সুফিয়া ডেইরিফার্ম,মন্ডলেরহাট লালমনিরহাট

  • Home
  • Bangladesh
  • Lalmonirhat
  • সুফিয়া ডেইরিফার্ম,মন্ডলেরহাট লালমনিরহাট

সুফিয়া ডেইরিফার্ম,মন্ডলেরহাট লালমনিরহাট দৈনিক খুচরা ও পাইকারি দুধ বিক্রি করা হয়.....

আলহামদুলিল্লাহ্
08/10/2020

আলহামদুলিল্লাহ্

25/04/2020
25/09/2018

সুন্দর উদ্দোগ

12/08/2018
30/04/2018

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনাগুলো হলো-
১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।
৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।
৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।
১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।
১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।
১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।
১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।
১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

06/07/2017

সবাই কেমন আছেন

14/05/2017

আসসালামু আলাই কুম
আজকের বিষয় গরুর কৃমি ও প্রতিকার।
_____________________________
গরু মোটাতাজাকরন কমসূচির সফলতার প্রথম এবং প্রধান কাজটি হলো হাট থেকে গরু কিনার পর তা কৃমি মুক্তকরন বা কৃমিনাশ করা।
গরুকে কৃমিমুক্ত করতে পশু চিকিৎসকের পরামশ করে,প্রয়োজনবোধে আলাদা আলাদাভাবে প্রতিটি গরুর গোবর দেখে গরুকে কৃমিনাশক মেডিসিন দিতে হবে।
∆কৃমি গবাদি পশুর শএুঃ
=কৃমি এক ধরনের পরজীবী যা গরুর দেহে ভিতরের অংশে বাস করে খাদ্যা পুষ্টি বা রক্ত খেয়ে ফেলে।ফলে গরু শুকিয়ে যায়।
=গরুকে যত পুষ্টিকর খাবারই দেয়া হক না কেন পেটে কৃমি থাকলে পশু মোটা হবে না।
= গরু অনেক ধরনের কৃমিতে আকান্ত হতে পারে।
=কৃমির ধরন ও সংএমনের পরিমান গোবর পরীক্ষা করলেই বুজা যাবে।
∆গরুর কৃমি তিন প্রকারঃ
= গোল কৃমি
= ফিতা কৃমি
=কলিজা কৃমি
কৃমি গরুর পাকস্থলি,খাদ্যনালি,ফুসফুস এবং শরিরের আরও অনেক জায়গায় বাস করে দেহের পুষ্টি,রক্ত শোষন করে বেচে থাকে এবং ডিম পাড়ে। এ ডিম গরুর গোবরের মাধ্যোমে বাহির হয়ে আসে এবং ডিম দ্বারা ঘাস,খাদ্যর মাধ্যোমে অন্ন গরু সংএুমিত হয়।
গরু মোটাতাজাতে দূবল, স্বাস্থহীন গরু কিনতে হয়।গরুর স্বাস্থহানির প্রধান কারন দুটি পুষ্টি হিনতা ও কৃমি।তাই ভালো খাবারের সাথে সাথে গরুকে কৃমি মুক্ত করা প্রথম কাজ।
∆কৃমিতে আকান্ত গরুর লক্ষনঃ
=গরুর স্বাস্থহানি
=শরির দূবল হয়ে পরে
=খাবারে অনিহা
=শরিরেল ওজন কম
=রুক্ষ লোম বা পশম
=পাতলা পায়খানা
=বা কখনও কষা পায়খানা
বিভিন্ন ধরনের কৃমির মাজে কলিজা ও ফুসফুসের কৃমি মারাত্নক ভয়ংকর।
∆ফুসফুস কৃমিতে আকান্ত গরুর লক্ষনঃ
=গরু ঘন ঘন কাশে
=শ্বাস দ্রত
=শ্বাস গ্রহন কষ্ট
=শ্বাসে ঘড়ঘড় শব্দ
∆কলিজা কৃমিতে আকান্ত গরুর লক্ষনঃ
=খাদ্যা গ্রহনে অনিহ
=দূবলতা
=স্বাস্থহিন হয়ে পরা
=অতি পাতলা পায়খানা
=কখনো কষা
=রুক্ষ, খসখসে পশম
=শরিলের বিভিন্ন অংশে,পেটের নিচে,বুকে বিশেষ করে থুতনির নিচে পানি হলে বুজতে হবে গরুটি কলিজা কৃমিতে আকান্ত........

13/05/2017
ডেইরি ফার্মে এই গাভি টি যোগ হল
13/05/2017

ডেইরি ফার্মে এই গাভি টি যোগ হল

খামারে নতুন সংযোজোন হলখড় কাটা মেশিন।
30/03/2017

খামারে নতুন সংযোজোন হল
খড় কাটা মেশিন।

27/03/2017

Address

Mondolerhat
Lalmonirhat
5500

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুফিয়া ডেইরিফার্ম,মন্ডলেরহাট লালমনিরহাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Lalmonirhat pet stores & pet services

Show All