সাম্প্রতি কলাপাড়া উপজেলাধীন, জালাল উদ্দীন কলেজের রাসেল'স ভাইপার সাপ দেখা গেছে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট হয় যা খুব তারাতাড়ি ছড়িয়ে পরে বিষয়টি সম্পূর্ণ গুজব দয়া করে কেউ গুজবে কান দেবেন না।
অই সাপটি ২০২৩ সালে মারা হয়েছিলো,ভিডিও তে বিস্তারিত তুলে ধরছেন আমাদের সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী কে এম বাচ্চু।।
সর্পদংশন করলে "ওঝা নয়", হাসপাতালে চিকিৎসা হয়।
#snakebites #snakebitetreatment #antivenom #Patuakhali
অদ্য ১৮.৫.২০২৪ তারিখ কুয়াকাটা পৌরসভার ইলিশ পার্কের সামনে থেকে স্থানীয় জনসাধারণের তথ্য অনুযায়ী বসতবাড়ি থেকে জালে প্যাচানো অবস্থায় একটি Banded Krait- শঙ্খিনী সাপ উদ্ধার করেন Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সদস্য আরিফুল ইসলাম শাওন। তার সহযোগী হিসেবে ছিলেন সংগঠন এর নতুন সদস্য মো: ইমন এবং মো: আবু সালেহ।
শঙ্খিনী সাপ কে বরিশালের আঞ্চলিক ভাষায় দুমোখো সাপ বলাও হয়ে থাকে কারণ তারা ভাবে সাপ টির দুইটি মুখ রয়েছে মুলত সাপ টির একটিই মুখ এর লেজ ভোতা টাইপের হওয়ায় মানুষ ভুল ভেবে থাকে কিন্তু এর মুখ একটাই প্রশিক্ষণ ব্যতিত সাপ ধরা থেকে বিরত থাকুন।
পরবর্তীতে উদ্ধারকৃত সাপ টি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে তার প্রতি আমাদের দয়ামায়া থাকতে হবে।।
মাছের ঘেরে জাল দিয়ে পাখি নিধনের তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সিনিয়র সদস্য কে এম বাচ্চু।।
নির্বিষ জলঢোঁড়া সাপ- Checkered keelback
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পাখিমারা গ্রাম থেকে নির্বিষ জলঢোঁড়া সাপ উদ্ধার ও অবমুক্ত। #snake #checkeredkeelback #nonvenomous #wildlife #নির্বিষ #সাপ
অসুস্থ কুড়া ইগল চিকিৎসা দিয়ে সুস্থ করে অবমুক্ত।
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস কে না বলুন।
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার,গলাচিপা, পটুয়াখালী মহোদয়ের আতশবাজি না ফোটানোর জন্য আহবান।
অদ্য ২৮.১২.২৩ তারিখ পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের শুটকি পল্লী থেকে ০১টি অসুস্থ Pallas's Gul পাল্লাসের গাঙচিল পাখি উদ্ধার করেন Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সদস্য আরিফুল ইসলাম শাওন। পাখিটি বর্তমানে তার হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
নিবিড় পরিচর্যা ও চিকিৎসায় পাখিটা সুস্থ হলে পুনরায় তার উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
গত ২৪ তারিখের উদ্ধারকৃত বন বিড়াল অবমুক্ত
এই চাঁ--দা-বাজি থামাবে কে....?
