Meher's Aviary

Meher's Aviary আমার এই ফেইসবুক পেজ ( 's Aviary) এবং ফেসবুক গ্রুপে ( ) আপনাকে স্বাগত জানাচ্ছি। Aviary ( Budgie Lovers BD )
(2)

25/10/2022

#জরুরী_পোস্ট
শীত দরজায় কড়া নাড়ছে: এই সময় পাখির যত্নে আমাদের সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। পাখির খাঁচা খোলামেলা রাখতে হবে" কাপড় কিংবা চটের বস্তা দিয়ে পাখির খাঁচা পুরোপুরি ঢেকে দেয়া যাবে না। যারা বারান্দায় পাখি পালন করেন" তারা বারান্দার গ্রিলে ত্রিপল দিয়ে ঢেকে দিতে পারেন। যাতে বাহিরের ঠান্ডা বাতাস" সরাসরি পাখির গায়ে না লাগে। যারা টিনের ঘরে পাখি পালন করেন" তারা টিনের চালের নিচে ফয়েল পেপার দিয়ে দিতে পারেন। এতে করে রুমের তাপমাত্রা বাহিরে তাপমাত্রা থেকে বেশি থাকবে।

সব সময় খেয়াল রাখতে হবে" পাখির দুইটা টেম্পারেচার সহনশীল" এভিয়ারি তে 20 ডিগ্রির নিচে তাপমাত্রা নামতে দেয়া যাবে না এবং 28 ডিগ্রী উপরে উঠতে দেয়া যাবে না। তবে আপনারা যদি আপনাদের পাখিকে" তাপমাত্রার সাথে মানিয়ে নেওয়াতে পারে" সেক্ষেত্রে 2,3 ডিগ্রি কম বেশী হলেও সমস্যা হবেনা আশা কোরি। তবে 20 থেকে 28 ডিগ্রী টেম্পারেচারে ভেতরে পাখিকে রাখতে পারলে পাখি সবসময় নিরাপদ থাকবে।

রুমের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য হিটিং লাইট অথবা রুম হিটার ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই ইলেকট্রিক্যাল শর্ট-সার্কিট যাতে না হয় সেই জিনিস গুলো খেয়াল রাখবেন।

শীতের সময় রুমের তাপমাত্রা কন্ট্রোল করার সময় আমরা যখন হিটিং লাইট অথবা হিটার ব্যবহার করি তখন আদ্রতা আনব্যালেন্স হয়ে যায়। তাই আদ্রতা দিকে খেয়াল রাখতে হবে। এভিয়ারি তে আদ্রতা 50% থেকে 60% এর ভিতর রাখতে হবে তবে 55% রাখতে পারলে সবচেয়ে ভালো হয়।

আদ্রতা এবং টেম্পারেচার চেক করার জন্য HTC মিটার ব্যবহার করতে পারেন।

শীতের সময় পাখিকে প্রতিদিন তিনবার ফুটন্ত গরম পানি ঠান্ডা হলে কুসুম গরম অবস্থায় খেতে দিন।

শীতের সময় পাখিকে সপ্তাহে একবার গোসল করাবেন গোসল করানোর পরে অবশ্যই পাখিকে 10 মিনিট হালকা রোদে রাখতে চেষ্টা করুন।

তীব্র শীতের সময় নিচের লেখাগুলো ফলো করুন:

শীতের সময় সিডমিক্স এর সাথে তেলজাতীয় সিডমিক্স এর পরিমাণটা বাড়িয়ে দিতে চেষ্টা করুন।

সপ্তাহে দুই এগ ফুড খেতে দিন।

শীতের সময় মসলা চা খাওয়াতে পারেন সপ্তাহে দুই দিন মশলা চা তৈরি করার নিয়ম: তুলসী পাতা পাঁচ-ছয়টা, এক চিমটি গোলমরিচের গুড়ো, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 3,4 লং, এক চিমটি কালোজিরা, একটা বড় কালো এলাচ, 8 থেকে 10 মিনিট হালকা আঁচে জ্বাল দিয়ে নামিয়ে ঢেকে রাখুন ঠান্ডা হলে কুসুম গরম অবস্থায় খেতে দিন। চা 5 থেকে 6 ঘন্টা খাঁচাতে রাখুন।

সপ্তাহে একদিন বাসক পাতা আর তুলসী পাতা জ্বাল দিয়ে দিয়ে খাওয়াতে পারেন। সাত-আটটি বাসক পাতা আর তুলসী পাতা 4,5 টি হালকা আঁচে 10 মিনিট জ্বাল দিয়ে ঢেকে রেখে ঠান্ডা হলে কুসুম গরম অবস্থা পাখিকে খেতে দিন। 5 থেকে 6 ঘন্টা পরে সরিয়ে ফেলুন।

