Shirin Goat Farm

Shirin Goat Farm Shirin Goat Farm started journey in 2011. Shirin Goat Farm journey to serve Bangladesh fresh and qual
(2)

ছাগলের গ্যাস হওয়ার কারণঃ১। ছাগলকে পচা কিংবা বাসি খাদ্য খেতে দিলে।২। এক বারে অতিরিক্ত দানাদার খাদ্য খাবার কারণে।৩।  ইউরিয়...
02/12/2021

ছাগলের গ্যাস হওয়ার কারণঃ

১। ছাগলকে পচা কিংবা বাসি খাদ্য খেতে দিলে।

২। এক বারে অতিরিক্ত দানাদার খাদ্য খাবার কারণে।

৩। ইউরিয়া যুক্ত ঘাস খাওয়ানোর কারণে।

৪। ছাগলকে নেপিয়ার, পাকচং ঘাস ক্ষেত থেকে কেটে এনে সরাসরি খাওয়ানোর ফলে।

৫। কীটনাশক যুক্ত ঘাস খাবার কারণে।

৬। এছাড়াও অনান্য বিভিন্ন কারণে ছাগলের পেটে গ্যাসের সৃষ্টি হতে পারে।

গ্যাস হলে করণীয়ঃ

১) ছাগলের পেটে গ্যাস হলে সকল প্রকার খাদ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

২)দিনে দু'বার লিকুইড এনটি জাইম দিন।

ছাগলের পেট ফাঁপা থেকে রক্ষা করতে অবশ্যই এনটি জাইম ব্যবহার করুন।

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█*জাতিসংঘ জলবায়ু সম্মেলেনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ...
31/10/2021

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
*জাতিসংঘ জলবায়ু সম্মেলেনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জানার জন্য সরকারী ভেটেরিনারি  প্রজনন কর্মীরা বীজ দেওয়ার পর সর্বোচ্চ 270 টাকা ফি নিতে পারবে (৭০ টাকা বীজ ও পারিশ্রমিক) বা...
29/10/2021

জানার জন্য
সরকারী ভেটেরিনারি প্রজনন কর্মীরা বীজ দেওয়ার পর সর্বোচ্চ 270 টাকা ফি নিতে পারবে (৭০ টাকা বীজ ও পারিশ্রমিক) বাকি 200 টাকা ১০ কিঃমিঃ দূরুত্ব অতিক্রম করার খরচ।
বেসরকারি প্রজনন কর্মীরা সর্বোচ্চ 400 টাকা নিতে পারবে যেখানে বীজ ও পারিশ্রমিক মিলে 200 টাকা। বাকি 200 টাকা 10 কিঃমিঃ দূরত্ব অতিক্রম করলে।

যদি আপনার বাসা ৫ কিঃমিঃ দূরে হয়ে থাকে তাহলে সরকারি বীজের খরচ দিবেন ১৭০ টাকা, আর বেসরকারি প্রজনন কর্মীর খরচ দিবেন ৩০০ টাকা।

Its Argentina 🇦🇷Copa America Champion 🇦🇷Congratulations ❤️
11/07/2021

Its Argentina 🇦🇷
Copa America Champion 🇦🇷
Congratulations ❤️

30/05/2021

খামার মানে শুধু আর্থিক বেপার তা নয়,নিজের আত্তত্রিপ্তি ও ভালোবাসার নামও খামার।

Shirin Goat Farm
Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]















Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]

29/05/2021

খামার মানে শুধু আর্থিক বেপার তা নয়,নিজের আত্তত্রিপ্তি ও ভালোবাসার নামও খামার।

Shirin Goat Farm
Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]















Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]

দুধ, মাংস পরিবহনে কোন সমস্যা হবে না। মিষ্টি দোকান, হোটেল রেস্টুরেন্ট দুপুরের ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা য...
12/04/2021

দুধ, মাংস পরিবহনে কোন সমস্যা হবে না। মিষ্টি দোকান, হোটেল রেস্টুরেন্ট দুপুরের ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে পার্সেল এবং হোম ডেলিভারী দেবার জন্য। তবে হোটেলে বসে খাওয়া যাবেনা।

বিশ্বের উন্নয়নশীল আট দেশের শীর্ষ সংস্থা D-8 এর সভাপতি হিসেবে আগামী চার বছরের জন্য নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্...
09/04/2021

বিশ্বের উন্নয়নশীল আট দেশের শীর্ষ সংস্থা D-8 এর সভাপতি হিসেবে আগামী চার বছরের জন্য নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

খামারের জন্য অতি প্রয়োজনীয় উপাদান রক সল্ট (হিমালয় পিংক সল্ট)রক সল্ট বা হিমালয় পিংক সল্ট গরুকে চেটে খাওয়ার জন্য দেওয়া হ...
23/03/2021

