Itqan agro farm

Itqan agro farm Allah has permitted trade and has forbidden interest . Al-Qur'an , verse 2:275 . Al-Qur'an , verse 275 .
(1)

09/08/2019

ইতকান এগ্রো থেকে কুরবানির জন্য ছাগল কিনুন।
সুবিধাসমূহঃ
১. সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করণ করা হয়েছে। কোনো প্রকার রাসায়নিক / স্টরয়েড ব্যবহার করা হয় নাই।
২. নিজস্ব তত্বাবধানে নিয়মিত কৃমিনাশক, ভ্যাক্সিনেশন করা হয়েছে।
৩. ক্রয় মূল্যের বাইরে কোনো প্রকার ভ্যাট / হাসিল নেই।
৪. আগে কিনে রেখে ইচ্ছেমত ডেলিভারি নেয়ার সুবিধা।
৫. তুলনামূলক সাশ্রয়ী।

মানিকগঞ্জ শহরের থেকে মাত্র ২ কি.মি ভিতরে মেন্দীবাগের পাশে ফার্মটি অবস্থিত। যে কেউ আসতে পারেন দেখতে এবং কিনতে।
বিস্তারিত জানতে ফোন করুনঃ
+8809638072554
+8801516104902

03/08/2019

Itqan introduces very wonderful goats for Qurbani.

Best wishes to you and your family for the Bengali New Year 1426 from the Itqan agro farmশুভ নববর্ষ ১৪২৬ইতকান এগ্রো ফার্...
14/04/2019

Best wishes to you and your family for the Bengali New Year 1426 from the Itqan agro farm

শুভ নববর্ষ ১৪২৬
ইতকান এগ্রো ফার্ম এর পক্ষ থেকে বাংলা ১৪২৬ নতুন বছরে আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ কামনা রইলো।

ⓘⓣⓠⓐⓝদেশে প্রতিবছর ২৫ শতাংশ হারে গবাদিপশুর খামার বাড়ছেⓘⓣⓠⓐⓝছোট-বড় মিলিয়ে এখন খামারের সংখ্যা প্রায় ১২ লাখⓘⓣⓠⓐⓝতিন বছরে দে...
19/01/2019

ⓘⓣⓠⓐⓝদেশে প্রতিবছর ২৫ শতাংশ হারে গবাদিপশুর খামার বাড়ছে

ⓘⓣⓠⓐⓝছোট-বড় মিলিয়ে এখন খামারের সংখ্যা প্রায় ১২ লাখ

ⓘⓣⓠⓐⓝতিন বছরে দেশে গরু-ছাগলের সংখ্যা বেড়েছে প্রায় ২০ লাখ

সংকট থেকে যে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে, তার বড় উদাহরণ বাংলাদেশের গবাদিপশু খাত। চার বছর আগেও দেশের চাহিদার বড় ...

অভিনন্দন!
14/11/2018

অভিনন্দন!

বিশ্বখ্যাত ছোট জাতের ছাগল ব্ল্যাক বেঙ্গলের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্সিং) উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ কৃষি

 #টার্কি_বিক্রি টার্কির ডিম, টার্কির বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক টার্কি পাওয়া যায়।যোগাযোগঃ ইতকান এগ্রো ফার্ম (ইতকান জিরায়াত ...
25/10/2018

#টার্কি_বিক্রি
টার্কির ডিম, টার্কির বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক টার্কি পাওয়া যায়।
যোগাযোগঃ ইতকান এগ্রো ফার্ম (ইতকান জিরায়াত এর একটি প্রতিষ্ঠান)
মেহেদীবাগ, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।
মোবাইলঃ +8801972542601

Ages: 0 to adult.Price: N/AContact: +8801972542601
17/10/2018

Ages: 0 to adult.
Price: N/A
Contact: +8801972542601

Sell ​​turkey in Manikganj Sadar, Farm: ITQAN AGRO FARM (a organization of itqan Jirrat ) Meahidibag, Matta, Manikganj -1800 An ad...

28/09/2018

ITQAN BANGLADESH is an group. It represents of Itqan Jiraat , Itqan meat , Itqan enterprise and Itqan Masrifieatul islamia . It's main o...

20/09/2018

ইতকান এগ্রো ফার্ম ( #ইতকান_জিরায়াত এর একটি প্রতিষ্ঠান) এ যুক্ত হয়েছে টার্কি।

28/08/2018

ইতকান এগ্রো ফার্ম খুব দ্রুত কিছু ছাগল ক্রয়ের দরপত্র প্রকাশ করবে।
ধন্যবাদান্তে
ইতকান এগ্রো ফার্ম
(একটি ইতকান জিরায়াত এর প্রতিষ্ঠান)

22/08/2018

♦ ইতকান এগ্রো ফার্মের পক্ষ হতে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
♦ তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম

♦ সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি♦ স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক উচ্চ তাপে নষ্ট হয় না
19/08/2018

♦ সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি

♦ স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক উচ্চ তাপে নষ্ট হয় না

এবার ঈদে কোরবানির জন্য সরকারি হিসাবে দেশি গরুই প্রস্তুত আছে প্রায় ৪৫ লাখ। সেই সঙ্গে আছে ভারতীয় ও নেপালি গরুর

♦ কোরবানিতে চাহিদা গরুর দ্বিগুণ♦ কৃত্রিমভাবে মোটাতাজা করা হয় না
18/08/2018

♦ কোরবানিতে চাহিদা গরুর দ্বিগুণ

♦ কৃত্রিমভাবে মোটাতাজা করা হয় না

দেশে পশু কোরবানিতে গরুর প্রতিই সবার আকর্ষণ থাকে বেশি। গরুর আকার-আকৃতিও বড়। দামও বেশি। কোরবানির ঈদ এলে সাধারণ