যখন তীব্র শৈত্যপ্রবাহ থাকবে তখন: সপ্তাহে দুই দিন মধু আর কালোজিরা খাওয়াতে পারেন" ঠান্ডার তীব্রতা কম থাকলে সপ্তাহে একদিন খাওয়াবেন। এক চিমটি কালোজিরা এক লিটার পানিতে জ্বাল দিয়ে" ঢেকে রেখে ঠাণ্ডা হলে" যখন পানি কুসুম গরম অবস্থায় থাকবে" তখন এক চা চামচ খাঁটি মধু মিশিয়ে পাখিকে খেতে দিন। খাঁচাতে 5 থেকে 6 ঘণ্টার বেশি মধু মিশ্রিত পানি রাখা যাবেনা।

শীতের সময়: পাখিকে প্রতিমাসে ভালো মানের মাল্টিভিটামিন পাঁচ থেকে সাত দিন খেতে দেন। এতে করে পাখির শরীরের তাপমাত্রা বাড়তি থাকবে এবং পাখি পরিবেশের নিম্ন তাপমাত্রা কন্ট্রোল করতে পারবে।

ভালো থাকুক সবার ভালোবাসার পাখিগুলো" এটাই কামনা করি। ❤
পোস্ট সংগৃহীত

আপনাদের সখের বাজরিগার পাখিকে যে সকল শাক সবজি ও ফলমূল খাওয়াতে পারেন তার লিস্ট :             #শাক_সবজি_ও_ফলমূল
02/09/2022

আপনাদের সখের বাজরিগার পাখিকে যে সকল শাক সবজি ও ফলমূল খাওয়াতে পারেন তার লিস্ট :
#শাক_সবজি_ও_ফলমূল

জুম্মা মুবারাক....শুভ অপরাহ্নMeher's Aviary রঙের মেলা
02/09/2022

জুম্মা মুবারাক....
শুভ অপরাহ্ন
Meher's Aviary রঙের মেলা

 #বাজ্রিগারের_মল্টিং_জিনিসটা_কি:👉 মল্টিং :মল্টিং হল খুব স্বাভাবিক পালক পরিবর্তন প্রক্রিয়া যা সকল পাখির ক্ষেত্রেই হয়ে থাক...
01/09/2022

#বাজ্রিগারের_মল্টিং_জিনিসটা_কি:
👉 মল্টিং :মল্টিং হল খুব স্বাভাবিক পালক পরিবর্তন প্রক্রিয়া যা সকল পাখির ক্ষেত্রেই হয়ে থাকে যেমন বাজ্রিগারেরও হয় । এ সময় খাঁচার নিচে ছোট বড় পালক পরে থাকতে দেখা যায় । ইংলিশ বা শো বাজরিগারের ক্ষেত্রে এ সময় একটু বেশি যত্ন নিলে ভালো হয়, কারণ ওদের পালক একটু বেশি এবং বড় আর নরমাল বা পেট বাজরিগার থেকে একটু আলাদাও বটে । মোল্টিংএর সম্পূর্ন প্রক্রিয়া শেষ হতে তিন থেকে চার সপ্তাহ লাগে।

👉 লক্ষণ :
✅ পাখির নতুন করে পিন ফেদার গজাবে বিশেষ করে মাথার উপরের ফেদার ।
✅ পাখি একটু দুর্বল থাকবে খাঁচার কোনায় চুপ করে বসে থাকবে ।
✅ খাঁচার কোনায় বা লাঠির সাথে নাক ঘষা ঘষি করবে ।
✅ খাওয়া দাওয়া কম করবে ।
👉 সমাধানঃ
যেহেতু এদের পালক একটু বড় স্বাভাবিক ভাবেই এদের প্রোটিন ও ক্যালসিয়াম একটু বেশি লাগে তাই এসময়ে পাখিকে বেশি পুষ্টিকর খাবার দিতে হবে যেমন - সিদ্ধ ডিম, কমার্শিয়াল এগফুড , স্প্রাউট, কচি ভুট্টা , সুইট কর্ন , ফল মূল, গাজর ও নানা ধরণের সবুজ শাক সবজী ।

👉 সতর্কতাঃ
যারা কোলনীতে বা বড় ফ্লাইট কেজে পাখি রাখেন তাদের জন্যে একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন দেখা যায় যে পাখিটা বেশি দুর্বল থাকে ওর ওপরে বাকি সাবাই আক্রমণ করতে পারে বা অনেকে পাখি থাকার কারণে ওদের সাথে প্রতিযোগিতা করে খেতে না পারার কারণে দুর্বল হয়ে পরে। এ থেকে বাঁচার জন্যে দুর্বল পাখিকে অবশ্যই বাকি সবার থেকে আলাদা রাখতে হবে ও এক্সট্রা কেয়ার নিতে হবে । মল্টিং এ থাকা পাখিকে কোন অবস্থাতেই ব্রিডিং এ দেয়া যাবে না।

