SS Farm Consultancy

SS Farm Consultancy SSFC কাজ করেঃ
- ইন্টেন্সিভ/সেমি-ইন্টেন্স?

SS Farm Consultancy ( SSFC)

একটি লাভজনক গরুর ফার্ম কিংবা ছাগলের ফার্ম করবেন - অনেকের এটি স্বপ্ন। কিন্তু প্ল্যানিং ও সঠিক গাইডলাইনের অভাবে কিংবা ভুলে সেই স্বপ্ন শুরুর কিছু দিন পরেই দুঃস্বপ্নে রূপ নেয়। অনেকেই লাভের মুখ দেখার আগেই ইনভেস্ট শেষ করে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকেন।

প্রাণিসম্পদে আপনাদের ইনভেস্টের নিরাপত্তায় তাই যে কোন ধরণের ফার্মিং এ ইনভেস্টের আগেই দরকার সঠিক প্ল্যান, আয় ব্যয়ের সঠিক ধ

ারণা, লালন - পালনের প্রাথমিক জ্ঞান ও সঠিক কার্যপদ্ধতি। যেহেতু এটি লাইভ এনিম্যাল কেন্দ্রিক ইনভেস্ট, তাই তাদের সুস্বাস্থ্য ও সময়মত সঠিক চিকিৎসা ব্যবস্থা আপনার ইনভেস্টকে দেয় অধিকতর নিরাপত্তা।

SS Farm Consultancy আপনাদের প্রোজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড় পর্যালোচনার মাধ্যমে সঠিক প্ল্যানিং, গাইডলাইন সুপারিশ ও বাস্তবায়নের মাধ্যমে আপনার ইনভেস্টকে একটা লাভজনক পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করে৷

যে বিষয়ে SSFC কআজ করেঃ

- বড়/মাঝারি/স্বল্প পরিসরে ইন্টেন্সিভ/সেমি-ইন্টেন্সিভ গরুর ফার্ম ( ফ্যাটেনিং ও ডেইরি প্রোজেক্ট)
- ছাগলের ফার্ম
- পোল্ট্রি ফার্ম ( ব্রয়লার ও লেয়ার)
- সমন্বিত ফার্ম (গরু + ছাগল+ পোল্ট্রি)

সকল ফার্মিং এ- নিম্নোক্ত সার্ভিস সমূহ দিয়ে থাকে SS Farm Consultancy (SSFC)

1. সাইট ভিজিটের মাধ্যমে ফার্ম কন্সট্রাকশনের জন্য সর্বোত্তোম সঠিক সাজেশনঃ

- এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ফার্ম লোকেশানে কি রকম ফার্ম করা যাবে, কতগুলো প্রাণী নিয়ে শুরু করতে পারবেন, সর্বোচ্চ কতগুলো প্রাণী সাইটটিতে সংকুলান করা যাবে, প্রাথমিক এককালীন ইনভেস্ট কত পরবে, সাইটের অনুকূল -প্রতিকূল পরবেশ কি আছে, এবং সেগুলোর প্রতিকার সহ সামগ্রীক অবস্থার একটি সঠিক ধারণা পাওয়া যায়।

২. আয় -ব্যয়ের সঠিক ধারণাঃ

- একটা প্রোজেক্ট শুরু করলেন, ১০, ১২ কিংবা ২০ লাখ টাকা ইনভেস্ট করলেন, কিন্তু জানলেন না প্রোজেক্টটি রান করতে দৈনিক/মাসিক/বাৎসরিক কত টাকা লাগতে পারে, মাসিক কত টাকা রিটার্ন পাওয়া সম্ভব, আদৌ আপনার লাভ হবে নাকি লস হবে- তাহলে অন্ধকারে ঢিল ছোড়া হয়ে গেল না? এত বড় রিস্ক নেয়া কি ঠিক হবে?

