Noakhali Veterinary Student's Association - NVSA

Noakhali Veterinary Student's Association - NVSA ┏━━━━ ﷽ ━━━━┓
🖤𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐲𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦-🕋
┗━━━━ ﷽ ━━━━┛

 #গরুর_ভাইরাস_রোগের_উপকারিতাঃ-লাম্পি যেহেতু ভাইরাস দ্বারা এ রোগটি সৃষ্টি হয়, কাজেই কোন এন্টিবায়োটিক এ রোগে কাজ করে না। ম...
26/07/2023

#গরুর_ভাইরাস_রোগের_উপকারিতাঃ-
লাম্পি যেহেতু ভাইরাস দ্বারা এ রোগটি সৃষ্টি হয়, কাজেই কোন এন্টিবায়োটিক এ রোগে কাজ করে না। মাত্রা অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যাবহারের ফলে প্রানি দুর্বল ও নিস্তেজ হয়ে পরে।
প্রতি ১০০-২০০ কেজি ওজনের প্রাণির জন্য। নিন্মোক্ত ঘরোয়া চিকিৎসায় ভালো ফলাফল পাওয়া গেছে।
১/ প্যারাসিটামল ট্যাবলেট -----২টি।
২/ খাবার সোডা----------------৫০গ্রাম
৩/ নিমপাতা বাটা---------------২৫গ্রাম
৪/ লবণ-------------------------২৫গ্রাম
৫/ গুড়--------------------------৫০গ্রাম
ব্যাবহারের নিয়মঃ
উপরোক্ত উপাদান ১ লিটার পানিতে মিশিয়ে সকাল বিকাল ৭ দিন খাওয়ালে এ রোগ থেকে প্রাণি দ্রুত সেড়ে উঠে। তবে,ক্ষত হয়ে গেলে সালভাভেট বা সুমিডভেট পাউডার লাগাতে পারেন।
আক্রান্ত গরুকে অবশ্যই মশারির ভিতরে খোলা ছায়া যুক্ত জায়গায় রাখতে হবে এবং আক্রান্ত গরুটির সাথে বন্ধু সুলভ আচারন করতে হবে মনে রাখবেন গরুটি আপনার বাড়ির একজন সদস্য এবং মহা সম্পদ।
গোয়াল ঘর বা গরু রাখার জায়গা জীবাণু নাশক দিয়ে ধুয়ে পরিস্কার রাখতে হবে।কোন ক্রমেই মশা মাছি প্রানির শরীরে বস্তে দিবেন না, মশা মাছি এই রোগের একমাত্র বাহক।

নাহিদুল ইসলাম নাঈম
ভেটেরিনারি মেডিসিন বিশেষজ্ঞ & ভারপ্রাপ্ত সভাপতি
নোয়াখালী ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন

সৌখিন পাখি ও কবুতর কিনতে চাইলে এই পেইজে মেসেজ করুন বা কল করুন।
07/01/2023

সৌখিন পাখি ও কবুতর কিনতে চাইলে এই পেইজে মেসেজ করুন বা কল করুন।

১)বুকের পালক দেখেঃপুরুষ কোয়েলঃ সাধারনত পুরুষ কোয়েলের বুকের দিকের পালক গুলা গাঢ় বাদামি কালারের হয়ে থাকে।নারী কোয়েলঃ ...
27/11/2022

১)বুকের পালক দেখেঃ
পুরুষ কোয়েলঃ সাধারনত পুরুষ কোয়েলের বুকের দিকের পালক গুলা গাঢ় বাদামি কালারের হয়ে থাকে।

নারী কোয়েলঃ মহিলা কোয়েলের বুকের দিকের পালক বাদামি কালারের মাঝে মাঝে কালো রঙ্গের ফোটা ফোটা থাকে।দেখতে ফুলের মত মনে হয়।

কোয়েলের বয়স ২৫ দিন না হলে এই পালক দেখে পুরুষ-মহলা শনাক্ত করা যায় না। কারন ২০ দিনের কম বয়সী বাচ্চাদের বুকের কালার দেখতে প্রায় একইরকম হয়ে থাকে।

২) ডাক শুনেঃ
পুরুষ কোয়েলঃ সাধারনত পুরুষ কোয়েল গলা টানা দিয়ে উচু হয়ে প্রচুর ডাকাডাকি করে। তবে কোয়েলের বয়স যখন ৩৫ দিনের বেশি হয় তখনই কেবল এরা ডাকাডাকি করে থাকে।তাই ৩৫ দিনের কম বয়সয় পাখি এই পদ্ধতিতে সনাক্ত করা যায় না।

মহিলা কোয়েলঃ মহিলা কোয়েল সাধারনত ডাকাডাকি করে না।

৩) পায়ুপথ দেখেঃ
পুরুষ কোয়েলঃ প্রাপ্ত বয়স্ক কোয়েল (৪০-৪৫ দিন বয়সী) এর পায়ুপথের দিকে টিউমারের মত ফোলা অংশ দেখা যায়।এখানে হাল্কা চাপ দিলে সাদা ফেনার মত বের হবে।

