29/04/2022
যারা কবুতরের ডিম পাড়ার জন্য ই-সেল,ই-ক্যাপ, জিঙ্ক ও এডি৩ই যত ধরনের উত্তেজক ও শরীর গরম করার উপাদান দিতে দিতে ক্লান্ত তবুও কবুতর কে সঠিক ভাবে ব্রীড করাতে পারছেন আপনার অসুস্থ কবুতরকে অসুখ হবার পর আবার আগের ফর্মে আনতে পারছেন না আপনার রেসার বা হাই-ফ্লায়ার কবুতর কে ভাল ফলাফল করাতে পারছেন না তাহলে এই সুযোগে একবার পরীক্ষা করুন
(Recovery Caps) রিকভারি ক্যাপসুল
Oropharma(Versele-Laga) সু প্রসিদ্ধ রিকভারি ক্যাপসুল (Recovery Caps) যা আদর্শ নানা ধরনের খাদ্য সম্পূরক উপাদানে ভরপুর। আর পিল গুলো যে কোনও কবুতরের জন্য অপরিহার্য।
এতে রয়েছে উচ্চ মানের প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, ট্রেস উপাদান এবং খনিজ পদার্থ । যা রোগ পুনরুদ্ধারের জন্য ছাড়াও প্রবায়টিক্স এবং হজম শক্তি বাড়ানোর এনজাইম রয়েছে। প্রোবায়োটিক্স এবং পাচক এনজাইম সংমিশ্রণে সুনির্দিষ্টভাবে অন্ত্রের ব্যাক্টেরিয়া এবং ক্লান্তিপ্রাপ্ত কবুতরের হজমশক্তির পদ্ধতি সঠিকভাবে পুনর্বিন্যাস করে, যা শক্তি পুনরুদ্ধারের জন্য অপরিহার্য।
ফেন্সি,রেসার ও হাই ফ্লায়ার কবুতরের জন্য সম্পূরক খাদ্য হিসাবে কাজ করে। পিল সরাসরি ঠোটে ধরে খাওয়াতে হয়ঃ
1। ভাল হজম এবং দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করে।
2। প্রজননকে সহায়তা অর্থাৎ ব্রীডিং ক্ষমতা বাড়ায়।
3। ইমিউন সিস্টেম কে ঠিক রাখে।
4। পেশীশক্তি পুনরুদ্ধার ও গঠনে সাহায্য করে।
5। অন্ত্র কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।
6। শরীরের শক্তির পুনরুত্পাদন।
7। অসুস্থতা এবং চিকিৎসার পর শরীর পুনরুদ্ধার।
8। অন্ত্রের ভাল ব্যাকটেরিয়ার পুনরুজ্জীবিত করে।
9। রেস বা উড়ার পর শরীরের ক্লান্তি নিরাময় প্রক্রিয়া অনুকূল এবং দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করে।
10। স্বাস্থ্যগত সমস্যা দূর করে স্বাস্থ্য ঠিক রাখে।
ব্যাবহারবিধিঃ
1। প্রজনন সময়কালে সপ্তাহে ১ দিন ১ টি করে ক্যাপসুল।
2। দুর্বল এবং রোগ পুনরুদ্ধারের পর কবুতর জন্য ১ টি করে ৩-৪ দিন।
3। ব্রীডিং সমস্যা কবুতর সপ্তাহে ২-৩ দিন ১-২ দিন পর পর ১ টা করে।
4। মল্টিং এর সময় ২-৩ দিন পর পর একটা করে।
5। ক্যাপসুল একটু পানিতে ভিজিয়ে ঠোঁট ধরে
খাওয়াবেন ও প্রচুর পানি খাওয়া নিশ্চিত করবেন।