৩. রিস্ক ম্যানেজমেন্টঃ

- প্ল্যানিং এর শুরুতেই যদি আপনি জানতে পারেন আপনার প্রোজেক্টের রিস্ক কোথায়, তাহলে নিশ্চিত সেটা মিনিমাইজ করাও সহজ হবে। SSFC আপনার প্রোজেক্টের রিস্ক ইস্যু গুলোও আপনাকে প্রোজেক্ট রানের শুরুতেই বলে দেয় এবং শতর্ক করে দেয়।

৪. সঠিক ফার্ম ডিজাইনিংঃ

- একটি সঠিক ও সর্বোত্তম ফার্ম ডিজাইন আপনার ফার্ম পরিচালনার খরচ বাচায়, প্রাণীগুলোকে রোগ বালাইয়ের আক্রমণ থেকে নিরাপদ রাখে, সর্বোচ্চ বায়োসিকিউরিটি নিশ্চিত করতে সাহায্য করে, সিস্টেম লস থেকে আপনার ফার্মকে করে নিরাপদ। ফলে আপনার ফার্ম সহজেই লাভের দোর গোড়ায় পৌঁছে যায়।

৫. ফার্ম পরিচালনার প্রয়োজনীয় ধারণাঃ

- ফার্ম করলেন কিন্তু জানলেন না আপনার প্রাণীর খাদ্যাভ্যাস কি? জানলেন না তার দৈনন্দিন খাদ্য-পানি গ্রহনের রুটিন, ফার্ম পরিস্কার রাখার সহজ সমাধান, তাহলে প্রাণীগুলোকে নিঃরোগ ও সর্বোচ্চ প্রোডাকশন পাওয়া কি আদৌ সম্ভব?

৬. ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, মেডিকেশান প্ল্যানঃ

- একটি সঠিক ভ্যাকসিনেশান, ডিওয়ার্মিং ও মেডিকেশান প্ল্যান আপনার ফার্মের মেডিসিন কস্ট কমিয়ে প্রোডাকশন কস্টকে মিনিমাইজ করে আপনার ইনভেস্ট- প্রোভিটের রেশিওকে লাভজনক পর্যায়ে রাখতে সাহায্য করে।

৭. উন্নত মানের ব্রিড ক্রয়ের ব্যবস্থাঃ

- ফার্মে উন্নত মানের ব্রিড ছাড়া কমার্শিয়াল ফার্মিং এর ক্ষেত্রে কখনোই লাভের আশা করা যায় না। তাই আপনার ফার্মে উন্নত ব্রিড সরবরাহ, ব্রিডিং ব্যবস্থাপনা, নিঃরোগ ও সুস্থ গরু, ছাগল কিংবা পোল্ট্রি সরবরাহের ব্যবস্থা করে SSFC।

৮. মাসিক ফার্ম ভিজিটঃ

- প্রতি মাসের নির্দিষ্ট দিনে ফার্ম ভিজিটের মাধ্যমে আপনার ফার্মের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে SSFC, ফার্মের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত করে আপনাকে, রাখে নিশ্চিন্ত।

৯. জরুরি চিকিৎসা সেবাঃ

- যেকোনো সময় ফার্মে ইমার্জেন্সি চিকিৎসা সেবার প্রয়োজন হতে পারে। ফার্মে বিপর্যয় এড়াতে বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসকের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করে SSFC.

যারা নতুন প্রোজেক্ট করতে ইচ্ছুক তারা শুরু থেকেই SSFC এর সার্ভিসের সাথে যুক্ত থাকলে ইনিশিয়াল ইনভেস্ট কস্ট এবং প্রোডাকশন কস্ট কমিয়ে সর্বোচ্চ আউটপুট (লাভ্যাংশ) পাওয়া সম্ভব। পুরাতন, অলাভজনক প্রোজেক্ট কে পুনরায় উজ্জীবিত করে লাভের কাঙখিত প্রত্যাশায় আজই যোগাযোগ করুন।

আমাদের সার্ভিস চার্জ ও বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন।

SS Farm Consultancy-র মাধ্যমে ১০০ গরু মোটাতাজাকরণ প্রোজেক্টের কন্সট্রাকশন কাজ শেষ, আলহামদুলিল্লাহ। ১৭ এপ্রিল থেকে শুরু ক...
16/08/2022