মহিলা কোয়েলঃ মহিলা কোয়েলের পায়ুপথে এরকম কোনো ফোলা অংশ থাকে না।স্বাভাবিক ও প্লেইন থাকে।

বিঃদ্রঃ এক্ষেত্রে কোয়েলের বয়স ৪০-৪৫ দিন হতে হবে।

সাদা রঙয়ের কোয়েল পাখি বুকের পালক দেখে চেনা যায় না।তাই সাদা পাখির লিঙ্গ নির্ণয়ের জন্য পায়ুপথ ও ডাক শুনে শনাক্ত করতে হবে।

নাহিদুল ইসলাম নাঈম
ভেটেরিনারি গবেষক & মেডিসিন এক্সপার্ট
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার, ঢাকা।
ভারপ্রাপ্ত সভাপতি
নোয়াখালী ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন, মাইজদী কোর্ট, নোয়াখালী।

24/11/2022

পাখির শীতকালীন যত্ন
শীতের সময়ে পাখির জন্য অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। আসুন জেনে নেই কিভাবে পাখির যত্ন নিবো!

১। শীতের রাতে পানির বাটি বের করে রাখি আর সকালে কুসুম গরম পানি খেতে দেই ।বিকেলের পর চেঞ্জ করে আবার কুসুম গরম পানি খেতে দেই ।কারণ সকালে আর সন্ধ্যের সময় ঠাণ্ডা বেশী লাগে ।

২। সিডমিক্স এর সাথে গুজি তিল ,তিসি ,সূর্যমুখী ,সরিষা দানা,কেনারি ,হেম্পসীড যোগ করি ।

৩। বিকেলের পর যেদিক দিয়ে বাতাস আসে দরজা জানালা লাগিয়ে দেই কারণ আমি ওদের রুমে রাখি ।

৪। যাঁরা বারান্দায়ে রাখেন তাঁরা যেদিক দিয়ে বাতাস আসে সেদিকটা ছালা বা মোটা কম্বল দিয়ে ঢেকে রাখুন ।কিন্তু এসব ঢাকা অবশ্যই দিনে খুলে দিতে হবে নইলে বাতাসের অক্সিজেন এর অভাব হবে ।

৫। সপ্তাহে দুই দিন অবশ্যই সকাল ১০/১১ টার দিকে গোসল দিবেন ।

৬। সপ্তাহে কমপক্ষে তিনদিন রোদ এ দিতে হবে নিজে দাঁড়িয়ে থেকে নইলে কাক বিড়াল আক্রমণ করতে পারে ।

৭। শীতে আমি আমার পাখির বাচ্চার এগ ফুডে চারটা কডলিভ কেপ্সূল খুলে ভিতরের লিকুইড মিশিয়ে খেতে দেই ।সেক্ষেত্রে এক জোড়ার জন্য
দুই ফোঁটা যথেষ্ট ।

৮। এগ ফুড একদিন পরপর দেই ।

৯। সপ্তাহে দুই দিন আপল সাইডার ভিনেগার এক লিটার পানিতে ২.৫ এম এল মিশিয়ে খেতে দেই ।

১০। ওদের রুমে এনার্জি বাল্ব যেটা গরমে ছিল সেটা চেঞ্জ করে নরমাল ২০০ওয়াট এর বাল্ব দেই ।

১১। রাতে বিশেষ ব্যবস্থায়ে ১০০ ওয়াট এর একটা বাল্ব ঢেকে জ্বালিয়ে রাখি যাতে ওদের ঘুমের অসুবিধা না হয় ।

১২। পানিতে ভিটামিন সি যেমন্ লেবুর রস ,জাম্বুরার রস ,কমলার রস দেই সপ্তাহে তিনদিন ।কারণ ভিটামিন সি সর্দি কাশি জ্বর নিয়ন্ত্রণ করে ।

১৩। ভিটামিন এ যুক্ত খাবার যেমন্ মিষ্টিকুমড়া বেশী দেই ।কারণ ভিটামিন এ শ্বাস নালীর রোগ গুলো নিয়ন্ত্রণ করে ।

১৪। Calplex আর hiprachok amino এই দুইটা মেডিসিন ব্যবহার করি প্রতি পনের দিন পর পর পাঁচ দিন ।

১৫। দিনের বেলায় ঘরে রোদ ,আলো ,বাতাস প্রবেশ করতে দেই ।

১৬। মাঝে মাঝে তুলসী পাতা ,আদা ,রসুন এর রস মধু দিয়ে মিশিয়ে খেতে দেই ।

১৭। খাঁচা পরিষ্কার রাখি আর সপ্তাহে একদিন ট্রে ধুয়ে মুছে আবার দেই যাতে ভিজা ট্রে এর পানি ওদের গায়ে না পরে ।
আজ এটুকুই পরে কিছু নতুন এড করতে চাইলে আবার পোস্ট দিব । সবার পাখি ভাল থাকুক । এই আশায় ।ধন্যবাদ ।

