টুকি - দ্যা পিউর দেশি বিল্লু

টুকি - দ্যা পিউর দেশি বিল্লু যারা বিড়াল ভালোবাসেন বা বিড়ালের প্রতি মায়া কাজ করে, তারা যুক্ত থাকতে পারেন টুকির সাথে।
(5)

বিড়ালের প্রতি টান,মায়া দিন দিন শুধু বাড়ছে।এদেরকে আমি প্রচন্ড রকম ভালোবাসি।টুকিকে এনেছিলাম ১৫ জুন ২০২১।একবছর কেটে গেল তার সাথে।হাসি,কান্না,আনন্দ,হাজারো প্রাশান্তির গল্প মিশে আছে।মিশে থাকুক বুক জুড়ে।

23/12/2024

ব্যাচেলর পুরুষ মানুষের বিড়াল পোষতে নেই।

এই পোস্টটা কখনো একদিন লিখতে হবে সেটা জানতাম বাট এত তাড়াতাড়ি লিখতে হবে সেটা চিন্তাও করেনি।টুকিকে আমার কাছে আর রাখা যাচ্ছে...
23/12/2024

এই পোস্টটা কখনো একদিন লিখতে হবে সেটা জানতাম বাট এত তাড়াতাড়ি লিখতে হবে সেটা চিন্তাও করেনি।

টুকিকে আমার কাছে আর রাখা যাচ্ছে না।তাকে সাময়িক সময়ের জন্য এডপশন দিতে হচ্ছে শীগ্রই।🥲

কেন? তবে? কি কারন?
উত্তরটা বেশ বিস্তারিত। তবুও সংক্ষেপে পুরো বিষয়টি লিখলাম—

টুকিকে এডপশন এনেছিলাম সেই ২০২১ সালে।তখন টুকির বয়স ছিল ৩/৪ মাস।আজকে টুকির বয়স প্রায় ৪ বছর।দীর্ঘ চার বছর টুকির সাথে।একদিকে মেডিকেলের পড়াশোনা অন্যদিকে টুকি, এভাবেই চলছিলো বেশ।

টানা ১টা বিড়াল পোষা তাও আবার মেডিকেলের হোস্টেলে মেডিকেলের চাপের মাঝে— সেটা কতটুকু কঠিন বা মানিয়ে নিতে হয়েছিলো যারা বিড়াল পোষেন তারা বুঝতে পারবেন।কতরকম পরিস্থিতি ও অভিজ্ঞতা সহ্য বা দেখতে হয়ছে বলার বাহিরে।

আমার ডিগ্রীসহ ইন্টার্রশীপ অর্থাৎ এই মেডিকেলের সব প্রাতিষ্ঠানিক কাজ শেষ হয়েছে সেই অক্টোবর মাসেই।

বর্তমানে আমার সামনে আরো বিশাল পথ বাকি (বিসিএস, স্পেশালিস্ট ডিগ্রী)। ভেবেছিলাম কিশোরগঞ্জ থেকেই হয়তো সামলানো যাবে কিছুটা পথ।কিন্তু বিগত দুইমাসের অভিজ্ঞতা বেশ তিক্ততার। পড়াশোনা কোনভাবেই এই শহরে থেকে পর্যাপ্ত পরিমান করা পসিবল হচ্ছে নাহ্।

না টুকি না, টুকি বাদে অনেক কিছুই জড়িত।টুকি আমার পড়াশোনায় বিন্দু পরিমান হ্যাম্পার করে না, এটা সবাই হয়তো বিশ্বাস করবেন না।সে গল্প আরেকদিন লিখব।

কিশোরগঞ্জের লোকাল মেডিকেলীয়ান হওয়ার কারনে অতিরিক্ত কিছু ঝামেলা ও ব্যাস্ততা (রোগী কেন্দ্রীক) প্রতিদিনই হ্যান্ডেল করতে হচ্ছে।তাছাড়া বর্তমানে ফিনানশিয়াল একটা চাপও আছে, পরিবারের ছেলে সন্তান হওয়ার সুবাদে।আবার সামনের ক্যারিয়ারের চাপ তার সাথে পেশেন্টকেন্দ্রীক ব্যাস্ততা।

এইসবকিছুর মাঝে পড়াশোনা এখানে ফোকাস দেওয়া যাচ্ছে না একদমই।বিগত দু মাস বাড়তি সব ঝামেলা ম্যানেজ করার চেষ্টা করেছি, বাট সামলিয়ে নিতে পারছি না সবকিছু কোনকিছুতেই।

বাসা থেকে পরামর্শ দিচ্ছে জামালপুর শিফট হতে।জামালপুর আমার জমজ ভাই আছেন।আমরা দুজন একই লাইনের।মানে সে আছে জামালপুর মেডিকেল কলেজে।ইন্টার্নি কিছুদিন বাকি আছে।তার ৪৬ বিসিএস প্রিলি হয়েছে। আমি ইন্টার্নির ডিউটি ও কিশোরগঞ্জের ব্যাস্ততায় পড়তেই পারিনি ইন্টার্নিরত অবস্থায়। জামালপুরে একটা জবও পার্টটাইম ম্যানেজ হয়ছে।

জানুয়ারির ১ তারিখেই জামালপুর শিফট হবো।পরিবারের কড়া নির্দেশ ছিলো সেই অক্টোবর থেকেই।সব মিলিয়ে জটিল একটা পরিস্থিতি।

