Fish Tune Agrovet

Fish Tune Agrovet Quality beyond our dreams

  এখন ১কেজি প্রিন্টেড ব্যাগে চিলেটেড কপার এবং সেলেনিয়ামের শক্তি সম্পন্ন #উপাদান সমূহ........... ১. ক্যালসিয়াম ২. ফসফরাস৩...
20/12/2024

এখন ১কেজি প্রিন্টেড ব্যাগে চিলেটেড কপার এবং সেলেনিয়ামের শক্তি সম্পন্ন
#উপাদান সমূহ...........
১. ক্যালসিয়াম
২. ফসফরাস
৩. কপার
৪. কোবাল্ট
৫. জিংক
৬. আয়োডিন
৭. আয়রন
৮. ডি এল মিথিওনিন
৯.লাইসিন
১০. ভিটামিন এ
১১. ভিটামিন ডি৩ এবং
১২. ভিটামিন ই ইত্যাদি

#উপকারিতা:

১. VETMIN P একটি ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট, যা প্রাণিদেহের প্রজণন ক্ষমতা বৃদ্বিতে দারুণ কার্যকরী।
২. ক্যালসিয়াম ও ফসফরাস সঠিক পরিমানে থাকার কারনে গবাদি প্রাণির দুধ উৎপাদন বৃদ্ধি পায়।
৩. ব্রয়লার, লেয়ার সোনালি এবং মাছের ওজন বৃদ্ধি পায়।
৪. ডিমের আকার, গুনগত মান এবং উৎপাদন বৃদ্ধি পায়।
৫. VETMIN P তে রয়েছে কোবাল্ট যা ভিটামিন বি১২ উৎপাদনে সহযোগিতা করে।
৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

#ব্যবহারবিধি
পোল্ট্রি এবং মৎস খাদ্যে: ১কেজি/ ১০০ কেজি খাদ্যে
৩০ গ্রাম / গরু, মহিষ
১০ গ্রাম / বাছুর, ছাগল, ভেড়া

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

, আলহামদুলিল্লাহ, *CPD PLUS* *১ লিটার* (প্লাস্টিক জার স্টীল হ্যান্ডেল), *৫ লিটার* (স্টীল ক্যান) এবং *১০ লিটার* (প্লাস্টি...
16/12/2024

, আলহামদুলিল্লাহ,
*CPD PLUS* *১ লিটার* (প্লাস্টিক জার স্টীল হ্যান্ডেল), *৫ লিটার* (স্টীল ক্যান) এবং *১০ লিটার* (প্লাস্টিক জার) ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন ডি৩, ভিটামিন ই, ভিটামিন বি১২, মিথিওনিন ও লাইসিন সমৃদ্ধ দুধ বৃদ্ধির জন্য আদর্শ।
এখন স্টকে আছে।
অর্ডার করতে পারেন।

নিত্য-নতুন ধারণা, কাজ করাটাই যখন নেশা.....✌️ইনশাআল্লাহ, চীন থেকে আমদানিকৃত প্রোডাক্টি ব্যবহার করলে পোল্ট্রি সেক্টর উপকৃত...
12/12/2024

নিত্য-নতুন ধারণা, কাজ করাটাই যখন নেশা.....✌️
ইনশাআল্লাহ, চীন থেকে আমদানিকৃত প্রোডাক্টি ব্যবহার করলে পোল্ট্রি সেক্টর উপকৃত তথা দেশ উপকৃত হবে ❤️
প্রোবায়োটিক (ক্লোস্ট্রিডিয়াম বিউটাইরিকাম), প্রিবায়োটিক (ইষ্ট ওয়াল) ভিটামিনস, মিনারেলস এবং এমিনো এসিড সমৃদ্ধ যা পশু-পাখির অন্ত্রের প্রদাহ দূর করার পাশাপাশি দুধের উৎপাদন, লেয়ারে ডিম বৃদ্ধি ও ওজন বৃদ্ধি এবং ব্রয়লারের FCR আকর্ষনীয় করার জন্য দারুন কার্যকরী।👉👉

Fish Tune Agrovet Business planing meetup 2025 Rajshahi Team. ❤️
06/12/2024

Fish Tune Agrovet Business planing meetup 2025 Rajshahi Team. ❤️

নতুন অফিসারকে ব্যাগ প্রদান।শুভ কামনা রইল টেরিটোরি: সিংড়া, নাটোর।
13/11/2024

নতুন অফিসারকে ব্যাগ প্রদান।শুভ কামনা রইল
টেরিটোরি: সিংড়া, নাটোর।

01/11/2024
17/10/2024

CURCUMA

CURCUMA তে রয়েছে
কারকিউমিন ১৬%
ডায়েটারি মিনারেলস, ফ্যাটি এসিড, লাইসিন, মিথিওনিন।

