
12/11/2022
#ক্যাট_ফ্লু: (পর্ব -১)
মানুষের সর্দি-কাশির ভাইরাসের মতো, বেশ কয়েকটি ভাইরাস রয়েছে যা ক্যাট ফ্লু ঘটাতে পারে। ক্যাট ফ্লু হল এমন একটি ভাইরাসঘটিত রোগ যা হলে মানুষের ফ্লুর মতোই বিড়ালের জ্বর এবং নাক ও চোখ দিয়ে পানি পড়তে পারে। অসুস্থ বিড়ালছানা এবং প্রাপ্তবয়স্ক বিড়ালদের ক্ষেত্রে এই রোগটি মারাত্মক হতে পারে।
Feline panleukopenia virus (FPV) একটি ভাইরাস, যা বিড়ালের শরিরের শ্বেত রক্ত কনিকা ধ্বংস করে ফেলে, ফলে রোগ প্রতিরোধের ক্ষমতা একেবারে কমে যায় বললেই চলে। যার ফলে বাঁচার সম্ভাবনা ৯০% কমিয়ে দেয় এমনকি ২৪ঘন্টার মধ্যেও মৃত্যুবরণ করতে পারে। রোগ টি - Cat Flu, Cat distemper, Feline Flu, Feline Parvo, নামেও পরিচিত।
তাই আমাদের পোষা প্রানীর ক্যাট ফ্লু হলে প্রাণীটিকে পশুচিকিত্সকের কাছে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ।
#ক্যাট_ফ্লু_এর_লক্ষণ:
✓বিড়ালের জ্বর
✓সর্দি
✓ চোখ, নাক, গলা ব্যথা
✓মুখের আলসার
✓ড্রিবলিং
✓হাঁচি
✓ভয়েস হারানো
ক্যাট ফ্লু হলে এর লক্ষণ দেখা দিতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
লেখা - ফারিয়া