টুকি - দ্যা পিউর দেশি বিল্লু

টুকি - দ্যা পিউর দেশি বিল্লু যারা বিড়াল ভালোবাসেন বা বিড়ালের প্রতি মায়া কাজ করে, তারা যুক্ত থাকতে পারেন টুকির সাথে।
(17)

বিড়ালের প্রতি টান,মায়া দিন দিন শুধু বাড়ছে।এদেরকে আমি প্রচন্ড রকম ভালোবাসি।টুকিকে এনেছিলাম ১৫ জুন ২০২১।একবছর কেটে গেল তার সাথে।হাসি,কান্না,আনন্দ,হাজারো প্রাশান্তির গল্প মিশে আছে।মিশে থাকুক বুক জুড়ে।

21/11/2024

হঠাৎ খবরটা শুনে ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পেলাম।কষ্টের গভীরতা কাউকে বুঝানোর মতো না, আবার নিজেকে বুঝও দেওয়া যাচ্ছে না।

দু'দিন আগেই বিয়ের সব ফাইনাল হলো, পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ের মোহরানা, বিয়ের তারিখ, সবই কম্প্লিট।এর মধ্যেই হঠাৎ খবর এলো 'পাত্রী নিজে এই বিয়েতে রাজি না' তার মানে রিজেক্ট করে দিয়েছে।

আমি কোন কিছুতেই মানতে পারছি না বিষয়টা।হঠাৎ পাত্রীর কি এমন হলো যে বিয়েতে সে দ্বিমত।মনে মনে ভাবলাম হয়তো বড় কোন খুত পেয়েছে আমার মধ্যে বা এই বিয়েতে।লজ্জায় জানতেও চাইতে পারছি না।ভেতরে ভেতরে এক ভীষণ হিনমন্যতা কাজ করতেছে।

দু'একদিন পার হলো এভাবেই।তারপর নিজেকে কিছুটা বুঝ দিয়ে একটু মনোবল সঞ্চয় করে নিজেই জানতে চাইলাম— কি কারন বা কি সমস্যা পাত্রীর।

সরাসরি যোগাযোগ করার হিম্মত হয়নি।এক ফ্রেন্ডের মধ্যেমে খবর নিলাম।সে এসে জানালো যে পাত্রী কিভাবে যে খুজে পেয়েছে পাত্রের মানে আমার নাকি একটা ছেলে বাচ্চা আছে।আর বাচ্চা আছে এমন ছেলেকে বিয়ে করার তো কোন প্রশ্নই উঠে না।

আমি পড়লাম আকাশ থেকে।বলে কি? কে বলছে তাকে এই কথা?

পাত্রী জানাইলো— সে নিজেই জেনেছে।ফেইসবুক থেকে।এবং তার কাছে প্রমানও আছে।

আমি প্রমান দেখতে চাইলাম।তারপার পাত্রী দেখাইলো দুইটা স্ক্রিনশট। প্রথম স্ক্রিনশটি আমার কোন এক রেন্ডম পোস্টের যেখানে একজন কমেন্ট করেছে— 'ভাই আপনার বাচ্চাটা কেমন আছে?' আমি রিপ্লাইও করেছিলাম 'আলহামদুলিল্লাহ ভালো আছে'

দ্বিতীয় স্ক্রিনশটি আমার প্রোফাইল পিক এর কমেন্টবক্সের।কেউ একজন কমেন্ট করেছে— ' ভাই আপনার পোলা মোটা বাট আপনি চিকন কেন?' আমি সেখানে উত্তর দিছিলাম 'নিজে না খেয়ে পোলাকে খাওয়াই তো তাই'

প্রমান দু'টো দেখার পর বেশ হাসলাম।তারপর বললাম— পোলা বা বাচ্চা মুলত আমার নিজের পোষা বিড়াল।ওর নাম টুকি।একটু মোটা।আর তাকে নিয়েই মানুষজন মজার ছলে এসব লিখেছে।

উত্তর আইলো— 'সব বুঝলাম বাট বিড়ালকে আপনার পোলা বা বাচ্চা বলবে কেন? এটা কোন ধরনের কথা'

আমি তাহাকে এখন কিভাবে বুঝাই যে অনলাইনে বিলাই-হুমেন সোসাইটিতে এইগুলা নরমাল।এগুলোই মহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ।কোন কিছুতেই সে বিষয়টি মানতে পারছে না।

পরে খোঁজ নিয়ে জানতে পারলাম— মেয়ের ক্যাটফোবিয়া আছে, বিড়াল ভীষণ ভয় পায়।তেলাপোকার থেকে হাজারগুন বেশি পরিমান। এখন আমি নিজে পাত্রীকে রিজেক্ট করে দিবো কিনা ভাবতেছি।বিশাল টেনশনে আছি।

রম্যগল্প: টেনশনে আছি।
লিখা: দিদার মোহাম্মদ

সহমত ২
21/11/2024

সহমত ২

21/11/2024

ভেট ডাক্তারই ভালা তার পেশেন্টকে কোলে নিতে পারে 😛 মানুষের ডাক্তার হওয়াটা বুল অইছে 🤣
বানীতে টুকির ফাদার

