Hasib's Pet

Hasib's Pet The joy of life is best understood when you have pets to share your life with!

17/01/2025

মনে হল ২০০ বছর পর দেখা। 🖤

মানুষের কোন খাবারগুলো বিড়ালদের জন্য বিষাক্ত?প্রাণী পুষ্টিসবা অধিদপ্তরের মতে, ‘মানুষের খাদ্যতালিকার কিছু খাবার আছে যা বিড়...
15/01/2025

মানুষের কোন খাবারগুলো বিড়ালদের জন্য বিষাক্ত?

প্রাণী পুষ্টিসবা অধিদপ্তরের মতে, ‘মানুষের খাদ্যতালিকার কিছু খাবার আছে যা বিড়ালদের জন্য বিপজ্জনক এবং এগুলো কখনই আপনার বিড়ালকে খাওয়ানো উচিত নয়। বিড়ালদের খাওয়ানোর উপযোগী একটি দীর্ঘ তালিকা ASPCA(একটি প্রতিষ্ঠান) এর কাছে রয়েছে, যেটি মূলত বিভিন্ন পুষ্টিবিদের পরামর্শে ও অন্যান্য অনেক গবেষণার মধ্য দিয়ে নির্ধারণ করা হয়েছে।

নিচে ASPCA এর তালিকায় রাখা মানুষদের কয়েকটি খাবারের কথা উল্লেখ করা হলো যা বিড়ালদের এড়ানো উচিত:

১. অ্যালকোহল: বিড়ালের জন্য ক্ষতিকর খাবার
যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয় আপনার প্রিয় বিড়ালের জন্য সৃষ্টি করতে পারে জটিল সমস্যা। অ্যালকোহলযুক্ত পানীয় খেলে হতে পারে বমি, ডায়রিয়া, শ্বাসকষ্ট, কোমা এবং এমনকি মৃত্যু।

২. ইয়েস্টযুক্ত রুটি বা ময়দা:
ইয়েস্টযুক্ত যেকোনো রুটি বা ময়দা আপনার বিড়ালের পরিপকিতন্ত্রে তৈরি করতে পারে গ্যাসের সমস্যা। এর ফলে পেট ফাঁপাসহ বিড়ালের তলপেটে মোচড় দিতে পারে নিয়ে, যেটি তার জন্য হয়ে উঠতে একটি মারাত্মক অবস্থা। এছাড়া ইয়েস্টযুক্ত রুটি বা ময়দায় উপজাত হিসাবে অ্যালকোহল তৈরি হয়, যেটি দ্বারা আরো কয়েকটি সমস্যার তৈরি করতে পারে।

৩. চকলেট:
চকলেটে সাধারণত মিথাইলক্সান্থাইনস (বিশেষত থিওব্রোমিন ও ক্যাফিন) নামক রাসায়নিক উপাদান রয়েছে যা বিড়ালদের জন্য বিষাক্ত। তাই চকলেট খেলে বিড়ালের হতে পারে বমি, ডায়রিয়া, কাঁপুনি, খিঁচুনি ও এমনকি মৃত্যু। বিভিন্ন ধরনের চকলেটের মধ্যে মিথাইলক্সান্থাইনের মাত্রার তারতম্য থাকে। যেমন- কোকো পাউডারযুক্ত চকলেট সবচেয়ে বেশি বিপজ্জনক আর সাদা চকোলেটগুলো তেমন একটা বিপজ্জনক নয়।

৪. কফি:
চকলেটের মত কফিতে মিথাইলক্সানথাইন ক্যাফিন থাকে যা চকলেটের মতোই এইরকম প্রভাব ফেলতে পারে।

৫. সাইট্রিক এসিডযুক্ত ফল:
লেবু, চুন, কমলা, ক্লেমেন্টাইন এবং আঙ্গুরের মতো সাইট্রিক অ্যাসিডযুক্ত ফলগুলি আপনার বিড়ালের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এইসব সাইট্রিক এসিডযুক্ত ফলের ডালপালা, পাতা, খোসা, ফল এবং বীজ বিড়ালের থেকে দূরে রাখতে হবে। এইসব সাইট্রিক এসিডযুক্ত ফলের একটুও খেলে আপনার বিড়ালের হতে পারে পেট খারাপ, ডায়রিয়া, বমি কিংবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যা।