29/07/2018

Mobile number has been launched. Now you can call for any requirement and any time. Phone : +8801972542601

25/07/2018
সকলের অবগতির জন্য জানানো যে,  #ইতকান_এগ্রো_ফার্ম এর দাপ্তরিক ফোন নাম্বার আগামী ২৩/০৭/২০১৮ইং, সোমবার চালু করা হবে। ইতকানে...
20/07/2018

সকলের অবগতির জন্য জানানো যে, #ইতকান_এগ্রো_ফার্ম এর দাপ্তরিক ফোন নাম্বার আগামী ২৩/০৭/২০১৮ইং, সোমবার চালু করা হবে। ইতকানের দাপ্তরিক নাম্বারে ফোন করে জানাতে পারেন আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ। এছাড়াও যে কোন অভিযোগ বা প্রয়োজনে বা ক্রয় - বিক্রিয়সহ যে কোনো তথ্য জানার ব্যপারেও ফোন করতে পারেন।
ফোনঃ +8801972542601

আরও জানতে ভিজিট করুনঃ www.itqanbd.blogspot.com

Itqan Bangladesh Get link Facebook Twitter Pinterest Google+ Email Other Apps - June 23, 2018 Itqan Post a Comment Read more

23/06/2018
12/03/2018

দেশি (ব্ল্যাক বেঙ্গল) ছাগল খামার দেশি (ব্ল্যাক বেঙ্গল) ছাগল খামার স্থাপনে উন্নত গুলাগুরসম্পন্ন ছাগল নির্বাচন কৌশ.....

12/03/2018

প্রতিদিন কোন না কোন ভাই আমাদের ওয়েভ সাইটে, ফেসবুকে মেসেজ করে এবং মোবাইল ফোনে ছাগল খামার করার আগ্রহ প্রকাশ করে সার্ভিক সাহায্য সহযোগিতা কামনা করছেন। যথা সাধ্য চেষ্টা করছি সবাইকে সঠিক পরামর্শ দেবার। কাউকে নিরাশ করার চেষ্টা করিনি। কেহ যাতে বিভ্রান্ত না হয়। খুব ভাল লাগে মানুষ কৃষি দিকে এগিয়ে আসছে। তবে যারা ছাগল পালন করতে আগ্রহী তারা বেশির ভাগই বিভ্রান্ত হয়ে ছাগল পালনে উৎসাহী হয়েছেন কারন কিছু অসৎ উদ্দেশ্যের মানুষ অনলাইনে ও ফেসবুকে মাধ্যমে ছাগল পালন সম্পর্কে কিছু বিভ্রান্ত মুলক পোষ্ট তথ্য কারনে। সবাইকে অনুরোধ করব সেই সকল অসৎ উদ্দেশ্যের মানুষের উদ্দেশ্য মুলক পোষ্ট গুলো পড়ে বিভ্রান্ত হবেন না কারন তাদের দেয়া তথ্য ও উপাত্ত বাস্তবের সাথে কোন মিল নাই । অসৎ উদ্দেশ্যের মানুষের মাঠ পর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা নাই এবং বাস্তব ভিত্তিক তথ্য ও উপাত্ত তাদের হাতে নেই যদি থাকত তাহলে মানুষকে বিভ্রান্ত মুলক পোষ্ট গুলো করত না।

এবার আসা যাক তারা কি বলে বিভ্রান্ত করছে ?

আপনি জানেন কি আধুনিক পদ্ধতিতে ১০০টি ব্লেক বেঙ্গল / দেশীয় ছাগল পালন করে ১ বৎসরে ২৫ লাখ টাকা আয় করাসম্ভব ।

এবার আসা যাক ছাগল পালনের বাস্তব চিত্র ও অসৎ উদ্দেশ্যের মানুষের অসৎ উদ্দেশ্য মুলক পোষ্ট গুলো মধ্য অসঙ্গতিগুলো। তার যা প্রচার করছে। তা নিন্মে।

১০০ ছাগল পালন করে নাকি বছরে ২৫০০০০০ লক্ষ থেকে ৩০০০০০০ টাকা আয় করা যায়!!!!!! আপনার একটু ঠান্ডামাথায় ভেবে দেখুন তো?

ক) এটা সম্ভব কিনা ???

খ) যদি তা সম্ভব হতো তাহলে সকল শ্রেণীর মানুষ তাদের নিজ পেশা ছেড়ে ছাগল পালন করা শুরু করে দিত কিনা ?

গ) চারদিকে শুধু ছাগল খামারের ছড়াছড়ি থাকত কিনা ?

ঘ) বাংলাদেশে ছাগল ছাড়া অন্য কোন পশু পাওয়া যেত কিনা ?

ঙ) বাংলাদেশ সর্ব জায়গায় ভাল মানের ছাগলের ছড়াছড়ি থাকত কিনা?

কারন মানুষ লাভের পেছনে দৌডায়। তাই না? যেখানে অল্পতে লাভ পাওয়া যায় সেই কাজই তো মানুষে করে?

