ই - ভেটেরিনারি

ই - ভেটেরিনারি ই-ভেটেরিনারি একটি অনলাইন ভিওিক প্রানীসেবা প্লাটফম� E-Veterinary is a bangladeshi based marketplace focused on Agro and Veterinary.
(5)

We are the first and largest online veterinary Shop in Bangladesh , Successively we will add other agro products and services . Our aim to grow through service to customers . We would like to be a common platform for Respected professionals , retailers , farmers , consumers.

06/12/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Abubokkor Shiddik, Md Ariful Islam Tarek, Md Mustafizur Rahman, Sohidul Maje, SkSubaj Sk, Nerupom R., Md Rashidul

25/11/2023
Order করুন ঘরে বসে.....⤵️
08/10/2023

Order করুন ঘরে বসে.....⤵️

হিটে আসছে না পাল দিয়ে থাকতেছে না
24/09/2023

হিটে আসছে না
পাল দিয়ে থাকতেছে না

কৃমিনাশক ও লিভারটনিকের সম্পর্ক:সহজ কথায় লিভার শব্দের অর্থ কলিজা+ টনিক শব্দের অর্থ শক্তিদায়ক বা ভালো করার ঔষধ। সুতরাং লিভ...
04/09/2023

কৃমিনাশক ও লিভারটনিকের সম্পর্ক:
সহজ কথায় লিভার শব্দের অর্থ কলিজা+ টনিক শব্দের অর্থ শক্তিদায়ক বা ভালো করার ঔষধ।
সুতরাং লিভার টনিক মানে হলও কলিজা শক্তিশালী বা ভালো করার একধরনের বিশেষ ঔষধ।

কৃমিনাশকের তিক্ত স্বাদ গ্রহন করে আপনার গরুটি যখন অভিমান করে বসে থাকে সেই মহূর্তে দরকার একটি লিভার টনিক। লিভার টনিক ব্যাবহারে আপনার গরুর খাওয়া - দাওয়ার হার বৃদ্ধি পাবে।বেশি বেশি খাবে ও মোটাতাজা হবে।লিভার টনিক ব্যাবহারে লিভার থেকে একধরনের এনজাইম বা রস নি:সরন করে যা গরুর পেটে যা পাবে তাকেই পিষে ফেলে মানে হজম শক্তি বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে।

কলিজা কৃমির আক্রআক্রমণে যখন গরুর লিভার ছিদ্র ছিদ্র হয়ে যা তা পূণরায় গঠনে ভূমিকা রাখে।

খাওয়ানোর নিয়ম:
কৃমিনাশক দেওয়ার পরদিন হতে নিদর্শনা অনুযায়ী আপনার গরুকে ৫-৭ দিন খাওয়ান এই টনিক।

তাই বুজতেই পারতেছেন লিভার টনিক কতটুকু জরুরি। আসলে আমারা রোগ হলেই একমাত্র ব্যাবস্থা নেই এটাই বড় সমষ্যা। তাই রোগের আগেই ব্যাবস্থা নিলে খামারের খরচ অনেকাংশে কমানো যায়।

পরবর্তী আলোচনা জিংক

সবাই লাইক, কমেন্ট করে পাশে থাকুন।

গাভী বা ছাগলকে কৃমিনাশক তো দিলাম তাহলেই কি কাজ শেষ?না আপনার কাজ শেষ নয় কৃমিনাশক দিয়ে শুরু করলেন এর পর লিভার টনিক দেন।মান...
27/08/2023

গাভী বা ছাগলকে কৃমিনাশক তো দিলাম তাহলেই কি কাজ শেষ?
না আপনার কাজ শেষ নয় কৃমিনাশক দিয়ে শুরু করলেন এর পর লিভার টনিক দেন।মানে কৃমিনাশকের সাথে লিভার টনিকের একটা সম্পর্ক আছে।

