Fakir Fashion LTD.

Fakir Fashion LTD. A Composite Knit Garment Industry crafting
"Sustainable Clothes for a Sustainable Future" History of FFL
Founded by Mr. Fakir Kamruzzaman Nahid and Mr.

Fakir Badruzzaman and led by his determined and progressive sons, Mr. Fakir Wahiduzzaman Riyead, their business acumen is the grooming result of generations of entrepreneurship. Fakir Fashion Limited (FFL) opened its door to the apparel manufacturing business in 2009 as an independent vertically integrated knit garment industry which broke off from other Fakir Group businesses that are already in

existence. Since its inception, FFL has gone from strength to strength in becoming a leading apparel manufacturer in Bangladesh. With over 50+ tons of knitting, 55+ tons of dyeing and 200+ sewing lines, FFL has positioned itself at the forefront by utilizing innovation in the apparel manufacturing sector. Today it is adding value to the country’s economy by bringing millions of dollars in business from foreign markets and acting as a flag bearer for the “Made in Bangladesh” brand. CSR and Environmental Initiatives
FFL is committed in its truest form in terms of giving back to the community in the sincerest of ways that actually helps the society. Our Corporate Social Responsibilities (CSR) initiatives are deeply rooted and guided by the principle of doing CSR only to contribute to the society without the element of showmanship. Hence, not only are we working with other leading social enterprises such as Sajida Foundation, WaterAid, Centre for Rehabilitation of the Paralysed etc., we also play an active role in building or rebuilding community schools, colleges, religious institutions and places of worship. These initiatives within our surrounding areas are a testament to our sincere commitment to building the nation and giving back to the society. There’s more! We haven’t stopped in just rebuilding structures, our production processes are embedded and rigged with sustainable energy and production methodologies such as we utilize the process of rainwater harvesting with a catch mass of 1Lakh sq.ft., and we generate solar energy of 462.44 Kilowatt Peak (kWp) etc. Additionally, we have a fully functioning Effluent Treatment Plant that ensures our community eco-system is well balanced and saved from industrial hazard. Furthermore, we have EGB boiler, hot water recycling and other initiatives that are forwarded towards achieving reduction of carbon emissions. FFL Vision
To become a customer centric, sustainable & unique leader in the global apparel manufacturing industry

FFL Mission
Create a Positive impact on people & community
Ensure end-to-end sustainable product with total solution through renewable resources
Establish technology and information driven value chain

FFL Core Values
Commitment: Bringing our ‘A-Game’ every time
Respect & Trust: Ensuring trustworthy partnership
Integrity & Ethics: Making ‘honesty’ a second nature
Transparency: Fostering a culture of openness

It is with deep sorrow that the Fakir Fashion Family mourns the loss of Mr. Abdullah Hil Rakib, Founder and Managing Dir...
09/06/2025

It is with deep sorrow that the Fakir Fashion Family mourns the loss of Mr. Abdullah Hil Rakib, Founder and Managing Director of Team Group.

Inna Lillahi wa inna ilayhi raji'un.

A truly inspiring individual, Mr. Rakib’s legacy of kindness, leadership, and vision touched countless lives. His absence will be profoundly felt by all who had the privilege to know him.

We pray that Allah grants him the highest place in Jannatul Ferdous and bestows strength and patience upon his family and loved ones during this time of immense grief.

Every day, thousands of plastic bottles, polythene bags, plastic boxes, fish boxes, vehicle tires, nets, ropes, and othe...
08/06/2025

Every day, thousands of plastic bottles, polythene bags, plastic boxes, fish boxes, vehicle tires, nets, ropes, and other plastic waste, garbage thrown from boats, oil tankers, and other vessels, as well as non-biodegradable substances and chemicals, continuously pollute nature's pure creation, the sea. This causes damage to marine aquatic flora and fauna. Fish production in the sea is decreasing, and fish reproduction is declining. Biodiversity is being destroyed.

Earth and human life have a close relationship with the sea. The ocean is equivalent to the blood flow of the earth. If the bloodstream is polluted, just as humans cannot survive, so the earth cannot survive if the ocean is polluted.

