12/10/2025
প্রতিদিনই মনে পড়ে কিন্তু ইদানিং বড্ড বেশি মনে পড়ছে গুদুকে।২ বছর আগের এই অক্টোবরেই গুদু শেষ সুস্থ ছিল।অক্টোবরের কোন এক সকালে আমার মাথার কাছে আরাম করে এমনভাবে ঘুমাচ্ছিলো যেন কতকাল ঘুমাই নাই।এর কিছুদিন আগে ফস্টার বেবি টবি আর জুজু আসলো।ওদের গুদু মেনে নিতেই পারতো না।তাই আমার মা টাকে আলাদা রুমে রাখার সিদ্ধান্ত নিলাম।এইটা আমার জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত হয়ে থাকবে।গুদু স্ট্রেসে ছিল,টিগার করলো এক ভয়ানক রোগ।একটা ভুল সিদ্ধান্ত আমার সারাটা জীবন পরিবর্তন করে দিল।