Animal Lovers Of Patuakhali-ALP

Animal Lovers Of Patuakhali-ALP Animal Rescue and Shelter

গতকাল ২৬.৬.২৪ তারিখ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রাম থেকে একটি অসুস্থ Yellow/ Golde...
27/06/2024

গতকাল ২৬.৬.২৪ তারিখ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রাম থেকে একটি অসুস্থ Yellow/ Golden monitor lizard - সোনা গুই উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সদস্য আল মুনজির ভাই।।

গত ২৪.৬.২৪ তারিখ সামাজিক বন বিভাগ বরিশাল এর তথ্য ও সার্বিক তত্বাবাধনে ঝালকাঠি জেলার এক ঘরের ভিতর থেকে ৩ টি কালনাগিনী- মৃ...
26/06/2024

গত ২৪.৬.২৪ তারিখ সামাজিক বন বিভাগ বরিশাল এর তথ্য ও সার্বিক তত্বাবাধনে ঝালকাঠি জেলার এক ঘরের ভিতর থেকে ৩ টি কালনাগিনী- মৃদু বিষধর (মানুষের জন্য ক্ষতিকর না) সাপ উদ্ধার করেন Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী আসাদুল্লাহ হাসান মুসা।

উল্লেখ্য যে আমরা পটুয়াখালী জেলা সহ পুরো বরিশাল বিভাগে সাপ সহ অন্যান্য বন্যপ্রাণী অপরাধ দমন ও সংরক্ষণের জন্য কাজ করে আসছি। বরিশাল বিভাগের এই ঝালকাঠি জেলা ব্যতীত অন্য ৫ টি জেলা থেকে আমাদের বন্যপ্রাণী উদ্ধারের রেকর্ড রয়েছে। ঝালকাঠি থেকে সাপ উদ্ধারে বরিশাল বিভাগের সকল জেলায় কাজ করার সুযোগ হলো।

পটুয়াখালী জেলা সহ বরিশাল বিভাগের সাপ সহ যেকোনো বন্যপ্রাণী বিপদগ্রস্ত দেখলে আমাদের কে তথ্য দিন, বন অধিদপ্তরের সহযোগিতায় আমরা চেষ্টা করবো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার।

আতঙ্কিত না হয়ে সচেতন হউন।।
24/06/2024

আতঙ্কিত না হয়ে সচেতন হউন।।

রাসেল'স ভাইপার সাপ বৃদ্ধি পাওয়ার জন্য কারা দায়ী...? আমরা মানুষে রাই কারণ প্রকৃতির যেসব প্রাণী রাসেল'স ভাইপার সাপ খেয়ে থা...
23/06/2024

রাসেল'স ভাইপার সাপ বৃদ্ধি পাওয়ার জন্য কারা দায়ী...? আমরা মানুষে রাই কারণ প্রকৃতির যেসব প্রাণী রাসেল'স ভাইপার সাপ খেয়ে থাকে আমরা তা হ-ত্যা করে বিলুপ্তির পথে নিয়ে এসেছি।

খাদ্য শৃঙ্খল এর কোন একটা প্রাণী কমে গেলে অন্য কোন প্রাণী বেড়ে যায় এভাবেই আমাদের কর্মের জন্য প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টি হয়।

আসুন আমাদের উপকারী বন্ধু বন্যপ্রাণী হ-ত্যা বন্ধ করি।।

পোস্টার ডিজাইন: ইয়াসিন মুহাম্মাদ তানভীর খান।

23/06/2024

সাম্প্রতি কলাপাড়া উপজেলাধীন, জালাল উদ্দীন কলেজের রাসেল'স ভাইপার সাপ দেখা গেছে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট হয় যা খুব তারাতাড়ি ছড়িয়ে পরে বিষয়টি সম্পূর্ণ গুজব দয়া করে কেউ গুজবে কান দেবেন না।

অই সাপটি ২০২৩ সালে মারা হয়েছিলো,ভিডিও তে বিস্তারিত তুলে ধরছেন আমাদের সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী কে এম বাচ্চু।।

গুজবে বিশ্বাস করে আতঙ্কিত না হয়ে সচেতন হউন।।
23/06/2024

গুজবে বিশ্বাস করে আতঙ্কিত না হয়ে সচেতন হউন।।

অদ্য ২২.০৬.২৪ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয় যে পটুয়াখালী ব্রীজের দক্ষিন পাশে স্থানীয় জনসাধারণ একটি সাপ দেখতে প...
22/06/2024

অদ্য ২২.০৬.২৪ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয় যে পটুয়াখালী ব্রীজের দক্ষিন পাশে স্থানীয় জনসাধারণ একটি সাপ দেখতে পান। দেশে প্রচলিত রাসেল'স ভাইপার নিয়ে গুজবের কারণে তারা মনে করেন সাপ টি মারাত্মক বিষধর রাসেল'স ভাইপার যা অল্প সময়ের ভিতরেই পুরো শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে যায় এবং উক্ত স্থানে অসংখ্য মানুষ জড় হয়ে যায়।

