সিরাজনগর,দৌলতপুর,কুষ্টিয়া

সিরাজনগর,দৌলতপুর,কুষ্টিয়া its a public place and 7th no ward of UP philpnagar.its situated on beside of PADMA.

04/11/2024

যথোপযুক্ত বিকল্প ছাড়া বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস এর রুট পরিবর্তন কুষ্টিয়াবাসী মেনে নেবে না।

31/08/2024

বিকেলে ফুটবল খেলার শেষে মাঠে গ্রামীণ রূপবৈচিত্রময় পরিবেশে কলা পাতায় খিচুড়ি ভোজন।

22/08/2024

আল্লাহ এই দূর্যোগ থেকে তুমি আমাদের দেশকে রক্ষা করো মাবুদ।

26/03/2024

অবসরপ্রাপ্ত ডি আইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেলো জিডি করতে ।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। থানায় যারা কাজ করছেন সবাই নতুন।

তিনি নিজেকে সাবেক ডি আইজি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”

সাবেক ডি আইজি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”

সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়!
Copy paste

14/03/2023
রেডি আছেন তো?
12/02/2022

রেডি আছেন তো?

01/02/2022

আসসালামু আলাইকুম,
প্রতিবারের ন্যায় সিরাজনগর ভলিবল একাডেমি আগামী ১৮ ই ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে সিরাজনগর প্রাথমিক বিদ্যালয়ে এক বিশাল ভলিবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে, উক্ত টুর্ণামেন্টে আপনারা সবাই আমন্ত্রিত।
স্থান: সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন, দৌলতপুর, কুষ্টিয়া।
যোগাযোগ: প্রকৌ: আবুল কালাম আজাদ
মোবাইল: 01723 67 50 19
বিশেষ দ্রষ্টব্য: খেলার পুরস্কার পরবর্তী নোটিশ জানানো হবে।

01/08/2021

ব্রেকিং:
৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, ২১০৫৬ জন উত্তীর্ণ।

22/07/2020

ার্সিটির_ভর্তি_পরিক্ষায়_জিপিএ_থেকে_কত_মার্ক_গণনা_করা_হয়_তা_দেওয়া_হলো :

BUET = No marks on GPA
KUET = No marks on GPA
RUET = No marks on GPA
CUET = No marks on GPA
DU = 80 out of 200
JU = 20 out of 100
JNU = 28 out of 100
CU = 20 out of 120
RU = No marks on GPA
KU = No marks on GPA
BU = 80 out of 200
IU = 40 out of 120
Jatiya Kabi Kazi Nazrul Islam University = 30 out of 130
BUTex = 100 out of 300
BUP = 40%
CoU = 50 out of 150
BRU, Rangpur = 20 out of 100
University of Science and Technology:
* Shahjalal University of Science and Technology (SUST)
= 30 out of 100
* Bangabandhu Sheikh Mujibur Rahman Science &
Technology University, Gopalganj = 20 out of 100
* Mawlana Bhashani Science and Technology University
(MBSTU) = 100 out of 200
* Patuakhali Science and Technology University = 100
out of 200
* Noakhali Science and Technology University = 100 out of 200
* Hajee Mohammad Danesh Science and Technology
University = 50 out of 150
* Pabna University of Science and Technology = 10 out of 100
* Jessore Science & Technology University = 20 out of
100
Rangamati Science and Technology University= 100 out of 200
★ MBBS & BDS = 200 out of 300
★ Agricultural Universities:
* Bangladesh Agricultural University = 100 out of 200
* Bangabandhu Shaikh Mujibur Rahman Agricultural
University, Gazipur = 100 out of 200
* Sylhet Agricultural University = 100 out of 200
* Shere-E-Bangla Agricultural University = 100 out of 200
* Chittagong Veterinary and Animal Sciences University =100 out of 200

☀☀ ☀ ☀☀☀
♥যেকোন প্রয়োজনে পাশে আছি

Test it.
21/07/2020

Test it.

বাংলাদেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন সবাই বুকে স্বপ্ন নিয়ে। কারও সেই স্বপ্ন পূর্ণতা পায়, কারও অধরাই থেকে যায়। মাহজাবিন হক ২০০...
21/07/2020

বাংলাদেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন সবাই বুকে স্বপ্ন নিয়ে। কারও সেই স্বপ্ন পূর্ণতা পায়, কারও অধরাই থেকে যায়। মাহজাবিন হক ২০০৯ সালে বাবা-মায়ের সঙ্গে প্রথম আমেরিকায় এসেছিলেন। অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি স্বপ্নকে বাস্তবরূপ দিয়েছেন। নিয়োগ পেয়েছেন ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনে (নাসা) সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তিনি এ বছরই [২০১৯] মিশিগানের ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে তাঁর সময়কালে মাহজাবিন নাসার দুটি বিভাগে ইন্টার্ন বা শিক্ষানবিশ ছিলেন। তিনি প্রথমে টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে ডেটা বিশ্লেষক হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে তিনি মিশন নিয়ন্ত্রণ কেন্দ্রটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তাঁর ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তিনি কেন্দ্রে প্রোগ্রামিং, সফটওয়্যার ডিজাইন, পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণে কাজ করেছিলেন। উভয় পদে চার মাসের ইন্টার্নশিপ তাঁকে একটি আকর্ষণীয় কাজের শুরু এবং কাজের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেছে।

মাহজাবিন বলেন, ‘নাসায় কাজ করতে হলে আপনাকে সব্যসাচী হতে হবে। আপনার নেতৃত্ব দানের অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঠ্যক্রমের বাইরের বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট হতে হবে। বিশ্ববিদ্যালয়ে আমি অনেক সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম। আমি বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিএসএ) সভাপতি ছিলাম। বিএসএর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির নারী কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট ছিলাম।
নাসা মানে শুধু নভোযাত্রীই না। আপাতদৃষ্টিতে যা অসম্ভব মনে হয়, সব বাধা ভেঙে তা অর্জন করতে নাসায় বিজ্ঞানী থেকে শুরু করে প্রকৌশলী, আইটি স্পেশালিস্ট, মানবসম্পদ স্পেশালিস্ট, হিসাবরক্ষক, লেখক ও অনেক ধরনের মানুষ একসঙ্গে কাজ করেন।
অল্প বয়স থেকেই মাহজাবিন নাসার হয়ে কাজ করার স্বপ্ন দেখেছিলেন। তিনি তার সাফল্যের সর্বোচ্চ কৃতিত্ব দেন তাঁর মা ফেরদৌসী চৌধুরীকে, যিনি সব সময় তাঁকে উৎসাহিত করেছিলেন। ছোটবেলা থেকেই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কাজ করার স্বপ্ন ছিল মাহজাবিনের। শৈশবে শুনেছিলেন, নাসার মহাকাশযান অ্যাপোলো-১১–এর চন্দ্রাভিযানের গল্প। সেখান থেকেই নাসায় কাজ করার অনুপ্রেরণা পান তিনি। চলতি বছরের [২০১৯] শুরুর দিকে নাসায় দ্বিতীয় দফায় ইন্টার্নশিপ শেষ করেন বাংলাদেশের মাহজাবিন। এই সময়েই কাকতালীয়ভাবে অ্যাপোলো-১১ –এর চাঁদে অবতরণের ৫০ বছর পূর্তি হয়।
মাহজাবিন বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তাঁর সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে তিনি ছিলেন সংগঠনের সেক্রেটারি এবং তারপরেই তাকে প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়।
মাহজাবিন বলেন, ‘আমি শিক্ষার্থীদের বলব, কোনো ভয় ছাড়াই স্বপ্নের পেছনে ছুটতে হবে। এখানে ব্যর্থ হওয়া স্বাভাবিক। আমিও অনেকবার ব্যর্থ হয়েছি, কিন্তু তা আমাকে স্বপ্নের পেছনে ছুটতে এবং আরও কঠোর পরিশ্রম থেকে দমিয়ে রাখতে পারেনি। আপনি পরিশ্রম করলে ও নিজের প্রতি সৎ থাকলে স্বপ্ন সত্যি হবে।
চিত্রাঙ্কন ও ডিজাইনিংয়ে দক্ষ মাহজাবিন বাবা–মায়ের সঙ্গে আমেরিকায় আসলেও পেশাগত কারণে বাবা এনামুল হক বাংলাদেশে অবস্থান করছেন। তারা সিলেট নগরের কাজীটুলার হক ভবনের স্থায়ী বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামে। তিনি মা ও ভাইয়ের সঙ্গে মিশিগানে থাকেন।
©Prothom Alo

