ASC-Media

ASC-Media ASC-MEDIA Is The Digital Content Platform For The Entire Bangladesh Live News Network
(4)

লাউয়াছড়া বনে আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেসর ক্লিপ ভেঙে ট্রেন দুই ভাগDecember 16, 2024,Asc-media reporting  : মৌলভীবাজারের ...
16/12/2024

লাউয়াছড়া বনে আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেসর ক্লিপ ভেঙে ট্রেন দুই ভাগ
December 16, 2024,

Asc-media reporting : মৌলভীবাজারের লাউয়াছড়া বনে সিলেট থেকে চট্রগ্রাম মুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)এর ট্রেনের ক্লিপ ভেঙে পিছনের ৫টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বগি রেখে ইঞ্জিনটি প্রায় কয়েকশত গজ দূরে চলে যায়। পরে সংবাদ পেয়ে আবার পেছনে এসে বগিগুলো পুন: সংযুক্ত করে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন মাস্ট্রার শাখাওয়াত হোসেন জানান, রবিবার ১৫ ডিসেম্বর দুপুর ১টা ১০ মিনিটের সময় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান অতিক্রম করার সময় সিলেট থেকে চট্রগ্রামের উদ্যোশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির সংযোগস্থলের ক্লিপ ভেঙ্গে পেছনের ৫টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কাজ করে প্রায় ৩০মিনিট পর চট্রগ্রামের উদ্যোশ্যে রওয়ানা দেয়।

কমলগঞ্জ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ জানান, চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) এর ইঞ্জিনের পিছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০গজ দূরে চলে যায়। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ৫টি বগি। বিষয়টি ট্রেনের গার্ড চালককে সাথে সাথে জানানোর পর তিনি সাথে সাথে ট্রেন বেক করে নিয়ে আসে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই সময়ে অন্য কোন ট্রেন না থকায় এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনটি প্রায় ৩০মিটিন আটকে থাকায় তারা দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করেন।

শ্রীমঙ্গললে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারDecember 14, 2024,Asc-media reporting  : শ্রীমঙ্গল থানা পুলিশের অভি...
14/12/2024

শ্রীমঙ্গললে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
December 14, 2024,

Asc-media reporting : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার ১৩ ডিসেম্বর শ্রীমঙ্গল থানার এএসআই মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের কালীঘাট রোড থেকে জিআর নং-২৪৮/২০২০(শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত সাজা পরোয়ানা পলাতক কালীঘাট রোডের আলকাছ মিয়ার ছেলে আসামি মিরাজ মিয়া (২০) কে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মিরাজ মিয়াকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

14/12/2024
১০ কোটি টাকার সরকারি জমি দখল করে ইকোপার্ক নির্মাণ, December 14, 2024,Asc-media reporting  : কুলাউড়ায় দীর্ঘদিন ধরে স্থানী...
14/12/2024

১০ কোটি টাকার সরকারি জমি দখল করে ইকোপার্ক নির্মাণ,
December 14, 2024,

Asc-media reporting : কুলাউড়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ২০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ১০ কোটি টাকা। প্রায় ৮ বছর পূর্বে স্বৈরাচার আওয়ামী লীগের সরকারের আমলে প্রভাবশালী রোকন আহমদ দখল করে নিজের নামে একটি ইকোপার্ক নির্মাণ করেন।

শুক্রবার ১৩ ডিসেম্বর কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ২০ একর জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়।

কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান মানিক, পিয়াস চন্দ্র দাস, জেলা পুলিশের একটি দল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, জেলাজুড়ে সরকারি খাস জমি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ার রাঙ্গিছড়া টি.ই মৌাজার ৮৫৪ এবং ৮৬৮ দাগে বিপুল পরিমাণ খাস জমির সন্ধান মেলে। দীর্ঘদিন ধরে রোকন আহমদ নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ২০ একরের ওই খাস জমি দখল করে অবৈধভাবে ইকোপার্ক নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন।

তিনি আরও জানান, অভিযানকালে অবৈধ সব স্থাপনা অপসারণ করে অবৈধ দখলে থাকা ২০ একর খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড টানানো হয়। যেখানেই খাস জমি দখলে রয়েছে সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