খামারের জন্য অতি প্রয়োজনীয় উপাদান রক সল্ট (হিমালয় পিংক সল্ট)
রক সল্ট বা হিমালয় পিংক সল্ট গরুকে চেটে খাওয়ার জন্য দেওয়া হয়।
"গরু, মহিষ, ছাগল, ভেড়া বা ঘোড়া এদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ও উৎপাদন বৃদ্ধি করতে হিমালয় পিংক সল্ট দারুণ ভাবে সহায়তা করে। গরু বা অন্যান্য প্রাণী যখন হিমালয় পিংক সল্ট চাটতে থাকে তখন প্রানীর লালার নিঃসরণ বৃদ্ধি পায়। এতে প্রাণীর হজম সহ সকল শরীরবৃত্তীয় প্রক্রিয়া বৃদ্ধি পায়। এতে গরু অধিক সুস্থ ও অধিক উৎপাদনশীল হয়।"
এই রক সল্ট থেকে ৯২ টি অর্গানিক বা জৈব মিনারেল পাওয়া যায়। যা,প্রানীর শরীরের মিনারেলের অভাব পুরন করে।
👉হজম ক্ষমতা বৃদ্ধি করে।
👉খাবার গ্রহনের রুচি বৃদ্ধি করে।
👉গরুর প্রজনন স্বাস্থ্য উন্নত করে।
👉দুধের উৎপাদন বৃদ্ধি করে।
👉মাংসের উৎপাদন বৃদ্ধি করে।
👉দেখতে সুন্দর ও চকচকে করে।
👉 ট্রায়ালে দেখা গিয়েছে যে, এই রক সল্ট দুধের ফলন প্রায়13% বৃদ্ধি করে।
👉এক গরু আরেক গরুর শরীর চাটা বন্ধ করে।
👉 ধুলোবালি ও দেয়াল চাটা বন্ধ করে।
👉 পিকা রোগ হয় না।
👉যেসকল গরু সারাদিন জিহবা বের করে রাখে,এই রক সল্ট চাটার ফলে সেই সমস্যা দূর হয়।
খাওয়ানোর নিয়ম :
👉 গরুর বিশ্রামের জায়গায় এটি রেখে দিলে চেটে খাবে।
রক সল্ট কারো প্রয়োজন হলে নিতে পারেন।

Shirin Goat Farm

Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]









Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]







13/03/2021

ছাগলের ও ভেড়ার কৃমির ঔষধ এবং ব্যবহার।
কি কি কৃমি ছাগলের ও ভেড়ার জন্য ক্ষতিকর
১. গোলাকৃতির কৃমি (Roundworm)
২. কলিজা কৃমি (Liver flukes)
৩. ফিতা কৃমি (Tapeworm)
আরো অনেক জাতের আছে। মূলত এই তিনটা বেশি ক্ষতিকর
বাজারে অনেক রকমের কৃমির ঔষধ পাওয়া যায় এবং আমরা অনেক সময় বুঝে উঠতে পারিনা কোন সময় কোন ঔষধ খাওয়াবো তাই এই ব্যাপারে একটা ধারণা দেয়া হলো
এখানে ৪ ধরণের কৃমির ঔষধ নিয়ে আমরা আলোচনা করবো যেগুলি ব্যবহার করে আমরা ভালো ফলাফল পেয়েছি। আমরা এইখানে যে ঔষধ গুলোর নাম উল্লেখ করবো তা সাধারণ জেনেরিক নাম যা আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাবেন কিন্তু জেনেরিক নাম সব সময় একই হবে। আপনি এই নাম গুলো যেকোন ফার্মাসিতে দেখালে দিয়ে দিবে আশাকরি
1⃣ Albendazole
কলিজা কৃমি এবং ফিতা কৃমি
Tapworm and flukes.
2⃣ Triclabendazole 5% and Ivermectine 0.1%
ছোট বড় কলিজা কৃমি
Immature & Mature liver fluke [Fasciola gigantica and Fasciola hepatica]
গোলাকৃতির কৃমি (Roundworms), ফুসফুসের কৃমি (Lungworms) and নাকের ভিতর যে কৃমি হয় (Nasal Bot)
3⃣ Levamisole Hydrochloride & Oxyclozanide
ছোট ছোট চ্যাপ্টা ধরণের কৃমি (Fluke)
4⃣ Closantel Sodium Dihydrate
কলিজা কৃমি (Liver fluke),গোলাকৃতির কৃমি Roundworm, Lice.
ছাগল বা ভেড়ার বাচ্চা ১ থেকে ৩ মাস
প্রথম মাসে Albendazole [Jan, Apr, Jul, Oct]
দ্বিতীয় মাসে Triclabendazole 5% and Ivermectine 0.1% [Feb, May, Aug, Nov]
তৃতীয় মাসে Levamisole Hydrochloride & Oxyclozanide [Mar, Jun, Sep, Dec]
এই ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কৃমি ঔষধ দিতে হবে। পাশে উল্লেখিত মাস গুলো খেয়াল করলে বুজতে পারবেন।
প্রাপ্ত বয়স্ক ছাগী
প্রথম মাসে Triclabendazole 5% and Ivermectine 0.1% [Jan]
পঞ্চম মাসে Levamisole Hydrochloride & Oxyclozanide [May]
নবম মাসে Closantel Sodium Dihydrate [Sep]
বাচ্চা হওয়ার পাঁচদিন পর থেকে ২০ দিনের ভিতর Albendazole.
প্রাপ্ত বয়স্ক পাঠা ও খাসি
প্রথম মাসে Triclabendazole 5% and Ivermectine 0.1% [Jan]
চতুর্থ মাসে Levamisole Hydrochloride & Oxyclozanide [Apr]
সপ্তম মাসে Closantel Sodium Dihydrate [Jul]
দশম মাসে Albendazole [Oct]
৩ মাসের উপর বয়স্ক সকল ছাগল বা ভেড়াদের প্রাপ্তবয়স্ক তালিকা মোতাবেক ঔষধ দিতে হবে। তবে ঔষধের পরিমান সবসময় ছাগলের ওজনের উপর ভিত্তি করে দিতে হবে।

Shirin Goat Farm এর কচি-কাঁচার আসর...🥰🥰🥰🥰

Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]







23/02/2021
23/02/2021
"ক্ষ্যার" খাইয়ে ছাগল পালন করে বিশেষ লাভ হবে বলে মনে হয় না ! ক্ষ্যার এর পুষ্টিগুণ সামান্য ! সারাদিনের মোট খাদ্যের ২০% দ...
21/02/2021

"ক্ষ্যার" খাইয়ে ছাগল পালন করে বিশেষ লাভ হবে বলে মনে হয় না !