৬. নারকেলের ফালি ও নারকেলের পানি:
নারকেলের ফালি কিংবা নারকেলের পানি আপনার বিড়ালের হজমশক্তির সমস্যা করতে পারে। তবে নারকেলের ফালি ও নারকেলের পানি যদি অল্প পরিমাণে খায় তাহলে তেমন সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা নারকেলে উপস্থিত পটাসিয়ামের পরিমাণ খুব বেশি, যেটি কিছু বিড়ালের ত্বকের সমস্যার জন্য অনেক কার্যকরী একটি উপাদান। কিন্তু বিড়ালের খাদ্যতালিকায় নারকেল অন্তর্ভুক্ত করার আগে অবশ্যই আপনার পশুচিকিৎসকের সাথে কথা বলে তারপর অন্তর্ভুক্ত করবেন।

৭. দুগ্ধজাত দ্রব্য:
বিড়ালকে দুগ্ধজাত দ্রব্য খাওয়ালে তার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে, যেহেতু অনেক বিড়ালেরই দুধে থাকা ল্যাকটোজ হজমে শোষিত করতে পারে না। তাই আপনার উচিত হবে সম্পূর্ণভাবে দুগ্ধজাত দ্রব্যগুলি (দুধ, পনির, দই) এড়িয়ে যাওয়া। তবে এক্ষেত্রে আপনি আগে আপনার পশুচিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে পারেন।

এত সুন্দর মুখ দিয়ে শালার ব্যাটা ইঁদুর খায় 🙂🙂
14/01/2025

এত সুন্দর মুখ দিয়ে শালার ব্যাটা ইঁদুর খায় 🙂🙂

একজন সত্যিকারের মানুষ 🖤
13/01/2025

একজন সত্যিকারের মানুষ 🖤

Halima, who lives near the Khulna Railway Station, woke up to see these two puppies shivering amid the heavy winter fog yesterday morning. She made sure to get some warm clothes to cover them up while they sleep. The dogs are not at risk as this particular rail track has been nonoperational for long.

PHOTO: HABIBUR RAHMAN

13/01/2025

একটাবার খাবার দিয়ে দেখবেন। এই শান্তি আর কোথাও পাবেন না। Adiba's Cat Family এর পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী বেওয়ারিশ কুকুরদের জন্য খাবারের ব্যবস্থা।

Bangladeshi Relatives 😸
13/01/2025

Bangladeshi Relatives 😸

12/01/2025

আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুক এবং বেশি বেশি অসহায় প্রাণীদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমিন।

পাখি গুলো ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছি ।আসসালামু আলাইকুম RKS BIRD HOUSE  এর ডেমরার খামার থেকে সকল পাখি (11/1/25) স...
11/01/2025

পাখি গুলো ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছি ।

আসসালামু আলাইকুম
RKS BIRD HOUSE এর ডেমরার খামার থেকে সকল পাখি (11/1/25) সকাল ২:৩০ থেকে ৩:৩০ সময়ে চুরি হয়েছে।
অন্তর্ভুক্ত পাখি :
বিভিন্ন প্রজাতির মেকাও,কাকাতুয়া,গ্রে পেরট,আমাজন সহ আরো কিছু পাখি চুরি হয়েছে।যদি কেউ পাখির অথবা চোরের সন্ধান দিতে পারেন তাকে নগদ ১০০,০০০ টাকা পুরস্কৃত করা হবে।
পাখির রিং নাম্বার এবং ছবি সহ ডেমরা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পাখির বিস্তারিত পোষ্ট পরবর্তীতে করা হবে।
আমি মর্মান্তিক ভাবে শোকাহত।সকলের নিকট দোয়া প্রার্থী যেনো পাখি গুলো সুস্থ এবং নিরাপদে থাকেন।

11/01/2025

রঙ্গিলা ❤️

09/01/2025

ওরা মনের গোপন চেনে। ❤️

কুকুর বিড়ালের মাংস ভাগ্যিস বাংলাদেশের মানুষ বেশীরভাগ খায়না। তবে মাছ, মুরগীতো খায়। বুড়িগঙ্গা নদীতে এই যে সাকার ফিশগুলো ছি...
08/01/2025

