Khulna pet clinic

Khulna pet clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khulna pet clinic, Pet service, টুটপাড়া কবরখানা মোড়, Khulna.

10/09/2022

কুকুরের ক্যানাইন ডিস্টেম্পার, হেপাটাইটিস পারবো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, লেপ্টোস্পাইরোসিস ভ্যাক্সিন পাওয়া যাচ্ছে

বিড়াল প্রেমীদের জন্য ছোট একটি টিপস,অনেকের কমন প্রশ্ন, স্যার আমার বিড়াল খায়না, বা কম খাচ্ছে, আজ ২ দিন কিছুই খায় নাই! বিড়া...
05/09/2022

বিড়াল প্রেমীদের জন্য ছোট একটি টিপস,

অনেকের কমন প্রশ্ন, স্যার আমার বিড়াল খায়না, বা কম খাচ্ছে, আজ ২ দিন কিছুই খায় নাই!

বিড়াল এর অসুস্থতার প্রধান লক্ষণ এটা, কিন্তু না খাওয়ার কারণ অনেক থাকবে কিন্তু সেটা জানবে একজন ভেটেরিনারিয়ান কিন্তু আপনি কি করবেন?

হা আপনার কাজ ই বেশি, বিড়ালের একটি সাইকোলজি হলো সে একবার খাওয়া বন্ধ করে দিলে খাওয়ার ইচ্ছ নষ্ট হয় এবং খাবারকে সে ভয় পায়, তাই বিড়াল খাবার বন্ধ করলে তাকে প্রথমে চিকেন বা ফিশের সুপ করে সিরিন্জ বা ফিডার দিয়ে খাবার খাওয়ানোর চেস্টা অব্যাহত রাখতে হবে, তা না হলে বিপদ বাড়বে। আপনি সুপ খাওয়া তে থাকেন আর দ্রুত ডাঃ দেখাবেন।

ধন্যবাদ
খুলনা পেট ক্লিনিক
০১৭৯৫২৪৬৪৯৬

"" Alhamdulillah. spaying of dog   is done  successfully by Khulna  pet clinic ❤️❤️ 01795246496,01870417728
04/09/2022

"" Alhamdulillah. spaying of dog is done successfully by Khulna pet clinic ❤️❤️

01795246496,01870417728

"বিড়ালের স্পেইং সম্পন্ন করলাম খুলনা পেট ক্লিনিক 01795246496    01870417728
02/09/2022

"বিড়ালের স্পেইং সম্পন্ন করলাম
খুলনা পেট ক্লিনিক
01795246496 01870417728

বিড়ালের স্পেইং সম্পন্ন করলাম খুলনা পেট ক্লিনিক  01795246496,01870417728
29/08/2022

বিড়ালের স্পেইং সম্পন্ন করলাম
খুলনা পেট ক্লিনিক

01795246496,01870417728

spaying done ✌️✌️যোগাযোগ ঃ 01870417728, +880 1795-246496
16/08/2022

spaying done ✌️✌️

যোগাযোগ ঃ 01870417728, +880 1795-246496

ঝিনাইদহ পুলিশ সুপারের বাংলোতে.. স্যার  সখ করে (৭ টা) বিড়াল পালেন এবং তাদের সাথে  অবসর সময় কাটান। হঠাৎ আজকে সকালে একটা স্...
12/08/2022

ঝিনাইদহ পুলিশ সুপারের বাংলোতে.. স্যার সখ করে
(৭ টা) বিড়াল পালেন এবং তাদের সাথে অবসর সময়
কাটান। হঠাৎ আজকে সকালে একটা স্থানীয় কুকুর কামড় দেয় এবং অনেক গভীর ক্ষত হয়।
স্যার এক পর্যায়ে একটা মাধ্যমে আমাদেরকে(আমি এবং শিবেন) নক করে...
আমরা এসে ক্ষতস্থানে ড্রেসিং করে সেলাই দেই এবং সেই সাথে যথাযথ চিকিৎসা দেই।❤️🖤

যোগাযোগঃ 01795246496
01870417728

📌 একটা বিড়াল দৈনিক কত ঘন্টা ঘুমানো স্বাভাবিক? বিড়াল সাধারণত ১২ থেকে ১৬ ঘন্টা ঘুমায়। তবে ঘুমটা নির্ভর করে বিড়ালের এনার্জি...
12/04/2022

📌 একটা বিড়াল দৈনিক কত ঘন্টা ঘুমানো স্বাভাবিক?

বিড়াল সাধারণত ১২ থেকে ১৬ ঘন্টা ঘুমায়।
তবে ঘুমটা নির্ভর করে বিড়ালের এনার্জি খরচের উপরে।
পোষা বিড়াল ঘরের মধ্যেই থাকে, কোনো শিকার ধরে খাওয়ার প্রয়োজন পরেনা বা অন্য বিড়ালের
সাথে মারামারিও করেনা তাই এদের এনার্জি কম খরচ হয়। সেজন্য পোষা বিড়াল স্বভাবতই বাহিরের বিড়ালের চেয়ে একটু কম ঘুমায়।
অপরদিকে যেসব বিড়াল বাহিরে থাকে, তাদের তুলনামূলক বেশি সার্ভাইব করতে হয়। যেমন শিকার করে খাওয়া, অন্য বিড়ালের সাথে মারামারি করা ইত্যাদি, এতে করে এদের এনার্জি ও বেশি খরচ হয়, তাই এনার্জি রিকভার করার জন্য এরা তুলনামূলক একটু বেশি ঘুমায়।
(আপনার বিড়ালের যেকোনো সমস্যার সমাধান ও পরামর্শের জন্য Khulna pet clinic যোগাযোগ করুন অথবা 01795246496 নাম্বারে।)

যেসব সমস্যার জন্য বিড়ালের  বমি হতে পারে তার মধ্যে অন্যতম একটি কারণ হল "Gastritis" বা পাকস্থলীর প্রদাহ।অনেক সময় গ্যাসট্রা...
08/04/2022