বিএনপির কর্মি সম্মেলন, পতিত হাসিনা ও তার দোসররা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেDecember 14, 2024,asc-media reporting  :...
14/12/2024

বিএনপির কর্মি সম্মেলন, পতিত হাসিনা ও তার দোসররা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে
December 14, 2024,

asc-media reporting : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন- ভারতের অনলাইনে পত্রপত্রিকায় নিউজ বের হয়েছে। বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে। কিন্তু রাজনগরের কুশিয়ারা নদীর পাড় থেকে থেকে দক্ষিণে কামারচাক পর্যন্ত হাজার হাজার হিন্দু পরিবার বসবাস করছে, কোথাওকি কোন হিন্দু পরিবারের ভাইদের বাড়িতে হামলা হয়েছে? কোন মন্দিরে কি হামলা বা আক্রমন হয়েছে ? এই যেসমস্থ অপপ্রচার ভারতের মিডিয়াগুলো করছে এদের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীসহ দেশের মানুষদের রুখে দাঁডাতে হবে। দলের সর্বস্থরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর জবাব দিতে হবে।

শুক্রবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় রাজনগর সরকারী কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজেনে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের হিন্দু ভাইয়েরা যেভাবে শান্তিতে বসবাস করছে। ভালো আছে অথচ এই ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারের বিরুদ্ধে হিন্দু ভাইদের এগিয়ে আসতে হবে। কারণ আমরা মুসলমানরা এর জবাব দিলেও তারা বিশ্বাস করবে না। কিন্তু হিন্দু ভাইয়েরা যদি বলে আমাদের বাড়িতে বা মন্দিরে কোন আক্রমন বা হামলা হয়নি-এগুলো সব মিথ্যাচার। এসমস্থ মিথ্যাচার আমাদের বিরুদ্ধে আমাদের দেশের বিরুদ্ধে ভারতের মিডিয়াগুলো করছে তাহলে অন্যরা বিশ্বাস করবে। এসব মিথ্যাচার পতিত হাসিনা ও তার দোসরা দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। জেলা বিএনপির আহ্বায়ক কিমটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক, এমএ মুকিত, মোহম্মদ হেলু মিয়া, আশিক মোর্শারফ, ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মতিন বক্স, মোহাম্মদ আব্দুর রহিম রিপন, মনোয়ার আহমেদ রহমান, আনিছুজ্জামান বায়েছ, স্বাগত কিশোর দাস চৌধুরী, মাহমুদুর রহমান, আশরাফুরজ্জামান খান নাহাজ, দূরুদ আহমদ, যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

তিনি বলেন- বিএনপির যে নেতারা জয়বাংলা জয় বঙ্গবন্ধু বলে সাত মাইয়া (সাত মাসের) এমপির সাথে যোগ দিয়েছে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। কারণ, বিএনপির কোনো নেতা সাত মাইয়া এমপির লগে বসে জয় বাংলা জয়বঙ্গবন্ধু কইবো আবার সে বিএনপি করবে এটা মেনে নেয়া যায় না এবং কোন পর্যায়ের কমিটিতে রাখা যাবেনা। এলাকার উন্নয়ন করতে এমপি হওয়া লাগেনা বলে এম নাসের রহমান বলেন, বিগত আওয়ামীলীগ সরকারে সময়ে রাজনগরের তেম কোন উন্নয়ন করা হয়নি। এম সাইফুর রহমান ও আমিই রাজনগরের উন্নয়ন করেছি। রাজনগর-বালাগঞ্জ সড়ক ভেঙে গেছে। কিন্তু এই সড়কের কাজের প্রস্থাব পাঠানো হলেও তা বাতিল করা হয়। আমি যোগাযোগ উপদেষ্টার সাথে কথা বলে রাজনগর-বালাগঞ্জ সড়ক ও মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জসহ তিনটি সড়কের প্রজেক্ট পাস করিয়েছি।

লাশ মাটিচাপা দিয়ে ওপরে সিমেন্ট-বালুর ঢালাই প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, Asc-media reporting :রাজধানীর কামরাঙ্গীরচরে ফেব্রিক...
11/12/2024

লাশ মাটিচাপা দিয়ে ওপরে সিমেন্ট-বালুর ঢালাই
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪,