খামারের Emergency ঔষধ সমূহ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,লখ টাকার গরু শত...
20/03/2022

খামারের Emergency ঔষধ সমূহ,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
লখ টাকার গরু শত টাকার ঔষধের অভাবের কারনে মারা যেতে পারে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিপদ,বিপদ, বিপদ,
রাত ১২ টা, ঔষধ দোকান বন্ধ,গাভীর অসুখ,অবস্থা ভাল না,ডাক্তার পাওয়া যাচ্ছে না,
এখন কি করবেন?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
চিকিৎসার উপর প্রাথমিক কিছু জ্ঞান ও হাতের কাছে জরুরী কিছু মেডিসিন থাকলে বেঁচে যেতে পারে লাখ টাকার গরু,
প্রাথমিক চিকিৎসা জানেন না,তাও সমস্যা নেই,কয়েকজন অভিজ্ঞ ডাক্তারের মোবাইল নাম্বার রাখুন,কোন কোন ডাক্তার আসতে না পরলেও সে ডাক্তার রোগের লক্ষন শুনে আপনাকে জরুরী মেডিসিনের নাম বলে দিবে,
তাই আপনার উচিত খামারে জরুরী কিছু মেডিসিন রাখাঃ
যেমনঃ
Tharmometer,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, জ্বর মাপার কাজে লাগে,
Polidin,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এন্টিসেপ্টিক
Tab ketochem,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সিভিয়ার ব্যথানাষক/জ্বর
Tab Para c vet,,,,,,,,,,,,,,,,,,,,,,,, মাইলড ব্যথানাষক/জ্বর

Tab No spa,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,পেটের ব্যথার জন্য
Tab Cosvet/Orciflox,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ডায়রীয়া

Chemolyte plus,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ডায়রীয়াতে স্যালাইন

Tab Salfadin/Orciflox/Chemycin ds,,,,,,,,,,, এন্টিবায়োটিক

Tab Histanol vet,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এলার্জি

Tab Triolave,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, কৃমি

Tab Mivit,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, খাওয়ার রুচি

Soda,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,হালকা বদহজম,পেট ফাঁপা,

Zymozen,,,,,,,,,,,,,,,,,,,, খাওয়ার রুচি/ হালকা পেট ফাঁপা

Bloat Care,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বেশি করে পেট ফাঁপা

Magvet,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, কেষ্টোকাঠিন্ন/শক্ত পায়খানা
সবচেয়ে বেশি দরকার
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Chem cal vet Calcium
মিল্ক ফিভার,চিকিৎসা শুরু করতে দেরী করলে গরু মারা যেতে পারে,
আপনি রগে দিতে না পারলে অন্তত চামড়ার নিচে অথবা মাংসে দিতে পারবেন,
কোনটি গর্ভাবস্থায় ব্যবহার করতে হবে সেটি
নিশ্চই ডাক্তার আপনাকে বলে দিবেন,
শেয়ার করে টাইম লাইনে রাখুন,কাজে লাগবে

নাহিদুল ইসলাম নাঈম
ভেটেরিনারি গবেষক & সভাপতি
নোয়াখালী ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন

ট্রায়োলেভ বোলাসউপাদানঃ  প্রতি বোলাসে আছে  লিভামিসল হাইড্রোক্লোরাইড ৬০০ মি.গ্রা. এবং ট্রাইক্লাবেন্ডাজল আইএনএন ৯০০ মি. গ্র...
20/03/2022

ট্রায়োলেভ বোলাস

উপাদানঃ প্রতি বোলাসে আছে লিভামিসল হাইড্রোক্লোরাইড ৬০০ মি.গ্রা. এবং ট্রাইক্লাবেন্ডাজল আইএনএন ৯০০ মি. গ্রা. ।

নির্দেশনাঃ
গরু, মহিষ, উট, ঘোড়া, ছাগল, ভেড়া ও হরিণঃ পরিপাকতন্ত্র, ফুসফুস ও কলিজার বিভিন্ন প্রকার প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক গোলকৃমি(নেমাটোড), ফিতাকৃমি(সিস্টোড) ও ফ্লুক(ট্রেমাটোড)-এর বিরুদ্ধে ট্রায়োলেভ বোলাস কাজ করে।

ব্যবহার বিধি ও প্রয়োগমাত্রাঃ
গরু, মহিষ, উট ও ঘোড়াঃ প্রতি ৭৫ কেজি দৈহিক ওজনের জন্য ১ টি বোলাস শুধুমাত্র একবার সকালে খালি পেটে খাওয়াতে হবে।
ছাগল, ভেড়া ও হরিণঃ প্রতি ৩৭-৭৫ কেজি দৈহিক ওজনের জন্য ১ টি বোলাস শুধুমাত্র একবার সকালে খালি পেটে খাওয়াতে হবে। প্রয়োজনে ১২ দিন পরে দ্বিতীয় মাত্রা খাওয়ানো যায়।

