ে সেট আপ করে দেওয়া হবে। এক্ষেত্রে খামারীকে আমাদের টেক্নিক্যাল টিমকে বিনা মূল্যে থাকার ব্যবস্থা করে দিতে হবে। যাতায়াত ও খাবার খরচ কোম্পানি বহন করবে। টেক্নিক্যাল টিম ইনকিউবেটর সেট আপ করার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ইনকিউবেটরের বাকি পেমেন্ট ক্লিয়ার করতে হবে। টেক্নিক্যাল টিমের সাথে কোনো প্রকার অর্থ লেনদেন করা যাবে না।
* ব্যাংকের মাধ্যমে সম্পূর্ন পেমেন্ট দিতে হবে, বিকাশ গ্রহনযোগ্য নয়।
* ইনকিউবেটর পরিবহন খরচ কোম্পানীর নয়।
* প্রডাক্ট সম্পূর্ন তৈরি হওয়ার পর নিজে এসে দেখে নিতে পারবেন অথবা ইন্টারনেটের মাধ্যমে ভিডিও পৌছে দেওয়া হবে।
* কন্ট্রোলারে এক বছরের গ্যারান্টি।
* শর্ত সাপেক্ষে ১০ বছরের বিক্রয়উত্তর সেবা।
* ইনকিউবেটরে ডিম দেওয়া থেকে বাচ্চা ফোটা পর্যন্ত সমস্ত সাপোর্ট ফোনে বা ফেইজবুকের মাধ্যমে দেওয়া হয়, যা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে।

অন্যান্য মডেলের ইনকিউবেটরের ডিটেইলসঃ
https://m.facebook.com/story.php?story_fbid=1304487339663771&id=1120534374725736

তথ্য ও যোগাযোগঃ
ইনকিউবেটর বুকিং দিতে অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন কাস্টোমার কেয়ারের এই নাম্বার গুলোতেঃ- 01619711947 বা 01616142126 বা +88042164710 অথবা মেইল লিখে [email protected] এ যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

এছাড়া যাবতীয় তথ্যের জন্য Agro Farming এর অফিসিয়াল পেইজে চোখ রাখুন অথবা এই পেইজের ইনবক্সে যোগাযোগ করুন।

অফিসের ঠিকানাঃ
৩৯, সমবায় ব্যাংক মার্কেট (২য় তলা), গুরুদাস বাবু লেন (পাইপ পট্টি), যশোর সদর, যশোর।

সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।

06/11/2017

'আর্কাইভ এগ্রো ফার্মিং' বর্তমানে বেশ পরিচিত, ফেইজবুকে যারা ফার্মিং বিষয়ে আলোচনা করেন তারা মোটামুটি সবাই আমাদের নাম জানেন। ফেইজবুক ছাড়া আমাদের পরিচিতি আরো বেশি, কারন আমাদের দক্ষ কর্মি গণ নিরালস পরিশ্রম করে যাচ্ছেন। মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া।

এই পরিচিতি এক দিনে আসেনি, অনেক চেষ্টার ফসল হিসাবে প্রান্তিক খামারীদের সাথে তিলে তিলে গড়ে উঠেছে সু-সম্পর্ক। তাই প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি পোল্ট্রিতে নতুন কিছু যুক্ত করার। এই ধারাবাহিকতায় 'অস্ট্রেলিয়ান ব্রিড' এর মুরগীর বাচ্চা বাজারজাত করনের জন্য উন্মুক্ত করা হয়েছে। এতেই অনেকের চক্ষুশূল!!

বিগত দিনের কথা মনে পড়ে? ইনকিউবেটরের দাম আকাশ ছোঁয়া ছিল?? আমরাই নিয়ে এসেছিলাম সর্ব নিন্ম মূল্যের ইনকিউবেটর এবং আজ আনাচে কানাচে ইনকিউবেটর প্রস্তুত কারক পাওয়া যায়, মূল্যও খামারীদের হাতের নাগালে।
মনে পড়ে টার্কির বাচ্চার দাম কত ছিল??? আমরা ঘোষনা দিয়ে দাম কমাতে ভূমিকা রেখেছিলাম।
এসব এক দিনে হয়নি, সব কিছুতেই সময় দিতে হয়, সময় দিতে জানতে হয়।

যায়হোক, আমাদের কম্পানীর এমডি স্যার দেশের বাইরে থাকায় অস্ট্রেলিয়ান ব্রিড সম্পর্কে আমরা বিস্তারিত জানতাম না। কারন তিনিই অন্য অনেকের মত শখের বসে বিভিন্ন দেশ থেকে এদেশে উন্নত ব্রিডের মুরগী বা ফার্টাইল ডিম নিয়ে আসেন। আর সেখান থেকেই আমরা অস্ট্রেলিয়ান ব্রিডের মুরগীর বাচ্চা বাজারজাত করছি।

