Voice For Voiceless

Voice For Voiceless We Work For Animals
(1)

কোটি কোটি মুরগির বাচ্চা যেদিন জন্ম হয় সেদিনই মৃত্যুর মুখোমুখি হয়। 💔😭পোস্টার ক্রেডিট: Aura নৈসর্গিক
29/06/2024

কোটি কোটি মুরগির বাচ্চা যেদিন জন্ম হয় সেদিনই মৃত্যুর মুখোমুখি হয়। 💔😭

পোস্টার ক্রেডিট: Aura নৈসর্গিক

28/06/2024

এক রাসেল'স ভাইপার এর গুজবে সারাদেশে অজস্র নির্বিষ উপকারী সাপ মেরে ফেলা হয়েছে যার প্রভাব একদিন মানুষ কেই ভোগ করতে হবে।

আজকের সেরা ছবি। 😍
27/06/2024

আজকের সেরা ছবি। 😍

কথা তো সত্য...ফটো ক্রেডিট: প্রাণীCool
26/06/2024

কথা তো সত্য...

ফটো ক্রেডিট: প্রাণীCool

রাসেল'স ভাইপার নিয়ে গুজব ছড়ানোর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের জীববৈচিত্র‍্য। রাসেল'স ভাইপার ভেবে নির্বিচারে নির্বিষ ও মৃদ...
26/06/2024

রাসেল'স ভাইপার নিয়ে গুজব ছড়ানোর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের জীববৈচিত্র‍্য। রাসেল'স ভাইপার ভেবে নির্বিচারে নির্বিষ ও মৃদু বিষধর সাপ যা মানুষের জন্য কোন ক্ষতিকর নয়। পোস্টারের সাপ গুলো কে চিনে রাখুন এবং এদের মা-রা থেকে বিরত থাকুন।

পোস্টার ক্রেডিট : DESCF (কোথাও রাসেল'স ভাইপার দেখলে পোস্টারে দেয়া নাম্বারে যোগাযোগ করুন)।

25/06/2024

কলাপাড়ার বালিয়াতলী থেকে বিষধর রাসেল'স ভাইপার এর বাচ্চা উদ্ধার।

RESPECT ❤️
24/06/2024

RESPECT ❤️

রাসেল'স ভাইপার সাপ বৃদ্ধি পাওয়ার জন্য কারা দায়ী...? আমরা মানুষে রাই কারণ প্রকৃতির যেসব প্রাণী রাসেল'স ভাইপার সাপ খেয়ে থা...
23/06/2024

রাসেল'স ভাইপার সাপ বৃদ্ধি পাওয়ার জন্য কারা দায়ী...? আমরা মানুষে রাই কারণ প্রকৃতির যেসব প্রাণী রাসেল'স ভাইপার সাপ খেয়ে থাকে আমরা তা হ-ত্যা করে বিলুপ্তির পথে নিয়ে এসেছি।

খাদ্য শৃঙ্খল এর কোন একটা প্রাণী কমে গেলে অন্য কোন প্রাণী বেড়ে যায় এভাবেই আমাদের কর্মের জন্য প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টি হয়।

আসুন আমাদের উপকারী বন্ধু বন্যপ্রাণী হ-ত্যা বন্ধ করি।।

পোস্টার ডিজাইন: ইয়াসিন মুহাম্মাদ তানভীর খান।

গুজবে বিশ্বাস করে আতঙ্কিত না হয়ে সচেতন হউন।।
23/06/2024

গুজবে বিশ্বাস করে আতঙ্কিত না হয়ে সচেতন হউন।।

23/06/2024

Blue throated Barbet - নীল গলা বসন্তবৌরী।।

শুধু শুধু গুজব না ছড়াই, সঠিক তথ্য যাচাই বাছাই করে অন্যদের সাথে শেয়ার করুন,  অযথা সচেতনতার নাম করে মানুষের মধ্যে গুজব ছড়ি...
22/06/2024

শুধু শুধু গুজব না ছড়াই, সঠিক তথ্য যাচাই বাছাই করে অন্যদের সাথে শেয়ার করুন, অযথা সচেতনতার নাম করে মানুষের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া মোটেও ভালো কাজ নয়, ধন্যবাদ।

জনসচেতনতায়: Animal Lovers Of Patuakhali-ALP

গুজবের ফলাফল ভয়াবহ হয়।রাসেল'স ভাইপার ভেবে মেরে ফেলা হলো বাংলাদেশের সবচেয়ে দুর্লভ সাপের ভিতর অন্যতম একটি সাপ নির্বিষ গোলব...
21/06/2024

গুজবের ফলাফল ভয়াবহ হয়।

রাসেল'স ভাইপার ভেবে মেরে ফেলা হলো বাংলাদেশের সবচেয়ে দুর্লভ সাপের ভিতর অন্যতম একটি সাপ নির্বিষ গোলবাহার অজগর।