গর্ভাবস্থায়ঃ নিরাপদ।
দুগ্ধ দানকারী প্রাণিতে ব্যবহার করা যাবে না।

সরবরাহঃ ৪ x ৫ বোলাস।

11/03/2022
গবাদি পশুর পেট ফাঁপা রোগ"""অবহেলা করলে অনেক সময় পশুর মৃত্যু ও ঘটে।খামারে রাখুন অতিরিক্ত প্রয়োজনীয় কিছু ঔষুধ,সংগ্রহে রাখু...
13/02/2022

গবাদি পশুর পেট ফাঁপা রোগ"""

অবহেলা করলে অনেক সময় পশুর মৃত্যু ও ঘটে।

খামারে রাখুন অতিরিক্ত প্রয়োজনীয় কিছু ঔষুধ,
সংগ্রহে রাখুন আদা ও খাবার সোডা।
পেট ফাঁপা রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনাঃ

আগে জানতে হবে পেট ফাঁপা রোগ কী??

পেট ফাঁপাঃ গবাদিপশুর গলায় কিছু আটকে গেলে এবং অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে,বদ হজম হলে ও রুমেনের গতিশীলতা হ্রাস পেলে এই রোগটি সাধারণ হয়ে থাকে।

এই রোগের লক্ষণ সমূহঃ

১।জাবরকাটা বন্ধ হয়ে যায়।
২।পশুটি খাবারের চেষ্টা করে তবে আক্রান্ত পশু কিছু খেতে যায় না।
৩।আক্রান্ত পশুটি বার বার উঠবস করে।
৪।মুখ দিয়ে লালা পড়ে।
৫।শরীল দিয়ে ঘাম বের হয় এবং মাঝেমাঝে জিব্বা বাহির করে শ্বাস প্রশ্বাস গ্রহণের চেষ্টা করে।
৬।বাম দিকের পেট ভীষণ ভাবে অনেক সময় ফুলে ওঠে।
৭।শ্বাস নিতে কষ্ট হয়।
৮।অনেক সময় পায়খানা প্রস্বাব বন্ধ করে দেয়।
৯।অতি তীব্র পেট ফাঁপা হলে আক্রান্ত পশু শ্বাস বন্ধ হয়ে মারা ও যায়।

এই রোগের প্রতিকারঃ

গবাদি পশুর ওজন বুঝে আদার রস ১০০ গ্রাম, ১৫০ গ্রাম....প্রয়োজনে আরো কম ও বেশি খাওয়াতে হবে।
সাথে খাবার সোডা ওজন বুঝে ২ চামচ ৫ চামচ...প্রয়োজনে কম ও বেশি খাওয়াতে হবে।
এই ফরমূলা পেট ফাঁপার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঔষুধ।
(গর্ভকালে ও নিরাপদ)

বিভিন্ন রকমের হজম শক্তি বৃদ্ধিকারক মেডিসিন ব্যবহার করতে হয়।
সুতরাং বিভিন্ন রকমের হজম শক্তি বৃদ্ধিকারক ঔষুধ আপনার খামারে রাখুন যা গভীর রাতে ও প্রয়োজনে লাগতে পারে সেগুলো হলোঃ

সাসপেনশনঃ (গর্ভকালে নিরাপদ)
১। ব্লট কিওর
২।ম্যাগভেট প্লাস

পাউটারঃ (গর্ভকালে নিরাপদ)
১।বভিকেয়ার
২। জাইমোজেন
বিভিন্ন রকমেরই আছে........

ট্যাবলেটঃ (গর্ভকালে নিরাপদ)
১।রুমকিওর
ট্যাবলেট ও বিভিন্ন রকমের হয়.....

সুতরাং আক্রান্ত পশুর ওজন অনুযায়ী সাসপেনশন,পাউডার, ট্যাবলেট ব্যবহার করলে
এই রোগমুক্ত হয়।

প্রয়োজনে পশু চিকিৎসক বা প্রানী সম্পদ হাসপাতালে যোগাযোগ করুন।

নাইট্রোনিল ইনজেকশন (ভেট) -(Nitronil Injection-Vet)উপাদানঃ নাইট্রোনিল ইনজেকশন এ আছে  নাইট্রোক্সিনিল সোডিয়াম বিপি ৩৪০ মি.গ...
13/02/2022

নাইট্রোনিল ইনজেকশন (ভেট) -(Nitronil Injection-Vet)

উপাদানঃ নাইট্রোনিল ইনজেকশন এ আছে নাইট্রোক্সিনিল সোডিয়াম বিপি ৩৪০ মি.গ্রা.।

নির্দেশনাঃ গরু, মহিষ, ছাগল, ভেড়া, কুকুর ও বিড়াল এর প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক সকল প্রকার কলিজা কৃমি, পরিপাকতন্ত্রের রক্ত চোষা গোলকৃমি এবং গরু ও মহিষের ন্যাজাল গ্র্যানুলোমাসহ সকল ধরনের গোলকৃমি দমনে ব্যবহার্য।