আজ 'অস্ট্রেলিয়ান ব্রিড' এর বিস্তারিত লিখছি, আশাকরি খামারীরা এই জাতের প্যারেন্টস গড়ে তুলতে পারবেন এবং দেশে আমিষের ঘাটতি মেটাতে ভূমিকা রাখবেন।

আমাদের কাছে যে প্যারেন্টস আছে তা 'অস্ট্রালোর্প এবং ওর্পিংটা' জাতের মুরগীর ক্রস, ওরিজিন আস্ট্রেলিয়া। এখান থেকে যে ডিম আমরা সংগ্রহ করছি তারই বাচ্চা বাজারজাত হচ্ছে।

খাবারের ধরনঃ প্যারেন্টসের জন্য লেয়ারের খাবার খাওয়াতে হবে এবং মাংসের জন্য বয়লারের খাবার।

খাবারের পরিমানঃ
০ থেকে ১০ দিন - ১০ গ্রাম
১১ থেকে ২০ দিন - ৩০ গ্রাম
২১ থেকে ৪০ দিন - ৮০ গ্রাম
৪১ থেকে ৬০ দিন - ১০০ গ্রাম
৬০ থেকে ৯০ দিন - ১৩০ গ্রাম
বাজারের ফিড ছাড়াও শাক সবজি, ঘাস, কচুরিপানা এদের অন্যতম খাবার।

ওজনঃ
৩৩ দিনে ১ কেজি থেকে ১২০০ গ্রাম
৬০ দিনে ২ কেজি থেকে ৩ কেজি
৯০ দিনে ৩ কেজি থেকে ৫ কেজি

গড় আয়ুঃ ৬ থেকে ১০ বছর

ডিম দেওয়ার বয়সঃ ৬ মাস থেকে ডিম দেওয়া শুরু করে।

ডিমের রংঃ ব্রাউন (ছবিতে দেখুন)

বৈশিষ্ট্যঃ মাংস কলোস্টরল ফ্রি এবং গন্ধ মুক্ত।

বাণিজ্যিক লালন পালনের হিসাব আপনাদের জন্য রেখে দিলাম।

মনে রাখা জরুরী, খামারী গণ বর্তমানে বাণিজ্যিক ভাবে বয়লার এবং লেয়ার করেন, বাচ্চার দাম বেড়ে গেলে সবাই হতাশ হয়ে যান! এক রকম সবাই জিম্মি অবস্থায় খামার চালিয়ে যাচ্ছেন। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে, তাই নিজেই প্যারেন্টস গড়ুন এবং জিম্মিদশা থেকে মুক্তি পান।

অস্ট্রেলিয়ান ব্রিডের এই বাচ্চার মূল্য ৪৫০ টাকা এবং অপরিবর্তিত।
প্রাপ্তিস্থানঃ টাঙ্গাইল চিক্স সেন্টার
যোগাযোগঃ মোঃ জুয়েল +8801827302887 অথবা +880 1727 909336

অবশ্যই আগামীতে বাচ্চার দাম কমবে অথবা আমরা যেভাবে বিগত দিনে অন্য পন্যের মূল্য কমাতে চেষ্টা করেছি সেরকমই কেউ না কেউ বা প্রতিষ্ঠান এগিয়ে আসবে। আর যদি না আসে তাহলে আপনারাই প্যারেন্টস বাড়িয়ে বাচ্চার দাম কমাবেন।

বিগত পোষ্ট গুলোর লিংকঃ
১/ https://m.facebook.com/story.php?story_fbid=1401908126588358&substory_index=0&id=1120534374725736

২/ https://m.facebook.com/story.php?story_fbid=1408846192561218&id=1120534374725736

সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।

04/11/2017

অস্ট্রেলিয়ান ব্রিডের মুরগির বাচ্চা আগামীকাল সকাল থেকে শুধুমাত্র টাঙ্গাইল চিক্স সেন্টার থেকে সংগ্রহ করা যাবে।

আমরা আশাবাদী এই মুরগী আমিষের চাহিদা মেটাতে সক্ষম হবে। টার্কি এবং পোল্ট্রির বিকল্প হিসাবে যে কেউ এই জাতের মোরগ বাণিজ্যিক ভাবে পালন করে লাভবান হতে পারেন।
বর্তমানে প্যারেন্টস গড়ে তোলা খুব জরুরী, সাহস নিয়ে এগিয়ে আসুন। আমরা গড়েছি, আপনিও পারবেন।
বেশি বেশি উৎপাদন করতে পারলে আমিষের চাহিদা মেটানোর সাথে বাণিজ্যিক ভাবেও লাভবান হওয়া যাবে।