Meeting growing production demands, Fakir Fashion LTD takes a crucial step in ensuring our impact is positive for the planet. By prioritizing water-saving initiatives and the full implementation of the 4R strategy: Reduce, Reuse, Recycle, and Restore, we're striving for a healthier nature and a greener tomorrow.

Therefore, it is important to stop the indiscriminate torture of the sea immediately. Individual, local, regional, and global awareness should be raised to reduce ocean pollution. Let's save the sea, save the blue.

প্রতিদিন হাজারো প্লাস্টিক বোতল, পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বাক্স, মাছের বাক্স, যানবাহনের টায়ার, জাল, দড়ি, অন্যান্য প্লাস্টিক জাতীয় বর্জ্য, নৌকা, তেলবাহী জাহাজ ও অন্যান্য জলযান থেকে নিক্ষিপ্ত ময়লা-আবর্জনা, অপচনশীল বস্তু, রাসায়নিক পদার্থ প্রতিনিয়ত দূষিত করে চলছে প্রকৃতির অনবদ্য, নির্মল সৃষ্টি - সমুদ্র। ক্ষতি হচ্ছে সামুদ্রিক জলজ উদ্ভিদ ও প্রাণিকূলের। সমুদ্রে মৎস আহরণ কমে যাচ্ছে। মাছের প্রজনন ক্ষমতা লোপ পাচ্ছে। নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য।

সমুদ্রের সাথে পৃথিবী ও মানবজীবনের রয়েছে এক নিবিড় সম্পর্ক। সমুদ্র পৃথিবীর রক্ত প্রবাহের সমতুল্য। রক্ত প্রবাহ দূষিত হয়ে গেলে, যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি সমুদ্র দূষিত হলে পৃথিবীও বাঁচবে না। তাই সমুদ্রের ওপর নির্বিচার অত্যাচার অতিস্বত্তর বন্ধ হওয়া জরুরী।

একারণেই, উৎপাদনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার পাশাপাশি ফ্যাশন লিমিটেড নিশ্চিত করে যেন এর প্রভাব পৃথিবী ও সকলের জন্যই ইতিবাচক হয়ে থাকে। পানি সংরক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ, যথা- ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস, পানি পুনঃব্যবহার করা, রাসায়নিক পদ্ধতিতে ব্যবহৃত পানি পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা ও পানি পুনরুদ্ধারের পদক্ষেপসমূহ বাস্তবায়ন করা হয়। টেকসই উন্নয়নের মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে, ফকির ফ্যাশন লিমিটেড প্রতিজ্ঞাবদ্ধ।

সমুদ্র দূষণ রোধ করতে ব্যক্তিগত, স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। বাঁচাতে হবে সমুদ্র, বাঁচাতে হবে নীল।

07/06/2025

Fakir Fashion Limited's unwavering commitment to the well-being of its employees radiates through every corner of its operations, as it recognizes the basic right of every person.

FFL prioritises providing safe and affordable food. Our spacious dining hall accommodates 2000 workers, allowing them to have their meals simultaneously. Additionally, our canteen, surrounded by air cooling fans, offers a variety of food and snacks at very reasonable prices and is open from morning till afternoon. FFL’s fair price shop- SWAJON supports 18000 employees with subsidised foodstuffs, ensuring their essential needs are met.

We also maintain cleanliness, provide safe drinking water, and promote health and hygiene practices, including hand washing facilities throughout our premises.

This World Food Safety Day, we emphasise the importance of preparedness for food safety incidents, reaffirming our dedication to creating a positive impact on our people and community.

