Social Paws Cafe

Social Paws Cafe Pets are what makes the world beautiful! ✨🌺

24/06/2024

নিউজফিড থেকে "রাসেল ভাইপার(🐍)" কে সরিয়ে দেওয়ার জন্য Leo Messi কে ধন্যবাদ।। 🙂

এই তীব্র গরমে আপনার এলাকায় আপনিও এরকম করতে পারেন।
22/04/2024

এই তীব্র গরমে আপনার এলাকায় আপনিও এরকম করতে পারেন।

গরমে বিড়ালের হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই এ সময় তাদের বিশেষ যত্ন প্রয়োজন।খাবার পানিগরমে বিড়ালকে প্রচুর পরিমাণ...
16/04/2024

গরমে বিড়ালের হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই এ সময় তাদের বিশেষ যত্ন প্রয়োজন।

খাবার পানি

গরমে বিড়ালকে প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে। বিড়ালের খাবারের জায়গা বা তার আশে পাশে সব সময় পানির পাত্র রাখতে হবে যাতে সে ইচ্ছা মতো পানি পান করতে পারে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা উচিত, বিড়াল ও কুকুরের পায়ের পাতা ঘামে। তাই তার চলার পথে বা বসে থাকার জায়গায় পায়ের ভেজা দাগ দেখলে বুঝতে হবে প্রচুর পানি শরীর থেকে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ তার পানি দরকার।

খাবার

গরমকালে অনেকেই অভিযোগ করেন বিড়াল খাবার কম খাচ্ছে। এটা আসলে স্বাভাবিক ব্যাপার। গবেষণায় দেখা গেছে বিড়াল গরমকালে শীতকালের তুলনায় প্রায় ১৫ শতাংশ খাবার কম খায়। গরমের সময় বিড়ালকে ফ্রেশ খাবার দিতে এবং শুকনো খাবার এড়িয়ে চলতে হবে। ড্রাই ক্যাটফুড এড়িয়ে চেষ্টা করতে হবে ঘরোয়া খাবার খাওয়ানো। খাবারে তেল-চর্বির পরিমাণ শীতকালের তুলনায় অল্প হলে ভালো। বিস্কুট, কেক জাতীয় খাবার এড়িয়ে চলাই উত্তম। স্ট্রেস কমানোর জন্য ভিটামিন সি যুক্ত খাবার যেমন টক দই দেওয়া যায়। তবে সেটা খুব অল্প পরিমাণে। সপ্তাহে ২ বার।

post
Hasib's Pet

আমার কিছু কল্পনা, আর পৃথিবী সুন্দর✨
16/01/2024

আমার কিছু কল্পনা, আর পৃথিবী সুন্দর✨

মানুষ হয়ে জন্ম নিলেই কিন্তু মানুষ হওয়া যায় না 🙂💔
14/01/2024

মানুষ হয়ে জন্ম নিলেই কিন্তু মানুষ হওয়া যায় না 🙂💔

আমরা কুকুর দেখ‌লেই ঢিল ছু‌ড়ে মা‌রি! এই সম‌য়ে মা কুকু‌র ও বাচ্চারা যে কী ভীষণ ক‌ষ্টে থা‌কে! বি‌শেষত বাচ্চা দা‌নের পর মা ক...
27/12/2023

আমরা কুকুর দেখ‌লেই ঢিল ছু‌ড়ে মা‌রি! এই সম‌য়ে মা কুকু‌র ও বাচ্চারা যে কী ভীষণ ক‌ষ্টে থা‌কে! বি‌শেষত বাচ্চা দা‌নের পর মা কুকুর‌দের শরীর শু‌কি‌য়ে যায় খা‌দ্যের অভা‌বে। আমা‌দের মা কুকুর‌দের প্রতি বিসে যত্নবান হওয়া।
উ‌চিত
ক্ষুধার্থ কুকুর‌দের যারা মার‌বে, হত‌্যা কর‌তে চেষ্টা কর‌বে তারা অ‌নেক বড় অপরাধী।

24/12/2023

Let' Run ✨😹🌺

আলহামদুলিল্লাহ বিড়াল দুটি এক ভাইকে    দেওয়া হলো ✨🌺 আশা করি বিড়াল গুলা ভালো থাকবে ☺️ আপনার এলাকায় কোনো অপ্রয়োজনীয় বিড়াল  ...
20/12/2023

আলহামদুলিল্লাহ বিড়াল দুটি এক ভাইকে দেওয়া হলো ✨🌺 আশা করি বিড়াল গুলা ভালো থাকবে ☺️
আপনার এলাকায় কোনো অপ্রয়োজনীয় বিড়াল এর ছানা থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
ইনশাআল্লাহ আমরা ছানাটিকে একজন আদর্শ মানুষকে adoption দিব।


17/12/2023

বঙ্কিমচন্দ্র বাচিয়া থাকিলে ইহাকে লইয়া বলিতেন "এতোদিনে মার্জার সুন্দরী তাহার উপযুক্ত স্থানই পাইয়াছে।😍"

রাস্তায় আসার সময় দেখলাম, একটা বন্ধ দোকানের সমানে খালি জায়গায় একটা কুকুর শুয়ে আছে। একটা লোক এক মগ ঠান্ডা পানি এনে সেই কুক...
16/12/2023

রাস্তায় আসার সময় দেখলাম,
একটা বন্ধ দোকানের সমানে খালি জায়গায় একটা কুকুর শুয়ে আছে। একটা লোক এক মগ ঠান্ডা পানি এনে সেই কুকুর টার উপর ঢেলে দিলো এই ঠান্ডার মধ্যে। আরে ভাই ওর তো জীবন এমনিতেই অনেক কঠিন,থাকার জন্য জায়গা নাই,খাওয়ার জন্য খাবার নাই,বলার মতো ভাষা নাই।
কেনো ভাই?
কি এমন দোষ করতেছে ওরা?
এতো নির্দয় কেনো হচ্ছেন ভাই?
মানুুষ হয়ে কেনো অমানুষের মতো কাজ করতেছেন?
ভাই হাতজোড় করে বলতেছি,এতোটা নির্দয় হবেন না।🙏
পারলে এইসময় ওদের একটা পাটের বস্তা দিন,একটু খাবার দিন আপনার মঙ্গল ওপরওয়ালা করবে।❤️
একটু শেয়ার করে দিবেন।যারা এইধরনের কাজ করে তাদের চোখে পড়লে হয়তো ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবে না।
ধন্যবাদ🙏

30/11/2023

একাকীত্ব আসলেই সুন্দর ✨🌺

Adopt a strayDont shopThey have also feelings😭😭😭😭      Social Paws Cafee
26/11/2023

Adopt a stray
Dont shop
They have also feelings😭😭😭😭


Social Paws Cafee

যাদের নিজেদেরই খাবারের ঠিক নেই তারা খাবার তুলে দিচ্ছে অসহায় প্রাণীর মুখে।ভালবাসা রইলো এই মানুষ গুলোর প্রতি।❤ছবিঃ মাহমুদু...
25/11/2023

যাদের নিজেদেরই খাবারের ঠিক নেই তারা খাবার তুলে দিচ্ছে অসহায় প্রাণীর মুখে।
ভালবাসা রইলো এই মানুষ গুলোর প্রতি।❤
ছবিঃ মাহমুদুল হাসান (রিপোস্ট)।

25/11/2023

গত সোমবার একে নিয়ে আসছিলাম ☺️✨❤

24/11/2023

Last september ✨💕

Address

Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when Social Paws Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share