তারা যেভাবে মানুষকে প্রলোভন দেখাচ্ছে তার বর্ননা নিচে দেয়া হলো।

১০০ দেশীয় জাতের প্রাপ্ত বয়স্ক ব্লেক বেঙ্গল আর এদেরকে প্রজনন করার জন্য ১টি উন্নত জাতের পাঠা /বাক সংগ্রহ করতে হবে।
ছাগল বৎসরে ২ বার ২টি করে বাচ্চা দেয় তা হলে ১০০ ছাগল এক বৎসরে ৪০০ টি বাচ্চা দিবে, উন্নত জাতের পাঠা দিয়ে প্রজনন করানো হলে ৫-৬ মাস বয়সে বাচ্চা গুলো ২০-২২ কেজী হবে।
খামার থেকে বাৎসরিক মূনাফার দেখিয়েছেনঃ–

২০ কেজী ওজনের ছাগল হতে ১৪ কেজী মাংস হবে, ৫০০ টাকা কেজী হিসেবে ১৪ কেজী মাংসের দাম ৭০০০ টাকা ।
৪০০ বাচ্চা ৭০০০ টাকা হিসেবে ৪০০x৭০০০=২৮০,০০০ (২৮ লক্ষ টাকা) বিক্রি হবে।
খামারের খরচ বাবদ হিসেব দিয়েছেনঃ–

একজন কর্মচারি মাসিক ১০ হাজার টাকা হিসেব ১,২০,০০০/= টাকা।
ঔষধ বাব্দ খরচ ———————- ৩০,০০০/= টাকা।
খামারের উন্নয়ন খরচ —————– ১,৫০,০০০/=টাকা।


মোট খরচ = —————————–৩,০০,০০০/= টাকা

বাৎসরিক আয়–ব্যয়ঃ–

বাৎসরিক আয়ঃ- ২৮০০,০০০/= টাকা।
বাৎসরিক ব্যয়ঃ- ৩০০০০০/= টাকা।


বাৎসরিক মোট মুনাফা ২৫০০০০০/= টাকা।

তাদের হিসেব মতে আমার কাছে মনে হয় পৃথিবীতে সব থেকে বেশি লাভ জনক ব্যবসা হলো ছাগল পালন ব্যবসা। তাই নয় কি ? আপনাদের কি মনে হচ্ছে?

ভালই মুনাফা দেখিয়েছেন কিন্তু খাবার খরচ কোথায় ??!!

তাদের হিসেবে ১ বছরে ১০০ টি ছাগল ৪০০ বাচ্ছা দিবে। তাদের কাছে আমার প্রশ্নঃ–

ক) তিনি কি ১০০ ছাগল পালন করে ২৫০০০০০ টাকা আয় করেছেন?

খ) তিনি কি ১০০ ছাগল থেকে ৪০০ ছাগলের বাচ্চা পেয়েছেন ?

গ) তর্কের খাতিরে মেনে নিলাম যে ১০০ ছাগল ৪০০ বাচ্চা দিবে। তাহলে ৪০০ ছাগলই কি বেছে থাকবে ?

ঘ) ছাগলের বাচ্চার কি মৃত্যূ নেই ?

ঙ) সব ছাগলেই কি ৪ টি করে বাচ্চা দিবে ?

চ) কোন কোন ছাগল তো ২ টি ও বাচ্চা দিতে পারে ?

ছ) কোন কোন ছাগল তো ১ টি ও বাচ্চা দিতে পারে ?

জ) কোন কোন ছাগল তো বাচ্চা না ও দিতে পারে ?

ঝ) কোন কোন ছাগল তো প্রজনন ক্ষমতা না ও থাকতে পারে ?

ঞ) ছাগলের কি গর্ভপাত হয় না ?

ট) তাহলে আমরা ১০০ ছাগল থেকে ৪০০ বাচ্চা কি করে পাব?

দ্বিতীয় যে কথাটি তারা প্রচার করছেন বা বলছেন সেটা হলো যে ৫ থেকে ৬ মাসে একটি ছাগলের ওজন ২২–২৫ কেজিহবে। তাদের কাছে আমার প্রশ্নঃ–

ক) তিনি নিজে কি এই ফলাফল পেয়েছেন ?

খ) বাংলাদেশের আবহাওয়াতে এমন কোন জাত আছে যে উক্ত ফলাফল পাওয়া যায়?

গ) কত জন খামারি উক্ত ফলাফল পেয়েছেন ?

ঘ) এই কথাটি কি বাংলাদেশের পেক্ষাপটে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় প্রযোয্য ?

তাদের কথা মতো ধরে নিলাম যে ১০০ ছাগল ৪০০ টি বাচ্চা দিবে। তবে সেটা কিভাবে ?

ক) ১০০ ছাগল প্রথম ব্যাচের অর্থাৎ প্রথম ৬ মাসে ২০০ টি বাচ্চা দিবে।তাই নয় কি ?

খ) প্রথম ব্যাচের ২০০ টি ছাগলের বিক্রয় যোগ্য হতে সময় লাগবে ৬ মাস তাই নয় কি ?

খ) অর্থাৎ এই ২০০ বাচ্চা ৬ মাস পর বিক্রির উপযোগী হবে তাই নয় কি ?

গ) ১০০ ছাগল দ্বিতীয় ব্যাচে ২০০ টি বাচ্চা দিবে অর্থাৎ ১২ মাসের মাথায় তাই নয় কি ?

ঘ) তাহলে দাড়াচ্ছে যে প্রথম ব্যাচের বাচ্চার বয়স ৬ মাস তাই নয় কি ?

ঙ) দ্বিতীয় ব্যাচের বয়স ১ দিন তাই নয় কি ?

ঘ) তাহলে কি ৪০০ বাচ্চা বিক্রয় উপযোগী হবে ?

ঙ) ১০০ ছাগলের ৪০০ বাচ্চার বয়স কি সমান বয়স হবে?

চ) ১০০ ছাগলের ৪০০ বাচ্চার ওজন কি সমান হবে?

ছ) তাহলে কি ৪০০ বাচ্চা সমান মূল্যে বিক্রি হবে ?

জ) তাহলে কি তাদের কথায় মতে কাঙ্ক্ষিত লক্ষে পৌছাতে পারবেন?

আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

এবার আসি ছাগল বিক্রয়ের চাতুর্যতায়। তারা প্রচার করছেন ২০ কেজী ওজনের ছাগল হতে ১৪ কেজী মাংস হবে, ৫০০ টাকা কেজী হিসেবে ১৪ কেজী মাংসের দাম ৭০০০ টাকা। তাহলে ৪০০ বাচ্চা ৭০০০ টাকা হিসেবে ৪০০x৭০০০=২৮০০০০০ (২৮ লক্ষ টাকা) বিক্রি হবে। মনে হচ্ছে টাকা আকাশে ভাসে। টাকার ছড়াছড়ি।

ধরেই নিলাম যে ১৪ কেজি মাংস হবে। এখানে ও আমার কিছু প্রশ্নঃ–

ক) আমি কি ছাগল বিক্রি করব না মাংশ বিক্রি করব?

খ) বাংলাদেশের খামারিরা কি মাংশ বিক্রি করে?

গ) তাদের কথা মতো মাংশ বিক্রি করি তাহলে কোথায় করব ?

ঘ) ৫০০ টাকা হিসেবে কি ছাগলের মাংশ বিক্রি হবে ?

ঙ) মাংশ ৫০০ টাকা কেজী হিসেবে কে ক্রয় করবে ?

চ) ৫০০ টাকা কেজী হিসেবে মাংশ দেশে বিক্রি করব না বিদেশে?

চ) দেশে হলে ক্রেতা করা ?

ছ) বিদেশে হলে ক্রেতা কারা ?

জ) নাকি যিনি প্রচার করছেন তিনি ক্রয় করবেন ?

ঝ) যদি তিনি ক্রয় করে না থাকেন তাহলে অন্য ব্যবস্থা কি তিনি করে দিবেন?

জ) তাহলে তো কসাই খানা খুলে বসতে হবে তাই নয় কি?

ঞ) তিনি কি নিজে ৫০০ টাকা হিসেবে মাংশ বিক্রি করেছেন ?

ট) তিনি যদি ৫০০ টাকা হিসেবে মাংশ বিক্রি করে থাকেন তাহলে তিনি কেন তার খামারের ছাগল গুলো ৩৫০০ টাকা করে বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছেন?

আশা করি উত্তর গুলো পাব।

তিনি ৪০০ ছাগলের লালন পালনের খরচ দেখিয়েছেন যেটা নিন্মরূপঃ–

ক) একজন কর্মচারি মাসিক বেতনে ১০ হাজার টাকা (১০০০০X ১২)=১২০,০০০ টাকা (তার সাথে একমত)

খ) ঔষধ বাবদ খরচ ৩০,০০০ টাকা। (তার সাথে একমত)

গ) খামারের উন্নয়ন খরচ ১৫০,০০০ হাজার টাকা। (তার সাথে একমত)

মোট খরচ———————- ৩০০,০০০/= টাকা।

এখন আমার প্রশ্ন এখানে তো ছাগলের খাবার সব খরচ দেখানো হয়নি তা কেন? তিনি যে খরচের খাত দেখিয়েছেনতার বাহিরে কি আর কোন খরচের খাত নাই?

ক) খাবার ছাড়াই কি ছাগলের খামার সম্ভব ?

খ) ছাগলের কি ক্ষুদা লাগে না?

গ) ছাগল কি খাদ্য খায় না?

ঘ) ছাগল কি না খেয়ে বড় হয়?

ঙ) ছাগল না খেয়ে ৫-৬ মাসে ২২-২৫ কেজি হয়?

চ) তিনি কোন জাতের ছাগলের কথা বলেছেন না খেয়ে বড় হবে এবং বেচে থাকবে?

ছ) ছাগল কে কি শুধু ঘাস খাইয়ে রাখা যায়?

জ) ছাগল কি শুধু ঘাস খেয়ে ৫-৬ মাসে ২২-২৫ কেজি হয়?

ঝ) তাহলে কি সেই জাদুর ঘাস?

ঞ) ছাগলের কি সুষম দানাদার খাদ্যের দরকার নাই?

ট) সুষম দানাদার খাদ্য ছাড়া ছাগলের শাররিক বৃদ্ধি হবে কিভাবে?

প্রশ্ন গুলো আপনাদের কাছেই রইল। তর্কের খাতিরে মেনে নিলাম যে ঘাস খেয়ে ছাগল পালন করবেন।

ক) তাহলে কি পরিমাণ ঘাস লাগতে পারে ৪০০ ছাগলের জন্য সেই ধারন কি আছে?

খ) এতো ঘাস কোথা থেকে আসবে?

গ) চাষ করতে হবে নয়তো কিনে খাওয়াতে হবে তাই নয় কি?

ঘ) কিনে খাওয়াতে হলে টাকা লাগবে সেই টাকার হিসেব কই?

ঙ) যদি ঘাস চাষ করি তাহলে জমি লাগবে সেই জমি কোথা থেকে আসবে?

চ) সেই জমি কি নিজের?

ছ) যদি নিজের না হয় তাহলে কি মিনামূল্যে পাওয়া যাবে ?

জ) বিনামূল্যে যদি পাওয়া না যায় তাহলে কি সেটা বর্গা বা লিজ ?

ঝ) যদি বর্গা বা লিজ নেয়া হয় তার জন্য কি বাৎসরিক টাকা প্রধান করতে হবে না ?

ঞ) তাহলে সেই টাকার হিসেব কোথায়?

ট) ৫০০ ছাগল পালন করতে কি পরিমাণ লোকবল লাগতে পারে?

ঠ) সেই লোকবলের হিসেব কই?