সুস্বাস্থ্যের চর্চা সকলেরই অধিকার এবং ফকির ফ্যাশন লিমিটেড সর্বদা কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সচেষ্ট থেকেছে।

এই উদ্দেশ্যের সাথে মিল রেখে ফকির ফ্যাশন লিমিটেডে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মীদের সুবিধার জন্য পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করে এমন একটি প্রশস্ত ও আরামদায়ক ডাইনিং হলের সুব্যবস্থা রাখা হয়েছে যেখানে একই সাথে ২০০০ জন কর্মী খাদ্যগ্রহণ করতে পারে। এছাড়াও সকাল-সন্ধ্যা যেকোনো সময়ে সুলভমূল্যে খাবার ও নাস্তার সুবিধা নিশ্চিত করতে রয়েছে এয়ারকুলিং ফ্যান পরিবেষ্টিত ক্যান্টিন। এছাড়াও ফকির ফ্যাশন লিমিটেডের অভ্যন্তরীণ ন্যায্য মূল্যের দোকান- স্বজনে প্রাতিষ্ঠানিক ভর্তুকি প্রদানের মাধ্যমে কর্মীদের ছাড়ে খাদ্যসামগ্রী সরবরাহ করে তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণের প্রক্রিয়া নিশ্চিত করা হয়।

এছাড়া সুপেয় ও বিশুদ্ধ পানির নিরবিচ্ছিন্ন সরবরাহের সাথে প্রতিষ্ঠানের প্রতিটি জায়গায় হাত ধোয়ার সুব্যবস্থা রাখার মাধ্যমে আমরা একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ গড়ে তুলছি।

এভাবেই পৃথিবীর প্রতিটি কোণায়, প্রতিটি মানুষের জন্য নিশ্চিত হোক নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যব্যবস্থা, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে এই আমাদের কাম্য।

,

06/06/2025

This auspicious day is not just a celebration but a time to reflect on the values of sacrifice and faith.
In the spirit of Eid ul-Adha, may we come together to cherish the blessings of family, community, and shared humanity. As we celebrate, let our hearts be filled with gratitude for the blessings bestowed upon us. Fakir Fashion LTD wishes you a blessed Eid al-Adha, filled with love, prosperity, and the warmth of cherished moments spent with those closest to you.
Eid Mubarak!

পবিত্র এই দিনটি শুধু উৎসবের নয়, বরং ত্যাগ ও আত্মশুদ্ধির মাধ্যমে বিশ্বাসের ভিত আরও মজবুত করে তোলার।
পবিত্র ঈদ-উল-আযহার মহিমায় এই আনন্দঘন উদযাপনে পরিবার ও সম্প্রদায়ের সকলের মধ্যে ভাতৃত্বের বন্ধনও আরও দৃঢ় হয়ে উঠুক। বরকতে ও রহমতে সকলের হৃদয় হোক পরিপূর্ণ, জীবনে আসুক সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি।
ফকির ফ্যাশন লিমিটেডের পক্ষ থেকে সসকলকে জানাই ঈদ মুবারক!

In continuation of its mission to “Create a Positive Impact on People & Community,” Fakir Fashion Ltd. has proudly celeb...
06/06/2025

In continuation of its mission to “Create a Positive Impact on People & Community,” Fakir Fashion Ltd. has proudly celebrated its front line soldiers’ hard work, effort and unwavering commitment to contributing to the growth of the organization.
Today in the presence of the Board of Directors we celebrated the Best Sewing Operator of the Year 2024!

ব্যক্তি ও সমাজের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরির লক্ষ্যের ধারাবাহিকতায়, ফকির ফ্যাশন লিমিটেড আনন্দের সঙ্গে সম্মান জানায় এর সম্মুখসারীর যোদ্ধাদের, যাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা প্রতিষ্ঠানের এগিয়ে চলার প্রতিটি ধাপে অসামান্য ভূমিকা রাখছে।

এই উদ্যোগের অংশ হিসেবে, আজ ফকির ফ্যাশনের পরিচালনা পর্ষদের উপস্থিতিতে উদযাপন করা হয়েছে "সেরা সিউয়িং অপারেটর ২০২৪"

The foremost concern of Fakir Fashion LTD is to maintain a green touch in all of its functions to make its surroundings ...
05/06/2025

The foremost concern of Fakir Fashion LTD is to maintain a green touch in all of its functions to make its surroundings sustainably healthier and cleaner.