উক্ত তথ্য উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী'র কাছে আসলে বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী মহোদয়ের নির্দেশনায় বন বিভাগের স্টাফ এবং Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর প্রশিক্ষিত সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী আসাদুল্লাহ হাসান মুসা দ্রুত ঘটনাস্থলে যান এবং তারা উক্ত স্থানে এবং আশেপাশে ভালোভাবে খুঁজেন তবে কোথাও সাপ পাওয়া যায়নি। তারা উপস্থিত জনসাধারণের মাঝে সাপ সম্পর্কিত সচেতনতা মুলক বার্তা পৌছে দেন।

পটুয়াখালী জেলার জনসাধারণের প্রতি অনুরোধ থাকবে রাসেল'স ভাইপার নিয়ে গুজবে বিশ্বাস না করে সাপ হ-ত্যা থেকে বিরত থাকুন, সাপ দেখলে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিকটস্থ উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী'র অফিসে জানান অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন।

পটুয়াখালী জেলা সহ বরিশাল বিভাগের কোথাও রাসেল'স ভাইপার সাপ দেখলে Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্...
22/06/2024

পটুয়াখালী জেলা সহ বরিশাল বিভাগের কোথাও রাসেল'স ভাইপার সাপ দেখলে Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন কে জানান অথবা স্থানীয় বন বিভাগ কে জানান।

রাসেল'স ভাইপার নিয়ে আতঙ্ক নয়, চাই সচেতনতাবর্তমানে সারা দেশেই রাসেল্স ভাইপার (চন্দ্রবোড়া) সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে । ...
21/06/2024

রাসেল'স ভাইপার নিয়ে আতঙ্ক নয়, চাই সচেতনতা

বর্তমানে সারা দেশেই রাসেল্স ভাইপার (চন্দ্রবোড়া) সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে । গত ১০ বছর আগেও এই সাপটি তেমন চোখে পরত না । মূলত ২০১২ সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে বাংলাদেশের অনেক স্থানে ছড়িয়ে পড়েছে। রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে ।

রাসেলস ভাইপার স্বভাবগতই কিছুটা তেজী । এটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে সহজে মিশে যেতে পারে । মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে চলে যায়, ফলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে । এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে মূলত মানুষ হিসেবে আমরাই দায়ী । যেসকল প্রাণী রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। কিছু সাপ যেমন, শঙ্খচূড় (King Cobra), খইয়া গোখরা (Binocled Cobra), কালাচ/ কেউটে (Common Krait), শঙ্খিনী (Banded Krait) রাসেলস ভাইপারসহ অন্যান্য সাপ খেয়ে থাকে । বেজি, গুইসাপ, বাগডাশ, গন্ধগোকুল, বন বিড়াল, মেছো বিড়াল এরাও রাসেলস ভাইপার খেয়ে থাকে। এছাড়া তিলা নাগ ঈগল (Crested Serpent Eagle), সারস (Stork), মদন টাক (Lesser Adjutant) রাসেলস ভাইপার খেতে পারে । বন্যপ্রাণী দেখলেই তা নিধন করার প্রবণতা, কারণে অকারণে বন্যপ্রাণী হত্যা, এদের আবাসস্থল ধ্বংস করা সহ বিভিন্ন কারণে দেশের সর্বত্রই এসকল শিকারি প্রাণী আশঙ্কাজনকভাবে কমে গেছে, ফলে রাসেলস ভাইপার অত্যধিকহারে প্রকৃতিতে বেড়ে গেছে ।

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে ।

• যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন, সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না । প্রয়োজনে অভিজ্ঞ ব্যাক্তির সাহায্য নিন বা নিকটতম বন বিভাগ অফিসে খবর দিন ।
• যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে, সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন ।
• রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন ।
• সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না । রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন । দংশিত স্থানের উপরে হালকা করে বেঁধে দিন ।
• রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান ।
• আতঙ্কিত হবেন না, রাসেলস ভাইপারের অ্যান্টি ভেনম (Anti Venom) নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায় ।

লেখা: Bangladesh Forest Department
📷 সংগৃহীত।

21/06/2024

সর্পদংশন করলে ‍"ওঝা নয়", হাসপাতালে চিকিৎসা হয়।

অদ্য ২১.০৬.২৪ তারিখ আমাদের হটলাইনে তথ্য আসে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের মোহাম্মদ রু...
21/06/2024

অদ্য ২১.০৬.২৪ তারিখ আমাদের হটলাইনে তথ্য আসে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের মোহাম্মদ রুবেল এর বাড়িতে ০১ টি Banded Krait - শঙ্খিনী/দুমুখো (মারাত্মক বিষধর সাপ) জালে প্যাচিয়ে আটকে আছে। তাৎক্ষনিক Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকর্মী আল মুনজির ও এইচ এম মাসুদ হাসান দ্রুত ঘটনাস্থলে যান এবং সাপ টি কে জাল থেকে ছাড়িয়ে পুনরায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।

