Fuad With Pets

Fuad With Pets কবুতরকে নিজের জীবনের থেকেও বেশী ভালোবাসি।

13/01/2025

রংপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রে গবাদি পশু হাঁস-মুরগি পালনের ট্রেনিং নিচ্ছি

11/01/2025

নতুন পদ্ধতিতে খামারকে ভাইরাসমুক্ত করলাম। পদ্ধতিটা কেমন? জীবাণু ও ভাইরাসমুক্ত করার আর কোন সেরা উপায় থাকলে জানান!

09/01/2025

টাইগারহেনের হ্যাচিং ডেট ১৩/০১/২০২৫
পরিমাণ ৫০+ পিচ

ফাওমির হ্যাচিং ডেট ১৬/০১/২০২৫
পরিমাণ ১০০+ পিচ

08/12/2024

ঝড় পরবর্তী খামারের বর্তমান পরিস্থিতি এই ভিডিওতে দেখিয়েছি। বিশেষ সমস্যার কারণে দেড় বছর আগে খামারের ডেইলি ভ্লোগ ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু চিন্তাভাবনা করছি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া কন্টিনিউ করবো। সাজানো গোছানো খামারের তো সব শেষ তাই খামারটাও নতুনভাবে নতুন উদ্যোমে শুরু করবো এবং সেগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি এই যাত্রায় আপনাদের পাশে পাবো ইনশাআল্লাহ।

03/12/2024

Current Life Update!

Almost finished..

02/12/2024

জীবন্ত পশু-পাখির বিজনেস বা সৌখিনতায় খারাপ দিন আসবে এই বাস্তবতা জেনেই এসব পালন করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেনে নেয়াটা খুব কঠিন হয়ে যায়।

আল্লাহয় উত্তম পরিকল্পনাকারী।

29/11/2024

মনে হচ্ছে এখনো জীবন্ত

29/11/2024

দুঃখ গুলো স্মৃতি হয়েই থাকুক

13/09/2024

মাশাআল্লাহ ফাকিরগুল ব্রিডার পেয়ার❤️

লফটে একটা বাইরের কবুতর এসেছে।কারো যদি হয় উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন।ধন্যবাদ।
13/09/2024

লফটে একটা বাইরের কবুতর এসেছে।
কারো যদি হয় উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন।
ধন্যবাদ।

19/08/2024

কলম্বিয়ান লাইট ব্রাহামা মুরগির কিছু বাচ্চা আছে। কারো লাগলে জানাবেন।

11/07/2024

সেরা কোয়ালিটির কোচিন ফিমেল।

পছন্দ হলে ইনবক্সে নক দিন।

10/07/2024

প্রিন্স কামাগার ব্লাডলাইনের এক জোড়া রানিং কবুতর। ভিডিও নরের, মাদির ভিডিও প্রথম কমেন্টে এড করে দিয়েছি😊
কেউ নিতে ইচ্ছুক হলে ইনবক্সে নক করুন।

♥♥♥♥জানার জন্য প্রশ্ন!!!!!! ♥♥♥♥যদি কবুতরের বেবির ৬ নং পাক বা পর পড়ে যায়,কিন্তু এখনো কোন গোজ বা নতুন পাক গজায়নি,তবে সেই ...
06/07/2024

♥♥♥♥জানার জন্য প্রশ্ন!!!!!! ♥♥♥♥
যদি কবুতরের বেবির ৬ নং পাক বা পর পড়ে যায়,কিন্তু এখনো কোন গোজ বা নতুন পাক গজায়নি,তবে সেই বেবিকে কত পরের বা পাকের বেবি বলে বিবেচিত হবে।চিত্রে লাল কালি দিয়ে মার্ক করা পাক।দয়া করে সবাই মতামত দিবেন।

02/07/2024

শো সেরেমা বা*চ্চা ৭ পিচ।
বয়স ১ মাস ১০ দিন।

01/07/2024

আলহামদুলিল্লাহ
১৬ পিচ কলম্বিয়ান লাইট & বাফ ব্রাহামা সোল্ড আউট❤️

Address

Central Bus Terminal, Gonespur
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fuad With Pets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share