মন ভালো করে দেয়ার মত ছবি 😍📷 Rodosee Hoque
21/06/2024

মন ভালো করে দেয়ার মত ছবি 😍

📷 Rodosee Hoque

20/06/2024

কুয়াকাটা সমুদ্র সৈকতে ইয়োলো বেলিড সী স্নেক।।

20/06/2024

গাছ কেটে চিৎকার করে বলি গরম লাগে,
বেজি,শিয়াল,গুইসাপ মেরে এখন চিৎকার করি সাপ কাটে বলে।।

Dog Faced Water Snake - কুকুরমোখা নোনা বোড়া সাপ (মৃদু বিষধর যা মানুষের জন্য ক্ষতিকর নয়) অথচ ডিবিসি মত একটা নিউজ চ্যানেলে...
19/06/2024

Dog Faced Water Snake - কুকুরমোখা নোনা বোড়া সাপ (মৃদু বিষধর যা মানুষের জন্য ক্ষতিকর নয়) অথচ ডিবিসি মত একটা নিউজ চ্যানেলে রাসেল'স ভাইপার সাপ বলে খবর প্রকাশ করেছে যা এই সাপ টার জীবনের জন্য হুমকির কারণ হবে। কারণ বর্তমানে এমনেতেই রাসেল'স ভাইপার নিয়ে যে পরিমাণ সত্য-মিথ্যার নিউজ এবং ফেসবুক গ্রুপে পোস্ট শেয়ার হচ্ছে তাতে মানুষ এমনেই আতঙ্কে রয়েছে। ভিউ আর কপি পেস্টের জন্য সচেতনতার নামে চলছে সচেতনতার নামে মিথ্যা তথ্য প্রচার।

কোন বিষয় না জানলে অন্তত চুপ থাকা শ্রেয়, কোন বিষয় প্রচার করার আগে অন্তত সত্য মিথ্যা যাচাই-বাছাই করে নেয়া উচিৎ।। ডিবিসি নিউজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যাতে ছবিটা সরিয়ে সঠিক সাপের ছবি ব্যবহার করা হয়।

দুইটা ছবির প্রথম টা ১৩ জুন ২০২৪ তারিখের যেখানে একটি সামুদ্রিক ডলফিন/শুশুক কে জীবিত তার পরিবেশে ফেরত দেয়ার জন্য স্বেচ্ছাস...
19/06/2024

দুইটা ছবির প্রথম টা ১৩ জুন ২০২৪ তারিখের যেখানে একটি সামুদ্রিক ডলফিন/শুশুক কে জীবিত তার পরিবেশে ফেরত দেয়ার জন্য স্বেচ্ছাসেবক'রা ৬ ঘন্টা কষ্ট করে তার পরিবেশে ফেরত দিয়েছেন।

দ্বিতীয় ছবিটা ২০২৩ সালের বালিদাহ বাজার,ইসলামপুর,জামালপুর নদীতে পেয়ে তারা বাজারে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে আসেন।।

বন্যপ্রাণী এবং সামুদ্রিক প্রাণী সহ সকল প্রাণী রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি। আমাদের সবার উচিৎ নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব মানুষের মাঝে সচেতনতা তৈরি করে যাওয়া। পরিবর্তন আসবেই.....

17/06/2024

মেছো বিড়াল টি দীর্ঘ ১৫ দিন এভাবে ছোট বক্সের ভিতর আটকে রাখে- অবশেষে মুক্তি।।

17/06/2024

কুরবানীর সময় মাংসের আশায় অনেক কুকুর বিরক্ত করতে পারে। প্লিজ কিছু দিয়ে কুকুরকে আঘাত করবেন না। সওয়াবের আশায় কুরবানী দিতে গিয়ে গুনাহ কামাবেন না। আল্লাহ আমাদের সবার কুরবানী কবুল করুন, আমিন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারাক।

একটু সহানুভূতি তো দেখানোই যায় 💔
16/06/2024

একটু সহানুভূতি তো দেখানোই যায় 💔

13/06/2024

সামুদ্রিক ডলফিন জলাশয়ে, উদ্ধার করে সমুদ্রে অবমুক্ত 🐬

গুইসাপ তাড়াতে গাছের মাথায় সে, ক্যামনে সম্ভব 🙄📷 Supti Kar
13/06/2024

গুইসাপ তাড়াতে গাছের মাথায় সে, ক্যামনে সম্ভব 🙄

📷 Supti Kar

"বুলেট দ্যা রিয়েল হিরো"সামনে পবিত্র ইদ উল আজহা। গত বৃহস্পতিবার রাত এক এলাকায় গরুচোর আসে ১৫-২০ জন। বুলেটের পাশের গ্রাম থে...
10/06/2024

"বুলেট দ্যা রিয়েল হিরো"

