City Agro

City Agro City Agro is a modern agro farm. Where we produce safe & reliable agro product, with utmost care.

16/12/2024

ধেয়ে আসছে বৃষ্টিবলয় শীতল। আগামী ২০-২৩ ডিসেম্বর তারিখ দেশের মধ্য থেকে দক্ষিনাঞ্চলে বৃষ্টিবলয় শীতল চলতে পারে।
সর্বোচ্চ সক্রিয় এলাকাঃ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ। এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ মেঘলা সহ এসময়ে এখানেও কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪ । সন্ধ্যা ৬:০০টা (c) BWOT
চিত্রে ইউরোপিয়ান মডেলের নমুনা চিত্র দেখানো হলো যা পরিবর্তন হতে পারে।

বিশেষ সতর্কতা ⚠️ঘন কুয়াশা এবং মেঘলা আবহাওয়ায় টমেটো ও আলুর নাবী ধ্বসা (Late Blight) রোগের প্রকোপ দেখা দিতে পারে। এ রোগ...
12/12/2024

বিশেষ সতর্কতা ⚠️
ঘন কুয়াশা এবং মেঘলা আবহাওয়ায় টমেটো ও আলুর নাবী ধ্বসা (Late Blight) রোগের প্রকোপ দেখা দিতে পারে। এ রোগের প্রতিরোধক হিসেবে প্রথম থেকেই সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে(ম্যানকোজেব+মেটালেক্সিল) 2gm/L অথবা (ম্যানকোজেব+ফেনামিডন)যেমন- সিকিউর 2gm/L গ্রুপের ছত্রাকনাশক ৩ থেকে ৪ দিন পরপর স্প্রে করা উচিত।

05/12/2024

আহ! সোনাগো আমার...

18/10/2024
17/10/2024

হালালের মাঝেই আছে অফুরান বারাকাহ...

আমি কে? আমার আইডেন্টিটি কি?জগতের সবচেয়ে বড় ক্রাইসিসের নাম, আইডেন্টিটি ক্রাইসিস। স্নাতক পাশ করা যেকোন ছেলে বা মেয়ের কাছে ...
10/10/2024

আমি কে? আমার আইডেন্টিটি কি?

জগতের সবচেয়ে বড় ক্রাইসিসের নাম, আইডেন্টিটি ক্রাইসিস। স্নাতক পাশ করা যেকোন ছেলে বা মেয়ের কাছে সবচেয়ে বিব্রতকর প্রশ্ন "তুমি এখন কী করো?" কোনো আত্মীয়ের বাসায় গেলে, গাড়িতে কারো সাথে হঠাৎ দেখা হলে, স্কুলের সেই প্রিয় স্যারের সাথে দেখা হলে সবার একই প্রশ্ন "বাবা, তুমি এখন কি করো?"
মানে আপনি কি করেন সেটা নিয়েই যেন সমাজের সবার মাথা ব্যথা। আর আপনি যদি চাকরি না করে কৃষিকাজ করেন এবং উত্তর দেন আমি কৃষি উদ্যোক্তা তাহলে অন্তত আরো হাজারটা কথা হজম করতে হবে নিঃসন্দেহে। যেমন আমার ক্ষেত্রে শুনতে হয়, ওও কৃষিকাজ কর! নিজের হাতে নিজের ভবিষ্যতটা নষ্ট করলা। কৃষিকাজ যদি করবা তাহলে এতো পড়াশুনা করার কি দরকার ছিল।
ছোটবেলা থেকে শুরু করে একবারে শেষ জীবন পর্যন্ত আপনাকে আইডেন্টিটি ক্রাইসিস বার বার বিভিন্ন রূপে ফেস করতে হবে। যখন বাচ্চার বাবা হবেন তখন "বাচ্চা কোন স্কুলে পড়ে? বাচ্চার রেজাল্ট কি? রোল নম্বর কত? এটাও বাবা মায়ের জন্য একটা বিরাট আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে।
স্কুলজীবন থেকে শুরু। প্রথমে ‍ওমুকের ছেলে, ওমুকের ভাতিজা। এগুলো স্বাভাবিক। এই পরিচয়গুলো মানুষ প্রয়োজনের তাগিদ থেকেই তৈরি করে। কিন্তু এই পরিচয়গুলো দিয়েই শুরু হয় মানুষের নিজ পরিচয় ব্যতীত অন্য পরিচয়ে পরিচিত হয়ে ওঠার ধারা। এরপর ধীরে ধীরে মানুষ ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, ব্যবসায়ী, শিল্পপতি, উদ্যোক্তা, সাংবাদিক, রাজনীতিবিদসহ আরো অনেক পরিচয়ে পরিচিত হয়ে ওঠে। আর এসব পরিচয় একসময় মানুষের স্বকীয় পরিচয়কে আড়াল করে।
আবার আপনি পড়াশুনা শেষ করে চাকরির পেছনে না ছুটে শুরু করেলেন কৃষিকাজ। যখন আপনি ভাবছেন আপনার আয় সন্তোষজনক, তবুও কাউকে বোঝাতে পারছেন না যে, এভাবেও সম্মানজনক ভাবে বেঁচে থাকা যাই। আপনার আয় বেড়েছে সেটা আপনার পরিবার বুঝতে পেরে আপনার জন্য মেয়ে দেখা শুরু করলো, এবার ছেলেটার বিয়ে দেয়া দরকার। আবার সেই একই প্রশ্ন "ছেলে কি করে? বাবার কি আছে? জমি_জমা কতটুকু?" এখানেও আইডেন্টিটি ক্রাইসিস প্রকট।
আমি নিজেও প্রচন্ড রকমের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। তখন আমি নিজেকে বলি আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত এর বাইরে আমার আর যে পরিচয় গুলো আছে সেগুলো নিজেদের স্বার্থেই তৈরি করা।
তখন চোখ বন্ধ করে বলি...
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।