যেসব সমস্যার জন্য বিড়ালের বমি হতে পারে তার মধ্যে অন্যতম একটি কারণ হল "Gastritis" বা পাকস্থলীর প্রদাহ।অনেক সময় গ্যাসট্রাইটিসের জন্য যে বমি হয় সেটাকে উপেক্ষা করা হয় অথবা কৃমি বা অন্য কোনো সমস্যা মনে করে চিকিৎসা করা হয় যেটা পরবর্তীতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

কি কি কারণে বিড়ালের গ্যাসট্রাইটিস হয়ঃ

গ্যাসট্রাইটিস সাধারণত নির্দিষ্ট কোনো কারণে হয় না,বরং অনেকগুলো কারণের সমন্বয়ে সমস্যাটি তৈরি হয়।এদের মধ্যে উল্লেখযোগ্যঃ

১.যদি বিড়ালের মাছ বা মাংস সেদ্ধ করা হয় বেশি মশলা দিয়ে।
২.দীর্ঘদিন যাবৎ যদি অ্যাসিডিটির সমস্যা থাকে।
৩.অতিরিক্ত অ্যাসিডিটি তৈরি করে এমন কোনো খাবার দীর্ঘদিন যাবৎ খাওয়ালে।
৪.একটানা মাছ মাংস বা ক্যাটফুড খাওয়ালে এবং কোনো ধরণের সবজি না দিলে।
৫.পাকস্থলীর প্রদাহ তৈরি করে এমন কোনো জিনিস বিড়াল ভুলক্রমে খেয়ে ফেললে।
৬.কিছু কিছু ওষুধ অনেক বেশি ডোজে ভুলক্রমে দেয়া হলে।
৭.দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে তার ফলে অ্যাসিডিটি তৈরি হতে অয়ারে,সেখান থেকে গ্যাসট্রাইটিস হবার সম্ভাবনা থাকে।
৮.পার্সিয়ান বিড়াল নিজ থেকে তাদের শরীর চাটে।এর ফলে অনেক সময় লোম ভেতরে গিয়ে গ্যাসট্রাইটিস তৈরি করতে পারে।

গ্যাসট্রাইটিসের লক্ষ্মণ সমূহ কি?

১.অরুচি
২.বমি
৩.কোনো কিছু খেলে সেটা প্রায় সাথে সাথেই বমি করে ফেলে দেয়া।
৪.প্রদাহ বেশি হলে ব্যাথার জন্য অনেক সময় বিড়াল ডাকাডাকি করতে পারে।
৫.কিছু কিছু ক্ষেত্রে অরুচির জন্য না খাওয়ার দরুণ বিড়াল দুর্বল হয়ে যেতে পারে।
৬.বমি বা পায়খানার সাথে রক্ত আসতে পারে।
৭.অল্প থেকে শুরু করে প্রচন্ড পেটে ব্যাথা হতে পারে।

কি কি করলে গ্যাসট্রাইটিস উপশম হতে পারে?

১.ঠান্ডা পানি দিন
২.এই সময়ে শক্ত কোনো খাবার দেবেন না।
৩.লক্ষণ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিন।

গ্যাসট্রাইটিস থেকে বিড়ালকে মুক্ত রাখবার উপায় কি?

১.অনেকক্ষণ যাবৎ বিড়ালকে না খাইয়ে রাখবেন না।
২.মাছ বা মাংস সিদ্ধ করে দিলে তাতে মশলা ব্যবহার করবেন না।
৩.এই সময়টাতে বিড়ালকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দিন।

এ ধরনের কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করুন।মনে রাখবেন লক্ষণ অনুযায়ী চিকিৎসা না করলে বা ভুল চিকিৎসা করলে আপনার আদরের প্রাণীটির জীবননাশের আশংকা থাকতে পারে।

যোগাযোগঃ০১৮৯৩৪১০৩৭০যেসব সমস্যার জন্য বিড়ালের বমি হতে পারে তার মধ্যে অন্যতম একটি কারণ হল "Gastritis" বা পাকস্থলীর প্রদাহ।অনেক সময় গ্যাসট্রাইটিসের জন্য যে বমি হয় সেটাকে উপেক্ষা করা হয় অথবা কৃমি বা অন্য কোনো সমস্যা মনে করে চিকিৎসা করা হয় যেটা পরবর্তীতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

কি কি কারণে বিড়ালের গ্যাসট্রাইটিস হয়ঃ

গ্যাসট্রাইটিস সাধারণত নির্দিষ্ট কোনো কারণে হয় না,বরং অনেকগুলো কারণের সমন্বয়ে সমস্যাটি তৈরি হয়।এদের মধ্যে উল্লেখযোগ্যঃ

১.যদি বিড়ালের মাছ বা মাংস সেদ্ধ করা হয় বেশি মশলা দিয়ে।
২.দীর্ঘদিন যাবৎ যদি অ্যাসিডিটির সমস্যা থাকে।
৩.অতিরিক্ত অ্যাসিডিটি তৈরি করে এমন কোনো খাবার দীর্ঘদিন যাবৎ খাওয়ালে।
৪.একটানা মাছ মাংস বা ক্যাটফুড খাওয়ালে এবং কোনো ধরণের সবজি না দিলে।
৫.পাকস্থলীর প্রদাহ তৈরি করে এমন কোনো জিনিস বিড়াল ভুলক্রমে খেয়ে ফেললে।
৬.কিছু কিছু ওষুধ অনেক বেশি ডোজে ভুলক্রমে দেয়া হলে।
৭.দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে তার ফলে অ্যাসিডিটি তৈরি হতে অয়ারে,সেখান থেকে গ্যাসট্রাইটিস হবার সম্ভাবনা থাকে।
৮.পার্সিয়ান বিড়াল নিজ থেকে তাদের শরীর চাটে।এর ফলে অনেক সময় লোম ভেতরে গিয়ে গ্যাসট্রাইটিস তৈরি করতে পারে।

গ্যাসট্রাইটিসের লক্ষ্মণ সমূহ কি?

