Pakhir Mela

Pakhir Mela The Official Page of Pakir Mela (প্রকৃতির সেরা সৌন্দর্যের মধ্যে পাখি অন্যতম)

Alhamdulillah ❤
05/04/2024

Alhamdulillah ❤

17/01/2024
23/12/2023
11/12/2023
04/12/2023
29/10/2023
28/06/2023
08/10/2022

১০ সেপ্টেম্বর ২০২২
শরৎ মানেই নীল আকাশে শুভ্র মেঘের ভেলা। শরৎ মানে আকাশের গায়ে যেন মেঘ–তুলোর ওড়াউড়ি! কখনো সাদা, কখনো কালচে রূপ ধারণ করে শরতের আকাশে ভাসা–ভাসা মেঘের দল। ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশ।

16/09/2022

ঈশ্বরদী থেকে রাজশাহী ট্রেনে করে যাওয়ার পথে প্রকৃতির সবকিছুই নৈসর্গিক লীলাভূমি লাগছিলো মাঝে বিশাল মাঠ দেখা যায়, মাঠের খানিক মাঝে মাঝে পাকা ধানের মাথাচাড়া দিয়ে জেগে ওঠা দেখা আবার সবুজের সমারহ খালের পার ঘেরা আমগাছ গাছ,বাঁশ ঝার বাংলার যে অপরুপ সৌন্দর্য তারই বহিঃপ্রকাশ যার সামান্য কিছুটা ভাগ করতে চেষ্টা কারার প্রয়াশ।

10/09/2022

জেব্রা ফিঞ্চ পালন পদ্ধতি

সারা পৃথিবীতে অস্ট্রেলিয়ার ফিঞ্চ জাতীয় পাখিদের মধ্যে জেব্রা ফিঞ্চ সবচেয়ে জনপ্রিয়। অস্ট্রেলিয়া উপমহাদেশের সবজায়গাতেই এই পাখি দেখতে পাওয়া যায়। এরা লম্বায় প্রায় ৪ ইঞ্চি বা ১০ সেঃমিঃ পর্যন্ত হয়। পুরুষ ফিঞ্চ পাখির শরীরে কালো আর সাদা ডোরাকাটা দাগের জন্য এই পাখির নাম হয়েছে জেব্রা ফিঞ্চ । খাঁচায় শখে পোষার জন্য বা প্রজননের জন্য জেব্রা ফিঞ্চের কদর সারা পৃথিবীতে।

জেব্রা ফিঞ্চ পাখির খাদ্য

১। জেব্রা ফিঞ্চ পাখিকে সাধারনত ছোট দানাদার খাদ্য খেতে দেয়া হয়। এর সঙ্গে সামান্য পরিমাণে ব্ল্যাক সীড্ মিশিয়ে দিলে বেশ কিছুটা প্রোটিন সরবরাহ করা যায়।

২। এছাড়াও জেব্রা ফিঞ্চ পাখিকে মাঝে মধ্যেই ভাত বা ভেজানো চিড়ার সঙ্গে মুরগীর সেদ্ধ ডিম মিশিয়ে খেতে দিলে এরা সুস্থ সবল ও রোগমুক্ত থাকে।

৩। শাক সবজির মধ্যে বরবটি এবং সবুজ শাক মাঝে মধ্যে পাখিকে খেতে দেয়া যেতে পারে।

৪। জেব্রা ফিঞ্চ পাখির খাঁচার মধ্যে খাবারের সঙ্গে সঙ্গে একটা সমুদ্রের ফেনা Cuttle fish bond এর টুকরা দিতে পারেন। যা থেকে ক্যালসিয়াম, ফদফরাস ইত্যাদি মিনারেলস পাওয়া যায়।

স্ত্রী ও পুরুষ পাখি চেনার উপায়

১। বাচ্চা ফিঞ্চ পাখি অনেকটা স্ত্রী পাখির মত দেখায়। শুধুমাত্র এদের ঠোঁটের রঙ কালচে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের পালকের রঙ যেরকম পাল্টে যায় এবং ঠোঁটের রঙ ও ধীরে ধীরে গাঢ় কমলা রঙের হয়ে যায়।

২। তিন থেকে চার মাস বয়স হলেই বাচ্চারা পূর্ণ বয়স্ক পাখির মত রং ধারণ করে। জেব্রা ফিঞ্চ পাখির পুরুষ ও স্ত্রী পাখির পার্থক্য ধরার সবচাইতে ভালো উপায় হল এদের ঠোঁটের রঙ।

৩। স্ত্রী পাখির তুলনায় পুরুষ পাখির ঠোঁটের রঙ অনেক বেশী গাঢ় ও উজ্জ্বল হয়।

ডিম ও বাচ্চা দেওয়ার সময়

১। ফিঞ্চ পাখির বয়স যখন সাত থেকে আট মাস তখন এদের প্রজননের সবচাইতে উপযুক্ত সময়। জেব্রা ফিঞ্চ পাখি বড় খাঁচায় একসঙ্গে অনেকগুলি রাখলেও ছোট খাঁচায় একজোড়া করে রেখে ভাল বাচ্চা পাওয়া যায়।