পরবর্তী আলোচনা: কৃমিনাশকের সাথে লিভার টনিকের সম্পর্ক।

প্রয়োগ ও মাএাবিধি:প্রতি ৬৫-৭০ কেজি ওজনের জন্য ১ টি করে ট্যাবলেট খাওয়ান। প্রেগন্যান্ট গাভীকে কৃমিনাশক প্রয়োগের সময় সর্বোচ...
27/08/2023

প্রয়োগ ও মাএাবিধি:
প্রতি ৬৫-৭০ কেজি ওজনের জন্য ১ টি করে ট্যাবলেট খাওয়ান।

প্রেগন্যান্ট গাভীকে কৃমিনাশক প্রয়োগের সময় সর্বোচ্চ সতকতা অবলম্বন করুন।এক্ষেত্রে প্রেগন্যান্সির সময়কাল, শরীরিক গঠন ও স্বাস্থ্য বিবেচনা করুন।তাহলে আর Abortion হবেনা।

বাছুরের ক্ষেত্রে ওজন ও স্বাস্থ্য বিবেচনা করে কৃমিনাশক খাওয়ান। মাএা অতিরিক্ত ব্যাবহারে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে।

কৃমিনাশক প্রয়োগের পর পযাপ্ত পানি খাওয়ান।

লক্ষণীয়:কৃমিনাশক প্রয়োগের পর
কিটোপ্রফেন গুরুপের যেমন:Keto A Vet
ম্যালক্সিক্যাম গুরুপের যেমন:Male vet
এই ঔষধ গুলো আপনার গরু/ ছাগলকে দিলে কৃমিনাশকের কাযকারিতা কমে যাবে।

স্টক অল্প শেষ হওয়ার আগে সংগ্রহ করুন দ্রুত ----
27/08/2023

স্টক অল্প শেষ হওয়ার আগে সংগ্রহ করুন দ্রুত ----

 #কৃমিনাশকগরুর একটি অন্যতম রোগ হল পরজীবি তথা কৃমি রোগ।গরুর কৃমি সম্পর্কে মুটামুটি আমাদের সকলের কম বেশী  ধারণা থাকলেও কৃম...
24/08/2023

#কৃমিনাশক
গরুর একটি অন্যতম রোগ হল পরজীবি তথা কৃমি রোগ।গরুর কৃমি সম্পর্কে মুটামুটি আমাদের সকলের কম বেশী ধারণা থাকলেও কৃমিনাশক প্রয়োগ সম্পর্কে ৯০% খামারী এখনও সচেতন নয়।এটা আমার ব্যাক্তিগত মতামত। মতভেদ থাকতে পারে। গরু থেকে সর্বোচ্চ উৎপাদন পেতে নিয়মিত কৃমিনাশক প্রয়োগের কোও বিকল্প নেই।
নিয়মিত কৃমিনাশক ডোজ কমপ্লিট মানে আপনার খামারের ৫০% রোগের সমাপ্তি ঘটলো।

গরুর কৃমি রোগের ক্ষতিকর প্রভাব:
১।গরুর কৃমি হলো খামারের নিরব ঘাতক। এদের খালি চোখে সহজে দেখা যায় না কিন্তু ক্ষতি করে অনেক।
২। গরুর খাওয়া দাওয়া, হজম ও বেড়ে ওঠায় বাধা প্রদান করে।
৩।গরুকে দুর্বল ও রক্ত শুন্য করে ফেলে।
৪। লিভার ক্ষতিগ্রস্ত করে।
৫।গাভী হিটে আসে না বা আসলেও কনসেপ্ট করে না। অথচও এই কৃমির ব্যাপারে আমরা উদাসীন থাকি।
গরুর কৃমির ট্যাবলেট
বাজারে প্রচলিত কৃমিনাশক ট্যাবলেটের মধ্যে দুইটি গ্রুপের ট্যাবলেট পাওয়া যায়। যথাঃ এলবেনডাজন এবং ট্রাইক্লাবেনডাজল + লিভামিসোল।

ইনডেক্স বোলাস (এলানকো)
এলটি-ভেট বোলাস (একমি)
রেনাডেক্স ভেট বোলাস (রেনাটা)
এন্টিওয়ার্ম ভেট বোলাস (এসিআই)
ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়।