Asc-media reporting :রাজধানীর কামরাঙ্গীরচরে ফেব্রিকস ব্যবসায়ী মো. নূর আলম হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিনজন। ছবিতে মাঝে ব্যবসায়ীর কর্মচারী মিরাজ মিয়া এবং তাঁর ডানে রিফাত ও বাঁয়ে শিপন
রাজধানীর কামরাঙ্গীরচরে ফেব্রিকস ব্যবসায়ী মো. নূর আলম হত্যাকাণ্ডে তাঁর এক কর্মচারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুজন ওই কর্মচারীর বন্ধু। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, নূর আলমের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে তাঁকে হত্যা করা হয়। পরে লাশ দুই খণ্ড করে কারখানার ভেতরে মাটিচাপা দেওয়া হয়। কেউ যেন সন্দেহ না করে সে জন্য ওই জায়গায় বালু ও সিমেন্ট দিয়ে ঢালাই করে দেন তাঁরা।

কামরাঙ্গীরচরের হাসাননগর এলাকায় নূর আলমের ফেব্রিকসের কারখানা। এই ব্যবসায়ী নিখোঁজ হওয়ার চার দিনের মাথায় গতকাল মঙ্গলবার কারখানার ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে নূর আলমের কর্মচারী মিরাজ মিয়া (২০) এবং তাঁর দুই বন্ধু মো. শিপন ওরফে সম্রাট (২৫) ও মো. রিফাতকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি, একটি কাঁচি ও দুটি চাকু উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের তদন্তে পাওয়া তথ্য তুলে ধরা হয়। সেখানে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মো. জসিম উদ্দিন বলেন, নূর আলম কামরাঙ্গীরচরের হাসাননগর ভান্ডারী মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ফেব্রিকসের ব্যবসা করতেন। গত ৬ ডিসেম্বর নূর আলম তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে যাবেন বলে তাঁর স্ত্রীকে ফোন করেন। এ সময় কয়েকজন লোকের সঙ্গে নূর আলমের কথা–কাটাকাটি হওয়ার বিষয়টি মুঠোফোনে শুনতে পান নূর আলমের স্ত্রী। এরপর নূর আলম নিখোঁজ থাকায় তাঁর জামাতা মো. আতাউল্লাহ খান সজীব কামরাঙ্গীরচর থানাকে বিষয়টি অবহিত করেন।

উপকমিশনার জসিম উদ্দিন বলেন, কামরাঙ্গীরচর থানা-পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। পরে ওই কারখানা থেকে কর্মচারী মিরাজকে গ্রেপ্তার করা হয়। ওই দিন কামরাঙ্গীরচরের ঝাউরাহাটি থেকে রিফাতকে এবং পুরান ঢাকার সদরঘাট এলাকা থেকে শিপনকে গ্রেপ্তার করা হয়।

উপকমিশনার জসিম উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, ৬ ডিসেম্বর ভোর সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার দিকে মিরাজ, রিফাত, শিপন ও পলাতক জিহাদসহ অজ্ঞাতপরিচয় দুই-তিনজন মিলে নূর আলমের মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে কারখানার শৌচাগারে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মরদেহ দ্বিখণ্ডিত করা হয়। নূর আলমের মৃতদেহ যাতে কেউ খুঁজে না পায়, সে জন্য মৃতদেহ গুম করার উদ্দেশ্যে মৃতদেহের খণ্ড দুটি পলিথিন ও কাপড় পেঁচিয়ে একটি বস্তায় ভরে ছাপাখানার ভেতরে টেবিলের নিচের মেঝে ভেঙে মাটিচাপা দেন তাঁরা। পরে ওই জায়গাটি বালু ও সিমেন্ট দিয়ে ঢালাই করেন।

গ্রেপ্তার তিনজনকে সঙ্গে নিয়ে তাঁদের তথ্যের ভিত্তিতে ফেব্রিকস কারখানার ভেতরের ঢালাই ভেঙে নূর আলমের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান উপকমিশনার জসিম উদ্দিন। তিনি বলেন, মরদেহের টুকরা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল নিহত নূর আলমের জামাতা আতাউল্লাহ খান সজীব বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনের পর বিকেলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, নূর আলম তাঁর কর্মচারী মিরাজ মিয়াকে নিয়ে ফেব্রিকস কারখানায় থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ বলেছেন, প্রতি মাসে নূর আলম এক থেকে দেড় লাখ টাকা সঙ্গে নিয়ে তাঁর গ্রামের বাড়িতে যেতেন। ওই টাকা দেখে মিরাজের লোভ হয় এবং তা ছিনিয়ে নিয়ে নিতে তিনি তাঁর দুই বন্ধুকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন।

