Persian cat park BD

Persian cat park BD Welcome to my pet's world.

মাশাআল্লাহ মা ছেলে ❤️❤️❤️
26/01/2025

মাশাআল্লাহ
মা ছেলে ❤️❤️❤️

Traditional persian Male and female NFA
18/01/2025

Traditional persian
Male and female
NFA

❌Boycott Decent pet shop❌যাদের মধ্যে পশু পাখী দের জন্য কোনো মায়া নাই,যারা পশু খাদ্য বিক্রি করে কিন্তু ওদের কোথা চিন্তাও...
01/01/2025

❌Boycott Decent pet shop❌

যাদের মধ্যে পশু পাখী দের জন্য কোনো মায়া নাই,

যারা পশু খাদ্য বিক্রি করে কিন্তু ওদের কোথা চিন্তাও করে না এমন পেট শপ আমদের গ্রুপে থাকতে পারে না ।ওদের থেকে কোনও প্রোডাক্ট কিনবেন না দয়া করে|

লাইকা জানত না, মানুষ তাকে কোথায় পাঠাচ্ছে!মহাকাশে যাওয়া কি চাট্টিখানি কথা? তাও আবার প্রথম প্রাণী হিসাবে মহাকাশ ভ্রমণ? তাও...
03/11/2024

লাইকা জানত না, মানুষ তাকে কোথায় পাঠাচ্ছে!

মহাকাশে যাওয়া কি চাট্টিখানি কথা? তাও আবার প্রথম প্রাণী হিসাবে মহাকাশ ভ্রমণ? তাও আবার একটি কুকুর হয়ে?

কুকুরটির নাম লাইকা।

লাইকার আসল নাম ছিল ‘কুদ্রজাভকা’। মস্কোর রাস্তা থেকে তুলে আনার সময় তার বয়স ছিল ৩ বছর। অবশ্যই লাইকার যোগ্যতা ছিল, নইলে দুনিয়ার হাজার মানুষ এবং কুকুরকে পেছনে ফেলে তাকে কেন বাছাই করা হবে প্রথম মহাকাশযাত্রী হিসেবে? স্পুটনিক ২ ক্যাপসুলের সাথে পুরোপুরি মানিয়ে নিতে পারবে বলেই লাইকাকে এই মিশনের জন্য বেছে নেওয়া হয়। মানুষ খুব বুদ্ধিমান প্রাণী বলেই ফিরে না-আসার এই মিশনে একজন মানুষকে না-পাঠিয়ে কুকুর লাইকাকে পাঠিয়ে দেয়া হয়! তাই এটাকে মৃত্যুদণ্ডও বলা যায়। বিনা অপরাধে মৃত্যুদণ্ড বললে আরও ভালো মানায়।

১৯৫৭ সালের ৩ নভেম্বর সকাল দুইটায় পৃথিবী থেকে বিদায় নেয় লাইকা। তার এই বিদায় সত্যিকার অর্থেই ‘বিদায়’ ছিল। কারণ সেদিন স্পুটনিক-২ মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই লাইকা মারা যায়।

সম্ভবত সে সাত ঘণ্টার মতো বেঁচে ছিল। তবে কিছু সূত্র দাবি করে যে লাইকা কক্ষপথে চার দিন যন্ত্রণার সাথে বেঁচে ছিল। তারপর কেবিন অতিরিক্ত উত্তপ্ত হওয়ার কারণে সে মারা যায়। কেউ কি কল্পনা করতে পারব, সেদিন লাইকার সাথে কী কী ঘটেছিল?

মহাকাশে বিজয়ের জন্য লাইকার প্রাণ উৎসর্গ করাটা যুক্তিসঙ্গত ছিল কি ছিল না, সে তর্ক হয়তো করা যাবে। কিন্তু মানবজাতির এইসব অর্জনের জন্য নিরীহ প্রাণীদের এভাবে নির্যাতন করা কি সত্যিই নৈতিক ছিল? শুধু বুদ্ধির জোরে চাইলেই কি মানবজাতি এমন কাজ করতে পারে?

