13/05/2024
*জীবনে আবার এমন সময়ও আসবে যখন কিছুই নিজের মতো যাবে না।*
ফ্যামিলিতে কত রকম ঝামেলা, নিজের মানুষদের সাথে সম্পর্কও ঠিক যাচ্ছে না, টাকা-পয়সা নিয়েও সমস্যা, পড়ালেখাও ঠিক মতো যাচ্ছে না, কাজও ঠিক মতো হচ্ছে না, শরীরও খারাপ হয়ে যাচ্ছে, মনেও শান্তি নাই। মরার উপরে আরেক জ্বালা - আল্লাহ-র সাথেও সম্পর্ক তেমন একটা ভালো নেই। জীবনে এমন সময় আসে, সব কিছুই কেমন এলোমেলো। সবার’ই যায়।
সব কিছু মিলে একটা সময় মনে হয় কিছুই হয়তো আর কোনোদিন ঠিক হবে না, জীবনটা এইভাবেই চলে যাবে। তাও আমরা আশা ছাড়ি না। “একটা সময় ঠিক হয়ে যাবে”, এটা বলতে বলতে দেখা যায় সমস্যা আগের চেয়েও বেশি হয়ে গেছে। তখন তো জীবন নিয়ে তেমন কোন ইচ্ছাই আর থাকে না।
”এ কেমন মরা জীবন, এমন জীবন তো চাই নাই”
”আমারে দুনিয়াতে পাঠিইসে কেন”
”কী ঝামেলায় ফালায় দিলো””
সেটা ভাবতে ভাবতে একদিন ঝড় থামে। একদিন সব ঠিক হয়ে যায় অথচ আমরা বুঝতেই পারি না কীভাবে হল । আমরা অনেক কিছু শিখে ফেলি অথচ আমরা বুঝতেই পারি না সময় কীভাবে গেল।
অনেক খিছু চলে যায়, অনেক কিছু আবার চলেও আসে। কিন্তু যেখানে আশাই প্রায় শেষ হয়ে যায়, সেখান থেকে কীভাবে কীভাবে নতুন আশাও সৃষ্টি হয়ে সব কিছু আস্তে আস্তে ঠিকও হয়ে যায়।
আমরা এতটা বলদ যে আমরা বুঝতেও পারি না।
ঐ যে সময় সব সময় এক থাকে না। ঝড় একদিন শেষ হয়। খারাপ সময় একদিন চলে যায়। বুকের মধ্যে যে খারাপটা লাগে সেটাও একদিন ঘুম থেকে উঠে আর লাগে না।
দিন শেষে আশা হারানোর মত কিছুই নেই। ভালো দিন আসবেই। সবকিছু ঠিক হবেই ।
আশা হারানো যাবে না।
চলেন খিচুড়ি খাই
মাসফিক এনাম তূর্জ