ক্ষ্যার এর পুষ্টিগুণ সামান্য ! সারাদিনের মোট খাদ্যের ২০% দিতে পারেন .. ছোট ছোট করে কেটে চিটাগুড় ভুট্টার ভুষি , কিছু ফিড সাপ্লিমেন্ট , লবন সহযোগে মেখে দিতে পারেন ..

শুধুমাত্র নেপিয়ার ঘাসের উপর নির্ভর করেও খামারের পশুর পুষ্টি নিশ্চিত হবে না !

লিগুম জাতীয় ঘাসপাতা , প্রাকৃতিক ঘাস , কাঠাল পাতা , সজনে , বারোমাসি ঘাসের পাশাপাশি মরশুমি ঘাসের চাষ .. থাকা আবশ্যক

Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]







11/09/2020

খামারে পাঠার প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা-

আমরা খামারের জন্য অনেক কিছুই করি। কিন্তু পাঁঠা রাখতে অনেকে চাননা।আর এই পাঁঠা ছাড়া ছাগলের খামার করে লাভবান হওয়া অনেক কষ্টের।
ব্লাক বেঙ্গল ছাগল ছাড়া অন্য যেকোনো উন্নত জাতের ছাগল হিটে আসলে চেঁচামেচি করে না।এটাকে সাইলেন্ট হিট বলে।এই সাইলেন্ট হিট 2 ভাগে বিভক্ত।
১.
ক- প্রস্রাবের রাস্তায় সাদা পানির মতো মল ভাঙবে।
খ- বার বার অল্প অল্প প্রস্রাব করবে।।
গ-লেজ খাঁড়া করে ডানে বামে নাড়াচাড়া করবে।
ঘ- প্রস্রাবের রাস্তা গোলাপি অথবা লাল হবে।
ঙ- খাওয়া কম খাবে।
চ- অন্য ছাগলের সাথে বা সামনে যা পায় তাতেই মাথা দিয়ে মারতে থাকবে ও অন্য ছাগলের উপর উঠে যেতে চাইবে।

২.
উপরের কোন লক্ষ্যন বা পার্থক্য থাকে না,স্বাভাবিক ছাগল আর হিটে আসা ছাগলের মধ্যে।

পাঁঠা থাকলে এই দ্বিতীয় নাম্বার সাইলেন্ট হিট খুব সহজেই বুঝতে পারবেন।আর না থাকলে কোনো ভাবেই বুঝার সুযোগ নেই।
যারা শখে কয়েকটি ছাগল পালন করেন। যার কারণে পাঁঠা রাখতে চাননা,তারা অন্তত একটা খাশী রাখতে পারেন, তাহলে ঐ খাসি বুঝিয়ে দিবে কখন ছাগি হিটে আসে।
আর যারা বাণিজ্যিক খামার করেছেন বা করতে চাচ্ছেন,তাঁরা অবশ্যই পাঁঠা রাখবেন অন্যথায় অনেক বিড়ম্বনায় পড়তে হবে।কারন-
পাঁঠার মুখ আর শিং এর গোড়া থেকে এক ধরনের গ্যাস নির্গত হয় যা ছাগিকে হিটে আনতে সহযোগিতা করে।পাঁঠার প্রস্রাবের গন্ধ, ডাকাডাকি,ছাগিকে সময় মতো হিটে আনে।
যারা পেরেশানিতে থাকেন এই বিষয় নিয়ে যে ,বাচ্চার বয়স ৩/৫ মাস হয়ে গিয়েছে ছাগি হিটে আসছে না,পাঁঠা রাখলে এই পেরেশানি অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ।।

পরিশেষে সকলের সুস্থতা ও সফলতা কামনা করছি।

বাংলাদেশে ছাগলের কৃত্রিম প্রজননঃপ্রাণীতে জাত উন্নয়নে এবং সংরক্ষনে কৃত্রিম প্রজননের বিকল্প নেই।বাংলাদেশে ছাগলের কৃত্রিম প...
09/09/2020