20/11/2024

গুড নাইট

20/11/2024
20/11/2024

নবাবের ঘুম

20/11/2024

টুকি পুচকু 😻😻

আসসালামু আলাইকুম। এখন থেকে আপাতত টুকিকে অনলাইনে কম দেখতে পাবেন।অনলাইনে একটু কম আসা হবে।সামনের ক্যারিয়ার আর অনলাইন দুটো স...
16/11/2024

আসসালামু আলাইকুম।
এখন থেকে আপাতত টুকিকে অনলাইনে কম দেখতে পাবেন।অনলাইনে একটু কম আসা হবে।
সামনের ক্যারিয়ার আর অনলাইন দুটো সমান তালে মেইনটেইন করা কঠিন —তাই আরকি।দোয়া চাই।

পৃথিবীতে  আল্লাহ সবাইকে পড়াশোনা বা জ্ঞান অর্জনের জন্য  পাঠান নি।কাউকে কাউকে শুধু খাওয়া আর ঘুমের জন্য পাঠিয়েছেন।ইহার উৎকৃ...
11/11/2024

পৃথিবীতে আল্লাহ সবাইকে পড়াশোনা বা জ্ঞান অর্জনের জন্য পাঠান নি।কাউকে কাউকে শুধু খাওয়া আর ঘুমের জন্য পাঠিয়েছেন।ইহার উৎকৃষ্ট উদাহরণ হলেন ইনি।🤭😹

- টুকি - দ্যা পিউর দেশি বিল্লু

অন্তবর্তীকালীন সরকারের বিলাই মন্ত্রণালয়ের উপদেষ্টা হবার জন্য ফোনে অনেক কল করে অনেকেই বেশ চাপ দিচ্ছে। কি যে করি।মন্ত্রণাল...
11/11/2024

অন্তবর্তীকালীন সরকারের বিলাই মন্ত্রণালয়ের উপদেষ্টা হবার জন্য ফোনে অনেক কল করে অনেকেই বেশ চাপ দিচ্ছে। কি যে করি।মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালন করতে গিয়া ঘুম ও ক্যাটফুড খাওয়া ঠিকমতো হবে তো?ভীষণ চিন্তায় আছি।

বিলাই হবার স্বাদ জাগে,পড়া যখন বিষাদ লাগে 🤭
10/11/2024

বিলাই হবার স্বাদ জাগে,পড়া যখন বিষাদ লাগে 🤭

BABUNi 🤭🤭
10/11/2024

BABUNi 🤭🤭

09/11/2024

আপার বাহিনীদের আগামিকালের জন্য পেসক্রিপশন:

Cap. Flucloxacillin 500 mg
1+1+1+1 - ৭ দিন
(মাই*রের কারণে পাছার ছাল উঠে গেলে সেখান থেকে ইনফেকশন হতে পারে)

Tab. Ketorolac 10 mg
1+1+1 - ৫ দিন
(গণধো*লাইয়ের ব্যাথায় যাতে রাত-বিরেতে কাতরাতে না হয়)

Tab. Paracetamol 500 mg
2+2+2 - ৫ দিন
(উদুম ক্যা*লানির পর জ্বর তো আসবেই)

Cap. Esomeprazole 20 mg
1+0+1 (খাবার ৩০মি আগে) - ১০ দিন

আর ব্যাকাপ হিসেবে Diclofenac suppository সাথে রাখবেন যাতে ট্যাবলেটে কাজ না হলে চট করে জায়গামতো দিতে পারেন।

সংগ্রহীত

Click: Amarpet.com (Sponsored Post)
09/11/2024

Click: Amarpet.com
(Sponsored Post)

09/11/2024

cat will be cat 🤔

09/11/2024

যাদের বিড়াল বার বার হারিয়ে যায়।তার এই pet tag টি
Amarpet.com থেকে নিতে পারেন।

08/11/2024

ধন্যবাদ Amarpet.com কে এই পেট ট্যাগটি গিফট করার জন্য।আপনিও আপনার বিড়ালের জন্য কিনতে পারেন।এতে আপনার বিড়াল সেইফ থাকবে হারিয়ে গেলে খুজে পাওয়া সহজ হবে।লিংক কমেন্টবক্সে।

'লোকে কি বলবে' এই ভেবে যারা কম্বল নামাতে পারছেন না তাদের উদ্দেশ্যে এই পোস্টটি—কম্বল আপনার, সিন্ধান্তও আপনার।এখানে কে কি ...
07/11/2024

'লোকে কি বলবে' এই ভেবে যারা কম্বল নামাতে পারছেন না তাদের উদ্দেশ্যে এই পোস্টটি—

কম্বল আপনার, সিন্ধান্তও আপনার।এখানে কে কি বলল,অন্যে কি করল সেটা ভেবে লাভ নাই।আপনার ইচ্ছে হলে কম্বল নামাবেন, না ইচ্ছে হলে নাই।অন্যের দেখাদেখি কাজ কেন করবেন?

তাও যদি আপনার কেমন কেমন লাগে তাহলে এই ছবিটি দেখুন আর কম্বল নামিয়ে ফেলুন।শীত এসে গেছে, শীতকে বরণ করে নিন।😛

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when টুকি - দ্যা পিউর দেশি বিল্লু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টুকি - দ্যা পিউর দেশি বিল্লু:

Share

Nearby pet stores & pet services