কুকুর বিড়ালের মাংস ভাগ্যিস বাংলাদেশের মানুষ বেশীরভাগ খায়না। তবে মাছ, মুরগীতো খায়। বুড়িগঙ্গা নদীতে এই যে সাকার ফিশগুলো ছিল তা টনে টনে তুলে নিয়ে গিয়ে সাপ্লাই দেয়া হয়েছে কুকুর বিড়ালের রেডি ফিড, ফিশ মিল আর পোল্ট্রি সেক্টরে ফিডের প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে। এগুলাতে বিপদজনক মাত্রায় হেভি মেটাল ছিল।

কুকুর বিড়ালের কিডনি রোগ আর ক্যান্সার হয়ে মারা গেলে ব্যাপারটা দুঃখজনকতো হবেই। তবে আমরা মুরগি আর মাছ খেলে সময়ে অসময়ে অজান্তে কিডনি আর ক্যান্সার রোগে সরাসরি আক্রান্ত হবো। সব কিছুর উৎস ঐ বুড়িগঙ্গার পানি আর তার ভেতরে বড় হওয়া সাকার ফিশ।

সংগৃহীত

07/01/2025

ঘুমোশি মামা 😄😍

শিশুটির জন্ম হলো অজানা এক শোক আর মায়াময় একটা আবহের মাঝ দিয়ে। জন্মের সাথে সাথেই মাকে হারালো। হাতি মা এর মৃতদেহ তার জীবনের...
07/01/2025

শিশুটির জন্ম হলো অজানা এক শোক আর মায়াময় একটা আবহের মাঝ দিয়ে। জন্মের সাথে সাথেই মাকে হারালো। হাতি মা এর মৃতদেহ তার জীবনের প্রথম হাতি, নির্জীব। অন্যদিকে দু'পায়ে হাঁটা একদল মানুষ। যারা তাকে বাঁচানোর জন্য যারপরনাই চেষ্টা করছেন। মমতামাখা কন্ঠে কেউ বলছেন, "আহারে শক্তি নাই গায়ে, খানা খায়নি এখনো।" কেউ বলছেন দুধ রেডি করতে!

পৃথিবীতে হয়তো আজ হোক বা কাল মানুষ সে দেখতোই। নবজাতক হওয়ায় মানুষের এক দেবতুল্য রূপ সে দেখলো। তার বাকি জীবনটায় এই মানুষগুলোর অন্তরের মমতামাখা দিকটিই দেখে যাক এটুকুই চাই।

ভালো থাক বাবু হাতি।
ছবি- সংগৃহিত

05/01/2025

Treatos BD শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিড়াল প্রেমীদের সাথে।

Congratulations Treatos BD on the grand opening of your new shop! May all go well with you on your new business. We are ...
04/01/2025

Congratulations Treatos BD on the grand opening of your new shop! May all go well with you on your new business. We are proud of you!🖤
Thank you so much for the lovely gift!

Treatos BD উদ্বোধনী অনুষ্ঠানে এ আমি আসতেছি অনুষ্ঠান উপভোগ করতে এবং আপনাদের বাচ্চাদের সাথে দেখা করতে। অনুষ্ঠানটি সকলের জন...
02/01/2025

Treatos BD উদ্বোধনী অনুষ্ঠানে এ আমি আসতেছি অনুষ্ঠান উপভোগ করতে এবং আপনাদের বাচ্চাদের সাথে দেখা করতে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত তাই সবাই সবার বাচ্চাকাচ্চা নিয়ে চলে আসবেন।
দেখা হচ্ছে ৩ জানুয়ারি,শুক্রবার বিকাল তিনটায় দেখা হবে ইনশাআল্লাহ ❤️

📍 ময়লাপোতা সন্ধ্যা বাজার এর বিপরীত পাশে।

01/01/2025

😔😔😔

অনেকেই হয়তো Its Kashmir চ‍্যানেলে এই কুকুরটির মজার মজার vlog দেখেছেন। ওর নাম লাভলু। ও ছোটখাট celebrity হয়ে উঠেছিল। গতকাল...
01/01/2025

অনেকেই হয়তো Its Kashmir চ‍্যানেলে এই কুকুরটির মজার মজার vlog দেখেছেন। ওর নাম লাভলু। ও ছোটখাট celebrity হয়ে উঠেছিল। গতকাল ওর জন্মদিন পালনের পরেই উগ্র এলাকবাসি ওকে মে রে ফেলে।😢 বেচারা বছরের প্রথম দিনেই চলে গেলো সবাইকে ছেড়ে😔😔

Address

Khulna
9100

Telephone

+8801401045007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasib's Pet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share