সবথেকে সুন্দর বিষয় ছিলো যে, যে বাড়িতে সাপ টি আটকে ছিলো তারা আমাদের সদস্যদের কে অনুরোধ করেছে যাতে সাপ টি আবার অই স্থানেই জাল থেকে ছাড়িয়ে অবমুক্ত করা হয়। কারণ তারা জানে এই সাপ টি মানুষের জন্য খুবই উপকারী সাপ। কারণ এই সাপ টি ইদুর সহ অন্যান্য বিষধর সাপ পর্যন্ত খেয়ে ফেলে। যে কারনে আমাদের সদস্যরা অই স্থানেই আবার সাপ টি অবমুক্ত করেন। দিনশেষে আমাদের সদস্যরা যে স্বেচ্ছায় এত শ্রম দিয়ে যাচ্ছেন তারই সুন্দর ফলাফল এগুলো।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এইচ এম মাসুদ ভাই এবং আল মুনজির ভাই এবং বিশেষ কৃতজ্ঞতা জহিরুল ইসলাম জে.এম.এস ভাইর প্রতি।।

অদ্য ২০.০৬.২৪ তারিখ পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের বীচে ০১ টি Yellow-bellied Sea Snake - ইয়োলো বেলিড সী স্নেক (প...
20/06/2024

অদ্য ২০.০৬.২৪ তারিখ পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের বীচে ০১ টি Yellow-bellied Sea Snake - ইয়োলো বেলিড সী স্নেক (প্রাণঘাতী বিষধর) দেখতে পেয়ে ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য মো.মাসুম বিল্লাহ Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন কে খবর দিলে সংগঠন এর সিনিয়র সদস্য কে এম বাচ্চু ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এবং প্রচুর বৃষ্টি থাকার কারণে সাপ টি দ্রুত উদ্ধার করে নিয়েন আসেন।

পরবর্তীতে বন বিভাগের অনুমতি সাপেক্ষে সাপ টি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

চন্দ্রবোড়া সাপে কাটলে কি করবেন? 🔲  সর্পদংশনের পর প্রাথমিক যে জরুরী করনীয় গুলো করা আমাদের জন্য প্রয়োজনীয় -◾ প্রথমত রোগীক...
20/06/2024

চন্দ্রবোড়া সাপে কাটলে কি করবেন?

🔲 সর্পদংশনের পর প্রাথমিক যে জরুরী করনীয় গুলো করা আমাদের জন্য প্রয়োজনীয় -

◾ প্রথমত রোগীকে আতঙ্কিত না হতে পরামর্শ দেয়া, দংশিত ব্যক্তিকে আশ্বস্থ করতে হবে যে দেশের হাসপাতাল গুলোতে বিনামূল্যে সর্প চিকিৎসা হয়, যথাসময়ে চিকিৎসা নিলে রোগী সুস্থ হয়ে উঠছে।

◾দংশিত বাহুর (হাত-পা) নিশ্চল অবস্থা নিশ্চিত করতে হবে এবং দংশিত ব্যাক্তিকে অবশ্যই স্থির থাকতে হবে দেহ নড়াচড়া করা যাবে না। যদি নিম্নবাহু পায়ে দংশন করে তবে বসে পড়তে হবে হাটাচলা করা যাবে না।যদি উর্ধবাহু হাতে দংশন করে, তবে হাত নড়াচড়া করা যাবে না। অনেকটা হাত-পা ভাংলে যেভাবে স্থির রেখে গামছা-কাপড় দিয়ে হাত ঝুলিয়ে দেয়া হয় যাতে করে নড়াচড়া না করতে পারে।

◾কোন প্রকার বাধ দেয়া ও কাটাছেঁড়া করা যাবে না।

◾যতদ্রুত সম্ভব হাত-পায়ে লাগানো চুড়ি,ঘড়ি,আংটি,নূপুর,তাবীজ,তাগা ইত্যাদি খুলে ফেলা

◾রোগীকে এক পাশে(বাম দিকে) কাত হয়ে রাখা।

◾অতিদ্রুত রোগীকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে অ্যাম্বুলেন্স কিংবা মটর বাইকের সাহায্যে।

◾ যদি শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তবে মুখ দিয়ে শ্বাসপ্রশ্বাস দেয়ার ব্যবস্থা করতে হবে প্রয়োজন হলে।

⭕ সর্পদংশনের পর সাপ মারা ও ধরার পিছনে অযথা সময় নষ্ট করা যাবে না কোন প্রয়োজন নেই।
⭕খালি হাতে সাপ ধরা যাবে না মৃত হলেও (সাপ চিনতে না পারলে এবং সাপ না নিয়ে গেলে ও চিকিৎসা চলবে অযথা এই বিষয়ে চিন্তত হওয়ার প্রোয়োজন নেই) যদি দংশন করা সাপটি দূর্ঘটনাবশত মারা হয়ে থাকে পূর্বেই তাহলে হাসপাতালে নিয়ে যেতে পারলে ভালো কারন দ্রুত সিদ্ধান্ত নেয়া যাবে প্রোয়োজনীয় ব্যবস্থা করে নিতে সর্প চিকিৎসার ক্ষেত্রে সাপটি শনাক্ত করা গেলে।

প্রাথমিকভাবে এই পদক্ষেপ গুলো নেয়ার উদ্দেশ্যে-

❇️ যাতে করে দেহ কোষে বিষের উপস্থিতি যথাসম্ভব খুবই মন্থর গতিতে ছড়ায়।
❇️ মৃতু ঝুঁকি ও হাসপাতালে যাওয়ার আগে শারীরিক জটিলতা কমিয়ে আনার চেষ্টা করা।
❇️ বিষ প্রয়োগের পর বিপদজনক লক্ষণ গুলো কমিয়ে আনা ও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা
❇️ সর্প দংশনের ক্ষতি হতে রোগীর জীবন রক্ষা করা।