👉 সাপ্লিমেন্ট :
✅ ক্যালসিয়াম-ব্র্যান্ড (ক্যালসিলাক্স - বার্সেলাগা , ক্যালসিয়াম প্লাস - মর্নিং বার্ড , কালসিভেট-ভেটা ফার্ম কেলগ ফস - ভিরবাক ইত্যাদি )
✅ মাল্টি ভিটামিন- ব্র্যান্ড : (মুটা ভেট -বার্সেলাগা, ফাদার ফাস্ট - মর্নি বার্ড এছাড়া যে কোন ভালো মাল্টিভিটামিন )
👉 বিশেষ দ্রষ্টব্যঃ
যদি দেখেন চার সপ্তাহের বেশি লেগে গেছে বা পাখির আচরণ অস্বাভাবিক মনে হচ্ছে, পালকের কোনা গুলি কালো হয়ে যাচ্ছে বা নতুন পালক গজাচ্ছে না তাহলে আর কোন দেরি না, সাথে সাথে ভেট ডক্টর বা ভেট এক্সপার্টের পরামর্শ গ্রাহন করুন ।
*** সম্পূর্ণ লেখাটি ইংলিশ বাজ্রিগারের কথা মাথায় রেখে লেখা কিন্তু যা সব ধরণের বাজ্রিগারের জন্যে প্রযোজ্য !
(সংগৃহীত)

 #বাজরিগারের_প্রজনন_সময়_কাল_ডিম_ও_বাচ্চাঃবনে জঙ্গলে এরা ৪ থেকে ৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। খাঁচাতে প্রায় ১০ থেকে ১২ বছর।...
31/08/2022

#বাজরিগারের_প্রজনন_সময়_কাল_ডিম_ও_বাচ্চাঃ
বনে জঙ্গলে এরা ৪ থেকে ৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। খাঁচাতে প্রায় ১০ থেকে ১২ বছর। প্রজনন উপযোগী হতে সময় লাগে চার মাস। তবে চার থেকে আট মাস বয়সে প্রজনন ক্ষমতা অনেক বেশি। পাখি পালনে যারা বেশি অভিজ্ঞ তাদের মতে আট মাস বয়সের আগে জোড়া তৈরি করা ঠিক না। কম বয়স হলে ডিম-বাচ্চা পূর্ণাঙ্গ রূপ নেয় না। প্রাথমিক অবস্থায় এরা ৪-৫টি ডিম দেয়। পরে সংখ্যা বেড়ে আট বা তারও বেশি হতে পারে। তবে ১২টি পর্যন্ত ডিম দেওয়ার তথ্য আছে। ডিম থেকে বাচ্চা হতে ১৭-১৮ দিন সময় লাগে। বাচ্চাগুলো উড়তে সক্ষম হয় ৩০ থেকে ৩৫ দিন বয়সে।
(সংগৃহীত)
#বাজরিগারের_প্রজনন_সময়_কাল_ডিম_ও_বাচ্চা

30/08/2022

#এগফুড আর সাথে কলমি শাক পেয়ে তারা খুবই আনন্দিত ...

শুভ সকাল...সকালের নাস্তা করায় ব্যাস্ত সোনামনিরা।মাশাআল্লাহ....
30/08/2022

শুভ সকাল...
সকালের নাস্তা করায় ব্যাস্ত সোনামনিরা।
মাশাআল্লাহ....

নিম‌ পাতা পাখির রোগ প্রতিরোধে সাহায্য করে। পাখির কৃমি দূর করতে সাহায্য করে। লিভার ভালো রাখে। তাই সপ্তাহে দুই থেকে তিন বা...
28/08/2022

নিম‌ পাতা পাখির রোগ প্রতিরোধে সাহায্য করে। পাখির কৃমি দূর করতে সাহায্য করে। লিভার ভালো রাখে। তাই সপ্তাহে দুই থেকে তিন বার নিম পাতা খেতে দিয়া উচিত ।
🌿🌿

