22/12/2024
একুয়ারিয়াম এর পানি হঠাৎ ঘোলাটে, যতই পানি পরিবর্তন করি তার পরও ঘোলাটে,পরিত্রাণের উপায় কি?
প্রথমত আপনার ট্যাংক এর তুলনায় ফিল্টার যথেষ্ট না হলে এমনটা হতে পারে। যার সমাধান প্রোপার বায়োলজিকালি এবং ম্যাকানিকালি পানি পরিষ্কার করে এমন একটি ফিল্টার ব্যাবহার করুন। এবং সেই ফিল্টারে পর্যাপ্ত পরিমানে বায়ো মিডিয়া ব্যবহার করবেন।
তবে অধিকাংশ ক্ষেত্রেই এটা ব্যাকটেরিয়া ব্লুমিং এর কারনেই হয়ে থাকে। সাধারণত নতুন ট্যাংক যেটা এখনো সাইক্যাল্ড না, সেসব ট্যাংক এ এটা হতে দেখা যায়। এবং এটা একদমই কমন একটি বিষয়। এছাড়া একটি ট্যাংক এ হঠাৎ কোনো বড় পরিবর্তন এর ফলেও এটা হতে পারে। অনেক সময় প্লান্টেড ট্যাংক এর লাইট, সিওটু এবং নিউট্রিশন এর অমিলের কারনেও এটা হতে দেখা যায়।
ব্যাকটেরিয়া ব্লুমিং দূর করার অনেকগুলো উপায় রয়েছে।
তার মধ্যে সবচাইতে সহজ একটি উপায় হচ্ছে ব্লাকআউট।
কিভাবে করবেন ❓
সহজ ভাষায় ৪৮-৭২ ঘন্টার জন্য আপনার ট্যাংকটিকে সম্পূর্নভাবে মোটা কোনো কাপড় দিয়ে এমনভাবে ঢেকে দিন যেনো বাহিরের কোনো আলো ট্যাংক এ প্রবেশ করতে না পারে। এবং ট্যাংক এ এই সময়ে কোনো লাইট ব্যবহার করা যাবেনা, সেই সাথে সিওটু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে ফিল্টার রানিং থাকবে৷ ট্যাংক এ যদি মাছ থাকে সে ক্ষেত্রে অল্প সময়ের জন্য কাপড় সরিয়ে খাবার দেয়া যেতে পারে। এসময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত খাবার যেনো ট্যাংক এ না দেয়া হয়।
নির্ধারিত সময় পর ট্যাংক এর উপর থেকে কাপড় সরিয়ে নিন, ট্যাংক এর গ্লাসে, গাছের পাতায় যেসব এল্গি লেগে থাকে সেগুলো ম্যানুয়ালি পরিষ্কার করে ট্যাংক এর পানি পরিবর্তন করুন এবং এর পর সপ্তাহে অন্তত ২ বার ট্যাংক এর পানি পরিবর্তন করার চেষ্টা করবেন।
ট্যাংক এ যেনো এই সমস্যা না হয় সেজন্য কি করবো❓
বাজারে বিভিন্ন উপকারী ব্যক্টেরিয়া পাওয়া যায় যেগুলো ট্যাংক এ ব্যবহার করলে ট্যাংক দ্রুত ব্যালেন্সড হয়। চাইলে ট্যাংক সেটাপের সময় সেগুলো ব্যবহার করা যেতে পারে।
তাছাড়া ট্যাংক এ লাইট, সিওটু, নিউট্রিয়েন্ট এর পরিমানে যেনো অমিল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত লাইট-সিওটু দেয়া যাবেনা। ট্যাংক এর সাইজ অনুযায়ী পর্যাপ্ত পরিমানে প্লান্ট লাগাতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ভালো বায়োলজিকাল ফিল্টার ব্যবহার করতে হবে। যা সর্বদা ট্যাংক এর পানি পরিষ্কার রাখতে সক্ষম।
সপ্তাহে ২-৩ বার, অন্তত একবার হলেও ট্যাংক এর পানি পরিবর্তন করা উচিত।
গুগলে এর বাইরে আরো বেশ কিছু উপায় সম্পর্কে লিখা রয়েছে, তবে আমাদের দেশে সচরাচর এই পদ্ধতি অবলম্বন এর মাধ্যমে ব্যাকটেরিয়া ব্লুমিং মোকাবেলা করা হয়।
আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।
আপনাদের মধ্যে যারা ইতোমধ্যে এই সমস্যায় পড়েছেন তারা কিভাবে এর থেকে পরিত্রাণ পেয়েছেন সে সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।🌱🌱
01628-415832
Aquatic plants Bangladesh