13/04/2023
গরুর চোখ দিয়ে পানি ঝরলে কী করণীয়?
গরুর চোখ দিয়ে পানি ঝরে এর একাধিক
কারণ থাকতে পারে তা হলো :
১।পশুর চোখ কোন কিছু দ্বারা আঘাত প্রাপ্ত হলে।
২।পশু কৃমিজনিত সমস্যায় জড়জড়িত থাকলে।
৩।পশুর চোখে ধুলোবালু পড়ে ময়লা জমলে।
৪।পশুর চোখে শক্ত কোনো কণা পড়লে।
৫।কখনো শরীলে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনালের ঘাটতি থাকলে পশুর চোখ দিয়ে পানি ঝরে থাকে।
৬।পশু সঠিক যত্ন না পেলে ও এমন হতে পারে।
চোখ দিয়ে পানি ঝরলে যে সমস্যা হতে পারে:
১।পশুর চোখ দিয়ে পানি ঝরে পড়তে পড়তে হঠাৎ চোখে ছানি পড়ে যেতে পারে।
২।দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলে ছানিযুক্ত চোখ দিয়ে পশু সঠিক ভাবে দেখতে পারবে না।
৩।পশুর চোখ লাল বর্ণের মতো হয়ে যাবে।
৪।চোখ ও চোখের চারপাশ ফুলে যাবে।
৫।পশু খাবারের প্রতি রুচি কমতে থাকবে।
৬।পশুর স্বাস্থ্যের উন্নতি হবে না।
৭।চোখ দিয়ে পানির সাথে সাথে সাদা বর্ণের মতো ময়লা বাহির হবে।
চিকিৎসা দেওয়া যেতে পারে:
১।সবার আগে অসুস্থ চোখ পরিস্কার ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে।
২।কেমিস্ট সিলভার নাইট্রেট ড্রপ বা সিভডেক্স ভেট আক্রান্ত চোখে ২-৩ ফোঁটা করে দিন ২ বার ব্যবহার করুন ৩-৭ দিন।