Green Agro Farm Ltd.

Green Agro Farm Ltd. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green Agro Farm Ltd., Urban Farm, Khagrachari.

নার্সারি পুকুরের নাইট ভিউ
28/10/2023

নার্সারি পুকুরের নাইট ভিউ

শীতকালীন মাছের মজুূদ ও পরিচর্যা :-যে সকল চাষী ভাইয়েরা প্রথম ব্যাচের মাছ বিক্রি করে দ্বিতীয় ব্যাচে মাছ মজুূদ করবেন, তাঁরা...
25/10/2023

শীতকালীন মাছের মজুূদ ও পরিচর্যা :-

যে সকল চাষী ভাইয়েরা প্রথম ব্যাচের মাছ বিক্রি করে দ্বিতীয় ব্যাচে মাছ মজুূদ করবেন, তাঁরা একটু লক্ষ্য করুন।।
আমরা সকলেই জানি শীতকাল ইতিমধ্যে এসে পড়েছে।
দেশের অনেক জেলায় ভোর বেলার দিকে কুয়াশা পড়ার পাশাপাশি পুকুরে পানির স্তর নামতে শুরু করেছে।
তাই যে সকল চাষীর পুকুরে সেঁচ দেওয়ার ব্যবস্হা নেই, তাঁরা বুঝে শুনে পোনা মজুূদ করবেন।
শীতকালে মাছের রোগ-বালাই বেশি হয়, তাই এ সময়ে অতিঘনত্ব পরিহার করে সূষম ঘনত্বে পোনা মজুূদ করুন।
শীতকালে পানির প্যারামিটারের প্রতি বাড়তি নজরদারি করতে হবে।
পানির পরিবেশ ঠিক রাখতে এ সময়ে নিয়মিত চুন-লবনের ডোজ করুন।
সবচেয়ে ভাল হয় নিয়মিত গভীর নলকূপ থেকে পানির সেঁচ দিতে পারলে।
ভূলেও আগামী সিজনের জন্য ক্যাটফিস মাছের পোনা চাপে রাখবেন না।
তবে পাঙাশ মাছের পোনা চাপে রাখতে পারেন।
এ সময়ে নতুন করে শিং-মাগুর, পাবদা-গুলসা, কৈমাছ চাষে দিতে চাইলে অবশ্যই ঘনত্ব কমিয়ে মজুূদ করুন।।

শীতকালীন মাছ চাষে বিভিন্ন সমস্যা ও সমাধান।।

অনেক চাষী ভাই শীতকালে মাছের ঘনত্ব, খাবার প্রয়োগ, মাছের গ্রোথ কেমন হবে, কি কি পরিচর্যা নিতে হবে ইত্যাদি বিষয়ে জানতে চান?
সেসব চাষী ভাইদের জন্য কিছু তথ্য উপাত্ত :-
শীতকালে কি কি সমস্যা দেখা দিতে পারে?
(১) ক্ষতরোগ ও পেট ফোঁলা রোগ
(২) প্লান্কটন ও ইউগ্লেনার আক্রমণ
(৩) এ্যামোনিয়ার প্রাদুর্ভাব ও পিএইস উঠা নামা করা
(৪) মাছের চলাফেরা কমে যাওয়া ও খাবার গ্রহনে অনীহা
(৫) সর্বোপরি মাছের গ্রোথ থমকে যাওয়া বা কমতে থাকা।

সমস্যা সমাধানে করণীয় :-
(১) সেঁচ দেওয়ার মাধ্যমে পানির গভীরতা ঠিক রাখা।
সম্ভব হলে রাতের বেলায় গভীর নলকূপের সেঁচ দিয়ে পানির তাপমাত্রা বাড়ানো
(২) নভেম্বর মাসের শেষের দিকে সব ধরনের মাছ চাষে ঘনত্ব কমিয়ে ফেলা
(৩) পানিতে এ্যামোনিয়া, পরজীবী ও জীবাণু তৈরী হয় এমন কিছু প্রয়োগ না করা।
(৪) বৃষ্টিপাত না হওয়ার কারনে পানির অম্লতা বেড়ে যায়, তাই প্রয়োজন বোধে নিয়মিত প্রোবায়োটিক ও চুন-লবন প্রয়োগ করুন।
মাছের ঘনত্ব, পানির গভীরতা ঠিক রেখে প্রয়োজনে চুন-লবন প্রয়োগ করলে শীতকালে মাছ কে রোগ-বালাইয়ের হাত থেকে রক্ষা করা যায়।