এটি মূলত এন্টি ব্যাক্টেরিয়াল, এন্টি অক্সিডেন্ট, এন্টি ইনফ্ল্যামেটরি, এন্টিপ্রোটোজোয়াল এবং গ্যাস্ট্রো প্রটেক্টিভ হিসেবে কাজ করে।এটি ব্যবহারের ফলে এন্টিবায়োটিক এর ব্যবহার কমে আসে।
CURCUMA পুকুরে ব্যবহার করলে মাছের ত্বকের সমস্যা, পরিপাকতন্ত্রের সমস্যা দূর হয়।মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আফলাটক্সিন বা অন্যান্য গ্যাসের জন্য যে টক্সিক পরিবেশ তৈরি হয় তা দ্রুত দূর করতে সাহায্য করে CURCUMA.
CURCUMA মাছের ভাইরাস,ব্যাকটেরিয়া এবং ফাংগাস এর বিরুদ্ধে খুব দ্রুত কাজ করে।

ব্রয়লারের ওজন এবং মাংসের গুণগত মান বৃদ্ধি করে।
লেয়ারে ডিমের উৎপাদন বৃদ্ধি পায় এবং কুসুম এর গুণগত মান বৃদ্ধি করে ।ডিমের কালার সুন্দর হয়।
রুচি এবং হজম শক্তি বৃদ্ধি করে।
রক্ত আমাশয়ের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডায়েটারি কারকিউমিন দৈহিক বৃদ্ধির হার, রোগ প্রতিরোধ ক্ষমতা ত্বরান্বিত করে এবং পোল্ট্রি, গবাদিপশু এবং জলজপ্রাণির প্রতিষেধক হিসেবে কাজ করে।
আফলাটক্সিন এর ক্ষতিকারক প্রভাব দূর করে।

FEED SPICY একটি(Update) ইউনিক প্রোডাক্ট। যা বাংলাদেশে অন্য কোনো কোম্পানির হাতে নেই।এটি হলো এনিমেল ফিড সাপ্লিমেন্ট, ন্যাচ...
08/10/2024

FEED SPICY একটি(Update) ইউনিক প্রোডাক্ট। যা বাংলাদেশে অন্য কোনো কোম্পানির হাতে নেই।
এটি হলো এনিমেল ফিড সাপ্লিমেন্ট, ন্যাচারাল সি ফুড,স্পাইসি এবং ফ্ল্যাভারিং এজেন্ট।

উপাদান সমূহ:
১. ভিটামিন, মিনারেলস্ এবং অ্যামাইনো এসিডস।
২.এরোম্যাটিক ফ্ল্যাভার সমৃদ্ধ ন্যাচারাল সি ফুড এক্সট্রাক্ট।

FEED SPICY এর উপকারিতা:
১. খাবারে অ্যাট্রাক্টিভ ফ্লেভার তৈরি করে।
২. গ্যাস্ট্রিক জুস সেক্রেশনের মাধ্যমে হজম শক্তি বৃদ্ধি করে।
৩. খাবারে রুচি বৃদ্ধি করে।
৪. অ্যাট্রাক্টিভ ফ্লেভার থাকার কারণে খাবারের অপচয় কম হয়।
৫.ইমিউনিটি বৃদ্ধি করে,এবং হাড় গঠন ও হাড় শক্ত
করতে সহায়তা করে।
৬. প্রানীর খাদ্য রুপান্তর হার বেড়ে যায়,ফলে মাছ ও ব্রয়লারের
মাংস সময়ের তুলনায় দ্রুত বৃদ্ধি পায়।

Nutri Ferolভিটামিন, আয়রন,কপার,কোবাল্ট,ক্যালসিয়াম সাপ্লিমেন্টযা মূলত গবাদিপশুর শরীরে আয়রনের ঘাটতি পূরন করে এবং দৈহিক ওজন ...
05/10/2024

Nutri Ferol
ভিটামিন, আয়রন,কপার,কোবাল্ট,ক্যালসিয়াম সাপ্লিমেন্ট
যা মূলত গবাদিপশুর শরীরে আয়রনের ঘাটতি পূরন করে এবং দৈহিক ওজন বৃদ্ধি করে।
এছাড়া রক্তাল্পতা,রিকেটস,অস্টিওম্যালাসিয়া,অ্যানোরেক্সিয়া,
কনভলেসেন্স,দুধ জ্বর,স্তন্যদানের স্ট্রেস দূর করে।এটি হিমোপ্রোটোজোয়ান রোগের পড়ে সহায়ক থেরাপির জন্যেও ব্যবহার করা হয়।

Product: Available

গবাদিপশু মোটাতাজাকরণ, মাছের ওজন এবং মুরগির উৎপাদন বৃদ্ধির জন্য রয়েছে এমিনো এসিড, মিনারেল এবং ফ্যাট সমৃদ্ধ FEED MIX:প্রতি...
28/09/2024

