16/08/2022
SS Farm Consultancy-র মাধ্যমে ১০০ গরু মোটাতাজাকরণ প্রোজেক্টের কন্সট্রাকশন কাজ শেষ, আলহামদুলিল্লাহ।
১৭ এপ্রিল থেকে শুরু করে দ্রুততম সময়ের মধ্যে (মাত্র ২.৫ মাসে) আমরা কাজটি সম্পন্ন করে মালিকের কাছে সুন্দরভাবে হস্তান্তর করতে পেরেছি।
এই প্রোজেক্টের প্রাক্কলিত ব্যয় SS Farm consultancy প্রি-ফিজিবিলিটি স্ট্যাডিতে যা সুপারিশ করেছিলো, কন্সাল্টেন্সি ফার্মের কন্সট্রাকশন ইউনিট তার থেকেও ২০% কম খরচে কাজটি সম্পন্ন করেছে। শুধু মাত্র শ্রমিকের পারিশ্রমিকেই প্রায় ৪ লাখ টাকা সেভ করেছে, মালামাল ক্রয়ে সেভ করেছে প্রায় ৬ লাখেরও বেশি।
এই খরচ কমাতে গিয়ে কন্সট্রাকশন ইউনিট কাজ করেছে-
১. লেবার খরচ কমাতে ব্যবহার করেছে নিজস্ব শ্রমিক ও দক্ষ কন্ট্রাক্টর, যেখানে স্থানীয় শ্রমিক প্রায় ২০% বেশি পারিশ্রমিক দাবী করেছিলো, সময়ও লাগতো ৪ মাসেরও বেশি।
২. মালামাল ক্রয়ে দাম (রড বালু, সিমেন্ট, ইট ও অন্যান্য উপাদান) বাজার যাচাই করে সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ কোয়ালিটির মালামাল ক্রয় করতে সুপারিশ দিয়ে সাহায্য করেছে।
৩. ফার্মের কন্সট্রাকশন খরচ কমাতে শুরুতেই প্রি-ফিজিলিটি স্ট্যাডি করে সম্ভাব্য খরচ অনুমান করেছে।
৪. সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে কান্সট্রাকশনে সিসটেম লস সর্বনিম্নে নামিয়ে খরচ কমিয়েছে।
এই প্রজেক্টের ডিটেইলসঃ
জমির পরিমানঃ ৪০ শতাংশ, পাশে ৬০ শতাংশ জায়গা রয়েছে। বর্তমানে ঘাস পালন হবে, প্রয়োজনে ফার্ম বর্ধিত করা যাবে।
ক্যাপাসিটিঃ বর্তমান ১০০ গরু, বর্ধিত করা যাবে ২৫০ পর্যন্ত, মালিক পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন।
সুবিধাঃ মাল্টি-টাস্কিং অর্থাৎ এই শেডগুলো মালিক চাইলে মাঝারি থেকে বড় ষাড় মোটাতাজাকরণে কিংবা উচ্চ উৎপাদনশীল গাভী পালনে ইনটেন্সিভ/সেমি-ইন্টেন্সিভ পদ্ধতিতে পালন করতে পারবেন।
প্রোজেক্টে যা যা আছেঃ
১. কোয়ারেন্টাইন শেডঃ ১ টি (ধারণ ক্ষমতা ১১ টি গরু)
২. মূল শেডঃ ২ টি (৫৪ টি গরু + ৪৬টি গরু)
৩. শেড ওয়ার্কারদের আবাসনঃ ৩ টি রুম
৪. অফিস রুমঃ ২টি (কম্পিউটার রুম ১ টি)
৫. শাওয়ার রুমঃ ২ টি (বায়োসিকিউরিটির জন্য, এখান দিয়েই গোসলের মাধ্যমে ফার্মে প্রবেশ করতে হবে)
৬. ঘাস এবং খর রাখার জায়গাঃ ১ টি
৭. দানাদার খাবার ও সরঞ্জাম রাখার রুমঃ ১ টি
৮. পানি নিষ্কাশনের ড্রেন
৯. ৩০ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংক টাওয়ার
১০. বাউন্ডারি
১১. শ্রমিকদের স্বাস্থ্যসম্মত লেট্রিন, রান্নার ব্যবস্থা, ও খাবার গ্রহণের জন্য ডাইনিং স্পেস।
১২. নিরাপত্তার জন্য গার্ড রুম
এছাড়াও ফার্মটিতে গরু ওঠার আগেই আইপি ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে ফার্মটি সার্বক্ষণিক রিমোট মনিটরিং এ থাকবে।
