AR Aviary

AR Aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AR Aviary, Pet Supplies, Mirpur.

16/04/2023

সারাদিন রোজা রাখার পর ইফতারের খেতে বসে, খাবার কি প্লেটে খাচ্ছি, নাকি থালায় খাচ্ছি, সেটা দেখার কথা মনে থাকে না অনেক সময়…

01/04/2023

মাইকে "সেহরীর আর মাত্র তিন মিনিট সময় বাকি আছে" ঘোষনা শোনার পর… 😂

জী না, এটা কোন গোল্ড-বার না...এটা একটা বিশুদ্ধ ডালের বার, শুধু ৭/৮‘টা গম একটু ভেজাল লাগিয়েছে, এই আরকি...কিভাবে বানাবেন ...
27/04/2020

জী না, এটা কোন গোল্ড-বার না...
এটা একটা বিশুদ্ধ ডালের বার, শুধু ৭/৮‘টা গম একটু ভেজাল লাগিয়েছে, এই আরকি...

কিভাবে বানাবেন ? আমি যেভাবে বানিয়েছি সেই প্রসেসটাই বলছি...

বিভিন্ন রকম ডাল (সাথে সামান্য পরিমাণ গম) সারারাত ভিজিয়ে পরদিন সকালে সিদ্ধ করি, সিদ্ধ করার পর পানি ঝরিয়ে স্বাভাবিক তাপমাত্রায় এনে পাখীকে খেতে দেই...
আর বাকি যেটা থাকে বাটিতে করে ডিপ ফ্রীজে রেখে দেই, আর পরে একেকদিন একেকটা বাটি বের করে (স্বাভাবিক তাপমাত্রায় এনে) পাখীকে খেতে দেই...

একটা বাটি বের করেছিলাম, আর এটা সেই বাটির আকৃতি নেয়া জমাট বাধা ডাল-মিক্সড...

বাজেরিগার পাখীর বাচ্চার নিজে নিজে ডিম ফুটে বের হওয়া...
02/04/2020

বাজেরিগার পাখীর বাচ্চার নিজে নিজে ডিম ফুটে বের হওয়া...

রীডিং কেজের ডিম চেক করতে গিয়ে ডিমটা এই অবস্থায় দেখতে পেয়ে বাইরে নিয়ে আসি, আর বাচ্চাটা বের হওয়া পর্যন্ত ভিডিও ...

Please...
30/03/2020

Please...

পাখীর প্রজনন: বাজেরিগারের মেটিংদুটো প্রাপ্তবয়স্ক (১০মাস+) বাজেরিগার মেল-ফিমেল পাখী যখন ব্রীডিং মুডে থাকে, তখন তাদের জোড...
30/03/2020

পাখীর প্রজনন: বাজেরিগারের মেটিং

দুটো প্রাপ্তবয়স্ক (১০মাস+) বাজেরিগার মেল-ফিমেল পাখী যখন ব্রীডিং মুডে থাকে, তখন তাদের জোড়া দিলে স্বভাবসুলভ ভাবেই তারা মেটিং করবে...

সাধারনত জোড়া দেয়ার পর প্রথম মেটিং এর ১০-১৫ দিন পর ডিম দিতে পারে আর জোড়া দেয়ার পর সফল ব্রিডিং হলে সেই ডিমে বাচ্চা হবে আর একবার মেটিং-এ সব ডিমই উর্বর হতে পারে...

একটি সুস্থ্য-সবল ফিমেল পাখী প্রতিবার ৪/৫ টা থেকে সর্বোচ্চ ৮/১০ টা ডিম দিতে পারে...

যারা নতুন পাখী পালন করেন, মেটিং সম্পর্কে ধারনা নাও থাকতে পারে... তাতে সমস্যা নেই...
যদিও অনেকে সেটা মনে করেন, ঠোঁটে-ঠোঁটে টোকাটুকি করা মানে মেটিং..

