সকালে একজন আপুর হোয়াটসঅ্যাপ মেসেজে ৩টি ভিডিও।একটিতে প্রচন্ড শ্বাসকষ্ট।দেখে Aspiration Pneumonia suspect করলাম।পরক্ষণে একটি ভিডিওতে দেখলাম এভাবে বাচ্চাটাকে পানি খাওয়াচ্ছেন।যেটা লাংস এ চলে গিয়েছে।কখনোই বিড়ালকে এভাবে চিত করে খাবার বা পানক খাওয়াবেন না।Aspiration pneumonia এর কোনো Satisfactory চিকিৎসা নেই।
Dr-Mohyemenul Islam Abir
DVM(SAU),MS(Pharmacology), C.T(India)
বাচ্চাটাকে এডপশন দেয়া হবে।পটি ট্রেইন্ড।লোকেশন: চৌরাস্তা।
এই ডাক্তার ফৌজির পরিচিত।তাই ডাক্তারকে দেখেই লুকিয়ে গেল।সে ভাবছে তাকে দেখা যায় না।ফৌজি লুকানোর এই ব্যর্থ চেষ্টাকে হার মানিয়ে ওকে নিউটার করিয়ে দেয়া হল🤣🤣🤣
আমরা আন্তরিকভাবে দুঃখিত 😁
তার নাম টেমা।সুযোগ পেয়ে আমার ক্যাটফুড শেষ কইরা দিলো🤣🤣🤣...
বাচ্চারা যখন এভাবে মজা করে খায় তখন একটা আনন্দ লাগে মনে....
লক্ষীপুর থেকে সামিয়া আপু এসেছেন রাত ৯টার পর।এই সময়ে ক্লিনিক্স বন্ধ থাকে।কিন্ত,আপুর জন্য অপেক্ষা করলাম।কারণ, তার বাচ্চাটা ৪দিন থেকে পি ও পটি করছে না।দেখলাম কেউ তাকে আঘাত করেছে। মেরুদন্ডের শেষ অংশ খুব বেশি আঘাত লাগার কারণে তার Neurological problem দেখা দেয় যার ফল হিসেবে পি পটি বন্ধ।তাই, ১ঘন্টা ৪০মিনিট চেষ্টা করে Enema ও Catheterization করে পি পটি বের করলাম।স্বস্তির বিষয় এই যে তাকে ৪দিনের কষ্ট থেকে মুক্তি দেয়ার চেষ্টা করলাম। এতটুকু একটা বাচ্চা প্রায় ৩৫০গ্রামের মত পি ও পটি পেটে নিয়ে কষ্ট করছিলো।
"পুচু"
৭দিন আগে বাচ্চাটা Partially paralysed হয়ে পড়ে।কিন্তু এর সঠিক কোনো কারন খুজে পাওয়া যাচ্ছিলো না।পুচু মালিক Muntaha Moon আপু জানান সে কোনোভাবে ভয় পেয়েছে।এরপর থেকেই এমন। X-Ray করে দেখলাম spine এ Kyphosis হয়ে আছে আর পি ও পটি জমা হচ্ছে।এরপর ম্যানুয়ালি এনেমা করে পটি করালাম ও পি করানো হল।কিন্তু Paralysed condition এর ইম্প্রুভমেন্ট হচ্ছিলো না।আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ৭দিনের চিকিৎসায় বাচ্চাটা এখন সুস্থ।ভিডিওটি আজকের।
"Chiru" জাবেদ ভাই এর আদুরে শান্ত বিড়াল।
এটা ১ম দিনের অবস্থা ছিল।
আলহামদুলিল্লাহ আজ ৩য় দিনের চিকিৎসার পর তার অবস্থা অনেক ভাল।সবাই দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে যায়।
"Ivermectin Toxicity"
২৯.০৩.২০২৩ তারিখে সকাল ৭টার দিকে আলমগীর ভাই ফোন দিয়ে জানান তার "ফুজি" কে একজনের পরামর্শে Tick & Flea এর জন্য ঔষধ দেন।এরপর থেকে পুরো অচেতন ও প্যারালাইসিস হয়ে পড়েছিল। ৩১.০৩.২০২৩ তারিখ রাতে ভিডিও এটা।আলহামদুলিল্লাহ সে এখন অনেকটাই সুস্থ।