বাংলাদেশে ছাগলের কৃত্রিম প্রজননঃ
প্রাণীতে জাত উন্নয়নে এবং সংরক্ষনে কৃত্রিম প্রজননের বিকল্প নেই।বাংলাদেশে ছাগলের কৃত্রিম প্রজননের সফলতা-অসফলতা নিয়ে কথা অনেকে বলে থাকেন। আসলে এটা বলার কারণ নেই তা বলার অপেক্ষা রাখেনা। সফলতা না পাবার কিছু কারণও রয়েছে কারণগুলি
১. ছাগলের প্রকৃত ডাক নির্ণয় বা গরম হওয়া বা বীজ দেওয়ার সঠিক সময় নির্ধারীত করতে না পারার ব্যর্থতা।
২. সঠিক প্রয়োগ পদ্ধতিনা জানা সহ দক্ষ টেকনিসিয়ানের অভাব।
৩.বাংলাদেশে প্রাপ্ত বীজ গুণগত মান সম্পন্ন না হওয়া।
এ জন্য প্রয়োজন সরকারী-বেসরকারী ভাবে মান সম্পন্ন বীজ উৎপাদন করা; এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ টেকনিসিয়ান তৈরি করা । অমি ঝিনাইদহের এ আই গোট এন্ড প্রোজেক্ট এর মাধ্যমে এই সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খামারে কৃত্রিম প্রজননের পাইলট প্রোগামে সফলতা লাভ করেছি। উপোরক্ত ৩ টি বিষয়ের পরিপুর্ণতা থাকলে গরুর চেয়ে ছাগলের কৃত্রিম প্রজননে সফলাত হার বেশি হবে বলে আমি আশাবাদী । আমরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বাংলাদেশে এই মিশনকে সফল করতে পারবো ইনশাআল্লাহ।চলুন এবার জেনে নেওয়া যাক প্রাণীতে কৃত্রিম প্রজনন টা কি এবং এর প্রক্রিয়াটা কেমন হবে।
কৃত্রিম প্রজনন কি?
পুরুষ প্রানী থেকে বীর্য সংগ্রহ করে হাতেনাতে স্ত্রী জননাঙ্গে সংস্থাপিত করাকে কৃত্রিম প্রজনন বলা হয়।সঠিক জ্ঞান এবং পদ্ধতিই এতে যথাযথ সফলতা আনতে পারে।কিন্তু প্রজনন কারীর সঠিক জ্ঞান এবং দক্ষতার অভাবে কৃত্রিম প্রজননের সাফল্য নিরুৎসাহজনকভাবে খারাপ হতে পারে।
কৃত্রিম প্রজননের সুবিধাঃ
কৃত্রিম প্রজনন করলে যে কোন ছোট খাট খামারে ছাগ(পাঠা) রাখার প্রয়োজন হয়না। ফলে ছাগের জন্য খাবার,ঘর এবং অন্যান্য ব্যবস্থপনার খরচ বেঁচে যায়।
১.শ্রেষ্ঠতর ছাগের বীর্য ব্যাবহার হলে এই পদ্ধতিতে দ্রুত উন্নততর ছাগল উৎপন্ন হয়।
২,রোগ ছড়ানোর বিপদ ব্যাপক ভাবে কমে যায়।
৩.প্রজনন করানোর সঠিক সময় ভালভাবে নিয়ন্ত্রন করা যায় এবং পালক সঠিক ভাবে প্রজননের সময় জানতে পারে যেটা ছাগ-ছাগী একসাথে চরানো হলে খুবই মুশকিল হয়ে পড়ে।
৪.(বিঃ দ্রঃ কৃত্রিম প্রজনন শুরু হলে গ্রামের মানুষ যারা ২/৪ টি ছাগী পালন করে সে সব মা, বোনেরা,বাচ্চারা, লজাস্কর অবস্থায় দাড়িয়ে পাঠাঁর কাছে তারা ছগীটি নিয়ে পাঁঠা বাড়ী লাইন দেওয়ার হাত থেকে রক্ষা পাবে। #পাঠাঁ পালনের জন্য সমাজে যে নেরো মানসিকতা রয়েছে তা থেকে # সামাজীক ধক্কিারও কমবে ) গরুর ক্ষেত্রেও হুবহু এখন কৃত্রিম প্রজননই চলছে যা ইতি পুর্বে ছিলনা।)
অসুবিধাঃ
১.গরম হওয়ার সঠিক সময় নির্ধারণ এবং সঠিক পদ্ধতিতে কৃত্রিম প্রজনেনর জন্য উপযুক্ত প্রশিক্ষিত লোক প্রয়োজন।
২.তুলনামুলকভাবে স্বাভাবিক প্রজননের থেকে কৃত্রিম প্রজননে গর্ভধারণের হার কম হয়।
৩.যদি মনোনিত পাঁঠার কোন বংশগত খুঁত থাকে তাহলে দ্রুত বহু ছাগলের মধ্যে তা প্রসারিত হয়।
ছাগলের বীর্য সংরক্ষণঃ
তরল বীর্য হিমায়ন তাপমাত্রায় (৪থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস)
অথবা হিমায়িত বীর্য(-)১৯৬ ডিগ্রী সেরসিয়াস তাপমাত্রায়
তরর নাইট্রোজেনে মজুদ করা যায়,তরল বীর্য মজুত করার ৩থেকে ৫দিনের মধ্যে কৃত্রিম প্রজননের জন্য ব্যবহার করলে সাফল্যের ফল ভাল হয়।
সঞ্চিত হিমায়িত বীর্য যতদিন খুশি ব্যবহার করা যায়।কিন্তু ঠাণ্ডা-গরম জনিত আঘাতেরফলে তরল বীর্যের থেকে তুলনা মূলক ভাবে গর্ভধারণের হার এতে কম হয়।
কৃত্রিম প্রজননে ব্যবহৃত দ্রব্যসমুহঃ
১.তরল নাইট্রোজেন আধার (হিমায়িত বীর্যের জন্য )
২.হীমযন্ত্র বা ঠাণ্ডা করার যন্ত্র(তরল বীর্যের জন্য )
৩.ভ্যাজাইনাল স্পেকুলাম বা যোনীজনিত দর্পন
৪.নির্বীজ পিচ্ছিল পর্দাথ(শ্রক্রানু অবিনাশক)
৫.প্রজনন বন্দুক
৬.থার্মোসফ্লাক্স
৭.তোয়লা,কাচি,তাপমানযন্ত্র
৮.বীর্যনল,খাপ ইত্যাদি।
হিমায়িত বীর্যের কৃত্রিম প্রজনন পদ্ধতিঃ
তরল নাইট্রোজেনের আধার থেকে বীর্যনল বের করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব গরম পানিতে পুর্ণ(৩৮ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াস)থার্মোফ্লাক্সে বীর্য নলটিকে ৬০ সেকেন্ডের জন্য রাখুন। ফ্লাক্স থেকে বীর্য নলটি বের করে আনুন এবং পরিষ্কার তুলো দিয়ে খুব ভাবে পরিষ্কার করুন। শুক্রানুকে রক্ষার জন্য গলানো বীর্য কখনোই সরাসরি সূর্যের আলো বা ঠাণ্ডা তাপমাত্রায় অনাবৃত করা উচিৎ নয়।
গলানো বীর্যনল যত তাড়াতাড়ি সম্ভব ব্রবহার করা উচিত এবং ব্যবহৃত না হলে কখনোই পুনরায় তরল নাইট্রোজেনে রাখা উচিৎ নয়।কৃত্রিম প্রজনন বন্দুকে তুলোর ছিপি/উপর্যুপরিবন্ধ/কারখানাজাত বন্ধ অবস্থায় বীর্য নল ভর্তি করুন এবং দেখুন যেন বন্দুকের মধ্যে যেন উঠা নামা করতে পারে।বন্দুকে ভালভাবে ভর্তি হয়ে যাবার পর বীর্যনলের ছিপিযুক্ত দিকটি ধারালো কাঁচি দিয়ে কেটে দিন।বন্দুকের মধ্যে খাপটি এবার ভালভাবে রাখুন এবং সঠিকভাবে রক্ষা করুন।
গরম মাদ ছাগলের পিছনের পা ভালভাবে এবং শক্তভাবে ধরে একটু তুলুন।যদি উলম্বভাবে ধরা না হয় তাহলে সঠিক ভাবে দেখাও যাবে না এবং সারভিক্সে ঢোকানোও যাবে না।তুলো দিযে যোনীদারটি যত্নের সাথে পরিষ্কার করুন।যেন কোন মল বা নোংরা না থাকে।
শুক্রানু অবিনাশক কোন খনিজ তেল বা জেল দিয়ে ভ্যাজাইনাল স্পেকুলাম পিচ্ছিল করুন।ধীরে এবং যত্নের সঙ্গে স্পেকুলামটি একটু উঠানামা গতি ও সামান্য চাপ দিয়ে ঢোকান। যোনীনালীলর মধ্যে স্পেকুলামের গভীরতা মাদী ছাগলের আকৃতির উপর নির্ভর করবে।
সদ্য বয়ঃস্বন্ধিপ্রাপ্ত ছাগলের যোনদ্বিার এবং যোনীনালী ছোট আকৃতির হবে,ফলে স্পেকুলাম যোনী নালীতে বেশি ঢুকাতে হবেনা।স্পেকুলাম একবার সঠিক জায়গায় গেলে টর্চ জ্বেলে সারভিক্স খোলা আছে কিনা দেখে নিন।খোলাটা দেখে নিয়ে প্রজনন বন্দুক স্পেকুলামের মধ্যে দিয়ে খোলা সার্ভিক্সে রাখুন। বেশী চাপ দিয়ে সার্ভিক্সে ঢোকাবেন না।যতদুর সম্ভব মুক্ত এবং মসৃণভাবে ঢোকান ও ধীরে ধীরে সার্ভিক্সে বীর্য নিষ্কাশন করুন। নজর রাখুন বীর্য যেন স্পেকুলাম বা সার্ভিক্স থেকে দুরে যোনীনালীতে না পড়ে।প্রজননের পরে ধীরে ধীরে প্রজনন বন্দুক বের করে আনুন।