To be part of the green revolution and protect our planet, we must take sustainable measures. That's why FFL prioritizes eco-friendly initiatives in its production process, as we believe our sustainable approaches can create a better and safer future for everyone.

In all our endeavors, from planning to ex*****on, we strive to embed the essence of green. We aspire to create a planet brimming with boundless joy and vitality. Expressing our love for Mother Nature on this World Environment Day, we promise to lessen our impact by acting responsibly and maintaining proper and sustainable measures that benefit the environment.

ফকির ফ্যাশন লিমিটেড সমস্ত কার্যক্রম পরিবেশবান্ধব উপায়ে পরিচালনা করে, যাতে পারিপার্শ্বিক পরিবেশ সর্বদা থাকে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন। আমরা এমন একটি প্রকৃতিবান্ধব পোশাকশিল্প গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ, যার উৎপাদনব্যবস্থা থেকে শুরু করে বিপননের সকল ধাপই থাকবে প্রাণ-প্রকৃতি ও পরিবেশের জন্য অনুকূল এবং উপকারী।

একটা সবুজ পৃথিবী গড়ে তুলতে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সকল কর্মে, আমাদের সকল পরিকল্পনায় ও বাস্তবায়নে আমরা রাখতে চাই সবুজের স্বাক্ষর। বিশ্ব পরিবেশ দিবসে তাই প্রকৃতি মায়ের প্রতি আমাদের ভালবাসা প্রকাশ করি এবং একটি সুন্দর পরিবেশ রক্ষার্থে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দূষণ ও মরুকরণ প্রতিরোধ করার শপথ গ্রহণ করি।

Hon. Managing Director of FFL was recently invited as a discussant at an event hosted by the Dhaka Chamber of Commerce a...
01/06/2025

Hon. Managing Director of FFL was recently invited as a discussant at an event hosted by the Dhaka Chamber of Commerce and Industry to discuss Bangladesh’s graduation from LDC (Least Developed Country) status. Bangladesh is set to lose significant trade benefits through this graduation, but it also exposes the country to opportunities for diversifying its exports and venturing into new markets.

Hon. Managing Director Fakir Kamruzzaman Nahid was invited to this event to share his views—as the Vice Chairman of BKMEA and one of the spokespersons for the knit garments industry—on the challenges facing the industry due to this transition, as well as to participate in policy-level discussions on potential strategies moving forward, as Bangladesh transitions to a middle-income country.

The event titled "Export-Import Policies in Bangladesh: Requirements and Challenges Upon LDC Graduation." Invited important voices from various industries such as the Knitwear, pharmaceuticals and IT along with key spokespersons from different regulatory bodies such as Bangladesh Trade and Tariffs Commission, EPB, NBR and Ministry of Finance. In his address, he mentioned that moving forward, Bangladesh would need to target diversification of its products, production of higher value goods, with increased focus on compliance with international markets and sustainability, to ensure its competitive advantage in the manufacturing arena.

He also emphasized the importance of increasing the production of man-made fibers, as there is rising demand for such goods in the market. These man-made fibers can be manufactured locally through facilities that produce recycled yarns and different varieties of synthetic fibers—thereby decreasing our dependency on imports and gaining a competitive edge.

It was also established in the discussion with other panelists that favorable policies must be formulated, and that DCCI should take an active advocacy role in safeguarding both the industry’s and the country’s interests during this critical transition. The chair group noted that it will move forward in the coming months by hosting further discussions with industry leaders in hopes of formulating proactive and beneficial strategies related to import-export regulations, FDIs, FTAs, Intellectual property rights/regulations and bilateral trade agreements—encouraging industries to innovate, diversify, grow, and explore new markets and opportunities in the evolving global economy.

