Shakil Ahmed Pigeon Loft

Shakil Ahmed Pigeon Loft Welcome to Shakil Ahmed Pegion's Loft

Rest in place 😢
07/09/2022

Rest in place 😢

31/07/2022

২০২২ জুলাই ৩০ তারিখে কবুতরটি হারিয়ে গেছে কেউ পেলে যোগাযোগ করবেন প্লিজ
ট্যাগ নম্বর 10231, ২০২১ সালের লাল রং এর রিং

26/07/2022

(11 December 2020 - 26 July 2022)

Reacer
Ring No: BAN²⁰²¹ 10243
Ring colour: Red (Local)

(11 December 2020 - 26 July 2022)Reacer Ring No: BAN²⁰²¹ 10243 Ring colour: Red (Local)
26/07/2022

(11 December 2020 - 26 July 2022)

Reacer
Ring No: BAN²⁰²¹ 10243
Ring colour: Red (Local)

Sell hobe. For details inbox please.
19/07/2022

Sell hobe. For details inbox please.

Age: 1year 2 month Type: blue bar Reaver Flying Time: 45 minutes(-+)Tag No: 10231 BAN 21[RAD]
19/07/2022

Age: 1year 2 month
Type: blue bar Reaver
Flying Time: 45 minutes(-+)
Tag No: 10231 BAN 21[RAD]

Reacer (Male)Age: 1.5 yearRing No: BAN²⁰²¹ 10244Ring colour: Red (Local)
19/07/2022

Reacer (Male)
Age: 1.5 year
Ring No: BAN²⁰²¹ 10244
Ring colour: Red (Local)

প্রায় দু’বছর পর আবার ও রং করলাম ❤️
16/07/2022

প্রায় দু’বছর পর আবার ও রং করলাম ❤️

Age: 8month Type: blue bar Reacer Flying Time: 45 minutes(-+)Tag No: 10231 BAN 21[RAD]
10/01/2022

Age: 8month
Type: blue bar Reacer
Flying Time: 45 minutes(-+)
Tag No: 10231 BAN 21[RAD]

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আবারো সবকিছু শুরু হোক নতুন করে। ❤️
01/01/2022

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আবারো সবকিছু শুরু হোক নতুন করে। ❤️

Added new member..Age: 20 days
15/06/2021

Added new member..
Age: 20 days

১৫-২০ মিনিট প্রথম ছাড়াতেই উড়ছে, কিন্তু ট্রেপিং করতে পারে নাই 😥মনে হয় কেউ ধরে ফেলসে 😥
12/05/2021

১৫-২০ মিনিট প্রথম ছাড়াতেই উড়ছে, কিন্তু ট্রেপিং করতে পারে নাই 😥
মনে হয় কেউ ধরে ফেলসে 😥

জাত: গিরিবাজ ( বাঘা, সবজি, ঝাঁক, হাইফ্লাইয়ার এর ব্লাড আছে )
সুতরাং স্পেশাল একটা বাচ্চা। এটা দিয়ে ভালো কিছু আশা করা যায়।
❤️

জাত: গিরিবাজ ( বাঘা, সবজি, ঝাঁক, হাইফ্লাইয়ার এর ব্লাড আছে )সুতরাং স্পেশাল একটা বাচ্চা। এটা দিয়ে ভালো কিছু আশা করা যায়...
08/05/2021

জাত: গিরিবাজ ( বাঘা, সবজি, ঝাঁক, হাইফ্লাইয়ার এর ব্লাড আছে )
সুতরাং স্পেশাল একটা বাচ্চা। এটা দিয়ে ভালো কিছু আশা করা যায়।
❤️

Now we are on Google ❤️এখন গুগল‌ও আমাদের চিনে। তাই আমাদের লোকেশন ও বিভিন্ন ইনফরমেশনের জন্য গুগলে সার্চ করতে পারেন।
01/05/2021

Now we are on Google ❤️
এখন গুগল‌ও আমাদের চিনে। তাই আমাদের লোকেশন ও বিভিন্ন ইনফরমেশনের জন্য গুগলে সার্চ করতে পারেন।

অনেক আগের ছবি। এইগুলা প্রথম বাচ্চা আমার বাড়িতে। এখন সব‌ই শুধু স্মৃতি ❤️
24/04/2021

অনেক আগের ছবি। এইগুলা প্রথম বাচ্চা আমার বাড়িতে।
এখন সব‌ই শুধু স্মৃতি ❤️

ডিম না জমাট বাঁধলেও ততটা খারাপ লাগে না যতটা খারাপ লাগে বাচ্চা বের হতে না পারলে।ভালো থেকো ওপার 🖤
22/04/2021

ডিম না জমাট বাঁধলেও ততটা খারাপ লাগে না যতটা খারাপ লাগে বাচ্চা বের হতে না পারলে।
ভালো থেকো ওপার 🖤