🚫 ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করে স্বেচ্ছায় মৃত্যু ডেকে না আনা।

🚫 না জেনে অন্যের কথা শুনে প্রচলিত কুসংস্কার সম্পর্কিত চিকিৎসা পন্থা অবলম্বন না করা এবং ওঝার পিছনে সময় নষ্ট করে মৃত্যুর ঝুকি বাড়িয়ে না তোলা। যথাসময়ে ব্যবস্থা না নিতে পারলে অবস্থা সংকটাপন্ন হতে পারে।কাজেই এক সেকেন্ড ও অযথা সময় নষ্ট করা যাবেনা কারন চিকিৎসার জন্য সর্পদংশনের পরবর্তী প্রতিটি সময়ই অতিমূল্যবান।

🔲 চিকিৎসা সম্পর্কিত বিস্তারিত -

সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়ছে যে চন্দ্রবোড়া সাপের চিকিৎসা নেই তথ্যটি সত্য নয়। চন্দ্রবোড়া সাপের দংশন মানেই মৃত্যু নয়।

ভারতের বিগ ফোর (Russell’s Viper, Common Krait, Spectacled Cobra ,Saw scaled Viper) সাপের বিষদিয়ে তৈরী প্রতিষেধক (পলিভ্যালেন্ট এন্টিভেনম) যেটি আমাদের দেশে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, কিছু জেলা সদর হাসপাতাল ও কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ থাকে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য যা ভারত থেকে আমদানি করা হয়। যেহতু Russell’s Viper চন্দ্রবোড়া সাপের বিষের উপদান দিয়ে তৈরী প্রতিষেধক তাই সেটা কার্যকর আমাদের দেশে চন্দ্রবোড়া সাপের দংশন হলে। ডোজ প্রতি মূল্য ১০ হাজারের অধিক এটি বিনামূল্যে প্রদান করা হয় সাপেকাটা রোগীদের জন্য। তাই ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে পারলেই ডাক্তারদের আন্তরিক চেষ্টায় অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তাই সাপে কাটলেই কাল বিলম্ব না করেই হাসপাতালে যাওয়া যেহতু বাঁচতে হলে অপশন একটা ই।

চন্দ্রবোড়া সাপের বিষক্রিয়ায় মূলত (Hemotoxic Effect) রক্তজনিত জটিলতা দেখা দেয় এছাড়াও রয়েছে কিছুটা (Neurotoxic Effect) তবে বেশির ভাগ ক্ষেত্রে মারাত্মক আকার ধারন করলে (Nefrotoxic Effect) কিডনি জনিত জটিলতা দেখা দেয়। চন্দ্রবোড়া সাপে কাটলে 24-72 ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষনে রক্ত পরীক্ষা (WBCT20) পজিটিভ ও উপসর্গ দেখা দিলেই কেবল প্রতিষেধক সহ আনুসাঙ্গিক চিকিৎসা দেয়া হয় প্রয়োজন অনুযায়ী।

🛑 চন্দ্রবোড়া সাপের দংশনে উপসর্গ -

◾দংশিত স্থান ফুলে যাওয়া সহ প্রচণ্ড ব্যথা পাওয়া।
◾চোখের পাতা পড়ে আসা।
◾মাড়ি দিয়ে রক্তপড়া।
◾রক্ত বমি হওয়া।
◾নাক দিয়ে রক্তপড়া।
◾কফ থুতু সাথে রক্ত বের হওয়া।
◾রক্তমল এবং প্রস্রাবের সাথে রক্ত বের হওয়া।
◾দংশিত ক্ষত স্থান দিয়ে ক্রমাগতভাবে রক্ত ঝরা।
◾এছাড়াও তীব্র ব্যাথা অনুভব হওয়া দংশিত স্থান সংলগ্ন বাহুতে। ফোস্কা পড়া।

🔲 চন্দ্রবোড়া সাপের দংশন থেকে বাঁচতে করনীয় -

🔘ধানকাটার মূহুর্তে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সহিত লক্ষ্য রাখা প্রয়োজনে লম্বা বাশ ব্যবহারে জায়গাটি দেখে নেয়া সাপের অবস্থান আছে কিনা।চন্দ্রবোড়া সাপের অনেকটা প্রেশার কুকারের ন্যায় শব্দেই অবস্থান বুঝতে পারবেন।

🔘কৃষিজমিতে এদের বিচরণ খুব বেশি, ইঁদুর এদের প্রধান খাদ্য তাই। সম্ভব হলে কৃষিকাজে গামবুট,হ্যান্ড গ্লাভস ইত্যাদি নিরাপত্তা মূলক সরঞ্জামাদি ব্যবহার করা প্রয়োজনে কৃষি অধিদপ্তরের সহযোগিতা নিন।

🔘ধানক্ষেতে ইঁদুরের স্তুপকৃত মাটির ডিপিতে সাপ আছে কিনা দৃষ্টি রাখা।

🔘কোন গর্ত থাকলে অবশ্যই ভরাট করতে হবে যাতে করে গর্তে কোন ইঁদুর যাতে অবস্থান নিতে না পারে।