27/08/2022

#হিট_স্ট্রোক_এর_লক্ষন :
১. পাখি মুখ খুলে শ্বাস নিবে,হাঁপাবে।
২. ডানা মেলে দিবে।পাখির ঘাম গ্রন্থি নেই, তাই এরা ডানা উচিয়ে ও মুখ দিয়ে শরীরের অতিরিক্ত তাপমাত্রা বের করে দেয়।
৩. পাখি অস্থির ভাবে ছুটাছুটি করবে। দেখে মনে হবে পাখি খাঁচা থাকে বের হতে চাইছে।
৪. শেষ দিকে পাখি নড়াচড়া কমিয়ে দিবে, পার্চ গ্রিপ করতে পারবে না, নিচে পড়ে যাবে।

করনীয় :
১. পাখিকে ঠাণ্ডা জায়গায় নিতে হবে(ফ্যানের নিচে)
২. পাখির শরীরে পানি স্প্রে করতে হবে। কাক ভেজা করবেন না এতে ঠাণ্ডা লেগে যাবে। হালকা স্প্রে করবেন। ডানার নিচে স্প্রে করবেন।
৩. পাখির পা ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখুন। তার ঠোটে পানি লাগান।নরমাল কলের পানি ব্যবহার করবেন। ফ্রিজের পানি ব্যবহার করতে যাবেন না।
৪. চামচ দিয়ে পাখি কে পানি খাওয়ানোর চেষ্টা করুন। খাওয়ানোর পদ্ধতি না জানলে খাওয়াবেন না। শ্বাসনালীতে পানি গেলে সাথে সাথে মারা যাবে।
৫. পাখি কে একটি ভেজা তোয়ালে দিয়ে জড়িয়ে রাখুন।

খুব বেশি দেরি না হলে এতেই পাখির প্রাণ বাঁচবে। এরপর অভিজ্ঞ কারো পরামর্শ নিবেন।

সংগ্রহীত

Good Morning ...
27/08/2022

Good Morning ...

 #কাটেল_ফিস_বোন_জিনিসটা_আসলে_কি_কোথা_থেকে_আসে_এবং_সবাই_কেনো_পাখিকে_দিতে_বলে১। উৎস : "স্কুইড" নামের রাক্ষুসে মাছ কে হয়তো ...
25/08/2022

#কাটেল_ফিস_বোন_জিনিসটা_আসলে_কি_কোথা_থেকে_আসে_এবং_সবাই_কেনো_পাখিকে_দিতে_বলে

১। উৎস : "স্কুইড" নামের রাক্ষুসে মাছ কে হয়তো আমরা অনেকেই চিনি। এই পরিবারে একটি সদস্য হলো "কাটেল ফিস"। যার ছবি আপনারা নিচেই দেখতে পাচ্ছেন। অনেকটা অক্টোপাস টাইপের। এই মাছ গুলো সমুদ্রের অনেক গভীরে, প্রায় ৬৫০ থেকে ২০০০ ফিট পর্যন্ত গভীরে বসবাস করে। এদের মেরুদন্ড অত্যন্ত নমনীয় এক ধরনের তরুনাস্থী দ্বারা গঠিত, আর এটাই হলো "কাটেল ফিস বোন"। এটা সমুদ্র থেকে সংগ্রহ করা হয় বলে আমাদের দেশে অনেকেই সমুদ্রের ফেনা বলে ডাকে। কিন্ত আসলে সমুদ্রের ফেনার সাথে এর কোন সম্পর্ক নেই।

২। উপাদান : কাটেল ফিস বোনের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। এতে উপস্থিত ক্যালসিয়াম খুবই উন্নত মানের এবং প্রাণীদেহের জন্য উপকারি। এছাড়া এতে কিছুটা ফসফরাসও আছে।

৩। ব্যাবহার : ১৯ শতকে এবং ২০ শতকের প্রথম দিকে কাটেল ফিস বোনকে মানুষের প্রয়োজনেই ব্যাবহার করা হতো। বিশেষ করে টুথপেস্ট এবং এ্যান্টাসিড জাতীয় মেডিসিনে এর ব্যাবহার ছিল উল্লেখযোগ্য। এছাড়া ক্যানভাসে পেইন্টিং এর জন্যও ব্যাবহার করা হতো। এখন মানুষের জন্য তেমন একটা ব্যবহৃত হয় না, তবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং সাপ্লিমেন্ট গুলোতে মাঝে মাঝে ব্যবহৃত হয়। বড় জাতের কচ্ছপ গুলোর প্রধান একটি খাবার হলো কাটেল ফিস বোন। বর্তমানে এটি খাঁচার পাখির জন্যই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে।