ব্যবহার বিধি ও প্রয়োগমাত্রাঃ
গরু, মহিষ ছাগল ও ভেড়াঃ প্রতি ৫০ কেজি দৈহিক ওজনের জন্য ১.৫ মি.লি. এবং তীব্র কলিজা কৃমি সংক্রমণে ২.২৫ মি.লি. নাইট্রোনিল ইনজেকশন চামড়ার নিচে শুধুমাত্র একবার প্রয়োগ করতে হবে। প্রয়োজনে ১৪ দিন পর পুনরায় ব্যবহার করা যেতে পারে।
কুকুর ও বিড়ালঃ প্রতি ১৫ কেজি দৈহিক ওজনের জন্য ০.৫ মি.লি. চামড়ার নীচে প্রয়োগ করতে হবে অথবা প্রতি ১০ কেজি দৈহিক ওজনের জন্য ০.৫ মি.লি. খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে ।

সতর্কতাঃ দুগ্ধবতী গাভীতে প্রয়োগ না করাই ভাল।

পার্শ্ব-প্রতিক্রিয়াঃ গরুর ক্ষেত্রে ইনজেকশনের জায়গায় সাময়িকভাবে সামান্য ফুলে যেতে পারে ।

প্রত্যাহার কালঃ চিকিৎসার পর থেকে ২৮ দিন পর্যন্ত এবং চিকিৎসাধীন প্রাণির মাংস ও দুধ খাওয়া উচিত নয় ।

গর্ভাবস্থায়ঃ নিরাপদ।

সরবরাহঃ ১০ মি.লি. এবং ৫০ মি.লি. ভায়াল।

ফেন্সি আইটেম মুরগির জাত পরিচিতিঃ-
26/01/2022

ফেন্সি আইটেম মুরগির জাত পরিচিতিঃ-

নিউমোনিয়া (Pneumonia)রোগের কারণঃ প্রধানত ব্যাকটেরিয়া দ্বারা নিউমোনিয়া হয়। তবে ভাইরাস, ফাঙ্গাস, মাইকোপ্লাজমা, ফুসফুস কৃমি...
25/01/2022

নিউমোনিয়া (Pneumonia)

রোগের কারণঃ প্রধানত ব্যাকটেরিয়া দ্বারা নিউমোনিয়া হয়। তবে ভাইরাস, ফাঙ্গাস, মাইকোপ্লাজমা, ফুসফুস কৃমি ইত্যাদি দ্বারাও নিউমোনিয়া হতে পারে। এছাড়াও নিম্নোক্ত কারনগুলি নিউমোনিয়া ঘটাতে সহজ করেঃ
১) অল্প জায়গায় ও অপর্যাপ্ত আলো বাতাসে অধিক সংখ্যক প্রাণি পালন।
২) ঠান্ডা আবহাওয়ায় প্রাণি বেশীক্ষণ থাকলে এবং বৃষ্টিতে বেশী সময় ধরে ভিজলে।
৩) অধিক সময় ধরে অনাহারে রাখলে।
৪) এছাড়া পুষ্টি হীনতার কারনেও নিউমোনিয়া হতে পারে।

রোগের লক্ষণঃ
১) জ্বর, ক্ষুধামন্দা, কাঁশি, ঘনঘন নিঃশ্বাস এবং শ্বাসকষ্ট হয়।
২) উভয় ফুসফুস আক্রান্তের ক্ষেত্রে মাথা সামনের দিকে বাড়িয়ে শ্বাস-প্রশ্বাস নেয়।
৩) খাওয়া কমে যায় এবং কোন কোন সময় নাক দিয়ে সাদা ফেনাযুক্ত সর্দি বের হয়।
৪) বুকে ও পাঁজরে ব্যথা হয়।
৫) দীর্ঘমেয়াদী নিউমোনিয়ার ক্ষেত্রে নিঃশ্বাসে ঘোত ঘোত শব্দ, কাঁশি এবং সামান্য জ্বর থাকে।

প্রতিরোধ ব্যবস্থাঃ
১) খামারে উন্নত ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের ব্যবস্থা করতে হবে।
২) শীত ও বর্ষাকালে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
৩) রোগাক্রান্ত প্রাণিকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে।
৪) রোগাক্রান্ত প্রাণিকে হালকা গরম পানি খাওয়াতে হবে।

চিকিৎসাঃ
১) Tylochem Injection ( টাইলোকেম ইনজেকশন)
২) Powercef vet Injection (পাওয়ারসেফ ভেট ইনজেকশন)

সহযোগী চিকিৎসা হিসেবেঃ
১) Histanol (Vet) Injection (হিস্টানল (ভেট) ইনজেকশন)

পিটোসিন ইনজেকশন (ভেট)- Pitocin Injection (Vet)উপাদানঃ প্রতি মি.লি. তে আছে  সিনথেটিক অক্সিটোসিন বিপি ১০ আই ইউ।নির্দেশনাঃ ...
25/01/2022

পিটোসিন ইনজেকশন (ভেট)- Pitocin Injection (Vet)