ওসি জানান, মিরাজ ও তাঁর দুই বন্ধু শিপন ও রিফাতকে আজ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

১২ জেলায় নতুন পুলিশ সুপারপ্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪,Asc-media reporting : পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বিভিন্ন জে...
11/12/2024

১২ জেলায় নতুন পুলিশ সুপার
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪,

Asc-media reporting : পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার, গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আবু সায়েম প্রধানকে চট্টগ্রাম, পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহ, পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুর, পিবিআইয়ের মো. শরিফ উদ্দিনকে বরিশাল এবং এসবি ঢাকার পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুর, অ্যান্টিটেররিজম ইউনিটের (এটি ইউ) মোছা. ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরের নিশাত এ্যাঞ্জেলাকে গাইবান্ধা, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদাকে হবিগঞ্জ, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাহ্মণবাড়িয়া এবং এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে প্রিজন ভ্যান থেকে নামানো যায়নিপ্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, Asc-media reporting : সাবেক মন্ত্...
11/12/2024

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে প্রিজন ভ্যান থেকে নামানো যায়নি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪,

Asc-media reporting : সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের বিক্ষোভ। বুধবার বিকেলে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের বিক্ষোভ। বুধবার বিকেলে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণেছবি: প্রথম আলো
টাঙ্গাইলের মির্জাপুরে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এই মামলার জামিন আবেদনের শুনানির জন্য তাঁকে আজ বুধবার বিকেলে আদালত প্রাঙ্গণে আনা হয়। কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাঁকে প্রিজন ভ্যান থেকে নামানো যায়নি।

আদালত সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন হত্যা মামলার ধার্য তারিখে আব্দুর রাজ্জাককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে বুধবার বিকেল সাড়ে চারটায় আদালত প্রাঙ্গণে আনা হয়। এর আগে দুপুরের পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আদালত এলাকায় অবস্থান নিতে শুরু করেন। আব্দুর রাজ্জাককে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে প্রবেশ করার পর তাঁরা বিক্ষোভ করতে থাকেন। তাঁর বিচার দাবি করে প্রিজন ভ্যান ঘিরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে আব্দুর রাজ্জাককে ভ্যান থেকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

আইনজীবী এ কে এম শামীমুল আক্তার বলেন, মির্জাপুর আমলি আদালতে ইমন হত্যা মামলায় আব্দুর রাজ্জাকের জামিন আবেদন করা হয়। বিক্ষোভের কারণে তাঁকে শুনানির সময় আদালতে হাজির করা যায়নি। বাদীপক্ষের আইনজীবীরা জামিন আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং জামিন আবেদন নামঞ্জুর করেন।

টাঙ্গাইলে তিনটি মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক কারাগারে
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে আদালত এলাকা থেকে বের হওয়ার সময় বিক্ষোভকারীরা আব্দুর রাজ্জাককে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। তাঁরা আদালতের ফটকের সামনে প্রিজন ভ্যান অবরোধ করেন। এ সময় আব্দুর রাজ্জাকের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে যায়। এ সময় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে এক ছাত্রকে লাঠিপেটার অভিযোগ উঠলে উত্তেজনা সৃষ্টি হয়। আব্দুর রাজ্জাককে কারাগারে নিয়ে যাওয়ার পর বিক্ষোভকারীরা লাঠিপেটাকারী পুলিশ সদস্যের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন বলেন, ‘আব্দুর রাজ্জাকের বিচারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় এক পুলিশ সদস্য লাঠিচার্জ করেছেন। আমরা তাঁর শাস্তি চাই।’

এ বিষয়ে টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

পুলিশ সূত্র জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মির্জাপুরের গোড়াই এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে কলেজছাত্র ইমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইমন মারা যান। এ ঘটনায় নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে মির্জাপুর থানায় গত ১৯ আগস্ট হত্যা মামলা করেন। এতে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়। গত ১১ নভেম্বর টাঙ্গাইল আদালতে হাজির করে আব্দুর রাজ্জাককে ইমন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