গবাদিপশু মোটাতাজাকরণ, মাছের ওজন এবং মুরগির উৎপাদন বৃদ্ধির জন্য রয়েছে এমিনো এসিড, মিনারেল এবং ফ্যাট সমৃদ্ধ FEED MIX:

প্রতি ১০০ গ্রামে রয়েছে;
মিথিওনিন : ১০০০০ মি.গ্রা.
লাইসিন : ৫০০০ মি.গ্রা.
ক্যালসিয়াম : ১২০০ মি.গ্রা.
ফসফরাস : ৬০০ মি.গ্রা.
ম্যাংগানিজ : ৭৫ মি.গ্রা.
কপার : ২১ মি.গ্রা.
আয়রন : ৮ মি.গ্রা.
সেলেনিয়াম : ৩০ মাইক্রো.গ্রা.
ভিটামিন ই : ৩০ মি.গ্রা.
ভিটামিন বি১২ : ৩০ মাইক্রো.গ্রা.
জিংক : ৩০ মি.গ্রা.
ফ্যাট : ২৫০০ মি.গ্রা.
ইস্ট : ২০০০ মি.গ্রা.
আলফা আলফা : প্রয়োজনমতো
উপকারিতাঃ
১) গবাদিপশু এবং মাছের মোটাতাজাকরনে সাহায্য করে।
২) রুমেনে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে এবং হজমশক্তি বাড়ায়।
৩) প্রাণির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে।
৪) গবাদিপশুর দুধের উৎপাদন এবং ফ্যাট% বৃদ্ধি করে।
৫) লেয়ার মুরগির ডিমের আকার, গুনগত মান এবং উৎপাদন বৃদ্ধি পায়।
৬) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

ব্যবহারবিধিঃ
গবাদিপশুঃ
৩০ গ্রাম / গরু, মহিষ
১০ গ্রাম / বাছুর, ছাগল, ভেড়া।
পোল্ট্রি/ডেইরি/ফিস ফিডেঃ ১ কেজি/মেট্রিক টন খাদ্যে

সরবরাহঃ ১ কেজি ব্যাগ।

বিস্তারিত জানতে বা অর্ডার করতে ইনবক্স করুন।।

 #প্রিবায়োটিকস্, #রুমেনটনিক, #রুচিবর্ধক হিসেবে ৫০গ্রামের আকর্ষণীয় স্যাসেট  " প্রতিটি ৫০ গ্রাম প্রিন্টেড স্যাসেটে রয়েছে:প...
01/09/2024

#প্রিবায়োটিকস্, #রুমেনটনিক, #রুচিবর্ধক হিসেবে ৫০গ্রামের আকর্ষণীয় স্যাসেট "

প্রতিটি ৫০ গ্রাম প্রিন্টেড স্যাসেটে রয়েছে:
প্রোবায়োটিক সমৃদ্ধ রুমেন নির্যাস : ০৫ গ্রাম
চিলেটেড খনিজ (জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার ম্যাগনেসিয়াম, কোবাল্ট): ০২ গ্রাম
সরবিটল: ০২ গ্রাম
ক্যারিয়ার: পর্যাপ্ত পরিমাণ

উপকারিতাঃ
১.খাদ্যের কার্যকর হজমের জন্য লালা এবং পাচক রসের ভাল নিঃসরণে সাহায্য করে।
২.রুমিনাল পিএইচ অপ্টিমাইজ করে এবং ভাল হজমের জন্য রুমেনে ভালো মাইক্রোফ্লোরা বজায় রাখে।
৩.ভাল এনজাইমেটিক কার্যকলাপ দ্বারা ফিড ব্যবহার উন্নত করে।
৪.উন্নত রোগপ্রতিরোধ ব্যবস্থা তৈরি করে এবং প্রাণীদের শক্তি বৃদ্ধি করে।
৫.ইনজেস্টা ভালোভাবে যাতায়াত এবং গ্যাসের অপসারণের জন্য অবশিষ্ট নড়াচড়াকে অপ্টিমাইজ করে।
৬.ক্ষুধামন্দা, অজীর্ণ, কোষ্ঠকাঠিন্য, ধকল ইত্যাদির ক্ষেত্রে XTRAMIX সবচেয়ে আদর্শ।

ব্যবহারবিধিঃ
গবাদি পশু/মহিষ: ৫০ গ্রাম/প্রাণি/দিন
বাছুর: ২০-২৫ গ্রাম/প্রাণি/দিন
ভেড়া ও ছাগল: ১০-২০ গ্রাম/প্রাণি/দিন