সারা দেশে আজ মৃত্যুর মিছিল দেখলো সবাই। এধরনের সহিংসতা কোনভাবেই কাম্য নয়। ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা সন্ত্রাসী কর্মক...
04/08/2024

সারা দেশে আজ মৃত্যুর মিছিল দেখলো সবাই। এধরনের সহিংসতা কোনভাবেই কাম্য নয়। ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা সন্ত্রাসী কর্মকান্ড ও বর্বরতা ছাড়া অন্য কিছু না। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, হাসপাতালের মত সেবার যায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কখনোই সাধারণ ছাত্র ও জনগন করতে পারেনা। রাষ্ট্রীয় সম্পদ আমার আপনার সবার, কারো বাপের একার নয়।
রাষ্ট্রের সংস্কার চাচ্ছেন! তবে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে কেন?
রাষ্ট্রের সম্পদ যারা নষ্ট করে তারা আর যাই হোক আমার আপনার মঙ্গল বয়ে নিয়ে আসবেনা। এতগুলো তাজা প্রাণ ঝরে গেল আমাদের মাঝ থেকে, এদের রক্ত যেন বিফলে না যাই। ঐক্য হোক দূর্নীতির বিরুদ্ধে, ঐক্য হোক লুটেরা হায়েনা শকুনের বিরুদ্ধে, ঐক্য হোক ন্যায় এর পক্ষে, ঐক্য হোক স্বাধীন, সার্বভৌম, সার্বজনীন বাংলাদেশের জন্য।
🤝 ✌️ 🇧🇩 💪

করিয়া ভাবিও কাজ,ভাবিয়া করিও না!!আমরা কাকে বয়কট করছি, একবার ভেবে দেখেছি কি? আমরা কি পেরেছি অসৎ, ভন্ড, অসাধু, দুর্নীতিব...
24/03/2024

করিয়া ভাবিও কাজ,
ভাবিয়া করিও না!!
আমরা কাকে বয়কট করছি, একবার ভেবে দেখেছি কি? আমরা কি পেরেছি অসৎ, ভন্ড, অসাধু, দুর্নীতিবাজদের বয়কট করতে? মুখোশের আড়ালে আমরা সবাই সাধু! কৃষক তার উৎপাদিত পণ্যের দাম কখনোই নির্ধারণ করতে পারেনি, অদূর ভবিষ্যতেও পারবেনা। আমাদের উচিত যারা এই খেলাটা খেলেন তাদের বয়কট করা, তাদের কঠিন শাস্তির কাঠগড়ায় দাড় করান। সেটা না করে, কি করছি?
কৃষকের পন্য বয়কট!
এই একই কাজ যদি কৃষক করে?
"বয়কট কৃষি পন্য উৎপাদন"
তখন এই ডিজেস্টার মোকাবিলা করতে পারবেনতো?
মজলুমের কান্না আল্লাহু-তালার কাছে নাকি দ্রুত পৌঁছায়, পৌঁছনোর আগেই নিজেদের সংশোধন করতে না পারলে, সেই কান্নায় সকলকে ভেসে যেতে হবে।
যদিও এই চাষা গুলা শুধু কাদতে জানে, অভিযোগের ভাষা তাদের অজানা। কারন...
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা...

গত 12-03-2024,মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা জনাব কামরুল ইসলাম (মাঝে), মেট্রোপলিটন কৃষি অফিস, বোয়ালিয়া, রাজশাহী। আমার ফলের...
19/03/2024

গত 12-03-2024,
মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা জনাব কামরুল ইসলাম (মাঝে), মেট্রোপলিটন কৃষি অফিস, বোয়ালিয়া, রাজশাহী। আমার ফলের প্রজেক্ট পরিদর্শনে আসেন।

  #বারিআম৪ #গৌড়মতি
04/03/2024


#বারিআম৪
#গৌড়মতি

01/03/2024

তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে...
25/02/2024

তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে...

05/10/2023

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত 🌧 রেকর্ড করা হয় রাজশাহীতে,২৪৪ মিলিমিটার!

05/10/2023

কৃষিকাজ যতটা ভাবা যায় ততটা কঠিন না, আপনার ভাবনার চেয়েও বেশি কঠিন, তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং। একেকজন কৃষকের কলিজা, ধৈর্য্য ধারণ ও রিস্ক নেওয়ার ক্ষমতা, ফসল ফলানোর দক্ষতা,প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, রোগ-পোকামাকড় নিয়ন্ত্রণ এ সকল কিছুই আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। গতকাল রাত ১০ টা থেকে এখন পর্যন্ত টানা ভারি বর্ষনে রাজশাহীর নাজেহাল অবস্হা। অনেকের স্বপ্ন পানির নিচে।
আল্লাহুতালা উত্তম পরিকল্পনাকারী। নিশ্চয় তিনি এতে ভাল কিছু রেখেছেন এবং নিশ্চয় তিনি সকল ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতি পুষিয়ে দিবেন ইনশাআল্লাহ্।

Address

Nagarpara, Rajshahi Court, Kashiadanga
Rajshahi
6201

Alerts

Be the first to know and let us send you an email when City Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to City Agro:

Videos

Share

Category