গুদু চলে যাওয়ার পড়ে কিছু জিনিস জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে। হঠাত মনে হলো আমি মন খুলে হাসতে ভুলে গেছি একদমই, আগের মতো নিজের টুকটাক যত্ন নেই না বহুকাল, যেই আমার ফেসবুক, ইন্সটাগ্রাম সরব থাকতো আর এখন পেজেই আপডেট পোস্ট দেই না ফস্টার বেবিদের।লাস্ট পোস্ট মনে হয় গত বছর অক্টোবরে।এরপর কত ফস্টার করলাম,এখনো করছি।ফস্টার বেবিদের ভিডিও করে রাখি ঠিকই কিন্তু পোস্ট কোনভাবেই করতে পারি না।নতুন / পুরাতন কেউ পেজে নক দিলে প্রথমেই জিজ্ঞেস করে, আপনি কি এখনো ফস্টার করেন?ফস্টারটা আমার নিজের ১০ টা বিল্লি বাবুর জন্য প্রয়োজন জানি তাও কোনভাবেই জীবনটা আর আগের মতো করতে পারছি না।কোন পোস্ট, বুস্ট না করা পরেও ফস্টারটা সচল রেখেছেন আমার পুরাতন ক্লাইন্টরা যারা বার বার কালু'স ওয়ার্ল্ড এ ফিরে আসেন।
তবে একটা পরিবর্তন হয়েছে, আগ মনে হতো গুদুকে ছাড়া বাঁচবো না কিন্তু না আমি গুদুকে ছাড়া বেচে আছি,
২০২০ সালের আজকের দিনে আমি গুদুকে পেয়েছিলাম। ১০/১২ দিন বয়স ছিল তখন। ।বেঁচে থাকলে আজ ৪ বছর হতো আমার গুদুর।গুদুমা,ফিরে আয়... ফিরে আয়...ফিরে আয়...
কিছু ভালো লাগে না,কিছুই না,কোন কিছুই না।গুদুকে মনে পড়ে। প্রতিটা মুহূর্তে মনে পড়ে। গুদুর মতো কেউ না,কেউই না।শুধু একবার গুদু ঠিক এইভাবেই আদর করে দিত! শুধু একবার!কোথায় গেল আমার গুদু! গুদু মা!
২০২০ সালের মার্চের ২ তারিখ, সন্ধা ৭ টার কাছাকাছি সময়। আমি আম্মুর বাসা থেকে ফিরছিলাম।পাশের বাসার দারোয়ানকে একটা ছেলে একটা ছোট্ট বিড়ালের বাবু নেয়ার জন্য অনেক অনুরোধ করছিল।কিন্তু দারোয়ান কিছুতেই নিবে না।আমি দেখলাম ছোট্ট একটা বাবু,গায়ে চোখে ময়লা,বড়জোড় ১৫-২০ দিন হবে বয়স।আমি কোনকিছু না ভেবেই বললাম আমাকে দাও।হাতে নিয়ে মনে হলো ও কতটা নিরাপদ ফিল করছে আমার কাছে। ঠিক যেন আমার জন্যই অপেক্ষা করছিল।বাসায় নিয়ে আসলাম।প্রথম দিন থেকেই সবার সাথে এমনভাবে মিশে গেলো যেন এই বাসা ওর কত চেনা! তখনো কি জানতাম ও আমার কলিজা হয়ে যাবে! সব থেকে বেশি ভালো আমি ওকেই বাসবো!
গুদু চলে যাওয়ার পরে প্রায় প্রতিদিন আমি সেই বাসার সামনে যাই,প্রতিদিন।কেন যাই, কিসের আশায় যাই জানি না।
আহারে! ঘড়ির কাটাটা যদি ঘুড়িয়ে দিতে পারতাম!
প্রশ্ন:নিউটার ছাড়া বিড়াল কেন রাখেন না?
উত্তর : ভিডিও তে 😿
A walk down memory lane...
কত ছোট্ট ছিলি গুদু মা! প্রথম থেকেই তুই ছিলি ছোট্ট এক যোদ্ধা যে কাকতালিয় ভাবে আমার কাছে এসেছিল।আজও তুই যোদ্ধা। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবি।
Please keep Gudu in your prayers 🤲
২০১৮ থেকে ২০২০ পর্যন্ত এটাই ছিল আমার ছোট্ট নীড়।তখন কালু ছিল, লেন্দু ছিল,বুরু ছিল,দুখি ছিল,ব্লাকি ছিল।জীবনে অন্য রকম একটা শান্তিও ছিল।এরপরও বহুবার ছুটে গেছি এইখানে সেই পুরনো স্মৃতি রোমন্থন করতে।কালুর স্মৃতি... বুরুর স্মৃতি...সবার স্মৃতি... শেষবার গিয়ে দেখি সব কিছু নতুন, সব রঙ করা, মেরামত করা।লিফটের ঘরে কালুর পায়ের ছাপ ছিল, তাও গোলাপি রঙে ঢাকা...আহা! কোথাও নেই কোন চিহ্ন... আর যাওয়া হবে না আমার... গিয়ে কি লাভ? 😔
#story90
মিনি নামে এই বাবুটা কি যে মিশুক কি বলব! সবার সাথে সে ফ্রেন্ডশিপ করে ফেলেছে ইতিমধ্যে।আবার সবাইকে ধমকের উপরও রেখেছে।