সরবরাহঃ ৫০গ্রাম প্রিন্টেড স্যাচেট,
(২০পিছ=১কেজি ব্যাগে,১০কেজিতে=১কার্টুন)
বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

গবাদিপশু,পোল্ট্রি এবং মাছের 'পেট ফাঁপা- রুচি ও ওজনের সমস্যা'?তাহলে     এ সমাধান হতে পারে।। *উপাদান: প্রতি ১০ মিলিতে র‍য়ে...
29/08/2024

গবাদিপশু,পোল্ট্রি এবং মাছের 'পেট ফাঁপা- রুচি ও ওজনের সমস্যা'?তাহলে এ সমাধান হতে পারে।।
*উপাদান: প্রতি ১০ মিলিতে র‍য়েছে;
১. লিভার ফ্রাকশন ---------- ১.২ gm.
২. ভিটামিন বি১২ ----------- ৭.৫ micro gm.
৩. ইস্ট এক্সট্রাক্ট ------------- ০.৪ gm.
৪. থায়ামিন ------------------- ২০ mg.
৫. রিবোফ্লাভিন -------------- ২০ mg.
৬. পাইরিডক্সিন HCl ------- ২.০ mg.
৭. নিকোটিনামাইড --------- ৬০ mg.
৮. লাইসিন-----------------১০০ mg
৯. মিথিওনিন ------------------৫০ mg
১০. এল.ট্রিপ্টোফ্যান -------৫০ mg
১১. কোলিন ক্লোরাইড ------ ১০০ mg.
১২. বায়োটিন ----------------- ১০০ mg.
১৩. ডায়াস্টেজ----------- ১০০ mg
১৪. পেপসিন................. ১০০ mg
১৫. সেলুলেজ.............. ৫০০ mg
১৬. লাইপেজ.................৩০০ mg
উপকারিতাঃ
১.রুচি বৃদ্ধি করে, এটি হজম শোষণ এবং বিপাকীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২.FCR উন্নত করে, প্রাণীর ওজন বৃদ্ধি করে এবং দূর্বলতা দূর করে।
৩. ভিটামিন বি১২ থাকার কারণে এনিমিয়া এবং রক্তস্বল্পতার সমস্যা সমাধান করে।
৪.জাইমোলিভ গোল্ড এ রয়েছে কোলিন ক্লোরাইড যা লিভার সুস্থ রাখতে সাহায্য করে।

*ব্যবহারবিধি:
পোল্ট্রি: ১মি.লি/ লিটার পানিতে।
গবাদিপশু:: ১০মি.লি থেকে ৩০ মি.লি /প্রতিদিন
ফিশ: ১-২মি.লি / কেজি খাদ্যে
পোল্ট্রি/ফিশ ফিডে: ৫০০মিলি হইতে ১ লি. প্রতি টনে।
*সরবরাহঃ
৫০০ মিলি বোতল।

বিস্তারিত জানতে ইনবক্স করুন।।

আলহামদুলিল্লাহ, YUCA ADD (ইউকা সিডিগেরা নির্যাস, ইস্ট ওয়াল, মিথিওনিন, লাইসিন, ভিটামিন সি & ই, পটাসিয়াম সরবেট, এলোভেরা, স...
28/07/2024

আলহামদুলিল্লাহ, YUCA ADD (ইউকা সিডিগেরা নির্যাস, ইস্ট ওয়াল, মিথিওনিন, লাইসিন, ভিটামিন সি & ই, পটাসিয়াম সরবেট, এলোভেরা, স্যাপোনিন সমৃদ্ধ) যা পোল্ট্রি এবং মাছের দ্রুত ওজন বৃদ্ধি করে, স্ট্রেস কমায়, পরিপাক তন্ত্রের সমস্যা দূর করে, পুকুরে ব্যবহারের ফলে টক্সিক গ্যাস দূর করে পানির কোয়ালিটি উন্নতি করে, পানিতে অক্সিজেন লেভেল বাড়ায়, পোল্ট্রি এবং মাছের কার্যক্ষমতা বৃদ্ধি করে।

ব্যবহারবিধি:

পশু এবং মাছের খাদ্যে: ১০০ মিলি প্রতি টন খাদ্যে প্রতিদিন
পোল্ট্রি: ১মিলি প্রতি ১৫ লিটার খাবারের পানিতে প্রতিদিন।
পুকুরে ব্যবহার: ২৫০ মিলি প্রতি একর পুকুরের পানিতে সপ্তাহে ১বার।

বিস্তারিত জানতে পেইজে ইনবক্স করুন

আলহামদুলিল্লাহ  #লোডিং #আনলোডিং 🌶️🌶️
15/07/2024

আলহামদুলিল্লাহ
#লোডিং
#আনলোডিং
🌶️🌶️

Address

Rājshāhi
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Fish Tune Agrovet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category