![বর্তমান আবহাওয়ায় পাখিকে সামান্য যত্ন নিতে পারলে পাখি অসুস্থ হবার চান্স কমে যাবে। আমি যা যা করি তা শেয়ার করলাম।কিভাবে যত্...](https://img5.voofla.com/239/418/665836372394185.jpg)
17/11/2023
বর্তমান আবহাওয়ায় পাখিকে সামান্য যত্ন নিতে পারলে পাখি অসুস্থ হবার চান্স কমে যাবে। আমি যা যা করি তা শেয়ার করলাম।
কিভাবে যত্ন দিবেনঃ
১। পাখিকে উষ্ণ জায়গায় রাখবেন
২। খাঁচা কাপড় দিয়ে ঢেকে রাখবেন যাতে ঠান্ডা বাতাস না লাগে
৩। বারান্দায় হলে বৃষ্টির পানি যাতে না লাগে তার জন্য তেরপাল/মোটা প্লাস্টিক দিবেন
৪। তাপমাত্রা বেশি ঠান্ডা হলে ২০০ওয়াট বাল্ব ব্যবহার করতে পারেন।
৫। আদা,তেজপাতা, এলাচ,লবঙ্গ,তুলসীপাতা/পুদিনাপাতার সিদ্ধ করা পানি কুসুম গরম অবস্থায় দিবেন। চাইলে সামান্য মধু দিতে পারবেন।
৬। আপেল সিডার ভিনেগার (with the mother) / পিবি-ভিন ৫মিলি ১লিটার পানিতে ৫দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতি মাসে দিবেন।
৭। শাক জাতীয় খাবার দেয়া থেকে বিরত থাকবেন। সবজি, ফলমূল, সফট ফুড, এগফুড দিবেন।
৮। পানি কুসুম গরম অবস্থায় দেয়ার চেষ্টা করবেন
৯। ট্রে পরিষ্কার রাখবেন। ময়লা জায়গা থেকে পাখি অসুস্থ হয় বেশি।
১০। পাখি রাখার জায়গা যাতে সেঁতসেঁতে/ ভিজা না থাকে সেটাও লক্ষ রাখবেন।
১১। খাঁচা মেজে থেকে কিছুটা উপরে রাখার চেষ্টা করবেন।
ভালো থাকুক আপনার প্রিয় পাখি।
(Md.minul hasan)