২। জেব্রা ফিঞ্চ পাখির বাসা তৈরি করার জন্য বাঁশের তৈরি ঝুড়ি হল আদর্শ। জেব্রা ফিঞ্চের ঝুড়ির মধ্যে বাসা তৈরির জন্য শুকনো ঘাস নারিকেলের খোসা ইত্যাদির প্রয়োজন হয়।

৩। বাসা বানানো হয়ে গেলে স্ত্রী পাখি উক্ত বাসার মধ্যে ৫-৬ টি ডিম পাড়ে। এই পাখির ডিম থেকে বাচ্চা বের হতে ১২ থেকে ১৩ দিন সময় লাগে।

সঠিক নিয়েমে যত্ন করলে ও পরিচর্যা করলে জেব্রা ফিঞ্চ পাখি ৪ থেকে ৫ বছর বাঁচে। জেব্রা ফিঞ্চ পাখি প্রায় ৪ বছর বয়স অবধি প্রজনন করতে সক্ষম।

লেখকঃ শাহীন মিয়া

NATIONAL HUMMINGBIRD DAY - September 3, 2022
04/09/2022

NATIONAL HUMMINGBIRD DAY - September 3, 2022

24/08/2022

খুব পছন্দের একটি ফুল। ব্যালকনিতে বৃষ্টির প্রতীক্ষায় থাকা ঘ্রাণহীন ঘাসফুল ( রেইন লিলি)

02/05/2022
26/02/2022

সান কনুর পাখি
(Sun conure Bird)
এরা মাঝারি আকারের প্যারাকিট পাখি। একটি প্রাপ্তবয়স্ক সান কনুর পাখি প্রায় 12 ইঞ্চি লম্বা হয় এবং এদের ওজন হয়ে থাকে প্রায় 110 গ্রাম । জ্বলন্ত সূর্যের মতো লাল হলুদের এক অসাধারণ কালারের হয়ে থাকে এদের পালক গুলো। আর এজন্যই সূর্যের সাথে মিল রেখে এর নামকরণ করা হয়েছে সান কোনুর।

13/02/2022

সকল পাখি প্রেমিককে ভালোবাসা দিবসের শুভেচ্ছা
Happy valentines day all Bird Lover🐦

28/01/2022

Song : Ar Hobena Dekha Re Bondhu
Singer : Sadman Pappu
Lyricist : Rasel Miya

আকাশে এখন কয়টা প্লেন উড়ছে? জানুন এক ক্লিকে  ইন্টারনেটে আপনি কীভাবে বেশি সময় কাটান? ফেসবুকিং না কি ইউটিউবে ভিডিও দেখে? উত...
11/01/2022

আকাশে এখন কয়টা প্লেন উড়ছে? জানুন এক ক্লিকে




ইন্টারনেটে আপনি কীভাবে বেশি সময় কাটান? ফেসবুকিং না কি ইউটিউবে ভিডিও দেখে? উত্তর যা-ই হোক, আপনার জেনে রাখা ভালো সামাজিক যোগাযোগমাধ্যম আর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাইরেও ইন্টারনেটে আছে একটি মজার দুনিয়া, যা জানলে আপনি অবাক হতে বাধ্য।

এই যেমন, আপনি এখন যেখানে অবস্থান করছেন, সেখানে কয়টি প্লেন উড়ছে আপনার মাথার ওপর; সেটা যদি এক ক্লিক করেই জানতে পারেন, তাহলে কেমন হবে? সেই প্লেন কতটা ওপর দিয়ে উড়ে যাচ্ছে বা দূরত্ব কত, কোথায় যাচ্ছে, তাও যদি জানা যায় সেই ক্লিকে? শুধু আপনি যেখানে আছেন সেখানকার কেন, সারা দুনিয়ায় এখন কোথায় কোন প্লেন উঠছে না নামছে, তাও যদি জানতে পারেন এক ক্লিকে, তাহলে কেমন হবে?

এর বাইরে, আপনি আগামীকাল যে প্লেনে উঠবেন, সেটা এখন কোথায় আর কী অবস্থানে আছে, সেটার বিস্তারিত তথ্যও যদি মোবাইল ফোনে ক্লিক করে জানা যায়, তাহলে কি ব্যাপারটা আরও ভালো হবে না?

হ্যাঁ, এসব প্লেন-সংক্রান্ত সব তথ্য জানার জন্য আছে জনপ্রিয় একটি ওয়েবসাইট। সাইটটির নাম ফ্লাইটট্রাডার২৪.কম। চাইলে আপনিও ক্লিক করে ঘুরে আসুন বিশ্বের সব প্লেনের দুনিয়ায়।

10/01/2022

কি অপরূপ আমাদের দেশ প্রিয় বাংলাদেশ!

