Rupoms aviary & vlogs

Rupoms aviary & vlogs Assalmualy k*m
Rupom's aviary & vlogs☺️📸
পাখির খামারে welcome
☆☆☆
☆☸☬──▚❤▞ ──☬☸☆
❖─😊
(18)

20/09/2024

যে তোমাকে সঠিক🥀 পথ দেখাবে-
তার গালি, বকা খাওয়া 'ও শ্রেয়

ভালো থাক, ভালোবাসার🥀 মানুষদের, পাখি গুলি 🕊️

শুক্রবার 🥀আপনি যে জিনিসটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন 🤲আল্লাহ যেনো সেই জিনিসটা আপনাকে দান করে।💌                  ...
20/09/2024

শুক্রবার
🥀আপনি যে জিনিসটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন 🤲আল্লাহ যেনো সেই জিনিসটা আপনাকে দান করে।💌
আমিন।

জুম্মা মোবারক
শুভ দুপুর 🌿

✅পাখির খাবার কিভাবে রিচ করবেন? শুধু গম ভুট্টা দিয়ে রাখলে কি হবে?

✅আপু আপনি যে খাবারে,প্রতিদিন,ফল সবজি মেশান,সেগুলো কি কি?
ওষুধগুলি মেশান কোথায় পাওয়া যায়?

🎯বিশেষ দ্রষ্টব্য :বিদেশি ওষুধগুলি আমি নিয়েছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয়
লাভ বার্ডস ব্রিডার শ্রদ্ধেয়, জানাব Romel Ashraf Aviary
ভাইয়ার কাছ থেকে।🙏

✅আপনারা ভাইয়ার সঙ্গে যোগাযোগ করে, যেকোনো পাখির বিষয়ে পরামর্শ এবং পাখি উপযোগী সাপ্লিমেন্ট এর পরামর্শ নিতে পারেন।

🌹অবশ্যই জানাবো 💚 এইসব সাপ্লিমেন্ট খেলে,পাখিদের শরীরের ক্যালসিয়ামে সহায়তা। দৈহিক বৃদ্ধি, ডিম বাচ্চা উৎপাদন বৃদ্ধি, তে বিশেষভাবে ভূমিকা রাখে।

🥀বন্ধু রা যদিও আমি প্রতিদিনের ভিডিওতে সব বলেই দেই।কষ্ট করে একটু দেখলেই সব জানতে পারবেন। সুস্থ থাক সকল পাখি 🕊️

#পাখিরঘর #

_____ যত্ন করে সবকিছু রাখা গেলেও মানুষকে রাখা যায়না.......!!😑- অথচ আমরা বোকা মানব , যারা থাকতে চায় না, তাদের'কেই আগলে র...
20/09/2024

_____ যত্ন করে সবকিছু রাখা গেলেও মানুষকে রাখা যায়না.......!!😑
- অথচ আমরা বোকা মানব , যারা থাকতে চায় না, তাদের'কেই আগলে রাখতে চাই!💔

শুভকামনা রইল 💌
শুভসকাল 🌹🌿

রুকু🕊️




fans

19/09/2024

ঘুমানোর আগের দোয়া..

আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
শুভ রাত্রি.. 😴

19/09/2024

✅জীবনে ব্যালেন্স থাকাটা খুব জরুরী,, হোক সেটা মানুষের ক্ষেত্রে কিংবা পশুপাখি 🕊️🌹

✅রসুনের কোয়া, একটি মানুষ সকালে খালি পেটে রসুনের কোয়ার সঙ্গে একগ্লাস উষ্ণ গরম পানি যদি খায়, হজম শক্তি বৃদ্ধির সাথে রূপ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে।

🌹পাখিদের খাবারের সাথে মাঝে মাঝে যদি রসুনের কোয়া মেশানো যায়, পাখিদের শরীরের ব্যালেন্স হবে, এবং তাদের বাচ্চা উৎপাদনে সহায়তা করবে, আল্লাহ যদি চায়।

💚রোদ নয় বৃষ্টি নয় মাসেঅন্তত দুবার, সপ্তাহে তিন দিন করে তুলসী পানি পাখিদের দিতে পারেন।

আকাশ বোঝে পাখির ভালোবাসা🌹দিনের শেষে তবু ফিরে আসা 🕊️যত ভাগই ভাগ করো না ভালোবাসা  একটি হৃদয়ে তবু বাঁধে আশা🕊️💚রুকু🕊️মাশাল্...
19/09/2024

আকাশ বোঝে পাখির ভালোবাসা🌹
দিনের শেষে তবু ফিরে আসা 🕊️
যত ভাগই ভাগ করো না ভালোবাসা
একটি হৃদয়ে তবু বাঁধে আশা🕊️
💚

রুকু🕊️

মাশাল্লাহ 💚🕊️

19/09/2024

জীবন আপনাকে যতই দূরে ঠেলে দেয় না কেন, আপনি যতই আঘাত পান না কেন, আপনি সর্বদা ফিরে আসতে পারেন।
শুভসকাল🌹💚
বন্ধুরা

Happy follow-versary to my awesome followers. Thanks for all of your support! Safi Uddin
18/09/2024

Happy follow-versary to my awesome followers. Thanks for all of your support! Safi Uddin

আমার আয়ু থেকে কিছু আয়ু যোগ হোক  আববা/মায়ের সাথে! তবুও মা/আববা তোমরা বেঁচে থাকো যুগ যুগ ধরে!মা🤍আববা💚রুকু🕊️শুভরাত্রি 🌿    ...
18/09/2024

আমার আয়ু থেকে
কিছু আয়ু যোগ
হোক আববা/মায়ের সাথে! তবুও মা/আববা তোমরা বেঁচে থাকো যুগ যুগ ধরে!
মা🤍আববা💚