রাস্তার কুকুর লাইকা কখনোই জানত না যে, তার জীবনটাকে কেড়ে নেওয়া হয়েছে মানবজাতির অর্জন হাসিল করতে।

লাইকাকে আমরা মনে রাখব।

08/09/2024

ছেলেটারে একটু লারাইতে পারিনা। 😒😒
অলস 🤦‍♀️🤦‍♀️
আজকে তার কি জানি হলো।😮😮
সবাই ওর জন্য দোয়া করবেন।🤲🤲

30/08/2024

কারো বিড়াল হারানো গিয়েছে?
ওর পায়ে কালার করা
এই বিড়ালটা আজকে ভোর থেকে আমাদের বাসায় দরজার সামনে অনেক কান্না করছে।
ও মনে হয় পিছনের পায়ে ব্যাথা পেয়েছে আমি খাবার খাইয়ে ঔষধ দিয়েছি।
লোকেশন : খিলগাঁও তিলপাপারা। রোড নম্বর-৭।

MashAllahMy new CFA imported Exotic Persian. Not for sale.
15/08/2024

MashAllah
My new CFA imported Exotic Persian.
Not for sale.

আমার ফেসবুকে যারা যারা আছেন কষ্ট করে আমার একটু উপকার করেন,সবাই একবার করে শেয়ার করে দেন। তাহলে আমার বাবার মতন এরকম অনেকে...
11/08/2024

আমার ফেসবুকে যারা যারা আছেন কষ্ট করে আমার একটু উপকার করেন,
সবাই একবার করে শেয়ার করে দেন।
তাহলে আমার বাবার মতন এরকম অনেকের উপকার হবে যাদের সারা জীবনের উপার্জনের রাস্তা ছিল এটা।
এইসকল জুলুমকারীদের বিচার চাই😔😔

06/08/2024

guess Who is this? 🫣🫣

05/08/2024

গণ ভবনে পাওয়া গণ কবর 😭😭😭

05/08/2024

এইযে আপনারা
এমন ছ্যাঁচড়ামি করতাছেন 🤮
এত জিনিসপত্র ভাঙতেছেন 😥
দেশের সম্পদগুলো নষ্ট করতেছেন
একবার ভেবে দেখনতো এই সম্পদগুলো কার টাকায় আসছে??
এগুলো আপনার, আমার,আমাদের মা-বাবা কষ্টের টাকায় করা আমাদের প্রাণপ্রিয় দেশের সম্পদ।
এইসব নোংরামি কেন??
দয়াকরে বন্ধ করেন 😭😭

05/08/2024

কোনো কিছু বেশি বেশি ভালো না।
দেশ স্বাধীন করলো শিক্ষিত সমাজ। আর বিজয় উদযাপনের নামে নোংরামি করতেছে অশিক্ষিত সমাজ।

17/07/2024

পিতার নামে কন্যা খাচ্ছে, কন্যার নামে নাতি,
নাতির নামে পুতি খাবে, উপোশ থাকবে জাতি.!!
বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি।
চাষার ছেলে চাষাই রবে,
কোটায় গড়া জাতি!
কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।

মেয়েটা খুবই মন খারাপ করে আছে 😔
26/06/2024

মেয়েটা খুবই মন খারাপ করে আছে 😔

দেখতে খুবই ইন্নোসেন্ট না?🫠🫠🫠🤩😍🥰😘 কিন্তু তার মাথায় কি কি সয়তানি যে আছে তা আল্লাহ পাক ভালো জানেন । 😵‍💫😵‍💫😵‍💫
24/06/2024

দেখতে খুবই ইন্নোসেন্ট না?🫠🫠🫠🤩😍🥰😘
কিন্তু তার মাথায় কি কি সয়তানি যে আছে তা আল্লাহ পাক ভালো জানেন । 😵‍💫😵‍💫😵‍💫

Address

Khilgaon
1219

Telephone

+8801674087273

Website

Alerts

Be the first to know and let us send you an email when Persian cat park BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Persian cat park BD:

Videos

Share

Category