মেটিং-এর পূর্ব লক্ষণ গুলো খেয়াল রাখবেন,
-ছেলে পাখিটি লাফিয়ে লাফিয়ে মেয়ে পাখিটির পাসে বসে মেয়েপাখিটিকে কাঠঠোকরা পাখির মতো টোকা দিবে
-ছেলে পাখি মেয়ে পাখিটিকে খাবার খাইয়ে দিবে
-ছেলে পাখি মেয়ে পাখিটির ডানার উপর পা উঠাতে চেষ্টা করবে

তারপর এক সময় ভাগ্য ভালো হলে ভিডিওর মতো করে পাখীকে মেটিং করতে দেখতে পাবেন...

পাখী থেকে ডিম-বাচ্চা আশা করেন, মেটিং সম্পর্কে ধারনা থাকা উচিত আপনার... কারন মেটিং-এর লক্ষনগুলো দেখার পর খাঁচায় হাড়ি/বক্স দিতে হয়...

আর পাখীকে ব্রীড করার জন্য উপযুক্ত পরিবেশ দিতে হবে...

তবে এখানে বলে রাখা ভালো, পাখি তার দেহে ক্যালসিয়াম ধরে রাখতে পারে না আর ডিম দেয়ার সময় অনেক ক্যালসিয়াম দরকার হয় পাখির তাই ডিম দেয়ার আগে / পরে পাখিকে ক্যালসিয়াম খাওয়াতে হয়...

আজ এ পর্যন্তই...
বাজেরিগারের ব্রীডিং ও এর পরিবেশ নিয়ে অন্য ভিডিওতে অন্যদিন আলোচনা হবে...

আজকের ভিডিওটি, অর্থাৎ বাজেরিগারের মেটিং-এর ভিডিওর ইউটিউব লিংক: https://youtu.be/KBIQXyXGQL0
চাইলে দেখে নিতে পারেন... বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন...

সবাই ভালো থাকবেন...

Enjoy and stay connected with us.

Subscribe to AR Aviary on,
YouTube: https://youtube.com/channel/UCQzHgMX0888_BFSeqmAzi4A

Like AR Aviary on,
Facebook: https://fb.com/ARAviary.com.bd/

করোনা মহামারীতে পুরো দেশ আজ গৃহবন্দী... আর এই বন্দীদশার একঘেয়ামি দূর করতে এই পোস্ট...কমেন্ট বক্সে আপনার 'হিডেন্ট-ট্যালেন...
28/03/2020

করোনা মহামারীতে পুরো দেশ আজ গৃহবন্দী... আর এই বন্দীদশার একঘেয়ামি দূর করতে এই পোস্ট...

কমেন্ট বক্সে আপনার 'হিডেন্ট-ট্যালেন্ট' জানিয়ে দিন আমাদের...

নিজের দেশের মানুষের কথা বাদ দেন, নিজের পরিবারের জন্য হলেও ভাইরাস সংক্রমনের বিন্দু পরিমান সম্ভাবনাকেও এড়িয়ে চলুন...
26/03/2020

নিজের দেশের মানুষের কথা বাদ দেন, নিজের পরিবারের জন্য হলেও ভাইরাস সংক্রমনের বিন্দু পরিমান সম্ভাবনাকেও এড়িয়ে চলুন...

আপনার হাঁচি হচ্ছে কিনা ?আপনার শ্বাসকস্ট হচ্ছে কিনা ?জ্বর হলেই আতংকিত না হয়ে, উপরের দুটো লক্ষণ খেয়াল করলেই বুঝতে পারবেন আ...
10/03/2020

আপনার হাঁচি হচ্ছে কিনা ?
আপনার শ্বাসকস্ট হচ্ছে কিনা ?

জ্বর হলেই আতংকিত না হয়ে, উপরের দুটো লক্ষণ খেয়াল করলেই বুঝতে পারবেন আপনি করোনা-ভাইরাস নাকি সাধারন-জ্বরে আক্রান্ত...