সকাল বেলা তথ্য আসে কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশে হোটেল সি-ভীউ এর পাশে ব্লকের ভিতর ১ টি কুকুরের বাচ্চা আটকা পরে কান্না করতেছে,বিষয়টি সাথে সাথে Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সদস্য আরিফুল ইসলাম শাওন কে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রথমে ৩ টি বাচ্চা উদ্ধার করেন,পরবর্তীতে পাশে আরো ১ টি বাচ্চা কান্না শুনতে পান মোট ৪ টা বাচ্চা উদ্ধার করে মায়ের কাছে রেখে আসেন।
Smooth - Coated Ottar মসৃন ভোঁদর উদ্ধার।
Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন কর্তৃক ভোলা জেলার চরফ্যাশন উপজেলা থেকে ২ টি Smooth Coated Ottar উদ্ধার ও অবমুক্ত।
গত কিছুদিন আগে ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ০২ টি ভোঁদর আটক করে রাখা হয়েছে বিক্রি করার উদ্দেশ্য। পরবর্তীতে আমরা ৩ দিন যাবত বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে আটককারির ঠিকানা বের করতে সক্ষম হই।
পরবর্তীতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক জনাব অসিম মল্লিক এর দিকনির্দেশনা অনুযায়ী আমাদের দুজন সদস্য মোঃ সোহেল হোসেন রাসেল এবং আসাদুল্লাহ হাসান মুসা কে ভোঁদর দুইটি উদ্ধারে ভোলার চরফ্যাশনে যান। উপকূলীয় বন বিভাগ ভোলা'র বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম এর সহযোগিতায় চরফ্যাশন রেঞ্জের স্টাফদের নিয়ে গতকাল ৩০.১১.২৩ তারিখ সন্ধার পর ভোঁদর দুইটি উদ্ধার কর
বাচ্চাটা সকালে খাবার নিয়ে দেখি ঘরের ভিতর নেই,পরে অনেক খোঁজখুঁজির পর পেয়েছি, সকাল থেকে তাকে বিকেল পর্যন্ত দুধ খাওয়ানো হয় পরে সন্ধার পরে তাকে মুরগির মাংস আর ভাত খাওয়ানো হয়েছে। এখন খেয়ে ঘরের ভিতর আরাম করছে তবে আগে যেভাবে ঘর থেকে বের হয়ে এদিক ওদিক চলে যেতো সেটা এখন আর যায়না। মানুষ কে অনেক প্রচন্ড ভাবে ভয় পেয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশাকরি।
ছেলেটার নাম শুভ দাশ,সেন্টমার্টিন থেকে কুকুরের বাচ্চাটা নোয়াখালী নিয়ে যাচ্ছে। সাথে একটা বড় বালতি নিয়েছে ভিতরে কাপড় দিয়ে বাচ্চাটা রাখার জন্য তা বালতির ভিতরে রাখলে বাচ্চাটা কান্না করে বিধায় কোলে নিয়েই বসে আছে,আর বাচ্চাটা নেয়ার জন্য দুইটা শীট একা নিয়েছে গাড়ির।
আরো একটা বিষয় ভালো লাগছে, যেটা কুকুরের বাচ্চাটা দেখে অন্যান্য যাত্রীরা কেউ কিছু বলছেনা, আমি হাত দিয়ে একটু আদর করলে আরো অনেক যাত্রীরাও এগিয়ে আসছে বাচ্চাটাকে আদর করার জন্য। গাড়ির ড্রাইভার,সুপারভাইজার বা হেলপার তারাও আন্তরিক ছিলো।।
এমন পরিবর্তন আসুক সেটাই চাই,প্রাণিদের প্রতি মানুষের সংঘাত দূর হোক।।
Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন কর্তৃক ১ টি Grey headed fish eaggle - কুড়া ইগল উদ্ধার।।
গত ১১.১১.২৩ তারিখ আমাদের হটলাইনের মাধ্যমে তথ্য আসে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর একটি ইগল পাখি কারেন্টের শক খেয়ে আহত অবস্থায় পরে আছে। তাৎক্ষনিক আমাদের সদস্য বনি আমিন,রাকায়েত আহসান এবং রাকিবুল ইসলাম পাখিটা উদ্ধার করেন।
পরবর্তীতে অসুস্থ পাখি টা কে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হলে,পাখিটা সুস্থ হলে নিজেই তার নিজ ঠিকানা উড়ে যায়।।
#ফান্ড_পোস্টঃ
পটুয়াখালী জেলার,সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের বিগত কয়েক মাস আগে একটি অসুস্থ ঘোড়া বেওয়ারিশ ভাবে দেখা যায়,অই এলাকা থেকে Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যান ও পরিবেশবাদী সংগঠনের সাথে যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে যোগাযোগ করে একটি টিম গিয়ে প্রাথমিক ভাবে চিকিৎসা প্রদান করা হয়,পরবর্তীতে ঘোড়া টা চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে এনেও চিকিৎসা করা হয় কিন্তু কোন উন্নতি হয়নি।।
পটুয়াখালী আমাদের সিনিয়র প্রাণিপ্রেমী ভাইদের সহযোগিতায় ঘোড়া টি কে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শাখা বাবুগঞ্জে নিয়ে যাবো।।
উক্ত ঘোড়ার চিকিৎসার জন্য আমাদের টার্গেট অনুযায়ী ৫০ শতাংস টাকা উঠেছে,আমরা সবার আর্থিক সহযোগিতা আশা করছি,যে যার সামর্থ্যনুযী সহযোগিতা করে পাশে থাকবেন আশা করছি।।
ঘোড়