প্রজনন বন্দুক এবং স্পেকুলাম ভালভাবে পরিষ্কার করুন এবং স্বাস্থ্যকর অবস্থায় রাখুন।
পুরো কৃত্রিম প্রজনন প্রক্রীয়াকালে মাদী ছাগলের যাতে কোন আঘাত না লাগে সেইভাবে ছাগলটিকে সংযত রাখুন।
হিমায়িত বীর্য ব্যবহারকালীন গুরুত্বপূর্ণ স্মরণীয় তথ্যঃ
আধারের মধ্যে সব সময় তরল নাইট্রোজেনের পরিমাণ সন্তোষজনক অবস্থায় বজায় রাখা উচিৎ। বীর্যনল তরল নাইট্রোজেনে ডুবে থাকে। যদি সঠিক পরিমাণ তরল নাইট্রোজেন না থাকে তাহলে শুক্রানূগুলি নষ্ট হয়ে যায় এবং গর্ভধারণের হার কমে যায়।
আধারের মধ্যে বীর্য রাখার পাত্রটি কখনোই আধারের গলার উপরে ওঠানো উচিৎ নয়।বার বার বীর্য রাখার পাত্র গলার উপরে উঠালে শুক্রানুর বেঁচে থাকার ক্ষমতা নষ্ট হয়ে যায়। ক্রুটিপুর্ণ বীর্যনল স্বাভাবিক অবস্থায় আনার সময় ফুটো বা বিস্ফোরিত হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে প্রজননে ব্যবহার করা উচিৎনয়।
উপসংহারঃপরিশেষে এটা ঠিক যে তরল কিংবা হিমায়িত বীর্য ব্যবহারের দ্বারা কৃত্রিম প্রজননে উত্তম গুণসম্পন্ন বাচ্চা পাওয়া যাবে এবং তাছাড়াও এই বঙ্গীয় (ব্লাক বেঙ্গল)প্রজাতির ছাগলের গুণগত মানও বজায় রাখা সম্ভব।
তথ্য সুত্রঃ করুণা কারাণ,সিনিয়র সাইন্সটিস
- এম কে ঘোষ,প্রিন্সিপ্যাল সাইন্সটিস
- মোহন মন্ডল,সিনিয়র সাইন্সটিস
- অজয় মন্ডল,প্রিন্সিপ্যাল সাইন্সটিস
- সি বাঘাট, প্রিন্সিপ্যাল সাইন্সটিস
- এস কে দাস,প্রিন্সিপ্যাল সাইন্সটিস
- এস গারাল, সাইন্সটিস
- টি কে দত্ত,প্রিন্সিপ্যাল সাইন্সটিস এন্ড হেড
আই সি এ আর ন্যাশনাল ডেইরি রিসার্চ ইন ইস্টিউট
ইস্ট্রান রিজিওনাল ষ্টেশন কল্যানি,নদীয়া,পশ্চিম বঙ্গ, ভারত।
ব্লাক বেঙ্গল ছাগল এর কৃত্রিম প্রজননঃ
একটি ছাগীকে প্রাকৃতিক নিয়মে পাঁঠা দ্বারা প্রজনন করালে একবারে যে পরিমাণ বীজ ব্যবহৃত হয়, একই পরিমাণ বীজ দ্বারা হিমায়িত কৃত্রিম প্রজনন প্রযুক্তির সাহায্যে ২৫ থেকে ৩০ ছাগীকে প্রজনন করানো যায়। এ প্রযুক্তি ব্যবহারে ফল পাওয়া যায় প্রাকৃতিক প্রজনন থেকে ২৫ থেকে ৩০ গুণ বেশি। এই হিমায়িত বীজ ব্যবহার বিলুপ্তপ্রায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল রক্ষা করা সম্ভব বলে মনে করেন পশুবিজ্ঞানীরা।
সংগ্রহকৃত পাঁঠার বৈশিষ্ট্য বিশ্লেষণের মাধ্যমে উন্নতজাতটি বাছাই করা হয়। বাছাইকৃত পাঁঠার বীজের গুণাগুণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়। বীজ প্রত্যাশিত বৈশিষ্ট্যসম্পন্ন হলে তা হিমায়িত করে এআইগানের মাধ্যমে ছাগীকে কৃত্রিম প্রজনন করিয়ে উন্নতজাতের পাঁঠা উত্পাদন করা হয়। এভাবে প্রকল্পটির মাধ্যমে দ্রুত ব্ল্যাক বেঙ্গলের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, প্রাকৃতিক নিয়মে একটি পাঁঠার সঙ্গে একটি ছাগীর প্রজননের সময় ছাগী যে পরিমাণ বীজ গ্রহণ করে তার মাত্র কয়েক শতাংশ কাজে লাগে, বেশিরভাগই নষ্ট হয়ে যায়। কিন্তু হিমায়িত বীজ দ্বারা কৃত্রিম প্রজননে ওই পরিমাণ বীজ বেশক’টি ভাগে ভাগ করা হয়, যা ২০ থেকে ২৫টি ছাগী গ্রহণ করতে পারে। যার ফলে সমপরিমাণ বীজ দ্বারা ২০ থেকে ২৫ গুণ বেশি ফল পাওয়া যায়। এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে, এই হিমায়িত বীজের দ্বারা কৃত্রিম প্রজননে ছাগীর বাচ্চা ধারণ ক্ষমতা ৫০ শতাংশের বেশি, যা ছাগলর বাচ্চা ধারণ ক্ষমতার প্রায় সমান। এসব হিমায়িত বীজকে তরল নাইট্রোজেনের মাধ্যমে মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপ মাত্রায় সংরক্ষণ করা হচ্ছে। এ অবস্থায় এসব হিমায়িত বীজের গুণাগুণ ৫০ বছর অটুট থাকবে, যা ভবিষ্যতে ছাগলের কৃত্রিম প্রজননে ব্যবহার করা যাবে। গবেষকরা আশা করছেন, বিলুপ্তপ্রায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের সংখ্যা দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে এ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এছাড়া এ প্রযুক্তি উদ্ভাবিত হওয়ায় এটি বাণিজ্যিক উদ্দেশ্যেও কাজে লাগানো যাবে।ভরণপোষণে অল্প খরচ, একসঙ্গে কয়েকটি বাচ্চা দেয়ার ক্ষমতা, সাধারণ রোগ-প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ও দ্রুত বর্ধনশীল বলে এ জাতটি দেশের দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হতে পারে। বিশেষ করে বাকৃবির বর্তমান এই গবেষণার ফল মাঠপর্যায়ে কৃষকদের মাঝে পৌঁছে দিতে পারলে দারিদ্র্য বিমোচনসহ পশু পুষ্টির চাহিদা মেটানো ও বেকার সমস্যা সমাধানে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া যাবে। প্রকল্পটি বাস্তবায়িত করে মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে পশুপালন গবেষক ও সংশ্লিষ্ট বিভাগকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাণিজ্যিক উদ্দেশ্যেও কাজে লাগানো যাবে। ভরণপোষণে অল্প খরচ, একসঙ্গে কয়েকটি বাচ্চা দেয়ার ক্ষমতা, সাধারণ রোগ-প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ও দ্রুত বর্ধনশীল বলে এ জাতটি দেশের দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হতে পারে। বিশেষ করে বাকৃবির বর্তমান এই গবেষণার ফল মাঠপর্যায়ে কৃষকদের মাঝে পৌঁছে দিতে পারলে দারিদ্র্য বিমোচনসহ পশু পুষ্টির চাহিদা মেটানো ও বেকার সমস্যা সমাধানে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া যাবে। প্রকল্পটি বাস্তবায়িত করে মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে পশুপালন গবেষক ও সংশ্লিষ্ট বিভাগকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরাে {এই টুকু সংগৃহিত}