৪। পাখিকে কেনো দিবেন : খাঁচার পাখিকে আমরা যে খাবার গুলো দিই, তার কোনোটাতেই পর্যাপ্ত ক্যালসিয়ামের উপস্থিতি নেই। তবে সজনে পাতা তে মোটামুটি পরিমাণে ক্যালসিয়াম থাকে, রেড মিলেটে ক্যালসিয়াম আছে, কলমী শাকেও আছে কিছু। এই ক্যালসিয়ামের অভাবে বয়ষ্ক পাখি পর্যন্ত প্যারালাইসিস্ড হয়ে যেতে পারে। পাখির শরীরে হাড় ভঙ্গুর হয়ে যায়, এ্যাকটিভিটি কমে যায়, দেহের বৃদ্ধি ঠিকমত হয় না। আর ব্রিডিং এর ক্ষেত্রে, ক্যালসিয়ামের অভাব হলে পাখির এগ বাইন্ডিং এর সম্ভাবনা থাকে, পাশাপাশি ডিমের খোসা ভঙ্গুর হয়ে যায়, ফলে ডিম সহজেই ভেঙ্গে যেতে পারে। বাচ্চা বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে জন্ম নেয়, যেমন পা বাঁকা হওয়া, সোজা হয়ে দাঁড়াতে না পারা, কোন কিছু আকড়ে ধরতে না পারা, স্পেলেয়েড লেগস ইত্যাদি। সুতরাং এই সব সমস্যার সর্বোত্তম সমাধান হলো কাটেল ফিস বোন। বিশেষ করে যারা বাড়তি মেডিসিন এ্যাভয়েড করেন, তাদের জন্য কাটেল ফিস বোন আবশ্যক।

৫। কিভাবে খাওয়াবেন : কাটেল ফিস বোনের এক প্রান্ত ফুটা করে তার দিয়ে বেঁধে খাঁচার মধ্যে ঝুলিয়ে দেওয়া যায়। বাজারে এখন "কাটেল ফিস বোন হোল্ডার" পাওয়া যাচ্ছে, যা দিয়ে সহজেই একে খাঁচার মধ্যে আটকে রাখা সম্ভব। তবে এই পদ্ধতি গুলোতে প্রচুর পরিমাণে নষ্ট হয়। সেক্ষেত্রে কাটেল ফিস বোন গুড়া করে একটা বাটিতে করে পাখিকে দেওয়া যায়। এগ ফুড বা সফ্ট ফুড বা গ্রিটের সাথে মিক্স করেও দেওয়া যায়। জরুরী ক্ষেত্রে পাখির সীডমিক্সের সাথেও মেশানো যেতে পারে।

৬। কোথায় পাবেন : বর্তমানে মোটামুটি সব পাখির খাবারের দোকানেই এ্যাভাইলেবল। ছোট খাটো মুদি দোকানেও পাওয়া যায় মাঝে মাঝে।

৭। দরদাম : অঞ্চলভেদে প্রতি কেজি ৫*০*০ থেকে ১০*০*০ টা*কা পর্যন্ত হতে পারে।
# সংগৃহীত

 #ব্রিডিং_সক্রান্ত_কিছু_সমস্যাঃ✅ এগবাইন্ডিংঃ কম বয়সে ব্রিড করালে এই সমস্যা হয়। এই সমস্যা হলে পাখির ভেন্টে ডিম আটকে থাকে।...
23/08/2022

#ব্রিডিং_সক্রান্ত_কিছু_সমস্যাঃ
✅ এগবাইন্ডিংঃ কম বয়সে ব্রিড করালে এই সমস্যা হয়। এই সমস্যা হলে পাখির ভেন্টে ডিম আটকে থাকে। দ্রুত ব্যবস্থা না নিলে পাখির মৃত্যু অনিবার্য। এক্ষেত্রে করনীয় – পাখির ভেন্টে অলিভ ওয়েল দেয়া।

✅ ডিম না জমাঃ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিম জমে না। এর প্রধান কারন মেটিং সফল না হওয়া। এয় ক্ষেত্রে দেখতে হবে খাঁচার লাঠিটা শক্ত ভাবে বাধা আছে কিনা। যদি সেটা ঠিক থাকার পরও এয় সমস্যা হয় তাহলে পাখিকে ১-২ মাস রেস্ট দিন এবং ভালো পুষ্টিকর খাবার(এগফুড) দিন।

✅ খাঁচা থেকে ডিম ফেলে দেয়াঃ নতুন ব্রিডিং এ দিলে এই সমস্যা হয়। ১-২ মাস রেস্ট দিয়ে আবার ব্রিডিং এ দিন।

✅ ডিম ভেঙ্গে ভিতরে বাচ্চা দেখা যাচ্ছেঃ অনেক সময় দেখা যায় যে ডিমের এক কোনা ভেঙ্গে ভিতরে বাচচা দেখা যাচ্ছে এবং নড়ছে। এক্ষেত্রে করনীয় হলো ডিম নিয়ে খুব সাবধানে ডিমের খোলস ভেঙ্গে বাচ্চা বের করা।

