23/09/2024
🔴 কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মিলে
আপনি কি বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে চান, আপনি কি একজন সফল আত্বকর্মী ও উদ্যোক্তা হয়ে নিজেকে সমাজের উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চান ,তাহলে আর দেরি কেন, আজই আপনার কাংখিত কোর্সে ভর্তি হয়ে আপনার স্বপ্ন পুরণের পথ বেছে নিন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত উত্তর বংগের প্রথম প্রাইভেট ভেটেরিনারি ইনস্টিটিউট, হাটিকুমরুল, সিরাজগঞ্জে ১ বছর মেয়াদি বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত।
✅ কোর্সের নাম:
১. সার্টিফিকেট ইন এনিমেল হেলথ এন্ড প্রোডাকশন টেকনোলজি এবং
২. সার্টিফিকেট ইন পোল্ট্রি ফার্মিং টেকনোলজি।
✅ ভর্তির যোগ্যতা:
যেকোনো সালে যেকোনো বিভাগ হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
✅ কোর্সের মেয়াদ:
১ বছর মেয়াদি কোর্স ও ২ মাস ইন্টার্ণশীপ
👉 সেমিস্টার মোট দুইটি:
১ম সেমিস্টার: জুলাই- ডিসেম্বর
২য় সেমিস্টার: জানুয়ারি-জুন।
✅ আপনি কেন এই কোর্সে ভর্তি হবেন?
👉 কারন:
এই কোর্স শেষ করে আপনি সরকারি প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল ও খামারসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, খামার, ঔষধ কোম্পানি, ফিড ইন্ডাস্ট্রি, মাংস বা দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানা, এনজিও এমনকি বিদেশেও ভাল পদে চাকুরী করতে পারবেন। এছাড়া আপনি নিজে উদ্যোক্তা হয়ে এনিমেল হেলথ টেকনিশিয়ান, প্রাণিস্বাস্থ্য, সেবা, চিকিৎসা সহকারী, কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে এবং ঔষধের দোকান, ডিলার, খামার ও অন্যান্য আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড করে আত্বকর্মসংস্থান সৃষ্টি সহ ভাল টাকা উপার্জন করতে পারবেন। এখন সিদ্ধান্ত আপনার চাকুরী করবেন, না চাকুরী দিবেন।
✅ আপনি কেন এই প্রতিষ্ঠানে ভর্তি হবেন?
👉 কারণ এই প্রতিষ্ঠানে
১। সরকারি, বেসরকারি, অব: দক্ষ ও অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারগণ কর্তৃক হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়।
২। আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধি উন্নত মানের ল্যাব সুবিধা ও খামারে ব্যবহারিক ক্লাস প্রদান করা হয়।
৩। এই প্রতিষ্ঠানের নিজস্ব ঔষধ কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন, টিকা ও সেবা প্রদানের মাধ্যমে ছাত্রদের দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলা হয়।
৪। এখন পর্যন্ত অর্থাৎ ১ম থেকে ৭ম ব্যাচ পর্যন্ত গড় পাশের হার ও ছাত্র সংখ্যা বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড যার পরিমান প্রায় শতকরা ৯৮-১০০।
৫। দূরবর্তী শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা ও বিশেষ গাইড প্রদান করা হয়।
৬।চাকুরীজীবিদের জন্য বিশেষ ব্যাচ ও মাঝে মাঝে অনলাইনে/বিশেষ ব্যবস্থায় ক্লাস প্রদান ও ক্লাসের সফট কপি ও লিংক প্রদান করা হয়।
৭। অত্র প্রতিষ্ঠানের প্রত্যেক ছাত্রকে নিজস্ব হ্যান্ড নোট, মূল বই, এপ্রোন ও আইডি কার্ড প্রদান করা হয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী ১০ টি বিষয়ে পাঠদান, পরীক্ষা গ্রহণ এবং প্রাথমিক চিকিৎসা, কৃত্রিম প্রজনন-এ আই, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, খামার ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা ইত্যাদি বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
৮। কোর্স শেষে সরকারি-বেসরকারি ভেটেরিনারি হাসপাতালে/ল্যাবে/খামারে/এ আই সেন্টারে ২ মাসের ইন্টার্ণশিপ প্রদান করা হয়।
৯। পরীক্ষায় পাশের পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়।
১০। এটাই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে ছাত্রদের কর্মসংস্থানের জন্য এই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত নিজস্ব কোম্পানির বিভিন্ন শাখার মাধ্যমে সকল শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
✅ ভর্তির জন্য যোগাযোগ: ✅
অধ্যক্ষ, Ivht Sylhet
ময়মনসিংহ ঢাকা শুক্রবার ও শনিবার
🏘️ সিলেট আম্বরখানা সহিদভিউ ওয়েভস বি ৯৫
✅ মোবাইল:
📱 ০১৭১১৩৩৭০১৯
📱 ০১৭১১৯২১৪১৬
বিস্তারিত জানতে অত্র প্রতিষ্ঠানের নামে পরিচালিত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে ভিজিট করুন।
কারিগরি প্রশিক্ষণ, আত্নকর্মে সারাক্ষণ #টেকনিশিয়ান #উদ্যোক্তা #দক্ষ #আত্নকর্মসংস্থান