🔘খালি পায়ে হাঁটা যাবে না এবং চলার পথে অবশ্যই ঝোপঝাড় সম্পন্ন রাস্তা এড়িয়ে চলতে হবে।

🔘 চন্দ্রবোড়া সাপের দেহ বর্ণের সংমিশ্রণ ধানক্ষেত এবং ঝোপঝাড়ের সাথে মিশে থাকায় খুব সহজে আপনার নজরে আসবে না তাই হাটার সময় পথ চলতে চোখ খোলা রেখে চলতে হবে।

🔘মাছ ধরার সময় চাইয়ের ও জালের মধ্যে সাপ আছে কিনা খেয়াল রাখতে হবে।

🔘স্তূপকৃত লাকড়ি,ইট-কাঠের টুকরো খুব সাবধানে উল্টানো। প্রয়োজনে লাঠি দিয়ে চেক করে নিন।

🔘বাসা-বাড়িতে খাবারের উচ্ছিষ্ট না ফেলা ,পোকামাকর নিধন ও অন্যান্য প্রানির প্রবেশ বন্ধ রাখা সহ গৃহপালিত প্রাণী (হাস-মুরগী-কবুতর) বাড়ির ভিতরে না রাখা।

🔘বাড়ির চারপাশ ঝোপঝাড় মুক্ত রাখা যাতে করে সাপ লুকিয়ে অবস্থান নিতে না পারে।

🔘 মশারী টানিয়ে ঘুমানো সম্ভব হলে মেঝেতে না ঘুমানো।

🔘 যেখানে চন্দ্রবোড়া সাপর বিচরণ আছে সেখানে পথচলতে লাঠিদিয়ে নাড়িয়ে সম্ভব হলে শব্দ করে একটু দেখে শুনে চলা।

🔘 প্রয়োজনে বাড়ির চারিপাশে নেট দিয়ে রাখা যাতে করে সাপ প্রবেশ করতে না পারে।

🔲 পূর্ব প্রস্তুতি ও সতর্কতামূলক করনীয় -

চর অঞ্চলে বিশেষ করে নদী বাহিত এলাকায় চন্দ্রবোড়া সাপের বিচরণ বেড়েছে। মৃত্যু ঝুঁকি কমাতে কিছু সতর্কতা অবলম্বনের মাধ্যমেই কেবল চন্দ্রবোড়া সাপের দংশন এড়িয়ে চলা সম্ভব।

◾প্রথমত নিকটস্থ হাসপাতালে সর্পচিকিৎসা হয় কিনা এন্টিভেনম সরবরাহ আছে কিনা খোঁজ নিয়ে রাখা। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা করা।

◾জরুরী পরিবহনের ব্যবস্থা রাখা।

রফিক ইসলাম
সহকারী গবেষক
ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ।

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মধ্য আঙ্গুলকাটা গ্রামের আর্শ্বেদ আলী হাওলাদারের স্ত্রী গত ১৮ জুন সাপের দংশনে মৃত্যু বর...
20/06/2024

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মধ্য আঙ্গুলকাটা গ্রামের আর্শ্বেদ আলী হাওলাদারের স্ত্রী গত ১৮ জুন সাপের দংশনে মৃত্যু বরণ করেন। এবং তা গণমাধ্যমে রাসেল'স ভাইপার কামড় দিয়েছে বলে ছড়িয়ে পরে। উক্ত ঘটনাস্থলে আজ Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর একটি টিম সত্যতা যাচাই-বাছাই এবং এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি তে একটি টিম যান। পরিবারের সাথে কথা বলে জানতে পারেন তারা কামরের সময় সাপ দেখতে পায় নাই। পরের দিন অই ঘরের ভিতরে ১ টা সাপ দেখতে পায় তার পরিবারের লোক ও এলাকাবাসী৷ সেখানে তাদেরকে রাসেলস'স ভাইপার, পদ্ম গোখরা, খৈয়া গোখরা সহ অন্যান্য বিষধর সাপের ছবি দেখানো হয় তারা ছবি দেখে জানান পদ্ম গোখরার মত সাপ দেখতে পায়।

কিন্তু আমাদের বোধগম্য হয় না কে বা কারা এই পদ্ম গোখরা সাপকে রাসেলস'স ভাইপার সাপ বলে পুরো ফেসবুক জুড়ে প্রচার করছে।

আসুন সাপ সম্পর্কে আতংকিত না হয়ে সত্য যেনে প্রচার করি৷ গুজব না ছড়াই।

বিশেষ কৃতজ্ঞতা: কাওসার মাদব্বর।
গণমাধ্যম কর্মী আমতলী উপজেলা।

17/06/2024

কুরবানীর সময় মাংসের আশায় অনেক কুকুর বিরক্ত করতে পারে। প্লিজ কিছু দিয়ে কুকুরকে আঘাত করবেন না। সওয়াবের আশায় কুরবানী দিতে গিয়ে গুনাহ কামাবেন না। আল্লাহ আমাদের সবার কুরবানী কবুল করুন, আমিন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারাক।

অদ্য ১৬.০৬.২৪ তারিখ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বিলবিলাস গ্রামে ২ টি Blue throated Barbet - নীল গলা বসন্তবৌরি এর বাচ্চ...
16/06/2024