✅ ফেঞ্চ মোল্টঃ এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা বড় হয়ে বেড়ে উঠলেও তাদের পালক গজায় না। এক্ষেত্রে প্রথনেই করনীয় হলো ব্রিডিং বন্ধ করা । এক্ষেত্রে বাচ্চাদের অ্যালোভেরা লাগানো যেতে পারে।

পাখিকে ঔষূধ যত কম পারা যায় খাওয়াবেন। ভালো থাকুক আপনার পাখি , বেঁচে থাকুক আপনার পাখি পালার আগ্রহ।
#(সংগ্রহ)

 #মিউটেশন_জিনিসটা_আসলে_কি? ,🐦🦜👉সহজ ভাষায় জাত বা জাতি। যেমন আমাদের শরীরের রঙ বাদামী, ব্রিটিশদের সাদা এবং আফ্রিকানদের কালো...
22/08/2022

#মিউটেশন_জিনিসটা_আসলে_কি? ,🐦🦜
👉সহজ ভাষায় জাত বা জাতি। যেমন আমাদের শরীরের রঙ বাদামী, ব্রিটিশদের সাদা এবং আফ্রিকানদের কালো। আমরা সবাই মানুষ কিন্তু আমাদের শারীরিক গঠন ও রঙ ভিন্ন ভিন্ন। আমরা মানুষের ক্ষেত্রে একে জাতি বলি- বাঙালি জাতি, ইংরেজ জাতি, আফ্রিকান জাতি। ঠিক একি ভাবে বাজেরিগার পাখির মধ্যেও রঙ, ডানার কারুকাজ (মার্কিং), শারীরিক গঠনসহ আরও অনেক কিছুর ভিন্নতা রয়েছে। এই ভিন্নতাকেই সহজ ভাষায় বলে মিউটেশন।

✅ বাজেরিগার পাখির মিউটেশনকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়-
* ডমিনেন্ট মিউটেশন
* রিসেসিভ মিউটেশন
* সেক্স লিঙ্কড মিউটেশন

✅ এছাড়া বাজেরিগার পাখির মিউটেশনকে আরও বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন শরীরের রঙের ভিন্নতার জন্য ৩টি মিউটেশন-
* ডার্ক ফ্যাক্টর (Dark Factor)
* গ্রে ফ্যাক্টর (Grey Factor)
* ভাওলেট ফ্যাক্টর (Violet Factor)

✅ আবার নীল বাজেরিগার পাখির মাথার রঙের ভিন্নতার জন্য ৩টি মিউটেশন-

* ইয়োলো ফেস-১ (Yellow Face-1)
* ইয়োলো ফেস-২ (Yellow Face-2)
* গোল্ডেন ফেস (Golden Face)

✅ ধূসর বা গ্রে মার্কিং -এর জন্য ৪টি মিউটেশন-

* ক্লিয়ার উইং (Clearwing)
* গ্রেউইং (Greywing)
* ডাইলিউট (Dilute)
* ফুল বডি গ্রেউইং (FBG)

✅ বাদামী বা ব্রাউন মার্কিং -এর জন্য ৫টি মিউটেশন-

* জার্মান ফ্যালো (German Fallow)
* ইংলিশ ফ্যালো (English Fallow)
* স্কটিশ ফ্যালো (Scotish Fallow)
* ছিনামন (Cinnamon)
* লেইস উইং (Lace Wing)

✅ ডানায় কোন রকম মার্কিং ছাড়া রয়েছে ৩টি মিউটেশন-
* ইনো (Ino)
* ডি এফ স্প্যাঙ্গেল (DF Spangle)
* ডার্ক আইড ক্লিয়ার (Dark Eyed Clear)

✅ রুবি বা লাল রঙের চোখেরও আছে আবার ৫টি মিউটেশন-

* ইনো (Ino)
* জার্মান ফ্যালো (German Fallow)
* ইংলিশ ফ্যালো (English Fallow)
* স্কটিশ ফ্যালো (Scotish Fallow)
* লেইস উইং (Lace Wing)

✅ পাইড বজেরিগারের আছে ৩টি মিউটেশন-

* ডমিনেন্ট পাইড (Dominant Pied)
* ক্লিয়ার ফ্লাইট পাইড (Clear Flight Pied)
* রিসেসিভ পাইড (Recessive Pied)


✅ ক্লিয়ার বডি আছে ২ মিউটেশনের-

* ইজিলি ক্লিয়ার বডি-ইসিবি (Easley Clear Body-ECB)
* টেক্সাস ক্লিয়ার বডি-টিসিবি (Texas Clear Body-TCB)

