......... egg factory will start shortly!!
** Products from Archive Agro Farming.
প্রিয় খামারী গণ,
সবাইকে 'আর্কাইভ এগ্রো ফার্মিং' পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
আজ আমরা নতুন ডিজাইনের ইনকিউবেট 'Project Incubator 3B, 2018 বাজারজাত করনের ঘোষণা দিচ্ছি।
এই মেশিন গুলো শুধু মাত্র নতুন গ্রাহকদের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
যথারীতি এই নতুন মেশিনে থাকছেঃ
* সয়ংক্রিয় ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ।
* সয়ংক্রিয় ভাবে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ।
* সয়ংক্রিয় ভাবে আদ্রতা নিয়ন্ত্রণ।
* সয়ংক্রিয় ভাবে অতিরিক্ত আদ্রতা নিয়ন্ত্রণ।
* সয়ংক্রিয় ভাবে সঠিক ডিগ্রীতে ডিমের ঘূর্ণন।
* খামারী ইচ্ছা মতো হ্যাচার এবং সেটার নির্ধারন করতে পারবেন।
* সঠিক প্যারামিটার ব্যবহারের সুবিধা।
ধারণক্ষমতাঃ
সর্বনিন্ম ক্যাপাসিটি ৫০ টি (টার্কি, হাঁস, মুরগীর ডিমের হিসাবে)।
এই মেশিনের ক্ষেত্রে ৫০ টি ডিমের ক্যাপাসিটিকে একটি ইউনিট হিসাবে গন্য করা হবে, অর্থাৎ ক্যাপাসিটি গুলা হবে ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০.... এভাবে।
মূল্যঃ
৪০ টাকা প্রতিটি ডিমের জন্য নির্ধারিত এবং টোটাল মূল্যের সাথে ৬০০০ টাকা যুক্ত হবে, অর্থাৎ ৫০০ ক্যাপাসিটির ইনকিউবেটর মেশিনের মূল্য ৫০০X৪০=২০,০০০+৬,০০০= ২৬,০০০ টাকা! এবার যার যে ক্যাপাসিটির ইনকিউবেটর প্রয়োজন তার মূল্য হিসাব করে বের করে নেওয়ার অনুরোধ করছি।
বিশেষ অফারঃ
এই পোষ্ট প্রচার হওয়ার পর থেকে ৭২ ঘন্টার মধ্যে যারা ১০০০ পিছ বা তার অধিক ধারন ক্ষমতার মেশিন বুকিং দিবেন তাদেরকে ৩০০ ক্যাপাসিটির একটি অত্যাধুনিক হ্যাচার বিনামূল্যে দেওয়া হবে।
পোষ্টের সাথে ভিডিও দেওয়া হলো যা শুধুমাত্র মডেল হিসাবে গন্য হবে।
অনান্যঃ
* বুকিং দিতে ৫০% এডভান্স করতে হবে।
* ১০০০ থেকে ২০০০ ডিম ধারন ক্ষমতার ইনকিউবেটর ২০ কার্য দিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
* ৩০০০ থেকে ৫০০০ ডিম ধারন ক্ষমতার ইনকিউবেটর ৩০ কার্য দিবসের মধ্যে গ্রাহকের খামারে গিয়ে সেট আপ করে দেওয়া হবে। এক্ষেত্রে খামারীকে আমাদের টেক্নিক্যাল টিমকে বিনা মূল্যে থাকার ব্যবস্থা করে দিতে হবে। যাতায়াত ও খাবার খরচ কোম্পানি বহন করবে। টেক্নিক্যাল টিম ইনকিউবেটর সেট আপ করার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ইনকিউবেটরের বাকি পেমেন্ট ক্লিয়ার করতে হবে। টেক্নিক্যাল টিমের সাথে কোনো প্রকার অর্থ লেনদেন করা যাবে না।
* ব্যাংকের মাধ্যমে সম্পূর্ন পেমেন্ট দিতে হবে, বিকাশ গ্রহনযোগ্য নয়।
* ইনকিউবেটর পরিবহন খরচ কোম্পানীর নয়।
* প্রডাক্ট সম্পূর্ন তৈরি হওয়ার পর নিজে এসে দেখে নিতে পারবেন অথবা
পোল্ট্রিতে নতুনের আগমন.....