 #জানলে_ভালো_দেখুনতো_আপনার_অজানা_কি_নাঃ #জনসচেতনতায়ঃ আদিত্য অভি।  .❑❑একাদশ শ্রেণী তে কলেজ ভর্তির আবেদন কিভাবে করবেন:====...
12/06/2020

#জানলে_ভালো_দেখুনতো_আপনার_অজানা_কি_নাঃ

#জনসচেতনতায়ঃ আদিত্য অভি। .

❑❑একাদশ শ্রেণী তে কলেজ ভর্তির আবেদন কিভাবে করবেন:
=====================================
১।প্রথমে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

২।এর আগে শিক্ষার্থীকে তার এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল ব্যবহার করে এসএমএস করে টেলিটক/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে ১৫০ টাকা ফি জমা দিতে হবে।

৩।এক্ষেত্রে টেলিটক সিম থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CAD স্পেস WEB স্পেস পরীক্ষা পাসের Board এর নামের প্রথম তিন অক্ষর স্পেস পরীক্ষার রোল স্পেস পরীক্ষা পাসের সন লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

৪।ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম ও আবেদন ফি বাবদ ১৫০ কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন কোড দেয়া হবে। ফি দিতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে CAD স্পেস YES স্পেস PIN স্পেস CONTACT NUMBER (বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

৫।ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি Transaction IDmn SMS যাবে।

৬।এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীকে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করলেও ১৫০ টাকা আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০ টাকা চার্জ করবে।

মোবাইলে আবেদন করার প্রক্রিয়াঃ

১।এসএমএমের মাধ্যমে আবেদন শুধু টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।

২।মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে- CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, এসএসসি/সমমান পরীক্ষা পাসের সাল, এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর, ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সন/কোটার নাম (যদি থাকে)।

CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIINভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষরএসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সনকোটার নাম (যদি থাকে)

উদাহরনঃ CAD 696954 SC DHA 123456 2019 1212665968 M B FQ

i.এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN

ii.SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)

iii.DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর

iv.123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর

v.2019-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন

vi.1212665968- আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর

vi.M- শিফটের নামের প্রথম অক্ষর

vii.B-ভার্সন এর প্রথম অক্ষর

viii.FQ- মুক্তিযোদ্ধা কোটা।

৩।এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নম্বরে।

ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ

1.সাধারন বোর্ডঃ

Science এর জন্য SC

Humanities এর জন্য HU

Business Studies এর জন্য BS

Home Science এর জন্য HS

Islamic Studies এর জন্য IS

Music এর জন্য MU

2.মাদরাসা বোর্ডঃ

Science এর জন্য SC

General এর জন্য GE

Muzabbid এর জন্য MU লিখতে হবে

Hifzul Quran এর জন্য HQ লিখতে হবে

3.শিফটের ক্ষেত্রেঃ
*Morning এর জন্য M

Day এর জন্য D

Evening এর জন্য E এবং

ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।

4.ভার্সনের ক্ষেত্রেঃ

* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।

5.কোটার ক্ষেত্রেঃ

* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।

কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে। প্রবাসী কোটার ক্ষেত্রে PQ লিখতে হবে।

কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।

উল্লেখ্য যে, বিকেএসপি, বিভাগীয় ও জেলা কোটার ক্ষেত্রে শিক্ষার্থী স্বয়ংক্রীইয়ভাবে বিবেচিত হবেন এবং এ জন্য শিক্ষার্থীকে কোন ইনপুট দিতে হবে না।

ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।

আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে-

CADYESPINCONTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের ব্যবহৃত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিতকৃত যে কোন মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