১.অরুচি
২.বমি
৩.কোনো কিছু খেলে সেটা প্রায় সাথে সাথেই বমি করে ফেলে দেয়া।
৪.প্রদাহ বেশি হলে ব্যাথার জন্য অনেক সময় বিড়াল ডাকাডাকি করতে পারে।
৫.কিছু কিছু ক্ষেত্রে অরুচির জন্য না খাওয়ার দরুণ বিড়াল দুর্বল হয়ে যেতে পারে।
৬.বমি বা পায়খানার সাথে রক্ত আসতে পারে।
৭.অল্প থেকে শুরু করে প্রচন্ড পেটে ব্যাথা হতে পারে।

কি কি করলে গ্যাসট্রাইটিস উপশম হতে পারে?

১.ঠান্ডা পানি দিন
২.এই সময়ে শক্ত কোনো খাবার দেবেন না।
৩.লক্ষণ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিন।

গ্যাসট্রাইটিস থেকে বিড়ালকে মুক্ত রাখবার উপায় কি?

১.অনেকক্ষণ যাবৎ বিড়ালকে না খাইয়ে রাখবেন না।
২.মাছ বা মাংস সিদ্ধ করে দিলে তাতে মশলা ব্যবহার করবেন না।
৩.এই সময়টাতে বিড়ালকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দিন।

এ ধরনের কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করুন।মনে রাখবেন লক্ষণ অনুযায়ী চিকিৎসা না করলে বা ভুল চিকিৎসা করলে আপনার আদরের প্রাণীটির জীবননাশের আশংকা থাকতে পারে।

যোগাযোগঃ01795246496

আজ "বিশ্ব স্বাস্থ্য দিবস" এই দিবসের মর্ম অনুভব করে মানুষের পাশাপাশি আমাদের প্রিয় পশু পাখিরও স্বাস্থ্যর পরীক্ষা করা উচিত,...
07/04/2022

আজ "বিশ্ব স্বাস্থ্য দিবস"
এই দিবসের মর্ম অনুভব করে মানুষের পাশাপাশি আমাদের প্রিয় পশু পাখিরও স্বাস্থ্যর পরীক্ষা করা উচিত, কারন সুস্বাস্থ্য সকল জীবনের কাম্য।

স্বাস্থ্য পরীক্ষার জন্য নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন
01795246496

❤️বিড়াল এর গায়ে  কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না। এমন কি পা লাগিয়ে আদর ও করবেন না। পা লাগানো টা ঠিক না...
20/04/2021

❤️বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না। এমন কি পা লাগিয়ে আদর ও করবেন না। পা লাগানো টা ঠিক না।
মনে রাখবেন বিড়াল একমাত্র মাংসাসী প্রাণি যাকে-
আমাদের নবী (সা:), ভালবেসে তার গায়ে হাত বুলিয়েছিলেন, কোলে বসিয়েছেন।
বিড়াল সেই প্রাণি যে পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায়,
বিড়াল সেই প্রাণি, যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে দাঁড়ায়!, তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না!
বিড়াল সেই প্রাণি, যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেয়া হয়,

বিড়াল সেই প্রাণি যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন,
বিড়াল সেই প্রাণি যার জিহবা দ্বারা চাটা পানিতে আল্লাহর হাবীব নবী কারিম (সাঃ) ওযু করেছেন,

(তাবেঈ বিদ্বান দাঊদ ইবনু ছালেহ তাঁর মাতা হতে বর্ণনা করেন যে, তাঁর মাতার মুক্তিদানকারিণী মনিব একবার তাঁকে কিছু হারীসা নিয়ে আয়েশা (রাঃ)-এর নিকট পাঠালে তিনি তাঁকে ছালাতরত অবস্থায় পেলেন। তখন তিনি আমাকে ইশারা করে খাবারটি রেখে যেতে বললেন। এসময় একটি বিড়াল আসল এবং তা হ’তে কিছু খেল। ছালাত শেষে আয়েশা (রাঃ) বিড়ালের খাওয়া স্থান হতেই কিছু খাবার খেলেন এবং বললেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, বিড়াল নাপাক নয়। তা তোমাদের পাশে অধিক বিচরণকারী একটি জন্তু। আর আমি রাসূল (সাঃ)-কে তার উচ্ছিষ্ট পানি দ্বারা ওযূ করতে দেখেছি (আবুদাঊদ হা/৭৬, মিশকাত হা/৪৮৩)।)

বিড়াল সেই প্রাণি যার পরিচয়ে পরিচিত প্রিয় সাহাবী ও সর্বাধিক হাদীস বর্নাকারী আবু হুরায়রাহ(রা:) যার কিনা আসল নাম ছিল আবদুর রহমান ইবনে সখর আদ-দৌসি। বিড়াল সাবককে ভালোবাসার জন্য ও তাদের নিয়ে খেলা করার জন্য নবী (সাঃ) খুশি হয়ে তার নাম দেন "আবু হুরায়রা" যার অর্থ, "বিড়াল সাবকের পিতা" ❤️

হাদিসে রয়েছে,
(তারা অপবিত্র নয়। তারা তোমাদের আশেপাশে বিচরণকারীনি - তিরমিজি)

--সংগৃহীত

 # # #বিড়ালের Heat কি?বিড়ালের বয়স চার–পাঁচ মাস হলে বিড়াল sexually mature হয় অর্থাৎ heat(calling নামেও পরিচিত) এ আসে। তখন...
24/02/2021