৭৯ জেলে-নাবিককে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরুপ্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪,asc-media reporting : মাথার পেছনে হাত দিয়ে হাঁটু গেড়ে...
11/12/2024

৭৯ জেলে-নাবিককে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪,

asc-media reporting : মাথার পেছনে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আছেন আটক বাংলাদেশি নাবিকেরা। পেছনে দাঁড়িয়ে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি পোস্ট করেছে ভারতীয় কোস্ট গার্ড
ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ জেলে-নাবিককে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আটক জেলে ও নাবিকদের জন্য ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। ‘কনস্যুলার অ্যাকসেস’ হচ্ছে, বিদেশে কোনো নাগরিক আটক বা গ্রেপ্তার হলে তাঁকে সহায়তা দেওয়ার জন্য দূতাবাস থেকে ওই ব্যক্তিদের সঙ্গে দেখা করার আগ্রহ দেখানো।

গত সোমবার বাংলাদেশের মাছ ধরার দুটি ট্রলারসহ ৭৯ জন জেলে ও নাবিককে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড। খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে ট্রলারসহ জেলে-নাবিকদের ধরে নিয়ে যায় বলে মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছে।

দুটি নৌযান হলো এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫। এফভি লায়লা-২-এর মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং। এফভি মেঘনা-৫–এর মালিক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড।

ভারতে আটক দুটি ট্রলারসহ ৭৯ জন জেলে-নাবিককে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বাংলাদেশ কোস্টগার্ডের একটি প্রতিবেদন যুক্ত করে দেওয়া হয়েছে।

কোস্টগার্ড আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। তাতে বলা হয়, গত ৯ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের মাছ ধরার দুটি ট্রলার আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) নিকটবর্তী এলাকায় মাছ ধরা অবস্থায় আটক করে নিয়ে যায়।

এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ভারতের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা মাছ ধরার দুটি ট্রলার আটক করার বিষয়টি নিশ্চিত করে। এরপর বাংলাদেশ কোস্টগার্ড মাছ ধরার ট্রলার ফেরত দেওয়ার অনুরোধ করে। জবাবে ভারতের কোস্টগার্ড জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরপর ভারতের কোস্টগার্ড আর কোনো তথ্য জানায়নি। দুটি ট্রলার ওডিশার পারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে।

কমলগঞ্জে প্রায় ৭ কেজি গাঁজাসহ আটক ৩December 10, 2024,Asc-media reporting  : কমলগঞ্জের শমশেরনগর ফাঁড়ি পুলিশের অভিযানে প্র...
10/12/2024

কমলগঞ্জে প্রায় ৭ কেজি গাঁজাসহ আটক ৩
December 10, 2024,

Asc-media reporting : কমলগঞ্জের শমশেরনগর ফাঁড়ি পুলিশের অভিযানে প্রায় ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার ১০ ডিসেম্বর মধ্যরাতে শমশেরনগর টু ব্রাহ্মণ্যবাজার রোডের সরিষতলা বাজারে চেকপোস্ট চলাকালে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করে ৬ কেজি ৭০০গ্রাম গাঁজাসহ ৩জনকে গ্রেপ্তার করে ফাঁড়ি পুলিশ।

আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার খেজুরীছড়া চা বাগানের অনীল খাড়িয়া (৩০), রাজেন খাড়িয়া (২৪) ও সিরাজনগর গ্রামের ফুল মিয়া (৫৫)।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুক জানান, ‘শ্রীমঙ্গল থেকে মাদকের একটি চালান কুলাউড়ার ব্রাহ্মণবাজার যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে গাঁজাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক বহনের দায়ে একটি সিএনজি চালিত অটোরিকাসা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মৌলভীবাজারে অর্থনৈতিক শুমারির উদ্বোধন, চলবে ১০ থেকে ২৬ ডিসেম্বরDecember 10, 2024,asc-media reporting  : চতুর্থ বারের মতো...
10/12/2024

মৌলভীবাজারে অর্থনৈতিক শুমারির উদ্বোধন, চলবে ১০ থেকে ২৬ ডিসেম্বর
December 10, 2024,

asc-media reporting : চতুর্থ বারের মতো অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রম সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে।

মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন তাঁর প্রতিষ্ঠানের তথ্য দিয়ে মৌলভীবাজার জেলার অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এ শুমারির কার্যক্রম চলবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক নন্দিনী দেব, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান রাহেল, উপজেলা শুমারি সমন্বয়কারী শংকর সূত্রধর, জোনাল অফিসার, মো: আলী আকবর, মৌলভীবাজার পৌরসভা তথ্য সংগ্রহকারী মো: শরীফ হেসাইন সহ অন্যান্যরা।

ভারতে বসে বক্তৃতা বাংলাদেশ পছন্দ করছে না, তা শেখ হাসিনাকে জানাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিবআপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪,Asc-med...
09/12/2024

ভারতে বসে বক্তৃতা বাংলাদেশ পছন্দ করছে না, তা শেখ হাসিনাকে জানাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪,

Asc-media reporting :পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। ঢাকা, ৯ ডিসেম্বরছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
বাংলাদেশে জুলাই-আগস্ট অভ্যুত্থান এবং অভ্যুত্থানের পর সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর বয়ানের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া যে সরকার পছন্দ করছে না, সেটা তাঁকে (হাসিনা) জানাতে বলা হয়েছে।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান। এর আগে তিনি ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি থেকে করা কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের আপত্তির বিষয়ে এক প্রশ্নের উত্তরে জসীম উদ্দিন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন, এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন, তিনি (শেখ হাসিনা) একটি বক্তৃতা দিয়েছেন, এটা এই সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথা বলেছেন, তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’ পররাষ্ট্রসচিব আরও বলেন, ‘আমরা বলেছি, তিনি (শেখ হাসিনা) ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন, সেটা আমাদের পছন্দ হচ্ছে না।...এটা তাঁকে (শেখ হাসিনাকে) যেন জানানো হয়। তাঁরা (বিক্রম মিশ্রি) বিষয়টিকে আমলে নিয়েছেন।’

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সবাই স্বাধীনভাবে ধর্মচর্চা করে আসছে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই।’ তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিনে বাস্তব অবস্থা দেখা ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করাটা যে ঠিক হচ্ছে না, সেটা ভারতকে জানানো হয়েছে, এমনটা উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা বলেছি, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত।’

সীমান্তে হত্যার প্রসঙ্গটি আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, ‘সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি, প্রতিটি জীবন মূল্যবান। এ লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তা ছাড়া, আন্তসীমান্ত অপরাধ, মাদক পাচারসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূল করতে ভারতের সহযোগিতাসহ সীমান্তসংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছি।’

কুষ্টিয়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতা পেটানোর ঘটনায় অভিযুক্ত দুই নারী গ্রেপ্তারপ্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪,Asc-media rep...
09/12/2024

কুষ্টিয়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতা পেটানোর ঘটনায় অভিযুক্ত দুই নারী গ্রেপ্তার
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪,

Asc-media reporting : কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় গ্রেপ্তার দুই নারী (মাঝে)। সোমবার রাতে কুষ্টিয়া মডেল থানায়