এটা WHO (ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান) এবং CDC (সেন্টার ফোর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান) এর সর্বশেষ গাইড লাইন অনুসারে তৈরি করা একটা বাংলাচার্ট...

প্রথমত শুক্রবার...তার উপরে ভ্যালেন্টাইনস্ ডে...সাথে বোনাস হিসেবে বসন্তের প্রথমদিন...তাই এমন একটা দিন পেয়ে বিয়ে দিয়ে দিলা...
27/02/2020

প্রথমত শুক্রবার...
তার উপরে ভ্যালেন্টাইনস্ ডে...
সাথে বোনাস হিসেবে বসন্তের প্রথমদিন...

তাই এমন একটা দিন পেয়ে বিয়ে দিয়ে দিলাম...
একটা না, তিন-তিনটা বিয়ে...

নবদম্পতিদের জন্য সবাই দোয়া করবেন আর বাচ্চা-কাচ্চা সম্পর্কিত নতুন কোনো বিধিমালা/নীতিমালা কারো জানা থাকলে জানাবেন...
আমি এই তিন দম্পতিকে জানিয়ে দিবো...

যে হারে পাখী-পালন ও বাচ্চা-কাচ্চা সম্পর্কিত নীতিমালা বের হচ্ছে, ভয়েই আছি...

16/02/2020

পাখী পুষতে লাগবে লাইসেন্স, হোক সেটা শখের বশে...

07/01/2020

"মহিলা ও শিশু" দের কথা মাথায় রেখেই কাজটা করা হলো, অথচ পুরুষ’রাই মনে হয় সুযোগটা কাজে লাগাচ্ছে... 😜

Pray for Australia...
06/01/2020

Pray for Australia...

03/01/2020

বুঝলাম না...

পাখালের প্রতি পাখীর বিশ্বাস, নাকি খাবারের প্রতি ক্ষুধার্তের লোভ ? 😜

😍 HAPPY NEW YEAR 2020 😍
01/01/2020

😍 HAPPY NEW YEAR 2020 😍

- কি, মায়া লাগে ?- হু, খুব মায়া লাগে... মাশাল্লাহ্, বড়ই সৌন্দর্য...[৩’টা বেবী’র পেরেন্টস GF-INO আর ১’টা বেবীর পেরেন্টস্...
25/12/2019

- কি, মায়া লাগে ?
- হু, খুব মায়া লাগে... মাশাল্লাহ্, বড়ই সৌন্দর্য...

[৩’টা বেবী’র পেরেন্টস GF-INO আর ১’টা বেবীর পেরেন্টস্ GF-DF-SP]

24/12/2019

😍😍😍

প্রচন্ড ঠান্ডা আর হিমেল বাতাসে মারা যাচ্ছে পাখি 😢😢
23/12/2019

প্রচন্ড ঠান্ডা আর হিমেল বাতাসে মারা যাচ্ছে পাখি 😢😢

যশোরে প্রচণ্ড ঠাণ্ডা আর হিমেল বাতাসে মারা যাচ্ছে পাখি। শনিবার শহরের দোরাটান, ঢাকা রোড ও ভৈরব নদীতে কয়েকশ মৃত পাখ....

22/12/2019

😂😂😂 সর্বকালের সেরা কনসার্ট 😂😂😂

16/12/2019

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা... 🇧🇩

আর এই দিবস উপলক্ষে আমার এভিয়ারীতে জন্মানো বাজেরিগার পাখীর বাচ্চাদের খাঁচার সাইজ দ্বিগুন বড় করা হয়েছে... 😍

দুটো ১৮/১৮/৩০ সাইজের চাইনীজ খাঁচা পাশাপাশি জোড়া দেয়া হয়েছে... 🙂

😢🙁😢
15/12/2019

😢🙁😢

মার্কেটের ২৭৪ নম্বর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়

15/12/2019

বেশীরভাগ সময় আমরা মা-পাখীর ভালোবাসা দেখতে পাই, আসুন আজ একটু বাবা-পাখীর ভালোবাসা দেখি... ❤️