ড) ১ জন মানুষ দিয়ে কি ৫০০ ছাগল পালা সম্ভব। (মা ছাগী ১০০ ও বাচ্চা ৪০০)?

ঢ) ১ জন ব্যাক্তির পক্ষে কি ৫০০ ছাগলের দেখা শুনা, ঘাস কাটা, ছাগলকে ঘাস কেটে দেয়া, পানি দেখা মাঠে বা খামারে চরানো সম্ভব?

ণ) ১০০ ছাগল কোথা থেকে আসবে ? আশাক থেকে ফুঁড়ে বের হবে? সেই হিসেব কোথায়?

এসবের বিষয় গুলো উল্লেখ করেন নি শুধু মুনাফার টাই দেখিয়েছেন। মানুষকে বিভ্রান্ত করার জন্য।

ছাগলের খাবার খরচ অন্যান্য খরচ যেহেতু দেখানো হয়নি শুধু মুনাফার টাই দেখিয়েছেন তাহলে বুঝতে হবে তাদের আসল উদ্দেশ্য। ১ বছর ৪০০ টি ছাগল পালন করতে কি পরিমাণ টাকার খাবার খরচ লাগতে পারে সেটা আপনারাই অনুমান করুন আমি আর নাই বা বললাম।

পালন করা ছাগল কোথায় বিক্রি করব তার একটি খতিয়ান দিয়েছেন। বাস্তব ভিত্তিক কোন সমাধান দিতে পারেন নি। বাহ আপনারা সুন্দর ভাবে মানুষের মগজ দোলাই করেছেন। আপনাদের পরিসংখ্যান তাহলো নিচে দিলামঃ-

ক) সরকারি হিসাব আনুযায়ী বাংলাদেশের জনসংক্ষ্যা কম বেশী ১৬ কোটি।
খ) প্রতি পরিবারে জনসংক্ষ্যা ৪-১০ জন।
গ) আমরা যদি ১০ জন হিসেবে প্রতিটি পরিবার হিসাব করি তা হলে দেশে মোট ১ কোটি ৬০ লাখ পরিবার আছে।
ঘ) ১০ জনের প্রতিটি পরিবার যদি মাসে ১ কেজী করে খায় , তাহলে প্রতি মাসে বাজারের চাহিদা ১ কোটি ৬০ লক্ষ কেজী । বিয়ে, বৌভাত, সুন্নতে খৎনা , সামাজিক অনুষ্ঠান হোটেলের হিসাব না ই করলাম,
ঙ) যদি ও বাস্তবে ১ কেজীতে মাংসতে ১০ জন লোকের এক বেলা ও হবে না।

চ) তাহলে প্রতিটি ছাগল হতে যদি ১৪ কেজি মাংস হয় ১ কোটি ৬০লাখ পরিবারের জন্য মাসিক চাহিদা = ১১ লক্ষ ৪২ হাজার ছাগল ।
ছ) তাহলে বাৎসরিক চাহিদা ১ কোটি ৩৭ লক্ষ ছাগল ।

জ) প্রতিটি র্ফামে যদি বৎসরে ৪০০ করে ছাগল উৎপাদন করে ,বাৎসরিক ১ কোটি ৩৭ লক্ষ ছাগল উৎপাদন করতে ৩৪ হাজার ২৫০ টি র্ফাম প্রয়োজন।

সুন্দর হিসেব দেখিয়েছেন!!! আমি অত গভীরে যাব না শুধু ১ টা কথা বলব। আপনি ছাগল পালনের মুনাফাই দেখিয়েছেন কিন্তু বাজার ব্যবস্থাপনা দিক নিয়ে কোন বাস্তব ভিত্তিক সমাধান দেখাতে পারেন নি ।

অবাক লাগে যে ছাগল কে শুধু নেপিয়ার ঘাস খাওয়ালে নাকি হবে অন্য কোন দানাদার খাবার লাগবে না। কি অদ্ভুদ কথা !!!! বানিজ্যিক ছাগলের খামারের জন্য এই কথা যুক্তিযুক্ত নয়। সেটা সম্ভব যারা গ্রামীন পরিবেশে ২-১ ছাগল পালন করেন তাদের জন্য। বানিজ্যিক ভাবে ছাগলের খামার করতে গেলে ছাগলকে নিয়মিত পরিমান মতো দানাদার সুষম খাবার দিতে হবে নয়তো কখনো ছাগলের খামার করে লাভবান হওয়া যাবে না।

অসৎ উদ্দেশ্যের মানুষদের মতে বানিজ্যিক ভাবে ছাগলের খামার জন্য ছোট ছোট ছাগল দিয়ে শুরু করা এবং সেই ছাগল গুলো ১০০০-২০০০ টাকা মধ্য পাওয়া যায়। আমি সেই সব মানুষদের কাছে প্রশ্ন রাখতে চাই।

ক) তারা কি কখোনো বাংলাদেশের কোন হাটে বা বাজারে গিয়েছে যে এত কম টাকায় ছাগল পাওয়া যায় ?
খ) যদি পাওয়া যায় তাহলে কোথায় পাওয়া যায় ?
গ) সেই ছাগল গুলো কি সুস্থ ?
ঘ) সেই ছাগল গুলো কি নিরোগ ?
ঙ) সেই ছাগল গুলো কি সব ভ্যাকসিন দেয়া ?
চ) সেই সব ছাগল কি উন্নত ও ভাল মানের ?
ছ) সেই সব ছাগল দিয়ে কি বানিজ্যিক ভাবে ছাগল খামার সম্ভব ?