SS Farm Consultancy-র মাধ্যমে ১০০ গরু মোটাতাজাকরণ প্রোজেক্টের কন্সট্রাকশন কাজ শেষ, আলহামদুলিল্লাহ।

১৭ এপ্রিল থেকে শুরু করে দ্রুততম সময়ের মধ্যে (মাত্র ২.৫ মাসে) আমরা কাজটি সম্পন্ন করে মালিকের কাছে সুন্দরভাবে হস্তান্তর করতে পেরেছি।

এই প্রোজেক্টের প্রাক্কলিত ব্যয় SS Farm consultancy প্রি-ফিজিবিলিটি স্ট্যাডিতে যা সুপারিশ করেছিলো, কন্সাল্টেন্সি ফার্মের কন্সট্রাকশন ইউনিট তার থেকেও ২০% কম খরচে কাজটি সম্পন্ন করেছে। শুধু মাত্র শ্রমিকের পারিশ্রমিকেই প্রায় ৪ লাখ টাকা সেভ করেছে, মালামাল ক্রয়ে সেভ করেছে প্রায় ৬ লাখেরও বেশি।

এই খরচ কমাতে গিয়ে কন্সট্রাকশন ইউনিট কাজ করেছে-

১. লেবার খরচ কমাতে ব্যবহার করেছে নিজস্ব শ্রমিক ও দক্ষ কন্ট্রাক্টর, যেখানে স্থানীয় শ্রমিক প্রায় ২০% বেশি পারিশ্রমিক দাবী করেছিলো, সময়ও লাগতো ৪ মাসেরও বেশি।

২. মালামাল ক্রয়ে দাম (রড বালু, সিমেন্ট, ইট ও অন্যান্য উপাদান) বাজার যাচাই করে সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ কোয়ালিটির মালামাল ক্রয় করতে সুপারিশ দিয়ে সাহায্য করেছে।

৩. ফার্মের কন্সট্রাকশন খরচ কমাতে শুরুতেই প্রি-ফিজিলিটি স্ট্যাডি করে সম্ভাব্য খরচ অনুমান করেছে।

৪. সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে কান্সট্রাকশনে সিসটেম লস সর্বনিম্নে নামিয়ে খরচ কমিয়েছে।

এই প্রজেক্টের ডিটেইলসঃ

জমির পরিমানঃ ৪০ শতাংশ, পাশে ৬০ শতাংশ জায়গা রয়েছে। বর্তমানে ঘাস পালন হবে, প্রয়োজনে ফার্ম বর্ধিত করা যাবে।

ক্যাপাসিটিঃ বর্তমান ১০০ গরু, বর্ধিত করা যাবে ২৫০ পর্যন্ত, মালিক পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন।

সুবিধাঃ মাল্টি-টাস্কিং অর্থাৎ এই শেডগুলো মালিক চাইলে মাঝারি থেকে বড় ষাড় মোটাতাজাকরণে কিংবা উচ্চ উৎপাদনশীল গাভী পালনে ইনটেন্সিভ/সেমি-ইন্টেন্সিভ পদ্ধতিতে পালন করতে পারবেন।

প্রোজেক্টে যা যা আছেঃ
১. কোয়ারেন্টাইন শেডঃ ১ টি (ধারণ ক্ষমতা ১১ টি গরু)
২. মূল শেডঃ ২ টি (৫৪ টি গরু + ৪৬টি গরু)
৩. শেড ওয়ার্কারদের আবাসনঃ ৩ টি রুম
৪. অফিস রুমঃ ২টি (কম্পিউটার রুম ১ টি)
৫. শাওয়ার রুমঃ ২ টি (বায়োসিকিউরিটির জন্য, এখান দিয়েই গোসলের মাধ্যমে ফার্মে প্রবেশ করতে হবে)
৬. ঘাস এবং খর রাখার জায়গাঃ ১ টি
৭. দানাদার খাবার ও সরঞ্জাম রাখার রুমঃ ১ টি
৮. পানি নিষ্কাশনের ড্রেন
৯. ৩০ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংক টাওয়ার
১০. বাউন্ডারি
১১. শ্রমিকদের স্বাস্থ্যসম্মত লেট্রিন, রান্নার ব্যবস্থা, ও খাবার গ্রহণের জন্য ডাইনিং স্পেস।
১২. নিরাপত্তার জন্য গার্ড রুম