উপাদানঃ প্রতি মি.লি. তে আছে সিনথেটিক অক্সিটোসিন বিপি ১০ আই ইউ।

নির্দেশনাঃ গবাদি প্রাণির দূর্বল প্রসব ব্যথা, প্রসবের পর জরায়ুর স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা, প্রসব প্রক্রিয়া দেরি হওয়া, প্রসবের পুর্বে রক্তক্ষরণ, অমরা/গর্ভফুল বের না হওয়া, জরায়ু বের হয়ে আসা, পায়োমেট্রা (জরায়ুতে পুঁজ), অপূর্ণ গর্ভপাত এবং এগালেকশিয়া (কম দুগ্ধ নিঃসরণ অথবা দুগ্ধ নিঃসরণ না হওয়া) ইত্যাদির চিকিৎসায় ব্যবহার্য।

ব্যবহারবিধি ও প্রয়োগমাত্রাঃ পিটোসিন মাংসে বা চামড়ার নিচে ইনজেকশন করতে হবে। নিম্নলিখিত মাত্রায় একবার প্রয়োজনবোধে ৩০ মিনিট পর পুনরায় ব্যবহার করতে হবে -
গরু, মহিষ ও ঘোড়াঃ ৪-৫ মি.লি. প্রতি প্রাণিতে।
ছাগল ও ভেড়াঃ ১-৩ মি.লি. প্রতি প্রাণিতে।
শূকরঃ ২-৪ মি.লি প্রতি প্রাণিতে।
কুকুর ও বিড়ালঃ ০.৫-১ মি.লি. প্রতি প্রাণিতে।

সতর্কতাঃ জরায়ুর মুখ ভালভাবে না খুললে প্রাণিতে পিটোসিন দেয়া যাবেনা। জরায়ুরতে ফিটাসের পজিশন যদি ঠিক না থাকে (wrong position of fetus), ডিসটোকিয়া এবং অক্সিটোসিন এর প্রতি হাইপারসেনসিটিভিটি আছে এমন প্রাণিতে ব্যবহার করা উচিত নয়।

গর্ভাবস্থায়ঃ অনিরাপদ।

সরবরাহঃ ১০ মি.লি. ভায়াল ।

" যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন কর - আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর ব...
15/01/2022

" যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন কর - আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দন্ড কর - ছি! ছি!”
বিড়াল (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)

মারা গেল স্বর্ণপদকপ্রাপ্ত কম্বোডিয়ার (Cambodia) ল্যান্ডমাইন-খোঁজা ইঁদুর মাগাওয়া (Magawa)।
15/01/2022

মারা গেল স্বর্ণপদকপ্রাপ্ত কম্বোডিয়ার (Cambodia) ল্যান্ডমাইন-খোঁজা ইঁদুর মাগাওয়া (Magawa)।

ব্যাবেসিওসিস রোগ গরুর প্রাণঘাতী রোগরোগের লক্ষণ : জ্বর হচ্ছে এই রোগের প্রথম লক্ষণ। জীবাণু বহনকারী উকুনের কামড়ের প্রায় ত...
10/01/2022

ব্যাবেসিওসিস রোগ গরুর প্রাণঘাতী রোগ
রোগের লক্ষণ : জ্বর হচ্ছে এই রোগের প্রথম লক্ষণ। জীবাণু বহনকারী উকুনের কামড়ের প্রায় তিন সপ্তাহের মধ্যেই জ্বর দেখা দেয়। গরু ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নেয়। শ্বাস গ্রহণের চেয়ে শ্বাস একটু জোরে ত্যাগ করে। খাবারের রুচি কমে যায়। আক্রান্ত গরু দুর্বল হয়ে যায়। চোখ এবং দাঁতের মাড়ি ফ্যাকাশে হয়ে যায়।প্রস্রাবের সাথে রক্ত বের হয়। অনেক সময় পায়খানার সাথেও রক্ত বের হতে পারে। গর্ভবতী গাভীর ক্ষেত্রে গর্ভপাত হতে পারে। গরু কোনো কিছুর সাথে মাথা ঘষা, বৃত্তাকারে চার দিকে ঘোরাসহ এই ধরনের নানান অসংলগ্ন আচরণ করতে পারে।পক্ষাঘাত, অচেতন হয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে।

পোস্টমর্টেম লক্ষণসমূহ : মৃত গরুর দেহ পোস্টমর্টেম করলে হৃৎপিণ্ড ও অন্ত্রে সাব সেরোসাল হেমোরহেজ দেখা যায়। প্লীহা কিছুটা বড় হয়ে যায়। দেখতে লালচে ও নরম হয়। যকৃৎ আকারে স্বাভাবিকের চেয়ে বড় হতে পারে।

রোগ সনাক্তকরা : লক্ষণ দেখে এ রোগ নিরুপণ করা যায়। নিশ্চিত হওয়ার জন্য আক্রান্ত গরুর রক্ত পরীক্ষা করা হয়।

চিকিৎসা : রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিলে দ্রুত সেরে যায়। এই রোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। বাজারে এখন যেসব ওষুধ পাওয়া যায় সেগুলোর মধ্যে ইমিডোকার্ব ও ডিমিনাজেন এসিচুরেট বেশি ব্যবহার করা হয়।ট্রিপেন ব্লুও প্রয়োগ করা হয়। মনে রাখা প্রয়োজন, কিছু ওষুধ রয়েছে বিষাক্ত। তাই সব সময় অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।