আমার ব্যাক্তিগত মতামত কখনই সম্ভব না। কেন সম্ভব না তার ও উত্তর দিচ্ছি।

১। ১০০০-২০০০ টাকায় বাংলাদেশের কোথায় ও ভাল মানের ছাগল পাওয়া যাবে না । একটা ভাল মানের ছাগল পেতে হলে ৫০০০ টাকার উপরে লাগবে।(টেকসই ছাগলের কথা বলছি)

২। ছোট ছোট ছাগলের বাচ্চা দিয়ে বানিজ্যিক ভাবে ছাগলের খামার সম্ভব নয় কারন একটি ছাগলের বাচ্ছা ৩-৩.৫ মাস পযন্ত মায়ের দুধ খায়। যদি সেই ছাগল গুলো দিয়ে খামার শুরু করা হয় তাহলে সেই খামার কখনই সাফল্যর মুখ দেখবে না কারন সেই সব ছাগলের মায়ের দুধ ছাড়েনি। মায়ের দুধের অভাবে তার শরির ঠিকঠাক মত গড়ে উঠবে না। মায়ের দুধের অভাবে ছাগলের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে। আর এত ছোট বাচ্চার মৃত্যুর হার বেশি। তাই ছোট ছোট ছাগলের বাচ্ছা দিয়ে বানিজ্যিক ভাবে খামার করা ঠিক নয়। ক্ষতি ছাড়া আর কিছু পাবার আশা নাই।

৩। হাটে বাজারে যে ছাগল বিক্রির জন্য গুলো নিয়ে আসা হয় সেই ছাগল গুলো কখন ও সুস্থ সবল ও ভাল মানের নয়। এই ছাগল গুলোর বংশ ইতিহাস জানা যায় না। যেমনঃ-

ক) নির্বাচিত ছাগীর মা, দাদী বা নানীর বছরে ২ বার বাচ্চা দিত কিনা ?
খ) নির্বাচিত ছাগীর ছাগীর মা, দাদী বা নানীর বাচ্চা মৃত্যুহার কেমন ছিল ?
গ) এই সব ছাগল গুলোকে কখন ও কোন ধরনের রোগ প্রতিশেধক টিকা দেয়া হয়েছে?
ঘ) সেই সব ছাগল গুলোকে কি নিয়মিত কৃমির ঔষধ খাওয়ানো হয়েছে ?

সব গুলো প্রশ্নের উত্তর না, না, না, না………………………

সেগুলো বিভিন্ন রোগে রোগাক্রান্ত, ভাল জাতের নয়, বেশির ভাগই সংকর জাতের, এই সব ছাগল দিয়ে ভবিয্যতে ভাল ফলাফল আশা করা যায় না। এই সব ছাগল গুলো কিছু দিন পর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

যাই হোক ছাগল খামার করার বিষয়ে আমার মূল কথা গুলো বলা শেষ এই বিষয়ে আর দীর্ঘ করব না। আশা করি ছাগল পালনের বাস্তব দিক খুলো বুঝতে পেরেছেন।

অসৎ উদ্দেশ্যের মানুষ গুলো কেন উদ্দেশ্যমুকল ভাবে বিভ্রান্তকর পোষ্ট করে যাচ্ছে?

১। তাদের পন্যের বানিজ্যিক প্রচার ও প্রসার বাড়ানোর জন্য।

২। তাদের উৎপাদিত নেপিয়ার ঘাসের কাটিং বিক্রি করার জন্য। যা বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে বিনা মুল্যে বিতরন করা হয়।

৩। তাদের নিন্মমানের ছাগল উন্নত জাতের ছাগল বলে খামারিদের কাছে বিক্রি করা। যেগুলোর থেকে কখোনই ভাল ফলাফল আশা করা যায় না। কারন সে গুলো টেকসই ছাগল নয়।

বানিজ্যিক ভাবে ছাগল করার জন্য আমার কিছু ব্যক্তিগত পরামর্শ

১। প্রাপ্ত বয়স্ক ব্লাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে খামার শুরু করা উচিৎ। যা খুব তাড়াতাড়ি বাচ্চা উৎপাদনে সক্ষম।

২। হাট ও বাজার থেকে কখনই ছাগল ক্রয় করা উচিত নয়। হাটের ছাগল গুলো বিভিন্ন রোগে আক্রান্ত। ওদের সংস্পর্শে এসে সুস্থ ছাগল গুলো অসুস্থ হয়ে পড়বে। ছাগল কেনা উচিৎ যাদের বানিজ্যিক ছাগলের খামার আছে অথবা গ্রামের বাড়িতে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যারা পালন করে তাদের থেকে। তবে সেটা যেন ব্লাক বেঙ্গল হয়।

৩। ব্লাক বেঙ্গলের সাথে উন্নত জাতের একটি পাঠা রাখা উচিত তাহলে খামার টি থেকে বানিজ্যিক ভাবে লাভবান হওয়া যাবে। কারন একটি উন্নত জাতের সাথে ব্লাক বেঙ্গলের প্রজনন হবে তখন সেই বাচ্চাটি যদি খাসি হয় তাহলে ৬ মাসে তার গড় ওজন হবে ১৫-১৮ কেজি।

ব্লাক বেঙ্গল ছাগল পালন খুবই লাভজনক একটি প্রকল্প যদি সেটা বিজ্ঞান সম্মত ও সঠিক পরিকল্পনা নিয়ে করা যায়।

যারা সত্যিকার অর্থেই ছাগল খামার করতে চান তাদেরকে কৃষি উদ্যোক্তা পরিবারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগীতা করা হবে। যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমি সেই সব মানুষদের কে অনুরোধ করব যারা অনলাইনে ছাগল পালন নিয়ে বিভ্রান্ত মূলক পোষ্ট না করার জন্য করার তার এই বিভ্রান্ত মূলক একটি পোষ্টের জন্য একজন নবীন খামারী কোন প্রশিক্ষন ছাড়াই বিশাল লাভের আশায় না বুঝে শুনে ছাগল খামার করে জীবনে বিশাল পরিমান ক্ষতির সম্মুখিন হতে পারেন। সেটা সঠিক তথ্য সেটা প্রচার। আপনার পণ্য বিক্রয়ের জন্য বিভ্রান্ত মূলক কথা ছড়াবেন না।

আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের যতটুকু পেরেছি সতর্ক করার চেষ্টা করেছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবার উদ্দেশ্য একটি কথা বলব যে আবেগে বসবর্তী না হয়ে জেনে শুনে বুঝে করা উচিত। সবাই কে ধন্যবাদ।

17/01/2018

দেশে গরু, ছাগল, মহিষ ও ভেড়ার উৎপাদন বাড়ছে। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, কয়েক বছরে মাংসের দাম বেড়ে যাওয়ায় গবাদিপশু পা...

29/12/2017
17/07/2017
04/04/2017

কৃষি শুধু কৃষি নয়, কৃষি একটি শিল্প।

05/02/2017
আপনি জানেন কি আধুনিক পদ্ধতিতে ১০০টি ব্লেকবেঙ্গল / দেশীয় ছাগল পালন করে১ বৎসরে ২৫ লাখ টাকা আয় করা সম্ভব ।বিস্তারিত পদ্ধতি ...
14/11/2016

আপনি জানেন কি আধুনিক পদ্ধতিতে ১০০টি ব্লেক
বেঙ্গল / দেশীয় ছাগল পালন করে
১ বৎসরে ২৫ লাখ টাকা আয় করা সম্ভব ।
বিস্তারিত পদ্ধতি নিচে।

