08/06/2025
Every day, thousands of plastic bottles, polythene bags, plastic boxes, fish boxes, vehicle tires, nets, ropes, and other plastic waste, garbage thrown from boats, oil tankers, and other vessels, as well as non-biodegradable substances and chemicals, continuously pollute nature's pure creation, the sea. This causes damage to marine aquatic flora and fauna. Fish production in the sea is decreasing, and fish reproduction is declining. Biodiversity is being destroyed.
Earth and human life have a close relationship with the sea. The ocean is equivalent to the blood flow of the earth. If the bloodstream is polluted, just as humans cannot survive, so the earth cannot survive if the ocean is polluted.
Meeting growing production demands, Fakir Fashion LTD takes a crucial step in ensuring our impact is positive for the planet. By prioritizing water-saving initiatives and the full implementation of the 4R strategy: Reduce, Reuse, Recycle, and Restore, we're striving for a healthier nature and a greener tomorrow.
Therefore, it is important to stop the indiscriminate torture of the sea immediately. Individual, local, regional, and global awareness should be raised to reduce ocean pollution. Let's save the sea, save the blue.
প্রতিদিন হাজারো প্লাস্টিক বোতল, পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বাক্স, মাছের বাক্স, যানবাহনের টায়ার, জাল, দড়ি, অন্যান্য প্লাস্টিক জাতীয় বর্জ্য, নৌকা, তেলবাহী জাহাজ ও অন্যান্য জলযান থেকে নিক্ষিপ্ত ময়লা-আবর্জনা, অপচনশীল বস্তু, রাসায়নিক পদার্থ প্রতিনিয়ত দূষিত করে চলছে প্রকৃতির অনবদ্য, নির্মল সৃষ্টি - সমুদ্র। ক্ষতি হচ্ছে সামুদ্রিক জলজ উদ্ভিদ ও প্রাণিকূলের। সমুদ্রে মৎস আহরণ কমে যাচ্ছে। মাছের প্রজনন ক্ষমতা লোপ পাচ্ছে। নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য।
সমুদ্রের সাথে পৃথিবী ও মানবজীবনের রয়েছে এক নিবিড় সম্পর্ক। সমুদ্র পৃথিবীর রক্ত প্রবাহের সমতুল্য। রক্ত প্রবাহ দূষিত হয়ে গেলে, যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি সমুদ্র দূষিত হলে পৃথিবীও বাঁচবে না। তাই সমুদ্রের ওপর নির্বিচার অত্যাচার অতিস্বত্তর বন্ধ হওয়া জরুরী।
একারণেই, উৎপাদনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার পাশাপাশি ফ্যাশন লিমিটেড নিশ্চিত করে যেন এর প্রভাব পৃথিবী ও সকলের জন্যই ইতিবাচক হয়ে থাকে। পানি সংরক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ, যথা- ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস, পানি পুনঃব্যবহার করা, রাসায়নিক পদ্ধতিতে ব্যবহৃত পানি পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা ও পানি পুনরুদ্ধারের পদক্ষেপসমূহ বাস্তবায়ন করা হয়। টেকসই উন্নয়নের মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে, ফকির ফ্যাশন লিমিটেড প্রতিজ্ঞাবদ্ধ।
সমুদ্র দূষণ রোধ করতে ব্যক্তিগত, স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। বাঁচাতে হবে সমুদ্র, বাঁচাতে হবে নীল।