প্রতিরোধ ব্যবস্খা : প্রতিরোধমূলক ব্যবস্খার মধ্যে উকুন নিয়ন্ত্রণ করা জরুরি। এ জন্য যেসব এলাকায় এই উকুনের প্রাদুর্ভাব বেশি সেখানে পানির মধ্যে একারাসিড জাতীয় ওষুধ গুলে গরুকে গোসল করাতে হবে। তাতে গরুর শরীর উকুনমুক্ত হবে। চার থেকে ছয় সপ্তাহ পর পর গোসল করালে উকুনের আক্রমণের সম্ভাবনা কমে। দেশীয় গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে এই রোগে কম আক্রান্ত হয়। কিন্তু সঙ্কর জাতের কিংবা বিদেশী জাতের গরু সহজেই এই রোগে আক্রান্ত হতে পারে। এ জন্য ভ্যাকসিন দেয়া প্রয়োজন। অবশ্য কোনো গরু একবার এই রোগে আক্রান্ত হলে পরে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। কারণ আক্রান্ত হওয়ার ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম নেয়। গরুকে রোগবালাই থেকে রক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্খা সবচেয়ে বেশি কার্যকর। সুষ্ঠু ও যত্নশীল পরিচর্যা গরুকে এ রোগ থেকে রক্ষা করতে পারে। কোনো কারণে রোগগ্রস্ত হলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্খা করা এ রোগে মৃত্যুর ঝুঁকি হ্রাস করবে

গাভী হিটে না আসার কারন ১।কৃমিযুক্ত থাকে, হতে পারে যেকোন ধরনের কৃমি।যেমনঃ ফিতা কৃমি,গোল কৃমি, কৃমি,পাকস্হলি ও অন্ত্রের কৃ...
10/01/2022

গাভী হিটে না আসার কারন

১।কৃমিযুক্ত থাকে, হতে পারে যেকোন ধরনের কৃমি।
যেমনঃ ফিতা কৃমি,গোল কৃমি, কৃমি,পাকস্হলি ও অন্ত্রের কৃমি,কলিজা কৃমি।

২।লিভার ফাংশন দূর্বল থাকে
৩।জিংক ও ক্যালসিয়াম এর ঘাটতি থাকে
৪।ভিটামিন ও মিনারেল এর অভাব থাকে।
৫।জরায়ু তে ইনফেকশন থাকে
৬।শারীরিক ভাবে হালকা থাকে

মূলত এই বিষয়গুলোর কারণে
গাভীগুলো হিটে আসে না।

এই ঘাটতিগুলো পূরণ হলে গাভীটি অব্যশই অব্যশই

বাচ্চা দেওয়ার ২১-৪৫ দিন
অথবা সর্বচ্চো ৯০ দিনের ভিতরে গাভীটি হিটে আসবে।

লিভার টনিক কী?যে টনিক বা সাসপেনশন গরু ছাগলের লিভারের উপর কাজ করে লিভার বা কলিজাকে সুস্থ ও অধিক কার্যকরী করে তেলে তাকে গর...
10/01/2022

লিভার টনিক কী?

যে টনিক বা সাসপেনশন গরু ছাগলের লিভারের উপর কাজ করে লিভার বা কলিজাকে সুস্থ ও অধিক কার্যকরী করে তেলে তাকে গরুর লিভার টনিক বলে। আমাদের দেশে মুলত দুই ধরনের লিভার টনিক পাওয়া যায়। যথা- হারবাল লিভার টনিক ও ক্যামিকাল লিভার টনিক।

গবাদিপশুর লিভার টনিক কিভাবে কাজ করে?

হার্বাল লিভার টনিকে বিভিন্ন হার্বাল উপাদান থাকে যা লিভারের ক্ষতিগ্রস্ত টিসুকে সারিয়ে তোলে। তবে ক্যামিক্যাল লিভার টনিক সবচেয়ে বেশি কার্যকারি। ক্যামিকাল লিভার টনিকে বিভিন্ন দরকারি ভিটামিন সহ কোলিন ক্লোরাইড ও বিটেইন থাকে যা দ্রুত লিভার কে কিউর করে।

লিভার টনিকের প্রয়োজনীয়তা

ইংরেজি লিভারের সোজা সাপ্টা বাংলা প্রতিশব্দ হল কলিজা। আর লিভার টনিক মানে হল কলিজা ভাল করার ঔষধ। কৃমিনাশকের তিক্ত স্বাদ গ্রহন করে গরু যখন মুখ কালো করে অভিমান করে বসে থাকে। তখনি দরকার এটি ভালো মানের লিভার টনিকে। এই টনিক গরুর মুখে হাসি ফুটাবে। মনের আনন্দে হেসে খেলে খাওয়া দাওয়া শুরু করবে। বেশি বেশি খাবে আর ফুলতে থাকবে।