ফকির ফ্যাশন লিমিটেড-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI) আয়োজিত এক আলোচনায় অংশগ্রহণ করেন, যেখানে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) মর্যাদা থেকে উত্তরণের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশ উল্লেখযোগ্য বাণিজ্য সুবিধা হারাতে যাচ্ছে, তবে একই সঙ্গে দেশের জন্য নতুন বাজারে প্রবেশ এবং রপ্তানি বৈচিত্র্যকরণের এক বিশাল সুযোগও তৈরি হয়েছে।

মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ, যিনি বর্তমানে বিকেএমইএ-এর ভাইস চেয়ারম্যান এবং নিট পোশাক শিল্পের একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন, এ আলোচনায় শিল্প খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য কৌশল নিয়ে মতামত প্রদান করেন। "বাংলাদেশের রপ্তানি-আমদানি নীতিমালা: এলডিসি উত্তরণ পরবর্তী চাহিদা ও চ্যালেঞ্জ" শীর্ষক এই আলোচনায় নিটওয়্যার, ওষুধ, আইটি খাতের প্রতিনিধিসহ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB), জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এবং অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি ও নীতিনির্ধারকগণ অংশ নেন।

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে এগিয়ে যেতে হলে উচ্চ মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে মনোযোগ দিতে হবে, পাশাপাশি আন্তর্জাতিক বাজারের উপযোগী থেকে টেকসই উৎপাদন নিশ্চিত করতে হবে যাতে বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের অবস্থান আরও শক্তিশালী হয়। বিশেষ করে, বিশ্ববাজারে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় ম্যান-মেইড ফাইবার বা কৃত্রিম সুতার উৎপাদন বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ ধরণের ফাইবার প্লাস্টিক বর্য পুন ব্যবহারের মাধ্যমে স্থানীও ভাবে উৎপাদন করা সম্ভব, যা আমদানির উপর নির্ভরতা কমিয়ে আমাদের প্রতিযোগিতামূলক অবস্থান মজবুত করবে।

আলোচনায় অন্যান্য প্যানেল সদস্যদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ বিষয়েও সম্মতি প্রকাশ করা হয় যে, একটি অনুকূল নীতিনির্ধারণী কাঠামো তৈরি করা জরুরি এবং এই পরিবর্তনকালীন সময়ে শিল্প ও দেশের স্বার্থ রক্ষায় DCCI-কে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। আলোচনার সভাপতি দল ঘোষণা করে যে, আগামী মাসগুলোতে শিল্প নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক আলোচনা পরিচালনা করা হবে, যার লক্ষ্য হবে আমদানি-রপ্তানি নীতিমালা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI), মুক্ত বাণিজ্য চুক্তি (FTA), মেধাস্বত্ব সংরক্ষণ আইন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কিত কৌশল নির্ধারণ—যাতে দেশীয় শিল্পগুলো নতুন বাজার ও সম্ভাবনার সন্ধানে আরও উদ্ভাবনী, বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।

In line with our mission to “Create a Positive Impact on People & Community,” Fakir Fashion Ltd. has proudly reintroduce...
01/06/2025

In line with our mission to “Create a Positive Impact on People & Community,” Fakir Fashion Ltd. has proudly reintroduced its enhanced executive training initiatives, an inspiring journey of competency development led once again by industry-leading trainers.

This renewed commitment reflects FFL’s belief that empowering our people is the best road towards successfully completing FFL’s transformation journey.

ব্যক্তি ও সমাজের মধ্যে ইতিবাচক প্রভাব রেখে চলার লক্ষ্যে অটল থেকে, ফকির ফ্যাশন লিমিটেড পুনরায় শুরু করেছে এক্সিকিউটিভ ট্রেনিং কার্যক্রম। খ্যাতনামা প্রশিক্ষকগণের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগটি সক্ষমতা ও নেতৃত্ব উন্নয়নের জন্য এক অনুপ্রেরণামূলক শুরু।

মানুষকে ক্ষমতায়নের মধ্য দিয়েই প্রতিষ্ঠানগত রূপান্তরের পথ তৈরি হয়, এই বিশ্বাসেই এগিয়ে চলেছে ফকির ফ্যাশন লিমিটেড।

In line with its core mission to “Create a Positive Impact on People & Community”, Fakir Fashion Limited has officially ...
26/05/2025

In line with its core mission to “Create a Positive Impact on People & Community”, Fakir Fashion Limited has officially launched a dynamic series of Cross-Functional Team Engagement Programs—designed to foster collaboration, creativity, and collective growth across all levels.