✅ এছাড়াও রয়েছে আরও কিছু মিউটেশন-

* স্প্যাঙ্গেল (Spangle)
* অপালিন (Opaline)
* ক্রেষ্টেড (Crested)
* জাপানিজ ক্রেষ্টেড (Japanese Crested)
* ইংলিশ বাজেরিগার (English Budgerigar)
* ব্লাক ফেস (Black Face)
* ব্লাক উইং (Black Wing)
* ডার্ক উইং (Darkwing)

👉 উপরের সব মিউটেশন ছাড়াও রয়েছে দুই বা ততোধিক মিউটেশনের সমন্বয়ে গঠিত কম্পোজিট৷ কিছু জনপ্রিয় কম্পোসাইট হল-

# রেইনবো (Rainbow)
# ফুল বডি গ্রেউইং (FBG)
# লেইস উইং (Lace Wing)
# ডার্ক আইড ক্লিয়ার (Dark Eyed Clear)
(Collected )
Pic : Collected from Internet

Good Afternoon...Alhamdolillah, New Member of Meher's Aviary .♥️♥️♥️Double Flower Crested JP 🦜🦜🥰
22/08/2022

Good Afternoon...
Alhamdolillah, New Member of Meher's Aviary .♥️♥️♥️
Double Flower Crested JP 🦜🦜🥰

 #বাজরীগার_এর_কোষ্ঠকাঠিন্যঃ কোষ্ঠকাঠিন্য দেখা যায় প্রায় সব পাখিদের মধ্যে। পাখির হজম প্রক্রিয়ায় যখন সমস্যা সৃষ্টি হয়...
20/08/2022

#বাজরীগার_এর_কোষ্ঠকাঠিন্যঃ
কোষ্ঠকাঠিন্য দেখা যায় প্রায় সব পাখিদের মধ্যে। পাখির হজম প্রক্রিয়ায় যখন সমস্যা সৃষ্টি হয় তখনই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে।

📣 লক্ষনঃ
পাখির মল ছোট আকৃতির ও শক্ত হবে, অনেক সময় পাখির মলত্যাগ করতে কষ্ট হয়,
মল শক্ত হয় বলে অনেক সময় পায়ু পথে লেগে থাকে বলে পায়ু পথ বন্ধ হয়ে যায় এর ফলে পাখি দুর্বল হয়ে পড়ে।

✅ চিকিৎসাঃ
👉 পাখিকে এই সময় ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ ২ মিলি ১ লিটার পানির সাথে মিশিয়ে খেতে দিতে হবে এবং প্রচুর শাক সবজি খেতে দিতে হবে, যতদিন ভালো না হয় ততদিন।
👉 পাখির মল যদি পায়ু পথে লেগে থাকে তাহলে হাল্কা কুসুম গরম পানি দিয়ে এক টুকরা তুলার সাহায্যে পায়ু পথ পরিস্কার করে দিয়ে ভ্যাসলিন বা অলিভ ওয়েল লাগিয়ে দিতে হবে।

বিঃদ্রঃ ঔষধ মেলানো পানি ৫ ঘন্টা পর ফেলে দিয়ে ফ্রেশ পানি দিবেন।

14/08/2022
13/08/2022

গরমের তাপদহে গোসলের পানি পেয়ে আনন্দে আত্নহারা সবাই ...

Good Morning ...
13/08/2022

Good Morning ...

09/08/2022

কলমিশাক এতোই পছন্দ যে ঝুলে ঝুলে হইলেও খেতে হবে।

মাশাআল্লাহ Raibow 🌈 Baby ...
08/08/2022

মাশাআল্লাহ Raibow 🌈 Baby ...

 #কিভাবে_বুঝবেন_আপনার_বাজরিগার_পাখি_ডিম_দিবে ?✅ জোড়া দেয়ার পর সফল মেটিং হলে সেই ডিমে বাচ্চা হবে । মনে রাখবেন মেটিং এর সা...
05/08/2022