Wow ❤️
22/04/2021

Wow ❤️

রেসার বয়স ৪ মাস
18/04/2021

রেসার
বয়স ৪ মাস

Age 18 days 🌸
18/04/2021

Age 18 days 🌸

13/04/2021

Ramadan Mubarak 🌙

Reacer ❤️
09/04/2021

Reacer ❤️

আলহামদুলিল্লাহ❤️২ মিনিট, ৫ মিনিট এভাবে উড়তে উড়তে আজ প্রায় ১ ঘন্টা উড়লো Type: ২টা গিরিবাজ ২টা রেসার (মোট ৪ টা)রেসারের...
07/03/2021

আলহামদুলিল্লাহ❤️
২ মিনিট, ৫ মিনিট এভাবে উড়তে উড়তে আজ প্রায় ১ ঘন্টা উড়লো
Type: ২টা গিরিবাজ ২টা রেসার (মোট ৪ টা)
রেসারের বয়স ৩ মাস
গিরিবাজ গুলোর বয়স ৪ মাস রানিং।
রেসার গুলো এই পর্যন্ত ১০ কিলো বেক করা।

৪ পিছ রেসার ২ মাস ২৫ দিনের বাচ্চা বেস্ট ফ্লাইং রেকর্ড।অল্পতেই সন্তুষ্ট আমি😘
06/03/2021

৪ পিছ রেসার ২ মাস ২৫ দিনের বাচ্চা বেস্ট ফ্লাইং রেকর্ড।
অল্পতেই সন্তুষ্ট আমি😘

06/03/2021

কবুতর ছাড়া হয়ছে
আশা করি আজকে নতুন রেকর্ড করব😍

তরা ভাই তরাই বন্ধু তোদের কেউর আইডি নাই তাই টেগ মারি নাই^)আহ্ কবি হয়ে গেলাম বাপু 😁
05/03/2021

তরা ভাই তরাই বন্ধু
তোদের কেউর আইডি নাই তাই টেগ মারি নাই^)
আহ্ কবি হয়ে গেলাম বাপু 😁

Toss back 💥 Distance: 10kmAge: 3month Type: blue bar Reacer Pegion No: 2 (দুই ভাই)Reace No: 2Time: 20minutes(-+)
04/03/2021

Toss back 💥
Distance: 10km
Age: 3month
Type: blue bar Reacer
Pegion No: 2 (দুই ভাই)
Reace No: 2
Time: 20minutes(-+)

03/03/2021

আসসালামু আলাইকুম কবুতর প্রেমি ভাইয়েরা কবুতরের পক্স, বসন্ত বা মশার কামড় বা গুটির চিকিৎসাঃ

আজকে আমি কবুতরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হল কবুতরের পক্স বসন্ত বা মশার কামড় বা গুটি অথবা গোটা কেন কি জন্য হয়? এবং এই রোগ থেকে সম্পূর্ণ প্রতিকার এবং প্রতিরোধের উপায় এবং এই রোগটি যদি হয়ে যায় সে ক্ষেত্রে আমাদের করণীয় কি এসব বিষয়গুলো নিয়ে। চলুন শুরু করা যাক -

মূলত মশার কামড়ের জন্যই এই রোগটি হয়ে থাকে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হল মশারি টানিয়ে দেওয়া ।মশা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা কবুতরকে রোগের হাত থেকে সম্পূর্ণ বাঁচাতে পারি। গায় বাঁ পায়ে গোটা গুলো হলে কবুতরের বাচ্চা বড় হওয়ার সাথে সাথে গোটাগুলো আপনা থেকেই ঝরে যায়। তবে সমস্যার কারণ হয় তখনই যখন গোটাগুলো মলদ্বারের আশেপাশে চোখের পাশে বা মুখের আশেপাশে হয়। তখন এক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়। চলুন জেনে নেই কবুতরের রোগ হলে কি চিকিৎসা নিতে হবে।
কবুতরের পক্স, বসন্ত বা মশার কামড় বা গুটির রোগের চিকিৎসা পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। গোটায় লাগানোর ঔষধ
২। খাবার ওষুধ

গোটায় লাগানোর ওষুধ হচ্ছে-

১। ভায়োডিন
২। ব্যাকটোসিন
৩। ক্যালামাইন লোশন
৪। ফোনা

ভায়োডিন ওষুধটি কোন ক্ষত গোটা বা ইনফেকশন দূর করতে সাহায্য করে। ব্যাকটোসিন এবং ফোনা মলম দুটি শরীরে সৃষ্ট যেকোনো গোটা ক্ষত বা পক্স জাতীয় রোগ দূর করতে সাহায্য করে।ক্যালামাইন লোশন ঘামাচি পক্স এই জাতীয় রোগের জন্য ব্যবহার করা হয়। মূল্য 35 থেকে 40 টাকা।

ব্যবহারবিধি গুলো হবে এইরকম ভাবে-

ভায়োডিন লাগাবেন দিনে তিনবার ,ক্যালামাইন লোশন লাগাবেন দিনে দুই থেকে তিনবার এবং ব্যাকটোসিন এবং ফোনা লাগাবেন দিনে দুই থেকে তিনবার। ( 7 দিন)