একাদশ শ্রেণির ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্র
একাদশ শ্রেনীতে ভর্তির প্রয়োজোনীয় কাগজপত্র নিচে দেওয়া হলোঃ

১।এসএসসির মূল মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

২।প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল

৩।রেজিস্ট্রেশন কার্ডের ফটোকোপি-২টা কপি।

৪।এসএসসি পরীক্ষার এডমিট কার্ড এর ফটোকপি।

৫। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি -(৪-৬ কপি) এবং স্টাম্প সাইজের ছবি (২-৪) কপি।

৬।শিক্ষাবিরতি সনদপত্র(যদি গ্যাপ থাকে)

৭।কোটার সনদপত্র( যদি থাকে)

(সর্বশেষ আপডেট!)

১। এই মাসে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে না।

২। জুলাই মাসের ২য় সপ্তাহে ভর্তি কার্যক্রম শুরু হবে (আবেদন নেওয়া শুরু হবে) । তবে তা এখনো চূড়ান্ত নয়। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। এ ব্যাপারে সিদ্ধান্ত ১৫ জুনের আগে হবে।

৩। যেহেতু এই বছর অনলাইনে সকল কলেজের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে (বিশেষায়িত ৪টি কলেজ - নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগারি কলেজ বাদে - এই কলেজগুলো নিজস্ব পদ্ধতিতে সব সম্পন্ন করতে ১৫ দিনের সময় দেওয়া হবে) সেহেতু অনেককে দোকানে আবেদন ফরম পূরণ করতে যেতে হবে। আবার ভর্তির ফলপ্রকাশের পর বোর্ডে দৈনিক ৪-৫ হাজার শিক্ষার্থীর আসা-যাওয়ার ঘটনা ঘটেছে অতীতে। এতে সামাজিক দূরত্ব বজায় থাকবে না; তাই এটি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

৪। শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।

৫। ৯৫ শতাংশ আসনে মেধায় ভর্তি করা হবে। শুধু ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে। প্রতিবন্ধী, প্রবাসী ও বিকেএসপি শিক্ষার্থীরা বিশেষ বিবেচনায় কিছু ভর্তি সুবিধা পাবে।

৬। এবার থাকছে না শিক্ষা বিভাগীয়, প্রবাসী ও বিকেএসপি এবং বিভাগীয় বা জেলা কোটা।

৭। ১ সেপ্টেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা আছে, তবে তা পরিস্থিতির উপর নির্ভর করছে।
==================================

24/05/2020

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা।
ঈদ মোবারক।
ঘরে থাকুন,সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

04/08/2019

জেনে নিন বড়লোকের সংগা।

31/07/2019

আসন্ন সকল নিয়োগ পরীক্ষার সময়সূচী-

২ আগস্ট ৮টি পরীক্ষা

মোট ১৬টি পরীক্ষা
১. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ পরীক্ষা
পরীক্ষার তারিখঃ ০৬.০৯.২০১৯

সময়ঃ ১০.০০-১২.০০

প্রার্থী সংখ্যা- ২,৩৫,২৯৩ জন

২. সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা বাতিল করণ ও নতুন তারিখ ঘোষণা
বাতিলকৃত লিখিত পরীক্ষাঃ ০২.০৮.২০১৯

৩. ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা
পরীক্ষাঃ ৩০ আগস্ট ২০১৯

৪. পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর Assistant Manager পদের পরীক্ষার সময়সূচী
পরীক্ষাঃ ২ আগস্ট ২০১৯, 3.30 to 5 pm

৫.কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১,৬৫০ টি পদে নিয়োগ পরীক্ষার সময়সূচী, প্রবেশ পত্র ও আসন বিন্যাস
পরীক্ষার তারিখঃ ২ আগস্ট ২০১৯, সকাল: ১০-১১

৬. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (bteb) এর ২০ ক্যাটাগরির বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
পরীক্ষার তারিখঃ ২ আগস্ট ২০১৯, বিকাল- ৩.০০টা