না টুকিকে আমার সাথে নেওয়া যাচ্ছে না কারন আমি সেখানে গিয়ে মেছে উঠবো।মেছের পরিবেশ সবাই জানেন।৫/১০ জনের একসাথে এটাচড সবকিছু।তাই কখনোই পসিবল না।

আর আমাদের বাসায়ও রাখা যাচ্ছে না।কারন বাসা ক্যাটপ্রুফ না।দেখাশোনা করার মতো বা কেয়ার করার মতো কেউ নেই।সবাই জব করে।আর পরিবেশও নেই তেমন।

আমি কোন স্কোপই পাচ্ছিনা টুকিকে সাথে রাখার বর্তমানে এমন একটা পরিস্থিতি দাড়িয়েছে।

দিনশেষে মুল কথা হলো টুকিকে এডপশন দিচ্ছি।দিয়ে দিব এই মাসেই।যদি কেউ আগ্রহী হোন ইনবক্সে নক করুন।নিচের শর্তপূরন করতে পারলে।
১.ক্যাটপ্রুফ বাসা লাগবে (গ্রাউন্ডফ্লোর হওয়া যাবে না)
২.বিড়াল পোষার অভিজ্ঞতা লাগবে
৩. মাঝে মাঝে যখন মিস করবো তখন ছবি ভিডিও দিতে হবে
৪.বাংলাদেশের যে কোন প্রান্তে হলেই হবে তবে কাছাকাছি হলে সুবিধা
৫. নিজের ২/৩টা বিড়াল বা আরো অধিক বিড়াল থাকলে অগ্রধিকার পাবেন।
(দু একজন আগে থেকেই বলে রেখেছিলেন, যাদের আলাদা অনেকগুলো বিড়াল আছে, আপনারা একটু নক দেন, আমি স্মরণ নেই তেমন)

অনেক খারাপ লাগবে বা লাগতেছে।দিনশেষে আমি পরিস্থিতির শিকার।জীবনে অনেক কিছু মেনে নিতে হয়েছে মানিয়ে নিতে হয়েছে— এটাও মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে।দোয়া চাই।

টুকি বাবুনি 🥹
22/12/2024

টুকি বাবুনি 🥹

22/12/2024

Tukla 😻

শীতের রাত্রি 🥺🥺
22/12/2024

শীতের রাত্রি 🥺🥺

22/12/2024

🥺🥺🥺

টুকিদের উঁকি 🌺
21/12/2024

টুকিদের উঁকি 🌺

20/12/2024
হে মানুষ... তোমরা মানুষ হও!
20/12/2024

হে মানুষ... তোমরা মানুষ হও!

🐱
20/12/2024

🐱

20/12/2024

Ghumu 🥶

আমাদের সময় কতই না দ্রুত ফুরিয়ে যাচ্ছে...😪
19/12/2024

আমাদের সময় কতই না দ্রুত ফুরিয়ে যাচ্ছে...😪

টুকি: নিউটার করার পর যারা আমার বিয়ে নিয়ে ঠাট্টা মশকরা করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার বিয়ে নিয়ে টেনশন করতে হবে না, আপ...
12/12/2024

টুকি: নিউটার করার পর যারা আমার বিয়ে নিয়ে ঠাট্টা মশকরা করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার বিয়ে নিয়ে টেনশন করতে হবে না, আপনার নিজের বিয়া নিয়া টেনশন করেন, আপনার নিজের বিয়ার বয়স কবেই পার হয়ে গেছে, সেদিকে নজর দেন, অন্যের চরকায় তেল না দিয়া নিজের চরকায় তেল দেন।

আর শুনেন আমার বিয়ের পাত্রী অভাব ছিল না কখনো, এখনোও নাই।নিউটার করার পর বর্তমানে স্পে করা বিলাই লাইন ধরে আছে।মাইন্ড ইট।সাটাপপপপ

11/12/2024

টুকি: খালি ডাকে আর ভিডু করে ধ্যাৎ 😁

11/12/2024

হায় মানুষ 😪

11/12/2024

বিলাই পোষতে গেলে আপনাকে 'বিলাই সাইন্স' ভালো করে বুঝতে হবে।নয়তো বিলাই পোষতে গিয়া মহামসিবতে পড়বেন।কোন বিলাই কেমন, কোন বিলাই কি খায়, কোন বিলাইকে কিভাবে ম্যানেজ করতে হয় এইসব 'বিলাই সাইন্স' এর পড়াশোনা।

না কোন বই পড়তে হবে না।একটা বিলাই এক দুই বছর পোষলেই বুঝতে পারবেন।তবে দু' একবছর বিলাই পোষেছে এমন কারো থেকেও আইডিয়া নিতে পারবেন চাইলে।এতেও অনেকটা কভার হয়।

তবে দুঃখের কথা হলো হাজার বছর ধরে বিলাই পোষে এমন অনেকেই 'বিলাই সাইন্স' বুঝে না।এরা বেশি আবেগী অথবা এদের আইকিউ লো।

11/12/2024

ছাদে এলেই নোং*রা পানি মুখে দেয়।তাই ছাদেই পানির বাটি দিয়েছি।😻

11/12/2024

রোদ পোহানোর উৎসব 😻

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when টুকি - দ্যা পিউর দেশি বিল্লু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টুকি - দ্যা পিউর দেশি বিল্লু:

Videos

Share