গরুর কৃমির ট্যাবলেট খাওয়ানোর নিয়ম:
গরুর কৃমি হলে ওষুধ প্রদানের সময়ে যা মেনে চলতে হবে তা নিচে দেওয়া হল-

১।সকালে খালি পেটে কৃমির ওষুধ খাওয়ালে সবচেয়ে ভাল হয়। গরুকে কৃমির ট্যাবলেট খাওয়ানোর সময় ট্যাবলেট টি গুড়া করে চিটাগুড় বা গুড়ের সাথে মাখিয়ে অথবা কলার পাতার সাথে মুড়িয়ে খালি পেটে খাওয়াতে হবে।

২।গরুকে কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর কমপক্ষে ১ ঘন্টা কোন ধরনের খাদ্য প্রদান না করলে ভালো ফলাফল পাওয়া যায়।

৩।কখনোই কম মাত্রার ডোজ দেওয়া যাবেনা।
কম মাএায় ডোজ দিলে কৃমি তো মরবেই না বরং প্রতিরোধ ক্ষমতা অজন করে আরো শক্তিশালী হবে।তাই সঠিক মাএায় ডোজ দেন।

৪।গর্ভবতী গাভী বাচ্চা প্রদানের কমপক্ষে ৪৫ দিন পর কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে। গর্ভবতী গাভীকে কৃমির ট্যাবলেট খাওয়ানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হয়।
গরুকে প্রত্যেক তিন মাস পর পর কৃমির ডোজ দেন।

বিদ্র: ছবিটি কোনও কম্পানির প্রচারণার জন্য নয়। পোস্টটি বুজার জন্য সংযুক্ত করা হলও।

আজ রাত ০৮.০০মি আলোচনা হবে কৃমিনাশক নিয়ে লাইক,ফলো দিয়ে সাথে থাকুন.....
24/08/2023

আজ রাত ০৮.০০মি আলোচনা হবে কৃমিনাশক নিয়ে লাইক,ফলো দিয়ে সাথে থাকুন.....

স্টক অল্প যাদের লাগবে দ্রুত order করুন----
24/08/2023

স্টক অল্প যাদের লাগবে দ্রুত order করুন----

আপনার প্রয়োজনীয় পণ্যটি পেতে ইনবক্সে নক করুন-
03/08/2023

আপনার প্রয়োজনীয় পণ্যটি পেতে ইনবক্সে নক করুন-

 # PT-MAX Solution:PT-MAX সাহায্যে গাভীকে পাল দেওয়ার৪০দিন পর হতে-২২০দিন পযন্ত গভাবস্থা নিণয় করতে পারবেন। ধাপ-১পরিষ্কার প...
19/07/2023

# PT-MAX Solution:
PT-MAX সাহায্যে গাভীকে পাল দেওয়ার৪০দিন পর হতে-২২০দিন পযন্ত গভাবস্থা নিণয় করতে পারবেন।
ধাপ-১
পরিষ্কার পাএে মুএ সংগ্রহ করুন
ধাপ-২
পরিষ্কার সিরিঞ্জ দিয়ে ৫০ মিলি মুএ PT-MAX এর ২০ মিলি তরলে যোগ করুন
ফলাফল -০১
সলিউশন এর কালার পরিবর্তন হয় বা নীচে তলানী পড়ে গাভীর পেটে বাচ্চা নাই।
ফলাফল -০২
মুএ যোগ করার পর সলিউশন এর কালার পরিবর্তন না হয় বুঝতে হবে গাভীর পেটে বাচ্চা আছে।
মূল্য-৯৫টাকা পিস।
(১বার চেক করা যাবে)

সারাদেশে লাম্পি স্কীন ডিজিজ (L*D) একটি আলোচিত চর্ম রোগ।ভাইরাস জনিত এই রোগটি প্রথম আফ্রিকা মহাদেশের জাম্বিয়ায় ধরা পরে।বাং...
18/07/2023