এছাড়াও ফার্মটিতে গরু ওঠার আগেই আইপি ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে ফার্মটি সার্বক্ষণিক রিমোট মনিটরিং এ থাকবে।

প্রোজেক্টিতে যে সব দিক বিবেচনা করা হয়েছেঃ

১. মূল শেডঃ আধুনিক সুযোগ সুবিধা ও সর্বোচ্চ উন্মুক্ত রাখা হয়েছে যেন প্রাকৃতিক আলো বাতাসের পর্যাপ্ততা থাকে। ছোট/মাঝারি/বড় সব ধরণের গরুর জন্য পর্যাপ্ত জায়গা রেখে শেড ডিজাইন করা হয়েছে। গরুর খাদ্য গ্রহণ স্বভাবসুলভ রাখতে খাদ্যের চারি ফ্লোর লেভেলে ফিডিং এর ব্যবস্থা রেখে করা হয়েছে। ফার্মটি পরিষ্কার করতে যেন সর্বনিম্ন শ্রমিক ও সময় লাগে সেভাবে ডিজাইন করা হয়েছে। এছাড়াও শেডে গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচাতে টিনের নিচে ইনসুলেটর, পর্যাপ্ত ফ্যান, অভাররুফ স্প্রিংকলার, অভারহেড ফগার এর ব্যবস্থা রাখা হয়েছে।

২. ফার্ম ক্যাপাসিটি ২৫০ পর্যন্ত বর্ধিত করলেও যেন শ্রমিকের আবাসন, ফার্ম পরিচালনায় আনুসাঙ্গিক প্রয়োজনীয় স্থাপনা, পানি, বিদ্যুৎ কিংবা বর্জ্য ব্যবস্থাপনায় কোন অসুবিধার সম্মুখিন যেন মালিক পক্ষ ভবিষ্যতে না হন সে বিষয় বিবেচনায় রেখেই ফার্মটি ডিজাইন করা হয়েছে।

এই ফার্ম কর্তৃক এখন পর্যন্ত SS Farm Consultancy থেকে গৃহীত সেবা সমূহঃ

১. প্রোজেক্ট প্রোপোজাল
২. ফার্ম ডিজাইন
৩. সাইট ভিজিট
৪. ফার্ম কন্সট্রাকশন (SSFC শুধু লেবার সরবরাহ করে এবং লেবার খরচের বিষয়টি দেখে, কন্সট্রাকশনের উপাদান যেমন ইট, বালু, সিমেন্ট,রড, টিন সহ যাবতীয় সরঞ্জাম ক্রয় করার দায়িত্ব মালিক পক্ষের নিজের, SSFC শুধু সঠিক সাজেশন দিয়ে সাহায্য করে)

৫. ফার্মের জন্য ঘাসের জমি নির্বাচন, গ্রহণের জন্য দর দামে সঠিক সুপারিশ, ঘাসের কাটিং সরবরাহ, ঘাস চাষের ট্যাকনিক্যাল জ্ঞান ও সুপারিশ প্রদান।

৬. ফার্ম পরিচালনার জন্য আধুনিক সরঞ্জাম সর্বনিম্ন দামে সরবরাহ।

এই ফার্মটি আধুনিক পদ্ধতিতে পরিচালিত হবে, আইপি ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে, অভিজ্ঞ ভেটেরিনারিয়ান দ্বারা প্রতি মাসে ১ টি ফার্ম ইনভেস্টিগেশন করা হবে যেখানে ফিডিং, ওয়াটারিং, বর্জ্য ব্যবস্থাপনা, ব্যয়ের হিসাব, গরুর স্বাস্থ্য নিরীক্ষণ করে সঠিক পরামর্শ প্রদাণ এবং যে কোন সময় ইমার্জেন্সি ভেট সার্ভিস প্রদাণ করা হবে। ....................