অদ্য ১৬.০৬.২৪ তারিখ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বিলবিলাস গ্রামে ২ টি Blue throated Barbet - নীল গলা বসন্তবৌরি এর বাচ্চা ছোট ছেলেমেয়েরা পরিত্যক্ত অবস্থায় পেয়ে পোষার উদ্দেশ্য বাড়িতে নিয়ে আসার তথ্য আসলে Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সদস্য ইয়াসিন মুহাম্মাদ তানভীর খান ছোট ছেলেমেয়েদের কে বুঝিয়ে পাখির বাচ্চা দুইটি যেখানে পেয়েছে সেখানে নিয়ে গেলেই বাচ্চা পাখির মা চলে আসে। পরবর্তীতে বাচ্চা দুইটি কে সেখানে রেখে আসলে মা পাখি বাচ্চাগুলো কে নিয়ে যায়।।

গত ১৪.০৬.২৪ তারিখ তন্ময় আচার্য্য বণ্যপ্রাণী ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অ...
16/06/2024

গত ১৪.০৬.২৪ তারিখ তন্ময় আচার্য্য বণ্যপ্রাণী ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল খুলনা এবং অসিম মল্লিক বন্যপ্রাণী পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর তথ্য অনুযায়ী উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী এর মহিপুর রেঞ্জের সহযোগিতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নৌ- বাহিনীর ২ নং গেট সংলগ্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ১ টি Fishing Cat- মেছো বিড়াল উদ্ধার করেন মহিপুর বন বিভাগ এবং Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সদস্য এইচ এম মাসুদ হাসান, মো: ইউসুফ রনি ও ইবনে আল আফান।

জানা যায় মেছো বিড়াল টি ফাঁদ পেতে ধরে দীর্ঘ ১৫ দিন যাবত একটা বক্সের ভিতর আটক করে রাখে। অপরাধী বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ সম্পর্কে অবগত না থাকায় এই কাজ করেছে বলে জানান এবং তিনি ভবিষ্যৎ এমন কাজ করবেনা মর্মে বন বিভাগের কাছে মুচলেকা দেন।

পরবর্তীতে উদ্ধারকৃত মেছো বিড়াল টি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বন বিভাগ ও সংগঠন এর সদস্যরা প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।

দীর্ঘ ১৫ দিন আটক রাখা একটি মেছো বিড়াল উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।। বিস্তারিত আসছে....
14/06/2024

দীর্ঘ ১৫ দিন আটক রাখা একটি মেছো বিড়াল উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।।

বিস্তারিত আসছে....

অদ্য ১৩.০৬.২৪ তারিখ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন এর জালালপুর  গ্রাম থেকে ১ টি জীবিত ডলফিন উদ্ধার করে স...
13/06/2024

অদ্য ১৩.০৬.২৪ তারিখ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন এর জালালপুর গ্রাম থেকে ১ টি জীবিত ডলফিন উদ্ধার করে সমুদ্রে অবমুক্ত করেন স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী এর সদস্য মো: আল মুনজির, মো: সুজন এবং ডলফিন রক্ষা কমিটি কুয়াকাটা'র সদস্যরা। এর আগে অই এলাকার জেলেরা নদী থেকে মাছ ফেরার পথে জালে প্যাচানো অবস্থায় পেয়ে তারা জাল থেকে ছাড়িয়ে এনে রাস্তার পাশে জলাশয় রাখেন। সেই তথ্য পেয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিক এবং ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি এর পরামর্শ অনুযায়ী ডলফিন টি কে উদ্ধার করে নিবিড় পর্যক্ষনে রেখে খাবার দিয়ে শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তীতে বিকেল ৬ টার দিকে সমুদ্রে অবমুক্ত করেন সংগঠন এর সদস্য আল মুনজির ও মো: সুজন সহ ডলফিন রক্ষা কমিটি কুয়াকাটা এবং স্থানীয় জনসাধারণ।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডলফিন টি উদ্ধার করে গভীর সমুদ্রে অবমুক্তকরণে অক্লান্ত পরিশ্রম করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি।

অদ্য ১২.০৬. ২৪ তারিখ পটুয়াখালীর ২ নং ব্রীজ থেকে ২ টি আটককৃত তিলা ঘুঘু পাখি উদ্ধার করেন Animal Lovers Of Patuakhali - ALP...
12/06/2024

অদ্য ১২.০৬. ২৪ তারিখ পটুয়াখালীর ২ নং ব্রীজ থেকে ২ টি আটককৃত তিলা ঘুঘু পাখি উদ্ধার করেন Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সদস্য ফারহানা মিশু টুম্পা এবং আসাদুল্লাহ হাসান মুসা।

রাসেল'স ভাইপার বিষয়ে আগ্রহীরা পড়ুন।আপনি জানেন কি বাংলাদেশে সাপে কাটা রোগীকে চিকিৎসা করা হয় যে এন্টিভেনম দিয়ে তা কোথা থেক...
10/06/2024

রাসেল'স ভাইপার বিষয়ে আগ্রহীরা পড়ুন।

আপনি জানেন কি বাংলাদেশে সাপে কাটা রোগীকে চিকিৎসা করা হয় যে এন্টিভেনম দিয়ে তা কোথা থেকে আসে এবং কোন সাপের বিষের বিপরীতে এই এন্টিভেনম কার্যকর?