This initiative reflects FFL’s enduring belief that true progress begins with people.
Stay curious. Stay inspired.

“মানুষ ও সমাজের উপর ইতিবাচক প্রভাব সৃষ্টি”-এই মূল মন্ত্রে বিশ্বাস রেখে, ফকির ফ্যাশন লিমিটেড আনুষ্ঠানিকভাবে একটি প্রাণবন্ত ক্রস-ফাংশনাল টিম এনগেজমেন্ট প্রোগ্রামের সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো প্রতিষ্ঠানজুড়ে সহযোগিতা, সৃজনশীলতা এবং সম্মিলিত উন্নয়নের সংস্কৃতি গড়ে তোলা।

এই কার্যক্রম এফএফএল-এর এই অটুট বিশ্বাসকে প্রতিফলিত করে যে, প্রকৃত অগ্রগতি শুরু হয় মানুষের মাধ্যমে।

এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের সহযোগীতা, ঐক্য ও দক্ষতা বৃদ্ধির বেপারে আমরা দৃঢ় ভাবে আশাবাদী।

A Financial Aid Giving Ceremony was held at the premises of Fakir Fashion Limited to support workers facing various emer...
25/05/2025

A Financial Aid Giving Ceremony was held at the premises of Fakir Fashion Limited to support workers facing various emergency situations.

A total of BDT 3,00,000 was distributed among 39 recipients from the FFL Welfare Fund.
Among them, Junior Operator Ripon from the Colour Lab department was diagnosed with a brain inflammation-related illness. A special assistance of BDT 35,000 was provided for his treatment. In his absence, the amount was disbursed to his family member.

The financial support was extended to address various urgent personal situations, including serious illness of workers or their close family members, such as parents, spouses, siblings, and children; as well as in the aftermath of disasters such as house fires.

FFL remains committed to standing by its workers in times of hardship, and hopes for the speedy recovery and well-being of all recipients.

ফকির ফ্যাশন লিমিটেডের প্রাঙ্গণে কর্মীদের জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের কল্যাণ তহবিল থেকে মোট ৩,০০,০০০ টাকা ৩৯ জন প্রাপককে প্রদান করা হয়েছে।

কালার ল্যাব বিভাগের জুনিয়র অপারেটর রিপন, মস্তিষ্কের প্রদাহজনিত অসুস্থতায় ভুগছেন। তাঁর চিকিৎসার জন্য কল্যাণ তহবিল থেকে ৩৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে, যা তার অনুপস্থিতিতে আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়।

এই সহায়তা প্রদান করা হয়েছে বিভিন্ন জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে, যেমন: নিজের বা পরিবারের সদস্যদের অসুস্থতা (মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, সন্তান), স্ত্রীর প্রসবজনিত জটিলতা এবং আগুনে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্গঠনের জন্য।

ফকির ফ্যাশন লিমিটেড কর্মীদের দুঃসময়ে পাশে থাকতে পেরে আনন্দিত এবং প্রত্যেক প্রাপকের দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করে।

25/05/2025

Fakir Fashion Limited stands united with the mission to tackle the urgent challenge of plastic pollution. At FFL, we pledge to reduce single-use plastics and protect our precious Earth for future generations. Together, we can make a difference by choosing eco-friendly alternatives and embracing sustainable practices.

To be part of the green revolution and protect our planet, we must take sustainable measures. We prioritize eco-friendly initiatives because we believe our sustainable approaches can create a better and safer future for everyone.

On this International Plastic Free Day, we aim to raise awareness about the harmful impact of plastic pollution on our environment and wildlife. It's time to prioritize the health of our planet and work towards a cleaner, greener world. Fakir Fashion Limited believes in taking action today to ensure a sustainable tomorrow for all living beings. By coming together, we can create a world where nature thrives and plastic pollution is no longer a threat to our green planet.