একটি লাভজনক ফার্ম পরিচালনার জন্য যা দরকার-

১. সঠিক পরিকল্পনা
২. উৎকৃষ্ট ডিজাইন
৩. সঠিক পরিচালনা
৪. সিস্টেম লস এড়ানো

এছাড়াও সঠিক জাতের গরু ক্রয়, পারফেক্ট ফিডিং, সঠিকভাবে দৈনিক রুটিন মেনে চলা, আয়-ব্যয়ের হিসাব রাখা এবং প্রোজেক্টের যে কোন সময়ের জন্যই ইনভেস্ট-আউটকাম রেশিও জানা...

SSFC একটি ফার্মকে লাভজনক করতে ফার্মের সকল বিষয় নিয়ে কাজ করে।

ফার্ম পরিচালনায় SSFC সর্বনিম্ন চার্জ করে ফার্মটিকে লাভজনক রেখে সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করতে সাহায্য করে।

যে কোন প্রয়োজনে পেজের ইনবক্সে যোগাযোগ করুন, ধন্যবাদ।

AlhamdulillahHappy to do 3D design work for a 230+ Fattening and Dairy Cow Farm maintaining complete biosecurity protoco...
25/11/2021

Alhamdulillah

Happy to do 3D design work for a 230+ Fattening and Dairy Cow Farm maintaining complete biosecurity protocol

at first, we had to have a Project proposal work, then site servey and then finnally farm lay out/designing....

SS Farm consultancy was with these loving people in every steps of decision making.

Hope, it will be a land mark of us.

Stay tuned...

এজন্যই বড়/মাঝারি আকারের যেকোন ফার্ম ম্যানেজমেন্ট সংক্রান্ত পরামর্শের জন্য এক্সপার্ট পরামর্শ একান্ত জরুরি... https://www....
28/07/2021

এজন্যই বড়/মাঝারি আকারের যেকোন ফার্ম ম্যানেজমেন্ট সংক্রান্ত পরামর্শের জন্য এক্সপার্ট পরামর্শ একান্ত জরুরি...

https://www.facebook.com/100064511029518/posts/189265896567110/

কোরবানির জন্য বিক্রি করবেন বলে ৮ লাখ টাকা দিয়ে ঢাকার এক...

প্রোজেক্ট প্রোপোজাল কেন প্রয়োজন?৫০ টি গাভির একটি খামার কিংবা ৩০ টি মোটাতাজাকরণ খামারে,  অথবা দুটি একই সাথে করতে চাইলে কো...
25/07/2021

প্রোজেক্ট প্রোপোজাল কেন প্রয়োজন?

৫০ টি গাভির একটি খামার কিংবা ৩০ টি মোটাতাজাকরণ খামারে, অথবা দুটি একই সাথে করতে চাইলে কোন খাতে কত খরচ হবে, কি কি ঝুঁকি আছে, ব্যাচ/বছর শেষে কত আসবে, নেট প্রোফিট কত থাকবে- এর সব কিছুর ডিটেইলস থাকে একটি প্রোজেক্ট প্রোপোজালে, যার উপর ভিত্তি করে আপনি বা আপনার অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান যেমন ব্যাংক সহজেই সিদ্ধান্ত নিতে পারেন এই প্রোজেক্টে ইনভেস্ট কতটা লাভজনক....

একটি প্রোজেক্টে ইনভেস্টের আগেই জানতে হয় একটি নির্দিষ্ট সময়ে কত খরচ হতে পারে, রিটার্ন হবে কত, নেট প্রোফিট কত হবে? এসব জেনে বুঝেই যে কোন ব্যবসায় ইনভেস্ট করা বুদ্ধিমানের কাজ; আর সেই বুদ্ধিমান ব্যক্তি কখনোই অন্যের প্রোজেক্ট দেখে, লাভ-লসের হিসাব না করে, ইনভেস্টের ঝুঁকির কথা চিন্তা না করেই ব্যবসায় ঝাপিয়ে পড়েন না।