খাবার ওষুধ গুলো হচ্ছে-

১। রিবোমিন / রিবোসন
2। ফ্লুক্লক্স (fluclox) ৫০০ এম জি

রিবোসন জাতীয় ওষুধটি দিবেন দিনে দুইবার , সকালে এবং বিকেলে অর্ধেক করে।ফ্লুক্লক্স(fluclox) ওষুধটি দিবেন চার ভাগ করে, দিনে দুইবার সকালে এবং বিকেলে।
তবে হ্যাঁ এক্ষেত্রে সবগুলো ওষুধ বা মলম একসাথে ব্যবহার করার কোন প্রয়োজন নেই।যেকোনো একটি মলম একটি ওষুধ খাওয়ালে হবে। ওষুধের পাশাপাশি আপনাকে অবশ্যই কবুতরকে সুষম এবং ভালো খাবার দিতে হবে এবং কবুতর যদি না খেতে পারে সে ক্ষেত্রে অবশ্যই রাইস স্যালাইন প্রয়োগ করতে হবে বা কবুতরটিকে হাতে ধরে খাইতে হবে।

এখন প্রশ্ন হতে পারে এতগুলি ওষুধ সব একই কবুতরের জন্য দরকার বাকি কবুতরকে দিতে হবে?

আমার উত্তর হলো, না। যেকোনো একটি পন্থা আপনি অবলম্বন করুন। এক্ষেত্রে হতে পারে আপনি ভায়োডিনের সাথে রীবসন ওষুধটি ব্যবহার করলেন আবার ক্যালামাইন লোশন এর সাথে ফ্লক্লক্স ওষুধ টি ব্যবহার করলেন।
আমার দেয়া চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনার কবুতরের গোটা বা পক্স হলে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করলে সেরে যাবে।

সর্তকতাঃ
তবে হ্যাঁ এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কবুতরের গোটা গুলো যেন কোনোভাবেই খোটা না হয়। এক্ষেত্রে কবুতরের অনেক সময় রক্ত বেরিয়ে আসে এবং ওই জায়গাটিতে ক্ষত সৃষ্টি হয় এবং অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে ।আবার অনেক সময় দেখা যায় ঠোঁটে কবুতরের গোটা হলে খুবই খারাপ ভাবে গোটাগুলো খোটার কারণে ঠোট টি অনেক সময় পড়ে যায়।আপনারা কোন অবস্থাতেই কবুতরের গোটা গুলো খুটতে যাবেন না। ৭ থেকে ১৫ দিন পর আপনারা নিজেরাই দেখতে পাবেন গোটাগুলো নিজ থেকে উঠে যাচ্ছে ।যখন গোটা গুলো উঠে যাবে তখন দেখতে পারবেন সেখানে চামড়াটা সুস্থ হয়ে গেছে এবং আপনার কবুতর সাথে সাথে সুস্থ হয়ে উঠছে।

কবুতরের পক্স এর চিকিৎসা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে ধৈর্য ধরে এই চিকিৎসা করতে হবে।
আশা করি আপনারা সবাই আমার চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে উপকৃত হবেন ইনশাআল্লাহ ।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ কবুতরের খেয়াল রাখবেন।

ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ...💕

BD Pigeons Planet

আমরা অন্যের রেজাল্ট করা কবুতর কিনে পালি নানিজের নামে রেজাল্ট তৈরি করি❤️ Type: ময়না ঝাঁক
02/03/2021

আমরা অন্যের রেজাল্ট করা কবুতর কিনে পালি না
নিজের নামে রেজাল্ট তৈরি করি❤️

Type: ময়না ঝাঁক

গলা ফুলে শক্ত হয়ে গেছে, চেষ্টা করছি বাঁচানোরType: রেসার ১০ দিনের বাচ্চা
01/03/2021

গলা ফুলে শক্ত হয়ে গেছে, চেষ্টা করছি বাঁচানোর
Type: রেসার ১০ দিনের বাচ্চা

24/02/2021

এই লফ্টের যেকোনো কবুতর খুঁজতে সার্চ করুন
নির্দিষ্ট কোনো রেসার কবুতরের বায়োগ্রাফি বা প্রিডিগ্রি সম্পর্কে জানতে সার্চ করুন এবং ঐ কবুতরের ট্যাগ নম্বর যেমন ( )
এর সকল কবুতরের রিং লাল
এই # ট্যাগ কেবল ফেসবুকে সার্চ প্রযোজ্য হবে।

All Pegion's
1.
2.
3.

First and most favourite in loft❤️
24/02/2021

First and most favourite in loft❤️

Best fly: 43 minutes 28 secondAge: 2.5month
22/02/2021

Best fly: 43 minutes 28 second
Age: 2.5month

Today's toss back💥Get ready for next year!Type: 3 months Reacer baby(2)
22/02/2021

Today's toss back💥
Get ready for next year!
Type: 3 months Reacer baby(2)

20/02/2021

Toss back 💥
Distance: 1km
Age: 2month
Type: blue bar Reacer
Pegion No: 4
Reace No: 1
Time: 3minutes(-+)

Address

Putia Bazar Road
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil Ahmed Pigeon Loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakil Ahmed Pigeon Loft:

Videos

Share

Category


Other Pet Supplies in Narsingdi

Show All