# # #বিড়ালের Heat কি?

বিড়ালের বয়স চার–পাঁচ মাস হলে বিড়াল sexually mature হয় অর্থাৎ heat(calling নামেও পরিচিত) এ আসে। তখন কিছু লক্ষনের মাধ্যমে বোঝা যায় বিড়াল heat এ এসেছে এবং mating এর জন্য প্রস্তুত। এটা কিছুদিন পরপর নির্দিষ্ট চক্রাকারে হতে থাকে।সাধারনত দেশি বিড়াল চার-পাঁচ মাস বয়সে heat এ আসে তবে এটা নির্ভর করে breed এর উপর, যেমন- Persian জাতের বিড়াল ১০মাসের বেশি বয়সে heat এ আসে।

# # # #বিড়াল কখন Heat এ আসে?

সাধারনত একটি সুস্থ বিড়াল প্রতি ২-৩ সপ্তাহ পর পর heat এ আসে। এটাও অনেক সময় breed, season এর উপর নির্ভর করে। প্রথম দিকে ২-৩ দিন heat এ থাকে। আস্তে আস্তে সময় বেড়ে এটি ৭-১৪ দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে।

***Heat এ আসার লক্ষনসমুহ

• ৪ মাস বয়সের পর বিড়াল যদি হটাৎ করে অস্বাভাবিক আচরণ করে অর্থাৎ গড়াগড়ি করে, মাথা ও লেজ দিয়ে ঘষতে থাকে এবং লেজ উঁচু করে বসে ইত্যাদি।
• রাতে বেলা জেগে থাকে। জোরে জোরে ডাকে এবং অস্থিরতা বেড়ে যায়(মেয়েবিড়াল বেশি ডাকে)।
• খাবার খেতে চায় না অথবা ক্ষুধা অনেক বেড়ে যায়।
• Potty trained কিন্তু Litter box ছেড়ে এখানে ওখানে টয়লেট করে অর্থাৎ spraying করে।
• বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় এবং সুযোগ পেলেই পালিয়ে যায়।
• ঘরে একের অধিক ছেলে বিড়াল থাকলে মারামারি করে।
• বিড়াল কিছুটা হিংস্র হয়ে যায় কামড় ও খামচি দিতে চায়।
• এসময় বিড়াল বেশি করে তার শরীর চাটে। v***a বার বার ভিজে যায় এবং সে তা চেটে পরিস্কার করতে থাকে।
• মেয়ে বিড়াল এবং ছেলে বিড়াল কাছাকাছি থাকলে mate করতে চায়।

what-is-cat-heat-and-heat-symptoms2

***Heat এ আসলে যা করণীয়

• বিড়ালের বয়স ৪-৫মাস হলে Spay অথবা Neuter করাতে হবে। তাহলে পরবর্তীতে সে আর Heat এ আসবে না।
• ছেলে ও মেয়ে বিড়ালকে আলাদা রাখতে হবে তা নাহলে বিড়াল pregnant হয়ে যাবে এবং ঘন ঘন বাচ্চা দিবে। একটি বিড়ালের এক সাথে ৬-৮টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
• বিড়ালকে বেশি বেশি আদর করতে হবে। এ সময় বিড়াল আদর খুব পছন্দ করে।
• অনেক বিড়াল খুব জোরে জোরে ডাকে তখন বিরক্ত না হয়ে তার ডাকাডাকি বন্ধ করার জন্য তার সাথে খেলতে হবে এবং বেশি করে সময় দিতে হবে।

আপনার বিড়ালের সুস্থ তার জন্য কি খাবার খাওয়াবেন ও পরিহার করবেন।শুরুতে বলি বিড়াল ফেলাইনের গোত্রের হলেও নরমালি এরা মাংসাশী ...
13/02/2021

আপনার বিড়ালের সুস্থ তার জন্য কি খাবার খাওয়াবেন ও পরিহার করবেন।

শুরুতে বলি বিড়াল ফেলাইনের গোত্রের হলেও নরমালি এরা মাংসাশী প্রাণি। তাই বিড়ালের খাবারের মূল হলো মাংস ও মাছ।

বিড়ালের জন্য টক্সিক বা বিষাক্ত খাবার

১। পেঁয়াজ
২। রসুন
৩। আদা
৪। পেঁয়াজের ফুলকি
৫। মশলা
৬। দুধ ও দুধের তৈরি পন্য
৭। কফি ও কফি জাতীয় পন্য
৮। চকলেট ও চকলেট জাতীয় পন্য
৯। আদা বা ময়দার তৈরি পন্য
১০। পাউরুটি বা ইস্ট জাতীয় পন্য
১১। আঙ্গুর ও পাকা যে কোন ফল
১২। কাঁচা মাছ, মাংস, ডিম
১৩। শক্ত হাঁড়
১৪। অতিরিক্ত পরিমাণ প্যাকেট জাত খাদ্য
১৫। রান্না ঘরের বর্জ্য
১৬। টক্সিক ঔষধ
১৭। মুরগি ও অন্য প্রাণির লিভার
১৮। কুকুরের খাবার

উপরোক্ত খাবার গুলো কোন ভাবে বিড়ালকে দেওয়া যাবে না। এই গুলো বিড়ালের শরীরের রক্ত কণা ভেঙ্গে দেয়, খাদ্য নালীতে ইনফেশন তৈরি করে।

বিড়ালের জন্য সুষম খাবার হলোঃ

ড্রাই ফুডঃ ৭-১০ গ্রাম, সেমিসলিড খাবারঃ ৩০-১১০ গ্রাম

একটি বাচ্চা বিড়ালের দৈনিক ৩৫০-৪০০ কিলোক্যালরি খাদ্যের প্রয়োজন হয়, তাই মাছ, মাংস ও বিড়ালের প্যাকেট জাত খাদ্য মিলে ৫০-৬০ গ্রাম ই যথেষ্ঠ, বাচ্চা বিড়ালকে এই ৫০-৬০ গ্রাম খাদ্য ৪ বারে ভাগ করে খাওয়াবেন।

