Chery Cat Lover

Chery Cat Lover বিড়াল প্রেমীদের আড্ডাখানা ❤️

13/01/2025

আপুদের জন্য পিং কালার বিলাই 😻

শীতে নিজেকে উষ্ণ রাখতে, গরমে নিজেকে ছায়া দিতে, বর্ষায় বৃষ্টি থেকে বাঁচতে ওরা আমাদের গাড়ি গুলোর নিচে আশ্রয় নেয়। পার্কিং ক...
11/01/2025

শীতে নিজেকে উষ্ণ রাখতে, গরমে নিজেকে ছায়া দিতে, বর্ষায় বৃষ্টি থেকে বাঁচতে ওরা আমাদের গাড়ি গুলোর নিচে আশ্রয় নেয়। পার্কিং করা গাড়ি স্টার্ট দেওয়ার আগে অবশ্যই গাড়ির নিচে চেক করে নিন🙏
খুব বেশি না হলেও অন্তত হর্ণ বাজান। খুব বেশি হলে এতে আপনার কিছু সময় ব্যয় হবে। আপনার একটু চেষ্টায় বাঁচতে পারে একটি করে প্রান। প্রতিটি প্রান অমূল্য।
🔴সচেতনতা ছড়িয়ে পরুক সকলের মাঝে

🖤🖤🖤
11/01/2025

🖤🖤🖤

O sobar theke onk beshi understanding 🖤
11/01/2025

O sobar theke onk beshi understanding 🖤

10/01/2025

পানি ঠান্ডা হে ঠান্ডা হে ঠান্ডা হে 🤣🤣🤣

One odd baby remains🎀
08/01/2025

One odd baby remains🎀

ভ্যাবাচ্যাকা 🥴
08/01/2025

ভ্যাবাচ্যাকা 🥴

 #হায়রে! গতকাল রাতে ছাদে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছিলাম এত আতশবাজি আর ফানুশ দেখে, ''যে ইয়া আল্লাহ না জানি কত ক্ষয়ক্ষতির খ...
02/01/2025

#হায়রে! গতকাল রাতে ছাদে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছিলাম এত আতশবাজি আর ফানুশ দেখে, ''যে ইয়া আল্লাহ না জানি কত ক্ষয়ক্ষতির খবর আগামীকাল পাবো। 😞🥀 আসলে নিজের ক্ষতি না হলে মানুষ বোঝে না 😑😑

31/12/2024

আতসবাজি,পটকা,ফানুস ওড়ানো নিষিদ্ধ।
সন্ধ্যা থেকে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

31/12/2024


গতকাল রাতে রাস্তায় পেয়েছি। কিছুদিন পালার পর কেউ ফেলে দিয়ে গেছে।
লোকেশন নারায়ণগঞ্জ বন্দর

মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না। অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার ...
30/12/2024

মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না। অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নীড়ে, রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করবে বলে।

কিন্তু সেই রাতে কী যেন হয় মানুষের। তারা ঘুমায় না। তীব্র হট্টোগোল শুরু হয়, যেন যুদ্ধ! বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উড়ছে। হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির ঘর। কেউ কেউ পুড়ে মরে, কেউবা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়। কিন্তু আকাশটাই তো নিরাপদ না। কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে, আবার কারও গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়।

জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায়, কারও কারও কাছে পাখির মৃত্যু তাই আদিখ্যেতা মনে হয়। কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে, সংখ্যা হিসাব করার প্রতিষ্ঠান আছে। আছে আহত মানুষের চিকিৎসা দেওয়ার হাসপাতাল। কিন্তু পাখিদের এসব কিছুই নেই। তাই পাখিরা মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না মৃত্যুর কারণ। এমনকি মৃত পাখিদের সংখ্যাটাও জানি না আমরা কেউ। ফলে এই শহরের মতোই পাষণ্ড নাগরিকেরা ভাবে, পাখির মৃত্যু? ও আর এমন কী! কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটি প্রাণের গুরুত্ব সমান!

শুধু পাখির কথা কেন, এই শহরের কুকুর-বিড়াল-মুরগি-কীটপতঙ্গসহ সবাই-ই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুস উৎসবে। এমনকি ডিমের ভেতর বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ? তারা তো মানুষের কথাও ভাবে না। ২০২২-এর জানুয়ারির ১ তারিখ যখন নগরবাসী সারারাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে তখন মৃত্যুর সাথে লড়াই করছিল ৪ মাস বয়সী উমায়ের। একসময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট্ট উমায়েরের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছিলেন তারা কেউ কি এই দায় থেকে মুক্ত?

এ বছরও হয়তো আপনারা আতশবাজি আর ফানুসের ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেবেন। উৎসবের নামে এই তাণ্ডবলীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর-বিড়াল-পাখিসহ অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনাদের মনে পড়বে? আপনাদের কি মনে পড়বে শিশু উমায়েরের নিষ্পাপ মুখটির কথা? যদি এদের কারও কথা আপনার মনে না পড়ে, অথবা মনে পড়ার পরও যদি আতশবাজি আর ফানুসের তাণ্ডব চালিয়ে যান, তাহলে জেনে রাখুন, এই প্রাণীহত্যার দায় আপনারও।

#প্রাণীCool

থার্টিফার্স্ট এ আতসবাজি, ফানুসকে না বলি 🙏🙏
30/12/2024

থার্টিফার্স্ট এ আতসবাজি, ফানুসকে না বলি 🙏🙏

29/12/2024

থার্টি ফার্স্ট ডিসেম্বর আতশবাজি ব্যবহার করা থেকে বিরত থাকুন। আতশবাজির বিকট শব্দ প্রাণীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমাদের নিষ্ঠুর আনন্দ যেন এই নিরীহ প্রাণীদের মৃত্যুর কারণ না হয়।

#প্রাণীCool

28/12/2024

"31st Night"🚫 আমাদের ক্ষণিকের আনন্দের জন্য হাজারও পশু পাখির জীবন নিয়ে নিচ্ছি। আমাদের ক্ষণিকের খুশির জন্য অসহায় প্রাণীদের জীবন না নেই। এই পৃথিবীতে সবার বেঁচে থাকার অধিকার আছে। নতুন বছরে আসুন সবাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, অসহায় প্রাণ গুলোকে রক্ষা করি।

This touch.
28/12/2024

This touch.

Tara o chy mukto duniya🕊️
28/12/2024

Tara o chy mukto duniya🕊️

24/12/2024

অবস্থা টা কি?
অড আই ২.৫ মাসের বাচ্চা ২ হাজার বলে।

Address

Siraj Uddoula Play Ground, Bandar Bazar
Narayanganj
1410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chery Cat Lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share