(আদর্শ ছাগল পালন গাইড) গবাদী পশুর চিকিৎসা করাতে হলে সবচেয়ে ভাল এবং নিরাপদ একজন অভিজ্ঞ রেজিঃ পশুচিকিৎসককে স্বচক্ষে দেখিয়ে...
28/08/2020

(আদর্শ ছাগল পালন গাইড) গবাদী পশুর চিকিৎসা করাতে হলে সবচেয়ে ভাল এবং নিরাপদ একজন অভিজ্ঞ রেজিঃ পশুচিকিৎসককে স্বচক্ষে দেখিয়ে সারাসরি চিকিৎসা করানো ।
#তৎক্ষানিক ডাক্তার না পেলে এবং সময়, সুযোগ, না হয় তাহলে অনলাইনে বিভিন্ন গ্রুপ,পেজ,ওয়েব সাইটেও অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। #এছাড়া প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ খামারের মালিকদের কাছ থেকে প্রাথমিক পরামর্শ গ্রহণ করতে পারেন।পরামর্শ গ্রহণের সময় আপনাকে যে সকল তথ্য সরবরাহ করতে হবে তা হলোঃ
১. # #পশুটির শরীরের তাপমাত্রা কত...? ছাগল/ভেড়ার স্বাভাবিক তাপমাত্রা ১০১.৩ - ১০৩.৯ । এবং গরুর ৯৯.৫-১০৩.১(ফা:)।
২. # #পশুটি ছেলে না মেয়ে গর্ভবতী কি না, কতদিনের গর্ভবতী অথবা জানা নেই তা উল্লেখ করতে হবে ।
৩. # #পশুটির বয়স কত অনুমানিক...? কিছু কিছু ঔষুধ আছে কম বয়সী অথবা বেশী বয়সী পশুতে ব্যবহার করা যায়না ।
৪. # #ওজন কত...আনুমানিক ? চিকিৎসা করতে হলে অবশ্যই ওজন নির্ণয় করতে হবে, কারন ঔষুধ দৈহিক ওজনের উপরে ভিত্তি করে মাত্রা নির্ণয় হয়।
৫. #পশুটির স্বাস্থ্য কেমন...? স্বাস্থ্যবান এবং রুগ্ন পশুর ক্ষেত্রে কিছু কিছু চিকিৎসা ভিন্ন হয়ে থাকে ।
৬. #কোন ঔষুধ প্রয়োগ হচ্ছে কি না অথবা পূর্বে কোন ঔষুধ ব্যবহার করেছেন কি? জানা থাকলে বলবেন । পূর্বে কোন ঔষুধ ব্যবহার করে থাকলে তা বলতে হবে। কারন একই গ্রুপের ঔষুধ বেশীদিন ব্যবহার করলে তা ঐ পশুর ক্ষেত্রে কাজ নাও করতে পারে। এসকল ক্ষেত্রে বিকল্প ঔষধ ব্যবহারের পরামর্শ প্রয়োজন ।
৭. # #ছাগল, গাড়লের কৃমি আক্রান্ত হয় বেশী তাই কৃমির ঔষধ প্রয়োগ করেছেন কিনা তা জানতে হবে।
কৃমির ক্ষেত্রে যদি নিয়মিত কৃমি মুক্ত করতে না পারেন তবে পাতলা পায়খানা , স্বাস্হ্য হীনতা, রক্তশূন্যতা, হিটে না আসা ইত্যাদি সহ বিভিন্ন অসুখ দেখা দেয় সেই ক্ষেত্রে অন্য কোন চিকিৎসা দিয়ে ভাল করলেও কিছু দিন পর পর আবার অসুখ দেখা দেয় । কৃমি মুক্ত করতে কোন গ্রুপের ঔষুধ ব্যবহার করেছেন তা জানিয়ে আপনার পশুর রোগের বর্ণনা পেশ করবেন।
সংক্ষেপেঃনিন্মের বিষয়গুলো উল্লেখ করবেন- * শরীরের তাপমাত্রা, * পেট ফাঁপা কিনা, * পায়খানা কেমন করছে, * ঠান্ডাজনিত কোন সমস্যা, * মুখের ভিতর কোন ক্ষত, * দাঁত ভাংছে কিনা, * লক্ষণ কতদিন যাবৎ, * মেল/ফিমেল, * বয়স, * গর্ভবতী কিনা, * আনুমানিক ওজন।

Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]







 #ছাগল_মোটাতাজা_করন ১। ক্রস জাতের উচা লম্বা ছাগল । ২। প্রথম ধাপে গোসল করায়ে এবং পায়ের খুর বড় থাকলে ট্রিমং করে দিতে হবে।৩...
28/08/2020

#ছাগল_মোটাতাজা_করন

১। ক্রস জাতের উচা লম্বা ছাগল ।
২। প্রথম ধাপে গোসল করায়ে এবং পায়ের খুর বড় থাকলে ট্রিমং করে দিতে হবে।
৩। কৃমিনাশক দেবার আগে ২ সিসি এডিই রানের মাংসে দিতে হবে।
৪। কৃমিনাশক প্রয়োগ
৫। লিভার টনিক **কমপক্ষে টানা ৭ দিন
৬। জিংক ** প্রতি সপ্তাহে কমপক্ষে ৫০ এম এল চলবে....
৭। ভিটামিন বি সপ্তাহে ৫ এম এল
৮। এম্যাইনোভেট *** প্রতি সপ্তাহে ৫০ এম এল চলবে....
৯। ১৫ দিন পরে কৃমিনাশক আবার এবং আগের সকল ওষুধ চলবে
১০। ১ মাস পর থেকে ক্যাটাফস ৫ মিলি প্রতি সপ্তাহে ২ বার।
#খাবারঃ
১। ছাগল ঘাস/কাঠাল পাতা/খেড় কুচি/ফিড যেইটা খাইতে ভালোবাসে তাই দিতে হবে এবং দিনে ২ বার খাবার খাবে৷
*** ইউ এম এস খাওয়ার অভ্যাস করতে পারলে লাভের মুখ তারাতাড়ি দেখা সম্ভব।
২। ধীরে ধীরে চিটাগুড় দেওয়া পানি পানের অভ্যাস করতে হবে।।
৩। রেডি ফিড পারত পক্ষে কম খাওয়ানো এবং ঘাস ও ডালের ভুসি বেশি খাওয়ানো।।