একটি পরিপূর্ণ বিড়ালের জন্য (৬ মাস) দৈনিক ২৫০-৩৫০ কিলোক্যালরি খাদ্যের প্রয়োজন হয়, তাই দৈনিক ৮০-১২০ গ্রাম ই যতেষ্ঠ হয়। একটি পূর্ণবয়স্ক বিড়ালকে দিনে ২ বার খাদ্য দেওয়া ভাল।

এই খাদ্য খেয়ে কিটেন (৩মাসে).... ১.২০০ কেজি থেকে ২.০০ কেজি হতে পারে এবং পূর্ণ বয়স্ক বিড়াল ৩.৫০০ কেজি থেকে ৪.৫ কেজি হতে পারে।


বয়স ভেদে ক্যালসিয়াম ও ফসপরাসের পরিমাণ প্রয়োজন ১-১.৮ % এবং ০.৪৪ -১.২%।

আসুন পরিমিত খাদ্য প্রদান করি। পরিমিত ও সুষম খাদ্য আপনার বিড়ালকে সুস্থ রাখবে ইনশাল্লাহ।

এর পর ও যে কোন প্রয়োজন অন্য কারো পরামর্শ না নিয়ে একজন ভেটেরিনারিয়ানের সাথে পরামর্শ করুন।

Spay & Neuter এর জন্য যোগাযোগ করুন01795246496 (  ফাহিম)বিড়াল এর Spay এবং Neuter করার আগে ও পরে যা জানা জরুরী।বিড়ালকে S...
12/02/2021

Spay & Neuter এর জন্য যোগাযোগ করুন
01795246496 ( ফাহিম)

বিড়াল এর Spay এবং Neuter করার আগে ও পরে যা জানা জরুরী।

বিড়ালকে Spay এবং Neuter করানো খুবই জরুরী। অনেকে একে জটিল ভেবে অথবা ভয় পেয়ে এই অপারেশন করাতে চায় না। কিন্তু এই অপারেশন জটিল নয়। বিড়াল যে কোন ক্ষত দ্রুত সেরে ওঠে। আর তাই একটু যত্ন করলেই অল্প কিছুদিনের মধ্যে সেলাই শুকিয়ে বিড়াল সুস্থ হয়ে যায়। তাই Spay এবং Neuter এর আগে এবং পরে কিছু জিনিস জেনে রাখা জরুরী।

Spay এবং Neuter এর আগে করণীয়

• অপারেশনের ৮-১০ ঘণ্টা আগের থেকে বিড়ালকে পানি ছাড়া অন্য কোন খাবার দেওয়া যাবে না। কারন পেট ভরা থাকলে অপারেশনের সময় এবং anesthesia এর সময় বমি হওয়ার সম্ভাবনা থাকে।

• ঝুড়ি, টিস্যু, তোয়ালে ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে হবে। কারন অপারেশনের পর বিড়াল অজ্ঞান থাকে এবং তাকে সাবধানে কোলে করে অথবা বড় ঝুড়িতে করে বহন করতে হবে।

• বিড়ালের টিকা দেওয়া আছে কিনা, দুর্বলতা অথবা অসুস্থতা আছে কিনা ইত্যাদি যে কোন সমস্যা Vet কে অপারেশনের আগে বলতে হবে। Vet এর এসব জিনিস না জানা থাকলে অপারেশনে জটিলতা দেখা দিতে পারে।

Spay এবং Neuter এর পরে করণীয়

• অপারেশনের পরে জ্ঞান ফেরার পরও বিড়াল হেলেদুলে হাটে, ঝিমঝিম ভাব থাকে। পুরোপুরি ঠিক হতে ১২-১৪ ঘণ্টা সময় লাগে। ২৪ ঘণ্টার মধ্যেও যদি পুরোপুরি ঠিক না হয় তবে Vet এর সাথে যোগাযোগ করতে হবে।

• জ্ঞান ফেরার পর ৮-১০ ঘণ্টা বিড়ালকে খাবার না দেওয়াই ভাল। এতে করে বিড়ালের বমি হতে পারে। শুধু বেশি করে পানি খাওয়াতে হবে। এরপর তাকে তার পছন্দ মত খাবার দিতে হবে।

• Vet এর পরামর্শ অনুযায়ী ওষুধ, স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি সঠিক পরিমানে ও নিয়মিত খাওয়াতে হবে। কাঁটা জায়গায় Savlon / Dettol লাগানো যাবে না।Pre-and-Post-Surgical-Care2

• সেলাই এর কারনে অস্বস্তি হবে তাই বিড়াল বার বার কাঁটা জায়গা চাটতে চাইবে। এর ফলে অনেক সময় সেলাই ছুটে যায়।তাই তাকে বার বার নিষেধ করতে হবে অথবা এলিজাবেথ কলার কিনে বা বানিয়ে পড়াতে হবে।

• ২-৩ দিন বাসার অন্য বিড়াল থেকে দূরে রাখতে হবে। খেলতে গিয়ে সেলাই ছুটে যেতে পারে। তাই দৌড়াতে কিংবা অন্য বিড়ালের সাথে খেলতে দেওয়া যাবে না।

• ময়লা স্থান থেকে বিড়ালকে দূরে রাখতে হবে। Litter box এ বালুর পরিবর্তে কাগজ ব্যাবহার
করা যেতে পারে।

• Spay & neuter এর পরে কমপক্ষে ১মাস বিড়ালকে mate করতে দেওয়া যাবে না। কারন একমাস পর্যন্ত neuter করা ছেলে বিড়াল শুক্রাণু উৎপন্ন করতে পারে এবং এতে মেয়ে বিড়াল গর্ভধারণ করতে পারে।