সারাদেশে লাম্পি স্কীন ডিজিজ (L*D) একটি আলোচিত চর্ম রোগ।ভাইরাস জনিত এই রোগটি প্রথম আফ্রিকা মহাদেশের জাম্বিয়ায় ধরা পরে।বাংলাদেশে সর্বপ্রথম ধরা পরে ২০১৯ সালে চট্টগ্রামে।
রোগের কারণ:
Capripox গণের ভাইরাস।
আক্রান্তের সময়:
বর্ষার শেষে,শরৎ এর শুরুতে বা বসন্তের শুরুতে মশামাছি বিস্তারের সময় ব্যাপক আকারে ছড়িয়ে পরে।
আক্রান্তের মাধ্যম:
১.সাধারণত মশা- মাছির মাধ্যমে ছড়িয়ে পরে। তবে,আক্রান্ত গরুর লালা খাবারের সাথে মিশে এবং খামার পরিচর্যাকারী ব্যাক্তির কাপড়ের মাধ্যমে এক গরু হতে অন্য গরুতে ছড়াতে পারে।
২.আক্রান্ত গাভীর দুধেও এই ভাইরাস পাওয়া যায়। তাই দুধের মাধ্যমে বাছুর আক্রান্ত হতে পারে।
৩.একই সুচ ও সিরিঞ্জ একাধিক গরুতে ব্যবহার করলে আক্রান্ত গরু হতে সুস্থ গরু সংক্রমিত হতে পারে।
৪.ভাইরাস আক্রান্ত ষাড়ের সীমেন ব্যবহার করলেও রোগটি ছড়িয়ে পরতে পারে।
লক্ষ্মণ:
১.শরীরে জ্বর ও খাওয়ার পরিমাণ কমিয়ে দিবে।
২.চামড়ায় পিন্ড তৈরি, লোম উঠে যাওয়া ও ক্ষত সৃষ্টি। ক্ষতও শরীরের অনান্য জায়গায় ছড়িয়ে পরে।
৩.আক্রান্ত প্রাণী দিন দিন দূর্বল হয়ে যায়।রক্তশূণ্যতাসহ বিভিন্ন অপুষ্টি জনিত সমষ্যা ভুগে।
আক্রান্তের হার বেশি হলেও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মৃত্যু হার কমানো সম্ভব।

চিকিৎসা:
ভাইরাসজনিত রোগ হওয়ায় এর কোনও ১০০% নিশ্চয়তা সম্পন্ন কোনও চিকিৎসা নাই। তবে লক্ষণ বিবেচনায় চিকিৎসা দিলে প্রাণী দ্রুত সুস্থ হয়ে উঠে।
১.যেহেতু এই রোগ আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেহেতু একজন রেজিস্ট্রাড ডাক্তার ছাড়া অহেতুক কেউ এন্টিবায়োটিক প্রয়োগ করে ক্ষতিগ্রস্ত হবেন না।
২.আক্রান্ত প্রাণীকে প্রচুর পানি ও চিটাগুড়ের সরবত সরবরাহ করুন।
৩.বিভিন্ন মিনারেল মিশ্রন যেমন: জিংক সরবরাহ করুন।
৪.এন্টিহিস্টামিনিক,ব্যাথানাশক,এন্টিপাইরোটিক দেওয়া যেতে পারে।
৫.সর্বপুরি একজন রেজিস্ট্রাড চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
আতংকের কিছু নাই রোগের শুরুতে উপযুক্ত ব্যবস্থা নিলে লাম্পি স্কীন ডিজিজ শতভাগ নিরাময় যোগ্য।

লাম্পি স্কীন ডিজিজের ভয়াবহ রুপ----
13/07/2023

লাম্পি স্কীন ডিজিজের ভয়াবহ রুপ----

লাম্পি স্কীন ডিজিজ
13/07/2023

লাম্পি স্কীন ডিজিজ

বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন ----
15/05/2023

বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন ----

Address

Mymensingh
2203

Alerts

Be the first to know and let us send you an email when ই - ভেটেরিনারি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ই - ভেটেরিনারি:

Videos

Share

Category


Other Pet Services in Mymensingh

Show All