রুকু🕊️

শুভরাত্রি 🌿

18/09/2024

সফল হওয়ার চেষ্টা করার বদলে দহ্ম হওয়ার চেষ্টা করো, সফলতা এমনিতেই আসবে🥰
ইনশাআল্লাহ🤲

✅আমার প্রিয় কোকাটাইল পাখিদের,,রোদ্রউজ্জ্বল পরিবেশে অবশ্যই 👍 ভিটামিন সি হিসেবে পানিতে দিয়েছি, মাল্টার রস আর সবজির সাথে সফফুডে দিয়েছি আমড়া,,দেশিও ফল🕊️

🎯বিশেষ দ্রষ্টব্য :

মাল্টার রসের পানি অবশ্যই ছয় ঘণ্টা পর চেঞ্জ করে বিশুদ্ধ পানি দিতে হবে।
এবং খাবারগুলি না খেলে সরিয়ে ফেলতে হবে। যদিও আমার পাখির খেতে সময় লাগে মাত্র ১০ মিনিট😃

#পাখিপালন #পাখিরবাড়ি

সময়ের বুকে স্মৃতির ক্ষতচিহ্ন রেখে, বেদনার রঙে রাঙানো,,,,! এক শুভরাত্রি 🌿রুকু🕊️
17/09/2024

সময়ের বুকে স্মৃতির ক্ষতচিহ্ন রেখে, বেদনার রঙে রাঙানো,,,,!

এক শুভরাত্রি 🌿

রুকু🕊️

17/09/2024

ভালোবাসার দামি হয় না দামি হয় ভালোবাসার জিনিসটি, এবং প্রিয় মানুষটি 🕊️💌💚

কোকাটাইল পাখিদের বেবিরা🕊️ যখন বক্স থেকে নেমে যায়, তখন তাদের আলাদাভাবে একটু যত্ন নিতে হয় 🥰

এমন অভিমান আর করবেন না! যে অভিমানের শেষে আপনি আমায় খুঁজে পাবেন না!  ঐ যেবুকের কোনার, হু.হু❗ শব্দ, সে ত কানে, শোনা যায় ...
16/09/2024

এমন অভিমান আর করবেন না!
যে অভিমানের শেষে আপনি আমায় খুঁজে পাবেন না! ঐ যে
বুকের কোনার, হু.হু❗ শব্দ, সে ত কানে, শোনা যায় না 💌

রুকু🕊️

শুভরাত্রি 💚

16/09/2024

🌹প্রিয় কোকাটাইল ভালোবাসার পাখি নিয়েই, আমার পথচলা💚🕊️

✅প্রিয় পাখিদের সাথে ওয়েদার এর খুব ভালো একটা সম্পর্ক কাজ করে ওয়েদার খারাপ থাকলে তাদের শারীরিক গঠনটা অবনতি হওয়ার চান্স বেশি থাকে,তাই বলে যে সব খাবার বন্ধ করে দিতে হবে এমন কিছু না।

✅ধরুন পরীক্ষার রাত্রে আপনি সারারাত পড়েই রেজাল্ট ভালো করতে পারবেন?
নাকি সারা বছর বই পড়ার পরে রেজাল্ট ভালো করা যায়।

#পাখিপালন

15/09/2024

জীবনের সব লড়াই একাই লড়তে হয়, সান্তনা দিতে অনেকেই আসে, পাশে থাকার জন্য নয়! 💔

15/09/2024

আমার প্রিয় কোকাটেল পাখিদের যে sid mix গুলি আমি খাওয়াই,
বিদেশি ইনটেক বস্তা খাইয়ে ছিলাম,
সেখানে ছিল মিলেট+ ক্যানারি+ ওটস+, বাকউইট +হেম্প+সূর্যমুখী +তিসি+ কুসুমদানা, ইত্যাদি।

তো এবারে আর আমার ইনটেক এর মধ্যে হাতে বানানোটি পেয়েছিলাম।
সেটা পছন্দ না হয়, আমি এভাবেই আবার মিক্সড করলাম 🥰

মাশাল্লাহ, মাশাল্লাহ 🕊️💚  আল্লাহ ধৈর্যশীল মানুষকে খুব পছন্দ করেন। ধৈর্য শক্তি মানুষের মনোবলকে দৃঢ় করে..শুভরাত্রি 🌿     ...
14/09/2024

মাশাল্লাহ, মাশাল্লাহ 🕊️💚

আল্লাহ ধৈর্যশীল মানুষকে খুব পছন্দ করেন।
ধৈর্য শক্তি মানুষের মনোবলকে দৃঢ় করে..

শুভরাত্রি 🌿

🖤শুধু একটু বিরক্তি আর আক্ষেপ,,,,,,,,💌 এখন আর রাগ নেই এরপর দূরত্ব আর নীরবতা, ব্যস!  সম্পর্ক যাই হোক, সময়ের টানে দূরত্ব আ...
13/09/2024

🖤শুধু একটু বিরক্তি আর আক্ষেপ,,,,,,,,

💌

এখন আর রাগ নেই এরপর দূরত্ব আর নীরবতা, ব্যস!
সম্পর্ক যাই হোক, সময়ের টানে দূরত্ব আসবেই।
কিছু সম্পর্ক দূরত্বের মাঝেও টিকে থাকে,
আমরা ও বেঁচে যাই কিছু সম্পর্ক থেকে দূরে থেকে,,

এটাই পার্থক্য।❗

রুকু🕊️💌

শুভরাত্রি 🌿

Address

Up Shahor, Bogura
Rajshahi

Telephone

+8801935880292

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupoms aviary & vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupoms aviary & vlogs:

Videos

Share