সামনে পবিত্র ইদ উল আজহা। গত বৃহস্পতিবার রাত এক এলাকায় গরুচোর আসে ১৫-২০ জন। বুলেটের পাশের গ্রাম থেকে নিয়ে যায় ১২ টি গরু। বুলেটকে যিনি পালেন তার পাশের বাড়ির খামারে আছে ২০ টি গরু। বুলেটকে যিনি খাবার দেন মাঝে মাঝে। গরুচোর ঐ গোয়ালে ডুকলে টের পেয়ে যায় বুলেট। একাই সব কিছু সামলে নেয়। চোর সব পালালেও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে বুলেট। গরু নিতে না পেরে বুলেটকে এলোপাথাড়ি কুপিয়েছে মারাত্মকভাবে। আজ দুপুরে বুলেটকে নিয়ে আসে আমাদের কাছে। শরীরের মোট ৭ জায়গায় কোপ লেগেছে, ছিড়ে গেছে নাক। প্রায় ৩ ঘন্টা ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় মোট ৩৭ টা সেলাই লাগে সমগ্র শরীরে। জোড়া লাগানো হয় দুই ভাগ হয়ে যাওয়া নাক। রক্ষা পায় প্রায় ৩৫ লক্ষ টাকার সম্পদ।

প্রতিদিনই এমন অনেক রোমাঞ্চকর গল্পের সাক্ষী হই আমরা। প্রশ্ন উঠে মানুষের মনুষ্যত্বে। দ্রুত সুস্থ হয়ে উঠো প্রিয় বুলেট। আমারা সবাই তোমার সুস্থতার অপেক্ষায়।

একজন ভেটেরিনারি ডাক্তার এর লেখা।।

পাখিদের খাঁচায় বন্দী বা ঢিল না মেরে তাদের প্রকৃতি তে থাকতে দিন।পাখিদের ভালোবাসুন, পাখিদের ভালোবাসতে শেখান।
09/06/2024

পাখিদের খাঁচায় বন্দী বা ঢিল না মেরে তাদের প্রকৃতি তে থাকতে দিন।

পাখিদের ভালোবাসুন, পাখিদের ভালোবাসতে শেখান।

করোনাভাইরাস এর কারণে যখন গোঁটা পৃথিবী নীরব হয়ে গিয়েছিলো,, তখন বিভিন্ন শহরে সমুদ্রে নিরাপদে ঘুরে বেড়ানো কিছু প্রাণিদের ছব...
08/06/2024

করোনাভাইরাস এর কারণে যখন গোঁটা পৃথিবী নীরব হয়ে গিয়েছিলো,, তখন বিভিন্ন শহরে সমুদ্রে নিরাপদে ঘুরে বেড়ানো কিছু প্রাণিদের ছবি।

প্রকৃতি অই সুযোগে কিছুটা হলেও নিজেকে সুস্থ করে নিয়েছিলো।

ছবিঃ সংগৃহীত।

যদি এরকম শো অফ করা প্রাণীপ্রেমী হও, তাহলে আর প্রাণীপ্রেমী হইও না..সকল প্রাণীকে সমানভাবে ভালোবাসতে শেখো, যদি স্ট্রীট ডগদে...
08/06/2024

যদি এরকম শো অফ করা প্রাণীপ্রেমী হও,
তাহলে আর প্রাণীপ্রেমী হইও না..

সকল প্রাণীকে সমানভাবে ভালোবাসতে শেখো,
যদি স্ট্রীট ডগদের/ বিড়ালদের/ বন্যপ্রাণী কে দূর ছাই করো, আর দেখে দেখে সুন্দর / ভালো জাতের প্রাণীকে আদর যত্ন করো, তাহলে তুমি প্রাণীপ্রেমী নও,
হিপোক্রিট!

আঁকা : অনিমেষ

06/06/2024

এভাবে শত শত ব্যাঙ মে-রে কাকড়া শিকার করে।

03/06/2024

ফেসবুকে এতদিন যারা গাছ লাগিয়েছেন তারা এবার মাটিতে লাগানো শুরু করুন (জুন মাস শুরু হয়েছে) আর ফেসবুকে ছবি/ভিডিও শেয়ার করুন।

03/06/2024

ঝর বৃষ্টিতে ওদের একটু আশ্রয় দিন।

সুন্দরবন টা খাওয়া বাকি ছিলো.. পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন ...
03/06/2024

সুন্দরবন টা খাওয়া বাকি ছিলো..

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় সেখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষতি করে কোনো স্থাপনা নির্মাণ কিংবা কোনো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে গড়ে ওঠা এসব রিসোর্ট বনের পরিবেশের ক্ষতি করছে। রিসোর্টগুলোর আশপাশে পানি, শব্দ ও মাটিদূষণ বাড়ছে। বনের প্রাণীরা ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে।

Address

Patuakhali
8600

Alerts

Be the first to know and let us send you an email when Voice For Voiceless posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice For Voiceless:

Videos

Share


Other Patuakhali pet stores & pet services

Show All