12/12/2019

মাশাল্লাহ্, বাচ্চাগুলো একটু একটু করে বড় হচ্ছে... 😍

এবার খাঁচাটাও একটু বড় করার টাইম হয়েছে... 🥳

আস্তে আস্তে অভ্যাস করাতে হবে...
06/12/2019

আস্তে আস্তে অভ্যাস করাতে হবে...

আপনি যদি প্রকৃতই আপনার পাখিকে ভালবেসে থাকেন তাহলে পাখিকে প্রতিদিন শাক খাওয়াতেই হবে। দুঃখের কথা আমাদের দেশে পরামর্শ দেয়া হয় যে দুই তিন দের বেশি যেনো শাক না দেয়া হয়। যেটা একেবারেই ঠিক নয়। বিভিন্ন জার্নাল, নেট ঘাটাঘাটি করলেই দেখেবেন সিড মিক্স এর পাশাপাশি প্রতিদিন শাক খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকে এবং সেটাই ঠিক।
মনে রাখবেন একধরনের শাক প্রতিদিন খাওয়ানো কিন্তু আবার পাখির জন্য মোটেও ভালো না বিশেষ করে পালং শাক, পুই শাক(কিন্তু এর কোনোটাই কিন্তু পাখির জন্য নিষিদ্ধ না যেমনটা আমাদের দেশে পরামর্শদাতারা দিয়ে থাকেন)।
একটি নির্দিষ্ট শাক সপ্তাহের দুই দিনের বেশি না দেয়াই ভালো। আপনি সাতদিন এ যদি সাত রকমের সাত শাক দেন সেটা হবে সেইরাম।
ডেইলি সিডমিক্স এর পাশাপাশি আপনার প্রিয় পাখিকে ডেইলি বিভিন্ন ধরনের শাক দেন দেখবেন আপনার পাখি সেইরাম সুস্থ থাকবে, তাদের অসুখ বিসুখ এর হার একেবারেই কমে যাবে।এদের থেকে বাচ্চা কাচ্চাও আপনি ভালো পাবেন।
যারা শাক খাওয়ালে দেখেন যে পুপ্স নরম হচ্ছে ভয় পান যে শাক খাওয়ালে পেট খারাপ হচ্ছে, তারা শুধু শুধুই ভয় পান। শাক খেলে মানুষের টয়লেট ই নরম হয়, এর মানে এই না যে পেট খারাপ হয়েছে। পাখির ক্ষেত্রেও তাই পুপ্স একটু নরম হতেই। আর যে পাখির ডেইলি শাক খাওয়ার অভ্যাস তাদের তো এরকম কিছু হবেই না।
আর আপনি ডেইলি শাক দিবেন না তাহলে আপনার পাখির এই হবে ওই হবে। আর এই ভাই ওই ভাই এর কাছে দৌড়াতে হবে পাখির চিকিতসার করতে 📷;)
Happy Budgies 📷:)
(বিঃদ্রঃ ভিডিওতে আমার পাখিগুলা যে সেইরাম মজা করে বিভিন্ন ধরনের শাক খায় তা দেখিয়েছি। নতুন কিছু দিলেই খাবে তা নয়। কিছুটা ধৈর্য ধরে প্রথম দিকে নষ্ট করে আসতে আসতে অভ্যাস করিয়েছি ওদের)।
https://www.youtube.com/watch?v=4v4xTuCfi-E
ভিডিও দেখার অনুরোধ রইলো 📷

Address

Mirpur
1216

Opening Hours

Friday 10:00 - 12:00
15:00 - 20:00
Saturday 10:00 - 18:00

Telephone

+8801511272677

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AR Aviary:

Videos

Share

Category