ফকির ফ্যাশন লিমিটেড ক্রমাগত ও একতাবদ্ধভাবে চেষ্টা করে যাচ্ছে যেন শিল্পায়ন ও নগরায়নের প্লাস্টিক বর্জ্যের কবল থেকে বেঁচে উঠে দূষণমুক্ত হয় পৃথিবীর মাটি ও শুদ্ধ হয় বাঁচার পরিবেশ।

আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস ২০২৪ এর প্রতিপাদ্যের সাথে মিল রেখে প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। একবার ব্যবহারের পর অব্যবহার্য হয় এমন প্লাস্টিক পণ্যের ব্যবহার কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখার প্রক্রিয়ায় আমরা নিরন্তরভাবে কাজ করে চলেছি। একইসাথে, পরিবেশবান্ধব বিভিন্ন বিকল্প বেছে নিয়ে এবং আমরা এমন উৎপাদনপ্রক্রিয়া অনুসরণ করি যাতে পরিবেশের সকল উপাদান দূষণমুক্ত ও অক্ষত থাকে।

আমরা প্রকৃতিবান্ধব পোশাকশিল্প গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ, যার উৎপাদনব্যবস্থা থেকে শুরু করে বিপননের সকল ধাপই হবে প্রকৃতি ও পরিবেশের জন্য অনুকূল এবং উপকারী। ফকির ফ্যাশন লিমিটেডও, এর সকল কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে সংকল্পবদ্ধ।

বিশ্ব প্লাস্টিক মুক্ত দিবসে, আমরা আমাদের পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর প্লাস্টিক দূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে আমাদের সকলের জন্য একটি পরিষ্কার, সবুজ ও ভারসাম্যপূর্ণ পৃথিবী নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হই।

We are proud to share that the Honorable Managing Director of Fakir Fashion Limited, Mr. Fakir Kamruzzaman Nahid, has re...
24/05/2025

We are proud to share that the Honorable Managing Director of Fakir Fashion Limited, Mr. Fakir Kamruzzaman Nahid, has recently been elected as the Vice President (Elect) of the Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA).

This appointment follows his successful election as Director through the recently held BKMEA election, where a united panel of industry leaders, the Progressive Knit Alliance, was also formed. This alliance aims to build a collective and empowered voice for the knitwear sector, addressing critical industry issues and driving collaborative progress.

We extend our warmest congratulations to Mr. Nahid for this remarkable achievement. We believe his leadership, experience, and undying dedication will greatly contribute to safeguarding the interests of the industry, strengthening its global competitiveness, and shaping a more sustainable and resilient future for Bangladesh’s knitwear sector.
Wishing him continued success in this new and impactful role.

আমরা অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, ফকির ফ্যাশন লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ফকির কামরুজ্জামান নাহিদ সম্প্রতি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন।

এর আগে অনুষ্ঠিত বিকেএমইএ নির্বাচনে পরিচালক পদে বিজয় অর্জনের মাধ্যমে তিনি এই দায়িত্বের পথে অগ্রসর হন। এই নির্বাচনের মধ্য দিয়ে ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ নামক একটি সম্মিলিত নেতৃত্বের প্যানেল গঠিত হয়, যার মূল লক্ষ্য দেশের নিটওয়্যার শিল্পের সার্বিক উন্নয়ন, নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখা এবং শিল্পের দীর্ঘস্থায়ী অগ্রগতির পথ সুগম করা।
এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য জনাব নাহিদকে ফকির ফ্যাশন পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা, দূরদর্শিতা এবং অদম্য অঙ্গীকার আমাদের শিল্পকে আরও প্রতিযোগিতামূলক, টেকসই এবং উন্নত ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে।

এই নতুন দায়িত্বক্ষেত্রে আমরা তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

Address

Rupgonj
Narayanganj
1414

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Fakir Fashion LTD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fakir Fashion LTD.:

Share