• কাঁটা স্থানটি ৪-৫ দিনের মধ্যে শুকিয়ে যাবে। কিন্তু স্থানটি ভেজা অথবা লাল রক্তের মত দেখলে অবশ্যই Vet এর সাথে যোগাযোগ করতে হবে।

আমাদের বিড়াল প্রেমী প্রধানমন্ত্রী২০১৩ সালের মাঝামাঝি কোন এক সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সভা ডেকেছিলেন দলে...
10/02/2021

আমাদের বিড়াল প্রেমী প্রধানমন্ত্রী

২০১৩ সালের মাঝামাঝি কোন এক সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সভা ডেকেছিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়টায়, জাতীয় নির্বাচনের আগে, এমন সভা গুরুত্বপূর্ণ বলে, আগেভাগেই আমরা সংবাদকর্মীরা গিয়ে পৌঁছাই গণভবনে।

গণভবনের নিচতলায় সুপরিসর বসার ঘর। বৈঠক শুরুর অপেক্ষা। সেখানে সংবাদকর্মীরা যেমন আছেন, অপেক্ষায় আছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও প্রধানমন্ত্রীর নানান পর্যায়ের ব্যক্তিগত কর্মকর্তারা।

দোতলা থেকে নেমে আমরা যে রুমটিতে রয়েছি সেই রুম ধরেই প্রেসিডিয়াম মিটিংএ যাবেন শেখ হাসিনা এমনটিই জানা। যেকোনও সময় নেমে আসতে পারেন, তাই আমরা সংবাদকর্মীরা খুব একটা নড়াচড়া করছি না। প্রেসিডিয়াম বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে, তাই নিয়ে কথাবার্তা চলছে নিজেদের মধ্যে। আর লক্ষ্য রাখছি কারা আসছেন, আর কে কী করছেন।
এসময় চোখে পড়ল একটি বিড়াল ঘুরঘুর করছে আমাদের আশেপাশে। ঝকঝকে, তকতকে পরিপাটি একটি রুমে বিড়াল! ঘুরঘুর করার ভঙ্গিতে মনে হলো কারো চোখ এড়িয়ে ঢুকে পড়েছে এমনটা হবার কথা নয়। তবে, বুঝতে কষ্ট হচ্ছিলো, কোত্থেকে এলো এই বিড়াল!

আমাদের সংবাদকর্মীদের মধ্যেই প্রশ্ন- কোথা থেকে এলো? কে আনলো?

এদিকে সে বিড়াল আবার সোফায়ও বসছে! অতিথি যারা সোফায় বসে আছেন, তাদের কোলেও উঠে পড়ছে। কেউ তাকে বিরক্ত করছেন না, তাড়াচ্ছেনও না। কেউ কেউ আবার বিড়ালের প্রশংসা করছেন। বোঝার চেষ্টা করছিলাম ঠিক কী কারণে বিড়ালের এমন প্রশংসা। নিশ্চয়ই এ যেনোতেনো বিড়াল নয়!

ভাবতে ভাবতে দেখি বিড়ালটা উঠে বসলো আমাদের এক সাংবাদিক বন্ধুর কোলে। কোলে বসা বিড়াল নিয়ে তিনি ভয়ে রীতিমতো ফ্যাকাশে হয়ে গেছেন। তা দেখে একটু মজা নিচ্ছিলাম। এরপর বিড়ালটা একের পর এক কোল বদল করতে শুরু করলো।

আগেই বলে রাখি, বিড়াল, পশু-পক্ষীতে আমার আগ্রহ যতখানি তারচেয়ে বেশি অহেতুক ভীতি। ছোট বেলায় অনেকের মতোই আমারও ঘরে বিড়াল পালতে দেখার অভিজ্ঞতা রয়েছে। নানাবাড়িতে বিড়াল পালতে দেখেছি। আমার নানা-নানু বিড়ালদের খাবার দিতেন। যত্ন করতেন। তবে নানাবাড়ির এই সব বিড়ালের সাথে আমার সখ্যতা হয়নি কখনো। ফলে ভয়ও কাটেনি।

যা হোক। এদিকে, গণভবনের সেই প্রেসিডিয়াম বৈঠকের সময় ঘনিয়ে এসেছে, অন্যদিকে বিড়ালটিও এর ওর কোলে চড়ার সাধ মিটিয়ে নিচ্ছে। হঠাৎ কী বুঝে, ঝপ করে বিড়ালটি উঠে বসলো আমার কোলে! আমার তাতে ত্রাহি ত্রাহি দশা। অন্যরা আমার অবস্থা দেখে, মুচকি হাসছেন। কী করবো? কী করা উচিত? তাই ভাবছি মনে মনে। শরীরও হিম হয়ে আসছে। তার মাঝেও বিড়ালটিকে কোলেই সামাল দেয়ার চেষ্টা করছি।

ঠিক তখুনি গণভবনের দোতলার আবাস থেকে নেমে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই উঠে দাঁড়ালেন। কিন্তু হায়! আমার আমার কী হবে! আমি কীভাবে উঠে দাঁড়াবো বুঝতে পারছি না। এমনি সময় প্রধানমন্ত্রী সরাসরি চলে এলেন আমার সামনে! আমি আধা বসে, আধা দাঁড়িয়ে সালাম দিলাম। বিড়ালটা তখনও কোলে। নেমে যাবার চেষ্টা করছে না।

প্রধানমন্ত্রী বললেন, ‘খুব জ্বালাচ্ছে নাকি?!’ আমি বললাম, ‘না আপা!’

উনি বললেন, ‘না ও কোন সমস্যা করবে না, খুব ভালো।’ আমাকে বললেন, ‘উঠে দাঁড়ানোর দরকার নেই তুমি বসে থাকো।’
আমার সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দাঁড়িয়ে আছেন আর, আমি বেড়াল কোলে নিয়ে বসে আছি ভাবুন একবার দৃশ্যটা!