#যত্ন
সপ্তাহে একদিন শ্যাম্পু দিয়ে গোসল করানো।
শেডে পালন করলে, সপ্তাহে অন্তত একদিন ছেড়ে দিতে হবে বাহিরে, দৌড়াদৌড়ি করার জন্য।
ঠান্ডা থেকে রক্ষা করতে উপযুক্ত ঘরে বা ব্যবস্থায় রাখা৷
প্রতিদিন সন্ধায় ছাগল আবদ্ধ করে বিশ্রামের ব্যবস্থা করা।

Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]







17/08/2020
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুধমা হালিমার ঘরে অবস্থানকালে দুধভাইদের সঙ্গে ছাগল চরাতেন। অনুরূপভাবে তি...
11/08/2020

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুধমা হালিমার ঘরে অবস্থানকালে দুধভাইদের সঙ্গে ছাগল চরাতেন। অনুরূপভাবে তিনি যৌবনেও ছাগল চরিয়েছেন। এ সম্পর্কে হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বর্ণিত একটি হাদিস রয়েছে। তিনি বলেন, ‘জাহরান নামক স্থানে আমি রসুলুল্লাহর সঙ্গে ছিলাম। আমি সেখানে পিলু ফল ছিঁড়ছিলাম। তিনি দেখে বললেন কালো কালো দেখে ছিঁড়, এগুলো সুস্বাদু হয়। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুলুল্লাহ! আপনি কি ছাগল চরাতেন (যে কারণে আপনি এটা জেনেছেন)? তিনি বললেন হ্যাঁ, এমন কোনো নবী নেই, যিনি ছাগল চরাতেন না।’ বুখারি। হজরত আবু হুরায়রা (রা.) থেকে হাদিসে বর্ণিত আছে, ‘রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এমন কোনো নবী নেই যিনি ছাগল চরাতেন না। সাহাবিরা আরজ করলেন, আপনিও? তিনি বললেন, হ্যাঁ, আমিও কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চরিয়েছি।’ বুখারি। ইমাম নাসায়ি নাসর ইবনে খাথন থেকে বর্ণিত একটি হাদিসে আছে, তিনি বর্ণনা করেন, ‘একবার উটের মালিকরা ছাগলের মালিকদের ওপর গর্ব করতে থাকলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, মুসা (আ.)-কে নবী বানিয়ে পাঠানো হয়েছিল, তিনি ছাগল চরাতেন। দাউদ (আ.)-কে নবী বানিয়ে পাঠানো হয়েছিল, তিনিও ছাগল চরাতেন। আর আমাকেও নবী বানিয়ে পাঠানো হয়েছে, আমি ও আমার গৃহবাসীদের ছাগল আজইয়াদ নামক স্থানে চরিয়েছি।’ ফাতহুল বারি।

আরেক হাদিসে বর্ণিত হয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমরা ভেড়া ও ছাগল পালন কর; কারণ তারা সকাল-সন্ধ্যা তোমাদের জন্য মঙ্গল বয়ে আনে।’ ছাগল পালনের বিশেষত্ব সম্পর্কে একটি হাদিসে বর্ণিত হয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘ঘোড়া ও উট পালনকারীদের অহংকার আছে যে, তাদের এগুলোর আওয়াজ বড় এবং জঙ্গলে থাকে, কিন্তু নম্রতা ও শান্তি আছে ছাগল পালনকারীদের মাঝে।’

‘নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাগলের দুধ ও মাংস খেতেন। মাংসের মধ্যে তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন ছাগলের সামনের রানের মাংস।’ শামায়েল। গৃহপালিত পশুর মধ্যে মানুষের সান্নিধ্যে প্রথম আসে ছাগল। ছাগল পালন মানুষের একটি আদি পেশা। এর সঙ্গে নবী-রসুলরাও যুক্ত ছিলেন। কাজেই ছাগল পালন করাকে হেয় বা ছোট করে দেখার কোনো অবকাশ নেই। ছাগল পালনের মধ্যে রয়েছে আল্লাহর অসীম রহমত ও বরকত।

Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]







10/08/2020
Date: 10.08.2020Breeding Mother: Black Bengal  CrossBreeding Father : Haryana  CrossBreeding Male Hight:: 46''Breeding M...
10/08/2020

Date: 10.08.2020
Breeding Mother: Black Bengal Cross
Breeding Father : Haryana Cross
Breeding Male Hight:: 46''
Breeding Male weight:: 65''
Female Goat Pregnant History : Secend Time
Female First Time Baby History : One Female Baby

Contact: +880 1672943939,
website: www.shiringotfarm.com
email: [email protected]







Mother: Haryana CrossFather : 100% Bristol Age: 65& 93days
10/08/2020

Mother: Haryana Cross
Father : 100% Bristol
Age: 65& 93days







Mother: Haryana CrossFather : 100% Bristol Age: 93days
10/08/2020

Mother: Haryana Cross
Father : 100% Bristol
Age: 93days







Mother: Haryana CrossFather : 100% Bristol Age: 85days
10/08/2020

Mother: Haryana Cross
Father : 100% Bristol
Age: 85days







Address

Village: Shankarchandr, Thana: Chuadanga, District: Chuadanga
Khulna
7200

Alerts

Be the first to know and let us send you an email when Shirin Goat Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shirin Goat Farm:

Videos

Share

Category