প্রতিটি বিজনেসের বিভিন্ন শর্ত থাকে। সে সব শর্ত সব প্রোজেক্টের সাথে মিলবেনা এটাই স্বাভাবিক। তাই আপনার লাইভস্টক বিজনেসের শর্ত সাপেক্ষে কি রকম হিসেব আপনার প্রোজেক্টের জন্য প্রযোজ্য- তা SS Farm consultancy খুব সহজেই পুঙখানুপুঙখ পর্যালোচনার মাধ্যমে সর্বোচ্চ শতর্কতার সাথে সম্পাদন করে দেয়, যা আপনার ব্যবসায় ইনভেস্টকে সুরক্ষিত করে।

তাই আপনার গাভী/ষাড়পালন/ছাগল কিংবা পোল্ট্রির প্রোজেক্ট শুরু করার আগে লাভ-লসের হিসেব, মোট কত ইনভেস্ট হবে, কতটুকু জমি লাগবে, কতটুকু ঘাসের জমি লাগবে, কি পরিমান শ্রমিক লাগবে, কিভাবে পালন করতে হবে, কিভাবে খরচ কমিয়ে সর্বোচ্চ লাভের ব্যবস্থা হবে- এসব জানতে আমাদের সাথে যোগাযোগ করুন-

email: [email protected]
Call: 01797947425

অথবা পেজের ইনবক্সে নক করুন।

নিচের ছবিতে সমন্বিত খামারের (৩০ টি গাভী+ ২০ টি মোটাতাজা করণ) জন্য আমাদের তৃতীয় প্রোজেক্ট প্রোপোজাল।

ধন্যবাদ।

01/07/2021

ব্রয়লার কিংবা লেয়ার, যাই পালন করেন না কেন... শুরুটা হতে হবে পার্ফেক্ট।
পার্ফেক্ট শেড ডিজাইনের মাধ্যমে প্রোডাকশন খরচ ২৫% কমানো যায়, সাথে সিস্টেম লস কমে যায় ১৫%...

তাই অধিক লাভের জন্য ব্রয়লার পালনের শুরুতে শেড নির্মানের আগে দেখে নিন আমাদের ভিডিওটি।

পোল্ট্রি পালনের আদ্যোপান্ত জানতে আমাদের পেজের সাথেই থাকুন।

এছাড়াও গরু মোটাতাজা করণ, গাভী পালন, ছাগল কিংবা পোল্ট্রি ফার্ম সম্পর্কে সঠিক পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

অনলাইন পরামর্শ ও চিকিৎসা সেবা পেতে ইনবক্স করুন...

ধন্যবাদ

Our Official Youtube Channel ❤️❤️Subscribe and ring the bell icon that you get notification just after premier any exclu...
24/06/2021

Our Official Youtube Channel ❤️❤️

Subscribe and ring the bell icon that you get notification just after premier any exclusive video.

https://youtu.be/lFHgxLkHKZE

"SS Farm Consultancy" is a leading agricultural project management company with a core focus on breeding and marketing highly efficient products like High yi...

30/04/2021

Welcome to SS Farm Consultancy

যে কোন ধরণের ফার্মিং করে লাভবান হতে চাইলে আজই যোগাযোগ করুন। ভুলভাল পরামর্শ আপনার পুঁজি খুইয়ে আপনার স্বপ্নকে ধ্বংস করে দিতে পারে।

অলাভজনক ফার্মকে লাভজনক পর্যায়ে পৌঁছাতে আমাদের অভিজ্ঞ পরামর্শকের জুড়ি নেই। আজই আপনার আপয়েন্টমেন্টের জন্য ইনবক্স করুন।

মেইল করতে পারেন- [email protected]
কল করতে পারেন- 01903490553

29/04/2021

Welcome to SS Farm Consultancy.

Let us help you to grow your animal farm business with best profit return by-

1. Minimizing risk factor
2. Perfect farm planning
3. Best management ex*****on
4. Instant emergency treatment
5. Follow up your inventory, time to time
And
So on...

Contact us: 019 03 49 05 53
Mail us: [email protected]

Like our page and stay tuned.

Thank you.

Address

Khulna

Telephone

+8801797947425

Website

Alerts

Be the first to know and let us send you an email when SS Farm Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SS Farm Consultancy:

Videos

Share

Category


Other Veterinarians in Khulna

Show All

You may also like