০২/০৯/২০১৭ তারিখের পোষ্টের পর ২১ দিন বয়সের আমাদের মুরগী।
খাবার পরিমানঃ
০০ থেকে ১৫ দিন = ১০ গ্রাম
১৬ থেকে ৩০ দিন = ২০ গ্রাম
৩১ থেকে ৬০ দিন = ৪০ গ্রাম
৬১ থেকে ৯০ দিন = ৬০ গ্রাম
৯১ থেকে ১০০ দিন = ৯০ গ্রাম
১০১ থেকে ১৫০ দিন = ১০০ গ্রাম
ওজন??
পরের পোষ্টে খেয়াল রাখুন.....
বছরে ২৫০ থেকে ২৮০ টি ডিম পাওয়া যাবে এবং সেই সাথে মোরগ গুলির ওজন হবে ৩ মাসে ৪ কেজি......
বিস্তারিত আসছে......
প্রিয় শুভাকাঙ্ক্ষী গণ,
ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুনের বার্তা জানিয়ে গেলাম!
ভিডিওতে যে বাচ্চা গুলো দেখতে পারবেন তা আগামী ছয় মাসের মধ্যে আমরা বাণিজ্যিক ভাবে উৎপাদনের জন্য বাজারজাত করবো।
হ্যাঁ, আমরা আশাবাদী লাল রং এর বাচ্চা গুলো বাংলাদেশের পোল্ট্রি শিল্প পরিবর্তনে ভূমিকা রাখবে যা বছরে ২৫০ থেকে ২৮০ টি ডিম দিবে এবং মোরগ গুলো ৩ মাসে ৪ কেজি ওজন হবে, তাই এই জাতের মুরগিকে প্রকৃত ভাবে বাণিজ্যিক সার্থে ব্যবহার করাই উত্তম। এই মুরগী সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেইজে চোখ রাখার আনুরোধ রইল।
সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।
এ এক অদ্ভুত অনুভূতি! যেন বুকের ভেতরে শিউরে উঠা আনন্দের শীতল জাগরন!
৬ মাস আগে Archive Ago Farming একটি উদ্যোগ গ্রহন করে "অভিজ্ঞ খামারী" তৈরী করা। অভিজ্ঞ খামারী তৈরী করার আগে ইনকিউবেটর মেশিন পরিচালনা এবং সঠিক ভাবে হ্যাচিং করানো'ছিল একটি বড় চ্যালেঞ্জ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং ধীরে ধীরে সেই চেষ্টার ফল সামনে আসতে শুরু করেছে। দৃঢ় ভাবে আশা করি একদিন সবাই ১০০% হ্যাচিং রেইট পাবেন।
অভিনন্দন Mushtaq Ahmad, Sultan Gazi, Mohommad Uzzal, তারকি খুলনা স্যার!
এগিয়ে যান, শুভকামনা।
সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।
সন্মানীত খামারী গণ,
আজ আমাদের সাফল্যের আরো একটি অধ্যায় রচিত হলো, যা হ্যাচিং এর গতানুগতিক ধারনাকে পালটে দিবে এবং বাড়িয়ে দিবে হ্যাচিং রেইট।
ভিডিওটিতে দেখে নিন কিভাবে নিমিষেই আমাদের উদ্ভাবিত প্রযুক্তিতে আদ্রতা কমানো যায় তার সফল পরীক্ষা!
হ্যাঁ, পরিবর্তিত হতে যাচ্ছে কন্ট্রোলারের বর্তমান রূপ, আসছে এলসিডি এবং যুক্ত হচ্ছে আরো নতুন নতুন আধুনিক প্রযুক্তি।
আপডেট জানতে চোখ রাখুন এখানে.....
সাথে থাকুন, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ।
এক ঝলকে Project Incubator 1, 2016 এর টেষ্ট রান।