কুষ্টিয়া শহরে কর্তব্যরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে চড়থাপ্পড় ও জুতা দিয়ে পেটানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। এরপর আজ সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই নারীকে গ্রেপ্তার করেছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ রাত আটটার দিকে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুজন হলেন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী মোহনা খাতুন (৪৪) ও শহরের হাউজিং বি ব্লকের কদমতলা এলাকার বাসিন্দা রিপন হোসেনের স্ত্রী মোছা. শান্তা (৩৯)। তাঁরা বর্তমানে কুষ্টিয়া মডেল থানায় রয়েছেন। এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এর আগে সোমবার সকালের দিকে কুষ্টিয়া শহরে ব্যস্ততম কোর্টস্টেশন রেলগেট এলাকায় কর্তব্যরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে (৫৫) মারধর করেন দুই নারী। মারধরের ঘটনার সিসি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্র জানায়, বিকেলে ভুক্তভোগী ট্রাফিক পুলিশ সদস্য (৫৫) বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধাদানের অভিযোগ আনা হয়েছে। এরপর মারধরের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দুই নারীর পরিচয় শনাক্ত করা হয়। পরে তাঁদের দুজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে জুতা দিয়ে পেটাচ্ছেন দুই নারী। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের কোর্টস্টেশন রেলগেট এলাকায়
কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে জুতা দিয়ে পেটাচ্ছেন দুই নারী। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের কোর্টস্টেশন রেলগেট এলাকায়ছবি: ভিডিও থেকে নেওয়া
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ট্রাফিক পুলিশ কোর্টস্টেশন মোড় এলাকায় দাঁড়িয়ে আছেন। এ সময় সড়কের বিপরীত দিক থেকে মধ্যবয়সী এক নারী হেঁটে তীব্র গতিতে ট্রাফিক পুলিশের দিকে যাচ্ছেন। ওই নারী ট্রাফিক পুলিশের সামনে গিয়েই ডান হাত দিয়ে সজোরে থাপ্পড় দেন, আঙুল নাড়িয়ে কিছু বলতে থাকেন। এরপর পায়ের জুতা খুলে মারতে থাকেন। কিছুক্ষণ পর আরেক নারী এসে জুতা দিয়ে মারতে থাকেন। তখন প্রথম নারী মুঠোফোন দিয়ে ভিডিও ধারণ করতে থাকেন। আশপাশে দাঁড়িয়ে এবং সড়কে চলতে থাকা অন্তত ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি এসব দৃশ্য দেখেন। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি তাঁদের নিবৃত্ত করেন। তবে পুরো মারধরের সময় ওই ট্রাফিক পুলিশ সদস্যকে কোনো পাল্টা আঘাত করতে দেখা যায়নি।

কুষ্টিয়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতা দিয়ে পেটালেন দুই নারী
ভুক্তভোগী ট্রাফিক সদস্যের বরাত দিয়ে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ ফেরদৌস বলেন, সকালে রেলগেট এলাকায় ট্রেন আসার আগে রেলগেটের প্রতিবন্ধক পড়ে যায়। এ সময় ওই নারী রিকশাযোগে তাঁর সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে রেলগেট উঁচু করতে বলেন। ট্রাফিক সদস্য বিষয়টি তাঁর এখতিয়ার না বলে জানিয়ে দেন। এ নিয়ে ওই নারী বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে ওই নারী আরও এক নারীকে নিয়ে এসে আচমকা মারধর করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ কূটনীতিকদের বৈঠকবাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্ট...
09/12/2024

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ কূটনীতিকদের বৈঠক
বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪,

Asc-media reporting : ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ফটোসেশনে অংশ নেন সবাই

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার ঢাকায় বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর কূটনীতিকেরা। বৈঠকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতদের প্রতি বাংলাদেশিদের জন্য তাঁদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বাংলাদেশিদের জন্য তাঁদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছে না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েই উপকৃত হবে।’

এ সময় বৈঠকে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইতিমধ্যে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য–সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়। আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠকে ১৫ জন প্রতিনিধি তাঁদের মতামত তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বৈঠকে বলেছেন, ‘ডিসেম্বর মাসে গোটা মাসজুড়ে আমরা বিজয় উদ্‌যাপন করি। বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টারঅ্যাকটিভ (পারস্পরিক যোগাযোগ) আলোচনায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত।’

বাংলাদেশে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় ১৬ বছর ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন তিনি। অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয় উল্লেখ করে দুর্নীতি, অর্থপাচার ও ব্যাংকিং ব্যবস্থাকে কীভাবে বিপর্যস্ত করা হয়েছিল, সেসব কথাও জানান তিনি।

বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে ভুল তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা এই মিস ইনফরমেশন (ভুল তথ্য) ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করি।’

জুলাই গণ-অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা যে ব্যাপক টাকা পাচার করে নিয়ে গেছেন, তা দিয়ে তাঁরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় ঐক্যের লক্ষ্যে বাংলাদেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচনপ্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের বিশদভাবে জানিয়েছেন তিনি। সংস্কারপ্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা। পরামর্শ ও সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তাঁরা।

সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের বৈঠককে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠকে দিল্লিতে আছেন, এমন অনেক ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এ রকম আগে কখনো হয়নি।