17/11/2021

ময়নার রাগ ভাঙানোর চেষ্টা।

16/04/2021

Amazing talking bird Mynah, today I want to share with you a lovely, cute and funny pet in my home, it's an Bangladeshi mynah bird. she is familiar friendly ...

10/08/2020

My favorite Moyna is the Bangladeshi Hill Moyna . He can say nice things like he says Hello ,how are you, your name is a lot more, Mynah are sociable and enj...

Mr. Mithu meet her friend
24/06/2020

Mr. Mithu meet her friend

Bangladeshi green parrot is very beautiful. one of the characteristics of green parrots is that they make friends with people and can imitate people. if you ...

বাংলাদেশি সবুজ টিয়া।
15/06/2020

বাংলাদেশি সবুজ টিয়া।

Bangladeshi Ringneck parrot .

ছোট বসন্ত বাউরি |পাখির বাংলা নাম: ‘ছোট বসন্ত বাউরি’। ইংরেজি নাম: ‘কপারস্মিথ বারবেট (Coppersmith Barbet)’| বৈজ্ঞানিক নাম...
14/03/2020

ছোট বসন্ত বাউরি |

পাখির বাংলা নাম: ‘ছোট বসন্ত বাউরি’। ইংরেজি নাম: ‘কপারস্মিথ বারবেট (Coppersmith Barbet)’| বৈজ্ঞানিক নাম: Megalaima haemacephala | এরা নানান নামে পরিচিত, যেমন বসন্ত বউরি, বসন্ত বাওড়ি, বসন্ত বৌরি ইত্যাদি।

বসন্তকালে এদের দেখা মেলে। গ্রামের নির্জন রাস্তা ধরে হাঁটলে প্রজাতির ‘টুক্-টুক্-টুক..’ আওয়াজ কানে আসে। অনেক দূর থেকে শোনা যায় সে আওয়াজ। হঠাৎ আওয়াজটি কানে গেলে যে কেউ কামারের হাতুড়ি পেটার আওয়াজ মনে করতে পারেন। বিদঘুটে আওয়াজ হলেও সুরে রয়েছে চমৎকার তাল-লয়। শোনার আগ্রহ জাগে।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা আকারে চড়ুই পাখির সমান হলেও অনেক উচ্চস্বরে ডাকতে পারে। পাখি দেখতে ভারী চমৎকার। প্রথম দর্শনেই ভালো লাগে। সাধারণত এরা বসন্তকালে জনসন্মুখে আসে। অন্য সময়ে চলে যায় আড়ালে আবডালে। তাই বলে এরা কিন্তু পরিযায়ী নয়। দেশি প্রজাতির পাখি। হরেক প্রজাতির দেখা মেলে দেশে। তারমধ্যে এরা অতি সুলভ দর্শন। ঢাকা শহরেও হরহামেশাই দেখা মেলে। চোখ-কান খোলা রাখলে রাজধানীর উদ্যানগুলোতে নজরে পড়তে পারে এদের। উঁচু উঁচু গাছে এদের বিচরণ। ঘন পাতার আড়ালে থাকতে পছন্দ করে। বৃক্ষচারী পাখি; পারতপক্ষে মাটিতে নামেনা এরা।

প্রজাতির গড় দৈর্ঘ্য ১৬-১৭ সেন্টিমিটার। কপাল, বুক পরিষ্কার লাল। চোখের দু’পাশ থুতনি ও গলা হলুদ। মুখাবয়ব কালো। পিঠ ঘাসরঙা সবুজ। নিচের দিকে খাড়া খাড়া মোটা রেখা। ওড়ার পালক কালচে। বুক উজ্জ্বল লালের সঙ্গে সোনালি হলুদের পট্টি। লেজ খাটো। লেজের শেষপ্রান্ত সবুজাভ নীল। চোখের মনি কালচে-ধাতব। ঠোঁট শক্ত মজবুত, কালো। ঠোঁটের গোড়ায় ক’টি শক্ত লোম। পা বাদামি-লালচে। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম।

প্রধান খাবার: ছোট ছোট বুনোফল। বট-পাকুড়, বকুল, দেবদারু, পেয়ারা, জাম, আতা, সফেদা, জামরুল ইত্যাদি ফলের প্রতি আসক্তি বেশি। ফল সংকটে পোকামাকড়েও ভাগ বসায়। প্রজনন সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল। অঞ্চলভেদে সময়ের হেরফের হয়। যেমন ভারত, শ্রীলঙ্কায় ভিন্ন সময়ে বাসা বাঁধে। তবে সব স্থানেই এরা গাছের খোড়লে বাসা বাঁধে। নিজেরাই খোড়ল করে নেয়। ডিম পাড়ে ৩-৪টি। ফুটতে সময় লাগে ১৪-১৫দিন। শাবক উড়তে শেখে ১৫-২০ দিনে।

লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, 10/05/2019

Address

Pabna Dhaka
Pabna
1111

Telephone

+8801627753578

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pakhir Mela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pakhir Mela:

Videos

Share

Category