19/06/2024
তোমরা কি জানো!? ক্ষুদা কি!?
না খেতে পেলে কেমন লাগে!? তোমার সামনে অনেক খাবার এর সমারোহ। কেউ খাচ্ছে, কেউ কিনে নিচ্ছে, বা কেউ বা বিক্রি করছে।
কিন্তু আমি ক্ষুদার্থ -খাবার চোখে দেখলেও খেতে পাই না।
কেউ দেয়-ই না!!
আমি তো রাস্তার একটা নোংরা বেড়াল মাত্র । আমার আবার কিসের ক্ষিদে!? আমি তো মানুষের ঘরে কেবল চুরি করতেই যাই। দেখলেই দৌড়ে তাড়ায় আমায়। ময়লা থেকে যাও খুঁজে পাই তাও মাঝে মধ্যে কপাল থেকে উঠে যায়। তখন না খেয়েই রাস্তার এক ধারে পরে থাকতে হয় আমার। যেন আমি ঘুমোচ্ছি এক শান্তির ঘুম, খালি পেটে এক শান্তির ঘুম।
ক্ষুদার রাজ্যে আমি বড়ই অসহায়। খাবারের যুদ্ধে আজ আমি বড়ই ক্লান্ত -পরিশ্রান্ত।
মাঝে মধ্যে উপরওয়ালাকেও অভিযোগ করি। সৃষ্টি যখন করেছো আমায়, ক্ষুদা কেন দিলে!?
# রাস্তার ধারের একটি বিড়ালের জীবন গল্প- সহজ নয় এ পৃথিবীতে টিকে থাকা।
Thoughts of rohan ©️