আসুন জানা যাক......
বাংলাদেশে সাপে কাটা রোগীর চিকিৎসা হয় পলিভ্যালেন্ট এন্টিভেনম দিয়ে, যা মূলত এক ধরনের ককটেল এন্টিভেনম। এটির উৎপাদনের সাথে সরাসরি জড়িত চারটি সাপের (খৈয়া গোখরা, রাসেল'স ভাইপার/চন্দ্রবোড়া, পাতি কালকেউটে এবং স স্কেলড ভাইপার) বিষ। সুতরাং বাংলাদেশে ব্যবহৃত এন্টিভেনম মোটা দাগে সকল গ্রুপের বিষের বিরুদ্ধে কাজ করে ফলে চিকিৎসা কেন্দ্রগুলো সাফল্যের সাথে বিগত সময়ে চিকিৎসা হয়ে আসছে।

এই এন্টিভেনম বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সরকারি ভাবে আমদানি করা হয়।

বাংলাদেশের রাজশাহী, ফরিদপুর, মাদারীপুর প্রভৃতি মেডিকেল কলেজগুলোতে সাফল্যের সাথে গত কয়েক বছর রাসেল'স ভাইপার সাপের কামড়ের চিকিৎসা হয়েছে এবং প্রতি নিয়ত এই চিকিৎসা হচ্ছে।

সুতরাং কোন গুজবে কান না দিয়ে সর্পদংশন হলেই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসুন।

© Awal Samir

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তাঅর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্য নিয়ে গলাচিপা ...
05/06/2024

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা
অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্য নিয়ে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা।

আমাদের Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন কে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়ায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন আল হেলাল মহোদয় এর প্রতি।

Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর ঘূর্ণিঝড় রিমালের জন্য পটুয়াখালী জেলায় ...
04/06/2024

Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর ঘূর্ণিঝড় রিমালের জন্য পটুয়াখালী জেলায় মালিকানাহীন কুকুরের জন্য খাবার প্রদান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলো। গত ৪ দিনে জেলার ৫ টি উপজেলার ১২ টি স্থানে আনুমানিক ১৮৫০ এর অধিক কুকুরের খাবার প্রদান করা হয়েছে।

প্রাপ্ত ফান্ডের হিসাব:

টোটাল ফান্ড এসেছে: ২৬৯০০
টোটাল খরচ হয়েছে: ২৪৪৯০

জমা আছে: ২৪১০ টাকা।

প্রথম দিনের খরচ:

পটুয়াখালী সদর: ২৫০০ (খাবার বাবদ-২২০০ এবং ভারা বাবদ - ৩০০)।

কুয়াকাটা: ২৫০০ টাকা (খাবার বাবদ ২২০০ এবং ভারা বাবদ ৩০০ টাকা)।

গলাচিপা উপজেলা: ২৫০০ টাকা ( খাবার বাবদ- ২১০০ টাকা এবং ভারা বাবদ ৪০০ টাকা)।

চরমোন্তাজ: ২৬৭০ টাকা ( খাবার বাবদ -২৩৭০ টাকা এবং ভারা বাবদ ৩০০ টাকা)।

২য় দিনের খরচ:

চর কাজল - ২৮০০ টাকা (খাবার বাবদ ২৪০০ টাকা এবং ভারা বাবদ ৪০০ টাকা)।

দুমকি: ২২৫০ টাকা ( খাবার বাবদ ২০০০ টাকা এবং ভারা বাবদ ২৫০ টাকা)।

কলাপাড়া (পাখিমারা): ১২০০ ( খাবার বাবদ ১০০০ টাকা, ভারা বাবদ- ২০০ টাকা)।

৩য় দিনের খরচ:

চর বিশ্বাস, চর আগস্তি, চর বাংলা: ৪৬০০ ( খাবার বাবদ ৪০০০ টাকা এবং ভারা বাবদ ৬০০ টাকা)

কলাপাড়া: ২০০০ টাকা ( খাবার বাবদ ১৭০০ টাকা এবং ভারা বাবদ ৩০০ টাকা)।

৪র্থ দিনের খরচ:

চিকনিকান্দি: ১০৩৫ টাকা সম্পুর্ন খাবার।।

টোটাল: ২৬৯০০- ২৫০০-২৫০০-২৫০০-২৬৭০-২৮০০-২২৫০-১২০০-৪৬০০- ২০০০-১০৩৫- ৩৯০- ৪৫ = ২৪১০ টাকা অবশিষ্ট আছে। ( বিকাশ খরচ- ৩৯০ এবং ৪৫ টাকা)।।

নোট: অবশিষ্ট ২৪১০ টাকা আমাদের কাছে রয়েছে এই টাকা টা গাছ লাগানো অথবা কুকুরের চিকিৎসার কাজে ব্যয় করা হবে, যদিও আপনারাও পরামর্শ দিতে পারেন। এছাড়াও যদি কারো কোন প্রশ্ন থাকে করতে পারেন।

আমাদের আরো একটি বড় সফল উদ্ধার অভিযান।।
03/06/2024

আমাদের আরো একটি বড় সফল উদ্ধার অভিযান।।

বরিশাল: অনলাইনে বিজ্ঞাপন দিয়ে কচ্ছপ বিক্রির সময় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২১টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।  শন.....

