jiku's foster home

jiku's foster home Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from jiku's foster home, Animal shelter, Joydebpur.

তোমরা কি জানো!? ক্ষুদা কি!? না খেতে পেলে কেমন লাগে!? তোমার সামনে অনেক খাবার এর সমারোহ।  কেউ খাচ্ছে, কেউ কিনে নিচ্ছে, বা ...
19/06/2024

তোমরা কি জানো!? ক্ষুদা কি!?
না খেতে পেলে কেমন লাগে!? তোমার সামনে অনেক খাবার এর সমারোহ। কেউ খাচ্ছে, কেউ কিনে নিচ্ছে, বা কেউ বা বিক্রি করছে।
কিন্তু আমি ক্ষুদার্থ -খাবার চোখে দেখলেও খেতে পাই না।
কেউ দেয়-ই না!!
আমি তো রাস্তার একটা নোংরা বেড়াল মাত্র । আমার আবার কিসের ক্ষিদে!? আমি তো মানুষের ঘরে কেবল চুরি করতেই যাই। দেখলেই দৌড়ে তাড়ায় আমায়। ময়লা থেকে যাও খুঁজে পাই তাও মাঝে মধ্যে কপাল থেকে উঠে যায়। তখন না খেয়েই রাস্তার এক ধারে পরে থাকতে হয় আমার। যেন আমি ঘুমোচ্ছি এক শান্তির ঘুম, খালি পেটে এক শান্তির ঘুম।
ক্ষুদার রাজ্যে আমি বড়ই অসহায়। খাবারের যুদ্ধে আজ আমি বড়ই ক্লান্ত -পরিশ্রান্ত।
মাঝে মধ্যে উপরওয়ালাকেও অভিযোগ করি। সৃষ্টি যখন করেছো আমায়, ক্ষুদা কেন দিলে!?

# রাস্তার ধারের একটি বিড়ালের জীবন গল্প- সহজ নয় এ পৃথিবীতে টিকে থাকা।
Thoughts of rohan ©️

17/06/2024

Eid Mubarak 🌙🤍
Have a good Eid with your beloved family & beloved animals✨

15/06/2024

ঈদ মোবারক। 🤍
ঈদে আপনার পোষা প্রানী ব্যাপারে আরো বেশি যত্নশীল হোন।
✅কুরবানির ঈদে কিছু সতর্কতা:
★সবার হাতে হাতে ধারালো অ*স্র থাকে, তাই আপনার পোষা প্রানী কে ছেড়ে না দিয়ে বন্ধ রাখুন। কখন কিভাবে আঘাত লেগে যাবে বলা মুশকিল।
★কুরবানির পশুর কাচা মাংস, উচ্ছিষ্ট অংশ, পচা মাংস খেয়ে ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে।
★ কাচা বা রান্না মাংস খেয়ে কোষ্ঠকাঠিন্য সহ নানা সমস্যা হতে পারে।

✅সচেতনতা:
★অন্তত গরু জবাই করার সময় বিড়াল কুকুর কে চোখে চোখে রাখুন বা আবদ্ধ রাখুন।
★কাচা মাংস দেয়া থেকে অবশ্যই বিরত থাকবেন।
★রান্না করা মাংস না খাওয়ানোই ভালো, তবে যাদের অভ্যাস আছে তাদেরকে পরিমিত পরিমাণ দিবেন।

যত্নে থাকুক, নিরাপদ থাকুক সকালের আদরের প্রাণী।
🤍
Collected

15/06/2024

গরু নিতে না পেরে চোরের দল এলোপাতাড়ি কু'পি'য়ে'ছে বুলেটকে....

ঈদের বুকিং চলছে.... 🐾 ঈদে পোষা বিড়ালকে নিয়ে  বেড়াতে যেতে কোন সমস্যা হলে আপনি রেখে যেতে পারেন  jiku's foster  home  এ।এখা...
14/06/2024

ঈদের বুকিং চলছে.... 🐾

ঈদে পোষা বিড়ালকে নিয়ে বেড়াতে যেতে কোন সমস্যা হলে আপনি রেখে যেতে পারেন jiku's foster home এ।এখানে রয়েছে সম্পুর্ণ নিরাপদে ও ঘরোয়া পরিবেশে বিড়াল রাখার সুব্যবস্থা। 🖤

আমাদের রয়েছে পর্যাপ্ত জায়গা যেখানে ওরা নিজেদের মত ঘোরাফেরা ও খেলাধুলা করতে পারে।সম্পুর্ন বাসা কেট প্রুফ হওয়ায় হারিয়ে যাওয়ার কোন ভয় নাই।

আপনার প্রিয় প্রানিটির বুকিং নিশ্চিত করতে যোগাযোগ করুন এখনই।
Jiku's foster home
Joydevpur, Gazipur
Dhirassrom road, Torothpara

Address

Joydebpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when jiku's foster home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category