বৈঠকে কূটনীতিকদের পক্ষ থেকে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়েছিল উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা জানিয়েছি, প্রতিটি বিষয়ে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের দিকে যাব।’

প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের সাক্ষাৎসম্পর্কে মেঘ এসেছে, এটি দূর করতে হবেআপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪,Asc-med...
09/12/2024

প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের সাক্ষাৎ
সম্পর্কে মেঘ এসেছে, এটি দূর করতে হবে
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪,

Asc-media reporting : ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে, বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে, সেই মেঘটি দূর করতে হবে। বাংলাদেশও বলেছে, এটি দূর করতে হবে।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রসচিবের পক্ষ থেকে দেওয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠকের আলোচনার বিষয়ে সাংবাদিকদের জানান

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘অপপ্রচারের জবাব লিখিত ও মৌখিক—বহুভাবেই বলেছি, যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম। সেগুলো কখনো কখনো ব্যক্তিগত, বেশির ভাগই রাজনৈতিক। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, বাংলাদেশ সরকার না এটির অংশ, না এটি কোনোভাবেই বরদাশত করছে। যেখানে যেখানে এ রকম অভিযোগ এসেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের সচিবের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে, এই মেঘটি দূর করতে হবে। আমরাও বলেছি, এই মেঘটি দূর করতে হবে।’

বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর কথাবার্তার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে
প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠকের বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় যে সম্পর্ক এটি এগিয়ে নিতে এবং আরও জোরদার করতে আগ্রহী। জুলাই-আগস্টে যে বিপ্লব হয়েছে, এটি তারা মনিটর করেছে, দেখেছে ও অবগত।

রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের পক্ষ থেকে তাঁদের বলা হয়েছে, আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই। আমরা যে একসঙ্গে বিমসটেকে আছি এবং এখানে থাকাটা জরুরি, এটাও বলা হয়েছে। বিভিন্ন যে প্রোপাগান্ডা (অপপ্রচার) চালানো হয়েছে এবং হচ্ছে, সেটার বিষয়েও উদ্বেগ জানানো হয়েছে।’

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি সেখানে (ভারতে) আশ্রয় নিয়েছেন, সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে একধরনের উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। সেটির ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

অপপ্রচারের মাধ্যমে সম্প্রীতির দেশ বলে বাংলাদেশের যে ইমেজ আছে, সেটিকে এবং জুলাই-আগস্টের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে উল্লেখ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এগুলোর ব্যাপারে তাদের (ভারতের) বক্তব্য হচ্ছে, এগুলোর ক্ষেত্রে ভারত সরকার কোনোভাবে দায়ী না। সরকার আসলে এগুলো করছেও না, এগুলো ‘ওন’ও করছে না। এগুলো মিডিয়া বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে।

ভিসার বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, এখন ভিসা দেওয়া যেহেতু কমিয়ে রাখা হয়েছে, এটি অনেক অসুবিধা সৃষ্টি করছে। তাদের (ভারতের) পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভিসা বাড়ানোর উদ্যোগ তারা গ্রহণ করবেন।

বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হাইকমিশনে যে সহিংস আক্রমণ হয়েছে, সে ব্যাপারে আগেই প্রতিবাদ জানিয়েছি, আগেই তারা (ভারত) সে ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে। আজকে যেহেতু তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এবং জোরদার করার কথা বলছেন, কাজেই আমরা ধরে নেব সে ব্যাপারে তাদের যে দুঃখ প্রকাশ, তারা একই অবস্থানে আছেন। তাই নতুন করে আর এই কথাটি বলা হয়নি। কিন্তু বারবার যে প্রোপাগান্ডাগুলো হচ্ছে, প্রোপাগান্ডাগুলো একেবারেই সঠিক না, যে প্রোপাগান্ডাগুলো বাংলাদেশের সুনামের জন্য ক্ষতিকারক, সেগুলোর ব্যাপারে আমরা আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি। তাদের বক্তব্য হচ্ছে, এগুলো সরকার ওনও করে না, সরকার এগুলোর সঙ্গে মোটেও জড়িত না।’

Address

Moulvibazar
Sylhet
MOULVIBAZAR

Alerts

Be the first to know and let us send you an email when ASC-Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ASC-Media:

Videos

Share