৭. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (PTI) এর ইন্সট্রাক্টর পদের লিখিত পরীক্ষার সময়সূচী
পরীক্ষার তারিখঃ ২৪ আগস্ট ২০১৯

৮. পররাষ্ট্র মন্ত্রণালয় এর সুপারিনটেনডেন্ট পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
পরীক্ষার তারিখঃ ১৯ আগস্ট ২০১৯

৯. ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর বিভিন্ন পদের Viva-voce and test/practical পরীক্ষার সূচি-
পরীক্ষাঃ ১৮-২১ আগস্ট ২০১৯

১০. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্টোর হেলপার পদের MCQ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ
মৌখিক পরীক্ষাঃ ১৯ আগস্ট ২০১৯

১১. বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পদের পরীক্ষার ফলাফল এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি
পরীক্ষাঃ ২১ - ২৮ আগস্ট ২০১৯

১২. অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থ বিভাগের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ
পরীক্ষাঃ ২ আগস্ট ২০১৯

১৩. বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ, সময় ও সিটপ্ল্যান.
পরীক্ষার তারিখঃ ২ আগস্ট ২০২৯

১৪. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (biwta) বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
পরীক্ষাঃ ২ আগস্ট ২০১৯, সকাল ১০.০০ টা

১৫. বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশ পত্র
পরীক্ষাঃ ২ ও ৩ আগস্ট ২০১৯

১৬. ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও প্রবেশ পত্র
পরীক্ষার তারিখঃ ৩ আগস্ট ২০১৯

---------- ** ২০০ পদের বাংলাদেশ ব্যাংক এর অফিসার (সাধারণ) পদের এডমিড কার্ড প্রকাশ
ডাউনলোডের শেষ তারিখঃ ৪ আগস্ট ২০১৯

** প্রবাসী কল্যাণ ব্যাংকের Executive Officer (General) ও Executive Officer (Cash)পদের এডমিড কার্ড প্রকাশ
ডাউনলোডের শেষ তারিখঃ ৩১ জুলাই ২০১৯

---------- Up Coming Bank Exam List
1. BB Officer -200
2. PKB Officer - 30
3. PKB Cash - 29
4. Rupali SO - 423
5. Rupali Officer - 736
6. Janata AEO - 464
7. Janata AEO-Teller - 536
8. Combined SO (Rupali) - 283
9. Combined Officer (Janata & Rupali) 889
10. Combined Cash (Janata) - 633 -
Total posts = 4,223 -

Private Bank Preparation
1.Islami Bank Ltd . Various Post
2.Brac Bank Ltd.
3.Eastern Bank Ltd
4.City Bank Ltd
5.National Bank Ltd. Various Post -
ইব্রাহীম খলিল -----

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ৯ম গ্রেড লিখিত পরীক্ষার তারিখ সম্ভাব্য ৩১ আগস্ট ২০১৯ -----

25/07/2019

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উর্ত্তীণের পরিসংখ্যানঃ........
২৫ তম বিসিএস --- ১৮,৬২৯ জন
২৬ তম বিসিএস --- ৪২,৮২৮ জন
২৮ তম বিসিএস --- ১১,৭৮৫ জন
২৯ তম বিসিএস -- ১৩,৫৩৬ জন
৩০ তম বিসিএস ---১৪,৪৮০ জন
৩১তম বিসিএস--- ১০,২১২ জন
৩২ তম বিসিএস ---১০,৮০৮ জন
৩৩ তম বিসিএস--- ২৯,৭৪৬ জন
৩৪ তম বিসিএস ---৪৬,৫৩০ জন
৩৫ তম বিসিএস --- ২০,৩৯১ জন
৩৬ তম বিসিএস --- ১৩,৮৩০ জন
৩৭ তম বিসিএস -- -- ৮৫২৩ জন
৩৮ তম বিসিএস --- ১৬,২৮৬ জন
৩৯ তম বিসিএস ---১৩,৭৩২ মোট
৪০ তম বিসিএস --- ২০,২৭৭ জন।

Address

Z7412, Daulatpur
Kushtia
7051

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিরাজনগর,দৌলতপুর,কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিরাজনগর,দৌলতপুর,কুষ্টিয়া:

Videos

Share