শীতকালে শিং-মাগুর, কৈ, পাবদা ২২ ডিগ্রি তাপমাত্রায়
রুই,মৃগেল, কালিবাউস, সাদাবাউস,কার্পূ, কাতাল, বিগহেড, গ্রাসকার্প, বাটা,স্বরপুঁটি ২০ ডিগ্রি তাপমাত্রায়
পাঙ্গাস, তেলাপিয়া ১৮ ডিগ্রি তাপমাত্রায়
এবং সিলভারকার্প ও গুলসা ১৬ ডিগ্রি তাপমাত্রায়ও স্বাভাবিক খাবার গ্রহন করে।

শীতকালীন পরিচর্যা বলতে প্রধান কাজ হল পানির গভীরতা ঠিক রাখা ও রাতের বেলায় গভীর নলকূপের সেঁচ দেওয়া।
অপ্রয়োজনে পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করবেন না।

প্লান্কটন, ইউগ্লেনা মাছের খাবার হিসাবে ব্যবহার করুন

এখন শীতকাল আবহাওয়া পরিবর্তনের কারনে শীতের শুরুতে এবং শেষের দিকে প্রায় পুকুরে ইউগ্লেনা জন্মাবে।
এটা তেলাপিয়া, পাঙ্গাস এবং কার্পজাতীয় মাছের জন্য প্রোটিন সমৃদ্ধ একটি প্রাকৃতিক খাবার।
ভিডিও তে লক্ষ্য করে দেখুন পাঙ্গাস, তেলাপিয়া, কার্পমাছ প্লান্কটনের পাশাপাশি ইউগ্লেনাও কিভাবে খাচ্ছে।
কারো পুকুরে ইউগ্লেনা হলে টেনশন করার কিছু নেই।
স্বাভাবিক নিয়মে খাবার প্রদান ও অন্যান্য পরিচর্যা চালিয়ে যাবেন।
যতক্ষণ পর্যন্ত মোটা আস্তরণ পড়ে সম্পূর্ণ পুকুর ঢেকে না ফেলে, ততক্ষণ পর্যন্ত কোন ব্যবস্হা গ্রহণের দরকার নেই।
প্রতিদিন বাঁশ অথবা রশির সাহায্যে পুকুরের এক কোণায় জমা করে দিতে পারলে, দেখবেন মাছে সেখান থেকে মজা করে খাচ্ছে।

শীতকালে যেহেতু বৃষ্টিপাত হয়না, তাই অতিরিক্ত জৈবিক পদার্থ ও উচ্ছিষ্ঠ প্রোটিনের কারনে পানিতে প্লান্কটন (সবুজ শেওলা) জন্মাবে।
জীবাণুনাশক বা অন্য কোন উপায়ে হঠাৎ করে দমন করতে চাইলে, তাতে করে প্লান্কটন ক্রাশ করে এ্যামোনিয়া তৈরী হবে এবং অক্সিজেনের অভাব দেখা দিবে।
তাই কারো পুকুরে অতিরিক্ত সবুজ শেওলা দেখা দিলে খাবার বন্ধ রাখুন বা পরিমানে কম প্রয়োগ করুন।
নিয়মিত নতুন পানি যোগ করুন, প্লান্কটন গ্রহণ কারী একটু বড় সাইজের কাতাল, সিলভারকার্প, বিগহেড ও তেলাপিয়া মাছ মজুদ করুন।
আমাদের মধ্যে কিন্ত অনেক চাষী এই প্লান্কটন তৈরী করতে প্রতিমাসে হাজার হাজার টাকা ব্যয় করে থাকেন।
শুধু খেয়াল রাখবেন মাত্রাতিরিক্ত যেন না হয়।
তাই ইউগ্লেনা, প্লান্কটনকে অভিশাপ নয় আশির্বাদ হিসাবে গ্রহণ করুন।

24/09/2023
07/10/2022
আগামীকাল থেকে পরীক্ষা মূলকভাবে পুকুরে  মাছ ধরা হবে। আগ্রহী রা অর্ডার করতে পারেন। চিতল,কাতলা,রুই,কালিঘুন্যা,গ্রাস কার্প, ...
07/04/2022

আগামীকাল থেকে পরীক্ষা মূলকভাবে পুকুরে মাছ ধরা হবে। আগ্রহী রা অর্ডার করতে পারেন। চিতল,কাতলা,রুই,কালিঘুন্যা,গ্রাস কার্প, কার্পু,তেলাপিয়া,সরপুঁটি সহ বিভিন্ন ধরনের মাছের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন

19/03/2022

মনোসেক্স তেলাপিয়া ভাদি পোনা বিক্রয় করা হবে।
কেজিতে ১২/১৩ পিস। প্রতি কেজি ৩০০/-। দুই মাস পালানোর পরে কেজিতে ৩/৪ পিস হবে

11/03/2022

বেলায়েত হোসেন ২০২১ সালে টাঙ্গাইল জেলার সেরা মৎস্যচাষি ও সফল উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় পুরস্কার ...