#কিভাবে_বুঝবেন_আপনার_বাজরিগার_পাখি_ডিম_দিবে ?
✅ জোড়া দেয়ার পর সফল মেটিং হলে সেই ডিমে বাচ্চা হবে । মনে রাখবেন মেটিং এর সাথে ডিমের কোন সম্পর্ক নাই । মেটিং ছাড়া পাখি ডিম দিতে পারে কিন্তু বাচ্চা হবে না । মজার বিষয় একবার মেটিং এ সব ডিম উর্বর হতে পারে । জোড়া দেয়ার পর প্রথম মেটিং এর ১০-১৫ দিন পর ডিম দিতে পারে । কিভাবে বুজঝবেন আপনার পাখি ডিম দিবে ??
# মেয়ে পাখি ঘনঘন হাড়িতে ঢুকবে বের হবে।
# মেয়ে পাখি হাড়িতে ঢুকে হাড়ির তলা পায়ের নক দিয়ে ঘষবে।
# হাড়ি ডিম পাড়ার জন্য নিরাপদ কিনা তা পর্যবেক্ষণ করবে , হাড়ির উপরে আসে পাশে দেখবে।
# হাড়ি পছন্দ হলে ফিমেল মেটিং এর জন্য রেডি হয়।
# আস্তে আস্তে মেয়ে পাখির ভেন্ট বা পায়ু পথ ফুলে যায়
# বড় বড় বাজে গন্ধ যুক্ত পুপ বা পায়খানা করে।
# বেশিক্ষন হাড়িতে বসে থাকে।
# বেশি বেশি মেটিং করে।
# ছেলে পাখি মাঝে মাঝে হাড়িতে ঢুকে মেয়ে পাখিকে খাওয়ায় দেয়।
# মেয়ে পাখি খুব কম বের হয় হাড়ি থেকে ,যদি বের হয় তা খেতে বা পায়খানা করার জন্য।

** পাখি দেহে ক্যালসিয়াম ধরে রাখতে পারে না আর ডিম দেয়ার সময় অনেক ক্যালসিয়াম দরকার হয় পাখির তাই ডিম দেয়ার আগে পরে ক্যালসিয়াম পাখিকে খাওয়াতে হয় ।
ক্যালসিয়াম ব্লক ,,মিনারেল ব্লক,
ক্যাটল ফিস/সামুদ্রিক ফেনা। এই তিনটা একসাথে গুড়া করে অল্প পরিমান করে সবসময় খাঁচায় দিয়ে রাখবেন।

27/07/2022
27/07/2022

এই গরমে কলমি শাক যে তাদের কি পছন্দ তাহা বলার অপেক্ষা রাখে না ।

25/07/2022

মাশাআল্লাহ বাচ্চারা বেড়ে উঠছে সুস্থ ভাবে ।

May the eternal peace from heaven embrace your life on this Eid Ul Adha and fill it with uncountable blessings. Eid Muba...
09/07/2022

May the eternal peace from heaven embrace your life on this Eid Ul Adha and fill it with uncountable blessings. Eid Mubarak!

08/07/2022

গাজর🥕 হলে আর কিছু লাগেই নাহ তার পর সাথে আবার ডিম🥚 আহা... কি মজা 😋

 #পাখির_জন্য_কালোজিরা :১- সর্দি ,কাশি, হাঁচি ,ঠান্ডা লাগলে কালোজিরা দুই আঙ্গুলের এক চিমটি গুঁড়ো করে সাথে পাঁচ ফোঁটা মধু ...
06/07/2022

#পাখির_জন্য_কালোজিরা :

১- সর্দি ,কাশি, হাঁচি ,ঠান্ডা লাগলে কালোজিরা দুই আঙ্গুলের এক চিমটি গুঁড়ো করে সাথে পাঁচ ফোঁটা মধু মিশিয়ে ২৫০ml পানিতে মিশিয়ে খেতে দিন ৪/৫ দিন।
২- লিভার ঠিক রাখতে এক কাপ পানিতে ১০দানা গুড় করে খেতে দিন মাসে তিনদিন।
৩- পালক গজাতে সীড মিক্স গুড় করে কালোজিরা মিশিয়ে দিন এক চিমটি।
৪- রুচি বাড়াতে ,গ্যাস কমাতে ১৫ দিন পর পর একদিন ৭দানা এক কাপ পানি দিয়ে সিদ্ধ করে খেতে দিন।
৫- ফোঁড়া সারাতে ফোঁড়ায় পেস্ট গুলো কুসুম কুসুম গরম করে লাগাতে হবে।
৬- আবহাওয়া জনিত ধকল কাটাতে সীড মিক্স এর সাথে ১৫-২০দানা মিশিয়ে দিবেন।
৭- যেসব পাখি মেটিং এ আগ্রহী নয়, তাদের এক চিমটি কালোজিরা ২৫০ এম,এল পানিতে ফুটিয়ে সাথে দুই ফোঁটা মধু মিশিয়ে খেতে দিবেন।

✅ কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের সহজ সমাধান।

Photo : Collected from Internet

Address

329/2 West Kanda Para, Rangamati, Narsingdi/1600
Narsingdi

Telephone

+8801672540493

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meher's Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meher's Aviary:

Videos

Share

Category


Other Pet Breeders in Narsingdi

Show All