ততক্ষণে বিড়ালটির কাহিনী বলতে শুরু করেছেন প্রধানমন্ত্রী। আশেপাশে অনেক গণ্যমান্য। আমরা সবাই তখন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে। তিনি জানালেন, এই বিড়ালটির মা ছিলো তাঁর সাথেই, সংসদ ভবনে স্থাপিত সাবজেলে। ২০০৭ সালে জরুরি অবস্থার সময়ের কথা। তখন এ বিড়ালটির জন্ম হয় সেই জেলখানায়।

সবাই জানেন যে, দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনা প্রথমবারের মতো ২০০৭ সালের ১৬ই জুলাই গ্রেফতার হন। আর মুক্তিপান ২০০৮ সালের ১১জুন। সেই সাবজেলের একাকিত্বের দিনে বিড়ালগুলোই ছিলো তাঁর সঙ্গী।

জানালেন, সংসদ ভবনে স্থাপিত সাবজেলে জেল সুপার নিয়মিত আসতেন তাঁর সাথে দেখা করতে। তিনি যখন জেল সুপারের সাথে কথা বলতে যেতেন, সাথে যেতো বিড়ালগুলোও।

হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি রুমে ঢোকা মাত্র জেল সুপার বা ডেপুটি জেল সুপার উঠে দাঁড়াতেন চেয়ার ছেড়ে। অমনি টেবিল থেকে লাফ দিয়ে, বিড়াল দুটি দখলে নিতো জেলসুপারের চেয়ার।’

শেখ হাসিনা বললেন, ‘আমি আমার চেয়ারে বসে পড়তাম। কিন্তু, আমার বিড়ালদের সরিয়ে নিজের চেয়ারে বসার সাহস ছিলো না জেলসুপারের। তিনি দাঁড়িয়েই থাকতেন।

‘জেলে ছিলাম ১১ মাস। বিড়াল দুটির কারণে আমার সামনে কোন দিন বসার সুযোগ পায় নাই জেলসুপার। তারা দাঁড়িয়ে কথা বলেছে আমার বিড়ালরা তাদের বসতে দেয়নি কখনো!’

‘আঁচড় খামচি দিয়েছি নাকি?’ এবার প্রশ্ন ছুড়লেন আমার দিকে।
আমি বললাম, ‘না আপা।’
উনি বললেন… ‘না ও খুব ভালো’!

এই বলে, একটা তুড়ি দিলেন। আর মুখে বললেন, ‘এই চল!’

অমনি বিড়ালটি দিলো এক লাফ। একেবারে তার পায়ের কাছে গিয়ে পড়ল। একটু দ্রুত পায়েই প্রধানমন্ত্রী এগিয়ে গেলেন প্রেসিডিয়াম মিটিংয়ের দিকে। বিড়ালটিও চললো তাঁর পায়ে পায়ে।

দ্রষ্টব্য: এখানে ছবির বেড়াল ছানাগুলো নিশ্চয়ই সেই বেড়ালের ছানাপোনা হবে। আর বেড়ালছানা নিয়ে যেভাবে খেলছেন তাতে যে কেউ বুঝতে পারবেন এগুলো কত প্রিয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

গণভবন সংশ্লিষ্টরা জানিয়েছেন পশুপাখির প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসা প্রগাঢ়। অনেকেরই জানা গণভবনের চত্বরে যেসব ফলমূলের গাছ রয়েছে সেগুলোর ফল তিনি অনেক সময়ই পেড়ে আনতে দেন না। বলেন ওগুলো পেড়ে নিলে পশু-পাখীরা খাবার কোথা থেকে পাবে!

দুই-তিন বছর আগে বিড়াল কোলে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু ছবি ভাইরাল হয়েছিল। এই প্রসঙ্গে একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহবুব স্মারক লেখাটি লিখেছিলেন।

Alhamdulillah first surgery by Khulna pet clinic successfully done.   01795246496, 01870417728
05/02/2021

Alhamdulillah first surgery by Khulna pet clinic successfully done.


01795246496, 01870417728

11/01/2021

বিড়াল প্রেমীদের জন্য ছোট একটি টিপস,

অনেকের কমন প্রশ্ন, স্যার আমার বিড়াল খায়না, বা কম খাচ্ছে, আজ ২ দিন কিছুই খায় নাই!

বিড়াল এর অসুস্থতার প্রধান লক্ষণ এটা, কিন্তু না খাওয়ার কারণ অনেক থাকবে কিন্তু সেটা জানবে একজন ভেটেরিনারিয়ান কিন্তু আপনি কি করবেন?

হা আপনার কাজ ই বেশি, বিড়ালের একটি সাইকোলজি হলো সে একবার খাওয়া বন্ধ করে দিলে খাওয়ার ইচ্ছ নষ্ট হয় এবং খাবারকে সে ভয় পায়, তাই বিড়াল খাবার বন্ধ করলে তাকে প্রথমে চিকেন বা ফিশের সুপ করে সিরিন্জ বা ফিডার দিয়ে খাবার খাওয়ানোর চেস্টা অব্যাহত রাখতে হবে, তা না হলে বিপদ বাড়বে। আপনি সুপ খাওয়া তে থাকেন আর দ্রুত ডাঃ দেখাবেন।
(কালেক্টেড)

ধন্যবাদ
খুলনা পেট ক্লিনিক
০১৭৯৫২৪৬৪৯৬

08/09/2020

আগামি ১৫/০৯/২০২০ তারিখে খুলনাই আমরা #বিড়াল_কুকুর এর #নিউটার ও স্পেইং করবো (বাসায় গিয়ে)
বিস্তারিত :01870417728, 01795246496

রাসূল সাঃ বলেন- নিশ্চয়ই বিড়াল  অপবিত্র( প্রাণী)  নয়।আবু দাউদ  ইফা.৭৫
04/09/2020