ইকোপন্ড
21/01/2022

ইকোপন্ড

22/11/2021

৩ একর (৩০০ শতক) পুকুরে যেভাবে আমি ফাইটোপ্লাংটন ব্লুম তৈরি করিঃ-
১।ইউরিয়া ১০ কেজি
২। ডিএপি ১০ কেজি
৩। চিতাগুড় ৫/৬ কেজ
৫। খৈল ১০ কেজি
৬। গোবর ৪০/৫০ কেজি এক সাথে মিশিয়ে প্রায় ২৪ ঘন্টা ভিজিয়ে পরের দিন সকাল ৯/১০ টায় সম্পুর্ণ পুকুরে ছিটিয়ে দিই। এভাবে ১৫ দিন পর পর দিলে ভাল ফলন পাওয়া যাবে।
[বিঃ দ্রঃ বর্ষাকালে বা মেঘলা দিনে প্রয়োগ করার প্রয়োজন নাই।]

22/11/2021

মনোসেক্স তেলাপিয়া ২ মাস ১২ দিনে কেজিতে ৩৩০০ পিস থেকে কেজিতে ৪০ টা।

আগামীকাল চিতল মাছ ধরা হবে। আগ্রহীরা যোগাযোগ  করতে পারেন।
30/09/2021

আগামীকাল চিতল মাছ ধরা হবে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।

একই পুকুরে দুই ধরণের Ph প্রথম চিত্রের অংশে চুনের পরিমাণ বেশি দেওয়া হয়েছে। তাই  Ph 8.0 আর দ্বিতীয়  চিত্রের অংশে ছোট  পোনা...
26/09/2021

একই পুকুরে দুই ধরণের Ph প্রথম চিত্রের অংশে চুনের পরিমাণ বেশি দেওয়া হয়েছে। তাই Ph 8.0 আর দ্বিতীয় চিত্রের অংশে ছোট পোনা আছে। তাই চুন কম প্রয়োগ করা হয়েছে। তাই Ph 6.0. যা বিপজ্জনক

23/09/2021

১০ সেপ্টেম্বর ২০২১ মাছগুলো ছাড়া হয়েছিল, আজ ২৩ সেপ্টেম্বর। এই ১৩ দিনে ওজন মোটামুটি দ্বিগুণ হয়েছে। অদের জন্য নির্ধারিত নার্সারি পাঊডার, কিন্তু ওদের পছন্দ ৩ মিলিমিটার 😆

10/09/2021

নতুন অতিথি 🐠🐟

অনেক চেষ্টার পর আজকে একটা পাইলাম।  অর্ডার অনুসারে ধরা হয়। আগামীকাল আবার ধরা হবে
03/09/2021

অনেক চেষ্টার পর আজকে একটা পাইলাম। অর্ডার অনুসারে ধরা হয়। আগামীকাল আবার ধরা হবে

01/09/2021

দুই মাস আগে ছেড়েছিলাম পোনাগুলো। তেলাপিয়া কেজিতে ২১৮ পিস, সরপুঁটি কেজিতে ৫৮০ পিস, পাঙ্গাস কেজিতে ৬২০ পিস, বর্তমানে তেলাপিয়া কেজিতে ১৫-১৮ পিস, সরপুঁটি কেজিতে ২৫ পিস, পাঙ্গাস কেজিতে ১৫ পিস
নিয়মিত ফিড প্রভিটা কার্প, তেলাপিয়া, পাঙ্গাস গ্রোয়ার।
আগামি সপ্তাহে ব্র‍্যান্ড চেঞ্জ #নারিশ

22/08/2021

Feeding time

15/08/2021

সকাল বেলা ভাসমান ফিড প্রয়োগ করার সময়

27/07/2021

পাঙ্গাস আর সিপিএম তেলাপিয়ার পরীক্ষামূলক চাষ

Ready for sale. Green Agro Farm Ltd.,College Para,Khagrachari
21/06/2020

Ready for sale.
Green Agro Farm Ltd.,College Para,Khagrachari

স্বল্পমূল্যে বিভিন্ন ফলজ চারা বিক্রয় করা হবে
11/03/2020

স্বল্পমূল্যে বিভিন্ন ফলজ চারা বিক্রয় করা হবে

Pure Honey. Ready for sale
20/12/2018

Pure Honey. Ready for sale

13/10/2018

আমার সাহসী মৌমাছিগুলো ভীমরূলকেও ঘায়েল করে ফেলল।

গিরিবাজের বাচ্চাগুলো খাবার পাত্রেই বসে আছে 😀
13/10/2018

গিরিবাজের বাচ্চাগুলো খাবার পাত্রেই বসে আছে 😀

Address

Khagrachari
4400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Agro Farm Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


You may also like