৪ লাখ ৫ লাখ টাকা খরচ করে বিদেশে যাবার কথা
ভাবছেন ?
আপনার বন্দু বান্ধব বা আত্মীয় যারা বিদেশে আছে
তাঁদের কাছথেকে সত্যিকথাটি জেনেনিন তারা
বাৎসরিক কি পরিমান আয় করছেন , আর দিন রাত কি
পারিমান অমানসিক পরিশ্রম তারা করছেন। প্রয়োজনে
আমাদের আইডিয়াটা তাঁদের সাথে শেয়ার করুন এবং
তাঁদের মতামত নিন।
আপনারা যারা টাকা নিয়ে বসে আছেন ব্যবসা করার
জন্য, কি ব্যাবসা করবেন খুজে পাচ্ছেন না , লাভ
লোকসানের হিসেব মিলছে না তারা দয়াকরে একটু পড়ে
দেখবেন।
প্রথমে অন্য ফামর্ হতে ১০০ দেশীয় জাতের প্রাপ্ত বয়স্ক
ব্লেক বেঙ্গল (পিউর ব্রীড/ অরিজনাল জাতের )
ডো/ মহিলা/পাঠি ছাগল সংগ্রহ করতে হবে। যাতে
আপনার ফার্মের আনার কিছু দিনের মধ্যে গভর্বতী হতে
শুরু করে।
ফামর্ হতে সংগ্রহ করলে দাম একটু বেশী হবে , কিন্তু
সুস্থ সবল টিকা দেওয়া ও একই বয়সী পাবেন।
অন্য ফামর্ের দাম আমাদের জানা নেই,
আমাদের ফামর্ে প্রতি পিছ -৩৫০০ টাকা ।
সবর্ নিন্ম অডর্ার ২০ পিছ, কোন ডেলীভারী দেওয়া হয়
না , আসার সময় পিকআপ নিয়ে অসতে হবে ।
ট্রেনিংয়ের করার পর ইচ্ছে করলে আপনি নিজে
এলাকার বাজার হতে সঠিক জাত চিনে সুস্থ সবল দেখে
ছাগল কিনতে পারেন , তাঁতে কিছুটা দাম কম লাগবে ।
কিন্তু মনে রাখবেন , অসুস্থ না হলে বা খুব বেশী টাকার
প্রোয়োজন না হলে সাধারানত বাজারে কোন ব্যক্তি
ডো/ মহিলা/পাঠি বিক্রী করে না । সেই ক্ষেত্রে
বাজার হতে খুব সতকর্ার সাথে কিনতে হবে ।
আর এদেরকে প্রজনন করার জন্য ১টি উন্নত জাতের
পাঠা /বাক সংগ্রহ করতে হবে।
ছাগল বৎসরে ২ বার ২টি করে বাচ্চা দেয় তা হলে ১০০
ছাগল এক বৎসরে ৪০০ টি বাচ্চা দিবে, উন্নত জাতের
পাঠা দিয়ে প্রজনন করানো হলে ৫-৬ মাস বয়সে বাচ্চা
গুলো ২০-২২ কেজী হবে।
২০ কেজী ওজনের ছাগল হতে ১৪ কেজী মাংস
হবে, ৫০০ টাকা কেজী হিসেবে ১৪ কেজী মাংসের দাম
৭০০০ টাকা ।
তাহলে ৪০০ বাচ্চা ৭০০০ টাকা হিসেবে
৪০০x৭০০0=2৮00000 (2৮ লক্ষ টাকা) বিক্রি হবে।
এ বার আসি খরচ এ , একজন কর্মচারি মাসিক ১০ হাজার
টাকা বেতনে ১২০হাজার টাকা, ঔষধ ৩০ হাজার টাকা,
ফামর্ের উন্নয়ন খরচ ১৫০ হাজার টাকা
টোটাল খরচ = ৩ লক্ষ টাকা
মোট মুনাফা ২৮-৩=২৫ লক্ষ টাকা ।
আর একটি কথা মনে করিয়ে দেই , আপনি মূলধন হিসেবে
যে ছোট ছাগল গুলো কিনছিলেন সে গুলো ছোট হতে বড়
হওয়াতে মূলধনের পরিমাণ ও বেড়েছে।
যেভাবে করবেন ।
১) প্রথমে ৩০ শতাংশ জমিতে নেপিয়ার চাষ শুরু করবেন।
সঠিক পরিচযর্ায় নেপিয়ার ৪০-৪৫ দিনে পূনাঙ্গ হবে।
২) একই সময়ে আপনাকে ১০ কক্ষ বিশিষ্ট আধুনিক ঘর
তৈরি করতে হবে, ঘর তেরীতে যা লাগবে, ১হাজার ইট,
২০ টি নেট, ১৮ টি সিমেন্টের খুঁটি, গ্রীল বা বাঁশ আর
প্রয়োজনীয় টিন।
৩) দেশীয় জাতের ছাগল ১০০টি ।
৪) একটি উন্নত জাতের পাঠা/ বাক ।
এখন চিন্তা করছেন সবই তো বোঝলাম, তার পর আমি
করলে যদি না হয় ভাই?
বা
আপনার আইডিয়াটা ভাল আমার পছন্দ হয়েছে , কিন্তু
করতে যে টাকা লাগবে তা তো নাই।
উপরের এই ২ সমস্যার সমাধানের জন্য আমরা হেল্প করি।
তা হলে আপনি নিজে চলে আসুন আমাদের ফামর্ে,
নিজে কিছু ছাগল কিনে শুরু করে দিন আমাদের সাথে ,
আমাদের ঘর, আমাদের ঘাস , আমাদের পাঠা সবই
ব্যাবহার করতে পারবে, শুধু মাএ আপনার ডো/ মহিলা/
পাঠি ছাগল গুলো আমাদের পদ্ধতিতে পালন করতে হবে ,
কিছু দিন পর আপনি যখন কনফিডেন্ট হয়ে যাবেন ,
আপনার বাড়িতে শুরু করে দিন আধুনিক ফামর্ ।
এখন তো সব ই বোঝলাম , বলেন তো ভাই আপনার মূল
উদ্দেস্য টা কি , বাংঙ্গালী তো লাভের ব্যাবসা
কারো সাথে শেয়ার করে না ।
মূল উদ্দেশ্য তে যাওয়ার আগে আপনার পালন করা ছাগল
কোথায় বিক্রি করব তা জেনে নেই।
সরকারি হিসাব আনুযায়ী বাংলাদেশের জনসংক্ষ্যা
কম বেশী ১৬ কোটি।
প্রতিপরিবারে জনসংক্ষ্যা ৪-১০ জন।
আমরা যদি ১০ জন হিসেবে প্রতিটিপরিবার হিসাব করি
তা হলে দেশে মোট ১ কোটি ৬০ লাখ পরিবার আছে।
১০ জনের প্রতিটিপরিবার যদি মাসে ১ কেজী করে খায়
, তাহলে প্রতি মাসে বাজারের চাহিদা ১ কোটি ৬০
লক্ষ কেজী । বিয়ে, বৌভাত, সুন্নতে খৎনা , সামাজিক
অনুষ্ঠান হোটেলের হিসাব না ই করলাম,
১যদি ও বাস্তবে ১ কেজীতে মাংসতে ১০ জন লোকের
এক বেলা ও হবে না।
তাহলে প্রতিটি ছাগল হতে যদি ১৪ কেজি মাংস হয় ১
কোটি ৬০লাখ পরিবারের জন্য মাসিক চাহিদা = ১১
লক্ষ ৪২ হাজার ছাগল ।
তাহলে বাৎসরিক চহিদা ১ কোটি ৩৭ লক্ষ ছাগল ।
প্রতিটি ফামর্ যদি বৎসরে ৪০০ করে ছাগল উৎপাদন করে
,বৎসরিক ১ কোটি ৩৭ লক্ষ ছাগল উৎপাদন করতে ৩৪
হাজার ২৫০ টি ফামর্ প্রয়োজন।
মূল উদ্দেস্য হল :
১) নুতন একটি শিল্প তৈরি করা ।
২) ৩৪ হাজার মালিক + ৩৪ হাজার কমর্চারী = ৬৮ হাজার
লোকের কমর্সংস্থান তৈরি করা ।
আনেকে হয়ত ৬৮ হাজারের হিসাব কোথায় পেলাম
চিন্তা করছেন সেটা উপরে আছে ।
৩) আর আমদের নিজে কিছু ইনকাম করা । তা ও
বলেদিচ্ছি কি ভাবে , আপনার যদি ফামর্ থকে, নিশ্চই
বৎসরে ২/৩বার বিক্রি করবেন, ১০০ ছাগল বজরে নিতে কম
পক্ষে ১০০০ টাকা খরচ হবে, আর আপনি যদি আমাদের
সাথে যুক্ত থাকেন , আর আমরা যদি আপনার ছাগল
বড়িতে রেখে বিক্রি করে দিতে পারি , আর আপনার
বাজারে নেওয়ার খরচ টা আমি চাই , মনে হয় বেশী
অন্যায় হবে না।
তা হলে আমাদের বাৎসরিক আয় হবে ৩৮০০০x১০০০
=৩,৮০,০০০০০ মোট ৩ কোটি ৮০ লক্ষ টাকা ।
আমাদের ফার্ম সমন্ধে জানতে
www.facebook.com/HAFL.bd

Address

Malancha/Bakjuri, Matta (Near Meahidibag)
Manikganj
1800

Alerts

Be the first to know and let us send you an email when Itqan agro farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Itqan agro farm:

Share

Category