গরুর লিভার সিরোসিস রোগ

লিভার টনিক লিভারকে সুস্থ ও সুরক্ষিত করে। কলিজা কৃমি যদি লিভার কে ফুটো ফুটো করে দেয় সেটাও সারিয়ে তোলে এই মহৌষধ। এটি লিভার থেকে এক ধরনের হজম রস নিঃসরনে সহায়তা করে। এই রস পেটের মধ্যে গিয়ে যাকে পাই তাকেই পিষে ফেলে। তাই পরিপাকে বা হজমে আর বাঁধা থাকে না।

আমাদের দেশের বাছুর গুলো সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ থাকে এই লিভার ডিসওর্ডার রোগে। বাছুর কে কলিজা কৃমি সহ সকল কৃমি মুক্ত করা না হলে বাছুরের লিভার পুরোপুরি নষ্ট হয়ে বাছুর মারা যায়। তবে ভালোমানের লিভার টনিক সারিয়ে তুলতে পারে এই সমস্যা। সেরা মানের বলতে আমার কাছে ক্যামিকেল লিভার টনিক।

লিভার টনিকের ব্যবহার

এই লিভার টনিক ৫-৭ দিনের বেশি খাওয়ানো যাবে না। প্রথম কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পরবর্তী দিন থেকে নির্দেশনা মোতাবেক ৫-৭ দিন লিভার টনিক খাওয়ানো ভালো। এরপর বন্ধ থাকবে। আবার পরবর্তীতে ১০-১৪ দিন পর যদি দ্বিতীয় ডোজ কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। তারপরের দিন থেকে আবারো ৫-৭ দিন খাওয়াবেন। এই মিলে মোট দুই বার। গবাদিপশুর যদি পাতলা পায়খানা হয় তাহলে অবশ্যই এই লিভার টনিক খাওয়ানো বন্ধ রাখতে হবে।

কোয়েল পাখির জাত নির্বাচন এবং প্রজননের উপায়ঃ
10/01/2022

কোয়েল পাখির জাত নির্বাচন এবং প্রজননের উপায়ঃ

কোয়েল পাখির মেল-ফিমেল চিনার উপায়ঃ
10/01/2022

কোয়েল পাখির মেল-ফিমেল চিনার উপায়ঃ

তিতির মুরগির মেল-ফিমেল চিনার উপায়ঃ-
08/01/2022

তিতির মুরগির মেল-ফিমেল চিনার উপায়ঃ-

যারা কবুতরকে কৃমির কোর্স করাতে চাচ্ছেন। কবুতরকে কৃমির কোর্স করানোর আগে এবং পরে অবশ্যই লিভারটনিক খাওয়াতে হবে। না হলে কবুত...
28/03/2021

যারা কবুতরকে কৃমির কোর্স করাতে চাচ্ছেন।

কবুতরকে কৃমির কোর্স করানোর আগে এবং পরে অবশ্যই লিভারটনিক খাওয়াতে হবে। না হলে কবুতর এর লিভার এ সমস্যা হবে।
কবুতর কে কৃমির ঔষধ অবশ্যই খালি পেটে খাওয়াতে হবে। এবং ঔষধ খাওয়ানোর পরে কবুতরকে ২-৩ ঘন্টার মধ্যে কোনো খাবার খাওনো যাবে না।
ঔষধ খাওয়ানোর পর কবুতর বমি অথবা পাতলা পায়খানা করতে পারে। তাতে কোনো সমস্যা নাই। ২-৩ ঘন্টা পর ঔষধ মিলানো পানি ফেলে স্যালাইন দিবেন।
২-৩ দিন পর মাল্টিভিটামিন খাওয়াবেন।

ঔষধ খাওয়ার নিয়মঃ

লিভা ভিটঃ ১মিঃলিঃ ঔষধ প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রথম ২-৩ দিন আবার কৃমিনাশক খাওয়ানোর পর ২-৩ দিন।

এভিনেক্সঃ ১গ্রাম ঔষধ প্রতি লিটার পানিতে মিশিয়ে ১দিন ২-৩ ঘন্টা পর ঔষধ মিলানো পানি ফেলে ইলেক্ট্রমিন অথবা গ্লুকোলাইট স্যালাইন দিবেন।

রেনা ডব্লিউ এসঃ ১গ্রাম ঔষধ প্রতি লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিন। খাওয়াবেন।

কৃমির কোর্স প্রতি তিন মাস পর পর করাবেন।

অবশ্যই ঠান্ডা আবহাওয়া দেখে কৃমির কোর্স করাবেন।

বিঃদ্রঃ যেসব কবুতর ডিম পারবে, ডিমে তা দিচ্ছে, বাচ্চা আছে এসব কবুতরকে কৃমি কোর্স করানো যাবে না।

ধন্যবাদ

পেজে লাইক দিয়ে পাশে থাকবেন।

Address

Senbag
Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Veterinary Student's Association - NVSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noakhali Veterinary Student's Association - NVSA:

Videos

Share


Other Noakhali Sadar Upazila pet stores & pet services

Show All