03/06/2024

💙

Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় অঞ্চলের...
02/06/2024

Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় অঞ্চলের মালিকানাহীন কুকুরের মাঝে খাবার প্রদান কর্মসূচিতে আমরা পটুয়াখালী জেলার ৫ টি উপজেলার ১২ টি স্থানে এখন পর্যন্ত আনুমানিক ১৮০০ এর অধিক কুকুরের মাঝে খাবার প্রদান করেছি। যেসব অঞ্চলে খাবার প্রদান করা হয়েছে বেশিরভাগ অঞ্চলই দূর্গম যেখানে নদীপথ ছাড়া কোন যাতায়াত ব্যবস্থা নেই। সেসব এলাকায় আপনাদের দেয়া সহায়তা পৌছে দেয়ার জন্য অক্লান্ত পরিশ্রম সংগঠন এর সদস্যরা করেছেন। অইসব অঞ্চলের মানুষ কখনো এই কার্যক্রম দেখেন নাই যে মানুষ অসহায় প্রাণিদের জন্যও কাজ করেন। এবং প্রত্যেক জায়গায় চেষ্টা করা হয়েছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ কে অন্তর্ভুক্ত করা যাতে অইসব এলাকায় প্রাণিদের প্রতি নির্যাতন না হয় বা হলেও খুব সহজেই আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়। উপকূলীয় অঞ্চলের বিভিন্ন চরে খাবার পৌছে দেয়া ছিলো অনেক কষ্টসাধ্য কিন্তু তারপরো স্বেচ্ছাসেবীরা বসে থাকেন নি। এমনো হয়েছে প্রথম দিন খাবার দিয়ে দুজন ভলান্টিয়ার কে হোটেলে থাকতে হয়েছে, গতকাল এক চরে গিয়ে আটকে গিয়ে ৩ জন ভলান্টিয়ার কে মুজিব কেল্লায় আশ্রয় নিতে হয়েছে এবং রাতে না খেয়ে কাটিয়েছে। প্রথম দিনে ৪/৫ জন ভলান্টিয়ার খাবার দিয়ে বাসায় ফিরতে রাত ১১.৩০ বেজে গেছে এত কষ্ট করে তারা আপনাদের দেয়া সহযোগিতা সঠিকভাবে অবলা প্রাণির মুখে তুলে দেয়ার চেষ্টা করেছেন।

আমরা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করে আমাদের পাশে ছিলেন। সবাই দোয়া করবেন আমাদের সেইসকল ভলান্টিয়ারদের প্রতি যারা এত পরিশ্রম করে কাজগুলো করে যাচ্ছেন।

গতকাল গলাচিপা উপজেলার চর বিশ্বাস, চর আগস্তি, চর বাংলায় মালিকানাহীন কুকুরের খাবার দেয়ার কথা থাকলেও মাননীয় সংসদ সদস্য'র উক...
01/06/2024

গতকাল গলাচিপা উপজেলার চর বিশ্বাস, চর আগস্তি, চর বাংলায় মালিকানাহীন কুকুরের খাবার দেয়ার কথা থাকলেও মাননীয় সংসদ সদস্য'র উক্ত এলাকায় পরিদর্শন থাকার কারণে গতকাল না দিয়ে আজ দেয়া হবে এবং সেই সাথে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নেও খাবারের আয়োজন করা হচ্ছে।

উপরোক্ত সকল স্থানের সচেতন নাগরিক দের খাবার প্রদানে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।।

সামাজিক বন বিভাগ বরিশাল, বরিশাল মহানগর পুলিশ এবং Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদ...
31/05/2024

সামাজিক বন বিভাগ বরিশাল, বরিশাল মহানগর পুলিশ এবং Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর যৌথ অভিযানে বরিশাল সদর থেকে ২১ টি Indian roofed turtle - কড়ি কাইট্টা উদ্ধার।।

বিস্তারিত আসছে আগামীকাল......

31/05/2024

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই Rased Bappy 💙🙏

আলহামদুলিল্লাহ, Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর ঘূর্ণিঝড় রিমালের কারনে...
31/05/2024

আলহামদুলিল্লাহ, Animal Lovers Of Patuakhali - ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর ঘূর্ণিঝড় রিমালের কারনে মালিকানাহীন কুকুরের খাবার প্রদান কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল পটুয়াখালী জেলার ৩ টি উপজেলায় আনুমানিক ৫৫০+ কুকুর কে খাবার প্রদান করা হয়।

অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা যারা আর্থিক সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতার জন্যই এই অবলাদের মুখে খাবার তুলে দেয়া সম্ভব হয়েছে।

বিশেষ কৃতজ্ঞতা ALP পরিবারের আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর ভাবে কার্যক্রম সম্পন্ন করেছে।

সহযোগিতার জন্য: 01736-106281 ( বিকাশ/নগদ/ রকেট)।

নোট: আজ এক উপজেলায় খাবার প্রদানের প্রস্তুতি চলছে।

Address

Patuakhali District
Patuakhali
8600

Alerts

Be the first to know and let us send you an email when Animal Lovers Of Patuakhali-ALP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Animal Lovers Of Patuakhali-ALP:

Videos

Share