রাসূল সাঃ বলেন-

নিশ্চয়ই বিড়াল অপবিত্র( প্রাণী) নয়।

আবু দাউদ ইফা.৭৫

Cat Vomiting Treatment doneDR  nazmul islam (anik) Mobile :01870417728 , 01795246496বি:দ্র: বাসায় গিয়ে সকল পেট এনিমেল এর...
03/09/2020

Cat
Vomiting
Treatment done
DR nazmul islam (anik)

Mobile :01870417728 , 01795246496
বি:দ্র: বাসায় গিয়ে সকল পেট এনিমেল এর সেবা দেওয়া হয়

03/09/2020

Case :Abdomen enlarge
Giving treatment now he is well.
1st Picture when he was sick
2nd picture when he is well
Dr Md nazmul islam (anik)


mobile : 01870417728

আপনি কি আপনার  পছন্দের CAT & DOG কে VACCINEকরিয়েছেন???? না করালেজেনে নিন কি কি vaccine করানো আবশ্যক******* CAT এর জন্য v...
02/09/2020

আপনি কি আপনার পছন্দের CAT & DOG কে VACCINE
করিয়েছেন????
না করালে
জেনে নিন কি কি vaccine করানো আবশ্যক
******* CAT এর জন্য vaccine *********
1. Nabivac feline 1-HCPCH(বিড়ালকে ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত প্রাণনাশক রোগ হতে সুরক্ষিত রাখে)
2.Rabisin( জলাতঙ্ক হতে রক্ষাকরে)
3Quadricat(calicivirus,rhinotracheitis,panleukopenia
&rabies হতে রক্ষাকরে)

★★★★★★★★★ DOG এর জন্য vaccine ★★★★★★★

1.Eurican(7-8 ভাইরাস ও ব্যাকটেরিয়া হতে রক্ষাকরে)
এটি ৪-৬ সপ্তাহ হতে vaccine দেয়ার কার্যক্রম শুরু করতে হবে।
2. Rabisin (জলাতঙ্ক হতে রক্ষাকর)
১২ সপ্তাহ হতে টিকা দেওয়াশুরু করতে হবে ।
প্রতিটি vaccineএর উপর লেখা.... চলবে

রাফছান জানি।(DVM)
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ, ঝিনাইদহ।

আগামী ৭ সেপ্টেম্বর আমাদের নিয়মিত কার্যক্রম এর মধ্যে  #পেট এনিমেল চেকাপ হবেসকাল ১০ টা থেকে ২ টা কুকুরের চেকাপ : ১২০০টাকাব...
01/09/2020

আগামী ৭ সেপ্টেম্বর আমাদের নিয়মিত কার্যক্রম এর মধ্যে #পেট এনিমেল চেকাপ হবে
সকাল ১০ টা থেকে ২ টা
কুকুরের চেকাপ : ১২০০টাকা
বিড়াল এর চেকাপ :১০০০ টাকা
কৃমিনাশক ও করা হবে
স্থান রয়েল মোড় খুলনা,।
মোবাইল :০১৭৯৫২৪৬৪৯৬
সাথে থাকবে Dr Md Nazmul Islam ভাই
বি:দ্র : বাসায় গিয়েও চিকিৎসা করা হয়
থাকে থাকুন, clinic

01/09/2020

#বিড়ালের #স্পেইং এবং #ক্যাস্ট্রেশন ও #অপারেশন #পরবর্তী #যত্ন

মেয়ে বিড়ালের যাতে বাচ্চা না হয় সে জন্য বাচ্চাদানী অপারেশনের মাধ্যমে কেটে ফেলা কে স্পেইং বলে এবং পুরুষ বিড়াল যাতে বাচ্চা উৎপাদনের ক্ষমতা না থাকে সে জন্য টেসটিকল কেটে ফেলা কে ক্যাস্ট্রেশন বলে।

দুইটি অপারেশন ই খুব গুরুত্বপুর্ণ। অপারেশনের সময় ভালভাবে জীবানুমুক্ত রাখা এবং অপারেশন পরবর্তী জীবানুমুক্ত রাখা খুব দরকার। অপারেশন পরবর্তী বিড়ালকে সবসময় শুকনা জায়গাতে রাখা, সবসময় ই কলার ব্যবহার করা যাতে কাটা জায়গায় চাঁটতে না পারে। ঔষধ ঠিক মত প্রদান করা এবং কাটা জায়গা পরিষ্কার রাখা, বিড়ালকে পুস্টিকর খাবার প্রদান করা।

বিষয়গুলা যদি প্রাণির মালিক কেয়ার ভাল ভাবে না করতে পারেন তা হলে সমস্যা তৈরি হবে এবং ক্ষতি সাধন হবে।

অনেকে অপারেশন পরবর্তীতে কেয়ার ঠিক মত নিতে না পারার কারণে অনেক বিড়ালের সমস্যা হয়।

তাই সকল বিড়াল পালনকারীর প্রতি অনুরোধ অপারেশন পরবর্তী কেয়ার ভালভাবে করুন দেখবেন ইনশাল্লাহ আপনার বিড়াল ভাল থাকবে।

বিঃ দ্রঃ একজন ভেটেরিনারিয়ান স্রেফ একজন মানুষ উনি ইশ্বর বা খোদা বা আল্লাহ নন যে উনি সব প্রাণি কে সুস্থ করে তুলতে পারবেন। তবে সকল ডাঃ চেষ্টা করেন তার পেশেন্ট ভাল থাকুক।

আমার জন্য দোয়া চাই। আপনার প্রাণি গুলো সুস্থ থাকুক এই দোয়া করি সবসময়।

আল্লাহ সবাইকে হেফাজত করুন।
যে কোন প্রয়োজন এ
যোগাযোগ : 01795246496
01870417728

Address

টুটপাড়া কবরখানা মোড়
Khulna

Telephone

+8801870417728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khulna pet clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Pet Services in Khulna

Show All