প্রোজেক্টিতে যে সব দিক বিবেচনা করা হয়েছেঃ
১. মূল শেডঃ আধুনিক সুযোগ সুবিধা ও সর্বোচ্চ উন্মুক্ত রাখা হয়েছে যেন প্রাকৃতিক আলো বাতাসের পর্যাপ্ততা থাকে। ছোট/মাঝারি/বড় সব ধরণের গরুর জন্য পর্যাপ্ত জায়গা রেখে শেড ডিজাইন করা হয়েছে। গরুর খাদ্য গ্রহণ স্বভাবসুলভ রাখতে খাদ্যের চারি ফ্লোর লেভেলে ফিডিং এর ব্যবস্থা রেখে করা হয়েছে। ফার্মটি পরিষ্কার করতে যেন সর্বনিম্ন শ্রমিক ও সময় লাগে সেভাবে ডিজাইন করা হয়েছে। এছাড়াও শেডে গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচাতে টিনের নিচে ইনসুলেটর, পর্যাপ্ত ফ্যান, অভাররুফ স্প্রিংকলার, অভারহেড ফগার এর ব্যবস্থা রাখা হয়েছে।
২. ফার্ম ক্যাপাসিটি ২৫০ পর্যন্ত বর্ধিত করলেও যেন শ্রমিকের আবাসন, ফার্ম পরিচালনায় আনুসাঙ্গিক প্রয়োজনীয় স্থাপনা, পানি, বিদ্যুৎ কিংবা বর্জ্য ব্যবস্থাপনায় কোন অসুবিধার সম্মুখিন যেন মালিক পক্ষ ভবিষ্যতে না হন সে বিষয় বিবেচনায় রেখেই ফার্মটি ডিজাইন করা হয়েছে।
এই ফার্ম কর্তৃক এখন পর্যন্ত SS Farm Consultancy থেকে গৃহীত সেবা সমূহঃ
১. প্রোজেক্ট প্রোপোজাল
২. ফার্ম ডিজাইন
৩. সাইট ভিজিট
৪. ফার্ম কন্সট্রাকশন (SSFC শুধু লেবার সরবরাহ করে এবং লেবার খরচের বিষয়টি দেখে, কন্সট্রাকশনের উপাদান যেমন ইট, বালু, সিমেন্ট,রড, টিন সহ যাবতীয় সরঞ্জাম ক্রয় করার দায়িত্ব মালিক পক্ষের নিজের, SSFC শুধু সঠিক সাজেশন দিয়ে সাহায্য করে)
৫. ফার্মের জন্য ঘাসের জমি নির্বাচন, গ্রহণের জন্য দর দামে সঠিক সুপারিশ, ঘাসের কাটিং সরবরাহ, ঘাস চাষের ট্যাকনিক্যাল জ্ঞান ও সুপারিশ প্রদান।
৬. ফার্ম পরিচালনার জন্য আধুনিক সরঞ্জাম সর্বনিম্ন দামে সরবরাহ।
এই ফার্মটি আধুনিক পদ্ধতিতে পরিচালিত হবে, আইপি ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে, অভিজ্ঞ ভেটেরিনারিয়ান দ্বারা প্রতি মাসে ১ টি ফার্ম ইনভেস্টিগেশন করা হবে যেখানে ফিডিং, ওয়াটারিং, বর্জ্য ব্যবস্থাপনা, ব্যয়ের হিসাব, গরুর স্বাস্থ্য নিরীক্ষণ করে সঠিক পরামর্শ প্রদাণ এবং যে কোন সময় ইমার্জেন্সি ভেট সার্ভিস প্রদাণ করা হবে। ....................
একটি লাভজনক ফার্ম পরিচালনার জন্য যা দরকার-
১. সঠিক পরিকল্পনা
২. উৎকৃষ্ট ডিজাইন
৩. সঠিক পরিচালনা
৪. সিস্টেম লস এড়ানো
এছাড়াও সঠিক জাতের গরু ক্রয়, পারফেক্ট ফিডিং, সঠিকভাবে দৈনিক রুটিন মেনে চলা, আয়-ব্যয়ের হিসাব রাখা এবং প্রোজেক্টের যে কোন সময়ের জন্যই ইনভেস্ট-আউটকাম রেশিও জানা...
SSFC একটি ফার্মকে লাভজনক করতে ফার্মের সকল বিষয় নিয়ে কাজ করে।
ফার্ম পরিচালনায় SSFC সর্বনিম্ন চার্জ করে ফার্মটিকে লাভজনক রেখে সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করতে সাহায্য করে।
যে কোন প্রয়োজনে পেজের ইনবক্সে যোগাযোগ করুন, ধন্যবাদ।