মূল্যঃ ৪৫০ টাকা পিছ
যোগাযোগঃ
মোঃ জুয়েল
মোবাইলঃ +8801827302887 অথবা +880 1727 909336

শুধুমাত্র আগ্রহীগণ যোগাযোগ করুন।

পূর্বের পোষ্টের লিংকঃ https://m.facebook.com/story.php?story_fbid=1401908126588358&substory_index=0&id=1120534374725736

27/10/2017

শুভেচ্ছা রইল।
প্রতিদিনের আমিষের চাহিদা মেটাতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আর সেই লক্ষ্য পূরনে আমরা বাজারজাত করতে চলেছি অস্ট্রিয়ান ব্রিডের মুরগি। অনেকেই এই জাতকে ব্রামহা বলে থাকেন। নিজস্ব খামারে উৎপাদিত ডিম থেকে বাচ্চা উৎপাদন করে প্যারেন্টসের জন্য উন্মুক্ত করা হলো।
খুব সামান্য উৎপাদন ক্ষমতা নিয়ে বাজারজাত করণে অতিমাত্রায় ঝুকি রয়েছে, তারপরেও চেষ্টা থাকবে খামারী এবং ভোক্তার মেল বন্ধনে নিজেদের জড়িয়ে রাখা।

নিন্মের ছবিটি Archive Agro Farming থেকে নেওয়া, এই জাতের মুরগী ১ মাসে ১২০০ গ্রাম, ২ মাসে দুই থেকে আড়াই কেজি এবং ৩ মাসে সাড়ে তিন থেকে ৪ কেজি হয়। ৫ মাসে ডিম দেওয়া শুরু করে এবং বছরে ১১০ থেকে ১৫০ টি ডিম দেয়।
তাই বাণিজ্যিক ভাবে মাংস উৎপাদন খামারীদের জন্য হতে পারে উপার্জনের নতুন মাধ্যম।

এই জাতের মুরগীর বাচ্চা টাঙ্গাইল, সাভার, ভৈরব এবং যশোর চিক্স সেন্টার থেকে ডেলিভারি দেওয়া হবে।

মূল্যঃ ৪৫০ টাকা প্রতি পিছ।
বয়সঃ ৭ দিন
সর্বনিন্ম চাহিদার সংখ্যাঃ ৫০ টি।

যারা প্যারেন্টসের জন্য সংগ্রহ করতে চান তারা মন্তব্যের ঘরে নিজের আগ্রহ জানাতে পারেন।

বিঃদ্রঃ মূল্য যদি কারো পছন্দ না হয় তাহলে মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।

09/10/2017

সবার কাছে একটি বিশেষ অনুরোধ।
গত কাল যশোর চিক্স সেন্টার থেকে ৫০ পিছ টার্কির বাচ্চা নিয়ে আমাদের অফিস স্টাফ ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং কথা মত ক্রেতা সেই বাচ্চা নিতে আজ ভোরে কমলাপুর স্টেশনে হাজির হন কিন্তু টার্কির বাচ্চার টাকা পরিষোধ না করে বাচ্চা ছিনেয়ে নেওয়ার চেষ্টা করে। উল্লেখ্য ক্রেতা টার্কির বাচ্চা নেওয়ার জন্য অর্ধেক টাকা দুই দিন আগে পরিষোধ করেন এবং বাকি টাকা বাচ্চা পাওয়ার পর বাহকের হাতে দিবেন বলে অঙ্গিকার করেন।
অথচ ক্রেতা বাচ্চার টাকা না দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

অবশেষে, কমলাপুরের অবস্থিত আমাদের একজন শুভাকাঙ্ক্ষীর সাহায্যে বাচ্চা গুলা ফেরত পেয়েছি।

সকলকে অনুরোধ করবো, এ জাতীয় ক্রেতা হতে সবাই সাবধান থাকবেন।

বিঃদ্রঃ ব্যক্তি মানুষের প্রতি আমাদের সন্মান রয়েছে তাই ক্রেতার পরিচয় প্রকাশ করছি না। তবে তিনি নিজেকে নরসিংদীর বাসিন্দা বলে দাবি করেছিলেন।

সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।

Address

গুরুদাস বাবু লেন, সমবায় ব্যাংক মার্কেট, ২য় তলা, যশোর সদর, যশোর।
Jessore
7400

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Archive Agro Farming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Archive Agro Farming:

Videos

Share