21/11/2024
হঠাৎ খবরটা শুনে ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পেলাম।কষ্টের গভীরতা কাউকে বুঝানোর মতো না, আবার নিজেকে বুঝও দেওয়া যাচ্ছে না।
দু'দিন আগেই বিয়ের সব ফাইনাল হলো, পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ের মোহরানা, বিয়ের তারিখ, সবই কম্প্লিট।এর মধ্যেই হঠাৎ খবর এলো 'পাত্রী নিজে এই বিয়েতে রাজি না' তার মানে রিজেক্ট করে দিয়েছে।
আমি কোন কিছুতেই মানতে পারছি না বিষয়টা।হঠাৎ পাত্রীর কি এমন হলো যে বিয়েতে সে দ্বিমত।মনে মনে ভাবলাম হয়তো বড় কোন খুত পেয়েছে আমার মধ্যে বা এই বিয়েতে।লজ্জায় জানতেও চাইতে পারছি না।ভেতরে ভেতরে এক ভীষণ হিনমন্যতা কাজ করতেছে।
দু'একদিন পার হলো এভাবেই।তারপর নিজেকে কিছুটা বুঝ দিয়ে একটু মনোবল সঞ্চয় করে নিজেই জানতে চাইলাম— কি কারন বা কি সমস্যা পাত্রীর।
সরাসরি যোগাযোগ করার হিম্মত হয়নি।এক ফ্রেন্ডের মধ্যেমে খবর নিলাম।সে এসে জানালো যে পাত্রী কিভাবে যে খুজে পেয়েছে পাত্রের মানে আমার নাকি একটা ছেলে বাচ্চা আছে।আর বাচ্চা আছে এমন ছেলেকে বিয়ে করার তো কোন প্রশ্নই উঠে না।
আমি পড়লাম আকাশ থেকে।বলে কি? কে বলছে তাকে এই কথা?
পাত্রী জানাইলো— সে নিজেই জেনেছে।ফেইসবুক থেকে।এবং তার কাছে প্রমানও আছে।
আমি প্রমান দেখতে চাইলাম।তারপার পাত্রী দেখাইলো দুইটা স্ক্রিনশট। প্রথম স্ক্রিনশটি আমার কোন এক রেন্ডম পোস্টের যেখানে একজন কমেন্ট করেছে— 'ভাই আপনার বাচ্চাটা কেমন আছে?' আমি রিপ্লাইও করেছিলাম 'আলহামদুলিল্লাহ ভালো আছে'
দ্বিতীয় স্ক্রিনশটি আমার প্রোফাইল পিক এর কমেন্টবক্সের।কেউ একজন কমেন্ট করেছে— ' ভাই আপনার পোলা মোটা বাট আপনি চিকন কেন?' আমি সেখানে উত্তর দিছিলাম 'নিজে না খেয়ে পোলাকে খাওয়াই তো তাই'
প্রমান দু'টো দেখার পর বেশ হাসলাম।তারপর বললাম— পোলা বা বাচ্চা মুলত আমার নিজের পোষা বিড়াল।ওর নাম টুকি।একটু মোটা।আর তাকে নিয়েই মানুষজন মজার ছলে এসব লিখেছে।
উত্তর আইলো— 'সব বুঝলাম বাট বিড়ালকে আপনার পোলা বা বাচ্চা বলবে কেন? এটা কোন ধরনের কথা'
আমি তাহাকে এখন কিভাবে বুঝাই যে অনলাইনে বিলাই-হুমেন সোসাইটিতে এইগুলা নরমাল।এগুলোই মহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ।কোন কিছুতেই সে বিষয়টি মানতে পারছে না।
পরে খোঁজ নিয়ে জানতে পারলাম— মেয়ের ক্যাটফোবিয়া আছে, বিড়াল ভীষণ ভয় পায়।তেলাপোকার থেকে হাজারগুন বেশি পরিমান। এখন আমি নিজে পাত্রীকে রিজেক্ট করে দিবো কিনা ভাবতেছি।বিশাল টেনশনে আছি।
রম্যগল্প: টেনশনে আছি।
লিখা: দিদার মোহাম্মদ